এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২১ | 202.91.136.71
  • লোটাস নোটস বিদায় করে ক্লায়েন্টের পোচুর অ্যাপ্লিকেশন শেয়ারপয়েন্টে এসে গেছে। ঝক্কাস জিনিস। ঃ)
  • phutki | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১৮ | 121.241.218.132
  • ব্রতীনের দোকানের মত সর্বজন স্বীকৃত WFH নাই। সাপোর্টের কিছু টিমের আছে। কিছু BA যারা অনসাইট টাইমে কাজে বাধ্য হয় তাদের আছে। আর টাইমশীটেও যতদূর জানি এরকম কোনো অপশন নেই। ৯ ঘন্টা আপিসে থাকার হিসেব ভরতে হয়। তবে কার্ড চেক টেক তো করে না, মুখের কথাতেই মেনে নেয় ঃ-)।
  • maximin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১৮ | 59.93.194.221
  • চল্লাম।
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১৭ | 202.91.136.71
  • কেন, DB2 বেশ ভালো। মানে লিগাসি সিস্টেমের জন্য ও ছাড়া গতি নেই।

    ওয়েবস্ফিয়ার ভালো জিনিস।
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১৫ | 14.96.100.243
  • সব নয় ILOG বলে একটা অপ্টিমাইজশন টুল কিনেছে। ফ্রান্সে র কোম্পানী। বেশ ভালো।
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১৫ | 202.91.136.71
  • হ্যাঁ, লোটাস নোটসের থেকে বাজে কিছুই হতে পারে না।

    তার পরেই থাকবে এই পিপল সফট।
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১৪ | 202.91.136.71
  • আমাদের বিচিত্র নিয়ম। সোয়াইপ সিস্টেম চেক করে দিনে মিনিমাম ৬ ঘন্টার এϾট্র আছে কিনা। এদিকে টাইমশিট ভরতে হয় 8.5 ঘন্টার। সেইমত ইনভয়েস রেইজ হয়।
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১৪ | 14.96.100.243
  • ঠিক। টেস্টিং র RTF টাও জাস্ট যাতা রকমের বাজে।
  • dd | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১২ | 59.97.120.54
  • আট্টা থেকে পাঁচটা - ন ঘন্টা, হপ্তায় ছ দিন, একুনে চুয়ান্নো ঘন্টা। সুবিধের ব্যাপার হোলো চিরকাল কেমিক্যাল ফ্যাক্টরীতে কাজ করে এলাম, শহর থেকে দুরে। অনেক দুরে। তাই ফ্যাক্টরীর বাস ছাড়া গতি নেই।

    মানে কি না শত কাজ থাকলেও ভোঁ বাজলেই ছুট্টে বাসে উঠতে হয়। কাজের আঠায় রাত বেরাত কাটানোর উপায় নেই।
  • demba ba | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১১ | 121.241.218.132
  • বালের প্রোডাক্ট। আইবিএম আইদার বালের প্রোডাক্ট কেনে (লোটাস), নয়তো ভালো প্রোডাক্ট কিনে তাকে বাল বানায় (র‌্যাশনাল), আর নয়তো নিজেরা গুচ্ছ বালের প্রোডাক্ট বানায় (ডিবি২)

    ;-)
  • demba ba | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১০ | 121.241.218.132
  • হে হে। আমার in-laws গুষ্টির সবাই ইস্কুল টীচার।
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০৯ | 14.96.100.243
  • ও টা আমাদের প্রোডাক্ট ঃ-))
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০৯ | 14.96.100.243
  • লাস্ট ক বছর হতো না।
  • demba ba | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০৮ | 121.241.218.132
  • লোটাস নোট্‌সের চেয়ে বাজে হতেই পারে না।
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০৬ | 180.149.51.68
  • আমাদের আপিসেও সপ্তাহে চল্লিশ ঘন্টার কম হলে মাসের শেষে সবিনয়ে জানিয়ে দেয় -- কার্ড পাঞ্চিং টাইম (এϾট্র,এক্সিট) দেখেই হিসাব করা হয়!

    বোতীন, আমার মা স্কুলে পড়াতেন, স্কুল-টীচারদের মাইনে কি ঠিক সময়ে হতো না আগে?
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০৪ | 202.91.136.71
  • আমি পিপলসফট নিয়ে গত তিনঘন্টা মল্লযুদ্ধ করলাম।

    এত বাজে টুল পিথিমিতে খুব কমই আছে।
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০২ | 14.96.100.243
  • কী চাপ। উইপ্রো তে নাকি ন ঘন্টার কম হলে মেল আসে । আর খুব বেশী বেশী এরকম হলে জবাব দিহি করতে হয় ঃ-((
  • demba ba | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০০ | 121.241.218.132
  • ল্যাবভান্টেজ কী জানি না, আমি ইনোভেশন ল্যাবে আছি। তোমার পুরনো কোম্পানির - যেটাকে সিটিও বলে এখানে। প্রোজেক্টের চাপ টাপ নেই, পিওর রিসার্চ-পেপার-পেটেন্ট, তবে নয় ঘন্টার টাইমশীট আছে। নয় ঘন্টা না থাকলে কী হয় জানি না।
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৭ | 14.96.100.243
  • দে, একটা তথ্য । আমার স্কুলে চাকরী করা এক বন্ধু কালকে জানালো। গত ক মাস মাইনে ঠিক সময়ে পাচ্ছে।
    মন্তব্য নি®Öপ্রায়জন।
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৫ | 180.149.51.67
  • পচ্চিমবঙ্গে কলেজের চাগ্রী এখন হাইলি রিস্কি!
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৪ | 14.96.100.243
  • তুমি ল্যাবভানটেজ এ নেই?
  • demba ba | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫২ | 121.241.218.132
  • আমি এখেনে নতুন, কাজেই অত জানি না। তবে মনে হয় নেই। ফুটকি বা ভিসি জানবে।
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫১ | 14.96.100.243
  • হ্যাঁ কুমু দি। কলেজের চাকরী বেস্ট।
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৯ | 14.96.100.243
  • না গো। শরীর টা ভাল নয় । তাই WFH না করে বাংলা ছুটি। অরি দের আপিসেও তো WFH আছে তাই না?
  • dd | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৮ | 59.97.120.54
  • কুমুর কোনো কর্পোরেট চাগ্রী বাগ্রী জম্বে না। তুমি কেনো না কোনো কালেজে চাগরী নাও, সেটা তাও মন্দের ভালো। মানে যেটা যেটা খারাব, সেগুলো আটার্লি প্রেডিক্টেবল। কোনো নাস্টি সারপ্রাইজ নাই।

    আর আমায় দ্যাখো। হেট করতে করতে দাঁত মুখ খিঁচিয়ে এই কর্পোরেট লাইপে কাটিয়ে দিলাম ৩৫/৩৬ বছর। এখনো অভ্যেস হোলো না।

    এক্কেবারে ভাল্লেগে নি একদিনের জন্যেও। তাও ও তো আরো টানতে হবে,যদ্দিন লোকে মাইনে দেবে তদ্দিন।
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৫ | 121.242.160.180
  • কুমুদি ভবদুলাল-কথা আর এগোবেন না? আমি আর টিম তো ঠেকনা দিয়ে রাখলাম। সেও প্রায় ডোবে ডোবে।
  • kumu | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩১ | 122.176.32.39
  • আমি এখন মরিয়া।ব্রতীন,তোমার আপিসে আমি চাগ্রী চাই,কী কত্তে হবে?
    দে,তোমার স্যার পত্নীঅন্ত প্রাণ বরাবরই,ঐ দিদিরা নিশ্চই সুবিধে কত্তে পারে নি।
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৫ | 121.242.160.180
  • ওসবে তো অশ্রুপাত হয় বলে জানা নেই। শুধু পেঁয়াজই মোক্ষম দাওয়াই। দে-দির সাজুটা জম্পেশ এক্কেবারে।
  • Netai | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২২ | 121.241.98.225
  • কি সব বুদ্ধি।

    এরপর বলবে শুধু দুটো লাল পেঁয়াজ কেন, কিছু শাকসবজি, চালটা ডালটা স্টোভ আর হাঁড়িকড়া আপিসে নিয়ে এসে রান্না করে নিয়ে যা
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২২ | 14.96.100.243
  • আমি আজকে বাড়িতে। স্নান হল। এই বার চাট্টি খেয়ে গুছিয়ে ঘুমোবো।
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৫ | 180.149.51.67
  • নেত্য, রোজ ব্যাগে করে একটা ছুরি আর দুটো লাল পেঁয়াজ নিয়ে আসবে -- ঘুম আসলে ডেস্কে পেপার পেতে সেগুলোকে কুঁচিয়ে কুঁচিয়ে কাটো, হয়ে গেলে তুলে রাখো ব্যাগে, রুবীরও হেল্প হবে আর ঘুমও পালাবে!
  • demba ba | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৪ | 121.241.218.132
  • পিপিটি বানাও, ঘুম কেটে যাবে। বাবাঃ কী কাজই পড়েছেঃ-(
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১২ | 180.149.51.67
  • কুমুদি, আবার? স্যারের লালগাড়ী আর সামনের দিকে ঝুঁকে আসা চুল নিয়ে সিনিয়ার দিদিদের অনেকের ব্যথা ছিলো :))
  • Netai | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৭ | 121.241.98.225
  • ঘুম পেলে ঘুমানোর জায়্‌গা না পেলে খুব অসুবিধা হয়
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৪ | 122.167.86.31
  • নেত্য, যে কোনো কাফ সিরাপ চলবে। অ্যালোপ্যাথির এইটে সুবিধে, প্রায় সব ওষুধেই ঘুম আসে।
  • kumu | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৩ | 122.176.32.39
  • দে,তোমার স্যার আবার একটি লাল গাড়ী কিনেছেন।
  • Netai | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০২ | 121.241.98.225
  • আমার এখন বেজায় ঘুম পাচ্ছে। কি ওষুধ খাবো? রাসটক্স?
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৭ | 121.242.160.180
  • আরে নেতু, গুটিব্যাগ নেহি রে পাগলা ! গুডি ব্যাগ।
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৬ | 121.242.160.180
  • দে-দি, আচ্ছা। আমাদের ওখানে কাছেই একটা হোমিওপ্যাথির দোকন, ভালো ওষুধই দেয় দেখেছি।
  • Netai | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৪ | 121.241.98.225
  • আমার চাই রেডিও মির্চি গুটিব্যাগ
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৬ | 180.149.51.68
  • কাজুকে, ওষুধটা হ্যানিমানের হলে ভালো হয়! হোমিওপ্যাথির এটা একটা সমস্যা, ভালো ওষুধ পাওয়া মুশকিল!
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩৪ | 122.167.86.31
  • আদ্ধেক রাজত্ব নিলে পুরো একটা রাজকন্যে নিতেই হবে। প্যাকেজড ডিল। রাজকন্যে না নিলে রাজত্বিও ফক্কা হয়ে যাবে।
  • vc | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩১ | 121.241.218.132
  • ডেম্বাদা - ক্যামেরাটা দিয়ে যেও হিমালয়ে যাবার আগে।

    আমার উইশ হল অদ্ধেক রাজত্ব, রাজকন্যে চাই না;-)
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:২৮ | 121.242.160.180
  • থাংকু দে-দি, দেখি জানিয়ে দিই। ঃ)
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:২৩ | 122.167.86.31
  • ওঃ, দে তো অলরেডি দিয়েই দিয়েছে নাম আর ডোজ।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:২২ | 122.167.86.31
  • শুনেছি, একটা হোমিওপ্যাথির ওষুধ আছে, জাইলেশিয়া টাইপের নাম। কাঁটা ফুটলে নাকি খুব কাজ দেয়।
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:২১ | 180.149.51.68
  • কাজু silicea 30! Immediately দাও! কাঁটা গলে যাবে। তিনটে করে গুলি আধা ঘন্টা বাদে বাদে দিতে হয়। আমার মেয়ের খুব কাজে দিয়েছিলো!
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১৮ | 121.242.160.180
  • আমার এই মুহূর্তে একমাত্র উইশ হল, মা-র গলায় কাঁটা ফুটে আছে, সেটা কোনোভাবে স্থানচ্যুত হোক। কাল থেকে খুব কষ্ট পাচ্ছে। ভাত, রুটি সব কোঁত করে গিলেও সে ব্যাটাকে নড়ানো যাচ্ছে না। কী যে করি !
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১৩ | 180.149.51.68
  • দৈনন্দিন সংসারের কাজগুলো যদি কত্তে না হয় তাইলেই অনেক --- বাকী সব ঠিক আছে! খালি বই পড়বো, খাবো, ঘুমুবো!
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১১ | 122.167.86.31
  • হুঁ, ঝিকির উইশটি আমারও ছিল কিছুদিন আগে অব্দি। এবার আমার ছেলে ক্রিসমাসের সময় উইশ করল গোঁসাইবাগানের নিধিরামকে আর আমাকে অপশন দিল ""তোমার এলভস চাই নাকি ব্রাওনি চাই। ব্রাওনি নেওয়াটাই তোমার জন্য বেটার। ওরা মানুষ রা যখন ঘুমিয়ে থাকে তখন সব কিছু পরিষ্কার করে দেয়, ঘরগুলো গুছিয়ে দেয়।'' তো আমিও ছেলের পরামর্শমতন ব্রাওনি ভূত চাইলাম, সে আর পেলাম কই। তাই এখন উইশটি পাল্টে নিয়েছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত