এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ২১ জানুয়ারি ২০১২ ১৩:৫১ | 122.248.183.1
  • ডি ডি দা আমিও আপিসে ঃ-))
  • dd | ২১ জানুয়ারি ২০১২ ১৩:৩৭ | 110.234.159.216
  • দেখুন ঠিক বলছি কিনা ?

    সাড়ে আট্টার সময় উঠলেন ঘুম থেকে, ঘুম ঘুম চোখে খপরের কাগজ, অন্য মনষ্ক ভাবে চা খেলেন বিষ্কুট দিয়ে।

    সাড়ে দশতার সময় আইন মাফিক জলখাবার, এক দিস্তা লুসি আর ফুলকপির ডালনা, দুটো সন্দেশ।

    এখন ছান কত্তে গ্যাছেন, হয়তো তারস্বরে কালোয়াতী গান ভাঁজছেন। আড়াইটা নাগাদ বড়ো খ্যাঁট, পাঁটার এস্পার উস্পার, মাছের রকম সকম, ভাজা ভুজির মন পসন্দ,এছাড়া দাল,তরকারী - ও আর বলার কি ই আছে। খেয়ে উঠে একটু না গড়িয়ে নিলেই নয়।

    আমার কথা জিগাইলেন কি? ওঃ, আমি আপিসে বসে দাঁত কিড় মিড় করছি।
  • dd | ২১ জানুয়ারি ২০১২ ১৩:৩২ | 110.234.159.216
  • লাস্ট পোস্টের এগজ্যাক্টলি তিন ঘন্টা পরে একটা আঁচড় রেখে গ্যালাম।
  • aka | ২১ জানুয়ারি ২০১২ ১০:৩১ | 75.76.118.96
  • পরিবর্তনের পর টাটা বলতে নেই। বলো বিড়লা কিংবা চ্যাটার্জী (ডিঃ পিজে)।
  • Tim | ২১ জানুয়ারি ২০১২ ১০:২৬ | 14.96.18.15
  • কেন ভিডিওতেই তো আছে, আর আছে তাহাদের কথায়।
    এইবার আমি কাটবো। টাটা।
  • ridhhi | ২১ জানুয়ারি ২০১২ ১০:০৮ | 108.218.136.234
  • বিপিন কে?
  • Tim | ২১ জানুয়ারি ২০১২ ১০:০৫ | 14.96.18.15
  • টাইপোয় তারা
    শর্মায় ঘোল
    সরবতে মিহি
    এগজিট পোল
  • Tim | ২১ জানুয়ারি ২০১২ ০৯:৫৫ | 14.96.18.15
  • রিদ্ধি ঃ-)))

    কিন্তু চলচ্চিত্রে বিপিনের অবদান বেশ চিত্তাকর্ষক। কোথাও বিপিনকে দেখে হাগা পায়, কোথাও কাম। এইটা নিয়ে থিসিস লেখা যায়।
  • Tim | ২১ জানুয়ারি ২০১২ ০৯:৫১ | 14.96.18.15
  • কুসুমে কুসুমে থাকে কীট
    তপোবনে পাঁচমাথা লেন
    অধোমুখে আঙুলের গিঁট
    অবকাশে মুনমুন সেন*
  • ridhhi | ২১ জানুয়ারি ২০১২ ০৯:৪৯ | 108.218.136.234
  • মুনমুনের ভডকা খুব প্রিয়। টিভিতে দেখেছি। একবার এক বেকুব ওয়েটার রাম ফাম ধরনের কিছু এনে হাজির করাতে, ফোন করে 'ভদকা ভদকা ভদকা, কতবার বলব'। তবে এই আধো আধো কথা কেস খাইয়েছিল 'নীল নির্জনে'। খুব রেগে গিয়ে কাননামাখানো গলায় একদল লোককে মুনমুন বলে বসেন bunch of hypocrites. প্রথম দুটো শব্দ এমন জোড়া ভাবে এল- তারপর চেক করলাম একা আমার মন/কান মন্দ না, হলে প্রায় সবাই ঐটাই শুনেছে। মাথা খাটিয়ে বার করতে হল আসল ডায়লগটা কি ছিল
  • Tim | ২১ জানুয়ারি ২০১২ ০৯:১৮ | 14.99.81.53
  • সেই দূরদর্শনের আদিযুগে সুব্বোতো মুখুজ্জে আর মুঁমুঁ (এইটা আঁতেল ভার্সান) লাটক কত্তেন। শোনা যায়, প্রায় সব দৃশ্যেই শেষমেষ কি বিস্তর কথোপকথনের পর মুনমুন সাঁতার কাটতে যেতেন, এবং ফিরে এসে তোয়ালেটা (একবারই দেখেচি, খালি মনে আছে দামি তোয়ালের কথা) আলতো করে তুলে নিয়ে "" আমি চান্টা করে আসি"" বলে দুষ্টু করে হাসতেন।
  • gandhi | ২১ জানুয়ারি ২০১২ ০৭:৫০ | 203.110.246.25
  • http://www.anandabazar.com/21cal2.html

    হে হে.... অসাধারণ রিপোর্টিং
  • ridhhiman | ২১ জানুয়ারি ২০১২ ০৫:৩১ | 129.116.155.244
  • কিন্তু, sans merci কোথায় গেল? আছে হয়তো, কিন্তু খুব প্রত্যক্ষ না।
    এই ভিডিওর শুধু .08 থেকে .18 দেখে নিন। যিশুও আছে।



    ব্যাথাতুর শায়িত বেকার,
    বাবাইয়ে কি প্রচন্ড pain
    blessed are those who suffer
    for theirs is munmun sen


    (স্বর্গ হইতে কোরাস ঃ আহ, men! আহ -men !)

  • achintyarup | ২১ জানুয়ারি ২০১২ ০৪:০১ | 59.93.246.125
  • আহা আহা, মধু মধু
  • r2h | ২১ জানুয়ারি ২০১২ ০৩:৫৮ | 198.175.62.19
  • La Belle Dame Sans Merci

    কটিতটে শিফনের ধটি
    সোফাসেটে মিঠে খুনসুটি
    ভেসে গেল একুল ওকুল
    দুকুলে ঢেকেছে সুতানুটি

    ডুবুডুবু কলিকাতা সারা
    বাতাসিয়া লুপে একা ট্রেন
    খুঁজেছে তাহার ঠিকানা
    আধো আধো মুনমুন সেন

    একটু দেরীতে ফেরে বাড়ি
    লোকেদের নাই তাড়াহুড়া
    ঝুঁঝকো আঁধারে পিপাসিত
    পেটরোগা মহীনের ঘোড়া

    অবরে সবরে লুডো ঘুঁটি
    তিনদানে রজনী সফেন
    অবনীল আধোজাগরনে
    এলোমেলো মুনমুন সেন
  • r2h | ২১ জানুয়ারি ২০১২ ০৩:১৭ | 198.175.62.19
  • কুসুমে কুসুমে থাকে কীট
    পুঁথিগতে চাঁদের পাহাড়
    পদনখে আকুলি বিকুলি
    দ্রবীভুত দুপুর তাহার

    আশিবিষে ডুবেছে দশক
    শতকের যত লেন দেন
    ফুৎকারে খারিজ আপীল
    আদালতে মুনমুন সেন...

    আরো অনেককিছু লেখা যায়, কিন্তু আপিসের পর বাজার যেতে হবে। এই বাজার করতে করতেই কবিরা শেষ হয়ে গেল। ভোগবাদী সমাজব্যবস্থা ইত্যাদি
  • achintyarup | ২১ জানুয়ারি ২০১২ ০২:৩১ | 141.0.10.73
  • ভাল করে সন্ধান কর দিকি। একটার বেশি কীট থাগলেই কিন্তু কীটস, মানে কিনা প্রচন্ড কবিতা
  • r2h | ২১ জানুয়ারি ২০১২ ০১:১২ | 198.175.62.19
  • একটা টই ছিল, যাতে মূল্যবান উদ্ধৃতি গুলো, বিশেষ করে ডিডিদার, তুলে রাখা হতো। সেরকম কোথাও ঋদ্ধিমানের বাক্যালাপও তুলে রাখা দর্কার, জায়গা মতো বসিয়ে দিলে খুব নাম্বার পাওয়া যাবে।

    আমি কস্কোর অ্যাড দেখিনি, শৈশবে কৈশোর কলকাতায় ছিলাম না আর যৈবনে টিভি ছিলনা বলে। কিন্তু উত্তর্যৌবনে দেখেছি বাঘাযতীন মোড়ের গয়নার দোকাঅনে অ্যাড, 'শুক্রবার যাবেন না কিন্তু- ব-অ-ন্ধো-ও'। ঊফ, কি তার আপীল। দায়রায় সোপর্দ করে দেওয়া যায়।
    এদিকে শুক্র, কি অসভ্য কথা- এইরকম কাব্যটি কোন টইতে কোন কালের গর্ভে লুকিয়েছে কে জানে, গুচতে প্রকাশিত সপ্তাহান্ত বিষয়ক শ্রেষ্ঠ কাব্য ওটি। কেউ খুঁজে দিলে খুব উপকার হয়।
    আঃ, অপ্রাসঙ্গিক বকা আমার বদভ্যাস।
    তো, আমার স্ত্রী যখন পা ভেঙে স্ট্রেচারে করে প্লেন থেকে দমদমে নামলেন, আমি অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে আছি আর একে তাঁকে দশ পঁচিষ একশো টাকা দিয়ে এট্টুখানি সাবধানে অ্যাম্বুলেন্সে তোলার চেষ্টা করছি, আমার চর্মচক্ষুর সামনে দিয়ে বেরিয়ে এলেন তিন। শ্রীমতী সেন। বর্ণনা দেওয়ার কিছু নেই, লোকে কি ভাববে। তো স্ত্রীকে অনুরোধ করেছিলাম পায়ের অস্থায়ী প্লাস্টারে একখানা অটোগ্রাফ চাইতে। কিন্তু আমি অভাগা।

    এদিকে শ্রীমতী সেনকে নিয়ে একটা কবিতাও লিখতে পারলাম না এতদিনে।
    তাহলে কি আমার একাগ্রতায় কীট আছে? সংশয় হয়।
  • nk | ২১ জানুয়ারি ২০১২ ০১:০৯ | 151.141.84.81
  • থ্যাংকু ম্যাক্সিদি, আগে হয়তো বলেছিলে আমি খেয়াল করিনি সেভাবে।
    দেখবো এটা।
  • aka | ২১ জানুয়ারি ২০১২ ০০:৫৩ | 168.26.215.13
  • বেশিরভাগই ভোগবাদে যায়। ঃ) কিছু কিছু ভক্তিবাদ, অন্ধকার বাদে যায়, তাদের সংখ্যা কিছু কম নয় - এটা আমি কদিন হল রিয়ালাইজ করেছি।
  • maximin | ২১ জানুয়ারি ২০১২ ০০:৪৯ | 59.93.194.87
  • আকা ট্যালেন্টেড ইয়াংরা বেশিরভাগ বুঝি ভক্তিবাদে যায়? নাকি তারা বিজ্ঞান পড়ে?
  • maximin | ২১ জানুয়ারি ২০১২ ০০:৪৭ | 59.93.194.87
  • নিশি, প্রাচীন গ্রীসের ইতিহাসের একটা রেফারেন্স বই হল Thucydides এর হিস্টরি অফ পেলোপনেশিয়ান ওঅরস। আগে একবার বলেছিলাম কি?
  • aka | ২১ জানুয়ারি ২০১২ ০০:১০ | 168.26.215.13
  • জ্জিও মনু চোপড়া। সাবাশ। আরও কিছু মনু চোপড়া জন্মাক আমাদের দেশে। ভক্তে আর ভক্তিবাদ নয় দরকার কিছু ট্যালেন্টেড ইয়ংস যারা ভক্তিবাদে গেঁজে যায় নি।
  • nk | ২০ জানুয়ারি ২০১২ ২২:৫৫ | 151.141.84.194
  • সেইজন্যেই তো আরো। হোমারের নিজের জায়্‌গা ওটা, তিনি সেখানকার লোককথা উপকথা সব তো জানতেনই, আবার সেই কালচারেরই উনি লোক। তাহলে প্রধান নারী চরিত্রকে ওরকম সিচুয়েশনে তিনি ফেললেন কী কারণে? পালানোটা খানিকটা জাস্টিফাই করতে? মুশকিল হোলো মেনেল্যস লোকটার সেরকম কোনো পরিচয়ই পাওয়া যায় না, চরিত্র মানসিকতা কিছুই সেভাবে বলা নেই, অন্যদিকে প্যারিসের কাহিনি একেবারে সেই কোনকালের আপেল থেকে শুরু!
    কাহিনি বানানো হতে পারে কিন্তু কালচারগুলো তো বানানো না! আথেন্স স্পার্টা ট্রয় এই জায়গাগুলোও তো বানানো না!!!!
  • maximin | ২০ জানুয়ারি ২০১২ ২২:৪২ | 59.93.194.87
  • ইলিয়াড ইতিহাসের বই না।
  • maximin | ২০ জানুয়ারি ২০১২ ২২:৪১ | 59.93.194.87
  • ওকে।
  • nk | ২০ জানুয়ারি ২০১২ ২২:৩৮ | 151.141.84.194
  • ও, স্পার্টার ব্যাপারটা! সেটা তো ইতিহাস বইতে থাকতো। আর হেলেনের বিয়ে হোলো স্পার্টার রাজা মেনেল্যসের সাথে, তার পরে হেলেন স্বামীর সাথে শ্বশুরবাড়ী গেল, এটা তো ইলিয়াডে ই পড়লাম।
  • nk | ২০ জানুয়ারি ২০১২ ২২:৩৬ | 151.141.84.194
  • কোথায় সেটাই তো মনে করতে পারছি না, ঃ-( সম্ভবত উদ্বোধন পত্রিকার কোনো সংখ্যায় ছিলো বহু বছর আগে, আবার নাও হতে পারে, হয়তো অন্য কোথাও বেরিয়েছিলো।
  • maximin | ২০ জানুয়ারি ২০১২ ২২:৩৫ | 59.93.194.87
  • মানে স্পার্টা ইত্যাদি।
  • maximin | ২০ জানুয়ারি ২০১২ ২২:৩৩ | 59.93.194.87
  • এটা কোথায় পড়েছি নিশি?
  • nk | ২০ জানুয়ারি ২০১২ ২২:৩২ | 151.141.84.194
  • নির্মোহ ব টইতে গিয়ে হাত নিশপিশ করলো, কিন্তু হাত দুটো বেহাত হবার আগেই পালিয়ে এলাম! একে তো কিছুই জানি না, তার উপরে আবার বলতে ইচ্ছে করে সারদামণি রাসমণি আর বিনোদিনীকে নিয়ে। একেবারে বামন হয়ে চাঁদে হাতের একটা কী ব্যাপার আছে না? সেরকম। ঃ-)
    এতকাল বিবেকানন্দের অতি সামান্য লেখা ছাড়া কিছু পড়িনি, তার মধ্যে আবার একটা ছিলো কবিতা, "মৃত্যুরূপা মা আমার আয়"। বুঝুন। কিছুই পড়ি না, জানি না, কেবল হ্যা হ্যা করে বেড়াই। ঃ-(
    একটা লাভের মধ্যে লাভ হলো বিবেকানন্দের কমপ্লিট ওয়ার্কস নামিয়ে দেখি ওরে ন্না, এ যে মহাভারত!!! কী সাংঘাতিক! ওদিকে কথামৃত রয়ে গেছে, খানিকটা পড়ে কেন জানি অন্য কিছুতে জড়িয়ে গিয়ে আর পড়া হয় নি, তবে কথামৃত অনেকটা নাটকের মতন, বেশ তরতর করে এগোনো যায়, নানা অ্যাকটিভিটিতে ভর্তি।

    এখন দেখা যাক কবে কদ্দূর কী হয়।

    বিবেকানন্দের ঐ বাংলা কবিতাটা কোথায় আছে, কেউ সন্ধান জানেন?
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ২২:১৮ | 122.167.228.245
  • সিকি, প্লিজ বল, মুনমুন সেনের পোস্টটা শুনে ফরিদার কী রিঅ্যাকশন হল?
  • nk | ২০ জানুয়ারি ২০১২ ২১:৫৯ | 151.141.84.194
  • আসি কি আসি না আসি কি আসি না এই করে করে শেষে এসে পড়লাম! এসে দেখি ঋদ্ধি হুল্লাট সব লিখেছে। পড়ে গড়াগড়ি হাসি হেসে নিলাম সে প্রায় মিনিট পয়ত্রিশ। ঃ-)

    এখন প্রশ্ন ছিলো দ্রি বা ডিডির কাছে। তেনারা কোথা?

    প্রশ্নটা হোলো হেলেনকে নিয়ে। হেলেনের মতন এক মহা ন্যাকা সুন্দরী কী করে স্পার্টায় গিয়ে পড়লো আর বাকী লোকেরা সেটা রেকমেন্ডই বা করলো কী করে? স্পার্টায় তো শুনেছি সক্কালে উঠেই সব নারী পুরুষ বালক বালিকা ছোলা ভেজানো আর গুড় খেয়ে(মানে তার ইকুইভ্যালেন্ট কিছু খেয়ে আরকি, ঃ-) ) আখড়ায় গিয়ে কুস্তি শুরু করতো! সেখানে রুগ্ন ল্যাকেপেকে কাউকে রাখাই হতো না, পাহাড়ে ফেলে দিয়ে আসতো, আর ন্যাকা তো নয়ই! সবাই একেবারে যারে কয় মিলিটারি কায়্‌দায় ডিসিপ্লিন প্র্যাকটিস করতো।
    তাইলে সেখানে গিয়ে হেলেনের তো খুবই অসুবিধা হবার কথা! তেনার তো সাজগোজেই বেলা তিনপহর চলে যাবার কথা! ঃ-)
    দ্রি, ডিডি বা সহৃদয় অন্য কেউ যদি জানেন, তো কন না এই ব্যাপারে ইতিহাস কী বলে???? আথেন্সের বহুমাত্রিক নান্দনিক লোকেরা স্পার্টার ঐ ওয়ানডাইমেন্‌শনাল মিলিটারি কালচারে গিয়ে পড়লে সামাল দিতো কী করে?????
  • siki | ২০ জানুয়ারি ২০১২ ২১:৫১ | 122.177.192.89
  • গাড়ির কাঁচ ভাঙার ছবি ফ্যাঁসবুকে তুলে দিলাম। ঃ)

    ঋদ্ধি আমায় কী গেরোয় ফেলেছে। ফরিদার আপিসে সব ব্লকড, গুরুও খোলে না। ফরিদা থেকে থেকে আমায় ফোন করছে আর আমাকে ঋদ্ধির পোস্ট রিডিং পড়ে পড়ে শোনাতে হচ্ছে, তারপরে দুজনে মিলে ফোনে খ্যাক খ্যাক করে হেসে মরছি ... অনেক দিন পরে এমন সলিড হিউমারওয়ালা লেখা পড়ছি।
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ২১:০৭ | 122.167.228.245
  • হালুমও তো দেখে, বড়জেঠির শাড়িতে নজর দিচ্ছিলো না সেদিন!
  • Du | ২০ জানুয়ারি ২০১২ ২১:০৫ | 117.194.198.175
  • কিন্তু হালুমটো কেনে দেখছিস লাই?
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ২০:৫৮ | 122.167.228.245
  • সরি, star jalsha খোঁজ। সিরিয়ালটা তোর ভালো লাগবে। নায়িকার মায়ের প্রেমিক সম্ভাব্য মাওবাদী, কিষেণজীর আদর্শে অনুপ্রাণিত, গলাতেও ঠিক ওরকম একটা গাম্‌ছা রাখে।। আর নায়ক কোলকাতা থেকে কভার করতে যাওয়া সাংবাদিক। গ্রামের নাম পলাশবনি।
    আমি জানি, এবার তুই দেখবিই দেখবি। ঃ-))
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ২০:৫৪ | 122.167.228.245
  • তুই startv র সাইটে গিয়ে star jalsa চ্যানেলে ishti kutum খোঁজ সব কটা এপিসোড পেয়ে যাবি।
  • aka | ২০ জানুয়ারি ২০১২ ২০:৪৬ | 168.26.215.13
  • ধ্যাত এইতো শুরু হল কবে। তার আগে জানতামই না এসব সিরিয়ালের কথা।
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ২০:৪৬ | 122.167.228.245
  • আর অর্চি-ও অম্নি ন্যাং ন্যাং করে দৌড়লো!! বলিহারি যাই! এদিকে বাহা নিজের বাড়ির রাস্তা ধরার আগের মুহুর্ত অব্দিও কীই না বাজেভাবে কথা বললো, বাহাদের গ্রামের লোকদের নিয়ে, বাহাকে নিয়ে!
  • Bratin | ২০ জানুয়ারি ২০১২ ২০:৪৪ | 14.96.5.131
  • দু দি তুমিও সিরিয়াল দেখো? ঃ(((

    হরিবোল!!
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ২০:৪৩ | 122.167.228.245
  • রোজই তো কওয়া হচ্ছে, আমরা তো রোজই এখানে ওটার আপডেট দিতে থাকি, দু, আমি, মামী, কুমুদি। তোর চোখ সমবন্টনব্যবস্থা ছেড়ে এসব ব্যাপারে পড়বে, তবে না! দুঃখু করিস না, ঐ যে কাল কাবলিদা য়ের লিং দিলেন, ওখানে গেলে সব কটা এপিসোড পেয়ে যাবি। আর ইউটিউবে আপায় tmstarlit বলে একজন, তার চ্যানেলেও সব কটা এপিসোড পেয়ে যাবি।
  • Du | ২০ জানুয়ারি ২০১২ ২০:৪২ | 117.194.198.175
  • নেত্যকবি আর কাজুকবির কথোপকথন এনজয় করেছি ঃ)
  • Du | ২০ জানুয়ারি ২০১২ ২০:৪১ | 117.194.198.175
  • হ্যাঁ ব্যাঙ্গ , মামুটো আর মাটো এসে অনেক করে বলে প্রায় জোর করেই নিয়ে গেল।
  • aka | ২০ জানুয়ারি ২০১২ ২০:৪০ | 168.26.215.13
  • আগে কইবেক তো এমন সিরিয়াল চোখে পড়ে লাই। ঃ(
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ২০:৩৮ | 122.167.228.245
  • দু, কী হল আজ ওটায়? অর্চিবাবু তো গেস্ট হাউসেই উঠেছিলেন, গেস্ট হাউসের কেয়ারটেকারকে ফর নাথিং দাঁত খিঁচোলেন। আজ আবার গিয়ে বাহাদের বাড়িতে উঠেছেন নাকি?
  • Bratin | ২০ জানুয়ারি ২০১২ ২০:৩৪ | 14.96.5.131
  • পাই, রিদ্ধি আসলে কে? কী তার পরিচয়? পুরো কাল্টিভেট করার মতো ছেলে তো!!
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ২০:২৮ | 122.167.228.245
  • কেউ আর গেস করছিলই না। আর নেত্যটাও আজ সারাদিন কনভিনিয়েন্ট অ্যাম্নেশিয়ায় ভুগল। তাই বলে দিলাম।

    পাই, বিটিডাব্লু, রিদ্ধির মণিমুক্তোগুলো তুলে রাখার জন্য একটা টইয়ের ভালো দেখে নাম ভাব দিকি নি!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত