এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • bb | ২৩ জানুয়ারি ২০১২ ১৮:৪৯ | 14.96.131.135
  • উফ, আমারও নতুন দোকানে খুব খারাপ ক্যান্টিন। পয়সা দিয়ে সব ভেজ আর গুল্টি খাওয়া, এমনকি চিকেন বিরিয়ানী পর্যন্ত নেই। এই জন্যই দোকান বদলাতে হবে। যেদিনই অফিস যাই লাঞ্চ "স্কিপ মাড়ি" ঃ(
  • phutki | ২৩ জানুয়ারি ২০১২ ১৮:৪৬ | 121.241.218.132
  • কলেজ থাক না। মনটা দুখী হয়ে যায় । এদিকে মিলনদা, ওদিকে আশীর্বাদ। ৮বি তে দোসার দোকান। বাইরে মামুর চায়ের দোকান। আহা, ম্যাক্সিমিন , কলেজ লাইফে যে সবকিছুর ই প্রচুর অপশন।
  • kumu | ২৩ জানুয়ারি ২০১২ ১৮:৪৩ | 122.176.32.39
  • অ কিকি,মানিক ,ঋভু সব ঠিকঠাক?

    কেসি এখনো আসেনি?আহা,ব্যাচারার খোঁজ নিতে হয়।বিকেলের চাটা কি ঠিকমতো করতে পারে নি?

    দে,পুরুষসিঙ্গীদের সিল্কী কেশরে বেলফুলের মালা সিলিপ কইরে যাবে,এদের দ্যাও শেয়ালকাঁটার ফুল।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৮:৩৮ | 59.93.200.40
  • ক্যানটিন নিয়ে অপশন ছিল বটে আমাদের। যখন কলেজে পড়তাম। এমন আর কোথাও নেই।
  • phutki | ২৩ জানুয়ারি ২০১২ ১৮:৩৫ | 121.241.218.132
  • এই মোগলাই পরোটা বস্তুটা ছোটোবেলায় খাওয়াটা বেশ একটা টার্গেট টাইপ ছিল। এখন তো আর খাইনা! কেন খাইনা?
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৮:৩৫ | 59.93.200.40
  • কাবলি ১৮ই জানুয়ারির খবর হল অশ্বিন কুমার 'ইনশাআল্লা ফুটবল' অনলাইন দেখানোর ব্যাবস্থা করছেন। অলরেডি দেখা যাচ্ছে কিনা জানিনা।
  • kiki | ২৩ জানুয়ারি ২০১২ ১৮:৩৪ | 59.93.202.166
  • হুম্ম! সব না পড়েই লিখেছিলুম। যাগ্গে।ঃ(
  • siki | ২৩ জানুয়ারি ২০১২ ১৮:২৬ | 122.177.192.89
  • লেপ্পঃ। সাতকাণ্ড রামায়ণের পরে সীতা কার পিতা!
  • siki | ২৩ জানুয়ারি ২০১২ ১৮:২৬ | 122.177.192.89
  • হুঁ। আমাদের আপিসেও তো ভুলভাল খাবার দেয়। ক্যান্টিনে বসারই জায়গা নেই।

    ঝুপস যুগ যুগ জিও। আপিসের সামনেই একটা বাংলা দোকান। শুক্কুরবার মোগলাই পরোটা খাই, এমনি দিনে এগ্রোল, চিকেন রোল, মাটন রোল। সাঙ্কিÄক আমিষাশী কিনা।
  • kiki | ২৩ জানুয়ারি ২০১২ ১৮:২৫ | 59.93.202.166
  • ইসে, সব্বাই অজ্জিত আসেনা করে হা হুতাশ কচ্ছে কেন? ডেম্বা বা অজ্জিত নয়?:O
  • phutki | ২৩ জানুয়ারি ২০১২ ১৮:২৩ | 121.241.218.132
  • ইনফোস্পেস। অপশন্স বড্ড কম। অন্যদিন বাইরেই যাই। কেন যে মরতে ক্যান্টিনে গেলাম।
  • siki | ২৩ জানুয়ারি ২০১২ ১৮:২১ | 122.177.192.89
  • আমাদের হস্টেলে ছিল কাকা। আসল নাম সিদ্ধার্থ, কিন্তু ওকে কেউ কাকা না বলে সিদ্ধার্থ বলে ডাকলেই কাকা হেব্বি খচে যেত।

    ডেম্বা বা ঠিক কাকার মত কেস ঃ) আসল নাম নিতে চাইলেই আপত্তি কচ্ছে, কেউ আর সাহস করে আসল নাম নিচ্ছেনা ঃ-))) ডেম্বা বলে ডাকলে খুব খুশি হয়ে নাকের ওপর চশমা এঁটে অংক কষছে।
  • demba ba | ২৩ জানুয়ারি ২০১২ ১৮:১৭ | 121.241.218.132
  • ঝুপ্‌স আছে কী করতে? আমাদের তো ক্যান্টীনই বন্ধ সেই কবে থেকে।
  • phutki | ২৩ জানুয়ারি ২০১২ ১৮:১৫ | 121.241.218.132
  • অফিস ক্যান্টিন এত বাজে হলে মানুষ বাঁচে কী করে? দূর দূর।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৮:১৩ | 59.93.200.40
  • পেরেছি। ডেম্বাকে অশেষ ধন্যবাদ
  • kd | ২৩ জানুয়ারি ২০১২ ১৮:০৮ | 59.93.198.198
  • কেউ কি বলতে পারবে Inshallah, Football ডকুমেন্টারিটি কোথায় (কোন সাইটে) পাবো?
  • de | ২৩ জানুয়ারি ২০১২ ১৮:০০ | 203.197.30.2
  • গত প্রায় দু-ঘন্টা আপিসে গুরু খুলতে পারলাম না :((( -- এ ক্ষী কেসিরে খোঁচা দেওনের ফল?
  • demba ba | ২৩ জানুয়ারি ২০১২ ১৭:৫৯ | 121.241.218.132
  • মুড থাকলে আসবো।

    ম্যাক্সি - http://www.tinyurl.com-এ গিয়ে আপনার url পেস্ট করুন, শর্ট ফর্ম পেয়ে যাবেন। ফায়ারফক্সের জন্যে প্লাগইনও আছে।
  • i | ২৩ জানুয়ারি ২০১২ ১৭:৪৭ | 124.149.180.255
  • এসো।রোজ এসো।মানে তোমার সুবিধে মতো। অংক কষার ফাঁকে।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৭:৪৭ | 59.93.200.40
  • কুট্টি ইউআরেল কী করে বানায় কেউ শেখাবে? নাকি ওটা সবাই শিখতে পারেনা?
  • i | ২৩ জানুয়ারি ২০১২ ১৭:৪৬ | 124.149.180.255
  • তুমি মানে ...!!!!!!
    কি আনন্দ!!!!
    ভীষণ আনন্দ হচ্ছে... সত্যি।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৭:৪৫ | 59.93.200.40
  • জ্জিও পুনীত। ওয়ে টু গো।
  • demba ba | ২৩ জানুয়ারি ২০১২ ১৭:৪৪ | 121.241.218.132
  • চশমা লাইগব না। টিটিদিদি কথাটা চিনা লাগে? ;-)
  • i | ২৩ জানুয়ারি ২০১২ ১৭:৪৩ | 124.149.180.255
  • তোমারে চিনা চিনা ঠ্যাকে। চশমাখান লাগায়ে আসি। খাড়াও।
  • demba ba | ২৩ জানুয়ারি ২০১২ ১৭:৪১ | 121.241.218.132
  • ঝগড়া? নাঃ। আমি শান্ত হয়ে গেছি।
  • demba ba | ২৩ জানুয়ারি ২০১২ ১৭:৪০ | 121.241.218.132
  • অঙ্কই তো কষতে আছিঃ-(
  • i | ২৩ জানুয়ারি ২০১২ ১৭:৪০ | 124.149.180.255
  • কিম্বা ঝগড়া করেন।
  • i | ২৩ জানুয়ারি ২০১২ ১৭:৩৯ | 124.149.180.255
  • অংক
  • i | ২৩ জানুয়ারি ২০১২ ১৭:৩৯ | 124.149.180.255
  • অন্‌ক কষেন।
  • demba ba | ২৩ জানুয়ারি ২০১২ ১৭:৩৭ | 121.241.218.132
  • জীবন কী ভয়ানক বোরিং।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৭:৩১ | 59.93.200.40
  • ঠিক ঠিক। যারা যারা নতুন নতুন আসবে তাদের আরো আরো সুবিধে হবে কারন তারা আগে আগে কী কী ছিল জানেনা জানেনা তারা কিছু মিস-ও করবেনা।
  • i | ২৩ জানুয়ারি ২০১২ ১৭:২৬ | 124.149.180.255
  • কি যেন বলছিলাম, তখন বলা হয় নি-এই যে ভাট আর টই-সে তো ইচ্ছে মগের মুলুক। কে আসবেন, কে যাবেন-কে চিমটি কাটবেন, কে গম্ভীর মুখে থাকবেন, কে এয়ার্কি করবেন-সে কি আর ক®¾ট্রাল করা যাবে রে ভাই।কত লোক কেই তো মিস করি কিন্তু আবার কত নতুন জন এসেছেন-কুমু, ব্যাং, নেতাই, কাজু...
    সম্পাদকের দাড়ি ধরে চেপে ধরা যায় শুধু বুলবুল, কাগুজে গুরু বা পুজো সংখ্যা নিয়ে-কাগু কেন বেরোয় না, কেনই বা পুজো সংখ্যা এত মোটা , কেনই বা বুলবুলভাজা বন্ধ আছে-এই সব জিগানো যায়-হুমকিও দেওয়া যেতে পারে-কিন্তু ভটে কি হবে/ টইতে কে কি কবে/ কে কবে না-এর ওপর কারোর তো হাত নেই। কোনোদিন বোরিং লাগ্বে, কোনোদিন রাগে একদম ইয়ে হয়ে যাব, কোনোদিন মনের মত কথায় জমিয়ে পার্টিসিপেট করব-সেতো আগেও যা, এখনও তা।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৭:১৭ | 59.93.200.40
  • ফণীরে হারায়ে মণি
    খুঁজে খুঁজে ফেরে তারে
    মেলায় মেলায়
  • quark | ২৩ জানুয়ারি ২০১২ ১৭:১৭ | 14.139.199.1
  • এইটা বেশ!

    http://tinyurl.com/6thh7og
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৭:১৪ | 59.93.200.40
  • সিকি এটা ভালো বলেছ। মেলা হবে মেলার টানে বন্ধুরা আসবে। এক ঢিলে দুই পাখি।
  • Netai | ২৩ জানুয়ারি ২০১২ ১৭:১৩ | 121.241.98.225
  • কলকাতা বিনা কলকাতা বইমেলা
    যেন ফণিহারা মণি।
    হা হা হা (বুক চাপড়ে কান্না)
  • siki | ২৩ জানুয়ারি ২০১২ ১৭:০৫ | 122.177.192.89
  • ঝিকিরে হ্যাপি নিউ ইয়ার।

    আমি লাস কলকাতা বইমেলা দেখেছি ২০০০ সালে। তারপর দেখব এইবারে। মিলংমেলা দেখে এসে এক্সপার্ট কমেন্ট দেব।

    তবে যা বুঝছি, কলকাতা বইমেলাটাকে পরের বছর থেকে দিল্লিতে করলেই হয়। জায়গার কোনও অভাব হবে না। কেবল বাঙালিদের সব্বাইকে কদিনের জন্য দিল্লি নিয়ে আসতে হবে। ঃ)

    আমি লাস্ট যখন বাইপাস দেখেছি তখন চিংড়িঘাটার ত্রিসীমানায় কোনও ফ্লাইওভারের ফ ছিল না। এইবার কবে যেন অ্যারপোর্ট থেকে আসতে গিয়ে দেখলাম একটা গামা ফ্লাইওভার হয়েছে।
  • Jhiki | ২৩ জানুয়ারি ২০১২ ১৭:০০ | 111.94.76.175
  • জাকার্তায় ফিরলাম গত সপ্তাহে, আজ চিনা নববর্ষের ছুটী তাই গুরু পড়ছি বাড়ীতে বসে, অফিসে খালি সোসন আর সোসন!!
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৬:৩৭ | 59.93.200.40
  • তাহলে তোমার কেসটা আমার ছেলেমেয়ের মতন অনেকটা।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৬:৩৬ | 59.93.200.40
  • একটিমাত্র পিসি, শুনেছি সেও অল্প বয়েসে চলে গিয়েছিল। শ্বশুরমশাইকেও দেখিনি। শাশুড়িমাকে পেয়েছিলাম, তিনি শান্ত ধীর, নির্বিরোধী। নো সোসন নোহোয়্যার।
  • Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৬:৩২ | 122.248.183.1
  • আমার ২.৫ বছর বয়েসে ঠাকুরদা, ক্লাশ ১১ এ দাদু। বছর দেড়েক আগে দিদিমা।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৬:৩০ | 59.93.200.40
  • আমি কাউকেই দেখিনি। ঠাকুমা তো কোন কালে, তারপর একে একে ঠাকুর্দা, দাদু, শেষে দিদিমা, সেও আমার জন্মের আগে।
  • Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:৪৭ | 122.248.183.1
  • সেই অর্থে দিদিমা ছিল।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:৪৬ | 59.93.200.40
  • ঠাকুমা হয়তো বেশি ক্লোজ।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:৪৫ | 59.93.200.40
  • এইটা কুমুকে কমপ্লিমেন্ট দিলাম।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:৪৪ | 59.93.200.40
  • কুমু চাপ তো আছে, বুঝতে পারি সেটা। কিন্তু বাইরে একদম প্রকাশ পায়না। ছবি দেখেছি, কথা যা লেখো তাতেও মনে হয়।
  • Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:৪৪ | 122.248.183.1
  • দাদু,দিদিমার মৃত্যু র সময় আমই এখানে ছিলাম না। আর তাই সব টার্ম গুলো এবং তাদের সিগনিফিকান্স ঠিকঠাক জানি না।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:৪২ | 59.93.200.40
  • ব্রতীন খুব নিকটজনের মৃত্যু কি তোমার এই প্রথম?
  • Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:৩৭ | 122.248.183.1
  • আমরা নখ কাটা ইত্যাদি আজ এখানে করলাম। বাকি রা তারকেশ্বরে। তিন দিন কী সব হবে। আজকে প্রথম দিন।
  • Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:৩৫ | 122.248.183.1
  • মানে দেখো। আমরা যে কাজ গুলো করি তার একটা অংশ প্ল্যনড। আর একটা বড় অংশ নট প্ল্যানড। সেই টা কবে আসবে । কখন আসবে অনেক সময় ই আগে থেকে জানা যায় না। কিন্তু এলে ,দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তাই সোসন। লং আফিস আওর্স ঃ-((
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত