এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kiki | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪২ | 59.93.210.189
  • গান শোনোঃ



    আমি চল্লাম।ঃ)
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪১ | 122.178.207.127
  • অনাচার বুঝি! কী জানি! আমার কেন জানি না মনে হয় ছেলেদের সব জায়গায় সহ্য করা যায়, ক্লাসরুমে, ক্যান্টিনে, অফিসে, মেট্রোয়, বাসে, গুরুতে সব জায়গায়। শুধু বাড়ির ভিতরে ছেলেগুলো ঢুকলেই কেমনধারা একাটা যেন হয়ে যায়। সেই রাজপুত্রের ছাল ছেড়ে ব্যাঙকুমার বেরোনোর মতন। ডমিনেট না কত্তে পারলে বড্ড নিরাপত্তাহীনতায় ভোগে। এখন গে হলে নিজের ঐসব কমপ্লেক্স সামলাও, তার উপর পার্টনারেরও ঐসব কমপ্লেক্স সামলাও। অত ঝামেলা নেওয়া আমার দ্বারা হবে না বাপু।
    পলিটিক্যালি ইনকারেক্ট কথা লিখছি জানি, কিন্তু সত্যের পথ থেকে বিচ্যুত হতে গুরুর মানা আছে।
  • Du | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪০ | 117.194.201.76
  • কুমুদি, বাহা সব কাভার দিয়ে দিয়েছে আর পরের সপ্তাহে হাতে লিখে মুনের বাবাকে মায়ের নামও জানিয়ে দেবে
  • kumu | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৮ | 122.176.32.39
  • মানিক,বিভীষণ কে ডিফেন্ডাব,সেইটুকু টেইমও নাই।শুদু ব্যাং রে জিগিয়ে যাই,ইষ্টি কুটুম কোথায় পৌঁছল?
  • Du | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৫ | 117.194.201.76
  • শ্রীলারামকৃষ্ণা এইজন্যই একদিন বলিবেন - নর নারীকের দ্বার ;-)
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৫ | 168.26.215.13
  • এ কেমন অনাচার!!! ছেলে হয়ে জন্মালে গে হতে আপত্তি কোথায়?
  • kiki | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৪ | 59.93.210.189
  • :P
    সেগুলোই লিখে ফেলো। দুনিয়াবালোকে ভয় পেয়ে হবে কি ঘন্টা? দুটো বাক্যি ই তো শোনাবে। ওতে কি আর সত্যি কিছু যায় আসে?ঃ)
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৯:২৮ | 122.178.207.127
  • আমার ৭ঃ০৯এর পোস্টে কারুর যদি প্রেমিক শব্দটির আগে শালা শব্দটির ব্যবহার নিয়ে আপত্তি থেকে থাকে, তাদেরকে একটা ডিসক্লেমার দিয়ে রাখি - বিশ্বাস করুন, আমি শালা শব্দটি ব্যবহার করতে চাই নি, কিন্তু যে শব্দগুলি ব্যবহার করতে চেয়েছিলাম, সেগুলো লিখলে আপনাদের আরো বেশি আপত্তি হত , তাই ঐটেই লিখতে হল।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১৩ | 122.178.207.127
  • পরজনমে আমি যা হয়েই জন্মাই না কেনা মানুষ অথবা পেঙ্গুইন, যদি মেয়ে হয়ে জন্মাই তবে যেন লেসবিয়ান হই। আর যদি ছেলে (মানুষ) হয়ে জন্মাই তবে যেন বালব্রহ্মচারী হয়ে তাড়াতাড়ি সংসার ছেড়ে চলে যাই। বেশিদিন যেন নিজের বাড়ির মেয়েদের না জ্বালাতন করি। আর যদি পেঙ্গুইন ছেলে হয়ে জন্মাই তাহলে যেন একটাও পেবল খুঁজে না পাই সারা জীবনেও।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০৯ | 122.178.207.127
  • আমি দিব্যি ছিলুম। ঘুরতুম-বেড়াতুম-আড্ডা দিতুম সেসবের জন্য আবার মাইনেও পেতুম। একটা নামকাওয়াস্তে প্রেম করতুম বটে, তবে সেটাতেও তেমন কোনো এফোর্ট দিতে হত না। সারাদিনে তিন-চারটে দুই-তিন লাইনের ইমেল লিখলেই প্রেমের কর্তব্যপালন হয়ে যেত। কিন্তু আমার হিংসুক মায়ের সইলো নি আমার সেই সুখ। তিনি উঠতে বসতে হাহুতাশ করে করে আমাকে ঘেন্না ধরিয়ে দিলেন। খচে গিয়ে দুই-তিনবার বাড়ি ছেড়েও চলে গেছিলাম। কিন্তু সে সময়ে সে পোড়া শহরে কেউ একলা মেয়েকে বাড়িভাড়া দিত না। বাধ্য হয়েই মুখ চুন করে বাড়ি ফিরত। ঐ কটা টাকা মাইনেতে বেশিদিন হোটেলও অ্যাফোর্ড করা যেত না কিনা সে পোড়া সময়ে। তখনও লোকজন ওয়াইটুকে প্রোজেক্টে কাজ করছে। বাধ্য হয়েই সেই মায়ের কাছেই আবার হাঁড়ি মুখ করে ফিরতে হত। মায়ের হাত থেকে নিষ্কৃতি পেতে সেই শালা প্রেমিককেই হ্যাঁ বলে বসলাম। আর হ্যাঁ বলার পর থেকে যা যা হতে লাগল, সে আমি বলতে চাই না। কারণ গুচর লোকদের মন ভারি নরম অল্পতেই কষ্ট পায়।
  • rimi | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০৪ | 168.26.205.19
  • ইহা ভবিতব্য। সার্ভাইভাল ইনস্টিংক্টও বলা যায়।
    আহা, পরজনমে যেন পেঙ্গুইন(মেয়ে) হয়ে জন্মাই!
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৫৯ | 168.26.215.13
  • When a male penguin falls in love with a female penguin, he searches the entire beach to find the perfect pebble to present to her

    ইহা কি ভদ্রতা? নাকি প্রেম?
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৫৪ | 121.242.160.180
  • আহা গো, কিকিদি-র কী দুখ্যু ! তবে তুমি একা নও, আমার অতিপরিচিত এক বিদগ্‌ধা গিন্নীও রোষানলে বেগুনপোড়া হইয়া অনুরূপ কথা বলেন। ঃ)
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪৯ | 122.178.204.237
  • ও কিকি, এগুলো তুমি লিখছ না আমি লিখে ভুল করে তোমার নামে পোস্ট করে দিয়েছি বুঝতে পারছি না।
  • kiki | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪৬ | 59.93.210.189
  • বেঙীরে,
    তোমার মুখপোড়া ডাগতারেরা যা কইছে আমার নিজের ই তা মনে হয়।ঃ(

    আর আমার আপিসে কোনো ছুটি নাই, যবে থেকে কাজে নেগেচি। অন্য কোনো কাজে লাফাতে দেওয়া হয়নি কখন ও। এবং ডানা কেটে রেখে উড়ে যেতে বলে মজা নেওয়া হয়।হালার মরনের আগে কোনো বাঁচনের উপায় নাই। এমনকি আমি এই আপিসে জয়েন কত্তেও চাইনি।আমায় ড্যাডের নাকি আমার চিন্তায় আয়ু কমে যাচ্ছে এই বলে সেন্টু নিয়ে ব্ল্যাকমেলিং করে জয়েন করিয়েছে আর আমার বাড়ীর লোক ও ইকুয়ালী নিজেদের শান্তির কারনে এই চাকরিতে স্থায়ী থাকতে বাধ্য করেছে। আর আমার বসের শালা আরো অদ্ভুত সব আব্দার। তার যেকোনো কিছুর জন্যই আমি দায়ী। এটা আমায় দাঁত বার করে মেনে নিতে হবে। তার সব খেয়াল আমায় দাঁত বার করে সইতে হবে।কোনো প্রশ্ন চলবে না।

    এখন আমার একটাই উইশ।অনেকটা সেই টুনটুনি মায়ের মতো।ছানা উড়তে শিখুক। তারপর মাঝরাতে ফাঁকা হাইওয়েতে ফুল স্পিডে গাড়ী চালাবো। একা।সব জানালা খোলা থাকবে। ঝড়ের রাত হলে আরো ভালো। আর বলাই বাহুল্য তারপর আর কোনো দিন দেখতে চাই না।
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪০ | 121.242.160.180
  • ফোনে তো জিগাইলাম, বলল মনে হচ্ছে আর সে স্বস্থানে নাই। তবে সে ওষুধের গুণে নহে। কারণ ওষুধ কিনিবার লোক কেহ গৃহে নাই।
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৩৫ | 117.194.99.43
  • কাঁটা সঙ্কট ঃ-)
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৩০ | 121.242.160.180
  • আমার তো অনেক পোব্লেম, একটা নিয়েই যা ফেঁসে আছি সকাল থেকে, কিন্তু সে তো তব জানিবার কথা নহে। কোনটার কথা কও?
  • ho | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২৫ | 122.172.248.110
  • ভারি অন্যায় ।
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২৪ | 117.194.99.43
  • কাজু , প্রব্লেম টা সলভ হল ?
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২৩ | 121.242.160.180
  • আপনি মশায় অন্য নাম নিন। ইহা আমার প্রাক্তন নাম। লোগে ভুল কত্তি পারে। ঃ)
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২৩ | 117.194.99.43
  • এক দিন গেছি ২৬ শে। বেশ খানিক ক্ষন বই বেচলাম। কেউ আমার ছবি তোলে নি মনে হচ্ছে। ঃ-((
  • ho | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১৮ | 122.172.248.110
  • ব্রতীন এবার বইমেলা গেলেনা ? গুরুর স্টলে এবার তোমার ছবি দেখলাম নাতো!
  • kumu | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০৮ | 122.176.32.39
  • ডিডিদাকে-
    কলেজে?আমি?পড়াবো?ক্ষী যে কন,অত বিদ্যা কই?
    কর্পোরেট পৃথিবীতে কেটে গেল বটে অনেক দিন,তবে ভাল লাগে না।
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০৩ | 117.194.99.43
  • ৫ তারিখে আমদের রি-ইউনিয়ান। বিদ্যামন্দিরে। আমাদের ব্যাচের প্রচুর ছেলে পুলে আসবে। জমে যাবে।
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০১ | 121.242.160.180
  • শ্ন-দা/দি = Shn
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০০ | 122.178.204.237
  • আপিস-বাড়ি সব সমান। সবই ছাতার। যারা মুখ্যুর স্বর্গে বাস করে, তারা বিয়ে করে। তবে কিনা মুখ্যুর স্বর্গে বাস করার সময়ে বোঝা যায় না সেটা।
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৫৩ | 121.242.160.180
  • শ্ন-দা/দি, যদি ওটা কখনো পড়ে থাকেন, তবে কোশ্নো একটা - ওতে কতগুলো চিঠি আছে? ৩৬ টা কি? 'একুশে' থেকে 'ভাই ছোটোবউ' কিনলাম তাতে ৩৬ টা আছে, অমিত্রসূদন ভট্টাচার্য সম্পাদিত। তাই বাদ কিছু আছে কিনা, একটু ভেরিফাই করছি আর কি। ঃ)
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৫১ | 180.149.51.68
  • মরুদ্যান = আপিস
    আমিও প্রায় বারো-তেরো বছর যাইনি!
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৪৯ | 122.178.204.237
  • মরুদ্যান থেকে কবে লুরুদ্যানে ফিরে এসেছি! আমি দুই-তিনদিনের জন্য গেছিলাম। দশ বছর পরে।
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৪৬ | 180.149.51.68
  • তাড়া নেই, ধীরেসুস্থেই লেখো! মরুদ্যানে ছুটি এখন? :))
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৪০ | 122.178.204.237
  • দেখো দিকি নি, বাজে মিউজিক ডিরেক্টরের হাতে পড়ে একটা ইন্টারেস্টিং সিনেমার কী হাল হয়েছে!!
    সিনেমাটা দেখার সাধ ছিল, এখন এই গানটা দেখে মেজাজটা তেখ্যাঁচড়া হয়ে গেল। ঃ-(
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩৯ | 122.178.204.237
  • আমি ইউটিউব থেকে ফুরসত পেলে তবে না লিখবো! আর আমি কিনেছি প্রচুর বই, সব নিয়ে আসতে পারি নি। ধীরেসুস্থে লিখবো। আগে তো তিমি, ইন্দো এরা সব লিখুক।
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩৬ | 180.149.51.68
  • বইয়ের লিস্টি ব্যাং! তুমিও তো গেসলে বৈমেলা!
  • Shn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩১ | 59.144.10.250
  • কাজুকে, আমাদের বাড়িতে থাকার কথা। কিন্তু লুরুতে না, কলকাতায় ঃ(।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩০ | 122.178.204.237
  • আমাকে কী লিখতে বলছ দে?
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:২৯ | 180.149.51.68
  • থ্যাংকু ব্যাং! তুমিও লিখতে ভুলোনা!
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:২৭ | 122.178.204.237
  • তিমি, অভ্যুর শুরু করা মেলা বই ২০১২র টইটা তুলে দিয়েছি। ওখানে লিখে ফ্যাল।
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:০৭ | 98.249.6.161
  • বইমেলার টইটা কেউ তুলে দিলে লিখে দিতুম কি কি কিনেছি।
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৫৫ | 121.242.160.180
  • আমার একটা জিনিস জানার ছিল। এখানেই দিই। এমনিতেই তো হারাবে।

    কারুর কাছে রবীন্দ্রনাথের চিঠিপত্র-১ আছে? যেগুলো 'ভাই ছুটি' মৃণালিনী দেবী-কে লেখা।
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৫০ | 180.149.51.67
  • কী কী বই কিনলো কেউ লিখলো না :(( , মেলায় যেতে পারিনি বলে কি জানতেও ইচ্ছে হয় না!
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৪০ | 121.242.160.180
  • আমার বেশ কদিন রাতের দিকের মিটিংগুলো বাড়ি থেকে করছিলাম। তা টিম লিড বাদ সেধে বসল। বলে, বাড়ি থেকে রিমোট মেশিনের অ্যাকুরেভ আর কোড তো অ্যাক্সেস হবে না। আপিস থেকেই করতে হবে। আবার সেই দুঃখের দিন এসেছে ফিরিয়া ! একটা ল্যাপটপও দেবে না, কম আছে নাকি।
  • stoic | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪৫ | 160.103.2.224
  • ডেম্বার হিমালায়ান রিটায়ারমেন্ট প্ল্যানের কিছু ডিটেইলস পাওয়া যাবে? মানে হিমালয়ের কোথায়, খচ্চাপাতি কিরকম, ইত্যাদি? আয়াম কাইন্ড অফ ইন্টারেস্টেড।
    ঃ-)
  • Netai | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪২ | 121.241.98.225
  • হুম্ম
    গাঁজার সাথে চিনি চলে। দারুর সাথে না।
  • Jhiki | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪১ | 219.83.85.197
  • দে কে ডিট্টো।
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪১ | 180.149.51.68
  • এছাড়াও দারুর সাথে চিনি মোটেই খাওয়া উচিত নয়!
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩৭ | 180.149.51.68
  • খালি গন্ডার বায়াস! বিবাহিতা (এবং চাকুরীরতা) নারীদের জন্যও আপিসই মরুদ্যান!
  • a | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩১ | 125.16.135.194
  • অজ্জিতদা দোকান পাল্টেছো নাকি? কোথায় গেলে?
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২৯ | 202.91.136.71
  • বিবাহিত পুরুষের জন্য আপিস হল নির্ভীক পোতাশ্রয়, সবুজ ঘাসের দেশের ভিতর দারুচিনি দ্বীপ।

    কোন মুখ্যু আপিস কাটায়! ;-)
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২২ | 14.96.100.243
  • আরে আমাদের কোম্পানী অনেকে লাস্ট কবে আপিসে গেছে তাও মনে থাকে না। অনেকে লোক ই মাসে প্রায় ২/৩ দিন আপিস যায়।
    ঃ-))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত