এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Apu | ০৬ জানুয়ারি ২০১২ ১২:৪০ | 117.194.103.47
  • কমরেড kc, আজকে আমার ১১ঃ৩৪ র পোস্ট টা দেখতে সনিবন্ধ অনুরোধ করি ঃ-))
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১২:৩৫ | 121.241.218.132
  • স্যার বিগ বি থেকে বিগ এ হয়ে গেলেন। কোনো মানে হয়?

    মেজাজ খিঁচরে আছে অন্য কারণ। একটা দল মাঠে নেমে হাঁটু অবধি প্যান্ট আর নিকার খুলে দাঁড়িয়ে যাচ্ছে। ৪-০ হবেই হবে। আরেকটা যে কী ঝোলাচ্ছে তার কোনো মাবাপ নেই - সিটির সঙ্গে লেভেল হওয়ার চান্স ছিলো, কোথায় তেড়ে খেলবে, তা নাঃ-(
  • kc | ০৬ জানুয়ারি ২০১২ ১২:৩২ | 178.61.96.29
  • কি ব্যাপার অপু? মাষ্টারদের ঠ্যাঙানোতে মনে হচ্ছে বেশ আনন্দ হয়েছে তোমার? ঃ-)
  • EL d | ০৬ জানুয়ারি ২০১২ ১২:৩০ | 220.227.106.153
  • সেটাই তো বলছি কেসি ভামগুলোর হেউ তোলারই বা প্রয়োজন কি!

    খেয়েদেয়ে একটা ইউনিএনজাইম গিলে এসি ঘরে থাকুক
  • Apu | ০৬ জানুয়ারি ২০১২ ১২:২৯ | 117.194.103.47
  • হমমম ঃ-))
  • kc | ০৬ জানুয়ারি ২০১২ ১২:২৪ | 178.61.96.29
  • আলিমুদ্দিনের ভামগুলো যদি এখনই মাঠে নামে তাইলে পাবলিক পাতি কেলিয়ে দেবে, লোকে এই ভাম্‌গুলোর প্রতি অসীম খার থেকেই জেনেশুনেই এই বাঘের বাচ্চাদের নিয়ে এসেছে। মাঠে নামা দরকার নেক্সট লেভেলের লোকগুলোর। কিন্তু তারাওতো মনে হছে, ভাম হওয়ার ট্রেনিং নিচ্ছে।
  • kumu | ০৬ জানুয়ারি ২০১২ ১২:২৪ | 122.176.32.39
  • ছি সিকি,অলক্ষুণে,ব্রেকাপ- এইসব কইতে নাই।যাগ্গে,তোমার পছন্দ নয়,তবে আইডিয়া ড্রপড।

    তবে কুড়ি বচর পর কইবে,কুমুদির্কথাটা ভেবেদেকলে হত।
  • EL d | ০৬ জানুয়ারি ২০১২ ১২:১৯ | 220.227.106.153
  • সিপিএমের থেকে কোনও ছোটখাটো ব বড়সড় প্রতিরোধ বা মাঠেঘাটে আন্দোলনও তো সেরকম নেই

    আলিমুদ্দিনের ভামগুলোর ঘুম ভাংলে এসি ঘর থেকে হেউ তুলে "সাধারণ ধর্মঘট" দেকে দেয়! ব্যাস
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১২:১৫ | 121.241.218.132
  • আর এই রায়গঞ্জেরটায় মাথা গরম। দুটো তো আলাদা।
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১২:১৪ | 121.241.218.132
  • খিঁচরে আছে তো কাল ভোর থেকেঃ-(
  • kc | ০৬ জানুয়ারি ২০১২ ১২:১৩ | 178.61.96.29
  • মেজাজ খিঁচড়ে থাকলে হব্বে? এইতো শুরু। এখনও ট্রেলার চলছে। বাঘের বাচ্চারা এবার আস্তে আস্তে নামছে মাঠে। ৭০ এর গোপাল সেনের মত এখনও কেউ খুন হননি, এইজন্যই বরং ধন্যবাদ জনিয়ে কালিঘাটের থানে পুজো দিন মহায়।
  • siki | ০৬ জানুয়ারি ২০১২ ১২:১২ | 123.242.248.130
  • কুমুদির সাথে এইবার ব্রেকাপ হয়ে যাবে। ই কী সব অলুক্ষুণে আইডিয়া? অ্যাঁ? সাঁঝের পর সকাল? আমার জটিলেশ্বর মুখোপাধ্যায় হবার কোনও শখ নাই। একটি নিয়েই বেজায় গলদঘর্ম হচ্ছি।
  • EL d | ০৬ জানুয়ারি ২০১২ ১২:১০ | 220.227.106.153
  • এই তো সবে শুরু
    এনজয় গুরু

    দুদিন পরে শিক্ষক-অধ্যাপকরা সমবেত সংগীত হোয়াই দিস কোলাভেরি কোলাভেরি এম !

    অর্কুটে এইটা দেখলাম !

    জয়-শাঁওলী-শুভা
    সবাই এখন বোবা
    ব্রাত্য-সমীর-বিভাস
    দেবীর পায়ে ধপাস
  • pi | ০৬ জানুয়ারি ২০১২ ১২:০৯ | 72.83.83.28
  • খুব বাজে খবর, দে দি।
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১১:৫৮ | 121.241.218.132
  • মেজাজও খিঁচরে আছে। দুদ্দুর।
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১১:৪৭ | 121.241.218.132
  • কাল ঘটনার সময় দুজন পুলিশ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছিলো, নির্বাক দর্শক।
  • kumu | ০৬ জানুয়ারি ২০১২ ১১:৪৪ | 122.176.32.39
  • দে,ঠিক,সুস্থ,সচেতন থাকা,আনন্দে থাকা,কাজে থাকা-এগুলোই জরুরী।
    তুমি বোধহয় পড়োনি,তাই নতুন বিষয়ের টই তুলে দিলাম।
  • Bratin | ০৬ জানুয়ারি ২০১২ ১১:৩৬ | 117.194.101.27
  • এদের তুলনায় আম্র ট্র্যাক রেকর্ড দারুন। ক্লাস সেভেন এক বার ছাতা। আর ক দিন আগে মোবাইল। ঃ-))
  • kumu | ০৬ জানুয়ারি ২০১২ ১১:৩৫ | 122.176.32.39
  • ছড়িয়ে ছিটিয়ে রাখলেও হারায়-সবগুলোই,বারে বারে শোকপালন কত্তে হয়।

    তবে এবার মনে হয় হারায় নি,ঘরেই আছে।
  • de | ০৬ জানুয়ারি ২০১২ ১১:৩৪ | 180.149.51.66
  • বয়েসটা আজকাল জাস্ট ফ্যাক্টর নয় কুমুদি -- সুস্থ থাকা আর সচেতনতাটা বেশী জরুরী, ষাটের কোঠায় থাকা আমার বেশ কয়েকজন আত্মীয় রিসেন্টলি চলে যাওয়ার পর এই ধারণা আমার!
  • Bratin | ০৬ জানুয়ারি ২০১২ ১১:৩৪ | 117.194.101.27
  • দে, একদম ঠিক। নানা জায়গার এই ধরনের ঘটনা একেবারেই অভিপ্রেত নয়। একটু আগে স্টার টিভি দেখছিলাম। পুলিশ ২ জন কে গ্রেফার করছে। একজন তৃণমুলের কোর কমিটির সদস্য অন্য জন কংগ্রেসের রাজ্য কমিটির। লজ্জা । দল মত নির্বিশেষে কঠিন দৃষ্টান্ত মুলক শাস্তি দিলে তবে আটকানো যাবে এই সব।
  • de | ০৬ জানুয়ারি ২০১২ ১১:৩২ | 180.149.51.66
  • কুমুদি আমাদের ভাটের দিভা!

    সব একসঙ্গে না রেখে একটু ছড়িয়ে ছিটিয়ে রাখলে ভালো হয় -- আমি রাখি, হারানোতে আমার জুড়ি নেই!
  • kumu | ০৬ জানুয়ারি ২০১২ ১১:৩০ | 122.176.32.39
  • দে,তুমিও যেমন,ম্যামি,কেডিদা কারোরই এমন কিচ্ছু বয়েস নয়-
  • de | ০৬ জানুয়ারি ২০১২ ১১:২৭ | 180.149.51.66
  • "রায়গঞ্জ" পড়ে শুধু নয় -- সাম্প্রতিককালে যেভাবে শিক্ষকদের গায়ে হাত তোলা হচ্ছে তার জন্য একটা বিশাল ছি:! এই কি পরিবর্তনের নমুনা?

    পিছিয়ে পড়ে ম্যাক্সি-দি, কাবলি-দাকে -- খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন, আমার প্রজন্মের কেউই এতো জলদি অভিভাবকহীন হতে চাই না, রোদ্দুরের বড় তেজ!
  • kumu | ০৬ জানুয়ারি ২০১২ ১১:২৭ | 122.176.32.39
  • কুমু বিমর্ষ,বিভ্রান্ত।বড় পার্সের ভেতরে যে ছোট পার্স থাকে,যাতে গোটা চারেক কার্ড আছে,কিছু ক্যাশ,আইডি কার্ড ইঃ-সেইটে কই গেল?
    বাড়ীতে?গাড়ীতে বসেই খ্যাল হোলো,অতএব গাড়ীতে নাই।
    জিগানোর আগেই বলে দিই,তিনবার হোলো এই নিয়ে।

    সিকির অপপ্রচারের বিরুদ্ধে পোতিবাদ,আমার চুল পাকে নাই,দি-ভার ফটো দ্রষ্টব্য।
    জনসংখ্যা বেড়েচে তো তোমার কী?সাঁঝের পর ভোর/সকাল আসুক।
  • EL d | ০৬ জানুয়ারি ২০১২ ১১:১১ | 220.227.106.153
  • "কম" বাজার খুব খারাপ !

    জামানত জব্দ
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১০:৫৫ | 121.241.218.132
  • আমি তো ইন্টার্ভিউয়ার। কমপক্ষের জন্যে কেউ হাত তুলুন।
  • EL d | ০৬ জানুয়ারি ২০১২ ১০:৫৩ | 220.227.106.153
  • আমি নিষ্পক্ষতে রাজী !

    কমপক্ষ তো আপনি নিজেই অতএব আয়নায় দাঁড়িয়ে পড়ুন ঃ)
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১০:৪৮ | 121.241.218.132
  • তৃণপক্ষ তো আছেন একজন, তবে কিনা ;-)
    কমপক্ষ কে হবেন? এল ডি রাজী?
    আর নির্পক্ষ বা নিষ্পক্ষ? হাত তুলুন।
  • EL d | ০৬ জানুয়ারি ২০১২ ১০:৩৮ | 220.227.106.153
  • কদিন আগে চ্যানেল আসরে কে যেন বললেন রাজ্য সরকারে অ্যাড পায় শুধু তিনটি বাংলা কাগজ

    আনন্দ, প্রতিদিন আর একদিন
  • EL d | ০৬ জানুয়ারি ২০১২ ১০:২৮ | 220.227.106.153
  • রায়গঞ্জ নিয়ে সেরা প্রতিক্রিয়া পুরমন্ত্রী ববি হাকিমের

    ""আমাদের পতাকা চুরি করে , ক্যামেরা ডেকে নিয়ে এসে সিপিএম আর কংগ্রেস যৌথভাবে এই হামলা করেছে""
  • pi | ০৬ জানুয়ারি ২০১২ ১০:২৭ | 128.231.22.133
  • একদিন এ তৃণমূল বিরোধী লেখা বেরোতে দেখেছি।
  • EL d | ০৬ জানুয়ারি ২০১২ ১০:২৩ | 220.227.106.153
  • আর "একমাত্র বিরোধী পক্ষ" ঃ)

    ভোটের আগে একদিন সুমন চট্টোপাধ্যায় খুব বলত এই টার্মটা আর এখন বন্ধু সরকার আসার পর যথারীতি
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১০:১৪ | 121.241.218.132
  • রায়গঞ্জ নিয়ে তৃণপক্ষ, কমপক্ষ আর নির্পক্ষ - এরকম তিনজনকে জিগে্‌ঞস করবো।
  • Apu | ০৬ জানুয়ারি ২০১২ ১০:১৩ | 117.194.101.116
  • ও আচ্ছা। কাজ করো এই তো বয়েস। ঃ-))
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১০:১২ | 121.241.218.132
  • গুরু চ্যানেল। এই তো সেদিন ইশাঞ্জী কনট্রাক্ট দিলেন ইন্টার্ভিউ করার;-)
  • siki | ০৬ জানুয়ারি ২০১২ ১০:১১ | 123.242.248.130
  • আপনি কোন চ্যানেল থেকে? ঃ)
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১০:০৯ | 121.241.218.132
  • রায়গঞ্জের ঘটনা নিয়ে এনি রিয়াকশন?
  • Sibu | ০৬ জানুয়ারি ২০১২ ১০:০৫ | 108.23.41.126
  • বোতীন, আছি। কাজাতে কাজাতে ভাটাচ্ছি।

    ঝাড়পিটের এখন হাফটাইম চলছে।
  • Apu | ০৬ জানুয়ারি ২০১২ ০৯:৫৭ | 117.194.101.116
  • কিকি কী হলো? রাগ কমে নি? ঃ-))

    শিবু দা আছো নাকি?
  • siki | ০৬ জানুয়ারি ২০১২ ০৯:৫৩ | 123.242.248.130
  • ইশ্‌শ্‌, কতকাল যে বেগুনি খাই নি। আর মাংসের চপ!!

    শুধু চা-বেগুনি খাবার জন্য আমি ঝগড়া করতে পারি।
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ০৯:৪৯ | 121.241.218.132
  • হেল্লো। ঝাড়পিট সব শেষ? কাল কিছু দেখা হয়নি। ঝাড়পিট কিছু মিস করলাম?

    আজ হবে নাকি? বেশ বাদলা আছে, আলুর চপ, বেগুনির সাথে জমবে;-)
  • Sibu | ০৬ জানুয়ারি ২০১২ ০৯:৪৩ | 108.23.41.126
  • মানকে শুধু গ্রাইপ ওয়াটারে থামত! ভাল বাচ্চা।
  • pi | ০৬ জানুয়ারি ২০১২ ০৯:৪২ | 128.231.22.133
  • নিজেকেই নিজে আছাড় দেবে ? স্প্রিংওয়ালা বেডের খট্টিকায় উল্লম্ফন করিলে সম্ভব বটে।
  • siki | ০৬ জানুয়ারি ২০১২ ০৯:৩৯ | 123.242.248.130
  • কাজী নজরুলের নাতনীর মুখটা ঠিক যেন কাজী নজরুলের ফোটোকপি না?

    http://www.anandabazar.com/6cal5.html
  • siki | ০৬ জানুয়ারি ২০১২ ০৯:৩৬ | 123.242.248.130
  • বেশি কাঁদলে তুলে আছাড়ও দিতে পারো। মোবাইলটার মতম।
  • aka | ০৬ জানুয়ারি ২০১২ ০৯:২৮ | 75.76.118.96
  • কিকি কাঁদে কেন? কিকিকে গ্রাইপ ওয়াটার দাও, মানকে যখন ছোট ছিল তখন তাকেও দিয়েছি।
  • Sibu | ০৬ জানুয়ারি ২০১২ ০৯:২৬ | 108.23.41.126
  • মানকেকে জিজ্ঞেস করেছিলে মুক্তি তার চাই কিনা? এত্ত বছর খাঁচায় থেকে থেকে মুক্তি কেমন আলুনি লাগে।

    আর আপুনি নিয়ে কিচু মনে কোরো নি। রিসেশনের বাজারে অলটারনেটিভ কেরিয়ার হিসেবে অ্যাডভাইস কলাম লেখা পেট্টিস করছি ঃ-) ।
  • siki | ০৬ জানুয়ারি ২০১২ ০৯:২১ | 123.242.248.130
  • বাদল করেছে। মেঘের রং ঘন নীল। ঢং ঢং করে ন'টা বাজল।

    দিল্লি সিক্তাসুন্দরী।

    গোরে বদন পর ভিগি সাড়ী
    অওর লাগে সুন্দরী ইয়ে নারী
    মোতি বন্‌ বন্‌ টপকে পানি
    মোতি বন্‌ বন্‌ টপকে পানি
    ভিগত জায়ে গাগরিয়া ...

    যথারীতি সারারাত ধরে পাতার পর পাতা ভাট হয়ে গেছে, এখন সারাদিন ধরে আঙুল চোষার পালা। তবে কাল সাঁঝবেলায় পটাশম্যামের উপদেশ পড়ে আঁতকে উটলাম। বলি পটাশম্যাম, চুল তো আপনার সব পেকে গেল আমার বয়েস - হাঁটুর বয়েস করে করে, ভারতের লোকসংখ্যা কত চলছে সে খ্যাল রাখেন? এর পরেও আম্নি লোকজনকে প্রোভোকিত করে চলেছেন একের বেশি বাচ্চা পালার জন্য? আম্নি কি দেশদ্রোহী? আইয়েসাই?

    ম্যাক্সিমিনের জন্য বলে যাই, ভেজিদের জিভে ভালোলাগার সুন্দর বাঙালি ভেজ আইটেম হল, ধোঁকার ডালনা। আমরা ট্রাই করেছিলাম, এবং সুপারহিট।

    তিনোমূলী মাছ খুব পছন্দ হল, দেখি এই উইকেন্ডে আম্মো ট্রাই করব।
  • kiki | ০৬ জানুয়ারি ২০১২ ০৯:২০ | 59.93.240.60
  • শিবুদা,
    মানকেকে আমি ফিরি করে দিয়েছি নতুন বছরে। আর কোনো অত্যাচার করবোনা তাকে।ঃ)

    কিন্তু আমাকেও আপনি ? দুঃখু পেলুম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত