এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Netai | ২৫ জানুয়ারি ২০১২ ১৯:০৮ | 121.241.98.225
  • ঃ))
  • siki | ২৫ জানুয়ারি ২০১২ ১৯:০৭ | 122.177.239.87
  • ঃ-))))

    নেঃ, কমপেনসেট করে দিলাম।
  • demba ba | ২৫ জানুয়ারি ২০১২ ১৯:০৭ | 121.241.218.132
  • কর্পোর হাফ। ছাতার হোম লোনঃ-(
  • maximin | ২৫ জানুয়ারি ২০১২ ১৯:০৬ | 59.93.215.107
  • আসলে এই ফ্লেক্সিবিলিটি জিনিসটাই সকলের পোষায় না।
  • Netai | ২৫ জানুয়ারি ২০১২ ১৯:০৬ | 121.241.98.225
  • সিকিদা তিন নং হাসির আগে দুটো এন্টার মারতে ভুলে গেচে।
  • aka | ২৫ জানুয়ারি ২০১২ ১৯:০৪ | 168.26.215.13
  • এখন তো অ্যাকাডেমিক্সে পয়সা কড়ি ভালই। তাও বোধহয় কর্পোর সাথে মেলে না। কিন্তু অন্য ফ্লেক্সিবিলিটি অনেক বেশি।
  • siki | ২৫ জানুয়ারি ২০১২ ১৯:০৪ | 122.177.239.87
  • ঃ)

    দুঃখ কীসে হয়?
    দুঃখ কীসে হয়?
    অ্যাকাডেমিয়াতেও থাকা
    সুখের নয়, সুখের নয়।

    ঃ-))

    একবার ছাড়িয়া রিসার্চের হ্যাপা
    ডেম্বা দেখাক নিজের ক্যাপা
    লেন্সের ফাঁকে রং ভরে নিক
    বুক ভোরে দম নিক সে খানিক
    তাতেই জয়।
    আঙুল চোষে আইটি গায় ঃ-)))
  • demba ba | ২৫ জানুয়ারি ২০১২ ১৮:৫৯ | 121.241.218.132
  • পয়সাকড়ি দিলেই যায়। কিন্তু সেটা শুনে সেদিন যদুপুরের একজন কি খচেই না গেল...সামনাসামনি কিছু বলেনি, আরেকজনের মুখে শুনলাম।
  • maximin | ২৫ জানুয়ারি ২০১২ ১৮:৫৬ | 59.93.215.107
  • অ্যাকাডেমিয়াতে আরও নানা সুবিধে আছে। কিন্তু হায় অন্য অপশন থাকলে কেউ আসে না।
  • demba ba | ২৫ জানুয়ারি ২০১২ ১৮:৫০ | 121.241.218.132
  • সে আমাদেরও তাই। টাইমশীটটা আমার বউয়ের আপিস থেকে ওঠানো দরকার। বা ওই ৪৫ ঘন্টা ভরলেই হল হলেও চলবে। শুদু ওই জন্যে আটকে থাকতে হয় যেঃ-(
  • siki | ২৫ জানুয়ারি ২০১২ ১৮:৪৭ | 122.177.239.87
  • এম্মা। আমার আপিসে জয়েন করো ঃ-) কতক্ষণ থাকছি আদৌ ম্যাটার করে না। পঁয়তাল্লিশ ঘণ্টা ভরলেই হল।
  • aka | ২৫ জানুয়ারি ২০১২ ১৮:৪৬ | 168.26.215.13
  • হিসেব কষে দেখেছি, হালা সত্তরের আগে রিটায়ারের কোন গপ্পই নেই। তাও যদি ইনফ্লেশনটা ঠিক ঠাক থাকে। একটা যদি জর্জিয়া লটারি লেগে যায় তাইলে অন্যকথা অবশ্য।
  • ppn | ২৫ জানুয়ারি ২০১২ ১৮:২৯ | 216.52.215.232
  • হ্যাঁ, কেন নেইয়ের উত্তর কোম্পানি পলিসি।
  • S | ২৫ জানুয়ারি ২০১২ ১৮:২০ | 99.26.200.89
  • কোম্পানি পলিসি
  • demba ba | ২৫ জানুয়ারি ২০১২ ১৮:১৯ | 121.241.218.132
  • আমায় কেউ রোজ পনেরো মিনিটে নিয়ে আসলে নিয়ে গেলে বা ওঃফ্রঃহোঃ করে দিলে কমপ্লেন করবো না। মাইরি। বা অন্ততঃ এই টাইমশীট ব্যাপারটা উঠিয়ে দিলেও হয়। হপ্তায় ৪৫ ঘন্টা বসে থাকতেই হবে - এই নিয়মটা জঘইন্য।
  • stoic | ২৫ জানুয়ারি ২০১২ ১৮:১৭ | 160.103.2.224
  • হনুমান রিসোর্স কে জিগেস কর। স্যাবাটিক্যালের কি কি অপশন আছে। আর না থাকলে কেন নেই।
    ঃ-)
  • stoic | ২৫ জানুয়ারি ২০১২ ১৮:১৩ | 160.103.2.224
  • তবে এটা ঠিক যে প্রত্যেক দিন তিন ঘন্টা কমিউটিং টাইম হলে, কলকাতা বা অন্য কোন বড় শহরে, তাপ্পর আর কিসু করার খুব একটা এনার্জি থাকে না। এটা বেশ বড় চাপ। সেদিক দিয়ে আই আই টি টাইপ ক্যাম্পাস লাইফ বোধহয় অনেক বেটার।
  • demba ba | ২৫ জানুয়ারি ২০১২ ১৮:১০ | 121.241.218.132
  • অ্যাকাডেমিয়ার লোক স্যাবাটিকাল করতে এখেনে আসে। এখানকার লোক কোথায় যায় বা আদৌ যায় কিনা জানি নে। তবে এখনো জানা কমপ্লিট হয় নাই, ওই গোলকধাঁধার পোর্টালে সব খুঁজে বের করা বহুত চাপ।
  • stoic | ২৫ জানুয়ারি ২০১২ ১৮:০৮ | 160.103.2.224
  • স্যাবাটিক্যালের জন্য দরখাস্ত কর।
    ঃ-)
  • Bratin | ২৫ জানুয়ারি ২০১২ ১৮:০৭ | 122.248.183.1
  • ছানা মানুষ করতে হোম লোন? ঃ-))
  • demba ba | ২৫ জানুয়ারি ২০১২ ১৮:০৬ | 121.241.218.132
  • কনফারেন্সের সুযোগ পোচুর, তবে অ্যাকাডেমিয়ার মত ফ্লেক্সি নয় দিনগুলো - কারণ ওই হালার কর্পোরেট। সবচে অসইহ্য দেড় দেড় তিন ঘন্টা জ্যাম ঠেঙানো।
  • demba ba | ২৫ জানুয়ারি ২০১২ ১৮:০৫ | 121.241.218.132
  • রিসার্চেই তো আছি। একদম পুরোদস্তুর ল্যাব - নামে আর কামে। তবে ছুটিছাটা তো বাকি কর্পোরেটের নিয়মে। হাড় কিপ্পন।
  • siki | ২৫ জানুয়ারি ২০১২ ১৮:০৩ | 122.177.239.87
  • ভুলি নাই। কুড়ি ভুলে গেছে সিকিকে। আর আসে না। ক্লায়েনের জলসাঘরে যায় সে রোজ।
  • demba ba | ২৫ জানুয়ারি ২০১২ ১৮:০৩ | 121.241.218.132
  • না ভাবার কী আছে অ্যাঁ? একটার দশ বছর, আরেকটার চার বছর - ঢের ঢের ন্যাপি পোস্কার করেছি, রান্না করেছি, খাইয়েছি, পরিয়েছি, পড়িয়েছি, পিঠে করে ঘুম পাড়িয়েছি। আবার কী?
  • stoic | ২৫ জানুয়ারি ২০১২ ১৮:০৩ | 160.103.2.224
  • ডেম্বা, রিসার্চ বা অ্যাকাডেমিয়া তে থাকলে হয়ত হাতে সময় কিছু বেশি থাকত। মানে ছুটি ছাটা ইত্যাদি। প্লাস কনফারেন্স টনফারেন্সের সুবাদে কিছু ঘোরাঘুরিও হত। তবে পয়সা কম পেতে।
  • de | ২৫ জানুয়ারি ২০১২ ১৮:০২ | 203.197.30.2
  • কিন্তু কুড়িকে সব্বাই ভুলে গ্যালো, এমনকি সিকিও!
  • siki | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:৫৭ | 122.177.239.87
  • আরে, ভাবতে ট্যাক্সো থোড়ি লাগে! আমি রোজ ভাবি লাদাখ যাবো, কেরালা যাবো, মিশর যাবো, মাচু পিচু যাবো, বিশ্বাস করো, রোজ ভাবি, কিন্তু শালার হোঃ লোঃ এবং ছাঃ চাঃ ...
  • de | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:৫৪ | 203.197.30.2
  • বাবা হবার কত্তো সুবিদে! অন্তত: এরম ভাবা তো যায়! :))
  • demba ba | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:৫৪ | 121.241.218.132
  • আমার জন্যে নিইচি নাকি?
  • siki | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:৫৩ | 122.177.239.87
  • বরং কিছু হিম লোন নিলে পাত্তে।
  • siki | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:৫৩ | 122.177.239.87
  • যাশ্‌শালা, হিমালয়ই যদি যাবে তো হোম লোন নিলে কেন?

    আকা, ডিল ঃ-))
  • S | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:৫০ | 99.26.200.89
  • আচ্ছা রয়াল বেঙ্গল রহস্য অনলাইন কোথায় পাবো?
  • vc | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:৪৯ | 121.241.218.132
  • হে হে হে। উইশফুল থিঙ্কিং।
  • demba ba | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:৪৮ | 121.241.218.132
  • তবে বইমেলা যাওয়া নিয়ে আমার কুনো ইসে নাই। যাবো না। বইমেলা নিয়ে অনেক ইসে আছে - কারণ ওই রাস্তা পেরিয়ে বাড়ি যেতে হবে। যত্তসব।
  • demba ba | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:৪৬ | 121.241.218.132
  • হোম লোন মিটে গেলে সেই হোম ছানাশুদ্ধু ছানাদের মায়ের হাতে দিয়ে আমি কাটবো।
  • de | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:৪৫ | 203.197.30.2
  • শুধু হোম লোন? ছানা মানুষ কত্তে হবেনি? -- এই দুটো হয়ে গেলেই ছাতা বেচে দিবো :))
  • Bratin | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:৪৫ | 122.248.183.1
  • এক আমি ছাড়া ঃ-))
  • S | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:৩৬ | 99.26.200.89
  • চাকরি চিরকাল ছাতার-ই হয়, দামি বা সস্তা। সেইজন্যে কোনো মহাপুরুষ কোনোদিন চাকরী করেননি। আর যারা করে তারা ম্যাঙ্গো পাবলিক হয়ে দিন কাটিয়ে দেয়।
  • demba ba | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:৩৪ | 121.241.218.132
  • সব চাকরিই ছাতার। পারলে আজই রিটায়ার করি, কিন্তু ছাতার হোম লোন। পঞ্চাশে রিটায়ার করাও হবে নাঃ-(

    কেবিসি জিততে হবে। তাইলে রিটায়ার করে হিমালয়, আমি, ক্যামেরা ও লেন্স। ব্যাস্‌।
  • phutki | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:২২ | 115.111.176.4
  • আমি বইমেলা যেতে চাই। কিন্তু আজই আমার গুচ্ছ বাজে কাজ। আমারটাও ছাতার চাকরী।
  • aka | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:১৮ | 75.76.118.96
  • সিকিরে আমি উরিব্বাস কলম্বাস লেখাটা আউটসোর্স করে দেব ভাবছি। সিকি ডিল?
  • siki | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:১৭ | 122.177.239.87
  • সে সব কথা পোকাশ্যে কইতে নাই।
  • aka | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:১২ | 75.76.118.96
  • সিকি দাঁত দিয়ে অটোগ্রাফ দেয়? সে তো বুঝলাম কিন্তু দেয় কোথায়?
  • maximin | ২৫ জানুয়ারি ২০১২ ১৬:৫৪ | 59.93.215.107
  • কাবলি তুমি ঠিক আছ তো?
  • maximin | ২৫ জানুয়ারি ২০১২ ১৬:৫৩ | 59.93.215.107
  • মুসলমানের বাড়িতে খাটে বসে বিরিয়ানি খেতে কি দারুন লাগে। খাটে সবাই গোল হয়ে বসবে আর গরম গরম আসবে, আসতে থাকবে।
  • S | ২৫ জানুয়ারি ২০১২ ১৬:৪২ | 99.26.200.89
  • আমি মোটামুটি তিন রকমের বিরিয়ানি জানিঃ
    ১। কোলকাতায় যেরম পাওয়া যায়, ঐ সিরাজ, আমিনিয়া ইত্যাদি - এটা ড্রাই হয়
    ২। হায়দ্রাবাদী - মোটেও পাতা মাতা থাকেনা - এক্টু গ্রেভি হয়
    ৩। লখনঐ - এটাও ড্রাই কিন্তু একটু লাল দেখতে হয়

    ঢাকাতে কেমন পাওয়া যায়? দিল্লিতেই বা কেমন? তবে বিজলি গ্রিলে একরকম খেয়েছিলাম - ড্রাই কিন্তু সিরাজের থেকে একটু আলাদা।

    আর বাকি জায়গায় যা দেয় তা হোলো হলুদ ভাতের সাথে মাঙ্গসো ভাজা।
  • kd | ২৫ জানুয়ারি ২০১২ ১৬:৪২ | 59.93.216.122
  • বিজ্ঞপ্তিঃ

    ২০১২ কলকাতা বইমেলা চটিবিক্রেতা কমিটির নির্দেশে লেখকের অটোগ্রাফ সম্বলিত চটিগুলি ২৫% ডিসকাউন্টে বিক্রয় করা হইবে।
  • Netai | ২৫ জানুয়ারি ২০১২ ১৬:৩৯ | 121.241.98.225
  • কুমুদির মায়ের জন্য শুভেচ্ছা।
  • Netai | ২৫ জানুয়ারি ২০১২ ১৬:৩৬ | 121.241.98.225
  • ইচ্ছে হল একধরনের গঙ্গাফড়িং
  • phutki | ২৫ জানুয়ারি ২০১২ ১৬:২৪ | 121.241.218.132
  • থ্যাঙ্কু ম্যাক্সিমিন। কিন্তু ইচ্ছেটা ভার্চুয়াল না। বেশ ভালমত ইচ্ছে হচ্ছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত