এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nk | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:০৩ | 151.141.84.239
  • আরে আস্তে জোরে হয় না। ধরো শোয়ার্তজেনেগারদাদা এসে এক ধাক্কা দিলো আর জোলিদিদি একটা ধাক্কা দিলো, একটা জোরে আর একটা আস্তে হবে না?
    ঃ-)
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:০৩ | 122.178.206.157
  • আকা, এট্টু ভালো গানটান শোনা না?
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:০২ | 122.178.206.157
  • পানের ভেতর এলাচের দানা দেয় তো। আর পানের মুখ বন্ধ করে লবঙ্গ দিয়ে গেঁথে।
  • nk | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:০০ | 151.141.84.239
  • পানে যে কেউ এলাচি লবঙ্গ দেয়, সেই আমি জানতাম না। তবে সেই কত্ত বছর আগের কয়েকটা বিয়েবাড়ীর রুপালী তবকে মোড়া মিঠা পান ছাড়া পানই বা কোথায় খেলাম? তাতে এলাচি লং ছিলো কিনা কেজানে!
    ঃ-)
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:০০ | 122.178.206.157
  • আস্তে ধাক্কামারা কাকে বলে? ধাক্কা মাত্রেই সেটার ইম্প্যাক্ট জোরালো হতে হবে, নচেৎ সেটা ধাক্কা নয়, টোকা বলা যেতে পারে।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০২:৫৮ | 122.178.206.157
  • আমি আবার জান্তাম, দত্তবুড়ি পান খায় রসমুন্ডি দিয়ে।
  • nk | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০২:৫৮ | 151.141.84.239
  • একরকমের গান শুনলে খুব ঘুম আসে, তবে কেউ মাথার উপরে আস্তে আস্তে হাতচাপড়ি দিয়ে দিয়ে সেই গান গাইলে তবে এফেক্ট ভালো হয়। ব্যাং, বিভীষণকে আস্তে ধাক্কা মেরে তুলে সেই কাজের অ্যাসাইনমেন্ট দাও, ভালো পারলে ১০০ নম্বর দিও, না পারলে ৫০।
    ঃ-)
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০২:৫৭ | 122.178.206.157
  • দুচ্ছাই, যত্তো বদবুদ্ধি, বই গুনতে গেলে বইগুলো এক্ষুনি পড়তে ইচ্ছে করবে তো! এদিকে তোরা আম্রিগানরা আপিসে বসে না কাজিয়ে ভাটাচ্ছিস কিনা, সেটাই বা কে দ্যাখে, আমি ছাড়া? তাই এখন বই পড়া-গোনা কোনোটারই সময় নেই।
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০২:৫৫ | 168.26.215.13
  • দত্তর বউ পাত পেড়েছে পোস্ত বাটা দিয়ে। (এটা ঘটি ভার্সন)
  • nk | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০২:৫৫ | 151.141.84.239
  • দত্তের বৌ পান দিলো লং এলাচি দিয়ে। ঃ-)
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০২:৫৪ | 168.26.215.13
  • ঘুম আসে না? তাইলে ডিপ ব্রেথ নে, আবার নে, আবার নে, আবার নে, খানিক জল খেয়ে, ভেঁড়া না না বই গোন, বই গোন, বই গোন।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০২:৫৪ | 122.178.206.157
  • হুতো ঃ-D
  • r2h | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০২:৫৩ | 198.175.62.19
  • দত্তপাড়া দিয়ে
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০২:৪৯ | 122.178.206.157
  • কয়েছে তো, ওষুধও দিয়েছে, ঘুম আসে কই?
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০২:৪৮ | 168.26.215.13
  • কিন্তু তোরে না ডাক্তারে ঘুমোতে কইছে?
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০২:৪৪ | 122.178.206.157
  • হুঁ খাওয়াটাও একটা কাজ বটে, মেনে নিলাম।
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০২:৪৩ | 168.26.215.13
  • অত খাই খাই কেন? আমি এখন কাজ করছি, আজ বাদে কাল যুদ্ধু।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০২:৩৫ | 122.178.206.157
  • আকা, আর কত খাবি রে! বেলাদুফুর পেরিয়ে যে সন্ধ্যে হয়ে গেল, এবার খাওয়া থামা।
  • nk | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০০:৪৪ | 151.141.84.81
  • আকা, সে কি এখনো খাও নি? বেলা দুফুর পেরিয়ে গেল যে! যাও যাও শীগগীর খাও। ঃ-)
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০০:২১ | 168.26.215.13
  • আমিও যাই
    কিছু খাই
  • siki | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৯ | 14.96.34.217
  • ঘুমোতে যাই।

    (বিকট হাই)
  • nk | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০০:০৩ | 151.141.84.239
  • আচ্ছা, ডিডি, আপনার ছোটো চৈতন্য গল্পাণুটির নাম ধাম মেরে দিয়ে মানে বেশ আধুনিক ধরনের অগস্ত্য সেন, ঋষভ মিত্র এই ধরনের নাম্‌টাম দিয়ে একটা উত্তরাধুনিক সাইকোলজিকাল বড়গল্প হয়, সেটা তো মানেন? এখন কথা হোলো, বড়াই কি লিখতে রাজি হবে? একটু বলে কয়ে দেখুন না!
  • aka | ০১ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৮ | 168.26.215.13
  • জাগতে রহো।
  • achintyarup | ০১ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৬ | 115.111.248.134
  • কি করি?
  • siki | ০১ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৪ | 14.96.34.217
  • হুম্‌ম্‌ম্‌।
  • Du | ০১ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১২ | 117.194.194.144
  • আদ্দেকটা পড়েই হুড়মুড়িয়ে লিখে ফেলছি, আধচেনা লোককে অ্যাকনলেজ করা, হাসা, কি একটু মাথা নোয়ানো কলকাতায় আরোই রেয়ার। প্রথম অসম থেকে চাগ্রী করতে এসে অনুভব করেছিলাম সক্লেশে আর দ্বিতীয়বার পরের দেশ থেকে ফিরে আরোই অনুভব করি। সামান্য কারনে কাউকে ঝাঁঝিয়ে উঠতে সকলেই রেডি, কিন্তু ভদ্রতা? বড়ই দুর্লভ।
  • r | ০১ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৫ | 59.164.191.9
  • r ? 'r'
  • q | ০১ ফেব্রুয়ারি ২০১২ ২২:১২ | 168.26.215.13
  • p | ০১ ফেব্রুয়ারি ২০১২ ২২:০৯ | 59.164.191.9
  •                                                                                                     
  • Ishan | ০১ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩৯ | 122.248.183.1
  • ভদ্রতা দরকার তো। শুকনো হলেও। প্র্যাকটিস করতে করতে একসময়ে লোকে সত্যিই খানিক ভদ্র হয়ে ওঠে। এই যেমন আমি। ঃ)
  • rimi | ০১ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৮ | 168.26.205.19
  • আমারো প্রথম প্রথম খুব অবাক লাগত, খুব অল্পচেনা বা অচেনা লোকও হাউ আর ইউ ডুইং বলে কেন সবসময়। পরে মনে হয়েছে যে এটা ঠিক আমি সত্যি ই কেমন আছি জানার জন্যে নয়। মূলত অ্যাকনলেজ করার জন্যে যে সে আমাকে চেনে, জাস্ট একটা ভদ্রতা।

    দেশেও কিন্তু, অল্পচেনা লোককে আমরা "কি কেমন আছেন" জিগ্যেস করি, সত্যি ই সে কেমন আছে সেইটা জানার জন্যে কৌতূহলে ফেটে পড়ছি বলে নয়, শুধু ভদ্রতা করে। "কেমন আছেন মশাই" এর উত্তরে "ভালো নেই, বাতের ব্যথা বেড়েছে, গিন্নিও কাহিল, ছেলে মেয়ে কাছে নেই" ইত্যাদি গল্পের ঝুড়ি খুলে বসলে কারুরই কি খুব ভালো লাগে?

    যদি সত্যিই কেউ কেমন আছে জানতে চাই, সাধারণত বেশ ঘনিষ্ঠ লোকের ক্ষেত্রেই এই কৌতূহলটা থাকে, তখন প্রশ্নগুলো অনেক বেশি স্পেসিফিক হয়। যেমন, "তোমার শরীর এখন কেমন?" কিম্বা "মা কেমন আছেন" কিম্বা "ছেলের লেখাপড়া ভালো চলছে?" এদেশ ওদেশ দুই দেশেই একইরকম ব্যপার। আমি তো কোনো তফাৎ খুঁজে পাই না।
  • kd | ০১ ফেব্রুয়ারি ২০১২ ২০:৪৬ | 59.93.241.53
  • Netai@5:52, kc@5:58, মীন না করে কিছু বললে ভালো পি-আর হয় ঠিকই, কিন্তু কেউ তোমায় সিরিয়াসলি নিয়ে ফেল্লেই মুশকিল। কেউ পাশ দিয়ে যেতে যেতে ""হাউ ইউ দুইং'' বললে তাকে থামিয়ে সত্যি কেমন আছো ডিটেলে বলতে শুরু করো - আর তার মুখখানা দেখো।

    ""সরি'', ""থ্যাঙ্কিউ'' ফালতু বলে বলে আমি যখন সত্যিকারের ""দুঃখিত'' বা ""ধন্য'' হই, ভাষা খুঁজে পাই না।
  • aka | ০১ ফেব্রুয়ারি ২০১২ ২০:১৬ | 168.26.215.13
  • কথোপকথন এইভাবে এগোয়
    ক্রিং ক্রিং ক্রিং ক্রিং
    হ্যালো দিস ইজ "অমুক"
    হ্যালো 'অমুক' দিস ইজ 'তমুক', হাউ আর ইউ ডুইং দিজ মর্নিং? ইজ দিজ এ গুড টাইম টু টক?
    থ্যাংক ইউ, আই অ্যাম ডুইং গুড, হাউ আর ইউ ডুইং?
    ডুইং গুড ডুইং গুড, লিসেন ....

    শেষে
    আই অ্যাপ্রিশিয়েট ইয়োর টাইম 'অমুক'
    নট এ প্রবলেম 'তমুক', ইট ওয়াজ মাই প্লেজার।
  • ppn | ০১ ফেব্রুয়ারি ২০১২ ২০:০৭ | 216.52.215.232
  • কাজের সময় খেজুর না করলেই খুশি হব। হ্যাঁ, তবে আশা করব একবার জিগ্যেস করে নেবে কথা বলার জন্য ঠিক সময় কিনা!
  • kc | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫১ | 178.61.96.29
  • এগুলো খুব দরকার। বিদ্যেসাগরমশাই থেকে আপিসের এটিকেট ট্রেনিং সবজায়গাতে কত্ত ভাল ভাল স্বভাব মজ্জাগত কত্তে উপদেশ দেওয়া হয়। ক্ষিন্তু আমরা নিজেদের ভিতরে কিছুই নিতে চাইনা। দেশে ভাইস প্রেসিডেন্ট থেকে আপিসের আরদালি সবাই ফোন করে (পারসোনাল বা আপিসিয়াল) হ্যালো বলা মাত্র কাজের কথা বলতে শুরু করে দ্যায়, সঙ্গে থাকে অবস্থান প্রেক্ষিত ঝাঁজ বা মাখন! কেনরে বাপু? 'কি ব্যাপার? কেমন আছেন? কী চলছে?' ইত্যাদি বলে তারপর কথা শুরু কত্তে কি মুখে ব্যাঙ বিয়োয়?
  • aka | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৯ | 168.26.215.13
  • এগুলো একেবারে কালচারাল। বিদেশে হাঁচলে এক্সকিউজ মি বলতে হয়, বিভিন্ন সময়ে সরি বলতে হয়, গুড মর্নিং, হাউ আর ইউ ডুইং বলতে হয়। আর দেশে গিয়ে কনুই দিয়ে গোঁত্তা মেরেও এমনভাবে তাকাতে হয় কি কেমন দিলাম। দেশের অন্যখানে কি অবস্থা জানি না, কিন্তু বঙ্গদেশে ট্রেনে, ট্রামে, বাসে সবাই সবার সাথে বাজে ব্যবহার করে যাচ্ছে। আগেও হয়ত করত কিন্তু এখন অসুবিধা হয়, আগে আমি সিস্টেমের মধ্যে ছিলাম, আস্তে আস্তে বহিরাগত হয়ে পড়ছি।
  • Netai | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৯:২৪ | 121.241.98.225
  • এ প্রসঙ্গে কবির আরেকটি কবিতা-

    আমি খুঁজিতেছি যাহা
    মেলায় কি মিলিবে তাহা?
    মেলাবার যিনি, মেলাবেন তিনি
    বৃথা আমি খুঁজি কাঁহা কাঁহা??
    -----কবি নেতাই
  • Netai | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৯:২২ | 121.241.98.225
  • একটি আধুনিক কবিতা

    পড়ে আছে মেলা কাজ
    তাই
    আমি যাইনিকো
    যাইনি মেলায় আজ।

    ------কবি নেতাই
  • Netai | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৯:২০ | 121.241.98.225
  • ম্যালায় কি খুব ধুলো? প্রশান্তি মেলে না?
  • Netai | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১৯ | 121.241.98.225
  • ম্যালা যাওনি, মামুর কি ম্যালা কাজ?
  • Netai | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১৬ | 121.241.98.225
  • কে আবার জানবে
    ভগাই জানে
  • de | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২৭ | 180.149.51.67
  • আজ একটা নাম পড়লাম -- ইংরাজীতে এইরকম -- Kamanio Mukho: -- অনেক চেষ্টার পরে বুইলাম এটি হয় কামনীয়/কমনীয় মুখোপাধ্যায়! কোনটা ঠিক কে জানে?
  • demba ba | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১৭ | 121.241.218.132
  • বিবুদা এবং রামুদাদুর সঙ্গে মিল আছে;-)
  • Netai | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০৯ | 121.241.98.225
  • একদা আর্লি যৌবনে এক উদভ্রান্ত অবস্থায় এসেছিলেন বাবা ডেল কার্নেগী ট্রেনিং সেন্টারের সান্নিধ্যে। তাহার পর কি হইল তা আজ ইতিহাস। লোকটি বড় হয়ে হইলেন এক বিশাল ধনকুবের। ওয়ারেন বাফে।

    বিশ্বাস না হলে ইউটিউবে সার্চ মারুন, ওয়ারেন বাফে অ্যান্ড ডেল কার্নেগী।

    জয় বাবা ডেল কার্নেগী।
  • Netai | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০৩ | 121.241.98.225
  • বাবা শ্রী শ্রী ডেল কার্নেগী আরো বলেচেন অন্যের কথা শুনিবে বেশী, বলিবে কম। তর্ক করিবে, ঝগড়া না। সর্বদা অন্যের ভালোর কথা ভাবিও। কখনো অভিযোগ করিবে না।
    এই ধরনের আরো বিস্তারিত টু ডু র খতিয়ান, যা পাল্টে দেবে আপনার জীবন দর্শন, বেহেতর হবে আপনার লাইফ
    সহজ ভাবে জানার জন্য যোগাযোগ করুন ডেল কার্নেগী ট্রেনিং সেন্টারের সাথে। ২ দিনের ট্রেনিং মাত্র দেড় লাখে। আপনার নাগালের মধ্যে।

    জয় বাবা ডেল কার্নেগী।
  • demba ba | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০০ | 121.241.218.132
  • এইটে হল "অ্যানেকডোটাল এভিডেন্স';-)
  • demba ba | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৫৯ | 121.241.218.132
  • বরং বলো "এফেক্টিভ প্লেজাϾট্রজ'। কোশ্নো হল "ডু ইউ নীড প্লেজাϾট্রজ অ্যাট অল?';-)
  • kc | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৫৮ | 194.126.37.78
  • অনুভব করেছি তাই বলছি, আপিসের কিছু শুকনো ভদ্রতা এটিকেট, পাস্‌সোনাল লাইফে ইনক্লুড করে নিলে, মানে মনে ও প্রাণে দুটোতেই, লাইফ বেশ সুন্দর সুন্দর হয়ে যায়।
  • Netai | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৫৬ | 121.241.98.225
  • *Effective Interpersonal Skills
  • demba ba | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৫৫ | 121.241.218.132
  • এগুলো রচনা বইতে থাকতো। সেন্টু, কিন্তু লজিক নয়;-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত