এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r2h | ০৫ জানুয়ারি ২০১২ ০২:২০ | 198.175.62.19
  • যাক বাঁচা গেল।
    পাই, মেল করিছি।
  • nk | ০৫ জানুয়ারি ২০১২ ০২:২০ | 151.141.84.194
  • অরণ্য, জায়গাটা থাকতেই পারে, নাম হয়তো অন্য ছিলো। হয়তো ছিলো উচ্চন্ডমার্তন্ডপ্রাচীপুর। ঃ-)
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০২:১৯ | 59.93.199.121
  • ঠাট্টাই যদি করতে হয় রবি ঠাকুরকে নয় কেন?
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০২:১৮ | 59.93.199.121
  • আচ্ছা রবি ঠাকুর কি মহাভারত পড়েন নি?
  • aranya | ০৫ জানুয়ারি ২০১২ ০২:১৮ | 144.160.226.53
  • অফ কোর্স, গুরু ।
  • nk | ০৫ জানুয়ারি ২০১২ ০২:১৭ | 151.141.84.194
  • ম্যাক্সিদি, ভাসের নাটকটা বেশ ইন্টারেস্টিং! এগুলো কি স্টেজে অভিনয় যোগ্য নাটক হিসাবে লেখা?
  • aranya | ০৫ জানুয়ারি ২০১২ ০২:১৬ | 144.160.226.53
  • নিশি, ব্যাসের দিদিমার সময়েও সিলেট নামে জায়গা ছিল নাকি?
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০২:১৬ | 59.93.199.121
  • শুভযাত্রা টিম।
  • r2h | ০৫ জানুয়ারি ২০১২ ০২:১৫ | 198.175.62.19
  • গুরূ না গুরু?
    উফ, প্রতিবার গুচ্ছখানেক বানান সংশয়ে ভুগি
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০২:১৫ | 59.93.199.121
  • যাই হোক খুব ইম্প্রেসড হয়েছিলাম। জেনে শুনে দিয়েছেন। কেন দিয়েছেন কার্যকারণ বলেছেন এবং ভদ্রতা রক্ষা করেও ইন্দ্রকে শ্লেষ করতে ছাড়েন নি।
  • aranya | ০৫ জানুয়ারি ২০১২ ০২:১৪ | 144.160.226.53
  • এঃ, এইজন্য নজর দিতে নাই। তিমি বইমেলা + লাইভ ইবে-মোবা দেখবে শুনে এট্টু উদাস হয়েছিলাম বটে। তার জন্যি বেচারার এই দূর্ভোগ, অ্যারপোর্টে উপোসঃ-(
  • Tim | ০৫ জানুয়ারি ২০১২ ০২:১৪ | 98.191.4.50
  • উত্তরিয়েছি ইপিস্তা।

    চার্জ ফুরিয়ে আসছে। চাঁদের পাহাড়ের শঙ্করের মত এবার আমি ক্রমশ কোনঠাসা হয়ে পচ্ছি। বিদায় ভাটুরেরা। ফির মিলেঙ্গে (?)।
  • nk | ০৫ জানুয়ারি ২০১২ ০২:১৪ | 151.141.84.194
  • আরে টিম, ভেবে দ্যাখো আমার রুম্মেট ছিলো কিঞ্জল ব্যাস, গুজরাটের আনন্দ শহরের মেয়ে, যে কদিন ছিলো সুন্দর সুন্দর রান্না করেছিলো। ঃ-)
    ভাবা যায়, সেই দাড়িওলা গম্ভীর জটামাথায় মহাভারতলেখক ব্যাস আর এই ফুটফুটে সুন্দরী ব্যাস! ঃ-)
    (ব্যাসের নিজের চেহারার বর্ণনায় নিজে ইচ্ছে করে বাজে বলেছেন, নইলে পরাশর আর সত্যবতী দুইজনেই সুন্দর, দিদিমা অদ্রিকা সিলেটের সুন্দরী, দাদামশায় বসুরাজ চেহারা নিয়ে নাকউঁচু, তাদের ঘরে বাজে চেহারা হবে কেন ব্যাসের? ঃ-) )
  • pi | ০৫ জানুয়ারি ২০১২ ০২:১২ | 128.231.22.133
  • বরফি হয়ে যাবে ? বাঃ। তখন নিজেকেই নিজে খেয়ে ফেলো খন। আর তারপর আমরা তিমিকে তিমিঙ্গিল বলে ডাকবো।
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০২:১২ | 59.93.199.121
  • স্টেজে কর্ণ আর শল্যরাজা। কর্ণ বলছেন দেখেছ এ কিন্তু এমনি তেমনি লোক নয়। কী গম্ভীর কন্ঠস্বর। ঐ দেখ আমার ঘোড়াগুলো স্বর শুনেই কেমন স্থির হয়ে গেল ঘাড় গুঁজে দাঁড়িয়ে রইল। টেনসড আপ হয়ে।
  • Tim | ০৫ জানুয়ারি ২০১২ ০২:১০ | 98.191.4.50
  • আমি আর কতক্ষণ। আর কিছুক্ষণের মধ্যে পেলেন না এলে খিদেতেই আমি ভ্যানিশ হয়ে যাবো। বরফির মত। তোমরা ভাটে একটা আবাজ পাবে টুং করে।
  • pi | ০৫ জানুয়ারি ২০১২ ০২:০৯ | 128.231.22.133
  • ওহ তিমির প্লেন এখনো মাটি ছুঁয়েই। তালে চটপট মেইল দেখে কিছু একটা ব্যবস্থা করে ফ্যালো দিকিনি।
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০২:০৮ | 59.93.199.121
  • স্টেজের বাইরে থেকে ইন্দ্র (শক্র কয়ে রফলা) বলেচেন ভো কর্ণ।
  • aranya | ০৫ জানুয়ারি ২০১২ ০২:০৮ | 144.160.226.53
  • সাহিত্য আলোচনাকে খেলার মাঠে নিয়ে যাওয়ার অপচেষ্টা তিমির ঃ-)
  • aka | ০৫ জানুয়ারি ২০১২ ০২:০৮ | 168.26.215.13
  • তাও তো জিজ্ঞেস করি নি সাহিত্য ভাগ হলে কমে না বাড়ে। এসব প্রশ্ন করার সাহসই নেই আমার।
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০২:০৭ | 59.93.199.121
  • শুদ্রক রাজা ছিলেন। attributed to shudrok. রেফারেন্স সুকুমারি ভট্টাচার্য।
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০২:০৫ | 59.93.199.121
  • মৃচ্ছকটিক নিয়ে সমস্যা হ্যাজ। শুদ্রক বলা হয়।
  • Tim | ০৫ জানুয়ারি ২০১২ ০২:০৫ | 98.191.4.50
  • তাও তো আমি চামিন্ডা ভাসের কথা কই নাই। সেসব শুনলে মিনিদি ভাব্বেন অপসমস্কিতির ডিপো।
  • nk | ০৫ জানুয়ারি ২০১২ ০২:০১ | 151.141.84.194
  • মৃচ্ছকটিক কি ভাসেরই লেখা?
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০২:০১ | 59.93.199.121
  • আগের সন্ধেবেলা সূর্য এসে কর্ণকে বলে গেছিলেন না যে পরেরদিন ছদ্মবেশে ইন্দ্র এসে ঝামেলা করবে? এরকমই যদি লিখত তাহলে সাহিত্যগুন থাকত কি?
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০২:০০ | 59.93.199.121
  • এগুলো সঠিক বলা যায়না। গুপ্তযুগে নয়। কালিদাস ভাস প্রশস্তি করেছিলেন।
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৫৮ | 59.93.199.121
  • খৃষ্টের দুবছর আগে বা পরে।
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৫৫ | 59.93.199.121
  • গ্রাস নয় গ্লাস। বলেছিল কী হবে? এক মুহূর্ত পান করব। শেষ। তারপর দিল ঘোড়া কয়েক সহস্র এবং কম্বোজ জাত। অনিলের মত বেগবান।
  • nk | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৫৫ | 151.141.84.194
  • ভাস কি গুপ্তযুগের? সমুদ্রগুপ্তের সময়ের?
  • Lama | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৫৫ | 117.194.232.121
  • না ভাই, আমায় তোমরা গাইতে বোলো না। সত্যি বলছি, আমার গলাটা আজ তেমন ভালো নেই।
  • kk | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৫৪ | 76.114.73.71
  • এই দ্যাখো, উপহাস হবে কেন? আপনি এত সিরিয়াসলি নেবেন না। এখানে দুষ্টু ছেলেমেয়ের দল মাঝে মধ্যে একটু অমন ফাজলামি করে।
  • nk | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৫৪ | 151.141.84.194
  • আগের সন্ধেবেলা সূর্য এসে কর্ণকে বলে গেছিলেন না যে পরেরদিন ছদ্মবেশে ইন্দ্র এসে ঝামেলা করবে?
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৫৩ | 59.93.199.121
  • আমি যেটা বলতে গেছিলাম কবি ভাসের রচনা। ভাস অত পুরোনূ নন।
  • nk | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৫২ | 151.141.84.194
  • আরে ম্যাক্সিদি, "এক মুহূর্তে এক গ্রাসে খাবো" শুনে ভাবলাম বুঝি হাজার গরু খেয়ে নেবে।ঃ-)
    বুঝতে পারিনি, মাফি করো।
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৫২ | 59.93.199.121
  • তোমরা আমার বাবার মত কথা বলছ। কেবলই উপহাস।
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৫০ | 59.93.199.121
  • কী হবে জেনে নিশি?
  • nk | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৪৯ | 151.141.84.194
  • আরে ম্যাক্সিদি, পুরাকালে তো নন্দিতা আর গভীরদশ এই যাজ্ঞবল্ক্য টল্ক্য নিয়ে দিব্যি মজারু আলোচনা কত্তেন! জনক নাকি বলছেন, "স্যর, আপনি কেন এসেছেন? আরো গরু নিতে নাকি তঙ্কÄ¡লোচনাও করবেন?"
    যাজ্ঞবল্ক্য কইছেন, "গরুও নেবো, তঙ্কÄ¡লোচনাও করবো। আমার বাবা আমাকে বলেছিলেন, ওরে যগু, এমনি এমনি কারুর থেকে কিছু নিবি না। " ঃ-)
    তখন গুরু সাইটটাই ছিলো না, বালায় ঘরের চাবি তখন সবে সামান্য একটু উঠোন খুলেছে, সেইখানে! ঃ-)
    তারপর এখন তো সব কীরকম বদলে গিয়ে দেখি সেই উঠানে গাড়ী আর ক্যামেরার শোরুম হয়ে গেছে! ঃ-)
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৪৯ | 59.93.199.121
  • আসল কথাটা হল কর্ণ প্রথমেই বুঝেছিল এই ব্রাহ্মন যে সে ব্রাহ্মন নন। দেখার আগে আওয়ায়জ শুনেই বুঝেছিল। সেজন্যে ধাপে ধাপে আরও আরও অফার দিচ্ছিল।
  • kk | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৪৬ | 76.114.73.71
  • কেন? ইন্দ্র গরু খেতোনা বুঝি? তারও কি কলিষ্টরল হাই ছিলো?
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৪৪ | 59.93.199.121
  • গরু খাবে কেন? দূর বলব না।
  • nk | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৪৪ | 151.141.84.194
  • হুতো, দেখছ কতো সিমেট্রিক ভাষা? কাব্যনাট্য বলো কাব্যনাট্য, নাট্যকাব্য বলো নাট্যকাব্য, খুবই সিমেট্রিক! ঃ-)
    সাধে কি আর পাণিনির কথা শুনতে চাইলাম? খানিকটা শুনলামও। কিন্তু সেই টইতে তো আর কোনো লেখাই দেখি না নতুন!
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৪৩ | 59.93.199.121
  • নাটক ফর্মে লেখা।
  • Tim | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৪২ | 98.191.4.50
  • আমার মনে হয় কাব্যনাট্য। কাব্যটাই আগে আসা ভালো।
  • nk | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৪১ | 151.141.84.194
  • এ হে! ইন্দ্র গরুগুলোকে কেবল খাওয়ার কথাই ভাবলো? ঃ-)
  • r2h | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৪১ | 198.175.62.19
  • ইয়ে, মানে নাট্যকাব্যই তো? শিওর? কাব্যনাট্য নয়তো? কিছুই বলা যায়না।
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৪১ | 59.93.199.121
  • তবেই দেখো, তুমি পড়লে কত কী রিলেট করতে পারবে। আমি বেচারি এগুলো কিছুই জানতাম না।
  • Tim | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৪০ | 98.191.4.50
  • আর বিমানবালা। চকোলেট আর গ্র্যানোলা বার খে খে পেটে ছাতা পড়ে গ্যালো। সেই সক্কাল থেকে বসে আছি। ঃ-(
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৩৯ | 59.93.199.121
  • তো ইন্দ্র বল্ল দূর দূর গরু নিয়ে কী করব এক মুহূর্ত এক গ্লাস খাব। ছোঃ।
  • nk | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৩৯ | 151.141.84.194
  • তাই তো দেখছি ম্যাক্সিদি, সংস্কৃত ক্লাসে ভর্তি হবার প্ল্যান রইলো, খুব ভালো ভালো নাট্যকাব্য আছে।
    সোনা বাঁধানো শিং ওলা গরু শুনে সেই জনকের বহুদক্ষিণ যজ্ঞের গল্প মনে পড়লো, সেখানেও যাজ্ঞবল্ক্য সোনা বাঁধানো শিং ওলা হাজার গরু প্রাইজ পেলেন। ঃ-)
  • maximin | ০৫ জানুয়ারি ২০১২ ০১:৩৮ | 59.93.199.121
  • আমি এটা অনুবাদ করেছিলাম। দাঁড়ায় নি। কঠিন বাংলা হয়ে গেছিল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত