এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৪৭ | 122.177.189.106
  • ম্যায় মেরি পত্নী হুল্লাট সিনেমা। চান্স পেলেই দেখি।
  • Netai | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৪৭ | 121.241.98.225
  • এই আর্টফিলিম গুলান আমার কোনদিনি ভালো লাগেনি।
    অন্তোহীন? নাঃ
    মিস্টার এন মিসেস আইয়ার? নাঃ
    দোসর? নাঃ
    তিতলি? নাঃ

    ম্যায় মেরে পত্নী ঔর ও ভালো লেগেছিল। ঐটেকি আর্ট ফিলিম না কমার্সিয়াল জানিনা।
  • siki | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৪৬ | 122.177.189.106
  • আপনারা রাহুল বোসের হিংদি ছিনেমা দ্যাখেন্নাই।

    পেয়ার কা সাইড এফেক্ট
    মিস্টার অ্যান্ড মিসেস আয়ার
    ঝঙ্কার বীটস
  • Apu | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৪৪ | 122.248.183.1
  • দু দি, 'শেষের কবিতা' হচ্ছে নাকি?
  • Apu | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৪৩ | 122.248.183.1
  • রাহুল বোস কে ও ই 'মিঃ & মিসেস আয়ার ' এ ভালো লেগেছিল। ও ই অবধি।
  • Kaju | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৪৩ | 121.242.160.180
  • রাহুল বোস-কে কীকরে ভালো অভিনেতা বলে লোকে কে জানে। এক তো চার পোঁচ মরচেধরা বাংলা, যেন ধরে ভদ্দর ঘটানো হচ্ছে। কোনো এক্ষপ্রেশান খেলে না চোখেমুখে ঠিকঠাক। 'কালপুরুষ' দেখেই বোঝা হয়ে গেছে আমার।
  • Du | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৪১ | 117.194.198.213
  • নেতাই ঃ)
  • Du | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৪০ | 117.194.198.213
  • এক্কেবারে ঃ)
  • Netai | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৩৯ | 121.241.98.225
  • আমাদের তো ২৬ শে ছুটি আছে। ইন্ডিয়াতে আছি বলে প্রত্যেক ২৬ শে জানুয়ারি এই ছুটিটা পেয়ে যাই।
  • S | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৩৯ | 99.26.200.89
  • ভারতের শিল্পপতি অধুষিত রাজ্যগুলো, যেগুলো খুব ভালো ব্যাবসার জন্যে এবং বড় মার্কেট আছে, সেখানে দেশি শিল্পপতিরা ঢুকতে দিতে চাইবে না ওয়ালমার্টকে। ইনফ্যাক্ট সেদিক থেকে বিড়ালের ভাগ্যের মতন পঃবঃ পেয়ে যেতে পারে। এটা যাস্ট একটা ফ্রিকোনোমিকাল থিয়োরি।
  • Apu | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৩৮ | 122.248.183.1
  • ঃ-))
  • dd | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৩৮ | 110.234.159.216
  • তাইলে সাহোস করে আমি ও কই।

    রাহুক বোসকে আমার থাডক্লাস লাগে। অন্তহীনের মতন একটা চমৎকার ন্যাকাসুন্দর সিনেমাটা ও একাই নষ্টো করলো।
  • dd | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৩৬ | 110.234.159.216
  • আপনেদের আপিসে থিরুভল্লুর ডে হয় না বুঝি ? উঝলাভার থিরুনাল ? না ?

    আহা হা, আপনেদের বড়ই দুঃখ। এই দেখুন্না, এই দুটো পরবে আগামী সোম মংগল আমাদের ছুটি। খুব ল ম্ব আ আ উইকেন্ড।

    ছেন্নাই না থাকার অসুবিদেটা এবার বুঝুন।
  • Du | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৩৫ | 117.194.198.213
  • রাহুল বোসকে দিয়ে কেন সব রোল করাতে হবে? আর যাস্ট নেওয়া যাচ্ছে না ।। শেষে অমিত রায় ! এর চেয়ে তো ইন্দ্রনীল চলেবল ছিল, আবীরও।
  • dd | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৩২ | 110.234.159.216
  • আমাদের ছোটোবেলায় স্বতন্ত্র পার্টী ছিলো। ঘোষিত ভাবে বড় বিজিনেসের পক্ষে। উঠে গ্যালো।

    এখন আর ত্যামন ডানপন্থী কেউ নেই, সবাই বিভিন্ন শেড অফ বাম। গুজরাট,কর্ণাটক, তামিলনাডু এ সব বাদ দিলে। ওখানে দেখি যেই ই আসুক না ক্যানো একই রকম চলে। গ্র্যাভিটির মতন নিরপেক্ষ।

    যেমতি,আমার বিশ্বাস,(কোনো লিং নেই) ওয়াল মার্ট আসলে প্রথমেই এই তিন স্টেটে আসবে, যদিও তিনটেই অফিসিয়ালি চায় না।
  • Kaju | ১২ জানুয়ারি ২০১২ ১৪:৩০ | 121.242.160.180
  • পহেলে বক্ররেখা
    ফির স্পাইরাল রে
    ফির আয়া সার্কেল
    আব স্ট্রেটলাইন
    স্ট্রেটলা-আ-আ-ই-ই-ন
    স্ট্রে স্ট্রে স্ট্রে স্ট্রেটলা-আ-ই-ই-ন
    স্ট্রে স্ট্রে স্ট্রে স্ট্রেটলা-আ-ই-ই-ন

    ('পহেলে রক-অ্যান্ড-রোল'-এর সুরে)
  • S | ১২ জানুয়ারি ২০১২ ১৪:২০ | 99.26.200.89
  • এটা তো জানা কথা। অতি বাম আর অতি ডানের মধ্যে খুব বেশি ফারাক নেই। একটা সার্কেল ভাবুন, র‌্যাদার দ্যান স্ট্রেট লাইন।
  • dd | ১২ জানুয়ারি ২০১২ ১৪:০৬ | 110.234.159.216
  • কল্লোল কি চায় জানেন তো ?

    এস ইউসি, সন্তোষ রানা ,অসীম চ্যাটুজ্জে গোছের ফ্যাকাসে পার্লিয়ামেন্টারী নকু,ফরোয়ার্ড ব্লক, আর সুজাত ভদ্র গোছের মানবতাবাদী দের নিতে একটি তৃতীয় ফ্রন্ট।

    আমি আরো র‌্যাডিক্যাল চাই, সিপিএম,বিজেপি আর কং এক হয়ে যাক, ভারতীয় জনতা কংগ্রেস(মার্কসবাদী), তখন দেখবো ওয়াল মার্টের পিছনে কে লাগে ?
  • Kaju | ১২ জানুয়ারি ২০১২ ১৪:০৫ | 121.242.160.180
  • ওষুধ দিল তো আবার। বলল দিন দশেকের মধ্যে ঠিক হয়ে যাবে, গরম জলের সেঁকটা চালিয়ে যেতে হবে।
  • Apu | ১২ জানুয়ারি ২০১২ ১৪:০২ | 122.248.183.1
  • ঠ্যাং কেমন কাজু?
  • Du | ১২ জানুয়ারি ২০১২ ১৪:০১ | 117.194.198.213
  • টেলিগ্রাফ আবার হোটেলে বসে পড়ার জন্য ফ্রন্ট পেজে এসব ছাপেনি -- কিন্তু মদন মিত্রের গাড়ি থামানোয় পুলিশকে অকথ্য গালাগালি 'মেট্রো' তে কাভার করেছে।
    অবশ্য এখন দুরদর্শনও দেখলাম কিছু কিছু দেখাচ্ছে একমাস আগেও যার কোন সিনই ছিলনা ঃ)
  • siki | ১২ জানুয়ারি ২০১২ ১৩:৫৭ | 122.177.189.106
  • হুঁ, সালতারিখ মনে নেই, গল্পটা মনে ছিল।
  • dd | ১২ জানুয়ারি ২০১২ ১৩:৫৭ | 110.234.159.216
  • তিনোমূল তো ছিপেমের চেয়েও বাম, প্রায় এস ইউ সির কাছাকাছি।

    তো "বাম বিরোধীতা " করতে গেলে তো তিনোমুলের ই এগেইনস্টে যেতে হবে। ভোটের আগেও হোক কি পরেই হোক।

    তাইলে অবশ্য হিসেব মেলে। খালি সিকির আদ দেলাসের অবজার্ভেশনটা মেলে না, তো কি আর করা যাবে।
  • siki | ১২ জানুয়ারি ২০১২ ১৩:৫৫ | 122.177.189.106
  • কেন্দ্রীয় মন্ত্রী? আ-চ্ছা ...
  • demba ba | ১২ জানুয়ারি ২০১২ ১৩:৫৪ | 121.241.218.132
  • ঘটনাটা লোকসভা ভোটের আগের।
  • Apu | ১২ জানুয়ারি ২০১২ ১৩:৫৪ | 122.248.183.1
  • বিবেকানন্দ কে নিয়ে তাঁর জন্মদিন উপলক্ষে যে মেলা তাকেই বলে বিবেক মেলা । ২ ই কত পাবো?
  • demba ba | ১২ জানুয়ারি ২০১২ ১৩:৫৩ | 121.241.218.132
  • ওটা আবাপ-ই ছিলো। জনৈক বাঙালী কেন্দ্রীয় মন্ত্রী কিছু ফান্ডিং-এর ব্যবস্থা করে দিয়েছিলেন। সম্ভবতঃ তিনিই রিসেন্টলি একটু টিপেছেন বলে গত তিন চারদিন ধরে আবাপ বেশ ঝাড়ছে।
  • Kaju | ১২ জানুয়ারি ২০১২ ১৩:৫৩ | 121.242.160.180
  • কুমুদি আজকে হাজব্যান্ড কনসেন্সজয়ের জম্মোদিন না? সেই জন্যেই 'বিবেক মেলা'।

    বিবে-এ-এ-কবিহী-ঈ-ঈ-ন বি-ই-শ্ব আজিকে হাহাকা-আ-র নিরানন্দ-ও-ও-
  • Apu | ১২ জানুয়ারি ২০১২ ১৩:৫৩ | 122.248.183.1
  • কাজু দিয়েছিল অনেক। কিন্তু কাজু দিলেই কি ভালো হয় , ও কাজু?? ঃ-))
  • siki | ১২ জানুয়ারি ২০১২ ১৩:৫১ | 122.177.189.106
  • পটাশম্যাম, আজ বিবুদার জন্মদিন, সেই উপলক্ষ্যে মেলা।

    মিতাদি ফোন করেছিল?
  • siki | ১২ জানুয়ারি ২০১২ ১৩:৫০ | 122.177.189.106
  • তবে গেল ভোটের বছরখানেক আগে তারানন্দ শুনেছিলাম খুবই নাকি আর্থিক দুর্গতিতে পড়েছিল, তখন কে বা কাহারা তাদের আর্থিক সহায়তা ইত্যাদি করে টরে। সেই থেকে নাকি তারানন্দ কৃতজ্ঞতা মিটিয়ে যাচ্ছে।

    নাকি ওটা পোতিদিন ছিল?
  • siki | ১২ জানুয়ারি ২০১২ ১৩:৪৯ | 122.177.189.106
  • পিএমের সাথে আমার অবজার্ভেশন একেবারে মিলে যাচ্ছে ঃ-)
  • kumu | ১২ জানুয়ারি ২০১২ ১৩:৪৯ | 122.160.159.184
  • লিং খোলে না,পিছিয়ে পড়ার টাইম নাই--

    বিবেক মেলা কী?এক লাইনে পিলিজ-
  • Kaju | ১২ জানুয়ারি ২০১২ ১৩:৪৭ | 121.242.160.180
  • বোতিন্দা,

    তাহলে তো ওটা মোটেও গাজরের হালুয়া নয়, ওটা 'লে হালুয়া'।
  • Apu | ১২ জানুয়ারি ২০১২ ১৩:৪৫ | 122.248.183.1
  • PM দা ফিরছেন কবে? ৫ তারিখে দেখা হচ্ছে তো?
  • PM | ১২ জানুয়ারি ২০১২ ১৩:৪৪ | 86.96.226.87
  • আবাপ সারা বছর নানা রকম থাকে। কিন্তু ভোটের ৬ মাস আগে থেকে কট্টর বাম বিরোধী হয়ে যায়। এটা আমার অনেকদিনের অব্‌সার্ভেসন।

    তবে এই ক্ষেত্রে এটা এমন-ও হতে পারে ব্যবসা বাড়ী গুলো হতাশ সাত মাসে। যতোটা সুবিধা হবে ভেবেছিলো তা হচ্ছে না। হয়তো তারা টাকা ঢালছে রাস্তায় আনার জন্য।
  • Apu | ১২ জানুয়ারি ২০১২ ১৩:৪৪ | 122.248.183.1
  • দুখে , এখনো এলো না? ঃ-((
  • Apu | ১২ জানুয়ারি ২০১২ ১৩:৪১ | 122.248.183.1
  • ক্যান্টিনে গাজরের হালুয়া খেলাম। কী বিচ্ছিরি বলে বোঝানো যাবে না!! ঃ-((
  • siki | ১২ জানুয়ারি ২০১২ ১৩:৪০ | 122.177.189.106
  • কাব্লিদা ঃ-)))

    এদিকে পাকিস্তানের অবস্থা খারাপ। আজ ক্যু হয় কি হয় না। একদিকে কায়ানি সব সেনাপ্রধানদের নিয়ে বৈঠকে বসেছে। অন্যদিকে গিলানি সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে আজ নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠা করার জন্য।
  • S | ১২ জানুয়ারি ২০১২ ১৩:২০ | 99.26.200.89
  • @ পাই, ঐ লিনকে কিস্‌সু নাই। আর দিদি নয়, দাদা (ডিপেন্ড করছে কত সালে মাঃ)
  • kd | ১২ জানুয়ারি ২০১২ ১৩:১৪ | 59.93.162.112
  • এই উঠলুম। কাঁচের, কাঠের জানলা সব বন্ধ থাকায় শুনতে পাইনি, খুলে দিতেই আজ থেকে শুরু পাড়ার ""বিবেক মেলা''র স্পীকারে রবিবাবুর ছেরাদ্দ হচ্ছে। দশ দিন ধরে এই অত্যাচার সইতে হবে। তবে সন্ধেটা খারাপ যাবে না - বেশ কিছু নামী শিল্পী ফিরিতে নাচাগানা করবে। প্রতি বছরই করে, তবে এ'বছর ইস্পেসাল কিছু হবে মনে হয়, মমতার ভাই এদের এক পান্ডা।

    শুধু এক বছর এই যন্ত্রণা থেকে রক্ষে পেয়েছিলুম - সিপিএম (কে বলে ওরা কোন ভালো কাজ করে নি) বন্ধ করে দিয়েছিলো, এতে নাকি হরিশ পার্কের ঘাস নষ্ট হয়ে যাবে। কিন্তু জীবনের অন্য সুখের মতো এই সুখও রইলো না - সরকার পার্কে কোন দিনও ঘাস ছিলো প্রমাণ দিতে না পারায় অনুমতি দিতে বাধ্য হয়।

    লামা, পুরোনো বাঙালী বাড়িতে তো এটা রোজকার ব্যাপার - ভোরবেলা মেয়েরা ঠাকুর ঘরে শাঁখ বাজায় আর ছেলেরা বন্ধ কলঘরের সামনে পায়চারি করতে করতে পশ্চাদ্দেশে তবলা বাজায়। ঃ)
  • EL d | ১২ জানুয়ারি ২০১২ ১২:৩২ | 220.227.106.153
  • আবাপকে ধ্রুবসত্য মেনে তুলসীতলায় পুজো দেওয়াটাও বা আবাপকে একমাত্র নিরপেক্ষ হিসেবে প্রমাণ করতে কোমর বেঁধে নেমে পরা টাও খুব পুরোনো বাঙালী ঐতিহ্য

    পাড়ার কিছু পাজী ছোঁড়া জমিদারসুলভ আবাপ জ্যাঠাকে দেখলেই টিটকিরি মারে আবার কিছু জ্ঞানী চন্ডীমন্ডপ জনগণ জ্যাঠাকে দেখলেই আইসেন বইসেন করে

    তো দুটৈ সমন্তরাল চলতেই থাকবে

    কি আর করা যাবে বলুন !
  • siki | ১২ জানুয়ারি ২০১২ ১২:২৯ | 122.177.189.106
  • ঃ)

    ঐ আর কী, আধভর্তি জলের গেলাসকে যে যেভাবে দ্যাখে। ঃ)
  • dd | ১২ জানুয়ারি ২০১২ ১২:২০ | 110.234.159.216
  • ক্ষী আশ্চর্য্য ! আর ঐ পুরো ল্যাখাটা পড়েই আমি ইম্প্রেস্‌ড হলাম, হেডলাইন থেকে শুরু করে সর্বত্রই আবাপ সরকার বিরোধী। এমন কি একটা "নৈরাজ্যের সাতকাহন" যেটাতে কিলিক করলে সব ছবি ছাবা বেড়িয়ে আসে - সেটাও লেখার সাথে ফ্রী।

    এর বেশী চেঁচানি - সে তো আজকালো বোধয় করে না।

    এটা আদৌ "জাগো বাংলা" টাইপ মনে হোলো ?
  • ppn | ১২ জানুয়ারি ২০১২ ১২:০৪ | 202.91.136.71
  • * কী
  • ppn | ১২ জানুয়ারি ২০১২ ১২:০৩ | 202.91.136.71
  • ধুর, সে রকম কিছু না। ঐখানে লেখেনি তো কে হয়েছে, এইখানেই মন্ত্রীর নাম লিখেছে।

    http://www.anandabazar.com/12raj1.html
  • siki | ১২ জানুয়ারি ২০১২ ১১:৫৮ | 122.177.189.106
  • ডিডিদা যে ক্ষী ক্ষয়!

    আমি এইটা দেখছিলাম। http://www.anandabazar.com/12bhum1.html

    ভাষাগুলো লক্ষ্য করো।

    শীর্ষ তৃণমূল নেতৃত্ব এবং রাজ্যের এক মন্ত্রী রামপুরহাট ক্কলেজের অদ্যক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের অশালীন আচরণ ও দাপাদাপির মূল বিষয়টি থেকে দৃষ্টি ঘোরানোর "আপ্রাণ' চেষ্টা করেছেন।

    রাজ্যের এক মন্ত্রী। তাঁর নাম লেখা যায় না। আপ্রাণে কোটেশন মার্ক।
  • phutki | ১২ জানুয়ারি ২০১২ ১১:৫৬ | 121.241.218.132
  • আবার ৩মাস কেন? আজই তো এই শিক্ষকদের ওপর হামলার ঘটনাতে শিক্ষামন্ত্রী মিডিয়াকে দায়ী করেছেন।
    http://www.anandabazar.com/12raj1.html
  • dd | ১২ জানুয়ারি ২০১২ ১১:৪৬ | 110.234.159.216
  • শাঁখ বাজানো, তুলসী মঞ্চে পিদিম জ্বালানোর মতন আবাপকে নিত্তি গালি দেওয়া দলমত নির্বিশেষে - এটাও খুব পুরোনো বাঙালী ঐতিহ্য ।

    এমন দিন যায় না যে তিনোমুল হাঁড়ির হালের খবর আবাপ দেয় না, প্লাস অ্যান্টি তিনো সম্পাদকীয় ল্যাখে, প্রবন্ধ ছাপায়। নিয়মিত । আজকালো এতো খবর দেয় না যতোটা আবাপ দেয়।

    এটা আমার পেডিকশন, মিলিয়ে নিও, না মিললে অন্য কাউকে গালি দিও, মাস তিনেকের মধ্যেই - ম্যাক্সিমাম তিন মাস, তার মধ্যেই শ্রদ্ধেয়া নেত্রী আবাপের গুষ্ঠি তুষ্টি করবেন।

    হয়তো "মিডিয়া দানব" "ষড়যন্ত্রী মিডিয়া" এই সব টার্মও অকাতরে কইবেন, ইলেকশনে হেরে ছিপিয়েম য্যামনটি করেছিলো।
  • y | ১২ জানুয়ারি ২০১২ ১১:৩৯ | 61.12.12.84
  • পশ্চাদ্দেশ থেকে তবলা বাজাতে ক্যালি লাগে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত