এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ppn | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:১১ | 112.133.206.18
  • রাজধানীতে থেকে থেকে সিকির ন্যাজ মোটা হয়েচে। বাকি সব শহরেই ঘিঞ্জি রুট দিয়ে চল্লে কোনমতেই ওর কমে হবে না।
  • pi | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০৪:২০ | 122.163.24.183
  • উত্তরপাড়া থেকে নিউটাউনের শাটল ?
  • I | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০১:৪৭ | 14.96.218.213
  • তিব্বত চলেই গেলে আবার টেকচি কি? নতুন কল হয়েচে। প্যারাগ্লাইডিং।

    সিকি বরম মানস চলে যাও। সেখেন থেকে, আকাদা বলছে, নামমাত্রেরও কম সোময়ে বইমেলা যাওয়া যাচ্ছে।
  • kc | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০১:০৬ | 178.61.96.29
  • নেক্সট রুট হল ভায়া রাণাঘাট-তিব্বত। ঃ-)) ক্ষিন্তু সিকিতো ট্যাচকি চড়বেনা কয়ে দিয়েছে।
  • a | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০১:০০ | 122.179.43.5
  • উত্তরপাড়া বা দক্ষিনেশ্বর থেকে শাটল পেয়ে যাবে নিউ টাউনের
  • a | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০০:৫৮ | 122.179.43.5
  • সিকি, উত্তরপাড়া হয়ে দক্ষিনেশ্বর হয়ে এয়ারপোর্ট হয়ে সো ও ও জা নিউ টাউন হয়ে স্টেডিয়ামের পাশ দিয়ে বাইপাসে উঠে মিলনমেলা। এই রুটটা ট্রাই নিতে পারো
  • kc | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩৩ | 178.61.96.29
  • কলকাতার সবথেকে ওভারহাইপড জায়্‌গার নাম হল কলেজ স্ট্রীট কফি হাউস।
  • siki | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৮ | 117.194.4.70
  • কফি হাউস চিনি, তবে ঐ, মাত্র একবারই ঢুকেছি।

    আমি সত্যি কলকেতা চিনি না, মেন দু একটা রুট বাদে।
  • aka | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৭ | 168.26.215.13
  • সিকি কি গাঁইয়া, শ্যালদা চেনে না। এরপরে বলবে কফি হাউস চেনে না।
  • nk | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৬ | 151.141.84.194
  • বড়াই, তোমার ড্রাইভার কে? নাকি নিজেই চালাও?
  • siki | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৪ | 117.194.4.70
  • এবং আমি শ্যালদা টেশন চোখে দেখেছি জীবনে মাত্র একবার। আবার গেলে যে ভুল করে গেদে বা বনগাঁ চলে যাবো না, সে গ্যারান্টি নেই।
  • siki | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৩ | 117.194.4.70
  • নৈহাটির চাপটা কী জানেন দাদা? এক ঘন্টা দেড় ঘন্টায় একটি করে ট্রেন। সোয়া আটটায় ব্যান্ডেল নৈহাটি মিস করলে পরের ব্যান্ডেল নৈহাটি নটা ছাব্বিশে।

    আর ট্যাসকি রোজ রোজ করার মত রেস্তো আমার নেই দাদা। আমি খুবই গরীব মানুষ, তদুপরি জাতকিপ্টে। রোজ ট্যাসকি চেপে বইমেলা যাবার পহা থাকলে আমি আরেকটা চটি ছাপিয়ে ফেলতে পারতাম।
  • kc | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০০:২০ | 178.61.96.29
  • সিকিরও বলিহারি। খুঁজে পেতে সবচেয়ে কঠিন রুটেই যাচ্ছে। ঠিক সময়মত তাক করে হুগলীঘাট থেকে ট্রেনে নৈহাটি, সেখান থেকে এক ঘন্টায় শ্যালদা। সেখানে থেকে ট্যাচকিতে তাড়াতাড়িই চলে যেতে হয় সোজ্জা বইমেলা। কলকাতা গেলেই লোকের একটু কিপ্টে হতে শখ হয়। তা ভুগুক ওই তিন ঘন্টা।
  • siki | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০০:২০ | 117.194.4.70
  • এত্থেকে অনেক সহজ বইমেলাটাকে প্রগতি ময়দানে আউটসোর্স করে দেওয়া। অনেকগুলো অডিটোরিয়াম, ইমরান খান বেশি কফি খেলে লাইট অফও করতে হয় না, আমাদেরও খচ্চা করে কলকাতা আসতে হয় না। ঃ(
  • I | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৮ | 14.96.218.213
  • থালেই বোঝেন। বৈমেলা যে যাই না, সে কি সাধ করে ! পাক্কা দুই দুই চার ঘন্টা। আবার দুই বাস স্ট্যান্ড দূরে কার পার্কিং। মামী আবার বলে "রাজকার্য'। হুঁ!
  • siki | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৭ | 117.194.4.70
  • হুঁ, দিল্লিতে আমার বাড়ি থেকে আপিস ষাট কিমি। এক থেকে সোয়া এক ঘণ্টায় যই আর দেড় থেকে দুঘন্টায় ফিরি।
  • aka | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৩ | 168.26.215.13
  • সবথেকে সহজে যাওয়া যায় মনে মনে গেলে। সময়ই লাগে না।
  • nk | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৩ | 151.141.84.194
  • এদিকে টইয়ে কী দেখতে কী দেখলাম, দেখলাম ফুটবল বিষয়ে বিপ্লব পাল- ভাবলাম গোষ্ঠ পাল কে বুঝি গুলিয়ে ফেলেচে! ভয়ে পেইলে এলাম! ঃ-)
  • nk | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০০:১১ | 151.141.84.194
  • না হে টিম, এত সোজা না। পঞ্চাশ পঞ্চান্নো কি সোজা কথা? ঐ টে টইয়ে টি বলে একজন লেখেন, উনি এরোস্পেসের লোক, ওনাকে ধরো, উড়িয়ে নিয়ে গেলে কত টাইম সেভ হয়, আর ওভার অল হায়ার ডাইমেনশনে কী ফান্ডা আছে, এইসব উনি বলতে পারবেন।
  • aka | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০০:০৮ | 168.26.215.13
  • না না দিল্লি বেশ ভালো।
  • Tim | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০০:০৭ | 128.173.39.23
  • আলাদা করে পচ্চিমব্যাঙ্গোকে গাল দিয়ে লাভ নাই। এইবার দেখে এলাম মোটের ওপর সর্বত্রই পঞ্চাশ-পঞ্চান্ন কিমি যেতে প্রাণান্ত হয়। কলকেতা বড়ো আর ঘিঞ্জি শহর বলে বিষফোঁড়া।
  • siki | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০০:০৬ | 117.194.4.70
  • হাওড়া অবধি তো তাও পৌঁছলাম। হাওড়া থেকে বাসটা যে কখন চলল, টেরই পেলাম না। অনেক ঘণ্টা বাদে বুঝলাম বইমেলা এসে গেছে।
  • Einstein | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০০:০৬ | 168.26.205.19
  • ধুত্তোরি, বাংলায় নিজের নাম লিখতে গিয়ে ছড়িয়েছি ঃ-( জার্মানি কিম্বা ইংলিশ হলে এত হ্যাপা পোয়াতে হত??? ****।
  • aainsTaain | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০০:০৫ | 168.26.205.19
  • এইটা হল দূরত্বের আপেক্ষিক তঙ্কÄ। কোনো জায়গার দূরত্ব মাপতে হলে দরকার একটি থ্রি (কম সে কম) টাপল নাম্বারঃ (দেশ বা রাজ্য, কিলোমিটার, যানবাহন)। তবেই ঘন্টা হিসেব করা যাবে সঠিকভাবে।
  • Tim | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০০:০৪ | 128.173.39.23
  • দ্রূতগামী টেরেন চাই, নইলে হইব না।

    আমি টালিগঞ্জ থেকে গেলাম, হেভি ট্রাফিকে এক ঘন্টা লাগছিলো একেকদিকে।
  • aka | ০১ ফেব্রুয়ারি ২০১২ ০০:০২ | 168.26.215.13
  • গ্যালপ নাই? আর হাওড়া থেকে ট্যাক্সি নিলে মিনিট দশেক কমলেও কমতে পারে।
  • siki | ৩১ জানুয়ারি ২০১২ ২৩:৫৯ | 117.194.4.70
  • উত্তম মাধ্যম। বাড়ি থেকে দু কিমি দূরে স্টেশন। মাধ্যম রিক্সা বা অটো। সেখান থেকে ট্রেনে করে হাওড়া। এবং সেখান থেকে বাস ধরে বইমেলা। ব্যাস।

    ফেরার সময়েও একই রুট। দুদিন করে দেখলাম, কিছুতেই এক এক পিঠে তিন ঘণ্টার নিচে হচ্ছে না। দূরত্ব বোধ হয় কুল্লে পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার।
  • aka | ৩১ জানুয়ারি ২০১২ ২৩:৫৮ | 168.26.215.13
  • বোঝো!! চিন্সুরা থেকে বইমেলা কম দুর নাকি। ৬ ঘন্টা কমই লাগে। গঙ্গার এদিকে হলে ওটাই ৮ ঘন্টা লাগত।
  • Tim | ৩১ জানুয়ারি ২০১২ ২৩:৫২ | 128.173.39.23
  • ছ-ঘন্টা? সিকি কি দিল্লি থেকে যাতায়ত কচ্ছে? মাধ্যমটাই বা কি?
  • siki | ৩১ জানুয়ারি ২০১২ ২৩:৫১ | 117.194.4.70
  • সকল শুভেচ্ছাপ্রদানকারীদের একযোগে থেংকু।

    আবার কাল সকালে ভাটাবো। ড্যাম টায়ার্ড। পচ্চিমবঙ্গ একটি জায়গা বটে মাইরি। দৈনিক আসা যাওয়ায় ছ ঘণ্টা ওয়েস্টেজ। লোকে থাকে কী করে এখানে, কে জানে!
  • i | ৩১ জানুয়ারি ২০১২ ২৩:৩৫ | 124.168.165.178
  • ও কাজু, ও টিম,
    ঐ টইতে লেখো। এখানে তো ভবদুলালের গল্প হারিয়ে যাবে।
  • Kaju | ৩১ জানুয়ারি ২০১২ ২২:৫৮ | 59.93.245.213
  • ভবদুলাল-কথা
    ২য় পরিচ্ছেদ
    =================

    বালক ভবদুলাল বাল্যকালে যখন হাফ পেন্টু পরে অ্যাংলো পাড়ায় ঘুরে বেড়াত, মেমরা তাঁদের বাড়ির বারান্দা থেকে তাকে ডাক দিতেন - 'ভ্যাবা, হেই ভ্যাবা'। ভবদুলাল ফ্যালফ্যাল করে ওপরের দিকে তাকাত। কী ব্যাপার, না, সকালবেলা, নানারকম কাজ ঘরেদোরে, এদিকে খোকা খাটের ওপর হাত-পা ছড়িয়ে বসে আকাশপাতাল কাঁপিয়ে হেভেনে জিসাসের কানের পোকা নিধন করে এনেছে প্রায়। কে তাকে সামলায়? মেমদের ফুরসত নেই মোটে, তাই 'ভ্যাবা'-কে দেখেই ডাক। ভ্যাবা ডু Lull, অর্থাৎ, ওহে ভ্যাবা, এসে আমার ছানাটিকে খানিক দেখাশুনো করো তো হে। এই যে লোকে এত বেবিসিটার হ্যানাত্যানা কয়, তার প্রথম পথিকৃৎ হলেন আমাদের এই ভবদুলাল তাঁর বছর দশেক বয়েসে। ভ্যাবা এসে খোকাটিকে Lullaby শোনাতে শোনাতে এ বিপুল মর্ত্যলোককে সিংহনাদ হতে নিস্তার প্রদান করবে। পয়সাকড়ি? উঁহু। ভারি তো বোতাম-ছেঁড়া হাফপেন্টু ভ্যাবা, কে তারে পয়সা দেবে আইসকিরিম খাবার জন্যে? বড়জোর তিনদিনের বাসি দুটো 'জালেবি' দিয়ে গেল যেমনতেমন করে। ওই খাও গা। তবে মেমরা কিন্তু পারিশ্রমিকের দিক থেকে খুবই রসিকা ছিলেন, তা বলাই বাহুল্য। কেন? এখনো বোঝেন নি? আরে, Lullaby শোনানোর জন্যে 'জালেবি' দেবে না তো কি মাসিমার সেই গরমাগরম মালপো দেবে? যত্তসব !

    জলে যায় জলের পোকা
    সামাল দে কোলের খোকা
    ভবা তুই হদ্দ বোকা
    মেমদের পাল্লায় পড়ে
    আমি যে ভ্যাবা ডু Lull গো...
  • sda | ৩১ জানুয়ারি ২০১২ ২১:৩৯ | 117.194.195.152
  • সিকিদাকে বিলম্বিত হ্যাবাড্ডি। ঃ-)
  • Tim | ৩১ জানুয়ারি ২০১২ ২১:১৭ | 98.249.6.161
  • সেই একজন ছিলো, রেগেমেগে একদিন তাকে সন্নেসি অভিশাপ দিয়ে বলেছিলো তোমার একখান খোকা হোক। তারে আস্কারা দিয়ে মাথায় তোলো, তারপর সে তোমার সব্বোনাশ করুক। সন্নেসি হলে বেশি কথা বলতে নেই, ইন ফ্যাক্ট না বল্লেই ভালো, কিন্তু না বল্লে অভিশাপটা পাবলিসিটি পায়না, তাই গম্ভীরভাবে সমস্কিতো করে বল্লো দুলাল ভব। সমস্কিতোটা খুব পোক্ত ছিলোনা, কিন্তু ধরাও পল্লো না কারণ সেই আপদ সমস্কিতো জানেনা, বাংলায় থার্ডক্লাস, খালি ইংরেজিটা মাতৃগর্ভে শিকে রেকেছিলো। সে ভাবলে আহা, গুরু বুঝি আমায় নতুন খেতাব দিলো। সেই থেকে তার নাম হলো ভব দুলাল। বাঙালী নাহলে হয়ত সে দুলাল ভাবা, এইরকম কিছু একটা নিত আর আমরাও আরেকজন নমস্য বিজ্ঞানী পেতেম কিন্তু কি আর করা, বিধি বাম। সেই থেকে সে ভবদুলাল হয়ে রয়ে গ্যালো।
  • Bratin | ৩১ জানুয়ারি ২০১২ ২০:৫৫ | 14.96.16.86
  • /পরোয়ানা।

    আর সে বেপাত্তা ।
  • Bratin | ৩১ জানুয়ারি ২০১২ ২০:৪৮ | 14.96.16.86
  • ও আচ্ছা। ঃ-)))

    লক্ষন বাবু র নামে গ্রেপ্তারি বার করেছে সি আই ডি।
  • santanu | ৩১ জানুয়ারি ২০১২ ২০:৩৫ | 217.164.213.57
  • ও ব্রতীন, তোমায় খবরটা দিলাম কারণ তুমি কিছুদিন আগে কোন এক মমতা টই তে শেঠ বাবুর মেডিকেল কলেজ নিয়ে মতামত চেয়েছিলে। সেখানেই লিখতে পারতাম যে ঐরকম চোট্টামি সরকারী কলেজ গুলো ও করে, তাই ডেন্টালের ঐরকম প্রাসাদের মতো বিল্ডিঙ্গ তাকা সত্বেও, আলাদা বাড়ি নেই বলে পঃ বঃ মাত্র দ্বিতীয় প্রাইভেট মেডিকেল কলেজটাকে তুলে না দিলেই হতো।
    কিন্তু ঐ, যদি ভাবো লক্ষন শেঠ বলে বলছি বা লিন্‌ক চাও, তাই আগে লিখি নি। আজ সকালে কাগজ দেখে তোমার কথাই মনে এলো। বোজলা।
    ব্যাটা ১৮ লাখে পুরো ডাক্তার বানাচ্ছিল, অন্য সব স্টেটে মিনিমাম ৩২। যাকগে গরীবের ভগবান আছে।
  • Kaju | ৩১ জানুয়ারি ২০১২ ১৯:৪৯ | 121.242.160.180
  • ভবদুলালের গল্প
    =======================

    ভবদুলাল নাম শুনিয়া ভাবিবেন না ইহা ভবানন্দের আরেকটা নাম। ইনি যদিও নন্দদুলালের মত ছন্দে ছন্দে নাচিতে পারিতেন না, তথাপি কেহ তাঁহাকে পেন্নাম করিলেই কিছু একটার সাথে 'ভব' যোগ করে আশীব্বাদ করিতেন। এনার দুটো মাত্র লাল জামা ছিল বাল্যকাল হইতে, তাই ভবদুলাল নামে ইনি এক রকম সার্থকনামা বলা-ই চলে।

    যেহেতু এই মুহূর্তে বর্তমান লেখকের লিখিবার সময় বা আন্তরিক ইচ্ছা কোনোটাই অবশিষ্ট নাই, তাই ভবদুলাল বিশ্বের অপরাপর মনুষ্যের ন্যায় একদিন ভবলীলা সাঙ্গ করিয়া চলিয়া গেলেন।

    ওমা সাঙ্গ করি ভবের খেলা
    এবার বিদায় নিবি ভবা

    **************সমাপ্ত***************
  • achintyarup | ৩১ জানুয়ারি ২০১২ ১৯:১২ | 115.111.248.6
  • ভবদুলালের গল্পটা কেউ লিখছে না।
  • Bratin | ৩১ জানুয়ারি ২০১২ ১৮:৫৮ | 14.96.16.86
  • কুমু দির সাথে কথা হল। মা কে বাড়ি নিয়ে গেছে। অবস্থা খুব ভালো নয়। কুমু দি পরে লিখবে।
  • Kaju | ৩১ জানুয়ারি ২০১২ ১৮:৪৫ | 121.242.160.180
  • আগের বারে নেতাই পোসোঙ্গো তুলে অতীনবাবু কেমন বুদ্ধবাবুর ধুতি হলদে করে দিয়েছিলেন !
  • Bratin | ৩১ জানুয়ারি ২০১২ ১৮:৩৯ | 14.96.16.86
  • নো আইডিয়া!!
  • aka | ৩১ জানুয়ারি ২০১২ ১৮:৩৭ | 168.26.215.13
  • হোয়ার ইজ নেতাই ইন দিজ মার্কেট?
  • Bratin | ৩১ জানুয়ারি ২০১২ ১৮:৩২ | 14.96.16.86
  • আরি বাস। ভাবা যায় মনের জোর।ঃ-))

    রাজদীপ,দুখে ,তুমি,শ্রাবনী দি,ব্যাং সবাই মিলে ভাবলুম আড্ডা হবে। তা নয়। কাজ কাজ করেই গেল ঃ-((
  • kiki | ৩১ জানুয়ারি ২০১২ ১৮:৩০ | 59.93.247.86
  • নারে বাবা! জীবনে চাপের কম নাই।ঃ)

    আর বইমেলা যাবো না। দেখিয়ে দেবো না গিয়েও থাকতে পারি।
  • Bratin | ৩১ জানুয়ারি ২০১২ ১৮:২২ | 14.96.16.86
  • ও আচ্ছা। থ্যাঙ্কু কিকি। চাপ কমলো? বই মেলায় গেলে নাকি?
  • kiki | ৩১ জানুয়ারি ২০১২ ১৭:৫৯ | 59.93.247.86
  • অ! ব্রতীনকে বলার ছিলো যে শঙ্খ আসলে বাচ্ছা ছেলে। সে মোটেও আমাদের সমসাময়িক নয়।ঃ)
  • kiki | ৩১ জানুয়ারি ২০১২ ১৭:৫৮ | 59.93.247.86
  • যাব্বাবা! ঐ জন্য আমাদের সিস নিবে মাল্টি সোসা ক্লাবের পাকা মন্ডপ অন্য কোথাও নিয়ে যাবার কথা ভাবছে লোকজন? তাই নে তো এই রোব্বার মিটিন ডেকেছে। বোঝো!

    আর কি বলবো রবিবার সবাইকে বললাম আজ বইমেলা যাবো। সবাই হ্যাঁ বললো, যেমন বলে। তারপর ঠিক সময়মত নানা কাজ চাপিয়ে লোকজন সেসব ভুলে মেরে দিলো। আজকাল এসব নিয়ে দুঃখু পেতেও ভুলে গেছি।

    কাব্লিদা,
    প্রথম চাট্টে চটির পরে আর কোনোটা আমার নেই। বাকিগুলোর একটা করে আপনি রেখে দেবেন প্লিজ। আমি পরে গিয়ে আপনার থেকে নিয়ে নেবো।
  • i | ৩১ জানুয়ারি ২০১২ ১৭:৫৬ | 124.169.135.157
  • ভবদুললের গল্পটা কেউ লিখছে না।
  • Kaju | ৩১ জানুয়ারি ২০১২ ১৭:৫১ | 121.242.160.180
  • (বইমেলায়) গিয়েছিলাম তবু যাই না-আ-আ-ই
    জানায়ে গেলাম !
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত