এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • phutki | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৬ | 121.241.218.132
  • আপনি মনে হয় exception যা কিনা rule কে প্রমাণ করে। সবাই আপনার মত হলে উইশ করার প্রথা থাকত না। আর আপনি আছেন যখন তখন এই প্রথা নাম এনেও লোকে ভালই আছে। এই আর কী।
  • demba ba | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৫ | 121.241.218.132
  • আমার যদি উইশ করতে ভালো না লাগে তাইলে কি আমি অভদ্র? সেটাই তো কোশ্চেন। কেসি কয়েছিলো এইগুনো ভালো অভ্যেস। তো সেইটা কি বুলিয়ান?
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৪ | 203.197.30.4
  • না ডেম্বাবু, আপনি যেমং অভদ্র নন তেমতি উইশ যাঁরা করেন তাঁরাও নন! পসন্দ আপনা আপনা!
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৩ | 14.96.159.218
  • কে কে এই পিয়া কে? ত্মার কলেজ জীবনের দুটির একটি নাকি? ঃ-)
  • demba ba | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫২ | 121.241.218.132
  • প্পনকে ক। বন্ধু-টন্ধুদের উইশ করলেই বা কী, না করলেই বা কী?

    সেম গোজ উইথ প্রণামস। এগুনো দিয়ে কী প্রমাণ হয়?
  • phutki | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫২ | 121.241.218.132
  • ইচ্ছে না হলেও উইশ আবার কে করতে বলে। যাদের উইশ করে নিজের ভাল লাগে তাদেরই তো উইশ করা হয়। নাকি?
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫২ | 216.52.215.232
  • আর জম্মোদিনের উইশ করাটা আমার কাছে অনেকটা পিয়ার প্রেশারে পড়ে করা।

    (উফ, এই পিয়াকে নিয়ে আর পারা গেল না!)
  • demba ba | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫১ | 121.241.218.132
  • দিনকাল দেখে তো তাই মনে হয় যে উইশ না করা অভদ্রতা।

    আর কোনো ব্যক্তিকে পছন্দ/অপছন্দের ব্যাপার নেই কোনো, এই উইশ জিনিসটাই কেমং বোকা বোকা ব্যাপার। আমি কাউকেই উইশ/টুইশ করতে পছন্দ করি না, পেতেও না। তাইলে কি আমি অভদ্র?
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫১ | 121.242.160.180
  • আমার আবার হ্যাবাড্ডে বা মেমেহ্যারিঅদাডে বলে পচে গেছে। নতুন কিছু মাথায় এলে বিশুদ্ধ বঙ্গীয় ভাষায় জানাই।
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫০ | 204.138.240.254
  • দ্যাখেন, দেঁতো হাসি আমার কাছে একটা কৃত্রিম ব্যপার। মানে যাদের সাথে খুব একটা পটে না, অথচ নানা কারণে সম্পক্কো ঠিক না রাখলেই নয়, তাদের জন্য ঠিক আছে। নইলে বন্ধুবন্ধবদের জন্য (যাদের জন্মদিনে উইশ না করলেও ঠিক জানি প্রয়োজনের সময় ঠিক পাশে পাওয়া যাবে) দেঁতো হাসি হাসাটাই তো একটা সূক্ষ্ম লেভেলের অভদ্রতা।
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৮ | 203.197.30.4
  • কি মুশকিল! ইচ্ছা না হলেও কেউ উইশ কত্তে জোরাজুরি করেচে নাকি? :))
  • Bratin | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৮ | 14.96.159.218
  • হ্যাঁ আমি জন্মদিনে , বিবাহ বার্ষিকী কে উইশ পেতে এবং করতে ভালোবাসি। তবে অরির ও পয়েন্ট টাও ভ্যালিড। তাই আমি যাদের পছন্দ করি না তাদের উইশ করি না। বাংলা কাটিয়ে দি।

    আর একটুভেবে দেখুন ।

    উইশ নানা প্রকারঃ

    ১। ফেসবুকে বা অর্কুটে
    ২। SMS পাঠিয়ে
    ৩। মেলে মেসেজ পাঠিয়ে
    ৪। মেলে e- কার্ড পাঠিয়ে
    ৫। কল করে
    ৬। সাক্ষাতে

    প্রিয় জন কতো টা প্রিয় তার ওপরে নির্ভর করে ১- ৬ আমি প্রয়োগ করে থাকি।ঃ-)))
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৭ | 121.242.160.180
  • দেঁতো হাসি কি ব্যঙ্গার্থে হাসি নাকি? না না, আমি তো জানতুম খানিকটা তোষামুদে হেঁ হেঁ করা হাসি। উহা দাঁত কেলিয়ে হাসি বা দাঁ কে লিয়ে হাসি। হাসলে দাঁত ভালো থাকে।
  • demba ba | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৫ | 121.241.218.132
  • মানে ওই সবাই উইশ কচ্চে তাই আম্মো করলাম, নইলে লোকে কী বলবে ইত্যাদি।
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৪ | 121.242.160.180
  • দে-দি,

    কবি বলতে কি মহাকবি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস? সে সময় আমরা তো কেউই ধরাধামে ইহরূপে অবতীর্ণ হই নাই। তিনি কাকে মিন করেছিলেন, সে বলা কি সম্ভব?
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৩ | 203.197.30.4
  • এইখানে এট্টা অ্যাকাডেমিক কোচ্চেন -- দেঁতো হাসির সঙ্গে দাঁতের কোন সম্পক্কো আছে কি? বরং এটা বোধহয় খানিকটা ব্যঙ্গার্থক হাসি!

    দ্বিতীয় প্রশ্ন -- দেঁতো হাসি আবার কে হাসলো? আমি তো দেখিনি!
  • demba ba | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪০ | 121.241.218.132
  • আর জন্মদিনে উইশ না করা মানেই কী ভালো ব্যবহার না করা বা সম্পক্কো খারাপ করা?
  • demba ba | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৯ | 121.241.218.132
  • ভালো ব্যবহারের সঙ্গে দেঁতো হাসি হেসে উইশ করার সম্পক্কো কী?
  • phutki | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৫ | 121.241.218.132
  • আর সিকি কে জন্মদিনের শুভেচ্ছা (যদিও একটু দেরিতে জানালাম)।
  • ppn | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৪ | 204.138.240.254
  • কমরেড আকা তো চন্নোবিন্দুকে কাল ভেড়ার গায়ে সেঁটে দিয়েছেন।
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৪ | 203.197.30.4
  • একেনে হনুমানজী আর ভীমসেন অর্থে কবি কাদের মিন করিলেন? :))
  • phutki | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৪ | 121.241.218.132
  • ভাল ব্যবহার মন বেশ ভাল রাখে। ছোটোবেলায় বলা হত, "আপ ভালা তো জগ ভালা"। তাই ভাল কথা , হাসি এগুলো আমার চারপাশটাই ভাল করে দেয় বলে আমার মনে হয়।
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩২ | 121.242.160.180
  • চন্নোবিন্দু রিস্‌কাওলা নিয়ে চলে গেছে !

    পুছ অর্থে পুচ্ছ। হনুমানজী সেই ভীমসেনকে বলেছিলেন না, 'মেরা পুছ উঠা দো।'
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৭ | 203.197.30.4
  • কাজু, চন্নোবিন্দুরে আবার কোতায় ফেল্লে?
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৬ | 203.197.30.4
  • নীরবতা ভঙ্গকারী নেতাইরে কানমোলা দাও!

    কালকে লেখা হয়নি -- আমারও মনে হয় স্বাভাবিক আর বেসিক ভদ্রতা, একটু ভালো ব্যবহার, হাসিমুখ -- এইসব ভালো অভ্যেস আর গুণগুলো (হয়তো পারিপার্শ্বিক চাপেই) হারিয়ে যাচ্ছে! বার্থডে উইশ করতে ভালো লাগে, চেনা মানুষের বিশেষত: না দেখেও খুব চেনা বন্ধুদের জন্মদিনে আনন্দ হয়, অকারণেই হয়! এই আলাপ-পরিচয়ের খোঁজেই তো এই জগতে ঘোরাফেরা -- নাহলে তো চেনা জগতই যথেষ্ট ছিলো!
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৫ | 121.242.160.180
  • নেতাই বরং একটা পুছ লে লো।
  • phutki | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৪ | 121.241.218.132
  • কুছ লেতে কিঁউ নহী ?
  • Netai | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৪ | 121.241.98.225
  • হ্যাঁ
    হ্যাঁ
    হ্যাঁ
    হ্যাঁচ্চো
    .
    .
    .
    এক্ষকিউজ মি
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫৯ | 122.167.86.31
  • সঞ্জীবকুমার আর নিবেদিতার অন্য কিছু গান দেখাচ্ছে, ফির চাঁদ নিকল আ বলে কোনো গান দেখাচ্ছে না।
  • Du | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫৪ | 117.194.199.184
  • না ব্যাঙ , এটা তো পাচ্ছি। ওটা সঞ্জীবকুমার আর নিবেদিতা
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৩৪ | 122.167.86.31
  • শুধু ঘুমোলেই চলবে? খেতেটেতে হয় না? শ্রীসেন্নাই গেলে খাবটা কী? না খেলে বাঁচব না কি? তখন মৃত্যুভয়ে ঘুম পালিয়ে যাবে না?
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৩২ | 122.167.86.31
  • দু, তুমি কি দেবানন্দের পেয়িংগেস্ট সিনেমার গানটার কথা বলছ? সেটা হয়ে থাকলে এটা
  • Du | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৯:২৫ | 117.194.199.184
  • 'ফির চান্দ নিকল আয়ে' এইরকম একটা গান ছিলো না ? খানিকটা 'চিলো চাঁদ মেঘের পারে' র মতো সুর। ইউটিউব কিছুই দিচ্ছে না ঃ(
  • dd | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৯:২২ | 59.97.120.54
  • যাদের যাদের ঘুম্পায় না তাদেরকে একটা অসুদ বাতলাতে পারি।
    সেন্নাই চলে এসো।
    আল্লি কৈশোর থেকে শুরু করে অদ্যাবধি মানে কিনা লেট যৈবন, (ক্যানো আপনেরা কি ভেবেছিলেন শুনি?)আমি ঘুমাতংকে ভুগতাম। কিছুতেই ঘুমাতে পারতাম না। ভেড়াগোনা, গভীর নিঃশ্বাদ, মদ,গাঁজা,ঘুমের অসুদ সবই বিফলে যায় রে।

    আর এখন আমাকে দেখুন, দেখে শিখুন। রাত সাড় আট্টা এখন আমার কাছে নিশ্ছিদ্র গভীর গহীন রাত। শ্রীসেন্নাই এসে আমি ভ্যাবলার মতন ঘুমাতে শিখলাম।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৪২ | 122.167.219.83
  • কিকি, ভুলেও ও সব্বোনাশটি কোরো নি। আমি যত্তোবার আমার কাউনসেলিং করাতে গেলাম, মুখপোড়ারা বলে ""আপনার কাউন্সেলিং করে লাভ নাই, আপনার চারপাশে যারা থাকে তাদের নিয়ে আসুন!!'' !! দেখো দিকি নি কান্ডখানা!! সব্বাইকে পেশেন না বানালেই কি নয়!!!
  • kiki | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৩৫ | 59.93.242.194
  • ভাবচি ঘুম ব্যাপার্টা বেঙীর সাথে ভাগাভাগি করে নিলে হয়। আমি তো পারলে সব সময় ঘুমাই।বেঙীর যেমন সব সময় কিছু না কিছু করে যেতে ইচ্ছে করে আমার তেমনি কখনই কিছু কত্তে ইচ্ছে করে না। আর এমনিতেও সব সময় ঝিমাই। অদ্ভুত উল্টোপাল্টা। হাঁ ডাগতার আমার কি কাউন্সেলিং এ যাওয়া উচিত? এদিকে লোকে বলছে আমি কাউন্সেলিং এ গেলে সে ডাগতার ই পাগল হয়ে যাবে আমায় সুস্থ করার বদলে।

    এদিকে কাব্লিদা আমাজ্জন্য চটি আনবেন কিনা বল্লেন না।ঃ(
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৮:২৩ | 122.167.219.83
  • এবাবা, মিতাদি, সুমিতডাক্তার, সিকিবেবি সব্বার জন্মদিন মিস করে গেছি। ঃ-(

    মিতাদি, বিলেটেড হ্যাপ্পি বাড্ডে। আরো একদিন পেট পুরে ভালোমন্দ খেয়ে নিও। তুমি লুরু কবে আসছ?

    সুমিতডাক্তার তোমাকেও বিলেটেড হ্যাপ্পি বাড্ডে। তুমিও বাপু বইমেলা ফুরিয়ে গেলে একদিন ভালোমন্দ খেয়ে নিও।
    (আমি জনগণের স্বার্থে কয়েকটি কথা বলতে চাই সুমিতডাক্তারের সম্পর্কে। ভাটুরেদের কারুর যদি মানুষের শরীরে পুরে দেওয়া দেবদূত দেখার ইচ্ছে থেকে থাকে সুমিতডাক্তারের সঙ্গে খানিকক্ষণ কাটিয়ে আসুন। আমার ছানাটি যদি বড় হয়ে সুমিতডাক্তারের স্বভাবের ছিটেফোঁটাও পায়, তার মা হিসেবে আমার ভারি গর্ব হবে, এটুকু বলতে পারি। খুব বেশি ভালো কথা বলে ফেল্লুম বুঝি! আচ্ছা তাহলে ব্যালেন্স আনি। রে সুমিতডাক্তার, নিজের জন্মদিন উপলক্ষ্যে সিকিকে বিরিয়ানি খাওয়ানো হয়েছে, তাও আবার জিশানের? ধম্মে সইবে এরকম ডিসক্রিমিনেশন? আমি কি একটা মানুষ নই? আমার কি ভালোমন্দ খেতে লোভ হয় না?)

    সিকির জন্মদিনটা এখনো পুরোনো হয় নি। তাই সিকিকে বিলেটেড বলব না, শুধু হ্যাপ্পি বাড্ডে বলব। খবরদার বইমেলা যাওয়ার নাম করে আর কিছু খাস নি বাপু, হিংসেয় জ্বলে পুড়ে মরব, তাই কি তুই চাস?
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৮:০৭ | 122.167.219.83
  • কেসি, একটু জিমেল চেকাস।
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:৫১ | 168.26.215.13
  • হ্যাঁ দিত তো, আমার খুব প্রিয় গান।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:২৯ | 122.178.206.157
  • রোজ মানে বুধবার, বুধবার।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:২৯ | 122.178.206.157
  • আজ আর ঘুম আসবে না রে। তাচ্চেয়ে ইউটিউবই ভালো।

    আকা, মানে কী আর বলব তোকে, ভেবে পাই না। এই গানটা প্রায় রোজ চিত্রহারে দিত।
  • achintyarup | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:২৪ | 59.93.243.144
  • ঠিকাছে। এখন ঘুমুতে যা।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:২২ | 122.178.206.157
  • কানেকশনটা অতি ঝুলের । ডাউনলোড করতে দিলে বাকি সব উইন্ডোয় চাকা ঘুরে চলেছে। কাল ধীরেসুস্থে ডাউনলোড করব।
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:১৬ | 168.26.215.13
  • এই নে পুরনো দিনের গান শোন।

  • achintyarup | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:১৫ | 59.93.243.144
  • দারুণ। নুক্কড়গুলি ডাউনলোড করে একটা ডিভিডি বানিয়ে ফেল দিকি
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:১৪ | 122.178.206.157
  • আমি এখন ইউটিউবে পুরনো সব সিরিয়াল খুঁজছি। নুক্কড়ের সব কটা এপিসোড পেয়ে গেছি। চুনৌতিরও একটা বাইশ মিনিটের ক্লিপ খুঁজে পেলাম।
  • achintyarup | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:১৪ | 59.93.243.144
  • কেন? পরের্দিন
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:১২ | 122.178.206.157
  • যাঃ বাবা, ঘুমালে, ভাটাবো কখন?
  • achintyarup | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:১১ | 59.93.243.144
  • আবেব্ব্যাং, ঘুমুতে যাসনি যে বড়ো?
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:০৭ | 122.178.206.157
  • বরং, আমিই এই লিং টা দিলুম, আকা, হুতো আর নিশিকে। আমার সঙ্গে ভাটানোর প্রাইজ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত