এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Netai | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০০ | 121.241.98.225
  • মিনিদি কি আমায় কিছু শুধিয়েছিলে?
  • Ishan | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০০ | 117.194.43.157
  • আমাকে একজন বলল, মেট্রো হওয়া নিয়ে কোনো সন্দেহ নেই। দিদির যা স্পিড, সামনের ভোট আসার আগেই জোকা-এয়ারপোর্ট, আর কি কি রুট আছে, সব মেট্রো হয়ে যাবে। কিন্তু তারপর ভেঙে না পড়লেই হয়। ঃ)
  • Netai | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০০ | 121.241.98.225
  • আমি বুঝতে পারিনি।
  • maximin | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৫৮ | 59.93.210.165
  • কাজের ফাঁকে ভাট বলে কি নেত্য পাত্তা দেয়না?
  • Ishan | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৫৮ | 117.194.43.157
  • হুঁ হুঁ কলকেতায় মেট্রো হয়ে গেলে তখন দেখবেন। ঃ)
  • ppn | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৪৫ | 112.133.206.22
  • ভুল বললাম। সব জায়গায় ফ্লাইওভার না। বেশ কিছু আন্ডারপাসও আছে।
  • Netai | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩৯ | 121.241.98.225
  • কুন্তলের খবর এমনিতে জানি। শেষ কথা হয়েছে মাস তিনেক আগে।

    তোমারও কি ক®¾ট্রাল সিস্টেমে এম টেক?

    আমাদের ব্যাচের আরো এক জন যদুপুর থেকে এমটেক করেছিল। সে হচ্ছে সুমিত হোড়। এছাড়া শ্যামল ও একবছর জলুতে কাটিয়ে গেছে।
  • ppn | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩৮ | 112.133.206.22
  • এই এক জিনিস লুরুর ORR (আউটার রিং রোড)-এ। তবে গত দু বছর ধরে ফ্লাইওভারের পরে ফ্লাইওভার বসিয়ে ম্যানেজ দিয়েছে। আর নতুন অ্যাডেড এরিয়া সাপোর্ট দেবার জন্য এইবার আরো বড় পেরিমিটার নিয়ে পেরিফেরাল রিং রোড বানাবে।
  • Du | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৭:২৪ | 117.194.193.205
  • অরন্য, আগে উত্তর দেওয়া হয়নি, ছেলে ঐ স্কুলে আর পাড়াতেই খেলছে। সাইতে নিয়ে গিয়েছিলাম , কিন্তু দুএক দিনেই সময় নষ্ট মনে হয়েছে - পরে কি হত জানিনা।
    আপাততঃ রুনি মশায়ের কোলাজ গড়ে উঠছে দেওয়ালে। আর পরীক্ষাও ঘনিয়ে এসেছে।
    আপনাদের কেমন চলছে?
  • maximin | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৭:০৪ | 59.93.210.165
  • আবার আসিলাম। না আসিলে ভাটিয়ালি / মন লাগে খালি খালি।
  • T | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৪৬ | 14.139.128.11
  • @Netai, কুন্তল আর আমি যাদবপুরে এম টেক একই ব্যাচ। ও তো এখন আই আই টি কেজিপি তে। পি এইচ ডি প্রায় শেষ, থিসিস লিখছে শুনলাম। সামনেই বিয়ে।
  • demba ba | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪১ | 121.241.218.132
  • সিরিয়াস নোটে - শুধু বাইপাস নয়, কলকাতার পেরিমিটার বরাবর যে "অ্যাডেড এরিয়া" গুলো ঢুকেছে, সবেতেই একই প্রবলেম। শর্ট টার্ম গোল (পড়ুন ভোট) রক্ষা করতে গিয়ে লং টার্ম হুড়কো লেগেছে। মজাটা হল সেই হুড়কো এমনই, যে ওই শর্ট টার্ম গোল (অর্থাৎ ভোট)-এরও সাড়ে দেড়টা বেজেছে।
  • quark | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২৮ | 202.141.148.99
  • এই বিষয়ে বছর পাঁচেক আগে (তখনও ফ্লাইওভার এর কাজ শুরু হয় নি) আমার এক বন্ধুর উক্তি - " এবার তো বাইপাসের অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে দেখছি "
  • PM | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৪ | 86.96.226.87
  • বইমেলা আর আপনাদের হক্কল্কে মিস করেছি। সিকির বর্ননা পড়ে মনটা আরো উদাস হয়ে গেলো। হালার চাগ্রী আর ক্লায়েন্ট।( হপুস নয়নে কান্নার ইমো)

    ব্রতীন ভায়া, রেউনিয়ন কেমোন কাটালে?
  • Netai | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৪ | 121.241.98.225
  • টিউবলাইট উইথ নো ইলেকট্রিক চোক?
  • demba ba | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫২ | 121.241.218.132
  • হায়, আমাদের মত ফেরার সময় শুধু ক্যাপ্টেন ভেড়ি থেকে পরমা অবধি চল্লিশ মিনিট তো লাগাতে হয়নি...
  • ppn | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৫ | 112.133.206.22
  • যাহ! ওমনাথ দেখি একটু টিউবলাইট গোছের হয়ে গেছে। ঃ(
  • Jhiki | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩১ | 182.253.0.99
  • কঃপুঃ নিয়ে আমিও একমত। ৩১শে ডিসেঃ রাতে পার্কস্ট্রীটে কঃপুঃ র ব্যবস্থাপনা চোখে পড়ার মত ভালো ছিল। আজকাল পঃবঃ পুঃও একটু হাত পা ঝেড়ে কাজকর্ম করছে, আলিপুরদুয়ারের একটা ঘটনা নিয়ে লেখার ইচ্ছে আছে, হালফিলের খবরটা জানার পর লিখব।
  • siki | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১৭ | 155.136.80.81
  • বাইপাসের ওপর বাইপাস হচ্ছে তো! লম্বা ফ্লাইওভার হচ্ছে বাইপাসকে বাইপাস করার জন্য।

    জনতার ট্যাক্সের পহা, ম্যানেজ কল্লেই বা কী, ড্যামেজ কল্লেই বা কী!

    টোটাল একটা ভুলভাল জায়গা ঐ সায়েন্স সিটি চত্বর। তবে মিলনমেলা নিয়ে কোনও কথা হবে না। সুন্দর অর্গানাইজড জায়গা। অত ক্যাঅসের মাঝে। শুক্রবার আমি যা ভিড় দেখেছি, লাখের ওপর তো হবেই। আমাদের প্রগতি ময়দানে এক লাখ লোক ঢুকলে গেট বন্ধ করে দেওয়া হয় কিছুক্ষণের জন্য। সেখানে মিলনমেলায় কপু খুব ভালো সামলেছে ভিড়।

    এবং হ্যাটস অফ টু কপু। দিল্লিতে থেকে থেকে পুলিশকে তো মনুষ্যপদবাচ্য ভাবতেই ভুলে গেছিলাম। কপু খুব খুব ভালো কাজ করেছে। একদম মানুষের মত কাজ করেছে। যেভাবে দিলীপবাবুকে এসকর্ট করে নিয়ে ট্যাক্সিতে তুলে দিল, ঐ ভিড়ের মধ্যেও, জাস্ট ভাবা যায় না। ইট হ্যাপেনস ওনলি ইন কলকাতা।
  • demba ba | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১৫ | 121.241.218.132
  • আজ আবার সেক্টর ফাইভেও কীসব ওয়ান ওয়ে চালু হয়েছে। পেল্লায় জ্যাম।
  • demba ba | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১২:২৬ | 121.241.218.132
  • হুঁঃ। ছ মাস ধরে বলে আসছি - যে ওই পার্ক সার্কাস ফ্লাই ওভার আর মিলন মেলা/সায়েন্স সিটি - পুরো ত্র্যহস্পর্শ। কেউ শোনে নাই। এই এদ্দিন বাদে টেলিগ্রাফ ফ্লাইওভারের গপ্পো লিখলো - শনিবার। আহা, আগামী চার পাঁচ বছর বাইপাসে যে কী হাল হবে ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে।
  • omnath | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৭ | 59.160.210.2
  • আলাদীনের ৪০ প্রদীপ টা আলিবাবা আর ৪০ চোর এর সাথে ঘেঁটে গেছে - এইটে এখন হঠাৎ মনে হল। আসলে উনি বলতে চেয়েছিলেন - ""এ-কি আরব্য রজনী নাকি?""
  • Netai | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৫ | 121.241.98.225
  • ভাট ফাঁকা, কই সব?
    পালিতেছে ধর্ম।
    সোমবারে সব করে
    মন দিয়া কর্ম।
  • Netai | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫১ | 121.241.98.225
  • T কুন্তলকে কেমন করে চেন?
    কুন্তল আমার খুব ভালো বন্ধু। জলু ছাড়াও আমরা ঢাকুরিয়ার মেসে রুমমেট ছিলাম। বর্তমানে অবশ্য বিশেষ যোগাযোগ নেই।
  • Bratin | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ০৯:২০ | 117.194.100.9
  • kc, ৯৮৩০৯১৯০১২। কল করো। আজকে খালি আছি। তোমার সময় হলে বসা যেতে পারে।
  • aka | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ০৮:০৮ | 75.76.118.96
  • আমাদের নেইবার মাম্মা সুসান - বয়স মনে হয় ষাট হবে - আজ বিকেলে আমাদের সাথে ভাটাচ্ছিল। খানিকবাদে বলল জানো আমি দশ বছর আগে প্রথম এইচটিএমল লিখি, তা তোমরা তো কম্পিউটার নিয়ে কাজকম্মো করো, আই লাভ ইউ টেকি গাইজ। তারপরে বলল তোমরা আমাকে ফেসবুকে অ্যাড করতে পারো, আমিও পারি কিন্তু তোমাদের যা বিশাল লাস্ট নেম। আমি বললাম তুমি আমার বউকে অ্যাড করতে পারো, ওর লাস্ট নেম বেশ ছোট। তারপরে সে বলল, আজকাল এই হয়েছে মেয়েরা কিছুতেই বরদের লাস্ট নেম ব্যবহার করবে না। আমাদের কালে এসব ধ্যাষ্টামো ছিল নাকো। তারপরে বউকে বলল, তোমার কথা বলছি না, তুমি তো কম্পিউটারের ডাক্তার, কিন্তু যারা গৃহবধু তাদের এই ধ্যাষ্টামো কেন হে। আমি তো হাসতে হাসতে মরছি তখন থেকে।
  • achintyarup | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ০৩:৫৩ | 59.93.241.231
  • উফ্‌ফ্‌ফ্‌... অ্যাপ্রাইজাল ফর্ম ভরতে ভরতে পাগল হয়ে গেলাম
  • ppn | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ০০:০১ | 112.133.206.22
  • আর সত্যি কথা বলতে কী ময়দানের বইমেলার বাইরে রাত দশটার সময় বউকে নিয়ে দাঁড়িয়ে যখন একের্পরেক ট্যাক্সিচালক দ্বারা প্রত্যাখ্যাত হতাম তখন আমার গাল দেবার জন্য কোন টুপিদত্ত ছিলেন না। ঃ(
  • ppn | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৯ | 112.133.206.22
  • এখানেও এক অবস্থা। তবে অফিস ক্যাব/ শাটল ট্যাক্সি ইত্যাদি পাওয়া যায় তো। কলকাতার কথা জানি না।

    পরের্বার একটা বাস/অটো কিছু ধরে করুণাময়ী চলে এসো। ওখান থেকে ফাঁকা বাস/ট্যাক্সি কিছু একটা পেয়ে যাবে।
  • kc | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৪ | 115.187.39.108
  • অপ্পন, এই ছন্নছাড়া অবস্থা দেখর মতন ব্যাপার কিন্তু। আমি নাকতলায় থাকি।
  • ppn | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩২ | 112.133.206.22
  • বাইপাসের ওখান থেকে সন্ধ্যের সময় ট্যাক্সি পাওয়া সত্যি মুশকিল।

    কেসি থাকো কোথায়?
  • siki | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২২:১১ | 141.0.10.16
  • পাই দিল্লি ল্যান্ড করে গেছে।
  • kc | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২২:০৭ | 115.187.39.108
  • মশায়রা, গপ্প বলি হুনেন।
    বইম্যালা গেছিলাম, এসে এসেই একটু ঘুমিয়েই গেলাম সেখেনে, বীরত্ব ফলাবার জন্যি পাব্লিক ট্রন্সপোর্ট মানে একটা ট্যাক্সি নিয়েই গেলাম। সে ব্যাটা কোনও একটা জায়গায় নামিয়ে দিলে, ঢুকে পড়লাম বাঁশের বেড়ার মধ্যে, সেই বেড়ার মধ্যে গঙ্গাসাগর যাত্রীদের মত হাঁটতে লাগলাম, হেঁটেই চললাম, চোয়াল ঝুলে যাওয়ার আগের মুহূর্তে বইমেলার ভিতরে ঢুকলাম, ভিতরে কিন্তু ব্যবস্থাপনা বেশ ভালোই লাগল। কোনও ধুলোটুলো নাই। দু প্যাকেট ফ্রি জল খেয়ে নিলাম, বিয়োগও করলাম, গন্ধটন্ধ নাই। তারপর লাল কার্পেট বিছানো একটা তাঁবুর মধ্যে ঢুকলাম, সেখেনে অক্সফোর্ডের স্টলটা, ব্যবস্থাপাতি দেখে বেশ ভালোই লাগল, অনেকটা ফ্র্যাঙ্কফুর্টের মতন ব্যাপার। আমার ততক্ষণে বইমেলা খুব ভাল লাগতে শুরু করেছে। সেখানে থেকে সোজা গুচর স্টলে, সেখেনে মামী আর ইপ্পি এমন ভাবে অভ্যর্থণা জানালে যে মনে হলনা, এঁদেরকে পেত্থমবার চাক্ষুষ দেখছি। বিশেষ করে মামীর কথা বলার অনায়াস ভঙ্গী। কাবলিদা রঞ্জনদা বড়ই আপনকরা। সিকি সামরান আর আমাদের অচিন্ত্যবাবুও ছিলেন। মামু এল। অনেক কথা হল, কিছু তিক্ত অনুভুতিও বললাম। মোটের উপর গুচর লোকগুলি সাক্ষাতে অন্‌লাইনের চেয়েও বেশী আকর্ষনীয় ও ভাল। শান্তনুদাকেও মনে হলনা এই প্রথমবার দেখছি।
    সেখেনথেকে পরদিন আবার আসব বলে রাত্রি আটটার সময় বেরুলাম। এবার আবার অন্যা বেড়া। সে বেড়া বর্তমানের সামনে মুক্তি দিল আধ ঘন্টা হাঁটার পর। সেখান থেকে কোনও ট্যাক্সি পাওয়া গেলনা, অনেক্‌ক্ষণ দাঁড়িয়ে থেকেও। অনেক পরে একটা ভিড়ে ঠাসা বাসে উঠলাম, অনভ্যাসের জন্য বমি পেয়ে গেল, রুবির সামনে নেমে পড়লাম, ঘাড়ে মাথায় জল দিয়ে আবার যাত্রা শুরু করলাম। বইমেলা থেকে বাড়ি পৌছলাম দুঘন্টা পরে। টুপিদত্তকে গালমন্দ করলাম অনেক। পুরো ট্রাফিক সিস্টেমটাকেই ভোগে পাঠিয়ে দিয়েছে এই বইমেলা।
    বাড়ি ফিরে দেখলাম পা ফুলে গেছে, গরম জলে পা ডুবিয়ে বসে থাকলাম। আর বইমেলা যাওয়া? সামনের বছর ভেবে দেখব।
  • ppn | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২২:০১ | 112.133.206.22
  • তোমারই পদাঙ্ক অনুসরণ করেছি মাত্র। ঃ)
  • Bratin | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২১:৫৩ | 117.194.97.140
  • তবু এক্সপার্ট অপিনিয়ন দিতে ছাড়বে না ঃ-))
  • ppn | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২১:৫০ | 112.133.206.22
  • আম্মো দেখিনি। অফিসের পিকনিক ছিল। ঃ)
  • Bratin | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২১:৪৬ | 117.194.97.140
  • আমি খেলা দেখি নি। বইমেলা তে ছিলুম।
  • Bratin | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২১:৪৫ | 117.194.97.140
  • হমমম ঃ-))
  • Bratin | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২১:৪৩ | 117.194.97.140
  • সুস্মিতাদি কে জন্মদিনে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই।

    বড় এক জাম বাটি পায়েস আর অল টাইম ফেভারিট মান্না দে।
  • ppn | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩৩ | 112.133.206.22
  • ভ্যাট! সেকন্ড গোলটা তো জালি করে দিল না। আমরা তো আর হোম ম্যাচ রেফারি ম্যানেজ করি না। ঃ(
  • Bratin | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২১:২৬ | 117.194.97.140
  • অপ্পন, এবারে আর হারালাম না। জাস্ট ছেড়ে দিলাম। এনজয় ঃ-))
  • Kaju | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২১:২৬ | 59.93.206.220
  • ফাঁকা মাঠে এমন ঢিলটিল ছুঁড়ো না। বেকায়দায় লাগলে তো কপাল ফেটে কেলো হয়ে যাবে ! ভাগ্যিস লাগেনি !
  • Netai | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২১:১৯ | 122.177.202.20
  • না না।
    আমি তো এমনি এমনি বললাম।
    আন্দাজে ঢিল ছুঁড়লাম।
    লাগলোনা।
  • Kaju | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২১:১৭ | 59.93.206.220
  • আমার আবার ধকল কোথায়? নেতু কি সিকিকে বলতে গিয়ে আমায় বল্ল?
  • Netai | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২১:১৬ | 122.177.202.20
  • বেসরকারী চাকরিতে ইউনিয়ন রি-ইউনিয়ন যাখুশি করা যায়। কুনো অসুবিধা নেই।
  • Bratin | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২১:১০ | 117.194.97.140
  • সার দিন টোটাল রি-ইউনিয়ন হল।
  • Netai | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২১:০৪ | 122.177.202.20
  • কাজু, ঘুমোতে যাও। সরাদিন বড়ো ধকল গেছে।
  • ppn | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২১:০২ | 112.133.206.22
  • লাং ক্যান্সার না। বলল তো ১০০% কিউরেবল। স্টেজ ওয়ান।
  • Netai | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২১:০১ | 122.177.202.20
  • উহুঁ।
    আমি তো এমনি এমনি অ্যাঁ বললাম।
  • aka | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ২০:২৫ | 75.76.118.96
  • যুবরাজের ক্যান্সার কনফার্মড। ঃ((
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত