এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kd | ২৭ জানুয়ারি ২০১২ ২২:২৭ | 59.93.209.58
  • আজকাল ভাটিয়ালি দেখছি দিনপঞ্জিকা হিসেবেও ব্যবহার হচ্ছে। বেশ ভালো লাগলো।

    তবে আশংকায় আছি, ডিটেলে এতো কিছু জানতে পারছি যে এরপর সকালের বাহ্যে কাত্তিকের হাত না ঝোলের বড়ি না বিউলির ডাল তাও হয়তো রেকর্ডেড হবে এখানে। ঃ)
  • phutki | ২৭ জানুয়ারি ২০১২ ২২:১৯ | 14.96.54.236
  • বিশেষ বিজ্ঞপ্তি। বইমেলা উপলক্ষ্যে গুরুর নেট সংক্রান্ত সকল কার্য্যসমূহ ৫ই ফেব্রুয়ারী অবধি স্থগিত থাকিবে।
    কর্তৃপক্ষের আদেশানুসারে।

    সত্যি সকাল থেকে আমার না এমন একটা নোটিশ মাথায় ঘুরছিল। মাইরি , গুরু কি অ্যাডিক্টিভ । এবার মৌতাত ইস ব্যাক।
  • sda | ২৭ জানুয়ারি ২০১২ ২০:৫৫ | 117.194.200.25
  • আজ সকাল থেকে গুরু খুললো না বলে অফিসে কাজ করতে হল। আমার আবার এমনি এমনি বসে থাকলে খুব ঘুম পায়। তার মধ্যে আজ আবার আবাপ ও বন্ধ।
  • Ishan | ২৭ জানুয়ারি ২০১২ ২০:৫৫ | 117.194.36.112
  • শেষবারে আমার দোষ। আমি ক্রনটা নিয়ে একটু খেলছিলাম।

    কিন্তু বাকিগুলো আমি জানিনা। পরে মেল করছি।
  • siki | ২৭ জানুয়ারি ২০১২ ২০:৫৩ | 122.177.8.49
  • কেসটা কী হচ্ছে? এ তো আগের সার্ভারের থেকেও খারাপ অবস্থা! কেউ কিছু লিখছে না, সার্ভার আপনা থেকেই বসে যাচ্ছে! সারাদিনে অন্তত চার পাঁচ ঘণ্টা ডাউন ছিল সার্ভার।
  • Kaju | ২৭ জানুয়ারি ২০১২ ১৭:৩২ | 121.242.160.180
  • গুরু সার্ভারের কবিতাঃ

    বইমেলা কবে শেষ হবে সুপর্ণা?
    আমি বারোদিন ঘুমিয়ে থাকব...
  • quark | ২৭ জানুয়ারি ২০১২ ১৭:২০ | 202.141.148.99
  • বইমেলায় গুরুর কাউন্টারে বুঝি বেজার ভিড়, আর তাতেই গুরুর সার্ভার থমকেছে? নাকি "অলকানন্দা জলে" ভেসে গেল?
  • Jhiki | ২৭ জানুয়ারি ২০১২ ১৫:৫১ | 219.83.85.197
  • ভাট কি আপডেট হচ্ছেনা না ভাটানোর কেউ নেই??
  • Kaju | ২৭ জানুয়ারি ২০১২ ১১:৩৬ | 121.242.160.180
  • তেন্ডু, দ্রাবু দুজনেই বেশ চাপে আছে। চ্চাপ তো ! রাহুলের জমাট ডিফেন্স আর হুল ফোটাতে পারছে না, রাহু-তে হুল রিমুভ করে দিচ্ছে।
  • Bratin | ২৭ জানুয়ারি ২০১২ ১১:২৩ | 122.248.183.1
  • অরি এইরকম বলো না। কিন্তু সত্যি প্রেশারে আছে। আর দ্রাবিড় কে এত বার টনা বোল্ড হতে দেখি নি। ভালো ডাক্তার দেখাতে হবে। ঃ-))
  • gandhi | ২৭ জানুয়ারি ২০১২ ১১:১৮ | 203.110.247.221
  • ধুর ধুর ... একটা খেলা... যাতে টিমের একজন প্লেয়ার ম্যাচ চলাকালীন একটা গোটা দিন ব্যালকনিতে বসে কাটিয়ে দেয় সেটা আবার খেলা নাকি ???

    ব্রতীন দা

    তাহলে তো গলফ খেল.. একটা বল মেরে গাড়িতে উঠে বসে পর.. গাড়ি যতক্ষণ চলবে.. ততক্ষণ অ্যাড..
  • demba ba | ২৭ জানুয়ারি ২০১২ ১১:১৬ | 121.241.218.132
  • নামিবিয়া, হল্যান্ড এরকম কাউকে একটা ওয়ানডে খেলতে ডেকে সেঞ্চুরিটা করিয়ে দিলেই তো পারে।
  • quark | ২৭ জানুয়ারি ২০১২ ১১:০৯ | 202.141.148.99
  • হয়ে গেল, ইংল্যান্ডে শেষবারের মত, অস্ট্রেলিয়াতে শেষবার
  • Bratin | ২৭ জানুয়ারি ২০১২ ১১:০৭ | 122.248.183.1
  • বলিতে বলিতে তেন্ডু আউট !! ঃ-))
  • Bratin | ২৭ জানুয়ারি ২০১২ ১১:০৩ | 122.248.183.1
  • ঠিক , সেই সময়ে সেরা ফর্মের শ্রীনাথ বসতে হতো। কারন ভারত তিন স্পিনার র ছকে খেলতো।
  • Bratin | ২৭ জানুয়ারি ২০১২ ১০:৫৬ | 122.248.183.1
  • গান্ধী, অরি কোন আশা নেই। আর কোন খেলা দেখাও যেখানে এই রকম দুটি ওভারের মাঝে অ্যাড দেখানো সুযোগ আছে? ঃ-))
  • demba ba | ২৭ জানুয়ারি ২০১২ ১০:৪৬ | 121.241.218.132
  • সিরিয়াসলি - একজনের ব্যক্তিগত ল্যান্ডমার্ক নিয়ে এক্সপেক্টেশন আর চিল্লামিল্লি দেখে কয়েক বছর আগে আরেকজনের ৪৩৪ উইকেটের লক্ষ্যে প্রায় হামাগুড়ি দেওয়ার অবস্থায় পৌঁছে যাওয়ার কথা মনে পড়ছে। টাকা বেড়েছে, অ্যাড বেড়েছে, ক্রিকেট এবং পাখারা বড় হয়নি।
  • gandhi | ২৭ জানুয়ারি ২০১২ ১০:৪১ | 203.110.247.221
  • ইংল্যান্ড-৪ ভারত-০, অস্ট্রেলিয়া-৪ ভারত -০

    এর থেকে বেয়ার্ন-৪, ভারত-০ এর ডিফারেন্স কোথায় ??? শুধু টাকায় :)
  • vc | ২৭ জানুয়ারি ২০১২ ১০:৩৭ | 121.241.218.132
  • জ্জিও।
  • demba ba | ২৭ জানুয়ারি ২০১২ ১০:৩৬ | 121.241.218.132
  • রাইটো।
  • gandhi | ২৭ জানুয়ারি ২০১২ ১০:৩৪ | 203.110.247.221
  • ক্রিকেটে যত ছড়ায় তত ভালো... খেলাটা তাড়াতাড়ি লাটে উঠে যাক... জ্যান্যাগান ফুটবল খেলুক...
  • demba ba | ২৭ জানুয়ারি ২০১২ ১০:২২ | 121.241.218.132
  • গুড। আজই ৪-০ হোক।
  • Bratin | ২৭ জানুয়ারি ২০১২ ১০:১৯ | 122.248.183.1
  • না ৯২/২। মাত্র ৫০০ করলেই জিতবে ঃ-))
  • demba ba | ২৭ জানুয়ারি ২০১২ ১০:১৮ | 121.241.218.132
  • ৪-০ হল না এখনো হয়নি?
  • Bratin | ২৭ জানুয়ারি ২০১২ ১০:০৮ | 122.248.183.1
  • আকা, অরন্য দা, ঋদ্ধি র ডিফেন্স বেশ জমাট। আর খিদে আছে। মাটি কামড়ে থাকার ইচ্ছা আছে। শট সিলেকশ্যান আছে। নিজের লিমিটেশন বোঝে। এখন সুযোগ পেতে হবে।।
  • i | ২৭ জানুয়ারি ২০১২ ০৯:৫৪ | 137.157.8.253
  • ঋদ্ধি,
    আপনাকে কোট করেছি/ করব হয়ত ঐ বারোয়ারি গল্পের টইতে। আশা করি মনে কিছু করেন নি/ করবেন না।
  • ridhhi | ২৭ জানুয়ারি ২০১২ ০৯:০১ | 108.218.136.234
  • ওটা একটা টকে বসে লিখছিলাম। মন টা বিক্ষিপ্ত ছিল।

    ওবামার স্টেট ওফ ইউনিয়ন স্পিচ টা কেউ শুনেছে? আমার এক বস হেবি উত্তেজিত , মনে হচ্চে প্রথমবার ওবামা শুনল। আমি ইউটিউবে পেলাম। কিচু কিচু পার্ট তো একদম কপি-পেস্ট পুরনো স্পীচ থেকে।
  • aka | ২৭ জানুয়ারি ২০১২ ০৮:১৬ | 75.76.118.96
  • না মুগধতা কিছুতেই ঠিক হবে না।
  • aka | ২৭ জানুয়ারি ২০১২ ০৮:১১ | 75.76.118.96
  • রিদ্ধিকে এবারে কেলাব, এদ্দিন ধরে লিখছে একটু সময় নিয়ে লিখলে ত আর ট, দ আর ধ, মুগ্‌ধতা ঠিক হবে। এমনি কিসু না পড়তে সুবিধা হয়। ও আমারও প্রচূর হয়, কিন্তু আমার লেখা আমি পড়ি নাতো। ঃ)
  • a | ২৭ জানুয়ারি ২০১২ ০১:৪০ | 208.240.243.170
  • ধোনির কিপিং বেশ ভালো, শুরুর দিকের সিরিজগুলো দেখলে বোঝা যায়। অন্তত কাপ্তানত্ব লাভ করার আগে অবধি।

    আর ধোনি অনেক ভালো batsman, ভুলে যাবেননা adelede কিন্তু প্রায় উপমহাদেশের পিচ।

    সাহা ভালো করছে, কিন্তু ধোনি থাকলে ওকে চান্স দেওয়া মুশকিল। টেম্পারামেন্টের দিক থেকে খুব ভালো না, নাইট রাইডারে দেখেছেন নিশ্চয়।

    আমার মাঝে চোখে পড়েছিল শ্রীবৎস গোস্বামী, batting দারুন, কিন্তু কিপিং অর্ডিনারি
  • siki | ২৬ জানুয়ারি ২০১২ ২৩:৩০ | 122.177.239.87
  • লামা কদিনের জন্য? বইমেলায় থাকছো না?
  • Lama | ২৬ জানুয়ারি ২০১২ ২২:৩১ | 117.194.236.231
  • কাল চেন্নাই যাচ্ছি। চেন্নাইবাসী গুরুভ্রাতা/ ভগিনীগন shankhakarbhowmik@gmail.com এ ঠিকানা/ ফোন্নং দিলে দেখা করার চেষ্টা করিব (সময় পাব কিনা জানি না যদিও)
  • aranya | ২৬ জানুয়ারি ২০১২ ২২:২৪ | 144.160.226.53
  • ধোনি-র কিপিং খুব সাধারণ, উপমহাদেশে-র বাইরে ব্যাট করতেও পারে না। ২০১৩-তে টেস্ট থেকে রিটায়ার করবে কিনা ভেবে দেখবে বলেছে, দেখা যাক।
    কাল কোহলির ইনিংস প্রায় পুরোটা দেখলাম, দারুণ। রোহিত শর্মা আর রাহানেকেও খেলিয়ে দিলে পারত, এই টেস্টটায়।
  • aka | ২৬ জানুয়ারি ২০১২ ২২:১৯ | 168.26.215.13
  • ধোনি যদ্দিন আছে, তদ্দিন কোন চান্সই নেই। তবে ধোনি টেস্টে কদ্দিন আছে কেজানে?
  • aranya | ২৬ জানুয়ারি ২০১২ ২২:১৫ | 144.160.226.53
  • সাহা-র ব্যাটিং দেখলাম গতকাল। দিব্যি খেলছিল, ইনকামিং বল মিসজাজ করে বোল্ড হওয়া অব্দি, একটা অনায়াস ছয় আছে। বহুদিন পর টেস্টে বাঙালী নাম।
    সাহা এখন ভারতের বেস্ট কীপার, ব্যাটিং-এ ভাল করতে পারলে টিমে রেগুলার হয়ে যাবে। আর একটা ইনিংস পাবে, নিজেকে প্রমাণ করার।
  • aranya | ২৬ জানুয়ারি ২০১২ ২১:৫৩ | 144.160.226.53
  • দুখে, শুভায়ু বলল 'বকার ডায়েরী' নামে একটা লেখা আপনি গুচ-তে লিখেছেন, খুঁজে পেলাম না। ওটার লিংক পাওয়া যাবে?
  • dukhe | ২৬ জানুয়ারি ২০১২ ২১:৩৮ | 14.96.134.1
  • আরে ওতেই তো ঠেকলাম। অ্যাটম বোমা লিখতে গিয়ে।
  • maximin | ২৬ জানুয়ারি ২০১২ ২১:২৭ | 59.93.242.80
  • ধর্ম টইতে খুব আগ্রহ নিয়ে দুখের পোস্টে অ্যা খুঁজতে গেলাম। কোথায় কি? পোস্টে অ্যা নেই।
  • dukhe | ২৬ জানুয়ারি ২০১২ ২১:২২ | 14.99.10.193
  • stoic, আপনাকেও থ্যাঙ্কু। অ্যা কিলিয়ার হয়ে গেছে।
  • aka | ২৬ জানুয়ারি ২০১২ ২১:১৫ | 168.26.215.13
  • দেখো কতজনে মিলে দুখেকে অ্যা করাচ্ছে।
  • dukhe | ২৬ জানুয়ারি ২০১২ ২১:১৩ | 14.99.10.193
  • গুড গুড । আকার দৌলতে অ্যা করতে শিখলাম । থ্যাঙ্কু।
  • stoic | ২৬ জানুয়ারি ২০১২ ২১:১২ | 160.103.2.224
  • এইভাবে
    ayA
    অ্যা
  • aka | ২৬ জানুয়ারি ২০১২ ২১:১১ | 168.26.215.13
  • ayA - অ্যা
  • dukhe | ২৬ জানুয়ারি ২০১২ ২১:০৯ | 14.99.10.193
  • গুরুর কলে অ-য়ে য-ফলা আ-কার কী করে লিখব?
  • aka | ২৬ জানুয়ারি ২০১২ ২০:৫৯ | 168.26.215.13
  • ম্যাক্সিদি, আবাজ দেল। ঃ( শুন্যবাদ ফাদ আমি জানিই না। স্পিনোজা টিনোজা আমার ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু সেটাই আমার শক্তি, আই অ্যাম ডাম্ব এনাফ টু আস্ক অবভিয়াস কোশ্চেনস। ঃ) আর সেটাই করছি।
  • maximin | ২৬ জানুয়ারি ২০১২ ২০:৪৯ | 59.93.242.80
  • একেবারে না খাটিয়েই শুন্যবাদ নিয়ে লিখছ? তাইলে তুমি জিনিয়াস।
  • aka | ২৬ জানুয়ারি ২০১২ ২০:৪৩ | 168.26.215.13
  • একেবারে না খাটানোরও আছে। আমার মনে হয় সেটাই হয়েছে। ;)
  • maximin | ২৬ জানুয়ারি ২০১২ ২০:৪০ | 59.93.242.80
  • ঘুম্পাবে না? ব্রেইন খাটানোর একটা অন্য টাইপের ক্লান্তি আছে। সেইটা আবার অ্যাকিউমুলেট করে। তাতেই ঘুম্পায়।
  • aka | ২৬ জানুয়ারি ২০১২ ১৯:৪০ | 168.26.215.13
  • সকাল সকাল এসেই ঘুম পেয়ে গেল।
  • Du | ২৬ জানুয়ারি ২০১২ ১৯:১৮ | 117.194.194.67
  • থ্যাংকস প্পন, দেখলাম। বেশি আগে খুলেছিলাম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত