এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৬ | 122.178.207.127
  • দুচ্ছাই, লাস্ট তিনটি পয়েন্ট যথাক্রমে ৬) ৭) ৮) পড়তে হবে। ঃ-(
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৫ | 122.178.207.127
  • ১) বাড়ি ফিরে নিজের জুতোটি ঠিক জায়্‌গায় রেখে মোজাগুলো নিয়ে বাথরুমে এসে সেগুলো প্রথমে কেচে ফেলা। পরনের বাকি জামাকাপড়ও কেচে ফেলা ও শুকোতে দেওয়া।
    ২) স্নান করে বেরিয়ে নিজের চা অথবা ডিনার নিজেই বানিয়ে ফেলা
    ৩) খাওয়া হয়ে গেলে নিজের জন্য যে যে বাসন ব্যবহার করা হয়েছে সেগুলো মেজে তুলে রাখা। কমন বাসনপত্তরের হাফ বাসন মেজে ফেলা ও তুলে রাখা।
    ৪) পরের দিন সকালে যে খাবারটি খেতে চাই, তার মিনিমাম কাটাকুটি অথবা প্রস্তুতি সেরে রাখা।
    ৫) খাবার টেবিলটি মুছে ফেলা।
    ৬) খাবার পরে যে বেসিনে হাত-মুখ ধুয়েছি সেটা পরিষ্কার আছে কিনা সেটা চেক করা।।
    ৬) পরের দিন যে যে জামাকাপড় পরে বেরোতে হবে সেগুলি গুছিয়ে রাখা ও ইস্ত্রি করা।
    ৬) নিজের বিছানা নিজেই ঝেড়েঝুড়ে টানটান করে ফেলা।

    এটা শুধু রাত্তিরে বাড়ি ফিরে ঘুমুতে যাওয়ার আগে অব্দি কাজকম্মের লিস্টি। খুব শক্ত কিছু কি?
    আরো লাগলে ঘুম থেকে ওঠার পরেরগুলো-ও দিতে পারি।
  • potke | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪১ | 122.179.105.26
  • ব্যাং খালি ফালতু কথা কয়। আমার বাড়ী এসে দেখে যাক আমি কত কাজাই ঃ)

    আর অনেক সাহেবের পো দেখেছি নড়েও বসেনা বাড়ি ঢুকলে!
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৯ | 122.252.231.10
  • খেয়ে এসে দেখব, ক্যামোন?
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৮ | 122.252.231.10
  • হুঁ।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৭ | 122.178.207.127
  • ব্যক্তিগত কাজকম্মোর লিস্টি চাই বুঝি? দিই, ক্যামোন?
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৬ | 122.178.207.127
  • গ্রেগোরিওর খোঁজ দেওয়ার মতন শর্টকাট মারার ফাঁকিবাজিতেও আমরা বিশ্বাসী নই। সে চাকুরিরতাই হই অথবা চাকুরিহীনা, বৃদ্ধা অথব রাইকিশোরী। আগে আপনারা সমগ্র পুরুষ্‌জাতিকে ডিফেন্ড করুন। জবাব দিন, কেন ছেলেরা নিজেদের বেসিক কাজগুলো-ও নিজেরা করবে না? হয় মা, নয় বোন, নয় বৌ, নয় গ্রেগোরিও খুঁজে বেড়াবে?
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৬ | 122.252.231.10
  • আগে স্কোপ ডিফাইন করতে হবে। না হলে স্কোপ ক্রিপ হবেই।

    ইসে, ব্যক্তিগত কাজকম্মো কী কী সে বিষয়ে টেমপ্লেট কী বলছে?
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৩ | 122.178.207.127
  • মেয়েরা চাগরি করুক বা না করুক, কোনো ধরণের মেয়েদের নিয়েই মতামত দেওয়া যাবে না, যতক্ষণ না ছেলেদের নিজেদের ব্যক্তিগত কাজকম্মোগুলো-ও মেয়েদের দিয়ে করিয়ে নেওয়ার টেন্ডেন্সিটা জাস্টিফাই না করতে পারছ।
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৩ | 168.26.215.13
  • মোদ্দা কথা ওয়ান সাইজ ফিটস অল নীতিতে আমরা বিশ্বাসী নই। শিবুদা এখানে বর্তমান স্কোপের সমস্যার সলিউশন দিয়েছে, ব্যাস। গ্রেগোরিওর খবর লাগলে জানান, খবর দেওয়া যাবে খন।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩১ | 122.178.207.127
  • বৃদ্ধারা চাকুরিরতা অথবা চাকুরিরতা নয় এই স্ট্যাটাসটির সঙ্গে সমগ্র ভারতীয় পুরুষদের নির্লজ্জ অলস স্বার্থপর স্বভাবটা কীভাবে জাস্টিফাই করা যায়!!! ঃ-O
  • Sibu | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩১ | 216.239.45.4
  • যে সব মেয়েরা চাগরি করে না তাদের নিয়ে আমার কুন মতামত নাই। বেকারেরা (ছেলে কি মেয়ে) অন্য ক্যাটিগরী ঃ)।
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৬ | 168.26.215.13
  • স্কোপ ক্রিপ স্কোপ ক্রিপ। এখন এখানে দুই চাকুরীরতা প্রায় বৃদ্ধার কথা হচ্ছে। অন্য কিছু স্কোপে ঢোকাতে গেলে চেঞ্জ রিকোয়েস্ট ডালো পহলে।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২২:২২ | 122.178.207.127
  • শিবুদা, এইটে একটু ছড়িয়ে ফেল্লে। লোকজন ক্যাঁক ধরে তোমাকে চেপে ধরলো বলে! ঃ-))
    আমিই বরং শুরুয়াৎটা করে দিই। তুমি তাহলে বলছ, চাক্রি করে না যেসব মেয়েরা, তাদের চুপটি করে নিজের কাজ এবং বরের কাজ দুটৈ করতে হবে? মানে আইদার টাকা কামাও নয় বরের ব্যাগার খাটো হাসিমুখে কমপ্লেনটি করিও না!
    আর দুই নংটা হল, তুমি তাহলে স্বীকার করলে বাড়ির কাজগুলো করে যেহেতু টাকা পাওয়া যায় না, তাই নিজেদের বেসিক কাজটা নিজেরা না করলেও চলে!!
  • Sibu | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৬ | 216.239.45.4
  • বলছিলাম কি, রিমি আর ব্যাং, তোরা দোটোই তো চাগরি করিস। একটা কাজের লোক রেখে নে না। এই যেমন আমার বউ গ্রেগোরিওকে রেখে নিয়েছে। বলিস তো - কি করিয়া কাজের লোক খুঁজিতে হয় বলে একটা টই খুলে দেই। তাই বলে চাকর বিয়ে করবি? ছ্যাঃ।
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৪ | 168.26.215.13
  • তবে ইয়ে মানে জাপানীরা বরের দেখভাল করে, আর চেহারাটাও বাঙালী বউদের মতন ত্রিশেই বুড়িয়ে যায় না। একটা জাপানী বউ পেলে মন্দ হয় না, দাঁত মাজাটা শিখিয়ে পড়িয়ে নেওয়া যাবে আর রসুন খাওয়াটা ছাড়াতে হবে।
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২২:১১ | 168.26.215.13
  • দ্যাখো ভাই তোমাদের মতন খিল্লি করে আমার জেবন কাটে না। রীতিমতন হাড়ভাঙা পরিশ্রম করি।

    আর প্রেম আর বিয়ের ফাঁদে এ জেবনে আর পড়ার ইচ্ছেও নেই।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩৯ | 122.178.207.127
  • আকা, তোর কাঁপুনির ঠকঠকানি থামলে আবার তুই লিখতে পারিস ভাটে। ভয় নেই। আমি এখন উঠছি। ব্যাঙাচিকে খেতে দিতে হবে। আমি আর রিমি যদি সত্যিই কোনো বরের দুই বউ হই, সেই বরের অবস্থা কী হবে ভেবে হেসে কুটিপাটি হচ্ছি নিজেই। ঃ-)))
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩৯ | 204.138.240.254
  • আরে না না, বোতিন তোমার মত পুসি ঢুকলে সেমসাইড গোল খাবো আর যাই হোক। তুমি রিজার্ভ বেঞ্চেই সুন্দর। ঃ)

    এইবার সত্যি সত্যি কাটলাম।
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩৬ | 117.194.96.32
  • অপ্পন আমি তোমার সাথে আছি। কী হয়েছিল বলো তো? তারপরে দেখছি একবার।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩৬ | 122.178.207.127
  • বাই। একটি হাড় হিম করা হাসির স্মাইলি দিলাম।
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩৪ | 216.52.215.232
  • ওক্কে। টেমপ্লেটের প্রিন্টাউট নিয়ে এসো কিন্তু। আমার ঘরে প্রিন্টার নাই। ঃ)

    বাব্বাই।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩৩ | 122.178.207.127
  • চোখ খুলতে হলে শুধু একা তোর কেন, তোর বউয়ের চোখও খুলতে হবে। সেও জানতে-বুঝতে শিখুক কোন কোন কাজগুলো মিষ্টি হেসে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। তাই দুজনকেই একসঙ্গে যেদিন সামনে পাব, সেদিনই তোর চোখ খুলবে। আর তাবাদে বাকি রইলো রিমি, রিমি আমার প্রথম পোস্টেই বুঝে গেছে সেদিন তোর বউকে কী কী করতে হয়েছিল, আর তুই কী কী করেছিলি। ঃ-))
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩১ | 117.194.96.32
  • অপ্পন , কী করেছিলে? ঃ-))
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:১৪ | 216.52.215.232
  • শুঁড়ির সাক্ষী মাতাল। ঃ)

    হ্যাঁ, "সত্যি' কথা তো বটেই। টেমপ্লেটে ফেলা। ঃ))

    বউয়ের ঘাড়ে "সব কিছু' কী কী চাপিয়েছিলাম সেইটাও শুনি। চোখ খুলবে।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:১৩ | 122.178.207.127
  • ওদিকে দুখেও এসে গ্যাছে। কিন্তু সে আজকাল আর ভাটে আসে না, শুধুই টইয়ে মহাপুরুষদের ডিফেন্স দিয়ে বেড়ায়। বিবাহিত পুরুষদেরও যে একটু দুখের সাপোর্ট দরকার, সেকথাটা ভাবে না।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:১১ | 122.178.207.127
  • আকা, আমার সঙ্গে প্রেম করবি রে? একটা দ্বিতীয়পক্ষ চাই না তোর? মাক্কালি বলছি , আমি তোকে উঠতে বসতে ভুঁড়ির খোঁটা দেব না, ব্যায়াম করতে বলব না, ছেলের সঙ্গে চারশো মিটার দৌড়োতে বলব না। শুধু আমাকে কেউ রান্নাঘরে ঢুকতে না দিলেই আমি খুশি।
  • rimi | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:১০ | 168.26.205.19
  • ব্যাং ঃ-)) আহা অপ্পন বেচারা বড়ই ভালনারেবল। খিক খিক।
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:০৯ | 117.194.96.32
  • আমাদের গুরু মহিলা দের এ সব থেকে গুছিয়ে কথা বলে ব্যাঙ,রিমি আর পাই । কি বলো শিবু দা?
  • rimi | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:০৯ | 168.26.205.19
  • আরে শিবুদা যে কি বলো? আমি কখন বল্লাম যে সব সায়েবদেরই চাবুকের মতন চেহারা? আমাদের হেডেরই তো রীতিমতন ভুঁড়ি। আকার খুব সন্দেহ ছিল আমি তার সঙ্গে প্রেম করছি কি না। কিন্তু আমি ওকে বলেই দিয়েছি, ভুঁড়িওয়ালা কারুর সঙ্গে এ জীবনে আর প্রেম নয়। একটি ভুঁড়িই যথেষ্ট। অত্যন্ত খরচের ব্যপার।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:০৯ | 122.178.207.127
  • রিমি, প্লিজ একটু আমার জন্যে খুঁজে দেখ। শেষ বয়সটা অন্তত একটু শুয়েবসে আরাম করে কাটাই।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:০৭ | 122.178.207.127
  • দেখলি তো চাট্টি সত্যি কথাও সহ্য করতে পারলি না, আমি টেবিল সাজানো-খাবার বাড়া নিয়ে কোনো কথাই বলি নি। শুধু বলেছিলাম তুই কী করছিলি। তাতেই কেমন চটে গেলি! ;-)))
  • rimi | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:০৬ | 168.26.205.19
  • ব্যাং, বুড়োর বউএর কথা তো জানি না। তাকে চোখে দেখি নি, তবে শুনেছি বিয়াল্লিশ বছরের বিয়ে, একবারো ডিভোর্স হয় নি বুড়োর। এমন বরকে কোন মেয়েই বা ডিভোর্স দেবে?

    অ শিবুদা, আমি কিন্তু আকার নামে একটাও নিন্দা করি নাই, এমন কি তোমার নামেও না। তোমাদের গুরুজিদের (মানে আমার আর বউদির) যা ট্রেনিং ...
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:০৫ | 122.178.207.127
  • সে আমিও রেসিস্ট আছি। আমি আমার সব কটা আইবুড়ো বোন-ননদদের বলেছি, ভুলেও ভারতীয় ছেলে না জোটাতে। গৃহকর্মনিপুণ সাহেব জোটাতে সে কালৈ হোক, অথবা লাল অথবা হলদে। এমনকি আমার ভাইয়ের হবু বৌকেও বলেছি ভাইকে ছেড়ে এখনই সাহেব খুঁজতে। যে নিজের ছেঁড়া জামাকাপড় নিজেই সেলাই করে নিতে জানে, বাসন মাজতে জানে। ভ্যাকুয়াম করতে হলে চেয়ারটেবিলগুলো সরিয়ে সরিয়ে করতে হয় সে কথাটাও জানে।
  • Sibu | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:০৩ | 24.104.44.194
  • আর দক্ষিণে থেকে রিমি আয়েবদের ভুঁড়ি দেখে নাই!! মাই মাই ম্মাই ...
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:০২ | 216.52.215.232
  • যাশ্লা। বাইরে থেকে আনা খাবার, জাহিরা বলে কাজের মেয়েটি সব টেবিলে সাজিয়ে রাখছিল। এর আবার আমার তোমার কী হ্যাঁ।

    নাঃ, ক্যাঙ্গারু কোর্টে সাক্ষী দিতে কী আর সবাই রাজি হবে? ধর্মের ভয় আছে তো!
  • Sibu | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:০২ | 24.104.44.194
  • আর আকা যে ডিনার রেঁধে রিমিকে খাওয়ায় সেটা বুঝি কিছু না। আর আমার সায়েব বস যে কফিটাও বানাতে পারে না, সেটা কি?

    রিমিটা একটু রেসিস্ট আছে। ঃ((
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:০২ | 122.178.207.127
  • রিমি, ষাট্‌বছরের বুড়োর বউয়ের কী কী অসুখ আছে রে? আমার কি কোনৈ চান্স নেই?
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:০০ | 216.52.215.232
  • সেটাই তো, আধ ঘন্টাই বা লাগল কেন সেইটাই তো ভাবছি। ঃ)
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:০০ | 122.178.207.127
  • প্পণ, স্বীকার না যাবি তো, আমি গুচভর্তি সাক্ষী ডেকে আনব। মিতাদি, পামিতা, আমার স্থির বিশ্বাস ডিডিদাও সত্যের পথ থেকে বিচ্যুত হবেন না। কল্লোলদার একটু মায়াভরা প্রাণ, হয়তো তোকে একটু টেনে খেলাবে।
  • rimi | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৯ | 168.26.205.19
  • এই ব্যপারে আমাদের আকাবাবুর প্রশংসা না করে উপায় নেই। গেস্ট এলে আমাকে রান্নাঘরে ঢুকতেই দেয় না ঃ-))
  • rimi | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৭ | 168.26.205.19
  • ওরে ব্যাং তবে শোন, আমাদের বিজিনেস ডিপের এক বুড়ো সায়েব, ষাটের উপরে বয়স হলেও যথারীতি চাবুকের মতন চেহারা (ঋদ্ধি শুনলে বেদম চটবে), সে সেদিন কইল যে সে সপ্তাহে চারদিন সবার আগে উঠে সিংকের বাসন ধুয়ে পরিষ্কার করে ব্রেকফাস্ট বানিয়ে বৌকে ডাকে। বাকি তিন্দিন বৌএর দায়িত্ব। আহা শুনে আমি মুগ্‌ধ হয়ে গেলাম।ঃ-))
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৭ | 122.178.207.127
  • রিমি ঃ-)), প্পনের ডিফেন্স দেখে আমার দমকে দমকে হাসি আসছে। ওরে ভাইটি আমার, তোমাদের স্বভাবটি বুঝতে আধ ঘন্টাই যথেষ্ট। এক বাড়ি লোক ডেকে দিয়ে সব কিছু বউয়ের ঘাড়ে চাপিয়ে খালি পাঁচ মিনিট অন্তর অন্তর গেস্টদের নীচ থেকে নিয়ে আসা, আর আবার নীচে ছাড়তে যাওয়ার নাম করে ছিটকে ছিটকে পালিয়ে যাচ্ছিলে।
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৭ | 216.52.215.232
  • ফাগোল! বানিয়ে গল্প বলতে ব্যাঙের জুড়ি নেই। এই এত হম্বিতম্বি দেখায় অথচ কী মিহি গলায় ফোনে কথা বলে।
  • rimi | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৪ | 168.26.205.19
  • আরে খোয়া খৌয়া অপ্পন আগে থেকেই কেমন ডিফেন্সিভ হয়ে যাচ্ছে দেখ ঃ-))
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৪ | 122.178.207.127
  • রিমি, আমাকে একটা লালমুখো সাহেব খুঁজে দে না। ভুঁড়ি, ঝাঁটা গোঁফ সব চলবে। শুধু খাওয়ার পরে বাসনটা যেন সিঙ্কে ঠক করে নামিয়ে দিয়েই ফিরে আসে না। কল খুলে আগে ভালো করে ধোয়, তরপর স্ক্রাবার আর সাবান দিয়ে ঘষে ঘষে মেজে ডিশর‌্যাকে সাজিয়ে রাখে। এটুকু করতে পারলেই আমি ধন্য হয়ে যাব।
  • Sibu | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৪ | 24.104.44.194
  • আরে, এইডা তো বইয়ের টাইটেল হয়। আওয়ার প্পন, অ্যাজ ব্যাং স হিম।
  • rimi | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৩ | 168.26.205.19
  • এদিক দিয়ে বলতে গেলে শিবুদার সঙ্গে আমার মিল আছে - ঝগড়া বিহীন জীবনকে একদম রসহীন রসোগোল্লার মতন লাগে (আফটার অল একি ফেমিলি তো)..
    আকা ছোটোবেলায় তেমন ঝগড়া করতে পারত না, তাই বেশ অসুবিধে হত, কিন্তু এখন ট্রেইনড হয়ে গেছে। ঃ-))
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৩ | 216.52.215.232
  • * ছিলে
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৩ | 216.52.215.232
  • হ্যাঁ, কত যেন দেখেছ। এসে তো ছিলে ভরা হাটের মাঝে, ছিল সাকুল্যে আধ ঘন্টা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত