bb, মেইল পেয়েছি। আমার বন্ধু ভাস্কর আপনার সাথে যোগাযোগ করবে।
bb | ২৬ জানুয়ারি ২০১২ ১২:৪৭ | 14.97.12.244
ঝিকি, মেল পাঠিয়ে দিয়েছি।
Bratin | ২৬ জানুয়ারি ২০১২ ১১:৩৭ | 14.99.95.215
ও আচ্ছা। লন্ডনের সুচেতনা দি মাঝে মাঝে S নামে লেখেন।
S | ২৬ জানুয়ারি ২০১২ ১১:৩৬ | 99.26.200.89
ব্রতিন বাবু কি আমাকে বললেন। না আমি অন্য লোক, আগে অন্য নামে পোস্টাতাম।
Bratin | ২৬ জানুয়ারি ২০১২ ১১:২৪ | 14.99.95.215
কোহলি গেল। ঃ-((
Bratin | ২৬ জানুয়ারি ২০১২ ১১:২৩ | 14.99.95.215
না কোন আশা নেই। কোন অ্যাপ্লিকেশন নেই lcm দা। শট সিলেকশ্যান নেই। ক্রীজ কামড়ে পড়ে থাকা নেই। পিচ কিন্তু এক খারাপ নয়। ইশান আউট হবার আগে ২/৩ টে ভালো শট খেললো।
lcm | ২৬ জানুয়ারি ২০১২ ১১:১৯ | 69.236.175.179
বোতিন, কি মনে হচ্ছে? ফোর্থ টেস্ট কি বাঁচাতে পারবে?
Bratin | ২৬ জানুয়ারি ২০১২ ১১:১৭ | 14.99.95.215
সু দি নাকি? খবর কী?
Bratin | ২৬ জানুয়ারি ২০১২ ১১:১৪ | 14.99.95.215
ঋদ্ধিমান ওয়েল প্লেড। কোহলি অসাধারন।
S | ২৬ জানুয়ারি ২০১২ ১১:১৪ | 99.26.200.89
তারমানে পরিবত্তন হয়নি
Bratin | ২৬ জানুয়ারি ২০১২ ১১:১৩ | 14.99.95.215
কালকে ১১ টা বাজতে ১০ এ বাড়ি ফিরেছি। আজকে না গেলে হয়তো বই মেলায় যাওয়া আর হবে না। তাই একটু পরে যাবো।
পঃবঙ্গের ট্যাবলো যদিও সবার আগে এসেছে তবুও চিন্তাভাবনায় কী দৈন্য ও গতানুগতিকতার ছাপ। সব রাজ্যই যেখানে বিশেষ কোন লোকসংস্কৃতি বা ইতিহাসের ঘটনা বা পর্যটকস্থান তুলে ধরছে সেইখানে আমাদের ট্যাবলোয় সেই সনাতনী শান্তিনেকেতন, তানপুরার পির্হিং পিড়িং ও বাল্ব খোলা লাগানোর সনাতনী নৃত্য। অফুল শালা।
Jhiki | ২৬ জানুয়ারি ২০১২ ১১:০৭ | 219.83.85.197
@ bb, ভুল id দিয়েছি ঃ-( ঠিকটা হল a_r2609@yahoo.com
ppn | ২৬ জানুয়ারি ২০১২ ০৯:৩৬ | 112.133.206.22
স্থল?
Du | ২৬ জানুয়ারি ২০১২ ০৭:৩৬ | 117.194.199.147
আজকাল জনপথ সে সিধা প্রসারন কোথায় দেখা যায়?
Jhiki | ২৬ জানুয়ারি ২০১২ ০৭:২৭ | 219.83.85.197
ধন্যবাদ bb, আমার বন্ধু হায়দ্রাবাদ সম্বন্ধে আরো অনেক কিছু জানতে চায়!! আপনি প্লীজ আপনার মেইল আই ডি দিন বা a_r_2609@yahoo.com এ একটা মেইল করে দিন।
aranya | ২৬ জানুয়ারি ২০১২ ০৫:৫৯ | 144.160.226.53
অকুস্থল, ক্ষেত্র - আর কিছু মনে পড়ে না ঃ-(
r2h | ২৬ জানুয়ারি ২০১২ ০৫:১৩ | 198.175.62.19
স্থান নয়, একটা ভারিক্কী বাংলা চাই
r2h | ২৬ জানুয়ারি ২০১২ ০৫:১৩ | 198.175.62.19
Venue র বাংলা কি?
kd | ২৬ জানুয়ারি ২০১২ ০১:৩৮ | 59.93.255.104
বড়াই, গুরু মাঠে আর আমি বাড়িতে, একে যদি বাঁচা বলে, তাহ'লে বেঁচে আছি। ঃ(
I | ২৬ জানুয়ারি ২০১২ ০০:৪০ | 14.96.196.91
বৃদ্ধ কাবুলিওলা, তোমার শরীরগতিকের খবর আগে বলো। বেঁচে আছো তো? আর যেন ভুলেও মেলামুখো হতে না শুনি।
kd | ২৬ জানুয়ারি ২০১২ ০০:৩৬ | 59.93.216.122
নিশি, পদ্মাসন ব্যাপারটা কিন্তু বেশ স্টেব্ল বলেই মনে হয়। যখন ভুঁড়িটা ক®¾ট্রালের মধ্যে ছিলো, তখন পারতুম। যদিও বসাটা খুব কঠিন ছিলো না, কিন্তু মিনিট দশ-পনেরো পর পা দু'টো নিজে নিজে আনলক করতে পারতুম না। কাউকে হাঁটু একটু লিফ্ট করে দিলে পেছনে লীন করতে পারতুম আর তারপর পা দু'টো পিড়িং করে খুলে যেতো।
ডিঃ সত্যি সত্যি ""পিড়িং'' করে আওয়াজ হ'তো না। বাংলায় উইক বলে ঠিক শব্দ ইউজ করতে পারিনি। (আজকাল দেখছি কেউ কেউ আসল বক্তব্য ছেড়ে এই সব নিয়ে কাউন্টার করছে, তাই এই ডিসক্লেমারের প্রয়োজন মনে করেছি)।
ডি(২)ঃ এটা জাস্ট আমার কেস। অন্যদের কী হয় জানিনা। স্যাম্প্ল সাইজ ১।
nk | ২৫ জানুয়ারি ২০১২ ২৩:৫০ | 151.141.84.194
আহা বড়াই, থ্যাংকু। ঃ-)
I | ২৫ জানুয়ারি ২০১২ ২৩:৪৭ | 14.96.196.91
এই গানটার লিং আছে, তবে খুব বাজে করে গাওয়া। তার চেয়ে অমর পালের গলায় হাসন শোনো
nk | ২৫ জানুয়ারি ২০১২ ২৩:৪১ | 151.141.84.194
তবে ঋদ্ধি যেটা বললো সেটা ভাবার। নরেন অচেতন হয়ে পড়ে গেছিলো না? পদ্মাসনে বসে বসে কি কেউ অচেতন হয়ে যেতে পারে? অজ্ঞান হলেই তো পড়ে যাবে মেঝেতে????
nk | ২৫ জানুয়ারি ২০১২ ২৩:৩৪ | 151.141.84.194
যাঁরা হোমলোন নিয়েছেন সবাই হাসন রাজার গান শুনুন। "পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া রই/ আমি তো সেই ঘরের মালিক নই। " ঃ-) ঃ-) ঃ-) কারুর লিংক থাকলে দিন।
nk | ২৫ জানুয়ারি ২০১২ ২৩:৩১ | 151.141.84.194
ম্যাক্সিদি, আলো খোঁজা কথাটা গরু খোঁজার থেকে ভালো নয়? তবু দ্যাখো মূল অর্থ লোকে নেয় না! কালের গতি! ঃ-)
S | ২৫ জানুয়ারি ২০১২ ২৩:২৪ | 99.26.200.89
সেকি? একাডেমিয়াতে তো আজকাল দুনিয়া জুরেই ভালো পয়সা। অবশ্য ভালোটা লোকের উপোরে নির্ভর করে। উন্নত দুনিয়াতে তো আলাদা কথা - কারণ সেখানে ভারতবাসীর জন্যে একাডেমি বেশ ভালো অপশান। যেসকল চাকরি করলে একাডেমিয়ার থেকে বহুগুনে বেশি পয়শা করা যায় (যেমন ইনভেস্টমেন্ট ব্যানকিঙ্গ) সেখানে হাথে গোনা দেশি লোক কাজ করে। দিল্লির আশে পাশে কিছু প্রাইভেট কলেজ আছে যেখানে প্রচুর পয়সা দিয়ে লোক রাখে। তাছারা মধ্য প্রাচ্য তো আছেই।
kc | ২৫ জানুয়ারি ২০১২ ২৩:০৯ | 178.61.96.29
আমাদের চাক্রিতে ছাতা থাকেনা, রোদে দাঁড়িয়ে থাগতে হয়। ইহা বাচা।
ppn | ২৫ জানুয়ারি ২০১২ ২৩:০৫ | 112.133.206.22
বুঝলাম, কমরেড কেসি ছাচা করেন না। কেসি আবার ৫ এর ৫।
u | ২৫ জানুয়ারি ২০১২ ২২:৩৫ | 59.164.99.207
ভুটানের রাজা Jigme Singye Wangchuck-এর বউয়ের নাম Sangay Choden Wangchuck।
kc | ২৫ জানুয়ারি ২০১২ ২২:৩২ | 178.61.96.29
ওই দ্যাখেন স্যার যখন বুইতেই পার্ছেন না এক কোটি না ক কোটিতে ঠিক ঠাক হবে কি হবেনা, তখন বুইবার চেষ্টা করাই ছেড়ে দ্যান, টইয়ে ওইসব আত্মাহুতি ফাত্মাহুতি পড়ছেন তো ওসব নিয়ে ভাবুন, বেশী ব্যাথা লাগলে দুপাতা ঘুমের ওসুদ রেডি রাখেন, যখন বুইবেন ঠিকঠাক হচ্ছেনা, গিলে লেবেন।
Nina | ২৫ জানুয়ারি ২০১২ ২২:৩১ | 12.149.39.84
দিন দিন পাঁঠারা দামী হয়ে যাচ্ছে ;-)
bb | ২৫ জানুয়ারি ২০১২ ২২:৩০ | 113.30.136.177
@ঝিকি। হায়েদ্রবাদে মাছ খুব ভাল পাওয়া যায়। হিন্দী বিস্তর চলে, খাওয়া দাওয়া খুব ভাল। কিছু বিস্তারিত জানতে চাইলে বলুন।
Du | ২৫ জানুয়ারি ২০১২ ২২:২৪ | 117.194.199.147
হোম লোনটা হোমানলের মত জ্বালাচ্ছে মনে হচ্ছে ঃ)
aka | ২৫ জানুয়ারি ২০১২ ২২:১৫ | 168.26.215.13
শুধু হোমলোন দাদা? একবার হসপিটাল যেতে হলে কতটাকা লাগে কোন ধারণা আছে? আজ এক কোটি থাকলেও নিশ্চিন্তে রিটায়ার করার কথা ভাবতে পারবেন না। কত কোটি লাগবে কেজানে? আজ থেকে কুড়ি বছর পরে পাঁঠার মাংসর কেজি কত হবে সব ডিপেন্স অন দ্যাট।
kc | ২৫ জানুয়ারি ২০১২ ২২:০৭ | 178.61.96.29
আহা! আফনি কইছেন লোকের কতা? আর এদিকে আমি কইছি আফনার কতা, মানে এই আফনাদের মতন পোকেরা, যাঁরা কইতেছেন হোম লোনের জন্যই ছাচা করে বেড়াতে হচ্ছে। ম্শয় বগল বজবার চান্স ভগমান দিয়েছেন, লিয়ে লিন।
ppn | ২৫ জানুয়ারি ২০১২ ২১:৩৯ | 112.133.206.22
হু। ভগমান এমন কায়দা করেই কতা বলেন।
aka | ২৫ জানুয়ারি ২০১২ ২১:৩৬ | 168.26.215.13
কমরেড একটু অন্য মানে করলে কেসিকে শুধু বড় হোমের জন্যই হোমলোন নিতে হয়। কেসি ৫ এর ও ৫।
ppn | ২৫ জানুয়ারি ২০১২ ২১:৩০ | 112.133.206.22
যাঃ শালা। বড় হোমের জন্যই শুধু লোকে হোম লোন নেয়?
aka | ২৫ জানুয়ারি ২০১২ ২১:১৩ | 168.26.215.13
এদিকে আমার মতন পি-পাকা শালা ভুভারতে আর নাই। কি কুক্ষণে ঐ ধর্ম টইতে খাপ খুলেছি, এখন বোঝো, সমস্ত ধর্ম পড়ে ভগবান কোথায় নেই বের করো। এরে কয় বাঁশ কেন ঝাড়ে কেস। তবু পাকামির পথ থেকে বিচ্যুত হব না।
kc | ২৫ জানুয়ারি ২০১২ ২০:৩৫ | 178.61.96.29
হুনেন মহায়রা, ভগমান না মানবেন ঠিক আছে, ক্ষিন্তু ভগমানের কতা অপ্প করে মানুন। বেশী লোভ না করবেন। বড় হোমের জন্যি আরও বড় হোমলোন নিয়ে হিমায়িত নাই বা হলেন। বগল যে ছোটবেলায় বাজিয়েছেন,ভাল লাগেনি? আর বাজাবেননা? আমারেই দেখুন, যতরকমের লোন ছিল সব শেষ। এখন ইচ্ছে করলেই সকালে আঙ্কারায় ব্রেকফাস্ট করে সন্ধেবেলায় ব্যাঙ্ককে গিয়ে গা টেপাতে পারি। ক্ষিন্তু তাও করিনা, পেলেন ল্যাদ খাই খাটে বসে ছুটি নিয়ে। ধকও নাই। তবে সেটা চুপিচুপি কই। আকবা
অ্যাকাডেমিয়াতে ভাল পয়সাকড়ি হাতে গোনা অল্প কিছু জায়গা ছাড়া নেই (ব্যক্তিগত অভিজ্ঞতা এবং কলীগদের থেকে শোনা; নর্থ আমেরিকা আর ইয়োরোপে)। মানে কর্পোর তুলনায়। দেশে বোধহয় এই ডিফারেন্স টা আরো অনেক বেশি।
maximin | ২৫ জানুয়ারি ২০১২ ১৯:২৪ | 59.93.215.107
গরু হারায় না বলেই লোকে সাধ করে ধর্মে দীক্ষা নেয়।
gopaal | ২৫ জানুয়ারি ২০১২ ১৯:১২ | 122.177.239.87
গরু হারালি অমনিই হয় মা।
demba ba | ২৫ জানুয়ারি ২০১২ ১৯:১০ | 121.241.218.132
কী কাজ করবো সে তো এখনও খুঁজি। গরু খোঁজা মানেই তাই। আগে গরু ধরা, তাপ্পর তাকে খোঁজা।
maximin | ২৫ জানুয়ারি ২০১২ ১৯:০৮ | 59.93.215.107
কাজ স্পেসিফাই করে দিলে সে কাজ করতে আপত্তি হয়না। কিন্তু কী কাজ করবে সেটাও যদি খুঁজতে বেরোতে হয়!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন