আচ্ছা বলি তোমাদের শরীলে কি একটুও দয়ামায়া নেই? ভাট সার্ভারকে মুভি সার্ভারে পরিণত না করলেই কি নয়?
kiki | ১৮ জানুয়ারি ২০১২ ১৮:৫৪ | 59.93.200.32
বোঝো! আমি বলে কিনা যা পাচ্ছি আঁকড়ে ধত্তে চাইছি।ঃ(
এই যে গ্যাব্রিয়েলা বললো আমার সব কিছু ঠিক করে দেবে।(ভ্যাঁআআআআআআআআআআআআ)
যাও, চলে যাই।হুঁ!
aka | ১৮ জানুয়ারি ২০১২ ১৮:৪৩ | 168.26.215.13
কিকি, ৩ঃ২০ থেকে দেখলে মানসিক চাপ কমলেও কমতে পারে।
kiki | ১৮ জানুয়ারি ২০১২ ১৮:৩৬ | 59.93.200.32
ইসে, মানে সবাই এট্টু কেমন করে দেখবে, তাও সত্যের খাতিরে বলে যাই। মানে কি আর বলবো একটা বিচ্ছিরি মানসিক চাপে থাকচি, তো আজ সাইট ফাইট উল্টে পাল্টে(মানে মানসিক দুব্বলতায় মানুষ যা করে আর কি!) কি এক গ্যাব্রিয়েলার সাইটে গেসলুম ভাগ্য গননায়। তো খালি জম্মোতারিখ নিয়ে সে দেখি আমার সব মিলিয়ে দেছে। আমি বেভুম্বুল হয়ে বসে আচি এখন। মাগো! এবার আমি নিগ্ঘাত বান মারা ও বিশ্বেস করতে লাগবো।ঃ(
kumu | ১৮ জানুয়ারি ২০১২ ১৮:৩৪ | 122.176.32.39
রাগ করিনি-কতোবার লিখেচি তো,অ কেডিদা।মোবাইল থেকে,ল্যাপি থেকে,ডেস্কো থেকে। আপনার সুবিধে মত ফোনাব এও লিখলুম তো।
kd | ১৮ জানুয়ারি ২০১২ ১৮:১৯ | 59.93.242.223
উঃ! এন্ড কোটটা উন্মাদের পরে হবে।
kd | ১৮ জানুয়ারি ২০১২ ১৮:১৮ | 59.93.242.223
আমার ওপর রাগ করে থাকলে এমনই শুনতে হবে। ঃ)
আসলে ডিঃ দিতে ভুলে গেছিলুম। আমি কুমুদিদিকে ""পুরো'' উন্মাদ বলিনি।
kumu | ১৮ জানুয়ারি ২০১২ ১৮:১৩ | 122.176.32.39
ইকী অ্যানালজি? কেডিদা বলে কিচু কইলাম না।
আর ডিডিদা?তিনি কই?
Kaju | ১৮ জানুয়ারি ২০১২ ১৭:৫৭ | 121.242.160.180
নেতু খুব ডায়লগ দিচ্ছে সুযোগ পেয়েই। বলো তাহলে, এই এক্ষেপশানটা কান কীকরে smoothly উতরে দিচ্ছে? বাতাও বাতাও...
de | ১৮ জানুয়ারি ২০১২ ১৭:৪৪ | 180.149.51.68
কেডিদার অ্যানালজিটা কি আমি যেটা বুঝলাম সেটাই? :))
সোমনাথের মেয়ের নাম কি ঠিক হয়েছিলো আমার মনে নেই -- কেউ কি মনে করাবে? তাহলে জিজ্ঞেস করবো মেয়ে কেমন আছে? :)
kd | ১৮ জানুয়ারি ২০১২ ১৭:২৬ | 59.93.242.223
কুমুদিদির পোস্ট পড়ে মনে পড়ে গ্যালো। আমার এক শালী বোম্বাইওয়ালী - পুরো উন্মাদ (সেই সঙ্গে খুব ভালো আর্টিস্ট, আর্কিটেক্ট)। ভায়রাকে জিগ্যেস করেছিলুম এমন চীজকে হ্যান্ডেল করো কি করে? উত্তর পেলুম - বিয়ের পর থেকে দুবাই থেকে।
Netai | ১৮ জানুয়ারি ২০১২ ১৭:২৬ | 121.241.98.225
সবসময় অন্য রাস্তা দেখা কাজের কথা নয় হে কাজু। ডাঁটকে মুকাবুলা করো। অউর ডরনা নেহি। নয়তো রাস্তাই একমাত্র রাস্তা হয়ে যাবে।
Kaju | ১৮ জানুয়ারি ২০১২ ১৭:২৪ | 121.242.160.180
মাত্রাবৃত্ত তো। যুক্তাক্ষর দু মাত্রা পাবার কথা, তার আগে হসন্ত-ও নেই। প্ল্যান্ট উচ্চারণ করলে ৩ হবে না? কী জানি বাবা। এগুলোতে এখনো এত...
Kaju | ১৮ জানুয়ারি ২০১২ ১৭:২১ | 121.242.160.180
এই তো আসল লোক ঠিক এসে গেছে। অনেকদিন পর। কনফু কাটল এতক্ষণে।
কিন্তু মন কেন মানে না? প্ল্যান্ট আমাদের উচ্চারণের দোষে ন্ আর ট্ পরপর থেকে শেষের ট্ উহ্য হয়ে যায় বলেই কি প্ল্যান্ট ২ পাচ্ছে?
বললেই যখন, এটুকু প্লীজ বলে যাও। আমি নিজে ও এরম কনফু এলেই অন্য রাস্তা দেখি। ঃ)
Netai | ১৮ জানুয়ারি ২০১২ ১৭:১৮ | 121.241.98.225
আমি তখনি বুঝেছিলাম কাজু গুলিয়ে ফেলেছে।
kd | ১৮ জানুয়ারি ২০১২ ১৭:১৭ | 59.93.242.223
ট্র্যাঙ্গুলার পার্কের পাশে (বাদেকলেজের উল্টোদিকে) একটা দোকান আছে - বেশ মজার নাম - ""মাবেশা''। আরও মজার হ'লো, নামটি একটি অ্যাক্রোনিম - মা, বেটি, শাশুড়ি।
টিভিতে একটা শো'এর স্পন্সর - তাই দেখে মনে পড়ে গ্যালো।
omnath | ১৮ জানুয়ারি ২০১২ ১৭:১৩ | 59.160.210.2
"বসিয়াছে প্ল্যান্ট" কি কাজু সাত মাত্রা বলল? অ্যাঁ? এত পড়াশোনার পরে একটু কঠিন প্রশ্নপত্র পেয়েই এই হাল? পেন্ডিং রইল। বইমেলায় তো দেখা হবেই, তখন কেলিয়ে দেবো।
kumu | ১৮ জানুয়ারি ২০১২ ১৭:১২ | 122.176.32.39
মিঃ অঃ দিল্লীতে থাগেন কদিন?মেরেকেটে মাসে তিন/চার্দিন,তাছাড়া তিনি তো পদ্দ লেখেন্না।
de | ১৮ জানুয়ারি ২০১২ ১৬:৫৮ | 180.149.51.68
কুমুদি, মি: অধিকারী কি সবসময় উইকেটকীপারের সরঞ্জামে সুসজ্জিত থাকেন? ;)
kumu | ১৮ জানুয়ারি ২০১২ ১৬:২৬ | 122.176.32.39
হ্যাঁঃ,নিমেষে বানিয়ে ফেলেন।আগেকার দিন হলে রাজসভায় এদের জন্যি গোল্ড কোটেড চ্যার থাগতো,মাটির সাতে গাঁথা।
তবে ঐ পদ্দটা ডিডিদা বৌদিকে পড়ে শোনাতে পার্বে?হেল্মেট,চেস্ট গার্ড ইঃ ছাড়া? চ্যালেঞ্জ--
Kaju | ১৮ জানুয়ারি ২০১২ ১৬:২২ | 121.242.160.180
অথচ এটা পুরো আন্দাজে মেরেছি, কার পক্ষে বলা সম্ভব ভেবে !
kumu | ১৮ জানুয়ারি ২০১২ ১৬:২০ | 122.176.32.39
কাজু,ঠিক,গান্ধারীর আবেদন।
de | ১৮ জানুয়ারি ২০১২ ১৬:০৮ | 180.149.51.68
ডিডিদার পদ্দ পড়ে চোকে জল এলো :))
Kaju | ১৮ জানুয়ারি ২০১২ ১৬:০৭ | 121.242.160.180
ডিডিদা নিমেষের মধ্যে বানিয়ে ফেলেন। ঃ)
Netai | ১৮ জানুয়ারি ২০১২ ১৬:০৬ | 121.241.98.225
ডিডিদা ঃ))
de | ১৮ জানুয়ারি ২০১২ ১৬:০৪ | 180.149.51.68
ছয় আর সাত নম্বরের্টা দেখে আরো ব্যোমকে গেলাম --- চোলাইয়ের বদলে মমদিদি পি-প্ল্যান্ট বসালেই পারে :))
Netai | ১৮ জানুয়ারি ২০১২ ১৬:০৪ | 121.241.98.225
প্ল্যান্ট বসেছে গঙ্গার পাড়ে লিখলে লোকে বলতো আমি হাট বসেছে শুক্রবারে থেকে কপি করেছি। ছড়াটাকে মৌলিক করার জন্যে সাতের বদলে আট মেরেছি। :P
উপরের পাঁচ লাইন একটি মহতী দীর্ঘ পদ্যনাট্যের প্রথম প্যারা। এর অনেক পরে, নানান মান অভিমানের পর,ঘটানা ঘনঘটা ও অজস্রে প্যারাগ্রাফের পর নায়িকার প্রসংশা ও নায়কের অযাচিত অবজার্ভেশন "তোমার নাক তো বোঁচা না" ইত্যকার সত্য ভাষনের পর গ্রন্থটি শেষ হয়।
Kaju | ১৮ জানুয়ারি ২০১২ ১৬:০৩ | 121.242.160.180
কী পড়ব?
Kaju | ১৮ জানুয়ারি ২০১২ ১৬:০২ | 121.242.160.180
pi piলিজিয়ে piলিজ?
pi | ১৮ জানুয়ারি ২০১২ ১৬:০২ | 72.83.83.28
কাজু, আরেকবার পড়ো হে।
মামু, সিকি, চটপট মেইল চেকিও হে।
pi | ১৮ জানুয়ারি ২০১২ ১৬:০১ | 72.83.83.28
পি পিলিজিয়ে পিলিজ ?
Kaju | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:৫৯ | 121.242.160.180
জ্জিও নেতু, না বলে পারা গেল না !
শুধু ওই 'বসিয়াছে প্ল্যান্ট' করে ৭ খেয়ে যাচ্ছে, এরম কেস আমি তো এড়িয়েই চলি। পাতি 'প্ল্যান্ট বসেছে' করে দিতে পারো। ঃ)
demba ba | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:৫৭ | 121.241.218.132
সুবহ্ শাম এক গিলাস পি লিজিয়ে;-)
Netai | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:৫৪ | 121.241.98.225
করিতে টা মেলাতে পারিনি বলে হাপ নম্বর কেটে নিজেকে প্রথমে দেড়, পরে অনবদ্য বাচনভঙ্গী ও ভাষার ব্যবহারের জন্য বাড়তি ১ নম্বর সর্বমোট ২ তে ঢাই দিলাম। নিজেই নিজেকে।
de | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:৫৩ | 180.149.51.67
সবেতেই হাসিঠাট্টা আর অছেদ্দা -- কলিকাল কি আর সাধে বলে -- গোমাতা বলে কতা --টেবিল দ্যাখো -- গুইলে গেলে লিং দ্যাখো --
Table Chemical contents of cow urine and cure of diseases as per them. Yes Cow Urine (Gomutra) Benefits are there. Check the science behind this with given below table. S. No. Name of chemical Effect of chemical on diseases 1 Nitrogen N2 ,NH2 Removes blood abnormalities and toxins, Natural stimulant of urinary track, activates kidneys and it is diuretic. 2 Sulphur S Supports motion in large intestines. Cleanses blood. 3 Ammonia NH3 Stabilise bile, mucous and air of body. Stabilises blood formation. 4 Copper Cu Controls built up of unwanted fats 5 Iron Fe Maintains balance and helps in production of red blood cells & haemoglobin. Stabilises working power. 6 Urea CO(NH2)2 Removes blood abnormalities and toxins, Natural stimulant of urinary track, activates kidneys and it is diuretic. 7 Uric Acid C5H4N4O3 Removes heart swelling or inflammation. It is diuretic therefore destroys toxins. 8 Phosphate P Helps in removing stones from urinary track. 9 Sodium Na Purifies blood. Antacid 10 Potassium K Cures hereditary rheumatism. Increases appetite. Removes muscular weakness and laziness. 11 Manganese Mn Germicidal, stops growth of germs, protects decay due to gangrene. 12 Carbolic Acid HCOOH Germicidal, stops growth of germs and decay due to gangrene. 13 Calcium Ca Blood purifier, bone stregthener, germicidal, ?? Rakta skandak ?? 14 Salt NaCl Sanyas vishamta ?? decreases acidic contents of blood, germicidal 15 Vitamins A,B,C,D,E Vitamin B is active ingredient for energetic life and saves from nervousness and thirst, strengthens bones and reproductive ingredient for energetic life and saves from nervousness and thirst, strengthens bones and reproductive power. 16 Other Minerals Increase immunity 17 Lactose C6H12O6 Gives satisfaction. Strengthens Mouth, strengths heart, removes thirst and nervousness. 18 Enzymes Make healthy digestive juices, increase immunity. 19 Water (H2O) It is life giver. Maintains fluidity of blood, maintains body temperature. 20 Hipuric Acid CgNgNox Removes toxins through urine. 21 Creatinin C4HgN2O2 Germicidal. 22 Aurum Hydroxide AuOH It is germicidal and increases immunity power. It is highly antibiotic and anti-toxic
একফোঁটা দুধে একটু গোচোনা নানাবিধ কেলো করিত রচনা হইবে কি আর নাস্তি শোচনা উপায় তো নাহি আর বসিয়াছে প্ল্যান্ট গঙ্গার পাড়ে যেথা যত গরু পাকড়িয়ে তারে ফ্রিফল মুত্র বিফল করিতে গেঁথে দিল ফিল্টার
------কবি নেতাই
Kaju | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:৪৬ | 121.242.160.180
কোন ট্রেনের নম্বর? আপ না ডাউন?
pi | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:৪৪ | 72.83.83.28
*১১২০৯
pi | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:৪৩ | 72.83.83.28
1209
Kaju | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:৪১ | 121.242.160.180
আরে না চ্যালেঞ্জ না। এমনি-ই লেখো না, এমন একটা সৃষ্টি শুধু ৩ লাইনের জন্যে কেঁচে যাবে কবি নেতাই থাকতে তাও কি হয়? লেখো পিলিজ লেখো। আ-ক-খো-ক-বা (আর কত খোসামোদ করব বাওয়া !)
Netai | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:৩৮ | 121.241.98.225
কাজু কি আমায় চ্যালেন্জ দিল? আমি চ্যালেন গ্রহণ করলাম না। পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম। ---- । -----
Kaju | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:৩০ | 121.242.160.180
নেতু, বেশ, ওই ৩ লাইন তুমি ঠিক করে লিখে দাও। উইথ ৬-এর চাল। আমি ১০ নম্বর দেব। ঃ)
Netai | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:২৮ | 121.241.98.225
৪ নং ৫ নং আর ৬ নং লাইনে যথেষ্ট ভাব প্রকাশিত না হওয়ায় ১ নম্বর কেটে নেওয়া হল। ২ নম্বরের ছড়ায় কাজু কুল্যে পেলো ১ নম্বর।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন