এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Nina | ২০ জানুয়ারি ২০১২ ০০:৪০ | 12.149.39.84
  • এমেম কেয়ং আছ?
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ০০:৪০ | 122.167.121.63
  • না নীনাদি, আমার অত সাহস নেই। এক বছর জানুয়ারি মাসের শেষে বেকাল (কেরালা), তার আগে একবছর ফেব্রুয়ারি মাসে গোয়া আর আরেক বছর ফেব্রুয়ারি মাসে পন্ডিচেরি গিয়ে আমার খুব শিক্ষে হয়েছে, সমুদ্র দেখব কি, বালিতে বসে ঘাড়ের ঘামাচি চুলকোচ্ছি। জানুয়ারির শেষ আর এব্রুয়ারির শুরুতেই যদি ঐসব জায়গাগুলোয় গেলে ওমোন অবস্থা হয়, তাহলে মার্চে কী হবে অনুমান কর।
  • maximin | ২০ জানুয়ারি ২০১২ ০০:৩৯ | 59.93.211.140
  • ও আজ ব্রতীনের জন্মদিন? অনেক শুভেচ্ছা ব্রতীন।
  • Nina | ২০ জানুয়ারি ২০১২ ০০:৩৮ | 12.149.39.84
  • হ্যাবাড্ডি বতীন।
    নতুন গুড়ের কেক খাও!
    বেঙি বলেছে বড় হও--
  • ppn | ২০ জানুয়ারি ২০১২ ০০:৩৭ | 122.252.231.10
  • যাঃ হ্যাপি বাড্ডে বলতেই ভুলে গেলাম!

    হ্যাপি বাড্ডে!! ঃ)
  • ppn | ২০ জানুয়ারি ২০১২ ০০:৩৬ | 122.252.231.10
  • আরে বোতিনের জন্মদিন নাকি। অহো, খুব এনজয় কর। সিংহের মত সিংহ হয়ে ওঠো। ;-)
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ০০:৩৫ | 122.167.121.63
  • ব্রতীন, ফেসবুক বলছে এখন তোর জন্মদিন, তোকে উইশ করতে।

    হ্যাপ্পি বাড্ডে। পেট পুরে পায়েস খাও, কেক খাও, বড় হও, বেড়ে ওঠো।
  • ppn | ২০ জানুয়ারি ২০১২ ০০:৩৫ | 122.252.231.10
  • নী-না-দি ঃD
  • Nina | ২০ জানুয়ারি ২০১২ ০০:৩৪ | 12.149.39.84
  • বেঙি বুঝি মার্চে কোভালাম যাস ঃ-)
  • ppn | ২০ জানুয়ারি ২০১২ ০০:৩৩ | 122.252.231.10
  • হুঃ, মে জুনে পুরী গিয়ে গিয়ে চামড়া শক্ত হয়ে গেছে। এই নাদান কোভালম আমার কী করিবে?
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ০০:৩২ | 122.167.121.63
  • মার্চের শেষে গেলে কুর্গেই যা, মানে কুর্গের ঠান্ডা কোনো একটা পকেটে। মার্চের শেষে কোভালাম গেলে গায়ে ফোস্কা পড়বে, ঘামাচি বেরোবে, লোকে "ক্ষ্যাপা' বলবে।
  • ppn | ২০ জানুয়ারি ২০১২ ০০:৩২ | 122.252.231.10
  • ধুর, ঘরের কাছেই তো কেরালা! তার জন্য আবার ট্যুর অপারেটরের কী দরকার?

    আপাতত তিন রাত্রির প্ল্যান, পরে কখনো আলেপ্পি ঘুরে আসা যাবে।

    এবারের উদ্দেশ্য সম্পূর্ণ ল্যাদ খাওয়া আর বারান্দায় বসে বিয়ার খেতে খেতে সমুদ্র দেখা। ঃ)
  • Bratin | ২০ জানুয়ারি ২০১২ ০০:২৮ | 14.96.210.139
  • ও গ্রেট!! আমার এখন হল ন সামনের ৪ - ৫ সপ্তা চাপ। make my trip এ কথা বলেছিলাম। ওদের ১৬,০০০ র প্যাকেজ টা দেখতে পারো। ৬ দিন ৫ রাত্রি।
  • kc | ২০ জানুয়ারি ২০১২ ০০:২৫ | 178.61.96.29
  • ভাল করে শোন, কানটা একটু পোস্কার করে নে। খোল জমেছে মনে হয়।
    আর চ্যালেঞ্জ নিবিনা ......
  • ppn | ২০ জানুয়ারি ২০১২ ০০:২৫ | 122.252.231.10
  • গরমেই যাবো। মার্চের শেষে। এখন সময় নাই, অত পহাও নাই। ঃ(
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ০০:২৪ | 122.167.121.63
  • কোভালম জেতে হলে জানুয়ারির মধ্যেই চলে যা, ফেব্রুয়ারি থেকেই ভালো গরম পড়ে যাবে নয়তো।
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ০০:২৩ | 122.167.121.63
  • তোর মুন্ডু! মোটেও সেকেন্ড লাইনটা ওটা নয়, আমি সেকেন্ড লাইনের প্রথম শব্দটা নিয়ে নিশ্চিত নই, কিন্তু শেষ শব্দগুলো যে ""সংঘাত চায় না'' সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
  • ppn | ২০ জানুয়ারি ২০১২ ০০:২২ | 122.252.231.10
  • বোতিন, আপাতত কুর্গ কাটিয়ে দিলাম। কোভালমের প্ল্যান করছি।
  • kc | ২০ জানুয়ারি ২০১২ ০০:২০ | 178.61.96.29
  • তৃপ্ত আত্মা, অতৃপ্ত আত্মা,
    জড়ো হও সব এক জায়গায়, ...
  • Bratin | ২০ জানুয়ারি ২০১২ ০০:১৬ | 14.96.210.139
  • কী কনফি!! ঃ-))

    অপ্পন থ্যাঙ্কু।
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ০০:১৪ | 122.167.121.63
  • আচ্ছা উত্তরটা দিতে না পারিস, সেকেন্ড লাইনটা কী ছিল, সেটা তো বল? আমারও মনে হয় ঐ লাইনটা আমি ভুল লিখেছি।
  • ppn | ২০ জানুয়ারি ২০১২ ০০:১২ | 112.133.206.18
  • বোতিন, টাকা চলে আসবে। আমার বেশ কয়েকবার হয়েছে।
  • kc | ২০ জানুয়ারি ২০১২ ০০:১২ | 178.61.96.29
  • বেঙি, তুই তো সেকেন্ড লাইনটা ভুল লিখেছিস। এরপরেও ক্ষি উত্তরটা দিতে হব্বে? ঃ-)
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ০০:০৫ | 122.167.121.63
  • কেসি, আছিস? রাত বারোটা যে বেজে গেল। উত্তরটা দিবি না?
  • Paramita | ২০ জানুয়ারি ২০১২ ০০:০০ | 198.95.226.40
  • ইকুর কটেজগুলো কোথায় কেউ বলতে পারবে? বেশ জায়গা। গিয়ে থাকতে ইচ্ছে করছে।
  • byaang | ১৯ জানুয়ারি ২০১২ ২৩:৩৯ | 122.167.121.63
  • কুমুদিটো কুথাকে গেল? কুমুদিটো এলে বলবো, আমি অর্চিটোর উপর খুব রেগে গেছিক বটে! ছুটোলোক অর্চিবাবুটো এক কাপ চা অর্ডার করে একাই খেল বটে, বাহামণির কি খিদেতেষ্টা থাকতেক লাই বটে? হে মারাংবুড়ু, পলাশবনির মাওবাদীরা যেন উ অর্চিবাবুটোকে মেরে হাত-পা ভেঙ্গে দেয় বটে!
  • Bratin | ১৯ জানুয়ারি ২০১২ ২৩:৩০ | 14.96.210.139
  • কিন্তু খুব পরিষ্কার বক্তব্য। চাঁছাছোলা । To the point
  • Bratin | ১৯ জানুয়ারি ২০১২ ২৩:২৬ | 14.96.210.139
  • ওফ মামুর কী হাতনাড়া, ঠিক যেন উঠতি রাজনৈতিক নেতা!! ঃ-))
  • pi | ১৯ জানুয়ারি ২০১২ ২৩:২৬ | 128.231.22.133
  • আমার দু দুটো প্যারা খেয়েছে।
    খাবি তো ক'দিন ধরেই খাচ্ছে। তারপর থেকেই খাবো খাবো রোগ হয়েছে মনে হয়।
  • Bratin | ১৯ জানুয়ারি ২০১২ ২৩:২৪ | 14.96.210.139
  • মামুর বক্তব্য শুনছি। ফাটাফাটি ।
  • aka | ১৯ জানুয়ারি ২০১২ ২৩:২৪ | 168.26.215.13
  • সবই পরম করুণাময় সার্ভারের দয়া। সবই তাঁর ইচ্ছা বালেনক তো নিমিত্ত মাত্র। সার্ভার যদি সার্ফে কাচলে ঠিক হয়।
  • Paramita | ১৯ জানুয়ারি ২০১২ ২৩:২০ | 198.95.226.40
  • কাল আমার দু দু খানা শব্দ খেয়ে নিলো। ব্যাঙ বললো ওরও গ্যাছে। আজ ব্রতীনের টাকা গ্যালো। বাংলা লেখার নতুন কলের তো এমন হাঁ-করা খিদে ছিল না আগে।
  • Bratin | ১৯ জানুয়ারি ২০১২ ২৩:১৮ | 14.96.210.139
  • টাকা বেরোলো না ঃ-((। শুধু টাকা বেড়িয়ে যাবার SMS টা এল। আর যে স্লিপ টা বেরোলো সেটা ব্ল্যাঙ্ক। ঃ-((
  • aka | ১৯ জানুয়ারি ২০১২ ২৩:১৭ | 168.26.215.13
  • ডিডিদা চক্রব্যুহ সম্পর্কে কি বিশেষ কিছু জানা যায়? রণকৌশল নিয়ে আর কি। মানে, নাম কেন চক্রব্যুহ, কেন চক্রব্যুহ ভাঙা খুব কঠিন, কিভাবেই বা ভাঙা যায় ইত্যাদি ইত্যাদি। ইন জেনারাল বিভিন্ন ব্যুহ নিয়ে ইন্টারেস্ট। এটাও কি শুধু ভারতের? নাকি প্রাচীন সভ্যতায় যেখানে মাঠে ঘাঠে যুদ্ধ হত তারাও ব্যুহ রচনা করত?
  • aka | ১৯ জানুয়ারি ২০১২ ২৩:১৩ | 168.26.215.13
  • বোতিনের নীচের পোস্টটা একবর্ণও বুইতে পারলাম না। কি এল আর কি এল না?
  • Bratin | ১৯ জানুয়ারি ২০১২ ২৩:১১ | 14.96.210.139
  • আচ্ছা আমি একটু আগে ATM তেকে টাকা তুলতে গেলাম। SMS এল কিন্তু আগে এল না। কী চাপ। পার্সোনাম ব্যাঙ্কার বলএচেহ 'ভেতর থেকে' ব্যবস্থা করে দেবে। তোমাদের এমনধারা হয়েছে? কুমু দির এমন একটা কেস ছিল না?
  • kd | ১৯ জানুয়ারি ২০১২ ২৩:০৯ | 59.93.245.152
  • নাম = না,
  • kd | ১৯ জানুয়ারি ২০১২ ২৩:০৮ | 59.93.245.152
  • না নাম উনি না। ওনার স্ত্রী সুলোচনা দেবী।
  • Bratin | ১৯ জানুয়ারি ২০১২ ২৩:০৫ | 14.96.210.139
  • মান্না দে নয় সুলোচনা দেবী।
  • siki | ১৯ জানুয়ারি ২০১২ ২২:৩৮ | 141.0.8.106
  • manna de ki chole gelen? Taranonde shunlam jeno! Kothao to news pachhi na ...
  • maximin | ১৯ জানুয়ারি ২০১২ ২১:৫৫ | 59.93.211.140
  • কমলি ছোড় দো নেত্য।
  • Netai | ১৯ জানুয়ারি ২০১২ ২০:৩৩ | 123.238.19.203
  • উঁহু, লেপ নয়, আমি এখন কম্বলের তলায়।
  • Du | ১৯ জানুয়ারি ২০১২ ১৯:৫৮ | 14.96.44.151
  • মমতার কাটাউট লাগাতে লাগাতে আর জায়গা না পেয়ে সে¾ট্রাল পার্কের বাথরুমের দরজার সামনে লাগিয়ে দিয়েছে শেষ পর্য্যন্ত।
  • Bratin | ১৯ জানুয়ারি ২০১২ ১৯:৫৭ | 14.96.210.139
  • জ্জিও ঃ-))
  • Kaju | ১৯ জানুয়ারি ২০১২ ১৯:১১ | 121.242.160.180
  • সংসারে ছাতা? বলে কী গো কিকি !
    মিকি মাউসের খাড়া হল টিকি
    বুঝিনা কিছুই
    ছাতা মাথা ভুঁই
    হয়েছে কী সেটা বলো খুলে দিকি
  • Bratin | ১৯ জানুয়ারি ২০১২ ১৮:৫৬ | 14.96.40.115
  • কিকি র আবার কী হল? এক দিন বই মেলায় ভাট হবে তোমাকে আগে থেকে জানিয়ে দেবো।
  • Kaju | ১৯ জানুয়ারি ২০১২ ১৮:৪৬ | 121.242.160.180
  • আমার সাড়েসাতটা অব্দি একটা। বাড়ি ফিরে আরেট্টা নটা অব্দি।
  • pi | ১৯ জানুয়ারি ২০১২ ১৮:৩৬ | 72.83.83.28
  • হায় হায়, কে সি পাল ছাড়া ছাতার চাগ্রির মর্ম আর কোন বংআলী বুইলো না ঃ(
  • kumu | ১৯ জানুয়ারি ২০১২ ১৮:৩৬ | 122.176.32.39
  • সে আবার কী কথা কিকি।অশান্তি করার জন্য তোমার ঘরে আছে কে?মানিককে তো বোধহয় পগাড়পাড় করে দিয়েচো,থাকার মধ্যে তো ঐ একফোঁট্টা ছেলে।
    অবশ্যি মানিকও দুইফোঁট্টা,তার বেশী নয়।
  • Bratin | ১৯ জানুয়ারি ২০১২ ১৮:৩৬ | 14.96.40.115
  • কুমু দি, ৭ঃ৩০ থেকে কল। ঃ))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত