হাজারে বাবু তায় মাকুন্দ, তেল চপচপে চুল আর ক্যামন একটা ভ্যাটকানো আমের মতন মুখ। পুরো প্যাকেজটাই তো দেখতে হবে।
এতে করে কোনো আম চাষী বা কোনো লোভী ব্যক্তি যার আমাশা হয়েছে তার ভাবাবেগ (অন্য বেগ নয়) আক্রান্ত হলে আমি নাচার,কিন্তু দুঃখিত।
m | ২৮ ডিসেম্বর ২০১১ ১৫:০০ | 117.194.36.56
খুব রাগ কল্লাম।
dd | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:৫৭ | 124.247.203.12
আর না হাজারে দিল্লী মুম্বাই- সবেতে ফ্লপ করায় বেদম খুসী হলাম। একদম ই ভাল্লাগে না উনাকে। কেমন একটা বেঁটে মতম।
m | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:৫২ | 117.194.36.56
কাজুর এখনো বিবাহ হয় নাই না? গার্লফ্রেন্ড আছে?
Kaju | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:৫০ | 121.242.160.180
মাইমা, আচ্ছা আমার পন্থাটা খারাপ কী? কুমুদি পর্যন্ত অ্যাক্ষেপ্ট করে নিল। কানে ইয়ারফোনে মহামন্ত্র 'রক মামা রক' চালালে কী ক্ষেতি হচ্চে শুনি?
Kaju | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:৪৯ | 121.242.160.180
ও বুঝে গেছে সিকির উদ্দেশ্য মন্দ, তাই অন্য জায়গায় চলে গেছে নিশ্চয়ই।
m | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:৪৭ | 117.194.36.56
তিমি,তা অবশ্য ঠিক বাছা, ভালোবেসেই তো লোকে কাঁটার মুকুট পরায় .. কাজু , ঐ মিশ্রন ঠিক পৌঁছে যাবে,হেসে নাও দুদিন বইতো নয়ঃ)
অনেক দিন বাদে ভাট কত্তে বেশ ভাল্লগছেঃ)
siki | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:৪২ | 123.242.248.130
ওদিকে স্যান্ডোকে আর আপিসে দেখি না। ছেড়ে দিয়ে চলে গেল কিনা কে জানে!
Kaju | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:৩৭ | 121.242.160.180
বিষনজরে দেখব কেন? ইহা তো আপৎকালীন বিকল্প ব্যবস্থাস্বরূপ। হয়ত এসব দরকারই হল না। না মাইমা রাগ করে না। আর খাওয়াবে কী করে, সামনে পেলে তো ! ;-))
siki | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:৩৬ | 123.242.248.130
ঃ-)))
Tim | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:৩৫ | 128.173.39.70
বিষনজর কই? আমি তো মামু অন্ত প্রাণ! :P
m | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:৩৪ | 117.194.36.56
অমাবস্যাতেই কলিচুনে দৈবশক্তি ভর করে।
Tim | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:৩৪ | 128.173.39.70
ছাগল শুনলেই আজকাল আমার মাঙ্গলিক কিনা জান্তে ইচ্ছা করে। সিকির প্রভাব।
siki | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:৩৪ | 123.242.248.130
আর কি কখনো কবে-এ-এ-এ-এ-এ-এ-এ-এ এমনো দুকুরো হবে-এ-এ-এ-এ-এ-এ-এ
m | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:৩২ | 117.194.36.56
না বাছা, মামাকে যে বা যারা এইরম বিষনজরে দেখে-তাদের আমি ঐসব ই দেই।
Tim | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:৩০ | 128.173.39.70
নেত্য গান করিস না। সিকি ফ্রাস্টু খেতে যাওয়ার কথা বল্লো। এ বড়ো সুখের সময় নয়।
মামী, অমাবশ্যা কেন?
Kaju | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:৩০ | 121.242.160.180
নেতু কদ্দূর হল?
মাইমা, দিব্যি করে মিথ্যে কইতে নাই। তুমি আমাদের ওইসব খাওয়াতে পারবে? তুমি আমাদের মাইমা না?
m | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:৩০ | 117.194.36.56
খুব অশুভ।স্বাধীনতা আসার আনন্দে আমার আইনিবাবা প্রিয় ছাগলছানা মাঠে বেঁধে কোথায় পতাকা উত্তোলন দেখতে চলে গিয়েছিলেন। সেদিন নাকি খুব রৌদ্রকরোঙ্কÄল দিন ছিলো। সন্ধ্যেবেলা ফিরে এসে উনি সেই ছানা আনতে গিয়ে দেখেন - সে মাঠের একপাশে মরে পড়ে আছে।- ওনার মনে সেই ঘটনা বেশ গভীরভাবেই রেখাপাত করেছিলো- ১৫ই আগস্ট,১৯৪৭ বল্লেই ওর সেই ছাগলছানার কথা মনে পড়ে।
Netai | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:২৬ | 121.241.98.225
লা লা লা ♫
siki | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:২৪ | 123.242.248.130
ভাগ্য নাই। ট্যাক্সো আছে।
দুকুরের মিঠে রোদ্দুর গায়ে মেখে খেতে নেমেছি, দেখি মেন গেটের সামনে দাঁড়িয়ে ঝল্মল্ কচ্ছে কুড়ি। আমারে দেখেই একগাল হাসি। ক্ষী ব্যাপার? না বছর শেষ, ট্যাক্সোর কাগজপত্তর জমা করতে এইচি।
ক্লায়েন আপিসে থেকে থেকে কুড়ি আরো ফস্সা হয়ে গেছে, নাকি শীতের রোদে দাঁড়িয়ে ছিল বলে বেশি ফস্সা দেখাচ্ছিল, এবম্বিধ চিন্তা করতে করতে খানিক খেজুর করলাম, তারপরে কুড়ির ক্লায়েন গাড়ি এসে গেল। আমিও খেতে চলে গেলাম। ঃ(
m | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:২২ | 117.194.36.56
কুমু চলোতো আমি আর তুমি পাহাড়ে চড়তে যাই। শিবুদা সঙ্গে হ্যামক নিয়ে যাবেখনঃ)
m | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:২১ | 117.194.36.56
কাজু আর তিমিকে অমাবস্যায় কলিচুন আর সিমেন্ট গুঁড়ো করে খাওয়াবো। মা কালির দিব্যি।
dd | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:১৮ | 124.247.203.12
ফ্রীডম অ্যাট মিডনাইটে পড়েছিলাম। ১৫ই অগাস্ট,০০ ০১ - এইটা জন্ম সময় ধরে ইন্ডিয়ার যতেক জ্যোতিষী বারন করেছিলেন নেহেরুকে। ঐ সময় শুভ নয়। কিন্তু নেহেরু শুনলেন না।
আর ফল তো দেখতেই পারছেন।
Kaju | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:১৩ | 121.242.160.180
শুধু প্লেয়াররাই দেশে বাস করে? দেশের জন্মদিন নির্ধারণ করার বিশুদ্ধ এবং নির্ভুলতম পদ্ধতি হল -
ভারতে বসবাসকারী প্রতিটা দেশবাসীর জন্মদিন জেনে একটা লিস্টি বানানো, তারপর যে মাসে সিংহভাগ লোকের জন্ম সেটাকে ভারতের জন্মমাস ধরা, সবার দিনের অ্যাভারেজ হবে জন্মের দিন। বছর হবে সব থেকে সিনিয়ার নাগরিক যিনি এই মুহূর্তে, তাঁর জন্মের বছর।
সময়সাপেক্ষ ব্যাপার, নেতু শুরু করুক।
aranya | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:০৮ | 144.160.98.31
এইটা vc ঠিক বলেছেন। বোলার আর ব্যাটসম্যান-দের ছক থেকে বার করতে পারা উচিত। জোকস্ অ্যাসাইড, কাল খেলা জমে যাবে।
vc | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:০৮ | 121.241.218.132
বাইশ কেন? তিনটে ক্যাঙারু ব্যাট্স্ম্য়ান, আর এগারোটা ভারতীয়। চোদ্দটা কুষ্ঠি হিসেব করলেই হবে।
Netai | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:০৫ | 121.241.98.225
এগারো এগারো বাইশ খানা কুষ্ঠি নিয়ে বসতে হবে? কোন শর্টকাট নেই? প্লেয়ার্দের জন্মদিনেগুলোর এভারেজ নিয়ে দেশের জন্মদিন বানানো যায়না?
vc | ২৮ ডিসেম্বর ২০১১ ১৪:০১ | 121.241.218.132
ভারতের জন্মদিন ধরে ক্যালকুলেট করতে অসুবিধা হলে সবকটা ব্যাটার আর বোলারের জন্মদিন তো পাওয়াই যায়। তাহলে কোন বোলারটা কটা উইকেট নেবে আর কে কত রান করবে সেটা বের করে ফেললেই তো কাল জিতবে না হারবে সেটা বের করা যায়।
dukhe | ২৮ ডিসেম্বর ২০১১ ১৩:৪৮ | 122.160.114.85
এরপরেও সিকি বলবে ভাগ্য নাই ?
siki | ২৮ ডিসেম্বর ২০১১ ১৩:৪৬ | 123.242.248.130
কল শেষ করে লিখছি। আজ কুড়ি এসেছিল। ঃ-)
Tim | ২৮ ডিসেম্বর ২০১১ ১৩:৪০ | 128.173.39.70
কাঁটায় অপমান হয়? স্বয়ং যিশু মাথায় কাঁটার মুকুট পরেছিলেন। মামুর জন্য এট্টু আধুনিক করে দিলাম। কাঁটার পেন্টুলুন।
Kaju | ২৮ ডিসেম্বর ২০১১ ১৩:৩৮ | 121.242.160.180
কুমুদি,
না ওটা তো মহামন্ত্রের এফেক্ট কেমন হবে মামুর ওপর, তার ওপর ডিপেন্ড করছে। তবে অ্যাপ্লাইটা করতে হবে ওমনিভাবে। এফেক্ট ভালো না হলে আর ক্ষী করা যাবে...হ্যাঁচোড় প্যাঁচোড়ই করবে নীচে। মুখ্য উদ্দেশ্য তো পূরণ হবে না। ঃ(
তাহলে কিন্তু টিমের ১ঃ০৩ কাজে লাগাতে হবে। তবে তখন আর সিটে নয়, পিঠে। ঃ))
kumu | ২৮ ডিসেম্বর ২০১১ ১৩:৩০ | 122.176.32.39
কাজু,ঐটা এট্টু মডিফাও। আমি চাই মামী র কা করে হুঁ-উ-ই উঁচুতে পৌঁছে যাক,আর মামা নীচে হ্যাঁচোড়-প্যাঁচোড়,হ্যাঁচোড়-প্যাঁচোড় করুক।
ও হ্যাঁ, ড্রাম আর উত্তাল অক্টাপ্যাড সহযোগে, না হলে কাজ হবে না তেমন।
টিমের ১ঃ০৩-ও ভালো পন্থা ব্যাকাপ হিসেবে। ;-))
Sibu | ২৮ ডিসেম্বর ২০১১ ১৩:০৮ | 108.23.41.126
রক ক্লাইম্বারেরা ক্লাইম্ব কত্তে কত্তে হ্যামক খাটিয়ে ঘুমোয় তো। মাইমা একটা হ্যামক কিনে নিলেই হবে।
Tim | ২৮ ডিসেম্বর ২০১১ ১৩:০৭ | 24.13.11.220
আমি আজকাল যা বলছি সব মিলে যাচ্ছে। কাল গম্ভীর দ্রাবিড় আর ধোনি ম্যাচ বের করে দেবে। নইলে সেহওয়াগ আর শচীন বা লক্ষ্মণ। অবশ্য ক্লার্ক যদি একটা গোমেদ পরে নামে তাইলে ভারত হারবে। ছকটক কেটে এইসব পেলাম। অমোঘ প্রেডিকশন।
Kaju | ২৮ ডিসেম্বর ২০১১ ১৩:০৬ | 121.242.160.180
আরে না না, গান শোনার দরকার নেই, সিধু অনেক জায়গায় এমনিতেই বলে, 'রক মামা রক...'রক মামা রক...'। স্রেফ ওই তিনটে শব্দ রেকর্ড করে রেখে দিতে হবে, তারপর র-কা-য় উঠিবার সময় কানে ইয়ারফোনে শুনতে থাকবে। মামু 'উত্তিষ্ঠত জাগ্রত' হয়ে তোমার আগেই র-কায় উঠে চলে যাবে। মহামন্ত্র, অব্যর্থ ফল।
পরেরবার মামুর সিটে ক্যাকটাস রেখে দিও, ঘুম্পাবে না।
ppn | ২৮ ডিসেম্বর ২০১১ ১৩:০৩ | 204.138.240.254
অরণ্যদা, ক্যাচ ট্যাচ পড়বেই। কাল শেহবাগ একটা মারকাটারি ষাট করলে ম্যাচ ইন্ডিয়ার। না হলে আশা নেই।
m | ২৮ ডিসেম্বর ২০১১ ১৩:০০ | 117.194.36.56
কাজু, বাপরে, ক্যাকটাস!- ইন্টারস্টেটে মামা গানের গুঁতোয় স্টিয়ারিং এ বসে ঘুমিয়ে পড়ছিলো।আমিও প্রায় পড়ছিলাম- কোনোক্রমে কফি টফি খেয়ে সেযাত্রা রক্ষা পেয়েছিলাম- কিন্তু পাহাড়ে ঝুলতে ঝুলতে ঘুম পেয়ে গেলে যে টুপ করে খসে পড়তে হবে - তুমি কি তাই চাও?
aka | ২৮ ডিসেম্বর ২০১১ ১৩:০০ | 24.214.233.218
আর হ্যাঁ আংটি পরিয়ে ডায়েটের দিকে বিশেষ নজর দিও নইলে ছুরি কাঁচি দিয়ে কাটতে হবে। গুন্নাইট।
ppn | ২৮ ডিসেম্বর ২০১১ ১২:৫৯ | 204.138.240.254
শিবুদা ঃ)))
Tim | ২৮ ডিসেম্বর ২০১১ ১২:৫৫ | 24.13.11.220
মামী রক ক্লাইম্ব করে পাথর কেটে এনে মামুকে পরিয়ে দাও। পরাবার আগে কোন জ্যোতিষীর থানে একবার শোধন করিয়ে নিও। তিন্দিনেই সব ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ খ্যাল কোরো যেন নখ না কাটে। আয়না খয়ে যাবে।
aranya | ২৮ ডিসেম্বর ২০১১ ১২:৫৫ | 144.160.98.31
১৫-ই আগস্ট ধরে হবে না, কারণ সেদিন তো ভারত স্বাধীন হয় নি, 'ইয়ে আজাদি ঝুটা হ্যায়' - মনে আছে তো ? তবে এই হচ্ছে খেলা। পিচে বোলারদের জন্য কিছু থাকলে তবেই এইরকম absorbing ক্রিকেট হবে,না হলে মরা পিচে ব্যাটসম্যান-দের রাজত্ব। হাসির ক্যাচটা যদি না পড়ত ঃ-(
pi | ২৮ ডিসেম্বর ২০১১ ১২:৫২ | 72.83.83.28
অনুরোধ উপরোধ করলে হয়তো বর পাথুরে ঢেঁকি গিলে নেবে ঃ)
ডিঃ ইহা টোটকা।
Sibu | ২৮ ডিসেম্বর ২০১১ ১২:৫২ | 108.23.41.126
ল্যাদ কাটানোর টোট্কা তো মেয়েদেরই জানার কথা। সাংখ্যে আছে না, নিষ্ক্রিয় পুরুষ প্রকৃতির প্রবর্ত্তনায় কর্ম্মে প্রবৃত্ত হয়।
লিং চাইলে ডিডিদাকে ধরুন।
Kaju | ২৮ ডিসেম্বর ২০১১ ১২:৫১ | 121.242.160.180
র-কা-তে মামু ও মামী কারুর কোনো সমস্যা হবার কথা নয়। কেন? ক্যাকটাসের কবিরা বলেন দেখো না, 'রক মামা রক'। এটা যে মামু (এবং অবশ্যই মামী)-কে রক ক্লাইম্বিঙে অভয় ও উৎসাহ দেবার জন্যে, তাতে কোনোই সন্দেহ নেই।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন