এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • bb | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩৯ | 117.195.187.68
  • @dd এখানে দু-দিন আগে আমার শ্বশুর মহাশয়কে knee replacement এর জন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, উনি আমার লিখিত questionnaire এ নিজে হাতে উত্তর লিখে দিলেন। তারপর assistant এর কাছে পাঠালেন যিনি ৩০ মিনিটের উপর সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। এই ব্যাপারটা কোলকাতায় পাই না। একটু ভাল ব্যবহার, হয়ত চাপ খুব বেশী।
  • dd | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩৩ | 59.97.120.111
  • আবার সেই কমপারিজন। ফের।

    তাও ও লিখি, ব্যাংগালুরুতে এসে (আঠারো বছর আগে) প্রথমেই যেটা অবাক করেছিলো যে ডাক্তারেরা এতো সময় দিয়ে রোগী দ্যাখেন। কলকেতায় কোনো ডাক্তারেরই সময় থাকেনা, একটা চেম্বারে এসেই হাঁপাতে হাঁপাতে অন্য চেম্বারে । ঘর ভর্ত্তি কাতারে কাতারে রোগী। প্রশ্ন করলে উত্তর মেলে না।

    কোনো নামকরা ডাক্তারকে "দেখানো" মানে পুরোদিন ছুটি নিতে হয়। সেটাই দস্তুর ছিলো কলকেতায়। হেথায় নয়।

    কলকাতায় ভালো ডাক্তার মানেই বদমেজাজী,রেগে আগুন তেলে বেগুন। এটা একটা ট্র্যাডিশন। আমরা সবাই বিশ্বাস করতাম। হেথায় ডাক্তারদের স্বচ্ছন্দে প্রশ্ন করা যায়।

    মনে হয় কলকেতার তুলনায় মাথা পিছু ডাক্তার বোধয় লুরুতে বেশী , অনেক বেশী। অ্যাট লিস্ট অমন থিক থিকে ভীড় তো কোথাও দেখি না।
  • bb | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১৮ | 117.195.187.68
  • বাইপাসের ধারের ঐ হাসপাতালেই গত আগস্টে আমার কাকুর মৃত্যু হয়েছে। একই পদ্ধতি অবলম্বন করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। প্রথমেই আই সি উ, তারপর বাইরে করে বললেন অবিলম্বে অপারেশন করতে হবে। কোন দ্বিতীয় মতামতের সুযোগ না দিয়ে, অপারেশন হল। তাকে বেডে দেওয়া হল, কথা বললেন। তারপর রাত্রে বলা হল তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। তিনদিন রেখে সব শেষ। কিছুই জানলাম না, কিসের জন্য অপারেশন হল, কেন হঠাৎ সব শেষ হয়ে গেল।
  • kumu | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১২:২৭ | 122.176.32.39
  • অর্পণের লিং
    অমানবিক!কী নিষ্ঠুর খেলা এক যন্ত্রণাকাতর শিশুকে নিয়ে।মাকেও কাছে যেতে দেয়া হচ্ছে না,একলা কেটেছে তার শেষের প্রহরগুলি।

    তবে একটি কথা,উৎসবের দিনেও শাড়ীর মত একটি পোশাক শিশুদের না পরালেই বোধহয় ভালো,বিশেষত যেখানে আগুন রয়েছে।তাছাড়া পড়েযাওয়ার ভয়ও থাকে।
  • ppn | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৬ | 202.91.136.71
  • আবার এক ঘটনা। তবুও কারোর কিছুই হবে না এই বা**-এর সিস্টেমে।

    http://www.anandabazar.com/7swasth1.html
  • demba ba | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:২০ | 121.241.218.132
  • অদ্ভুত তো! কোনো কনসিস্টেন্সি নেই। আমি তো ফন্ট ইনস্টল করিনি - তাই মনে হচ্ছিলো বর্তমান ইউনিকোড হয়ে গেছে কিনা!!!
  • ppn | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৬ | 202.91.136.71
  • ফন্ট ইন্সটল করার পরে ফাফতেও ঠিক দেখাচ্ছে। দুটোতেই।
  • ppn | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৩ | 202.91.136.71
  • জানলাতে এই রকম দেখাচ্ছেঃ

    আই-ই আর ক্রোমে দুটোতেই বাংলা দেখাচ্ছে

    ফাফতে কোনটাতেই দেখাচ্ছে না। পুরো হিব্রু।
  • Netai | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:১০ | 121.241.98.225
  • কোন ডিফারেন্স নেই।
    দুটোতেই অ্যাক্সেস ডিনায়েড আসছে।
  • demba ba | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৮ | 121.241.218.132
  • ইয়ে - বর্তমানের ব্যাপারটা কেউ একটু টেস্ট করে বলবে নাকি?

    http://bartamanpatrika.com/
    http://www.bartamanpatrika.com/


    - দুটোর মধ্যে কোনো তফাত আসছে কিনা?

    ফুটকি আর ভিসিও করে দেখলে ভালো। এখানকার ডিএনএস আর প্রক্সি-র ব্যাপার কিনা বোঝা যাবে।
  • ppn | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৭ | 202.91.136.71
  • দীপু, ইমোটিকন ঠিকঠাক দে! ঃ O
  • demba ba | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৬ | 121.241.218.132
  • অ্যাকচুয়াল কথাটা ছিলো "জারোয়া ভাষায়"
  • Netai | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৫ | 121.241.98.225
  • ম্যামিদির কুইজের উত্তর আমার জানা নাই।
  • Netai | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫২ | 121.241.98.225
  • অনেকেই জানেনা।
    বদ্দিতে বর্ধমান আছে।
    আর বর্ধমান থাকলে প্রচুর বাঙালী থাকতে বাধ্য।
    ঐ বাঙালীদের মধ্যে আমার অনেক বন্ধু ছিল।
    তাদের মধ্যে প্রসেনজিৎ ছিল।
    সে আমার ক্লোজ বন্ধু ছিল।
    সেও বিয়ে করেছিল সদ্য।
    তাই ভাবলাম সিমলা যখন এসেইছি
    বদ্দিও ঘুরে যাই অদ্য।

    এই হল বেত্যান্ত কুমুদি।
  • y | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৯ | 61.12.12.84
  • জারোয়াদের জন্য রবীন্দ্ররচনাবলী?!! ঃ-B
  • Netai | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪০ | 121.241.98.225
  • খবরটা আনদবাজারেও বেরিয়েছে।
    http://www.anandabazar.com/archive/1120204/4swasth1.html

    ইহা তো মমদিদির সিরিয়াস মন্তব্য ছিলনা। নিছকই টিপ্পনি। তাই লিখেছে আবাপ।
  • ppn | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৬ | 202.91.136.71
  • কেউ কি গুগল ক্রোমে সোলেমানলিপি দিয়ে ঠিকঠাক বাংলা দেখতে পাচ্ছে? আগাম ধন্যবাদ।
  • demba ba | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৮ | 121.241.218.132
  • আর আনন্দবাজারের ক্ষেত্রে ডাব্লু ডাব্লু ডাব্লু না দিলে ওয়েবসেন্স ব্লক করে বলে potentially unwanted software, দিলে দিব্যি আবাপ খুলে যায়।

    !!!
  • demba ba | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৭ | 121.241.218.132
  • বর্তমানের ওয়েবসাইটে একটা অদ্ভুত কেস হয় যার কারণটা বুঝি না। ডাব্লু ডাব্লু ডাব্লু না দিলে হিব্রু আসে, আর দিলে সব ঠিকঠাক। লিনাক্সে।
  • ppn | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৩ | 216.52.215.232
  • মাসকয়েক আগে পঃবঃ সরকারের তরফে জারোয়াদের জন্য রবীন্দ্ররচনাবলী প্রকাশ করার একটা মহতী প্রস্তাবনা ছিল। ইটিভিতে দেখিয়েছিল। কী জানি কেন, তার পরে আর এই নিয়ে কোথাও উচ্চবাচ্য শুনিনি।
  • demba ba | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:০৯ | 121.241.218.132
  • বর্তমানে তো ছিলো, আর টিভিতেই দেখিয়েছে। টিভিতে একটা রেকর্ডার লাগানো দরকার - তাইলে এইসব সারা পালিন-esque কেসগুলো মনের আনন্দে ইউটিউবে তুলে তুলে রাখা যাবে।
  • demba ba | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫০ | 121.241.218.132
  • কুর্গ/উটিতে যাওয়ার কোনো চান্সই নেই। হিমালয় ইজ হিমালয়। ধারেকাছে কেউ আসে না।
  • Bratin | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৬:৫২ | 117.194.98.95
  • আমি ব্রিস্ক ওয়াকিং করবো বলে ভোর ভোর( আমার) উঠেছি। তাই উপস্থিত দিয়ে গেনু।
  • achintyarup | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৪ | 115.111.248.134
  • পীযূষকান্তি সরকারের পারফরমেন্সের কোনো ভিডিও পাওয়া যায়? আমি ইউটিউবে অনেকগুলো গান পেলুম, কিন্তু সেরকম ভিডিও কিছু দেখলুম না
  • nk | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫০ | 151.141.84.239
  • সার্ভারের নাট বল্টু খুলে দেয় কারা যেন, কিন্তু ওনার মাথার নাটবল্টু খুলতে পারে না বলে উনি সব বুঝতে পারেন, এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে তো এই নতুনটাও সত্যি হবারই সম্ভাবনা। ঃ-)
  • ppn | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫০ | 112.133.206.22
  • বর্তমানে বেরিয়েছিল।
  • a | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৬ | 208.240.243.170
  • ফেবুতে একটা গল্প দেখছি, দিদি নাকি শিশুমৃত্যু নিয়ে বলছেন "আজ যাদের বাচ্চা হচ্ছে তারা দশ মাস আগে (তথা বাম জমানায়) গর্ভবতী হয়েছিলেন"

    এটা কি সত্যি? কেউ দেখেছে? কোন লিং আছে? আমার কেমন যেন বিশ্বাস হচ্ছে না
  • phutki | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৫ | 14.96.199.111
  • টম অ্যান্ড জেরির যেগুলো ফ্রেড কুইম্বির বানানো সেইগুলো বেস্ট। মিস্টি গোলুমোলু ব্যাপার। চাক জোন্সের বানানোগুলো আর ভাল হয়নি। এই ডিফারেন্সটা সেই ছোটোবেলাতেই বুঝতে পেরে গেছিলাম।
  • ppn | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৫ | 112.133.206.22
  • ডোরেমন কেন বাচ্চাদের ভালো লাগে জানি। একটা বাচ্চা ছেলে, যার ভাই বা বোন নেই, অন্তর্মুখী, বাবা বা মায়ের সঙ্গও বেশি পায় না, পড়াশোনাতেও অ্যাভারেজ, এদিকে প্রচুর হোমওয়ার্কের চাপ। তার একটাই রোবট বেড়াল ছিল, যাকে নিয়ে তার নিজস্ব কল্পনার জগত গড়ে ওঠে। তার সাহায্যে সে গ্রহগ্রহান্তরে যায়, দুষ্টু ছেলেদের শায়েস্তা করে, এমনকী গার্লফ্রেন্ডকে ইম্প্রেস করে নানাভাবে।

    এর পরেও ছোটদের ভালো না লেগে পারে! ঃ)

    এমনিতে সবই ভালো। তবে বড় লাউড। একটু চুপচাপ আর উইটি হলে ভালো লাগত। যেমন এইটাঃ

    http://www.shaunthesheep.com/
  • aka | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৯ | 168.26.215.13
  • টম অ্যাণ্ড জেরির এত দুনম্বরি ভার্সন আছে। সেগুলো মোটেও ভালো না, বাচ্ছাদেরও না।
  • phutki | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৬ | 14.96.199.111
  • না মানে, আমিই সুযোগ পেলে দেখে থাকি আর কী। অষ্টপ্রহর ট্রাই করিনি, কিন্তু ... যাগ্গে। আপনার সমস্যাটা বুঝলুম প্‌প্‌ন স্যার। ঃ-)
  • ppn | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৫ | 112.133.206.22
  • আরে টিনটিন আরেকটু বড় বাচ্চাদের জন্য। যারা নিজে নিজে পড়তে পারবে।

    কিন্তু এই ডোরেমন আর ছোটা ভীম আর নেওয়া যাচ্ছে না।
  • aka | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪১ | 168.26.215.13
  • আমার পোলা টিনটিন পড়তাসে, পাগলের মতন পড়তাসে, নতুন বইয়ের জন্য এখন অপেক্ষা করছে কবে আসবে। রিডিং হ্যাবিটই বদলে গেছে ছেলের এক বইতে।
  • ppn | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৮ | 112.133.206.22
  • পিএম, একটাই দেখছি টাইমলেস ক্লাসিক।

    টম এন জেরি।
  • nk | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৭ | 151.141.84.239
  • মমদি আর বাআমদি---এ যে রাজযোটক!
    কবিরা গেলেন কোথা? এমন মিল বৃথা যেতে দেবেন না!
    ঃ-)
  • ppn | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৭ | 112.133.206.22
  • ফুটকিবাউর কি ছানাপোনা আছে? না হলে বলতাম দংশেনি যারে আশীবিষে ইত্যাদি। ঃ)

    ডোরেমন খারাপ কি খারাপ না সেইটা ইস্যু না। কথাখান অইল যে কানের সামনে অষ্টপ্রহর দাদুসঙ্গীত চালালেও লোকে ক্ষেপে গিয়ে একদিন কেলাবে।
  • PM | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৬ | 2.50.43.93
  • ডোরেমন দেখতে দেখতে আমার মেয়ে নাওয়া খাওয়া ভুলে যায়। কি যে ভালো লাগে বুঝি না।

    আবার আমরা ডোনাল্ড ডাক, মিকি এসবে মোহিত হোতাম----- ও পাত্তাই দেয় না। কমিক্সেও জেনেরেশন গ্যাপ?
  • aka | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৩ | 168.26.215.13
  • ্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌

    বাআমদি থেকেও হয়, বালেনক আপিসে খোলে না।
  • PM | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৩ | 2.50.43.93
  • ব্রতীন... আবার ২ বছর পরে.... (দীর্ঘনিশ্বাস)

    কাজুর পদ্য খুব ভালো হয়েছে..... এক্কেবারে হৃদয় নিংড়ে বার হওয়া পদ্য ঃ)

    যদিও আমি জীবনে কোড করি নি..... তোমার দুঃখ বুঝতে পারছি
  • aka | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩২ | 168.26.215.13
  • ্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌

    ম্যাজিক।
  • u | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩০ | 59.164.191.18
  • বালেনক থেকে আন্ডারস্কোর টেপো।
  • aka | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩০ | 168.26.215.13
  • নাঃ ঃ(
  • aka | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৯ | 168.26.215.13
  • U+0332 দেখি
  • phutki | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৫ | 14.96.199.111
  • ডোরেমন খারাপ বলার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ জানিয়ে গেলাম।
  • u | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৫ | 59.164.191.18
  • ্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌ কলের মায়া।
  • aka | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৪ | 168.26.215.13
  • না না দিদির লেখা বুঝেছি, কিন্তু সবুজ লাইনটা এলো কেং করে?
  • u | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:২২ | 59.164.191.18
  • দিদির নাম থেকে পোস্ট করলে সিবাল ক্যালাবে।
  • aka | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৯ | 168.26.215.13
  • এটা কে দেফু নাকি?
  • u | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:১২ | 59.164.191.18
  • বৃষ্টি
    ্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌

    টাপুর টুপুর সারা দুপুর
    ডুম-ডুমরি গাছে ময়ূর
    ঝমঝমাঝম বৃষ্টি পুকুর
    প্রকৃতি মা খুব সুন্দর।।

    একঝাঁক হাঁস সাঁতার কাটে
    মৎস্যকন্যারা জল ঘাঁটে
    পদ্মপাতায় পুকুর ভরাট
    কাঁকড়া ছানা জলে সম্রাট।।

    টাপুর টুপুর বৃষ্টি পড়ে
    বৃষ্টির জল মোদের ঘরে
    ইচ্ছে হয় সাঁতার কাটি রাস্তা ধরে
    বৃষ্টি পড়লে মিষ্টি ঝরে।।
  • Bratin | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩১ | 117.194.97.31
  • PM দা, খুব ভালো হয়েছে। প্রায় ৯৫০ লোক হয়েছিল।

    ভলিবল ম্যাচ। সাংস্কৃতিক অনুষ্ঠান। আর ২০০০ অবধি রিটায়ার করা সব স্যার দের সংবর্ধনা দেওয়া হল। MB,SB,SKB,GC,ML,BG,DG,SKC,SM,SS অনেকে এসেছিলেন। দীপঙ্কর মহারাজ, সত্যব্রত মহারাজ আরো অনেকে।

    ভাত,ডাল, শুক্তো,আলি-বাদাম-লঙ্কা ভাজা,তপসে ফ্রাই,পাবদার ঝাল, আমসত্ব খেঁজুরের চাটনি, রসোগোল্লা, গুড়ের রসোগোল্লা, দই,পান।

    বিকেলে হ্যান্ড শ্যাডো গ্রাফি অমর সেন,সব্যসাচী সেন। বেশ উপভোগ্য হয়েছিল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত