এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • stoic | ২০ ডিসেম্বর ২০১১ ১৫:৩৩ | 160.103.2.224
  • সেটা ঠিক। সে লেখা পড়েওছিলাম। ভাল লেগেছিল। কিন্তু একটা লেখা অলরেডি হয়েচে বলে আপনি একজন রেসিডেন্ট সেন্নাইবাসি (উইকেন্ডে লুরুবাসি) কিছু লিখবেন না, সেটা তো ঐতিহাসিক ভুল হবে। ঃ-)
  • dd | ২০ ডিসেম্বর ২০১১ ১৫:২৯ | 124.247.203.12
  • শমীক বাবু কিন্তু একটি সেন্নাই কথা অলরেডী লিখেছেন। সেই যেবারে দিন দশ পনেরো ছিলেন হেথায়।

    খুব ভালো ছিলো ল্যাখাটা। কি গভীর অন্তর্দৃষ্টি,কি ঘ্যামা নজর। সব কিছু খুঁটিয়ে দেখেছেন তারপরে গুছিয়ে লিখেছেন। আমার খুব পসন্দের হয়েছিলো সেই ল্যাখাটা।
  • Bratin | ২০ ডিসেম্বর ২০১১ ১৫:০০ | 122.248.183.1
  • লাঞ্চ করে হেঁটে এলুম।
  • Ho | ২০ ডিসেম্বর ২০১১ ১৪:৫৯ | 121.242.160.180
  • কুমুদি, ২ঃ৫৪

    (জটায়ুর কায়দায়)

    ত্তিন। থ্রি।
  • stoic | ২০ ডিসেম্বর ২০১১ ১৪:৫৬ | 160.103.2.224
  • শমীকের লা জওয়াব দিল্লীর মত ডিডিদা একখান চেন্নাই সিরিজ লিখুন না। নয়ত এইসব মণিমুক্ত ভাটের অতলে তলিয়ে যাবে। সিরিয়াসলি।
  • kumu | ২০ ডিসেম্বর ২০১১ ১৪:৫৪ | 122.176.32.39
  • কেউ এট্টু গুণে বলবে,জ্যোতিষ নিয়ে ঠিক কটা টই চলছে?
  • phutki | ২০ ডিসেম্বর ২০১১ ১৪:৫৪ | 121.241.218.132
  • হ্যাঁ । ঐ কলার কাঁদিই মুখশুদ্ধি। সেন্নাই থাকতে বড় কষ্ট।
  • Netai | ২০ ডিসেম্বর ২০১১ ১৪:৫৪ | 121.241.98.225
  • হুম্ম
  • Ho | ২০ ডিসেম্বর ২০১১ ১৪:৫২ | 121.242.160.180
  • নেতু, সেটা হলেও ওই ক্লান্ত হয়ে পড়াটা মিল হিসেবে ধরেছি।
  • kumu | ২০ ডিসেম্বর ২০১১ ১৪:৪৮ | 122.176.32.39
  • আমরা অ্যাতোগুলো লোক ঠেলেঠুলে নেতাইকে ম-চ পাঠাতে পারলুম না????

    ধিক আমাদের।
  • Netai | ২০ ডিসেম্বর ২০১১ ১৪:৪৮ | 121.241.98.225
  • সাপড়ের্প্যাকেট্‌গুলোসব আলাদাআলাদা। একটার্মধ্যে আরেক্টা এরকম্না।
  • Ho | ২০ ডিসেম্বর ২০১১ ১৪:৪৫ | 121.242.160.180
  • ও হ্যাঁ, পাগলা দাশুর সেই 'এ-মা-শী-যা-না' লেখা বাক্সের সাথেও মিল আছে।
  • kumu | ২০ ডিসেম্বর ২০১১ ১৪:৪৫ | 122.176.32.39
  • এতক্ষণে, গুরু!!!

    এত কষ্ট করে চেন্নাই পড়ে থাগার দরকার কী?চাগরি পাল্টান,মন টিকছে না যখন।
  • Ho | ২০ ডিসেম্বর ২০১১ ১৪:৪০ | 121.242.160.180
  • তাহলে তো, ওই সাপড়, পেঁয়াজ আর মহাভারতের এক অন্যতম প্রধানা চরিত্রের মধ্যে প্রভূত সাদৃশ্য রয়েছে, কিনা?
  • Netai | ২০ ডিসেম্বর ২০১১ ১৪:৪০ | 121.241.98.225
  • মুখসুদ্ধির পরিবর্ত?
    কলা দিয়ে মৌরির প্রতিস্থাপন?
  • phutki | ২০ ডিসেম্বর ২০১১ ১৪:৩৭ | 121.241.218.132
  • পোন্নুস্বামী বলে একখানা হোটেল আছে "সেন্নাইতে"। প্রচুর মাছ মাংস বিরিয়ানি ইত্যাদি খাওয়ার পরে বিল এল উইথ এ প্লেট অফ কলা। এবং আমার স্থানীয় সহকর্মীরা সেগুলো খেয়েও ফেললেন।
  • Netai | ২০ ডিসেম্বর ২০১১ ১৪:৩৭ | 121.241.98.225
  • ডিডিদা সাপড় কেমন খান?
    একবার সেন্নাই তে আমাদের জন্যে সাপড় এসেছিল। প্যাকেট করে। এত্তোগুলো প্লাস্টিকের প্যাকেট। সব বাঁধাছেঁদা খুলতে খুলতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। প্যাকেট তবু শেষ হয় না। খাওয়ায় আর বিশেষ উৎসাহ পাইনিক্কো।
  • Netai | ২০ ডিসেম্বর ২০১১ ১৪:৩৩ | 121.241.98.225
  • নানা। সেন্নাই যাচ্ছিনা। মচ তে তো নয়ই।
    এমনি ই সাথে আছি। ঃ)
  • dd | ২০ ডিসেম্বর ২০১১ ১৪:৩০ | 124.247.203.12
  • কলা খান ? কলা না খেলে বৃথাই ছেন্নাই আসা।

    এখানে সর্ব ঘটে কলা চলে। লাঞ্চ/ডিনার - কলা ছাড়া চলে না। দোকানে বিড়ি সিগ্রেট খপরের কাগোজের সাথে কলার কাঁদি ঝোলে।

    আপনে মেয়ে মানুষ হলে মুষ্কিল হতে পারে। হেথায় শার্ট প্যান্টুল পড়া মে' মানুষ কদাচিৎ চোখে পরে। হাইদ্রাবাদেও অম্নি দেখেছি। লুরুতে মহিলার নিয়মিত শার্ট প্যান্টুল পরে, পুরুষেরা হাপু।

    আর সুর্য্যের আলো ফুটবার আগেই প্রত্যেকে দলে দলে উঠে বাড়ীর সামনে ঝাঁট দিতে থাকে। সেই ওম মহাশব্দের মতন একটা মৃদু খ্যাশ খ্যাশ ঘ্যাষ ঘ্যাষ নাদ ঝেন্নাইএর আকাশ বাতাশ মথিত করে। ভোরবেলা।
  • Ho | ২০ ডিসেম্বর ২০১১ ১৪:২৫ | 121.242.160.180
  • নেতু কি শীতের হাত্থেকে বাঁচতে সেন্নাই ম-চ যাচ্ছো তাহলে?
  • Netai | ২০ ডিসেম্বর ২০১১ ১৪:২২ | 121.241.98.225
  • সাথেই আছি ডিডিদা
    ঃ)
  • dd | ২০ ডিসেম্বর ২০১১ ১৪:১৭ | 124.247.203.12
  • প্রোমোশন পেলে কি ভালো কোনো কিছু ঘটলে তিরুপতিতে যেতে হবে, যেত্তেই হবে। ন্যাড়াটা বাধ্যতামুলক না হলেও প্রায় সবাই হয়।

    তাই, হেথায় ন্যাড়ামুন্ডু লোক দেখলে হাসি মুখেই কুশল প্রশ্ন করতে হয়।

    how different from our native land of Bengal

    আমার সাথে সাথে থাকুন, সেন্নাই বাসের খুঁটি নাটি সব তঙ্কÄ,তথ্য ও সিক্রেট জানিয়ে দেবো।
  • dd | ২০ ডিসেম্বর ২০১১ ১৪:১৩ | 124.247.203.12
  • এইমাত্র একটা ন্যাড়া মুন্ডু লোক এসে আমার হাতে এক খাবলা মিছরি দিয়ে কপালে কুমকুম আর আরেকটা কিসের লম্বা টিপ পরিয়ে দিলো। কইলো "আমি তিরুপতি গেসলাম"।

    হেথায় এটা নিত্তি হয়। তিরুপতির লাড্ডু অতি চমোৎকার খেতে। কিন্তু একটা ঝোলা গুড়ের মতন আরেকটা কি থাকে সেটা আঁজলা ভরে নিতে হয় আর বেজায় হাত চট চট করে।

    আর প্রথম প্রথম এসে একবার কুমকুমও খে' ফেলেছিলাম। জঘন্য খেতে।
  • Ho | ২০ ডিসেম্বর ২০১১ ১৪:০৫ | 121.242.160.180
  • সেই যে আম্রিগান ব্যাপার, বলেছি না? ক্লায়েন্ট কী গো, আমাদের তো ডেভেলপার টিম আম্রিগা আর ইন্ডিয়া মিলিয়ে, পোতি হপ্তায় সোম মঙ্গলে স্ট্যাটাস মিটিং থাকবেই আর সেই সাড়ে আট্টা। অন্য তিন্দিন খুব কপাল ভালো থাকলে ছাড় পাওয়া যায়, তবে তার চান্স কম।
  • phutki | ২০ ডিসেম্বর ২০১১ ১৩:৫৭ | 121.241.218.132
  • এই গণছুটির মরশুমেও ক্লায়েন্ট ছাড় দিচ্ছে না? এখনও দশটায় বাড়ি?
  • Ho | ২০ ডিসেম্বর ২০১১ ১৩:৫১ | 121.242.160.180
  • দিনকাল আর কোথায় কাটছে, কাটছে রাত, ফুড়ুৎ করে। রোজ নটার সময় আপিস থেকে বাড়ি যেতে হচ্ছে, দশটায় বাড়ি ঢুকে আর কী-ই বা হয়? ঃ(
  • Bratin | ২০ ডিসেম্বর ২০১১ ১৩:৪৬ | 122.248.183.1
  • কাজু, দিন কাল কেমন কাটছে হে?
  • Bratin | ২০ ডিসেম্বর ২০১১ ১৩:৪৫ | 122.248.183.1
  • ২৩ তারিখে 'রয়েল বেঙ্গল রহস্য' মার্কেটে আসছে।
  • Ho | ২০ ডিসেম্বর ২০১১ ১৩:৪৫ | 121.242.160.180
  • এই ভাটপাড়া খালি করে লোকে আসল ভাটপাড়া মানে যেখানে, বলে না, জ্যোতিষের আখড়া সেখানে ভীড় জমিয়েছে। গুচ এখন থেকে ভাটপাড়া নামে প্রসিদ্ধিলাভ করুক।
  • phutki | ২০ ডিসেম্বর ২০১১ ১৩:৩৮ | 121.241.218.132
  • খাই নাই ঃ-(
  • Bratin | ২০ ডিসেম্বর ২০১১ ১৩:০৮ | 122.248.183.1
  • গজা টাইপের দেখতে। কাঠির মতন। গুড়ের তৈরী।
  • phutki | ২০ ডিসেম্বর ২০১১ ১৩:০৭ | 121.241.218.132
  • গুড় কাঠি কেমন ? নাম শুনি নি তো। হয়তো অন্য নামে চিনি।
  • saikat | ২০ ডিসেম্বর ২০১১ ১৩:০৫ | 202.54.74.119
  • অর্পণ,
    হ্যাঁ, দেখা হবে না জানি।ফোন করব।
  • Bratin | ২০ ডিসেম্বর ২০১১ ১৩:০৫ | 122.248.183.1
  • আর গুড় কাঠি খাও নাকি? উহা আমার বড় প্রিয়
  • phutki | ২০ ডিসেম্বর ২০১১ ১৩:০৩ | 121.241.218.132
  • হ্যাঁ। সঙ্গে বাদাম পাটালী, এমনি পাটালী, নলেন গুড়, নারকোলে সন্দেশ। জীবন বড় সরেস ।
  • Bratin | ২০ ডিসেম্বর ২০১১ ১৩:০১ | 122.248.183.1
  • এখন তো জয়নগরের মোয়া র সময়।
  • phutki | ২০ ডিসেম্বর ২০১১ ১২:৫৭ | 121.241.218.132
  • বাদাম পাটালীও বেশ ভাল ।
  • Bratin | ২০ ডিসেম্বর ২০১১ ১২:৩৮ | 122.248.183.1
  • কাসুন্দি মাখা পেয়ারা খেয়ে এলুম একপিস।
  • ppn | ২০ ডিসেম্বর ২০১১ ১২:০৮ | 204.138.240.254
  • সৈকত, তালে দেখা হবে না। একটা শনি/রবি থাকলে সবার সাথে দেখাসাক্ষাৎ হত।

    কোন দরকার হলে ফোং কর। আমার নং তো আছে তো তোমার কাছে।
  • Ho | ২০ ডিসেম্বর ২০১১ ১১:৫৬ | 121.242.160.180
  • কোথায়? আড়ালে আড়ালে সব বিভীষণ।
  • vc | ২০ ডিসেম্বর ২০১১ ১১:৪৩ | 121.241.218.132
  • দলটা "ভরত"-এ ভর্তি - সবাই মাথায় চটি নেওয়ার কম্পিটিশনে ব্যস্ত। দলীয় পোস্টারে আশীর্বাদ-টাদ দেখতে অভ্যস্ত হতে শুরু করেছি। সরকারি পোস্টারে চরণামৃত পান টা অনভ্যস্ত চোখে একটু লাগে, এই আর কী;-)
  • Ho | ২০ ডিসেম্বর ২০১১ ১১:৩৯ | 121.242.160.180
  • ইদানীং সকলের মধ্যে হাওয়ামোরগ হইবার প্রবণতা বিপুলভাবে পরিলক্ষিত হইতেছে।
  • siki | ২০ ডিসেম্বর ২০১১ ১১:৩৫ | 123.242.248.130
  • কংগ্রেস বা তিনোমুল তো ব্যক্তিপুজোরই দল।
  • vc | ২০ ডিসেম্বর ২০১১ ১১:২৭ | 121.241.218.132
  • চিল্ড্রেন্স ফিল্ম ফেস্টের বড় বড় হোর্ডিং লেগেছে সব জায়গায়, তাতে সিনেমা টিনেমার কোনো নাম নেই - দু চারটে ছোট ছবি, আর বড় করে "উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মাননীয়া মুখ্য..." ইত্যাদি।

    ভাবছিলাম আগে এই সব ফিল্ম ফেস্টের যে হোর্ডিংগুলো থাকতো সেগুলোতে বোকাগুলো কেন শুধু সিনেমা/পরিচালকদের নামগুলো দিত;-)
  • vc | ২০ ডিসেম্বর ২০১১ ১১:১৩ | 121.241.218.132
  • পেয়েছিঃ

    http://www.bartamanpatrika.com/content/spl4.htm

    আরেকটা পেলে দিচ্ছি।

    ফেসবুকের মত ট্যাগিং চাই, ট্যাগিং।
  • vc | ২০ ডিসেম্বর ২০১১ ১১:০৬ | 121.241.218.132
  • বর্তমানের আর্কাইভের কী হল? কালকের কাগজটা দরকার ছিলো, একটা লিঙ্ক দিতাম - কিন্তু পাচ্ছি না।
  • pinaki | ২০ ডিসেম্বর ২০১১ ১১:০২ | 138.227.189.8
  • *কলোনিয়াল*
  • siki | ২০ ডিসেম্বর ২০১১ ১১:০২ | 123.242.248.130
  • ঃ)

    দেখলে হবে? খচ্চা আছে।

    ঃ)
  • pinaki | ২০ ডিসেম্বর ২০১১ ১০:৫৮ | 138.227.189.8
  • আমার এই কনসেপ্টটা হেবি লাগে - ভারতের মুণি ঋষিরা কোয়ান্টাম থেকে বোসন সবই জানতেন। খালি তাঁরা ভাটপাড়ায় বসে চাট্টি বাজে ভাট করতে ব্যস্ত ছিলেন বলে দুনিয়ার জ্ঞানের উপর কলোনিয়ালদের হেজিমনি তৈরী হয়ে গেল।

    আমি এখানে রকে বসে দিনরাত রাজাউজির মারি তো কি হয়েছে, আমার ঠাকুর্দা বাংলাদেশে জমিদার আছিল। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত