এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ০৯ ডিসেম্বর ২০১১ ২২:১৭ | 117.194.97.175
  • সকল কে অনুরোধ আজ একট দিনের জন্যে আমর ঝগড়া বন্ধ করি।
  • pipi | ০৯ ডিসেম্বর ২০১১ ২১:৫১ | 129.74.191.152
  • কাল রাত থেকে বরফ পড়েই চলেছে। আদ্ধেক ডুবে গেছি প্রায়! চাদ্দিকে মৃত্যুর শৈত্য আর নিস্তব্ধতা। মাঝে মাঝে ডাল থেকে থুপ করে খসে পড়া বরফের চাঁই নিস্তব্ধতার বুকে অল্প দোলা দিয়ে যায়। আর এই চোখ ধাঁধানো সাদার মাঝে লাল নীল কমলা সবুজ আলোয় আলোয় সাজানো ঝলমলে বাড়িগুলো! সান্টা এসে গেলঃ-)
  • Ho | ০৯ ডিসেম্বর ২০১১ ২১:৪২ | 59.93.207.182
  • আপনারা সব বড় বড় দিগগজ, সব নিয়ে একটু কষে তক্কো না করলে কি আর ভাত হজম হয়? বলি এসব করে কোন রাজ্যোদ্ধার করছেন আপনারা? কে আপনাদের বাজে বকা শুনতে আসছে? দুপুরে যে সময় নষ্ট করে কবতেটা লিখলাম, মর্ম তো বোঝেননি। বুঝলে এইসব কচকচি থামাতেন। লোকগুলো পুড়ে ঝলসে শেষ হয়ে গেল, আর এইসব করে সহানুভূতি দেখানো হচ্ছে? কার কাছে পৌঁছোচ্ছে তা?
  • gandhi | ০৯ ডিসেম্বর ২০১১ ২১:৪০ | 203.110.243.22
  • সবাই কে একটা অনুরোধ... পারলে নিজে যেখানে আছেন.. সেটা ফ্ল্যাট হোক বা কাঁচা বাড়ি ..যেখানে চাকরি করেন বা পড়াশুনা করেন সেই জায়গাটা আগে আগুনের হাত থেকে বাঁচিয়ে তারপর এখানে কার দোষ খুঁজুন... এখানে বকর বকর করতে গিয়ে দেখবেন কবে নিজেই মরে গেছেন...

    মমতার দোষ না বুদ্ধর সেই নিয়ে তর্ক করার কোনো প্রয়োজন নেই বোধহয় আজকের দিনে... অন্তত একদিনের জন্য খেয়োখেয়ি টা বন্ধ করা যায়না কি ???

    জানি সকলের ই খারাপ লাগছে... তাই বললাম...
  • m | ০৯ ডিসেম্বর ২০১১ ২১:২৩ | 117.194.36.60
  • দয়া করে থামুন। আর নিতে পারছি না।কারুর দোষ না- এতগুলো লোক জাস্ট পুড়ে মরে গেলো-তারপরেও সেই নিয়ে তর্ক-বিতর্ক করতে,পড়তে ইচ্ছে করছে না।
  • Zzzz | ০৯ ডিসেম্বর ২০১১ ২০:৪৫ | 99.227.174.103
  • অসহ্য
  • bb | ০৯ ডিসেম্বর ২০১১ ১৯:৪৯ | 117.195.177.38
  • কথায় আছে 'আপনার ব্যবহারই আপনার পরিচয়'। with or without apology
  • maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৯:১৪ | 59.93.241.121
  • লেকচার গিন্নিটি "বডি"র ফান্ডা দিচ্ছে, অসভ্য বর্বব, মাইক কেড়ে নাও -- এই ভাষার প্রতিবাদ করেছি। জেনেবুঝেই করেছি। অ্যাপোলোজাইজ করলাম না।
  • prateek | ০৯ ডিসেম্বর ২০১১ ১৯:০১ | 122.179.43.135
  • থ্যান্‌ক্‌স,vc
  • kiki | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:৫৬ | 59.93.197.81
  • মানসিকতা চেঞ্জ হবার নেই। আমাদের ফ্ল্যাটে একটাই বেরোনোর পথ। প্রতি ফ্লোরে তিনটে করে ফ্ল্যাটে মোট ছটা গ্যাস সিলিন্ডার থাকে। নীচে সার সার মিটারের কাছে দুটো বাইক থাকে।বলেও কিছু করা যায় না। কমন মিটারে কি কারচুপি কেজানে! মাঝে মাঝেই সেটা থেকে আগুন ছিটকায়। যেকবার সিইএসসি এসেছে ওখানে বাইক রাখতে বারন করেছে।ট্যাঙ্কি তে আগুন গেলে মারাত্মক কান্ড হবে। সবাই বিন্দাস। রাতে ঘুমের মাঝে কিছু হলে সবার আগে আমি আর ঋভু টা টা করে দেবো ।কারন ঐ ফ্লোরে আমরা দুজন। বাকি দুটো ফ্ল্যাট তালা বন্ধ।

    এদিকে মাইক নিয়ে বলতে গিয়েই শুনতে হয়েছে নিউ আলিপুরে থাকলে ওসব বলা যায়। এখেনে যায় না। আমরাও দিব্যি আছি।
  • vc | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:৪৯ | 121.241.218.132
  • আই অ্যাপোলোজাইজ। আর্নেস্টলি।
  • kiki | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:৪৬ | 59.93.197.81
  • সত্যি, পামিতাকে ডিট্টো দিলাম।
  • Paramita | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:৪০ | 198.95.226.40
  • দোহাই। এছাড়া আর কিছু বলবার নেই।
  • maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:৩০ | 59.93.241.121
  • নেতাই তোমার পোজিশন তুমি ক্লিয়ার করেছ। এরকম পরিষ্কার ভাবে বললে কথা বলতে ভালো লাগে।
  • maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:২৬ | 59.93.241.121
  • ভিসি ঐ বিষয়ে আপনার সঙ্গে তর্ক করার ইচ্ছা আমারও নেই।
  • maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:২৫ | 59.93.241.121
  • আসলে এই পার্টিতে আর কেউ নেই তো।
  • vc | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:২৫ | 121.241.218.132
  • প্রথমতঃ - যাঁর ইচ্ছেয় করেন তাঁর হাতেও একচ্ছত্র ক্ষমতা দিতে আপত্তি আছে।
    দ্বিতীয়তঃ - আমার আগের পয়েন্টটা ভ্যালিড হচ্ছে আরো বেশি করে। একবার আপনি দুঃখ করছেন যারা সক্রিয় রাজনীতি করে তাদের লোকে খারাপ লোক ভাবে, আর আপনিই সক্রিয় রাজনীতি তো দূর - কোনো রকম অ্যাসোসিয়েশন থাকলে তাকে খারাপ লোক মনে করছেন।
    তৃতীয়তঃ - নতুন করে আপনার সঙ্গে তর্কটা চালু করার ইচ্ছা নেই, দুঃখিত।
  • Netai | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:২৩ | 121.241.98.225
  • মিনিদি, আমারো মনে হল তাই লিখলাম, ওনার যাওয়া উচিৎ হয়নি। আমার মনে হওয়া ভুল ও হতে পারে।
  • Netai | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:২০ | 121.241.98.225
  • হাসপাতালের ফায়ার ফাইটিং সিস্টেম এতো খারাপ তা কি তারা জানতেন না? কি ভেবে দরজা বন্ধ করেছেন তারাই জানেন। শুরুতেই লোকজন ঢুকে পড়লে কিছু লুটপাঠ হয়তো হত। কিন্তু এতো মৃত্যু হত না।
  • maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:২০ | 59.93.241.121
  • আচার্য কখনঐ নিজের ইচ্ছায় কিছু করেন না।
  • maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:১৯ | 59.93.241.121
  • কী জানি আমার কেন মনে হল এতবড় দুর্ঘটনার সময়ে মুখ্যমন্ত্রীর সেখানে যাওয়াটা মিমিমাম কর্তব্য।
  • vc | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:১৭ | 121.241.218.132
  • ম্যাক্সিমিন - আমার মুখে কথা না বসালেই খুশি হব। আচার্যকে খারাপ লোক ভাবি না, রাজনৈতিক ব্যক্তি মনে করি। এবং কোনো এক জন লোকের হাতে একচ্ছত্র ক্ষমতা দিতে আমার আপত্তি আছে। খুব সোজা কথা - যার মধ্যে কঠিন অঙ্ক বা থিওরেম কিছুই নেই।
  • Netai | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:১৬ | 121.241.98.225
  • মিনিদি আমার গিমিক ই মনে হয়েছে। প্রয়োজন নয়। সব দুর্ঘটনা স্থলে উদ্ধারকার্য চলাকালীন মুখ্যমন্ত্রীর ফিজিকাল প্রেজেন্স জরুরি হলে রাজ্য চলবে কেমন করে। পুলিশ প্রশাসন দমকল সব কি উঠে গেছে? না কি ঘটনাস্থলে না থাকলে এগুলো ক®¾ট্রাল করা সম্ভব না?
  • Ho | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:১২ | 121.242.160.180
  • নেত্যকাকা আসলে সিকিচ্ছানা তো, তাই উঁহার দ্বারা কিঞ্চিৎ প্রভাবিত হইয়া পড়ে।
  • maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:১২ | 59.93.241.121
  • আপনিও ভাবেন ভিসি। আচার্যকে খারাপ লোক ভাবেন।
  • maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:১০ | 59.93.241.121
  • নেতাই তিনিও তো মানুষ। তিনিও অসহায় বোধ করতে পারেন। গিমিক ভাবার কারণ কী?
  • maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:০৮ | 59.93.241.121
  • কাজু -- জ্যোতি বসু।
  • Netai | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:০৮ | 121.241.98.225
  • যেখানে কোন দুর্ঘটনা ঘটেছে, উদ্ধার্কার্য চলছে, সেখানে মুখ্যমন্ত্রীর ঘটনাস্থলে পৌঁছে লেকচার দেওয়া কোন সিস্টেম হতে পারেনা। মমতাকে দুকথা তো বলা হবেই। সবসময় এই গিমিক দেবার চেষ্টা বন্ধ করা দরকার।

    নিরাপত্তামূলক ব্যবস্থা যথেষ্ট না থাকা সঙ্কেÄও এই হাসপাতালগুলোকে চলতে দেবার দায় সিপিয়েম এড়াতে পারেনা। কাল তারা গালি খেলে ওগুলো তাদের প্রাপ্য পাওনাগন্ডার থেকে বেশী কিছু না।
  • maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:০৬ | 59.93.241.121
  • অথচ সেদিনই হয়তো কাগজে পড়েছি এই ভদ্রলোক (আমাদের মুখ্যমন্ত্রী) চেন্নাইতে ট্‌র্‌যাফিক জ্যামে আটকে পড়ে চুপচাপ বসেছিলেন। কমপ্লেন করেন নি। এরকম ভদ্রতা সচরাচর দেখা যায়না।
  • vc | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:০৪ | 121.241.218.132
  • সবাই ভাবে না, যেমন আমি ভাবি না। আপনি হয়তো আপনার কথা বললেন। এডুকেশন অর্ডিন্যান্স নিয়ে আপনার বক্তব্যেই তো বোঝা গেছে সেটা।

    যে জঘন্য পোস্ট দিয়ে শুরু করেছিলেন আজ তার জেরটা ক্রমাগত টেনে না গেলেই ভালো হয়। এই প্রসঙ্গে এটাই শেষ পোস্ট আমার দিক থেকে।
  • Ho | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:০৪ | 121.242.160.180
  • হু ওয়াজ দ্য মুখ্যমন্ত্রী দেন?
  • bb | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:০৩ | 117.195.179.8
  • মৃতের সংখ্যা বেড়ে -৮৮। লাইসেন্স ছিল মণি ছেত্রীর নামে।
  • maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:০২ | 59.93.241.121
  • অনেকদিন আগে অটোতে উঠলে শুনতাম সহযাত্রীরা মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করছে। সেটাও শকিং লাগত।
  • maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৮:০০ | 59.93.241.121
  • সক্রীয় রাজনীতি করলে লোকে তাকে খারাপ লোক-ই ভাবে। এটা নতুন কিছু নয়।
  • vc | ০৯ ডিসেম্বর ২০১১ ১৭:৫৫ | 121.241.218.132
  • উন্নতির পরাকাষ্ঠা তো দেখাই এলো যখন প্রথম কেউ এসে কচকচিটা শুরু করলেন।
  • maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৭:৫৩ | 59.93.241.121
  • *এক জন।
  • aka | ০৯ ডিসেম্বর ২০১১ ১৭:৫৩ | 75.76.118.96
  • বাজি ফেলে বলতে পারি আমরি কেন কলকাতার যেকোন হাসপাতালে একই জিনিষ হত। ডিজাস্টার রিকভারি বস্তুটি নেই।
  • maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৭:৫২ | 59.93.241.121
  • অন্তত একন প্রত্যক্ষদর্শী গুরুতে এসে কিছু বলেছেন।
  • vc | ০৯ ডিসেম্বর ২০১১ ১৭:৫২ | 121.241.218.132
  • "Because Mamata is here, the ambulances cannot go towards the annexe building. Please ask her to shift to another road," shouted a distraught relative of a victim.

    "My father was admitted there. I have not got any news about him. And now the chief minister comes. And you (the media) are busy clicking her photos? Please give a thought to what I am going through and go away."


    এরাও প্রত্যক্ষদর্শীই।
  • maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৭:৫০ | 59.93.241.121
  • যিনি ডাক্তার তার কথাই বলেছি। ঘোষ ভুল বলেছি। বাস্তবিক কুনাল ঘোষ বিষয়ে কিছুই জানিনা।
  • kd | ০৯ ডিসেম্বর ২০১১ ১৭:৫০ | 59.93.222.184
  • /বিশ্বাস
  • kd | ০৯ ডিসেম্বর ২০১১ ১৭:৪৯ | 59.93.222.184
  • ""times of india''র রিপোর্টের থেকে ওখানকার যে কোন প্রত্যক্ষদর্শীকে আমি একটু বেশী বিস্বাস করি।
  • y | ০৯ ডিসেম্বর ২০১১ ১৭:৪৭ | 61.12.12.84
  • অন্য কুণালের কথা বলেছে। কাল সকালে সিপিএমকে গাল দেওয়া লেখা পড়ে নেবেন।
  • vc | ০৯ ডিসেম্বর ২০১১ ১৭:৪৭ | 121.241.218.132
  • অফ টপিক, তাও - কুণাল ঘোষকে "বস্তু" বলাই যায়।
  • kd | ০৯ ডিসেম্বর ২০১১ ১৭:৪৫ | 59.93.222.184
  • el, ""কুনাল নামক বস্তু''? মাইরি!!!!

    ""গুরু''র সত্যিই খুব উন্নতি হচ্ছে। ঃ(((
  • maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৭:৪৪ | 59.93.241.121
  • আমরি চিরকাল এমন ছিল না বলতে নিরাময়ের কথাই বলছিলাম। কেমন চলত নিরাময়?
  • bb | ০৯ ডিসেম্বর ২০১১ ১৭:৩৬ | 117.195.179.8
  • আমরি হওয়ার আগে ঐটি ছিল 'নিরাময় পলিক্লিনিক' , যারা ওখানকার লোক তাদের নিশ্চয় মনে আছে সেটি কেমন চলত।
  • Ho | ০৯ ডিসেম্বর ২০১১ ১৭:৩২ | 121.242.160.180
  • আধুলি ইউজিং সিকি'জ ল্যাঙ্গুয়েজ।
  • aka | ০৯ ডিসেম্বর ২০১১ ১৭:৩০ | 75.76.118.96
  • গতকাল থেকে আপনারা যা বললেন তাকে এক কথায় বালের জায়গা বলে। মানুষের বেঁচে থাকা চান্স কজ। আগুন যদি না লাগে, হার্ট অ্যাটাকের পরেও বারো ঘন্টার মধ্যে যদি মারা না যান, পকেটে যদি কোটি কোটি টাকা থাকে তাহলে বেঁচে থাকার একটা সামান্য পজিটিভ প্রোবাবিলিটি আছে। বাকিটা সম্বন্ধে মহর্ষি সুনীল যেমন বলেছে, এতো আর সরকারী হাসপাতাল নয়। সেখানে বাঁচার প্রোবাবিলিটি নেগেটিভ - মানে সুস্থ মানুষ মারা যায়। কোনরকম ডিজাস্টার রিকভারি প্ল্যান ছাড়া একটা হসপিটাল লাইসেন্স পায় কি করে? আর এটা আমার ছেলেও জানে আগুনে ধোঁয়ায় সবথেকে বেশি লোক মারা যায়। সেখানে সামনের দরজা বন্ধ করে দিল। যাস্ট ভাবতে পারি না।
  • vc | ০৯ ডিসেম্বর ২০১১ ১৭:২৬ | 121.241.218.132
  • ঠিক। কুণাল সাহা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত