অ সিকি, মেলার খপর তো আমার কাছে নাই ঃ-( গতকাল একবার সেখেনে উঁকি মাত্তে গিয়েছিলুম শুদু। কাবলিদা, সুমেরু এবং সামরান তখন ছিলেন। আমি মাত্র এক পাটি চটি কিনে চলে এলুম।
কুমুদি, নিচ্চই লিখব। বড়ই চাপে রেখেচে সোমসার
maximin | ১৩ জানুয়ারি ২০১২ ১৮:২৩ | 59.93.254.52
টাক বলেছিল নো-টাককে।
maximin | ১৩ জানুয়ারি ২০১২ ১৮:২১ | 59.93.254.52
বর বলেছিল কাপুরুষকে?
Kaju | ১৩ জানুয়ারি ২০১২ ১৮:১৬ | 121.242.160.180
কোন পুরুষটি কোন পুরুষকে বলেছিল? টাক-পুরুষটি অর নন-টাকটি?
Kaju | ১৩ জানুয়ারি ২০১২ ১৮:১৬ | 121.242.160.180
এখানে এই 'পিছিয়ে পড়া'-টা নিয়ে হেব্বি খেলা যায়। ঃ))
maximin | ১৩ জানুয়ারি ২০১২ ১৮:০৪ | 59.93.254.52
কে কাকে বলেছিল। কাপুরুষে ছিলই তো মাত্র তিনজন। মেয়েটি বলে নি। বাকি রইল দুজন পুরুষ।
maximin | ১৩ জানুয়ারি ২০১২ ১৮:০৩ | 59.93.254.52
ইমোশনাল অতিয়াচার।
maximin | ১৩ জানুয়ারি ২০১২ ১৮:০১ | 59.93.254.52
কাজুও ডিক্টেটর হয়েছে।
Kaju | ১৩ জানুয়ারি ২০১২ ১৭:৫১ | 121.242.160.180
পড়তে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। আর পিছিয়ে পড়লে পিছিয়ে পড়তে হয়। পিছিয়ে না পড়লে আরো পিছিয়ে পড়তে হয় ঃ)
maximin | ১৩ জানুয়ারি ২০১২ ১৭:৪৯ | 59.93.254.52
রবের কেমন লেগেছে কেউ কিছু বলল না।
Kaju | ১৩ জানুয়ারি ২০১২ ১৭:৩৪ | 121.242.160.180
লাল আবার কোথায় পেলে? গোলাপী বল্লাম না? লাল তো শুধু একটা স্পেসিফিক গোষ্ঠীরই কেনা রং। ঃ))
Kaju | ১৩ জানুয়ারি ২০১২ ১৭:৩০ | 121.242.160.180
ও হ্যাঁ, খো-প্র আর খো দুটোতেই কিন্তু ভৃত্য সিনিমার হিরো। কী সমপাত, না? এই জন্যেই খো-প্র নাম আরো উপযুক্ত ছিল। আজকাল তো আগে হয়ে যাওয়া ক্লাসিক সিনেমার নামও দিব্যি ঝেড়ে দেয় লোকে। বাইশে শ্রাবণ। অথচ 'নষ্টনীড়' নামে ছবি হয়ে গেছে বলে (যতই সে ফ্লপ হোক না) রায়বাবু 'চারুলতা' নাম দিয়েছিলেন। ঃ-))
Netai | ১৩ জানুয়ারি ২০১২ ১৭:২৯ | 121.241.98.225
দেবের গাল লাল কই? কে বলেছে? লাল রং না মেখে থাকলে তো গাল লাল হবার কথা নয়।
de | ১৩ জানুয়ারি ২০১২ ১৭:২৭ | 180.149.51.68
দেবের গাল্লাল হতে পারেই না, বেগুনী বল্লে তাও মানতে রাজি আচি!
Kaju | ১৩ জানুয়ারি ২০১২ ১৭:২৬ | 121.242.160.180
নামটা 'খোকাবাবুর প্রত্যাবর্তন' হলে আরো দর্শক পেত। লোকে দাদুর সেই গল্পটা ভেবে পয়সা দিয়ে টিকিট কেটে হলে ঢুকত আর 'প্রবীর রায়চৌধুরী'-র সুভাষিতাবলী (প্র-রা-সু) বলতে বলতে বেরিয়ে আসত। হেব্বি হত !
যেমন শুনেছি, এক কালে গ্রামগঞ্জের পাব্লিক, যাঁরা লেখক সত্যজিতের পরিচয় পায়নি, ফেলুদা কে জানা দূর অস্ত, 'জয় বাবা ফেলুনাথ' শুনে 'বাবা তারকনথ' মার্কা ভক্তিমূলক ফিলিম ভেবে দেখতে গিয়ে বোমকে ৪২ হয়ে বেরিয়ে এসেছিল। তবে তার এফেক্ট ভিন্ন।
maximin | ১৩ জানুয়ারি ২০১২ ১৭:২৬ | 59.93.254.52
ইন্টারভিউ শেষে করণ থাপর বললেন ইট ওঅজ আ প্লেজার। জ বললেন নট ফর মি, আপনি অত্যন্ত অভদ্র লোক। এবং কথাটা ইংরেজিতে বললেন।
Netai | ১৩ জানুয়ারি ২০১২ ১৭:২২ | 121.241.98.225
রোমিও কেমন চলেছিল? কেউ কি দেখেছে?
Netai | ১৩ জানুয়ারি ২০১২ ১৭:২২ | 121.241.98.225
খোকাবাবু কি আজ ই রিলিজ হল?
Netai | ১৩ জানুয়ারি ২০১২ ১৭:২০ | 121.241.98.225
বঙ্গে না থাকার কারনে আমি এইসব সিনিমা মিসাচ্ছি। ঃ((
maximin | ১৩ জানুয়ারি ২০১২ ১৭:২০ | 59.93.254.52
প্রথমেই দেখতে হবে, জয়ললিতা স্কুল ফাইনালে ফাস হয়েছিল।
maximin | ১৩ জানুয়ারি ২০১২ ১৭:১৯ | 59.93.254.52
যেটা বললাম, নেহাতই কনজেকচার, লিং নাই, জয়ললিতা আর মমতা সে তুলনায় সহজ বিষয়।
Kaju | ১৩ জানুয়ারি ২০১২ ১৭:১৮ | 121.242.160.180
'খোকাবাবু' মুক্তি পেল, মহা ধূমধাম ভক্তেরা লুটায়ে হলে করিছে প্রণাম সিট ভাবে 'আমি দেব', স্ক্রীন ভাবে 'আমি' লোকে ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী
দাদু কীকরে জানলেন যে, কলিযুগের শেষভাগে দেব নামে এক গোলাপী গালওলা লাল্টু হিরো টলিধামে অবতীর্ণ হবে ! কী দূরদর্শিতা ! হায় উত্তমদা, হায় পুলুযেঠু...
maximin | ১৩ জানুয়ারি ২০১২ ১৭:১৪ | 59.93.254.52
এবং যারা নিজের বাচ্চাদের বাংলা অনার্স পড়তে দেবে না। ভালো রেজাল্ট করার জন্যে চাপ দেবে। এরা গুরুতে আসে না। তবে হয়তো এরা গুরুর কাগজের ক্রেতা সম্প্রদায়।
ppn | ১৩ জানুয়ারি ২০১২ ১৭:০৮ | 202.91.136.71
আর ভক্তদের দলে দলে গিয়ে ওনার চরণকমলে আনুভূমিক শ্রদ্ধা নিবেদনের কহানিও কী করে ভোলা যায়!
maximin | ১৩ জানুয়ারি ২০১২ ১৭:০৮ | 59.93.254.52
মধ্যবিত্ত ইংরেজিতে চ্যালেঞ্জড লোকজন ক্রমেই কাফকা কুন্দেরা জয়েস বোদলেয়ার রিম্বোর বাংলা অনুবাদ পড়ার প্রতিযোগিতা লাগিয়েছেন। দিনে একজন করে লেখককে 'বুঝে' ফেলছেন।
Kaju | ১৩ জানুয়ারি ২০১২ ১৭:০৬ | 121.242.160.180
সন্ধ্যা আর মান্না-র দুটো গান মনে পড়ে গেল।
'মায়াবতী মেঘে এল তন্দ্রা...'
ও (জয়)ললিতা, ওকে আজ বকতে বারণ কর না ও (জয়)ললিতা...
ppn | ১৩ জানুয়ারি ২০১২ ১৭:০৩ | 202.91.136.71
সাধে ভারতের ইমেল্ডা মার্কোজ খেতাব পেয়েছেন? গুগল করলে পুরনো খবর দেখতে পাবে ওনার (দত্তক) ছেলের বিয়েতে কত খরচ হয়েছিল।
siki | ১৩ জানুয়ারি ২০১২ ১৬:৫৮ | 123.242.248.130
এই যে নয়ডা থেকে কেটে নয়ডা এক্সটেনশন বেরলো, কত হাউসিং কমপ্লেক্ষ তৈরি হতে গিয়ে কোর্টের হুড়কো খেয়ে গেল, এই পুউরো জমি মায়াবতীর নির্দেশে কিষাণদের কাছ থেকে কিনে নেওয়া হয়েছিল, আর চড়া দামে বেচা হয়েছিল বিল্ডারদের। পুউরো নয়ডা এক্সটেনশন মায়াবতীর টাকার খেলা।
ppn | ১৩ জানুয়ারি ২০১২ ১৬:৫৭ | 202.91.136.71
সিকি জাস্ট ভুলভাল বলছে। জয়ললিতা শো অফ করে না!!
maximin | ১৩ জানুয়ারি ২০১২ ১৬:৫৪ | 59.93.254.52
বোঝাতে পারলাম না। কথাটা খুব সহজ নয়, বোঝাতে পারব এমন আশাও রাখিনা।
maximin | ১৩ জানুয়ারি ২০১২ ১৬:৫২ | 59.93.254.52
দ্বিতীয় দলে তারা, যারা গল্প উপন্যাস প্রবন্ধে সর্বত্র ভালো 'গদ্য' খোঁজেন।
siki | ১৩ জানুয়ারি ২০১২ ১৬:৫২ | 123.242.248.130
অনেক তপাত, অপ্পন। জয়ললিতা সাউথের লোক। চেন্নাইয়ের এটা আবহমান কালের ট্র্যাডিশন, তারা নিজেরা থাকে ভিখিরির দশায়, অতি পাতিস্য পাতি জামাকাপড় পরে, সারা গায়ে খড়ি ফোটে, কিন্তু পয়সা জমলেই কাঁড়ি কাঁড়ি সোনা আর হীরে জহরত কেনে। আর কিছুতে খর্চা করে না। জয়ললিতা তারই একটা ম্যগনিফায়েড ভার্সন। শো অফ করে না। নিজের আছে -- এই অবধি।
মায়াবতীর প্রতিভা বহুমুখী। টাকা আনার জন্য ও যে কী না করতে পারে ... ইউপির সমস্ত আরটিও, সমস্ত দারু-কা-ঠেকা, সমস্ত পুলিশ থানা থেকে রেগুলার মোটা হফতা মায়াবতীর কাছে যায়। কেউ সততা দেখাবার চেষ্টা করলেই তার তবাদলা হয়ে যায়। মায়াবতীর নিজের আপিসে সবাইকে খালি পায়ে মাটিতে বসতে হয়, একা মায়াবতী জুতো পরে সিংহাসনে বসে থাকেন। সে সামনের জন যেই-ই হোক, মন্ত্রী, সান্ত্রী, আইপিএস, আইএএস। একবার এক আইএএস অফিসারকে দেখা গেছিল মায়াবতীর জুতোর কাদা রুমাল দিয়ে মুছিয়ে দিচ্ছে। কাগজে ফটো বেরিয়েছিল। আইএএস মুখরক্ষা করেছিলেন এই বলে যে সিকিওরিটি রিজনে তিনি মায়াবতীর জুতো স্ক্যান করছিলেন।
Netai | ১৩ জানুয়ারি ২০১২ ১৬:৫১ | 121.241.98.225
যারা পড়ছেনা আমি তাদের দলে পড়ছিনা। যদি আর একটাই দল থাকে আর সবাইয়ের দল করা বাধ্যতাবূলক হলে আমি অবশ্যই যারা পড়ছে তাদের দলে পড়ছি।
আমি পড়ছি বলে আমাকে পাড়বেন না। আমি না পড়লে কোথায় পড়বো তাও তো বুঝতে পারছিনা।
de | ১৩ জানুয়ারি ২০১২ ১৬:৫০ | 180.149.51.68
না:, আমি ভাবলাম হাতি আর মায়াবতী মুত্তি ঢাকতে সব লেপ তুলে নে' গ্যাচে!
মমতা ব্যানার্জি হয় নার্সিসিস্ট নয়তো ঘোর ইনফ কম্প আছে। প্রথমটা হলে খুব বিপদের কথা।
ppn | ১৩ জানুয়ারি ২০১২ ১৬:৪৯ | 202.91.136.71
নেতাই, লেপ কিনে ফেললে আর দে উঁকিঝুঁকি মারতে পারবে না!!
Netai | ১৩ জানুয়ারি ২০১২ ১৬:৪৯ | 121.241.98.225
আমিও বুঝিনি। যারা পড়ছে আমি কি তাদের দলে পড়ছি?
Kaju | ১৩ জানুয়ারি ২০১২ ১৬:৪৭ | 121.242.160.180
দ্বিতীয় দলে কারা? সত্যি-ই বুঝিনি।
maximin | ১৩ জানুয়ারি ২০১২ ১৬:৪৫ | 59.93.254.52
বাঙালি সমাজে কত বড় ডিভাইড হয়ে গেছে সেটা কেউ খেয়াল করলেন কি? কিছু ইয়াং ম্যান দলের নেতার গুন্ডামি দেখছে, বাধা দিচ্ছে না, সহায়তা করছে। কিছু ইয়াং ম্যান সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয়ের 'গদ্য' পড়ছেন।
Netai | ১৩ জানুয়ারি ২০১২ ১৬:৪৫ | 121.241.98.225
আমি সিরিয়াস সব কমেন্ট করছি আর দেদি এসে ওমনি ব্যাক্তিগত ব্যাপারে উঁকিঝুকি মারছেন!!!!
Kaju | ১৩ জানুয়ারি ২০১২ ১৬:৪৪ | 121.242.160.180
মিনিদি, 'মহাপুরুষ' বলে নিশ্চয়ই 'কাপুরুষ ও মহাপুরুষ' বোঝালেন না? উত্তর হচ্ছে 'কাপুরুষ'। কে বলেছিল কাকে?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন