ঠিক কাব্লিদা। কিন্তু এই ঘটনাটা যদি আজ বাঁকুড়ায় কি শিলিগুড়িতে হত? মমতা না পৌঁছলে কী হত?
বা আজ কলকাতায় মমতা না থাকলে কী হত?
maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৬:৩২ | 59.93.241.121
এই আমরি চিরকাল এমন ছিল না।
siki | ০৯ ডিসেম্বর ২০১১ ১৬:২৯ | 122.177.158.47
শুনলাম লাক্স হোসিয়ারি নাকি ইমামী গ্রুপের। এটা কি ঠিক তথ্য?
maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৬:২৯ | 59.93.241.121
এক্সিট দরজাগুলো বন্ধ ছিল কেন?
kd | ০৯ ডিসেম্বর ২০১১ ১৬:২৮ | 59.93.222.184
আমরির ঠিক পাশেই আমার শালীর বাড়ি। মানে ওদের জানলা থেকে আমরির সাইড উইং দেখা যায় - মাঝে শুধু পঞ্চাননতলা বস্তি। আমার শালী বেশ অসুস্থ, আমি আমার বন্ধুর গেস্টহাউসে কয়েকটি ঘর নিয়েছি - ওরা চলে এসেছে, হাওয়া ওদের বাড়ির দিকে হওয়ায় ধোঁয়ায় থাকা মুশকিল হচ্ছিলো। ভায়রা আর ওনার ছেলে দু'জনেই বললো, মমতা না এলে পুরো কুরুক্ষেত্র হয়ে যেতো। ওখানকার পাব্লিক তো ওনার আসায় রিলিভ্ড। ভায়রা তো দুখ্যু করছিলো, এতো বড় সরকারে শুধু একজনই এফেক্টিভ।
আর একটা কথা, ভাটে দেখছি ""বডি'' শুনে খুবই আপসেট। ঠিক খেয়াল করি নি তবে মনে হচ্ছে এরা কলকাতার বাইরে অনেকদিন আছেন। কেননা এটা খুবই কমন টার্ম এখানে। আমার মা মারা যাওয়ায় নিকটাত্মীয়, বন্ধুবান্ধবকে ""বডি কী করে নীচে নিয়ে যাওয়া হবে'', ""কেওড়াতলায় এই টাইমে বডির লাইন কতো হতে পারে'' এ'জাতীয় কথা বলতে শুনেছি। গোড়ায় বেশ অসোয়াস্তি হ'লেও এখন কানে সয়ে গেছে। গতবছর আমার শাশুড়ি মারা গেলে একই রকম কথা শুনেছি।
তবে হ্যাঁ, এখন টিভিতেও ""বডি'' না বলে ""দেহ'' বলছে। হয়তো বাংলায় বললে শুনতে তত খারাপ লাগে না। কে জানে! ঃ(
vc | ০৯ ডিসেম্বর ২০১১ ১৬:২৬ | 121.241.218.132
AMRI-এর লাইসেন্স বাতিল হওয়া মানে পুরো AMRI গ্রুপের না শুধু ঢাকুরিয়া AMRI-এর? প্রথমটা হলে সল্ট লেকেরটাও বন্ধ হবে?
bb | ০৯ ডিসেম্বর ২০১১ ১৬:২১ | 117.195.179.8
শান্তনু আমি তাকে চিনতাম না, কিন্তু সংবাদ পড়ে থেকে অস্থির লাগছে। আমাদের কেউ হলে আমরা কি এত সহজে মেনে নিতে পারতাম, আর যে শিশুদুটির ক্ষতি হল তা তো অপূরণীয়.................
Ho | ০৯ ডিসেম্বর ২০১১ ১৬:২০ | 121.242.160.180
শান্তনুদা, ওহো, আমি ভাবলুম আমার কবতে দেখে ভাবলেন। অবশ্য ভাবলেও ভুল কিছু নয়। ঃ-))
vc | ০৯ ডিসেম্বর ২০১১ ১৬:১৯ | 121.241.218.132
শান্তনু - সাউথ সিটির টোডি আর অশোক টোডি কি আলাদা পরিবার, নাকি লতায় পাতায়?
vc | ০৯ ডিসেম্বর ২০১১ ১৬:১৮ | 121.241.218.132
আজ সকাল থেকে মেসেজই পড়ছি। So I know quite well what I'm saying, thank you.
santanu | ০৯ ডিসেম্বর ২০১১ ১৬:১৮ | 92.99.202.29
বিবি, ইনি আমার বান্ধবীর ননদ। ভিসি, ইনি সাউথ সিটির টোডি।
হো, ম্যাক্ষিমিনের কথাবার্তা শুনে মনে হয়েছিল।
maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৬:১৭ | 59.93.241.121
ভিসি (মেসেজ সিকুয়েন্স) শুভজিতের প্রথম পোস্টের পর থেকে পড়ে দেখুন।
vc | ০৯ ডিসেম্বর ২০১১ ১৬:১৪ | 121.241.218.132
মেসেজ সিকোয়েন্সগুলো যদিও অন্য কিছু বলছে। যাই হোক।
ppn | ০৯ ডিসেম্বর ২০১১ ১৬:১৩ | 216.52.215.232
পঃবঙ্গের মানুষের কিছু করার নাই। জলে কুমীর, ডাঙায় বাঘ।
maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৬:১২ | 59.93.241.121
সকাল সন্ধ্যে একজনের নাম জপ না করলেই নয়?
maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৬:১১ | 59.93.241.121
কিন্তু এই তো এইমাত্রও বলা হল 'পশ্চিমবঙ্গে যাঁরা থাকেন তাঁরা কি করে মেনে নেন এই অতিরিক্ত নাটুকেপনা' ইত্যাদি।
bb | ০৯ ডিসেম্বর ২০১১ ১৬:১০ | 117.195.179.8
36 বছরের এক মহিলা দুই সন্তানের মা , হাত ভেঙ্গে হাসপাতালে গিয়েছিলেন আর আগুনের ধোঁয়ায় মারা গেলেন। দুটি শিশু জানতেও পারল না যে কিছু মানুষের গাফিলতির ফলে তাদের এত বড় ক্ষতি হয়ে গেল। আর কত অমানবিক হব আমরা?
maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৬:০৭ | 59.93.241.121
এতগুলি নিরীহ মানুষের মৃত্যু হল আসুন বলি - রাজনীতি আজকে তোমায় দিলাম ছুটি। আমারও ঠিক একথাটাই বলার ছিল।
Ho | ০৯ ডিসেম্বর ২০১১ ১৬:০৫ | 121.242.160.180
শান্তনুদার ৩ঃ৫৩ য় 'ইনি'-টা কে?
vc | ০৯ ডিসেম্বর ২০১১ ১৬:০৩ | 121.241.218.132
এই টোডি কোন টোডি? রিজওয়ানুর মামলার অশোক টোডি পরিবারের কেউ?
ppn | ০৯ ডিসেম্বর ২০১১ ১৬:০৩ | 216.52.215.232
মানে বিবির লাস্ট পোস্টটাকে।
ppn | ০৯ ডিসেম্বর ২০১১ ১৬:০১ | 216.52.215.232
বিবি আর শমীককে ক দিয়ে গেলাম।
vc | ০৯ ডিসেম্বর ২০১১ ১৬:০০ | 121.241.218.132
ছুটিতেই তো ছিলো। এতক্ষণ।
de | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:৫৯ | 180.149.51.68
ঐখানে ঐ পরিস্থিতিতে গিয়ে পরিস্থিতি ক®¾ট্রালে আনতে শুধু মমতাই যদি পারেন, পশ্চিমবঙ্গের বাকি অ্যাডমিনিস্ট্রেশনের এখুনি পদত্যাগ করা উচিত! যদি ইনি কলকাতায় না থাকতেন?
bb | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:৫৮ | 117.195.179.8
এতগুলি নিরীহ মানুষের মৃত্যু হল আসুন বলি - রাজনীতি আজকে তোমায় দিলাম ছুটি...............
siki | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:৫৮ | 122.177.158.47
এই ভদ্রলোকেরা সব শহরে আছে। এনডিটিভিকে আজ তককে সবার আগে এমেমেস পাঠাতে হবে না?
দিল্লিতেও দেখেছি, রোড অ্যাক্সিডেন্টে ছিন্নভিন্ন শরীরকে ঘিরে মোবাইল ক্যামেরার ভিড়, ফ্লাইওভারের ওপরে জ্যাম, কী ব্যাপার? না নিচে রেললাইনে কেউ কাটা পড়েছে, লোকে তার ফোটু খিঁচছে।
শালা খচ্চরের জাত মাইরি আমরা।
de | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:৫৫ | 180.149.51.68
সমস্ত ব্যাপারেই ওনার এই দালালি করতে যাওয়ার অভ্যাস অত্যন্ত আপত্তিকর, পশ্চিমবঙ্গে যাঁরা থাকেন তাঁরা কি করে মেনে নেন এই অতিরিক্ত নাটুকেপনা তা কে জানে!
bb | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:৫৫ | 117.195.179.8
দেখুন এখানে কেউ ব্যক্তি হিসাবে মমতাকে আক্রমণ করেন নি। ১) ঘটনার ভয়াবয়তা নিয়ে আর আমাদের কি কিছুই করা নেই বলে আক্ষেপ করেছেন ২) কি করলে এটা এড়ানো যেন সেই নিয়ে আলোচনা করেছেন ৩) প্রশাসক হিসাবে এই সরকার কি করছে আগুন থেকে বাঁচাতে সেই নিয়ে কথা হয়েছে। ৪) আজ দিদি যা বলছেন আর ৯ মাস আগে পার্কস্ট্রীটে কি বলেছিলেন তা বলেছেন
এর সঙ্গে মমতা মহিলা বা তাকে দেখতে সুন্দর কিনা এর কোন যোগাযোগ দেখানোর চেষ্টা বাতুলতা মাত্র।
Suvajit | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:৫৪ | 115.117.199.189
el আপনার Date :09 Dec 2011 -- 01:44 PM পোস্টে লিখেছেন যে মমতা মাইক নিয়ে খেদাচ্ছিলেন আর পুলিশ রোগীর আত্মীয়দের উপর লাঠি চালিয়েছে। নিশ্চয়ই আপনি কোথাও ঘটনাটা দেখেছেন বা খবর পেয়েছেন। তাই আপনার কথা ক¾ট্রাডিক্ট করছি না। কিন্তু আমি যতক্ষণ ছিলাম আর লোকজনের সংগে কথাবার্তার ভিত্তিতে এটুকু বুঝলাম যে সকাল ৮-৮ঃ৩০ র সময়ে ওখানে অসম্ভব ভীড় বেড়ে গেছিল। এমন অবস্থা যে দমকল ঠিক মতো মুভ করতে পারছিল না। আর ঐ ভীড়ে কে রোগীর আত্মীয় কে মজা দেখতে এসেছে, কে পাতি ঝামেলা করতে এসেছে সেটা বোঝা অসম্ভব। মমতা আসার পর পিলপিল করে পঞ্চাননতলার বস্তির লোকজন জড় হতে শুরু করে। আমি যা শুনেছি সেই সময় পুলিশ অল্প লাঠি চার্জ করে ভীড় হঠাবার জন্য। ঐ ক্যাওসের মধ্যে মাইক ছাড়া অন্য কোনোভাবে কম্যুনিকেশন করা সম্ভব ছিল না। মমতা মাইক নিয়ে শুধু ঘোষনাই করছিলেন না, লোকজনকে নির্দেশও দিচ্ছিলেন। ফলে কাজগুলো কিছুটা হলেও অর্ডারলি হচ্ছিল। আর সাউথ ক্যালকাটায় মমতা কিছু বললে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক লোকজন সেটা মেনে চলে। মমতার স্বভাব মতো হয়ত তার মধ্যে অনেক আটভাটও বকেছেন, কিন্তু এটা অস্বীকার করতে পারছি না, যে সময়ে গিয়ে ডিসাস্টার সামলাতে অগ্রনী ভূমিকাও নিয়েছেন।
এর মধ্যে বলে নি। মোবাইল ক্যামেরা। আমার আজকে ঘেন্নায় গা রি রি করে ঊঠল। ভদ্রলোক, ছেলে, মেয়ে - ঢাকুরিয়া ব্রীজের উপর গাড়ী অটোতে যেতে যেতে চলন্ত অবস্থায় বা একটু থামিয়ে, ভীড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে মোবাইলে ছবি তুলছে। যথেষ্ট ছবি তোলা হলে চলে যাচ্ছে।
vc | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:৫৩ | 121.241.218.132
AMRI-এর দায়িত্ব এবং দোষ। একসাথে।
santanu | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:৫৩ | 92.99.202.29
ইনি ই বা কি কম উন্মাদ!!
vc | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:৫২ | 121.241.218.132
উন্মাদ? নাঃ আমার মনে হয় না। অত্যন্ত ক্যালকুলেটিভ, ম্যানিপুলেটিভ এবং সর্বদা লাইমলাইটে থাকার জন্যে সমস্ত কিছু করতে পারা একজন। দেশের অন্যান্য প্রান্তের লোকজন আজ লাইমলাইটে থাকার চেষ্টাটা দেখেননি সম্ভবতঃ।
বাই দ্য ওয়ে - AMRI-র দায়িত্ব নিয়ে কেউ দ্বিমত নয়। শুধু মাইক নিয়ে ঘটনাক্রম "সামাল দেওয়া" বলে মনে হয়নি অনেকের। সেটাকেই শ্রাদ্ধক্রিয়া মনে হয়েছে কয়েকজনের।
Ho | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:৫০ | 121.242.160.180
আমরা চালাই হাওয়ায় ঘুষি আস্ফালনই সার আর নাটের যত গুরু আছে সব পাবে ঠিক পার
আমরা চেঁচাই ফাটাই গলা কেউ করে না কান পাঁকাল মাছের মতন দেখো বাঁচায় ওরা মান
লাগল আগুন মরল মানুষ কার কী আসে যায় উলুখাগড়া মরল পিষে যুদ্ধ রাজায় রাজায়
siki | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:৪৮ | 122.177.158.47
আমার মতে কারণ অন্য। মমতা নামক চীজটিকে আমরা যেভাবে চিনি দেশের অন্যান্য প্রান্তের মানুষজন সেভাবে চেনে না। ফুল উন্মাদ একটি এনটিটি।
maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:৪৭ | 59.93.241.121
ওনার ভঙ্গী সর্বদাই খারাপ হয়। যে কারণে টিভিতে ওনাকে দেখালে আমি টিভি বন্ধ করি।
maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:৪৬ | 59.93.241.121
বিবি কারণ একটাই। এই যারা ফোন করছেন তাদের সঙ্গে এখাঙ্কার রিয়্যাকশনের তফাত।
y | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:৪৬ | 61.12.12.84
গুরুতে খেস্তাখিস্তি না হওয়াটাই কাল হয়েছে।
bb | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:৪৫ | 117.195.179.8
যাক শুধু আমি নই, শমীকেরও খারাপ লেগেছে এই কথাগুলি।
maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:৪৪ | 59.93.241.121
দেখুন দেশের নানা জায়গা থেকে ফোন আসছে। তারা শকড। কিন্তু মমতার নাম তারা করছেন না।
bb | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:৪৪ | 117.195.179.8
মিনিদি আপনার আগের বক্তব্য অতন্তঃ আপত্তিজনক। মহিলা আর দেখার কথা এটা নয়। এটা নীতি আর আইনের ব্যাপার। আপনার এই কথার পিছনে আসল উদ্দেশ্য কি জানাবেন দয়া করে?
maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:৪৩ | 59.93.241.121
কোনও একজনকে দোষী না করলে শান্তি পাইনা যে? যেমন মেয়েরা করে পতিদেবতাকে।
siki | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:৪০ | 122.177.158.47
ম্যাক্সিমিন অতীব ভুল বকছেন। এইসব কথা বলবেন না, প্লিজ।
যে ভঙ্গিতে উনি "বডি" আইডেন্টিফাই করতে বলেছেন মাইক নিয়ে তাতে শ্রাদ্ধক্রিয়াটা খুব অস্বাভাবিক নয়। হ্যাঁ, ভক্তজনের আপত্তিকর লাগতেই পারে, তাতে আমার একটাও উৎপাটিত হয় না।
maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:৩৬ | 59.93.241.121
সব দোষ মমতা ব্যানার্জির। কারণ তিনি একজন মহিলা এবং খুব একটা সুন্দর দেখতে না।
bb | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:৩৫ | 117.195.179.8
মিনিদি - AMRI মারোয়াড়ীদের হাসপাতাল নয়। হলে ও কি ওখানে লোক মরতে হবে? এখানে কেউ মমতাকে টার্গেট করেছে বলে আপনার মনে হল? অসহয়তার বহিপ্রকাশ এটা।
Ho | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:৩১ | 121.242.160.180
FRCC মানে বোধায় - Fire Rescue Course not Completed
maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:২৮ | 59.93.241.121
এরকম অবস্থাতেও এখানে মমতার শ্রাদ্ধক্রিয়া চলছে।
y | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:২৭ | 61.12.12.84
ওই ডিরেক্টরদের একগাছি রোঁয়া টাচ করার আগে মমতার পার্টি উঠে যাবে।
maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:২৫ | 59.93.241.121
আমরি মারোয়াড়িদের হাসপাতাল।
maximin | ০৯ ডিসেম্বর ২০১১ ১৫:২২ | 59.93.241.121
সে লিখেছে -- এইমাত্র ফিরলাম। লোকের কান্না আর সহ্য করা গেল না। পঞ্চাননতলার চেনা ছেলেরা বার বার বলল, শুয়োরের বাচ্চারা ওদের ভোরবেলা ঢুকতে দেয় নি। সেই সময়ে প্রায় ৫০ জন লোকাল ছেলে ছিল, ওদের ঢুকতে দিলে ওরা পেশেন্টগুলোকে বের করে আনতে পারত। এখনে বলা হয়ত খুব শ্রুতিকটু হবে কিন্তু মমতা যেভাবে সকাল থেকে লেগে রয়েছেন, তাতে যে প্রচন্ড ক্যাওস হতে পারত তার অনেকটাই সামলানো গেছে। ক্যাওস এখনো আছে। কার বডি কোথায় শিফট হয়েছে সেই বোর্ডটাই এই কিছুক্ষণ আগে লাগানো হল।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন