এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ০৪ ফেব্রুয়ারি ২০১২ ০৮:০৭ | 75.76.118.96
  • শুক্কুরবারের সন্ধ্যেয় বরং একটু মিউজিক শুনুন।

  • aka | ০৪ ফেব্রুয়ারি ২০১২ ০২:১৭ | 75.76.118.96
  • মাল খেলে বা না খেলে কেট উইনস্লেটকে বরাবরই সুইট লাগে।
  • Bratin | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৭ | 117.194.97.154
  • ব্যাঙ আর কিকি বড় রেগে গেছে। শান্তি শান্তি শান্তি!!
  • Sibu | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ২১:৫৩ | 216.239.45.4
  • নামটা খ্যাল করলাম ঃ))।

    কার্ণেজ ঠিক ধুম-ধারাক্কা মুভি না। গল্পটা হল, দুই বাচ্চা মাঠে মারামারি করেছে। তাদের বাবা-মা রা মিটমাট করার জন্যে মিটিং-এ বসেছে। বাচ্চারা নিজেদের মধ্যে মিটিয়ে নিল, কিন্তু সফিস্টিকেটেড বাবা মায়েরা জ্‌হ্‌গড়া সুরু করে দিল।

    কেট উইনস্লেট মাল খেলে কি ছুইট লাগে সে আর কি বলব।
  • ppn | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩০ | 112.133.206.22
  • কাজের ঠেলায় ডেম্বাকে উত্তর দেওয়া হয়নি।

    মিলিটারি পেস বোলিংকে তুচ্ছতাচ্ছিল্য করিনি। বরং উল্টোপাল্টা শরীর তাক করে বিমার আসে না বলে তাকে যাথাযোগ্য সম্মান দিয়েই খেলতে হয়। ঃ)
  • Du | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ২১:১৪ | 117.194.205.163
  • সিনেমাটা নয়, শিবুদা, বোলে তো , নামটাই খেয়াল করতে হবে।
  • nk | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ২১:১১ | 151.141.84.239
  • আমি তো যাই খুলি তাতেই দেখি ধাই ধাঁই ধপ ধপাস র‌্যাট ট্যাট ট্যাট ঝপাস হুড় হুড় মুড় মুড় ঘড় ঘড়াম্‌ম্‌ম্‌ম। গোলাগুলি বন্দুক আগুন, টোটাল কেওস। আসল ঘটনা কিছু বোঝাই যায় না। ঃ-)
    তার চেয়ে বরম পুরানোকালের সিরিজগুলো ভালো, মানুষের মুখগুলো অন্তত দেখা যায়। ঃ-)
  • Du | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ২১:০৬ | 117.194.205.163
  • হলিউডি সিনেমাগুলো আজকাল মাদ্রাজী সিনেমার চেয়েও বেশি হয়ে গেছে। টোটাল গাঁজাখুরি। মানে অ্যাকশন সিনেমাগুলো
  • Sibu | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ২০:২২ | 24.104.44.194
  • ওটা সেই আই অঅম স্যামের হিন্দী না?

    আর একটা ইনি্‌ঞ্‌জরী সিন্মার হিন্দী শিগগিরি হবে - কার্ণেজ।
  • Du | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ২০:০৬ | 117.194.205.163
  • নয়তো অজয় দেবগনের সিনেমা দেখতে হব। সিনেমার নাম ? 'ম্যয় অ্যায়্‌সাহি হুঁ '
  • kiki | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ২০:০০ | 59.93.203.123
  • শিবুদা,
    ঠিক।ঃ)
  • Sibu | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫০ | 24.104.44.194
  • কিকিটা বড্ড প্যাসিভ-অ্যাগ্রেসিভ। মেনে নেবে কেন? যেটা দরকার (এই যেমন কাজের লোক), সেটা জাস্ট রেখে/করে নেবে। তাপ্পর বিভীষণকে সেটলড ফ্যাক্ট আনসেটল করতে বলবে।

    এ'রকম দু'চারবার করলে বিভীষণ শিখে যাবে। বোকা তো আর না, শেয়ার মার্কেট বোঝে (কি করে বোঝে কে জানে, আমি তো কিস্যু বুঝি না)।
  • kiki | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪৩ | 59.93.203.123
  • বেঙী মেনে নাও , চাপ কমে যাবে। সব সময় দাঁত বার করে ক্ষমাসুন্দর চোখে জগত কে দেখো। লোক ও তোমার সুখ্যাত করবে।হে হে।
  • kiki | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪১ | 59.93.203.123
  • এবার জনগন বলবে আদেও তোমার কি কোনো ইচ্ছে ছিলো? থাকলে ঠিক উপায় হয়। ঠিক কথা। তবে কিনা নিজের লোকেদের কথা ভাবা , তাদের কষ্ট না পেতে দেওয়া, এসব তো আর সবার দ্বারা হয় না। বিশেষ করে আমার মত আওপাতালিদের। কাজেই আমার দোষ। মেনেই নিয়েচি।
  • kiki | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৪ | 59.93.203.123
  • বেঙীটা টোটাল ছড়াচ্ছে।ঃ) মনে হয় না আদেও ওর কাজ কম্ম নিয়ে কোনো অভিযোগ।ইনফ্যাক্ট আমাদের জেনারেশান পজ্জন্ত কাজ নিয়ে এত বাওয়াল করার কথা মাথায় আসেনি। প্রবলেম অন্য জায়গায়। বাপ মায়েরা আমাদের ছেলেদের মতন করেই আত্মসন্মান টন্মান বুঝিয়ে সিম্পলি যেখানে সেটার কোনো মুল্য নাই সেখেনে ছেড়ে তো দিয়েইছে উপরন্তু খুঁটে খেতে দেয় নি।আগেকার দিনের মতন যদি ভাবতে পারতো বিয়ে হয়েছে আপদ চুকেছে তাও শালা একটা স্ট্যান্ড নেওয়া যায়। এ পুরো শাঁখের করাত। যাগ্গে বাজে প্রসঙ্গ।

    তবে বেঙীটা এলে ভাট কেমন প্রান ফিরে পায় যেন।ঃ)
  • potke | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৫২ | 122.179.101.185
  • ব্যাং ফর্মে আছে,আমাকে আপনি বলছে ঃ)

    এক্কালে এমন চাপ হয়েছিল যে ডেস্কটপে ফোল্ডার বানিয়েছিলাম " working for bou" ! বোতিনের মত পুসি আর হতে পারলাম কই??
  • Sibu | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪১ | 24.104.44.194
  • ডেম্বা, ওটা নিয়ে কে কে কথা বলতে পারে? সুশীলেরা? না খসড়া-লেখকেরা?

    ছোটাই, এই যে কথা বললাম। এবারে তুমি মাঝে মাঝে খেজুর করতে এলেই আড্ডা জমে উঠবে।
  • demba ba | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৫৭ | 121.241.218.132
  • এইটা নিয়ে সবাই চুপ যে?

    http://www.anandabazar.com/3raj1.html
  • aka | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৭:২৭ | 75.76.118.96
  • ঝিকি আমারে আবাজ দেল? না প্রশংসা করল বুইতে পারি নি। ঃ)

    কাজ তো আমি করি না, শুধু ভান করি। বাড়িতে তাও মাঝে মাঝে করতে হয় কিন্তু আপিসে ভান করলেই চলে। এদ্দিনে এটাও না শিখলে ধিক। ;)

    কুমুদি আর দের, থ্যাংকু। বুঝল না আর কেউ বুঝল না ইত্যাদি ইত্যাদি।

    ছোট আই কয়েছে কার কার সাথে নাকি ঝগড়া হয় নি। ছোট আইকে আমি গোটা চারেক সাহসের গোল্ড মেডেল একসাথে দিতে চাই।
  • Netai | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৫৯ | 121.241.98.225
  • লাগলো?
  • Kaju | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২৫ | 121.242.160.180
  • *যদি

    উফ !
  • Kaju | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২৫ | 121.242.160.180
  • না না, আমি কিনলাম এই বইমেলায়। আসলে আমার চিরকাল চোর পালানোর পরই বুদ্ধিটা চড়চড় করে বেড়ে যায় কেমন করে। জদি জানতাম চি-১ এই এগুলো পাবো, তাহলে ভেরিফাই করে নিতাম বিশ্বভারতীর স্টলে গিয়ে। ওটার দামও প্রায় এক, ৪৮/-

    অমিত্রসূদন ভট্টাচার্য সম্পাদিত বলেই ভরসা করছি খানিকটা।
  • i | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২২ | 124.149.176.55
  • ও। তাইলে তো খোঁজ নিতে হয়।
    তুমি গেছিলে লি ম্যা মেলায়?
  • Kaju | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৬:১৭ | 121.242.160.180
  • আমিও তো ওটাই কিনলাম এবার। 'ভাই ছোটোবউ'। আমি কিন্তু বিশ্বভারতীর চিঠিপত্র-১ এর ব্যাপারে জানতে চেয়েছিলাম। ওতে ৩৬ তো?

    আসলে 'একুশে'-তে 'সবগুলো আছে তো?' জিগেস করতে বলল 'মোটামুটি'। ঃ))
  • i | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৬:১৩ | 124.149.176.55
  • নেটের খবর খুব একটা রাখি না। এই বইটা দেখলাম লিটল ম্যগাজিন মেলায়। অমিত্রসূদন ভট্টাচার্যর সম্পাদনা,পূর্বা প্রকাশন। মূল্য পঞ্চাশ টাকা। কেনার যে খুব ইচ্ছে ছিল তা নয়... নিয়ে নিলাম কেন জানি। যাই হোক, কাজে এসে গেল তাড়াতাড়ি। মানে তোমার কাজে।
  • Kaju | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৬:০৯ | 121.242.160.180
  • ইন্দ্রানীদি, ধন্য প্লাস প্লাস প্লাস। ঃ))

    রচনাবলীতে সব ইনক্লুডেড, চিঠিগুলো আলাদা। আর বইগুলোর যা দাম বাড়ছে ! চিঠিগুলো রচনাবলীর মত নেটে আসেনি এখনো?
  • de | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৬:০৭ | 180.149.51.67
  • কার?
  • Kaju | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৬:০৫ | 121.242.160.180
  • আরে দে-দি, ঠিকই ধরেছ। ইনি আসলে সিংহবাহিনী-ই। আজকাল যা বাজার, সিংহের খাবারের দাম জোগানো ক্রমেই দুঃসাধ্য হয়ে উঠছে। তাই বাহনটা পাল্টে ঝিঁঝি করে নিয়েছেন।
  • demba ba | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৬:০৪ | 121.241.218.132
  • শালা।
  • i | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৬:০৩ | 124.149.176.55
  • কাজু,
    হ্যাঁ ৩৬। ১ নম্বর চিঠি সাহাজাদপুর থেকে, জানুয়ারি, ১৮৯০ এর তারিখ।শেষ চিঠি শিলাইদহ, ১৯০২।
  • vc | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৬:০২ | 121.241.218.132
  • ডেম্বাদা ছোটবেলা থেকেই কেমন এট্টু বুড়ো।
  • de | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫৬ | 180.149.51.67
  • ক্রিকেট-বাহিনী -- ইনি আমার কোন মাতা, ঝিঁ-ঝিঁ তে চড়েন? :))
  • ppn | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫৩ | 204.138.240.254
  • রিপ্রেজেন্ট - প্রতিনিধিত্ব

    দল - বাহিনী (?)
  • Kaju | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫৩ | 121.242.160.180
  • একটা সিনেমা হলে ভালো হত, যেখানে একটি হাঁসের ক্রেঙ্কারমুখরিত জবানবন্দীতে সমস্ত ধোঁয়াশায় আচ্ছন্ন বিষয়গুলির প্রকৃত ইতিহাস উন্মোচিত হইবে। নাম হবে 'ইতি হাঁস'। হাঁসের নাম কিন্তু মৃণালিনী নয়।
  • stoic | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫১ | 160.103.2.224
  • ডেম্বার বয়স হচ্ছে বোঝা যাচ্ছে। দিন দিন আরো রিজিড আর সিনিকাল হয়ে যাচ্ছে।
    ;-))
  • vc | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫০ | 121.241.218.132
  • ক্রিকেট নিইয়ে ডেম্বাদা বহুত গাঁটঃ-(
  • stoic | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪৭ | 160.103.2.224
  • আভি সমঝা। এইটা জানতাম না।
  • demba ba | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪৭ | 121.241.218.132
  • তদ্যাবধি উক্ত ক্রিকেট দলকে ত্যাজ্য ঘোষনা করিয়াছি।

    দল-এর সাধুভাষা কী রে বাবা?
  • demba ba | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪৩ | 121.241.218.132
  • শুধু কেন্দ্রীয় ক্রীড়া সংস্থা হস্তক্ষেপ ইত্যাদি নয়, এক্সপ্লিসিটলি লেখা হয়েছিলো যে ক্রিকেট দল ভারতকে রিপ্রেজেন্ট করে না, বিসিসিআই-কে করে।
  • ppn | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪১ | 204.138.240.254
  • ইহার পিছনে ইতিহাস আছে। বিসিসিআই একবার আদালতে হলফনামা দিয়ে জানিয়েছিল তারা অটোনমাস বডি, কেন্দ্রীয় ক্রীড়া সংস্থা হস্তক্ষেপ করতে পারে না। বোধহয় ২০০৭ সালে। ডেম্বা বোধহয় সেইটার রেফারেন্স দিচ্ছে।
  • Kaju | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪০ | 121.242.160.180
  • ইন্দ্রানীদি, বল্লাম যে কাল? চিঠিপত্র-১ এ 'তোমার রবি' তাঁর 'ভাই ছুটি'-কে কতগুলি পত্র লিখেছিলেন? ৩৬ টা কি? এই সংখ্যাটা জানার ছিল।
  • stoic | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩৯ | 160.103.2.224
  • ২০১১ বিশ্বকাপ এর পয়েন টা ঠিক কিলিয়ার হইল নি। ভারত জেতে নাই? আমি কি তাইলে অ্যাদ্দিন ভুল জানতাম?
    ঃ-)
  • demba ba | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩৬ | 121.241.218.132
  • গুড কোশ্চেন। ২০১১-র বিশ্বকাপ ভারত জেতে নাই, বিসিসিআই একাদশ জিতিয়াছে। দ্বিতীয়তঃ জিতিয়াছে নাকি জেতানো হইয়াছে সে বিষয়ে অদ্যপি নিঃসংশয় হইতে পারি নাই।
  • i | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩৫ | 124.149.176.55
  • কাজু, বোল্লে না তো রবীন্দ্রনাথের চিঠিপত্র সংক্রান্ত দরকারটা...
  • Kaju | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩৪ | 121.242.160.180
  • একমাত্র বিশ্বকাপ? ১৯৮৩? কমরেড্ডেম্বাদা কি ২০১১ বিস্মৃত হইলেন?
  • demba ba | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩২ | 121.241.218.132
  • মিলিটারি মিডিয়াম পেসকে অগ্রাহ্য করিও না। ভারতকে একমাত্র বিশ্বকাপ উহাই আনিয়া দিয়াছিলো।
  • ppn | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২৬ | 204.138.240.254
  • আরে না না। ঝিকি আর দের কম্বো তো মিলিটারি পেস বোলিং।
  • y | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২৪ | 61.12.12.84
  • কাউকে খোঁপা বলাটা কি রেসিস্ট কমেন্ট?
  • Kaju | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১৪ | 121.242.160.180
  • ও আচ্ছা। মম-র কথা হচ্ছে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত