এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ppn | ১৬ ডিসেম্বর ২০১১ ২২:০৩ | 112.133.206.22
  • সফোরা কী বলবে অ্যাঁ? সরকার থেকে রেগুলেশন করে দিলেই বাপ বাপ করে হবে।
  • ppn | ১৬ ডিসেম্বর ২০১১ ২২:০২ | 112.133.206.22
  • আমি গেলমাসে ক্রসওয়ার্ডে ফেলে এসেছিলাম। সেখান থেকে বেসমেন্ট থেকে গাড়ি বার করে যখন বেরোছি দেখি ওদের একটা ছেলে র‌্যাম্পে দাঁড়িয়ে রয়েছে। আমাকে থামিয়ে নাম জিগ্যেস করে কার্ড ফেরত দিল। এত অবাক হয়ে গেছিলাম যে মুখ দিয়ে কিছু বেরোল না। থ্যাংকু বলার পরে শুধু বলতে পারলাম 'ব্লেস ইউ'।
  • kc | ১৬ ডিসেম্বর ২০১১ ২১:৫৮ | 178.61.96.29
  • ক্রেডিট কার্ড জিনিসটাই মহা জালি ব্যাপার। তারপর ভারতে ওই সইকরার ফান্ডাটা আরেকটা ধুর সিস্টেম। কেন যে পিন নাম্বারের সিস্টেম করেনা, তা এইসব সফোরাও বলেনা। ক্রেডিট কার্ড উড়িয়ে দিয়েছি। এমনিতেই বয়স হচ্ছে, এখানে সেখানে ভুলে যাই। টেনশনের ব্যাপার এইসব কার্ড।
  • siki | ১৬ ডিসেম্বর ২০১১ ২১:৫৬ | 122.177.158.47
  • আমি বোধ হয় কিছু বুঝতে পারছি না। ম্যাক্সিমিন তো তেমন কিছু বলেন নি। সবাই মিলে বকা লাগাচ্ছে কেন? একটা ঘটনা বলেছেন, সেটাকে অর্পণ ভেবেছে মোবাইলের কেস। মিটে গেছে।
  • Bratin | ১৬ ডিসেম্বর ২০১১ ২১:৫৪ | 117.194.103.92
  • ইন্দো = kc = দুখে। সমান বয়েস।
  • Bratin | ১৬ ডিসেম্বর ২০১১ ২১:৫২ | 117.194.103.92
  • ব্যাঙ তো আমাকেও তুই বলে। ততে কি?
  • aka | ১৬ ডিসেম্বর ২০১১ ২১:৫১ | 168.26.215.13
  • মতান্তরে বাপেরও বাপ আছে।
  • kc | ১৬ ডিসেম্বর ২০১১ ২১:৫১ | 178.61.96.29
  • কেকে, আকার কথায় বিভ্রান্ত হয়েন না। এই যেমন ন্যাড়াদা আমায় তুই বলে ক্ষিন্তু পামিদি আপনি বলে। আবার ব্যাং আমায় তুই কয়। ইন্দো আপনি বলে।
  • Bratin | ১৬ ডিসেম্বর ২০১১ ২১:৫০ | 117.194.103.92
  • ও আচ্ছা!! আমার থেকে একটু বড় kcঃ-))
  • kc | ১৬ ডিসেম্বর ২০১১ ২১:৪৮ | 178.61.96.29
  • হুম্ম, যত মত, তত পথ।
  • Bratin | ১৬ ডিসেম্বর ২০১১ ২১:৪৫ | 117.194.103.92
  • ব্যাং আর আকা এক বয়েসী। তার থেকে একটু বড় কেকে। তার থেকে একটু বড় আমি।
  • aka | ১৬ ডিসেম্বর ২০১১ ২১:৪৩ | 168.26.215.13
  • কেকে একটা ক্লু দিই। আমি ব্যাঙকে তুই বলি। কিন্তু তোমাকে তুমি বলছি। ঃ)
  • aka | ১৬ ডিসেম্বর ২০১১ ২১:৪১ | 168.26.215.13
  • এখানে আমি ক্রেডিট কার্ডে যেকোন ট্রানজাকশন ডিসপিউট করতে পারি। খুব বেশি ডিসপিউট করলে কি হবে জানি না। এককালে শস্তায় বিড়ি খাবার উপায় বের করেছিলাম ইওরোপ থেকে বিড়ি এনে। সেটা একবার এসে পৌঁছয় নি। আমি ট্রানজাকশন ডিসপিউট করেছিলাম সাথে সাথে উড়িয়ে দিয়েছিল।

    এছাড়া আমার কার্ড একই মেশিনে পরপর তিনবার ৩০ মিনিটের মধ্যে সোয়াইপ করলে, বা একই দিনে আউট অফ স্টেট ট্রানজাকশন বেশি হলে অটোমেটিকালি লক করে দেয় (এরকম বেশ কিছু রুল আছে)। মোবাইলে একটা ফোন আসে, আইভিআর সিস্টেম ট্রানজাকশন চিনি কিনা জিজ্ঞেস করে। তারপর আনলক করতে বলে। সবটাই অটোমেটেড।

    এছাড়া আমার ক্রেডিট প্রোটেকশন কেনা আছে - মাসে ৮ ডলার। তিনখান ক্রেডিট এজেন্সি থেকে কোনরকম অ্যালার্ট এলেই মেল আসে, স্মার্ট হলে ফোনেও আসে।

    এছাড়া আমি জেনারালি ক্রেডিট কার্ড এবং ব্যাংক ট্রানজাকশন চোখে চোখে রাখার চেষ্টা করি। ডেবিট কার্ড ইউজ করি না। কারণ ওতে ঘাপলা হলে টাকা ব্যাঙ্ক থেকে গেল, ক্রেডিট কার্ডে ঘাপলা হলে অন্তত ঝামেলা করা যায়।
  • Bratin | ১৬ ডিসেম্বর ২০১১ ২১:২৯ | 117.194.103.92
  • হো র প্রশ্ন কোথায়?
  • Ho | ১৬ ডিসেম্বর ২০১১ ২১:২৫ | 59.93.241.128
  • আর আমি যে একটা অতি গুরুত্বপূর্ণ ব্যাপার জিগিয়ে কাটলাম, কেউ তার দিকে ফিরেও চাইল না। আরে বলুন না মশাই! আর টাইম লিখতে পারব না। নিজে চরে খান।
  • Bratin | ১৬ ডিসেম্বর ২০১১ ২১:২০ | 117.194.103.92
  • মিনি দির 6:09 ভালো লাগলো না। এখানে সবাই আড্ডা মারতে আসে। মেপে ঝুপে কথা বলতে নয়।
  • kiki | ১৬ ডিসেম্বর ২০১১ ২০:০৩ | 59.93.222.224
  • হুম্ম! থেঙ্কু পাই।
  • kiki | ১৬ ডিসেম্বর ২০১১ ১৯:৫৬ | 59.93.222.224
  • আচ্ছা এই রামকেষ্টদাদা কি ম্যামিদির কেউ বা ম্যামিদি নিজে?

    ইসে, ম্যামিদি আমার কোশ্নের উত্তর দেবে না তাই অন্য কেউ যদি দিয়ে দেয়। হায় এসময়ে দমের অনুপস্থিতি বড় বাজে(মানে খারাপ নয়, বাজনা টাইপ কিছু, বুঝে নেন)

    ওঃ লোকজন ক্যামন ছোটবয়সে ফিরে যাচ্ছে, ল্যাপী টেনে নিতে না পেরে আমাকেই ঠেলছে।
  • maximin | ১৬ ডিসেম্বর ২০১১ ১৯:৫০ | 59.93.220.27
  • সবগুলো টই পড়ছি, এছাড়া আর কোনও কারন খুঁজে পাচ্চি না।
  • kiki | ১৬ ডিসেম্বর ২০১১ ১৯:৪৯ | 59.93.222.224
  • চিন্টুবাবু মাঃ দের ক্যাম্পে গেসলো নাকি!

    এদিকে টই পড়া হচ্ছে না বেশ কিছুদিন। কিসব হুল্লাট জিনিসপত্র মিসাচ্ছিলুম।

    রামকেষ্টদাদা তো যাষ্ট যাতা!

    নাঃ আবার লোকে ল্যাপী টানছে। বেঁচে থাকায় আর কোনো সুখ রইলো না।ঃ(
  • maximin | ১৬ ডিসেম্বর ২০১১ ১৯:৪৭ | 59.93.220.27
  • স্মৃতিশক্তি নিয়ে আমারও সমস্যা দেখা দিয়েছে। খুব রিসেন্টলি হয়েছে।
  • achintyarup | ১৬ ডিসেম্বর ২০১১ ১৯:৪০ | 115.111.242.10
  • ক্ষ্‌ক্ষুব ক্কঠিন
  • pi | ১৬ ডিসেম্বর ২০১১ ১৯:৩৭ | 72.83.83.28
  • ক্যাম্পের লেখাটা বাংলা করে ফ্যালো।
  • pi | ১৬ ডিসেম্বর ২০১১ ১৯:৩৬ | 72.83.83.28
  • ব্রাহ্মীশাক ছাড়া স্মৃতিশক্তির আর কোন দাওয়াই আছে ? অন্যমন্‌স্‌কতা কমানোর?
    দাঁত মেজেছি কিনা তাই মনে করতে পারছিনা। ব্রাশটা তো দেখছি ভিজে, কিন্তু সেটাও বেখেয়ালে এমনি এমনি ই জলে ধুয়ে রেখে দিয়েছি কিনা বুঝছি না।
    যাগ্গে, এটা অতি মাইনর সমস্যা।
    আমি কিন্তু সিরিয়াসলি জিগাচ্ছি। কেন কিনা সিরিয়াস সিরিয়াস ক্ষেত্রে সিরিয়াস সিরিয়াস সমস্যা হচ্ছে ঃ(
  • achintyarup | ১৬ ডিসেম্বর ২০১১ ১৯:৩৪ | 115.111.242.10
  • সাত সন্ধেয় আপিসে। আর কি করব ঃ-(
  • maximin | ১৬ ডিসেম্বর ২০১১ ১৯:২৮ | 59.93.220.27
  • ঃ)
  • kiki | ১৬ ডিসেম্বর ২০১১ ১৯:২৭ | 59.93.222.224
  • :P
    একিরে! তুই এখন সাত সন্ধেয় কি কচ্ছিস?
  • achintyarup | ১৬ ডিসেম্বর ২০১১ ১৯:১৭ | 115.111.242.10
  • তা আর বলতে
  • kiki | ১৬ ডিসেম্বর ২০১১ ১৯:১৩ | 59.93.222.224
  • এদিকে আমি একাই ভাটিয়ে চলেছি।তা যাগ্গে। কিন্তু সবাই এখেনে সেখেনে দুঃখের ফটোক দেখে কিন্তু আমি কেন দেখতে পাই না কে জানে!

    এদিকে আজ বেঙীকে বিভিষনের পানে চেয়ে খুশী থাকার উইশ কল্লুম তো মেয়েটা ক্যামন রেগে গেলো। আজকালকার দিনের ছেলেমেয়েরা যেন ক্যামন ধারা!
  • kiki | ১৬ ডিসেম্বর ২০১১ ১৯:১০ | 59.93.222.224
  • আচ্ছা আপ্নেরা খ্যাল করেছেন ডিডিদাদা ক্যামন সিরিয়াস মতম হয়ে গেছেন! এমনকি ঠাকুর পোদোকে কি বল্লো তাও বলেন্না আজকাল!

    এদিকে আমাদের এখেনে ঠান্ডা পর্লো।উঃ কত কি বলার আছে।বলতে না পেরে হাঁপিয়ে গেসলুম । এদিকে লোকে আর আজকাল আমায় ল্যাপী দিতে চায় না। সবার দরকারি কাজ থাকে কিনা, এমঙ্কি ছেলের ও, তাই আমায় আর অদরকারি কাজ কত্তে কেউ দিচ্ছে না।ঃ(
  • kiki | ১৬ ডিসেম্বর ২০১১ ১৯:০৬ | 59.93.222.224
  • পয়সা না দিতে চাইলে এফডিটা ব্যাঙ্ক নিয়ে নেবে।ঃ(

    এদিকে ডলার চুয়ান্নতে ঠেকেছে, একদা একজন আটচল্লিশ পেয়ে নেত্য করছিলো,এখন ও নেত্য কচ্ছে তবে সে অন্যরকম।
  • kiki | ১৬ ডিসেম্বর ২০১১ ১৯:০৩ | 59.93.222.224
  • আমাদের SBI ক্রেডিট কার্ডে যতটা FD থাকে তারুপর লিমিট ঠিক করা হয়।
  • kiki | ১৬ ডিসেম্বর ২০১১ ১৯:০২ | 59.93.222.224
  • খালি লোক মরে চলেছে, মরেই চলেছে।ভাল্লাগেনা।
  • maximin | ১৬ ডিসেম্বর ২০১১ ১৮:৫৭ | 59.93.220.27
  • Yahoo answers
    How to become a DSA ( direct selling agent of Bank ) & procedure?

    Best answer whr r u frm? if chennai. u may approach ur nearer bank with minimum 3-4 files in hand. u should posses a office set up ie even a single room with one system(jst for verification pupose)then u may proceed with ur files. commission level varies from bank to bank.
  • maximin | ১৬ ডিসেম্বর ২০১১ ১৮:৫০ | 59.93.220.27
  • স্বল্প মাইনের চাকুরে, প্রতিটা কার্ড বিক্রী যাদের কাছে গুরুত্বপুর্ণ। এটা কি ডিজায়ারেবল?
  • maximin | ১৬ ডিসেম্বর ২০১১ ১৮:৪৭ | 59.93.220.27
  • জীবন কেটে গেল। ক্রেডিট কার্ডের অভাব বুঝতেই পারলাম না।
  • maximin | ১৬ ডিসেম্বর ২০১১ ১৮:৪৪ | 59.93.220.27
  • এটিএম একটা আছে সেটা স্টেট ব্যাঙ্কের। এছাড়া আমার কোনও কার্ডই নেই।
  • maximin | ১৬ ডিসেম্বর ২০১১ ১৮:৪৩ | 59.93.220.27
  • ব্যাঙ্করা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। মিউচুয়াল ফান্ড থেকেই হয়তো আউটসোরসিং করা হয়।
  • vc | ১৬ ডিসেম্বর ২০১১ ১৮:৪০ | 121.241.218.132
  • ইদানিং ক্রেডিট কার্ড ছাড়াও জুটেছে MTS mobile
  • vc | ১৬ ডিসেম্বর ২০১১ ১৮:৩৯ | 121.241.218.132
  • শুধু কল নয়, অফিসের সামনে যারা ফর্ম নিয়ে দাঁড়িয়ে থাকা তারাও তাই। এদিকে বেশি করে দেখি স্ট্যান-চার্ট আর সিটি।
  • bb | ১৬ ডিসেম্বর ২০১১ ১৮:৩৭ | 117.195.162.189
  • এগুলি সবই আউটসোর্স করা হয় DSA-Direct Selling Agent দের। এই যারা কল করে তারা এদের লোক এবং স্বল্প মাইনের চাকুরে, প্রতিটা কার্ড বিক্রী যাদের কাছে গুরুত্বপুর্ণ। তাই এরা লোক কে বিরক্ত করে বেশী বিক্রীর জন্য।
  • maximin | ১৬ ডিসেম্বর ২০১১ ১৮:৩৩ | 59.93.220.27
  • সত্যিই কি ব্যাঙ্করা তাদের কার্ড বিক্রির কাজ ক্যাজুয়াল লেবারকে দিয়ে করায়? যদি তাই হয় ..
  • maximin | ১৬ ডিসেম্বর ২০১১ ১৮:২৯ | 59.93.220.27
  • একদম তাই। পরিবর্তন্তে।
  • ppn | ১৬ ডিসেম্বর ২০১১ ১৮:২৭ | 216.52.215.232
  • সবই ঘুঁটে আর গোবর। চক্রবৎ পরিবর্তন্তে। ঃ-)
  • vc | ১৬ ডিসেম্বর ২০১১ ১৮:২৬ | 121.241.218.132
  • হা অদৃষ্ট। আমার শুক্রবারে কল আছেঃ-(
  • ppn | ১৬ ডিসেম্বর ২০১১ ১৮:২৪ | 216.52.215.232
  • আমিও কাটব এবার। প্রচুর পাপক্ষয় হল সারাদিনে।
  • Bratin | ১৬ ডিসেম্বর ২০১১ ১৮:২৩ | 122.248.183.1
  • মিটিং শেষ । কাটি।
  • maximin | ১৬ ডিসেম্বর ২০১১ ১৮:২২ | 59.93.220.27
  • শুধু তাই নয়, সকলেই ভালো কাজ করেন। উপরন্তু সবাই লেখক। আমি কিন্তু কাউকে বকি নি। প্রসঙ্গ উঠেছে বলে গল্পটা বলতে গেছিলাম।
  • bb | ১৬ ডিসেম্বর ২০১১ ১৮:১৮ | 117.195.162.189
  • মিনিদি, এই ভাটে সবাই হাল্কা চালে কথা বলে, তাতে যদি বকা খেতে হয় তাহলে একটু চাপ, বিশেষত আমরা সবাই যথেষ্ট প্রাপ্তবয়স্ক।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত