এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Netai | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৫৪ | 121.241.98.225
  • এসব আমি বলি নাই। ডেল কার্নেগী বলেছেন। আমাকে ডেল কার্নেগীও বলেন নাই। ট্রেনার যিনি ছিলেন তিনি বলেছিলেন ডেল কার্নেগী বলেছিলেন বলে।
  • Netai | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৫২ | 121.241.98.225
  • কাউকে উইশ করার মাধ্যমে তাকে বোঝানো হয় যে আপুনে তার ফিলিংস গুলো শেয়ার করছেন। দুঃখের অনুভূতি শেয়ার করলে ভার কমে। আনন্দে অনন্দ বাড়ে। এইভাবে বোঝানো হয় যে আপনি তাকে কেয়ার করেন। রিলেশন বেটার হয়।

    মানুষ সমাজবদ্ধ প্রাণী। স্বাভাবিক প্রবনতা আসেপাশের মানুষের সাথে বেটার রিলেশন মেন্টেন করা।

    তবে কিনা ইহা ভার্চুয়াল ওয়ার্ল্ড। হেথায় গুড রিলেশন মেন্টেন করার দ্বায়বদ্ধতা নেই।

    ঃ))
  • demba ba | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৪৮ | 121.241.218.132
  • লেগে পড়ো।
  • Netai | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৪৫ | 121.241.98.225
  • কেন ভালো তা বোঝানোর জন্য আমি ট্রাই নেবো?
    তাজা তাজা ট্রেনিং নিয়ে ফিরেছি- এফেকটিভ ই¾ট্রারপার্সোনাল স্কিল।
  • Ishan | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৪৪ | 122.248.183.1
  • আমি আছি তো। বইম্যালা যাইনি। ঃ(
  • Netai | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৪১ | 121.241.98.225
  • আজকের ভাটপাড়া বড় খালি খালি।
  • demba ba | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৪০ | 121.241.218.132
  • নট নেসেসারিলি। এতো বুলিয়ান সিস্টেম হয়ে গেলো। লজিক দিয়ে বোঝাও কেন ভালো বা কেন দরকারি।
  • kc | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩৩ | 194.126.37.78
  • ডেম্বু, খারাপ কোথায়? যা খারাপ নয় তাই ভাল।
  • Kaju | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৭:০২ | 121.242.160.180
  • কেন আবার? ভালো পি-আর বজায় রাখার জন্যে। সবাইকে হাতে রাখা বুদ্ধিমানের কাজ।
  • demba ba | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৫৪ | 121.241.218.132
  • কেন ভালো সেটা তো এক্ষপ্লেইন করতে হবে।
  • kc | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪৫ | 194.126.37.78
  • যা ক্কলা, ভাল নয়? ভালোইতো! হ্যাঁ এর সঙ্গে যোগ হবে কারুর সঙ্গে দেখা হলে চেনা আধচেনা নির্বিশেষে একটু হেসে নড করা। এগুলো আলবাৎ ভাল অব্যেস।

    ডিডিদা, যখন মনে পড়বে তখন করবেন। তাতে যদি ক্ষেউ খারাপ পায় তবে সেটা তার খারাপ অব্যেস, কারুরু খারাপ অব্যেসের জন্যি আফনি কেম নিজের ভাল অব্যেস ছাড়বেন?
  • demba ba | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২৩ | 121.241.218.132
  • অভ্যেসটা ভালো কেন?
  • dd | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১৯ | 59.97.120.54
  • কেসিরে কই,
    অব্যেস তো ভালো বুঝলাম কিন্তু পালনে অনিচ্ছাকৃত ত্রুটির ও হ্যাপা পোচুর। তাই ঝেঁটিয়ে তুলে দিয়েছি।

    উইশ করা নিয়ে আমি এক নির্বিচারী নির্মোহ মুর্ত্তিমান ব।
  • Netai | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৩ | 121.241.98.225
  • *চোখে লাগে
  • Kaju | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৯ | 121.242.160.180
  • অস্ট্রেলিয়া কি নেতাইকেই ক্যালাচ্ছে যে উফ লাগে বলল ?
  • Netai | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৬ | 121.241.98.225
  • ইন্ডিয়া ট্‌স জিতে গেসলো।
    জিতে অস্ট্রেলিয়াকে খেলাচ্ছে।
    আর অস্ট্রেলিয়া ক্যালাচ্ছে।

    উফ। লাগে।
  • kc | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৪ | 194.126.37.78
  • কাউকে গুড মর্নিং বলা, গুড নাইট জানানো, বিশেষ বিশেষ দিনে উইশ করা, খারাপ খবরে সরি বলা, এগুলো ভাল অব্যেস। এগুলোর উপর শুধু আপিসের বসেরই অধিকার আছে এরম ভাবা ভাল কতা নয়।
  • Netai | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৯ | 121.241.98.225
  • আজকে অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া জিতে গেলো।
  • demba ba | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৫ | 121.241.218.132
  • এইটা নেক্ষট স্টেপ। ফেসবুক থেকে নিজেরটা উঠিয়ে দিসি যাতে কেউ আমারে না জানাতে পারে।
  • dd | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৪ | 59.97.120.54
  • আমি কাউক্কে এ পাতায় উইশ করিনা। বি বা, জন্মদিন এস্তক সব কিছুই বাদ।

    প্রতিদিন ই কারুর না কারুর কোনো সংবাদ থাকে, তালেগোলে কে বাদ পরে কে ঠাঁই পায়, কে অপলাইন কে অনলাইন - আমি আর এই ব্যাপারেই থাকি না। প্লাস ইমেইল,ছ্যাট, ফেসবুক, এসেমেস। ফাঁদ পাতা ভুবনে।

    বাধ্য হয়ে লিখিও না "যাদের যাদের জন্মোদিন চলে গ্যালো ও যাদের এখনো আসে নি সবাইকে আশীর্বাদ/শুভেচ্ছা/স্নেহ/নেহাৎ ফরমালিটি তাই একটা যা কিচু উইশ কচ্ছি" ইত্যাদি।
    ছেড়ে দিইছি এসব।
  • Netai | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫২ | 121.241.98.225
  • আকাদা কি হোয়ার ইজ নেতাই বলতে আমাকে ইন্ডিকেট করছিলেন?

    তাইলে বলি, আমি কয়েকদিন ধরে গেছোদাদার রোল প্লে করছিলাম।

    ২৬ জানুয়ারীর দুপুরে ছিলাম শিপ্রা মলে। আগ্নিপাথ দেখেছিলাম। বিকেলে সিপিতে হাওয়া খাচ্ছিলাম। রাত্তির এগারোটায় কারনালের একটা ধাবায় বসে চা খেলাম। তার্পর ঘুম। ২৭ এর ভোর পাঁচতায়, ঘুমথেকে লোকজন ঠেলে তুলে দিলে দেখি সিমলা চলে এসেছি। আগুন নিয়ে খেলতে মানা ছিল। তাই, দুপুর হলে কুফরিতে বরফ নিয়ে খেলছিলাম। সন্ধে হলে মাল রোডে। এমনি ঘুরছিলাম। ঐসব খাইনিকো। পরের দিন বর্ধমানে, না না বদ্যির বর্ধমান ক্যাম্পাসে ঘুরলাম। অনেক বঙ্গালী ভাইভইন দের সাথে সরস্বতী মাতাজীর পূজো উপলক্ষে আনন্দ উৎসব হল। পরদিন অনেক রাস্তা ঠেঙ্গিয়ে নয়ডা। এই সমস্ত সময়ে আমার সাথে আম্নাদের বৌমাও ছিল।

    সোম মঙ্গল ট্রেনিং ছিল। ডেল কার্নেগী যেভাবে দেখেছেন, যেভাবে ভেবেছেন। তেনার জীবনদর্শন ও মানবসমাজের ভবিষ্যত। সেসব তথ্যকথা শুনে কি আর হবে। শুধু হাভাতের মত সাবড়েছি যা যা খাদ্যদ্রব্য পেয়েছিলাম হাতের কাছে।
    এটুকুই।
    ঘরে নেট কাজ করছিলনা।
  • demba ba | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৬ | 121.241.218.132
  • ঃ-)
  • de | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৩ | 180.149.51.67
  • ষাট পেরোলে? আশি - আসি ? :))
  • demba ba | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৬ | 121.241.218.132
  • আমি ঠিক করেছি চল্লিশ না পেরনো অবধি হ্যাপি বাড্ডে উইশ করবো। চল্লিশ পেরোলে ষাট ষাট বলবো। যাদের চল্লিশ পেরোয়নি তাদের হ্যাপি বাড্ডে, এবং বিলেটেড হ্যাপি বাড্ডে।

    ;-)
  • Netai | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১২:২২ | 121.241.98.225
  • সিকিদা ও অন্যদের বিলম্বিত হ্যাবাড্ডে
  • vc | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১২:১৮ | 121.241.218.132
  • বিঙ্গো।
  • demba ba | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১২:১২ | 121.241.218.132
  • মনে পড়েছে - জঙ্গলের মধ্যে গম্বুজ।
  • vc | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১২:১২ | 121.241.218.132
  • না। কয়েকটা character-এর নাম বলি - প্রিয়দা (পুলিশের লোক), জ্যোতিদা (ভেড়ির মালিক ডাকাবুকো লোক), স্বপন।
  • ppn | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১২:১০ | 216.52.215.232
  • সুন্দরবন নিয়ে গল্প মানে খালি জাহাজের রহস্য?
  • vc | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৫ | 121.241.218.132
  • রাইট ট্র্যাক, ক্যারি অন;-)
  • de | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৩ | 180.149.51.67
  • বোতীন, ফুটবল টইয়ে দেখো, গান্ধী ভিডিও দিয়েচে :(((
  • demba ba | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১২:০০ | 121.241.218.132
  • বলছি। মাছের ভেড়িতে ডাকাতি নিয়ে গল্প, সুন্দরবন এলাকায়। একটা মিথিক্যাল সোনার কলসীর ব্যাপার আছে। প্রোব্যাবলি সুনীল গঙ্গো। গল্পের নামটা মনে পড়ছে না।
  • Bratin | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৭ | 122.248.183.1
  • কালকে শুনলাম গোলকীপার নাকি গোল করতে গিয়ে গোল খেয়েছে। টিম/অপ্পন/ দেবু কিছু জানো নাকি?
  • kumu | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৬ | 122.176.32.39
  • যাঁরা মার খবর নিয়েছেন,সকলকে ধন্যবাদ।
    মার অবস্থা ভালো নয়,এইটুকুই বলতে পারি।
    তবে আমি দিল্লী ফিরে এসেছি,সংসার ফেলে বেশীদিন থাকা সম্ভব নয়।

    কেডিদা,বইমেলা গিয়েছিলাম খুব অল্প সময়ের জন্য,মিঠু,সামরান দের কোন সাহায্য করতে পারিনি।

    আপনার সাথে দেখা হলে ভাল লাগত,যাক,পরে দেখা হবে কখনো।
  • vc | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৭ | 121.241.218.132
  • ছেলে বাবা বলে ডাকতো বলে জ্যোতিদা একদিন তাকে বলেছিলো - "এই আমায় জ্যোতিদা বলতে পারিস না?"

    ডিট্টো মনে নেই লাইনগুলো, তবে সারমর্ম এটাই। কোন গল্প, কার লেখা?
  • Kaju | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪২ | 121.242.160.180
  • ঠিক ঠিক। দেরিদা, নেরুদা এঁরাও নিজেদের দাদা বলতেন। খালি বুড়ী মোক্ষদা নিজেকে মোক্ষদি না বলে মোক্ষদা বলত, কেন কে জানে।
  • kd | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৯ | 59.93.241.53
  • কেন? কেন? আপত্তি কিসের? আমি নিজেকে 'দা' বলি, ঘনাদাও নিজেকে ঘনাদা বলে, এমনকি বরদাও নিজেকে বরদা বলে। শুধু অক্ষকে কোনদিন নিজেকে অক্ষদা বলতে শুনিনি।
  • Kaju | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৮ | 121.242.160.180
  • দু-দি নিজেই নিজেকে দিদি বলছে কেন?
  • Du | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৬ | 117.194.199.111
  • *দুদিকে
  • Du | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৫ | 117.194.199.111
  • ছোট হরিদাস দেখে গৌড়ীয় মঠের সেইসব ঝুলনের দৃশ্যগুলো মনে পড়ে গেলো। দিদিকে প্রায় দশ দশ কুড়িটা স্টল বানানো হত কয়েক মাস ধরে, কৃষ্‌ণনগরের শিল্পীরা এসে থেকে কাজ করতেন, মানুষ সাইজের মূর্ত্তি দিয়ে কৃষ্‌ণ বা শ্রীচৈতন্যের জীবন নিয়ে নানান দৃশ্য। কী জীবন্ত আর সুন্দর লাগত সেইগুলি। ভীড়ের মধ্যে তো দেখতামই, আবার স্কুল থেকে ফেরার সময়ও যেতাম মাঝে মাঝে ভালো করে দেখবো বলে।
  • de | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৮ | 180.149.51.67
  • সিকিকে জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা! এরি মধ্যে আর যাঁরা জন্মেছেন আর আমি মিস করেচি -- তাঁদেরও শুভেচ্ছা!

    পরে সময় করে এসে বৈমেলার গপ্পো আর ছবি দেখে যাবো! পাই এবারো দারুণ দারুন শাড়ি পড়ে আসচে নিশ্চয়ই!

    অপ্পন আর টিমের যৌথ ফোঁসে একটু এক্ষট্রা ফুঁ লাগিয়ে গেলাম -- কি জঘন্য যে খেলছে এবার টীমটা! :((((
  • pi | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৩ | 122.163.24.183
  • ঃ)) কিন্তু ইয়ে মানে বইমেলাটা আপিসতাইমে গেলে এলে চলবে না যে ঃ((

    যাই হোক, অয়নবাবুকে পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ ঃ))

    র দা, ঐ রুটের থেকে কম সময়ের কোনোকিছু থাকলে একটু জানাবেন। অগাম ধন্যবাদ ঃ)

    কমঃ রাজাদীপ অবশ্য

    অরণ্যদা, দেখছি। নেট ও সময়ের অবস্থা বড় করুণ।
  • Netai | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৩ | 121.241.98.225
  • DLF তো ২১৩ টাকা
    সস্তায় চাইলে ইউনিটেক ট্রাই করো। ২৬ টাকায় পেয়ে যাবে।
  • a | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১০:০৫ | 208.240.243.170
  • ও আপনার বাড়ির দোর গোড়া থেকে শাটল লাগবে এইটা বুঝিনি ঃ)
    আর অফিসটেইমের শাটল কি দুপুরে চলবে নাকি!!! কি চাপ

    আর প্রবাস থেকে ফিরেছেন, একটু পহাকড়ি ছাড়ুন, লোকেও একটু খাক ঃ)
  • r | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫৯ | 203.91.201.55
  • পাই এর বাড়ী কি উত্তপাড়ায়? আমারও, রুট সম্বন্ধে কিছু জানার থাকলে বোলো
  • aranya | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫৮ | 144.160.226.53
  • পাই, তোমায় গুটিকয় বই আনতে বলে একটা মেল করেছি। চাপ নেই কোন, পারলে তবেই এনো।
  • Bratin | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৩৭ | 14.96.104.213
  • ৩০ টাকায় DLF অবধি। ( এখন জানি না) আর কত সস্তা হবে? এত তো দিল্লী বা আমেরিকা নয়। এ হল সস্তার বাংলা।
  • pi | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:২৮ | 122.163.24.183
  • আরে বালিখাল তো জানি। উত্তরপাড়া থেকে সেখানে আরেকটা কিছু করে আসতে হয় তো। মানে, আমাকে আসতে হলে প্রথমে রিক্সা/হন্টন, তারপর অটো করে বালীখাল। তবে ওখানেও বোধহয় খালি সকালেই। দুপুরে তো কোনোদিন দেখলাম না। বাস আছে কিছু। এখনো অব্দি ঐ বালিঈখাল থেকে বাসই দেখলুম সবচে সময় সাশ্রয়কারী রুট।
  • Bratin | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:১৮ | 14.96.104.213
  • হ্যাঁ পাওয়া যায় পাই। তবে সংখ্যায় কম। বালী খাল এ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে।
  • ppn | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:১৪ | 112.133.206.18
  • আর শ্যালদা স্ট্যাশন তো আমার মত লোকাল টেরেনে হাতে-গুনে-ক'বার-চড়া পাব্লিকও জানে!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত