এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ২৩ জানুয়ারি ২০১২ ১০:২৪ | 219.64.158.174
  • অজ্জিতদার কথা বলতে ভুলে গেছিলাম। ঃ-(
  • demba ba | ২৩ জানুয়ারি ২০১২ ১০:২১ | 121.241.218.132
  • রিলিজিয়াস ক্রুসেড কথাটা কেমন একটা হল। যাই হোক।
  • ppn | ২৩ জানুয়ারি ২০১২ ১০:২১ | 202.91.136.71
  • ক্ষ।
  • demba ba | ২৩ জানুয়ারি ২০১২ ১০:২০ | 121.241.218.132
  • ব্যক্তিগত মতামতঃ সমস্ত তর্ক/আলোচনাকে প্রায় রিলিজিয়াস ক্রুসেডের পর্যায়ে নিয়ে যাওয়া একটা বড় কারণ।
  • Abhyu | ২৩ জানুয়ারি ২০১২ ১০:১৯ | 97.81.91.13
  • আমিও কাল না পরশু এই রকমই বলছিলাম - গুরু অত্যন্ত বোরিং হয়ে গেছে - আর রঙ্গন, বোধি, দময়ন্তী, অক্ষ, বুনান, স্যান, অরিজিত - এরকম অনেককে খুব মিস করি।
  • Tim | ২৩ জানুয়ারি ২০১২ ১০:১৮ | 219.64.158.174
  • কেউ বোর হয়ে, কেউ ঝগড়াঝাঁটির পর। এর মধ্যে অভিমান, ইগো, ফালতু তক্কো এইসব আছে। আরো কি কি আছে ( বা নেই) সে ভগাই জানে।

    ব্যাঙদি, ঃ-)
  • demba ba | ২৩ জানুয়ারি ২০১২ ১০:১৮ | 121.241.218.132
  • কেসটা কী হল?

    কাল নতুন কলে ডানদিকে হিব্রু আসছিলো, আজ সব ঠিক!
  • ridhhi | ২৩ জানুয়ারি ২০১২ ১০:১৩ | 108.218.136.234
  • টিম এই যারা চলে গেছেন তারা কি কারণে চলে গেছেন?
  • byaang | ২৩ জানুয়ারি ২০১২ ১০:১০ | 122.178.196.11
  • তিমি, ঐ যে বল্লাম হেমাঙ্গ হাজরা, মছলিবাবারা লিখলেও ......
  • aka | ২৩ জানুয়ারি ২০১২ ১০:০৮ | 75.76.118.96
  • রিদ্ধি, এসব বুড়ো লোকেদের প্রলাপ। ডোন্ট পে অ্যাটেনশন মাডি। ঃ) এনজয় গুরু।
  • aka | ২৩ জানুয়ারি ২০১২ ১০:০৭ | 75.76.118.96
  • তবু টিমটিমে হ্যারিকেনে বেঁচে থাকে প্রিটেনশাস কিছু আম আদমী তাদের অফুরন্ত প্রবাস নিয়ে, বাঘ সেজে কহনো তারা অয়লার তো কখনো ভাগবতী তো কখনো রোমিলা থাপার। ছেলেবেলার রামযাত্রার ইন্দ্রজিৎ ও তারকার মতন সাদা পাবডার ধুয়ে লাল পাবডার আর সাথে একরাশ ডালপালা। তবুও দিনের শেষে একটা ডিম কম পড়লে দেয়াল লেখা ফুরোয় না, অভিধানে তাকেই বলে ক®¾ট্রালড অ্যানার্কি। ঃ)
  • Tim | ২৩ জানুয়ারি ২০১২ ১০:০৫ | 219.64.158.174
  • উফ্‌ফ বাংলা ক্ষি কটিন। পড়তে হবে....

    ""দূর্ভাগ্যক্রমে গুরুর আবেদন কমে গেছে, যারা...""

    ও আরেকটা কথা। আমি এখনও গুরুর স্পেসে জ্যোতিষিদের মেনে নিতে পারিনা। আমরা সকলেই ১% ঠগ, অতএব সবাইকে স্পেস দিতে হবে এই যুক্তিটাও আমার কাছে কেমন যেন লাগে। ইদিকে আবার পলিটিকাল কারেক্টনেসের তাড়নায় কিছু বলতেও পারিনা। এ এক আজব জাঁতাকল হয়েছে গুরুর।
  • pi | ২৩ জানুয়ারি ২০১২ ১০:০০ | 72.83.83.28
  • দিল্লিবাসী ভ্রাতা ভগিনীগণ, অন্ধজনে দেহ আলো। দিল্লি নিয়ে বিলকুল কোন আইডিয়া নাই।ঃ(
    নয়ডা, সেক্টর ১৮, দলিত প্রেরণা, দিল্লি হাট এরা কি সব একেকজন একেক প্রান্তে ?
    আর গুরুর দিল্লিজনতাও কি একেকজন একেক প্রান্তবাসী ?
  • ridhhiman | ২৩ জানুয়ারি ২০১২ ০৯:৫৯ | 108.218.136.234
  • আকাদা , আড্ডা মারতে মারতে বলছেন আড্ডা হচ্ছে না ! ওর্কুট ফেসবুকে তো মডারেশান হয়, লোকে ব্যান্ড হয়ে যায় আকছার। এখানে ও নিয়ে চাপ নেই।
    ২৪ x ৭ আড্ডা চলছে, আরো চাই !
  • aka | ২৩ জানুয়ারি ২০১২ ০৯:৫৮ | 75.76.118.96
  • নেতাই, আছে আছে ওরই মধ্যে আছে। খুঁজে নিতে হবে, ঠিক ধাঁধার মতন। ঃ))
  • Tim | ২৩ জানুয়ারি ২০১২ ০৯:৫৮ | 219.64.158.174
  • গুরুর স্পেস হারানোটা খানিকটা ব্যালেন্সের অভাব। বাবা-মায়েরা যেমন অনেক সময় প্রত্যাশার চাপে ছেলেমেয়ের জীবন নষ্ট করে দেন, সেইরকম ভাট/টই/ অনলাইন/প্রিন্ট মিলিয়ে গুরুর থেকে প্রকান্ড কিছু আশা করতে গিয়ে গুরুর ক্ষতিই হচ্ছে। মোদ্দা কথা এভরিথিং হ্যাজ এ প্রাইস।

    মামুর বক্তিমেটা দেখুন। সেখানে কোথাও বলা নেই গুরু আসলে আড্ডাখানা বাদে অন্যকিছু। কিন্তু সেসব এখানে এখন খুব কম হয়। চন্ডালীর কোয়ালিটি অত্যন্ত খাজা হয়েছে, যা কিনা এখানকার ইউ এস পি ছিলো। এক সময় ডিডিদা, রঙ্গনদা, ব্ল্যাঙ্কি, স্যান, ভিকি, বোধিদা, মামু, ইন্দোদা, অক্ষদা, দমদি ইত্যাদিরা এখানে নিয়মিত লিখতো। ভাটেই এমন অনেক মণিমুক্তো ছড়ানো থাকতো হেলায় যেগুলো অনায়াসে প্রচ্ছদকাহিনি হয়। এখন অনেকেই আসেনা, যারা আসে তারাও অত্যন্ত অনিয়মিত। গুরু আসলে এত সিরিয়াস এখন, যে প্রায় সেকেন আপিসের মত মনে হয়। ইদিকে আবার গুরু করে পহা পাওয়া যায়না। তাইলে লোকে গুরুতে আসবে কেন? পাতি বোর হয়ে কাটিয়ে দেবে।
    মানুষের সময়ের অভাব কিছু নতুন জিনিস না। আসলে গুরুর আবেদন কমে গেছে একদল মানুষের কাছে, দূর্ভাগ্যক্রমে যারা এখানকার ইউ এস পি ছিলো।
    (ডিঃ এটা আমার ব্যক্তিগত মত। এই নিয়ে কোনরকম তক্কোবিতক্কে যাওয়ার সময় ও ইচ্ছা আমার নেই)
  • pi | ২৩ জানুয়ারি ২০১২ ০৯:৫৬ | 72.83.83.28
  • নেত্যর খ এ ক দেবো ? কিন্তু সেটা লিখবো ক্যামনে ? ঃ(
    কেমন খকখকে শোনাবে না ?
  • Netai | ২৩ জানুয়ারি ২০১২ ০৯:৪১ | 121.241.98.225
  • আকাদাকে খ।
    কি কারণে স্পেস হারিয়েছে না বলার জন্য দু নম্বর কাটা গেছে।
  • ppn | ২৩ জানুয়ারি ২০১২ ০৯:০৬ | 122.252.231.10
  • আকারে ক।
  • a | ২৩ জানুয়ারি ২০১২ ০৮:৪৬ | 208.240.243.170
  • আকাদাকে ক-য়ে ক। কিছু করার নেই, এট বাস্তব। অথবা, গুরুর প্রথম দিকের লোকেরা ঠিক তাল মিলিয়ে চলতে পারছে না, যেমন সব "পরিবর্তন"-এই হয় আর কি

    জানি না, তবে বহুত বোরিং লাগে, খুব সিলেক্টেড কিছু লেখা ছাড়া
  • byaang | ২৩ জানুয়ারি ২০১২ ০৮:২৭ | 122.178.196.11
  • গত মাস দুয়েকের কয়েকটা টই নতুন করে পড়ে দেখে মনে হল - এবার হেমাঙ্গ হাজরা, মছলিবাবা ইত্যাদিরাও যদি এখানে লিখতে শুরু করেন, কিছুতেই বলা যাবে না, ""কী মশাই, ফেলু মিত্তির ডোজটা কেমন দিয়েছিল, মানুষ ঠকিয়ে খেতে খুব মজা না!'' বলেছ কি মরেছ, রেড কার্ড দেখতেই হবে ওপেনলি ফাউল করার জন্য।
  • aka | ২৩ জানুয়ারি ২০১২ ০৭:৫২ | 75.76.118.96
  • কেসি বুইলে, পড়াশুনো, জ্ঞানবৃদ্ধি, আঁতলামো ইত্যাদি তো ছিলই। গুরুচণ্ডালির ইউএসপি ছিল ভালো আড্ডা। বিভিন্ন কারণে সেই আড্ডার স্পেসটা হারিয়েছে। আর পাঁচটা অক্কুট বা ফেবু কমিউনিটি হওয়ার দিকে এগোচ্ছে। কাগু ছাপে না, বুবুভা-কুকচালি বেরয় না, ইউএসপি ভাট ও টই তাতেও এত কূটকাটব্য যে লোকে লেখার আগে বার পাঁচেক ভাবে। তবু বেঁচে থাকে গুরু ও তার সার্ভার আপন আইপি নিয়ে। ঃ)
  • pi | ২৩ জানুয়ারি ২০১২ ০৭:৫০ | 72.83.83.28
  • আমি তো ভেবেছিলাম উনি বন্ধুর কথা বলেছেন। বাংলাদেশের অনেকেই বন্ধুকে মিতা বলে রেফার করেন।
  • aka | ২৩ জানুয়ারি ২০১২ ০৫:৩৮ | 75.76.118.96
  • মিতাদি, বোঝো ক্ষাণ্ড। ও আমিও নই।
  • mita | ২৩ জানুয়ারি ২০১২ ০৫:৩০ | 71.191.42.195
  • মিঠু/আজ্জো, আফ্রোজা'র মিতা আমি নই, অন্য কোনো মিতা। ঃ)
  • kd | ২৩ জানুয়ারি ২০১২ ০৪:৫৩ | 59.93.243.170
  • উইইইইইইইইইইইইইইইইইইইইইইই!!!!!!!!!

    ইন্ডিয়ানাপোলিস, হিয়ার উই কাম!!!!!!!
  • pi | ২৩ জানুয়ারি ২০১২ ০২:৪৩ | 72.83.83.28
  • ঠুমরী বেসড গজল বলা চলে বোধহয়।
  • pi | ২৩ জানুয়ারি ২০১২ ০২:৩৯ | 72.83.83.28
  • না তো। হরিহরণই, ভূপীন্দরই কি আর ঠুমরী গায়ক ? সেটা নিয়েই তো বলছিলাম। এই গানগুলোকে বড়জোর ঠুমরী বেসড কম্পোজিশন বলা যায়। ঠুমরী না। সেদিন থেকে ঐ মূল ঠুমরীটা আর এটা পাশাপাশি শুনছিলাম। ঠুমরীত্ব কেমন করে কীসের জন্য চলে যায়, ধরা যায় কিনা দেখছিলুম।

    গুন্নাইট।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ০২:৩৩ | 59.93.244.151
  • হরিহরণের প্রচুর সুর। মেলোডিয়াস গলা।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ০২:২১ | 59.93.244.151
  • চলি পাই। গুড নাইট।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ০২:১৬ | 59.93.244.151
  • এরা কেউই ঠুমরি গায়ক নন তো।
  • pi | ২৩ জানুয়ারি ২০১২ ০২:১৪ | 72.83.83.28
  • উঁহু, কম না তো। একটু কম। ঃ)
    আর বল্লামই তো, হরিহরণের নাম আসার পর আমার কম বলাটা সেটার তুলনাতেই।

    তবে সুর প্রকৃত অর্থে কম বল্লে আমার আগে মনে আসতো মহেন্দ্র কাপুরের নাম, আর এখন মনে আসে, অনুপম রায় ঃ( ( তবে তার গানের কথা, সুর আমার ভালোই লাগে)
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ০২:১০ | 59.93.244.151
  • কফি পাই ক্যামাক স্ট্রীটে। আপাতত নেই।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ০২:০৭ | 59.93.244.151
  • না ভালো গেয়েছেন তো ঐ আর কি সুর কম! ঠিক যেন সান্ত্বনা দিলে :D
  • pi | ২৩ জানুয়ারি ২০১২ ০১:৫১ | 72.83.83.28
  • না না, ভাল গেয়েছেন তো। সুর কম, হরিহরণের তুলনায়। মানে হরিহরণ গাইলে যেমন হত বলে মনে হয়।
    তবে, এ গানটা আমার ভূপীন্দরের গলায় শুনতে ইচ্ছা করে। ঐ একটু নাসাল টোনে কোমল নি ছুঁয়ে যাওয়া শোনার জন্যই ইচ্ছা করে।

    কফিপাই আবার কোথায় ছিল ? মুখোশ কিন্তু দু'রকম। মোবা আর ইবে। কোনটা পরবে ঠিক কোরো ঃ)

    অচিন্তিদা, আগেরটাই।

    প্পন, কাল রাতে বদলে গেছে তো। মেইল দেখো।
  • nk | ২৩ জানুয়ারি ২০১২ ০১:২৮ | 151.141.84.194
  • অচিন্ত্য, সীমান্তে বিএসেফের ভয়ানক সব জঘন্য কান্ড নিয়ে সাংবাদিকরা কী বলছেন? বা অন্য কোনো মানবাধিকার সংস্থা?
  • achintyarup | ২৩ জানুয়ারি ২০১২ ০০:৫৩ | 59.93.209.149
  • পাই-কে এখন কোন মেইল-এ পাওয়া যাবে?
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ০০:৩২ | 59.93.244.151
  • মিউজিক অ্যারেঞ্জমেন্টও যে সবটাই খারাপ লেগেছে তা নয়। শুরুর বাজনাটা ভালো লাগেনি। পরের দিকে অ্যাকম্পানিমেন্ট ভালো। আর ভালো গেয়েছে তো, সুর কম কোথায়?
  • Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ০০:২৮ | 14.96.39.9
  • আজকে দুপুরে ঘন্টা তিনেক ঘুমিয়েছি। আজকে ঘুম আসা চাপ।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ০০:২৭ | 59.93.244.151
  • আমার আবার মিউজিক অ্যারেঞ্জমেন্টই খারাপ লেগেছে। ভোকালে সুর কম লাগেনি।
  • ppn | ২৩ জানুয়ারি ২০১২ ০০:২৬ | 112.133.206.22
  • সিকি/ঈশানঃ

    গুরুর সার্ভারের আইপি কী চেঞ্জ হয়ে গেছে? এতদিন আমি http:/204.232.193.233 দিয়ে অফিস থেকে গুরু কানেক্ট করতাম। আজকে দেখি কাল রাত 11:02-এর পরে নতুন পোস্ট আর দেখাচ্ছে না। -এ পিং করাতে এই নতুন আইপিটা দেখালঃ 50.57.147.171। এটা দিয়ে অবশ্য নতুন পোস্ট দেখতে পাচ্ছি।

    প্লিজ কনফার্ম মাডি।
  • pi | ২৩ জানুয়ারি ২০১২ ০০:২৫ | 72.83.83.28
  • হুম্ম। সুর এক্টু কম আছে। তবে মিউজিক অ্যারেঞ্জমেন্ট অনেকটাই কমপেন্সসেট করে দ্যায়। ওদিকে ইস্নিপ্সে একটা ভার্শন আছে। সেটা খুব সুন্দর । অনেক বেশি কাজও আছে। প্রচুর খেলিয়ে গাওয়া। পারলে শুনবেন।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ০০:২২ | 59.93.244.151
  • কফি বলতে মনে পড়ল কফি পাই দোকানটা উঠে গেছে।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ০০:২২ | 59.93.244.151
  • পাই যদি যাই মুখোশ পরতে রাজি আছি।
  • kc | ২৩ জানুয়ারি ২০১২ ০০:২১ | 178.61.96.29
  • পাই, ঠুমরী বেসড কম্পোজিশনই বলা ভাল মনে হয়। তবে আমার পুরো কম্পোজিশনটাতেই কেমন সুর কম সুর কম লেগেছে।
    আসলে এ ধরণের কম্পোজিশনে হরিহরণ হলেন টোটাল বস। হরিহরণ হলে আরও ভাল নামাতেন মনে হয়।
  • m | ২৩ জানুয়ারি ২০১২ ০০:২১ | 117.194.34.56
  • কেসি!! শুঁটকির জল দেবো শেষে!ওর কি বায়ু কুপিত না পাগলামি বেড়েছে, পেঁচোয় পায় নি তো- তাইলে কিন্তু অন্য ওষুধঃ)
  • ppn | ২৩ জানুয়ারি ২০১২ ০০:১৮ | 112.133.206.22
  • টেস্ট
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ০০:১৬ | 59.93.244.151
  • আজ থেকে ব্রত নিলাম প্রচুর সাম্প্রদায়িক পোস্ট দেব। সাধের গুরু বানাইল মোরে ইঃ
  • Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ০০:১৫ | 14.96.39.9
  • যাই একটু কফি বানিয়ে নিয়ে আসি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত