এই ঋদ্ধিমান আমার ছুটির দিনের তেইশ মেরে দিল। ওই ''নাড়া নাড়া...'' গানটা। গানটার শেষদিকে যখন নাড়া নাড়া করে লম্বা করে টানছে, তো সেই সময়ের সুরটা আমার খুব ফেবারিট রাগের পকড়ের সুর। ফলে যা কেলো হবার তাই হল, ঐ জায়গাটা মাথায় বসে গেল, আর আমিও মাঝে মাঝেই নাড়া নাড়া বলে চিৎকার করতে লাগলাম। ঘরে তুলকালাম বেধে গেল। জিনিসপত্র ছোঁড়া, চেঁচামেচি সবই হল। কিন্তু এখনো লাইনটা মাথার বইরে বেরোচ্ছেনা। বাইরে গিয়ে আবার নাড়া নাড়া করে করে একটু বিস্তার করে এলাম। মহা ঝামেলা।
ridhhiman | ২০ জানুয়ারি ২০১২ ১৫:৪৮ | 108.218.136.234
ঝড়, কিছু মনে করবেন না, আপনি বাই এনি চান্স সেই বর টা না তো? আরে জাঙ্গিয়া গেনজির মোহ কাটান। এনাফ। টানাটানি পড়বে তো পড়বে। যে দিয়েছে, সেই নিচ্ছে, এইভাবে ভাবুন না ।। মুঃ সেঃর সেক্ষ এপিল কে পাল্লা দিয়ে আপনিও উদার বেপরওয়া মাচো হয়ে যান। হয়ে উদাত্ত কন্ঠে বলুন,' কস্কো কস্কো কস্কো এই নাউ' তবেই না যুগলবন্দী।
মামুর্লেকচার বিষয়ে সবই বলে দিলে, ভালো হল আমাকে আর শুনতে হবে না। লেকচার শুনে শুনে বোর হয়েছি।
maximin | ২০ জানুয়ারি ২০১২ ১৫:২২ | 59.93.164.226
ডিডি (২-৪৬) ভাল্লাগলো।
kumu | ২০ জানুয়ারি ২০১২ ১৫:২০ | 122.176.32.39
মামুর্লেকচার- গুরুচন্ডালীর গোড়ার কথা বেশ গুছিয়ে বলেছেন,তবে সে সময় যারা সরবে ও নীরবে কাজ করেছিলেন,তাঁদের জন্যেই আজকের গুরুচন্ডালী এইখানে পৌঁছেছে।কয়েকজনের নাম শোনার আশায় ছিলাম।শেষে যা বল্লেন,পঞ্চাশ জন লেখা ও উনপঞ্চাশ জন পড়ার সমস্যাটিও নিঃসন্দেহে মনোযোগ যোগ্য। মামুর পকেটে কী?সিগারেট?ব্যাড,ব্যাড। টিনটিনকে দেখলাম দুচোখ ভরে,খরগোশ টুপি পরে,কচি মুখটি গম্ভীর করে বাবার বক্তিমে শুনছে।ওর ডান দিকে সুন্দরী গোলাপী মেয়েটিই মামী তো?
আরেকটা কতা,ঐ ছবিটা দেখে মাথায় এলো,মামী রাগ কোরোনি।বলচি কী,গতবারে তো মামু পেলেন ডেরেসে আম্রিগা গেসল।তা এবারে পাগড়ী টাগড়ী পরিয়ে আম্রিগার জাহাজে তুলে দিলে হয় না?
ridhhi | ২০ জানুয়ারি ২০১২ ১৫:২০ | 108.218.136.234
না, না ঝড় বাড়িয়ে বলছে। ঝড়, শুধু বো ব্যারাক্সের সিন টার ওপর বেস করে বললেন তো? জর্জ বেকার কে আমারো একটু অসহায় লেগেছিল ওখনে । ওটা অনজন ইচ্ছে করে করেছে, আন-রিকোয়াইটেদ লাভ এর জ্বালা মেটাতে।
'মালা' গান টা ওকেই নিয়ে যদ্দুর শুনেছি।
siki | ২০ জানুয়ারি ২০১২ ১৫:১০ | 123.242.248.130
ঝড়,
ঠোঙা।
ঃ)
Jharh | ২০ জানুয়ারি ২০১২ ১৫:১০ | 175.136.194.130
ডিডি - শুধু মোটা? এখন রামায়নের তাড়কা রাক্ষসীর রোলে অনায়াসে কাস্ট করা যায়! ঃ))
Jharh | ২০ জানুয়ারি ২০১২ ১৫:০৮ | 175.136.194.130
'গোপালের' গেঞ্জী জাঙ্গিয়া পড়ুন।
আঃব্বে, তাইলে গোপাল কি পড়বে?
ঃ))
dd | ২০ জানুয়ারি ২০১২ ১৫:০৬ | 110.234.159.216
এই মুনমুন সেন তো যদুপুরে আমাদের সম ব্যাচী। তখন রোগা পাতলা ঝিড়কুট্টে চ্যাহারা ছিলো, আর কথা বলতো পষ্টো বাংলায়। বড়ো হতেই ক্যামন খুকী হয়ে গ্যালো। এখন মোটাও হয়ে গ্যাছে।
হা মহাকাল।
Jharh | ২০ জানুয়ারি ২০১২ ১৫:০৫ | 175.136.194.130
ঐ যাঃ - ঋদ্ধিকে সিড্যুস করতে স্বয়ং মুঃ সেঃ একেনে? ঋদ্ধির জাঙ্গিয়া / গেঞ্জি নিয়ে টানাটানি পড়বে যে!
siki | ২০ জানুয়ারি ২০১২ ১৫:০২ | 123.242.248.130
শবকডা দুষডু ...
আবারও একঘর ঃ)))
siki | ২০ জানুয়ারি ২০১২ ১৪:৫৭ | 123.242.248.130
ঋদ্ধি একঘরের নিচে বোধ হয় কিছু দিতে পারে না ঃ-)) যা-ই লিখছে, হেকুপা হয়ে যাচ্ছি।
ঋদ্ধি, জানি না ইউটিউবে আছে কিনা, থাকতেও পারে। বাড়ি গিয়ে দেখব। এখান থেকে তো খুলবে না। ঃ)
Bratin | ২০ জানুয়ারি ২০১২ ১৪:৫৫ | 122.248.183.1
ভ্যাট হয় নি।
কসকো কসকো কসকো।
নাম টি শুনলেই যেমন মনে হয় আদর মাখানো তেমনি কসকো গেঞ্জি জাঙ্গিয়া মোজা।
Munmun Sen | ২০ জানুয়ারি ২০১২ ১৪:৫৪ | 121.242.160.180
সবকটা দুশডু এক ঝাগায় ঝড়ো হয়েছে ! ঋদ্ধি নঠি বেবি !
dd | ২০ জানুয়ারি ২০১২ ১৪:৫৩ | 110.234.159.216
খ্যা খ্যা খ্যা (রিদ্ধি বাবুর পোস্টো পড়ে)
ridhhiman | ২০ জানুয়ারি ২০১২ ১৪:৪৬ | 108.218.136.234
সিকিকে মনে করানোর জন্য থ্যান্ক্স । ইউটিউবে অছে নাকি? অমার শুধু ঐট্টই মনে ছিলো 'কসকো কসকো কসকো, এই নাউ' !! বাপস। রাইমার সব কটা ছবির যৌন আবেদন একসাথে যোগ করে এক্সপোনেন্ট নিলে ঐ পাচটা লাইনের সমকক্ষ হয়। ছদ্ম-রাগ , মৃদু প্রশ্রয়, একটা খেলুড়ে উইথহোল্ডিং আর অবশেষে রিলিজ, সিডাকশনের সব কটা স্টেপ ঐ ৪ সেকেন্ডের ডায়ালগে প্যকড। পাশে বসে রয়েছে একটা হাঁদা বর। হাইলি চা আর লেড়ে বিস্কুট খাচ্ছে। ঠিক মনে নেই।
মানে, একটা লোক(বর) কি লেভেলের পাঠা হলে, মুনমুন সেনের মত মেয়ে থাক্তে কস্কো কস্কো করে পাগল হতে পারে, আর সেটার জন্য বউকে জ্বালাতে পারে, যাস্ট ভাবতে পারতাম না। কি, ঠিক কি কর্বে কস্কোর গেনজি আর জাঙ্গিয়া পরে? কার যে কিসে মধু।
এই দেশে আবার একটা কস্টকো আছে। আমি প্রথমে কস্কো ভেবে এসব মনে করে খামোখায় উত্তেজিত হয়ে গেছিলাম।
dd | ২০ জানুয়ারি ২০১২ ১৪:৪৬ | 110.234.159.216
ওহ, আরেকটা কথা। মহাসম্পাদক সন্মেলনে আমাদের ঈশেনের "বক্তব্য রাখা" নিয়ে কিছু সত্য ভাষণ।
ওনার অ্যাতো "তো" দোষ ক্যানো? বাংলা সাহিত্যে "তো"র ই®¾ট্রা নাকি দিয়েছিলেন সন্দীপন এরম একটা মিথ চলে আসছে, ঈশেন কি তাতেই অনুপ্রেরিত হোলেন?
আর ওসব আবার কি? রবি ঠাকুরের মতন হাত দুটো পিছনে রেখে কথা কওয়া। সামনে একটু ঝুঁকে পরলেই হুবহু মিলে যেতো।
বরম যখন হাত ঘুড়িয়ে ঘুড়িয়ে নেচে নেচে কইছিলেন তখন সেই "রাখা বক্তব্য" আরো বোধগম্য হচ্ছিলো।
আর তিন চারবার ঘড়ি দেখলো, সকলকে দেখিয়ে দেখিয়ে। উটি কি বৌমার দেওয়া ঘড়ি? না কি কোনো ঘড়ি কোং স্পনসর করলো ঐ বক্তিমে? ব্যাপারটা কি ?
মানে শুধু ঐ সার্টিফিকেট দেবার ব্যাপারে। অন্য কোন ব্যাপারে নয়।
Jharh | ২০ জানুয়ারি ২০১২ ১৪:৩০ | 175.136.194.130
অ! বুয়েচি! কবি নেতাই কে মুঃ সেঃ র সঙ্গে তুলনা করা হচ্ছে। ঃ))
Netai | ২০ জানুয়ারি ২০১২ ১৪:২৯ | 121.241.98.225
ধুম্ধুম করে তিনখানা এক্ষপ্ল্যানেশন একসাথে!!!
Netai | ২০ জানুয়ারি ২০১২ ১৪:২৭ | 121.241.98.225
কবি নেতাই দেওয়া সার্টিফিকেটের সাথে তুলনা করা হয়েছে। 02:06 PM এর পোষ্ট।
siki | ২০ জানুয়ারি ২০১২ ১৪:২৭ | 123.242.248.130
মুঃ সেঃ = কবি নেতাই @ ২ঃ০৬ পি এম।
-- চোখে-আঙুল দাদা।
Kaju | ২০ জানুয়ারি ২০১২ ১৪:২৬ | 121.242.160.180
আরে যেখানে কবি নেতাই নোবেল ও সাহিত্য আকাদেমিপ্রাপ্ত কবি কাজুর সম্বন্ধে মুক্তহস্তে দান করুন-এর মত শংসাপত্র হরির লুঠ দিল, ওটায়।
Jharh | ২০ জানুয়ারি ২০১২ ১৪:২৪ | 175.136.194.130
না না, অ্যাডটা তো দেখেছি - কিন্তু এখানে কিসের সঙ্গে তুলনা করলে সেটা বুইতে লারলাম। ঃ(
Kaju | ২০ জানুয়ারি ২০১২ ১৪:২৩ | 121.242.160.180
বছর ত্রিশেক কেন, আমি তো ২০০১-এ গিয়েও দেকিচি সুর্যসিনানরত মেমদিগকে।
dd | ২০ জানুয়ারি ২০১২ ১৪:২১ | 110.234.159.216
পপ্পনকে
কোভালাম অত্যন্ত ওভার হাইপড। বছর ত্রিশেক আগে ওখানে প্রচুর মেমেরা যেতেন, তাদের দেখতে দিশিরা যেতো। পরে গোয়ার কয়েকটি বীচের অমন সুখ্যাত হয়।
কোভালম বেশ এক্ষপেন্সিভ, সেটা তোমার গায়ে না লাগলে উত্তম সব হোটেল আছে। ডিসেম্বর জানুয়ারীতেও ফুটিফাটা গরম। এখনো সাহেব মেমেদের কাছে খুব পপুলার, আগের থেকে বুক করে না রাখলে ঘর পাবা না।
আর সমুদ্র খুব রাফ, নামতে দ্যায় না। ছানা সারাদিন কি করবে?
siki | ২০ জানুয়ারি ২০১২ ১৪:২১ | 123.242.248.130
ও সরি। ভাওয়ালের কসকো।
siki | ২০ জানুয়ারি ২০১২ ১৪:২০ | 123.242.248.130
এক্কীরে, ঝড় কতো বাচ্চা? কসকোর অ্যাড দ্যাখে নি?
-- কসকো কসকো কসকো। এই নাও তোমার কসকো।
--কসকো গেঞ্জি। য্যামোন টেকসই, ত্যামনি পরেও আরাম।
(অতঃপর মুঃ সেঃ) -- কসকো। ঠিক যেন পালকের স্পর্শ।
ঃ) টিং টিং-টি-টিং
Netai | ২০ জানুয়ারি ২০১২ ১৪:২০ | 121.241.98.225
মুনমুন সেন জাঙিয়ার আড করছে? ঃ))
Kaju | ২০ জানুয়ারি ২০১২ ১৪:২০ | 121.242.160.180
নাম দুবার করে লেখে নাকি? ওপরেই তো আছে।
Netai | ২০ জানুয়ারি ২০১২ ১৪:১৯ | 121.241.98.225
কাজুর 02:15 PM ক্যানসেল। কে লিখেছে বোঝা যায়নি বলে।
"কবি নেতাই বর্তমান প্রজন্মের আরো একজন শক্তিশালী কবি, যিনি সম্প্রতি গোচোনাবিষয়ক একটি হতে-হতে-হড়কে-যাওয়া বাস্তববাদী কবিতাকে ছন্দ-মাত্রা অক্ষুণ্ন রাখিয়া পরিমার্জনা করণপূর্বক নবজন্ম প্রদান করিয়াছেন এবং ছন্দ বিষয়ে পন্ডিতম্মন্য অথচ প্রকৃতপক্ষে পল্লবগ্রাহী কবি কাজুকে কষে কর্ণ মুলিয়া দিয়াছেন।'
Jharh | ২০ জানুয়ারি ২০১২ ১৪:১৪ | 175.136.194.130
নেতাই, কাজু, সিকি, ব্যাং - বাপ্স্! আজ থেকে আম্মো মজার নাম নেব - লগবগে!
siki | ২০ জানুয়ারি ২০১২ ১৪:১২ | 123.242.248.130
পুউরো মনে হল মুনমুন সেন কসকো গেঞ্জি জাঙিয়ার অ্যাড দিলেন।
siki | ২০ জানুয়ারি ২০১২ ১৪:১১ | 123.242.248.130
ঝড়ও হাজির? বেলকাম, ঝড়।
Jharh | ২০ জানুয়ারি ২০১২ ১৪:১০ | 175.136.194.130
ক্ষি চাপ!
Netai | ২০ জানুয়ারি ২০১২ ১৪:১০ | 121.241.98.225
বিবুবাবুর টইতে ঋদ্ধির 01:33 AM এর পোষ্ট নিয়েই হইচই হচ্ছিল?
পড়ে দেখলাম। যাস্ট টুউউ গুড।
Kaju | ২০ জানুয়ারি ২০১২ ১৪:০৬ | 121.242.160.180
আরে এটা তো গান। সুরটা কেউ জানে না নাকি? গেয়ে দেখতে হবে। পপ্পন, তুমি তো জানো।
Netai | ২০ জানুয়ারি ২০১২ ১৪:০৬ | 121.241.98.225
"কবি কাজু, বর্তমান প্রজন্মের এক শক্তিশালি কবি। যেমন অনাবিল শব্দচয়ন, তেমনি অসাধারণ ভাবাপ্রকাশের ক্ষমতা।" -----কবি নেতাই (কবি নেতাই কবি কাজুর কয়েকটি কবিতা পড়ার পর বিশে জানুয়ারি ২০১২ তে এই উক্তিটি করেন।)
Kaju | ২০ জানুয়ারি ২০১২ ১৪:০৩ | 121.242.160.180
আবার নেতু আওয়াজ দিচ্ছে দেখো ! লাভ নাই। আওয়াজ দিলেই বাঁ দিকে সরে গিয়ে পাস দিয়ে দেব বলে দিছি কাল। সিম্পুল।
siki | ২০ জানুয়ারি ২০১২ ১৪:০০ | 123.242.248.130
আমি কাব্যিকালি চ্যালেঞ্জড, কাজু। ঃ)
Netai | ২০ জানুয়ারি ২০১২ ১৩:৫৮ | 121.241.98.225
কাজু তোমার কাব্যপ্রতিভা নিয়ে কারুর মনে তো কোন সংশয় নাই।
Kaju | ২০ জানুয়ারি ২০১২ ১৩:৫২ | 121.242.160.180
আর এখানে গরমে প্রাণ হাঁসফাঁস, তাও কল্পনায় শৈত্যপ্রবাহ কল্পনা করে 'মা-দুলি'-র সুরে খাপে খাপ একটা লিরিক্স বানালাম শুধু একটা সিচুয়েশান শুনে। ক্ষেউ একটা বাক্যিও বলবে সেই নিয়ে? বলবে, লোকবিশেষে। **** ***** ****। উপযুক্ত প্র-রা-সু বসিয়ে নিন শূন্যস্থানে। ঃ-X
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন