এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumu | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:৩৫ | 122.176.32.39
  • ব্রতীন,আমি খারাপ থাকি না কখনোই,তবে ঘরে সোসন,বাইরে সোসন- এই বয়েসের পক্ষে এট্টু বেশী।

    তোমার কী খবর?ঠাকুমার কাজ কবে?
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:৩৪ | 59.93.200.40
  • ময়দানের বইমেলা নিয়ে নস্টালজি আছে আমারও। ভীড়টাও কেমন জানি ভালো লাগত।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:৩২ | 59.93.200.40
  • সেন্টু কেন খাব রে ভাই ব্রতীন? সৌভাগ্য নিয়ে কেউ কি সেন্টু খায়? আমিও সেটাই বললাম তো।
  • Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:৩১ | 122.248.183.1
  • কুমু দি , কেমন আছো?
  • Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:২৯ | 122.248.183.1
  • সোসন ব্যাপার টা প্রফেসার দের বোঝা সত্যি চাপের। আমি ভালো অর্থে ই ববলুম । সেন্টু খেয়ো না আবার।
  • Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:২৭ | 122.248.183.1
  • আমার ও ময়দান পছন্দ ছিল। বেশ হাওড়া থেকে টুক করে চলে যাওয়া যেত।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:২২ | 59.93.200.40
  • সোসন ব্যাপারটা আমাকে খুব চেষ্টা করে বুঝতে হয়। কারণ নিজে আমি সোসন ফেইস করি নাই। কী যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু আশীবিষে ইঃ
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:২০ | 59.93.200.40
  • নানানা রাগ নাই রাগ নাই। সকলের ওপর রাগ করে একা বসে থাকা যায় নাকি?
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:১৭ | 59.93.200.40
  • বাড়িঘর গোছানো নিয়ে অনেক সমস্যা। অপুয়া এখন দেয়াল ধরে দাঁড়াচ্ছে। দেয়ালের দুএকটা জাগায় রঙ খসে চটা উঠে গেছে বালিবালি হয়েছে। সে যদি বালি খায়? যদি বালি খায়?
  • kumu | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:১৫ | 122.176.32.39
  • আহা ম্যামি,সোসন উসন সামহালকে লিখনে মে একটু দেরী হো যাতা হ্যায়,রাগ করতা কিঁউ?

    দে,দুখের বাণীটা একবার লেখো না,পিলিজ।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:১৪ | 59.93.200.40
  • হ্যাঁ লিখেছি নেতাই। রসাতল আমার টপ প্রায়োরিটি।
  • Netai | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:১৩ | 121.241.98.225
  • সবাই এসে কেসিদাকে আচ্ছাসে খুঁচিয়ে যাচ্ছে।
    কেসিদা নেহাত ঘুমুচ্ছে তাই।
    নইলে.....
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:১৩ | 59.93.200.40
  • আরে কুমু স্ট্যান্ডিং নেমন্তন্ন রইল। সেই কুমু যখন দিল্লিতে পড়ত, যখন আমি থাকি থাকি দিল্লি যাই তখন কেন আলাপ হয় নাই মাঝে মাঝে ভাবি তাই।
  • ppn | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:১২ | 204.138.240.254
  • হুম, কেসি হল গিয়ে যাকে দেখছি ম্যাঁও পুসি। ;-)
  • Netai | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:১১ | 121.241.98.225
  • দেদি মানে ঠিক। রাইটো।
  • Netai | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:১০ | 121.241.98.225
  • মিনিদি কি এবারের রসাতলেও লিখলে?
  • kumu | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:০৯ | 122.176.32.39
  • অ ম্যামি,তোমার কী ই মজা,দুজনেই একসাথে আসবে??
    তুমি নিশ্চই ঘরবাড়ী গুছিয়ে গাছিয়ে,কী কী গল্প করবে,কোথায় যাবে,কী রান্না করবে এইসব প্ল্যান করচ।
    ওদের সকলকে গুরুর পক্ষ থেকে এত এত চুমু আর ভালবাসা দিও,খুব আদর করে দিও।
    কলকাতা থাকলে ঠিক পায়েস নিয়ে তোমার বাড়ী চলে যেতাম একদিন।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:০৯ | 59.93.200.40
  • থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ দে। দে মানে দেবযানী তো?
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:০৭ | 59.93.200.40
  • থাঙ্ক ইউ নেতাই। শুভেচ্ছার বড়ই প্রয়োজন।
  • de | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:০৭ | 180.149.51.69
  • *instant
  • de | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:০৭ | 180.149.51.69
  • ম্যাক্সি -দি অ্যাতো ক্ষিউট! মহামানব দুখের বাণী বারবার স্মরণে আনি! :))

    সব্বাই শুভেচ্ছা জানালো ম্যাক্সি-দি, আপনার সাথে সাথে তারাও যে আমাদের আপনজন! আপিসে কাজের মাঝে মাঝে সময় করে লেখে তো সবাই, ইন্‌স্‌ট্‌য়ান্ট এক্সপ্রেশন দিতে পারে না তাই!
  • Netai | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:০৪ | 121.241.98.225
  • ইয়ে
    আমার শুভেচ্ছা রইলো।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:০২ | 59.93.200.40
  • ধুস কেউ শুভেচ্ছা দিল না। গুরুরা আমাকে আপন করল না।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৫:০১ | 59.93.200.40
  • কয়েকদিন পরেই তারা আসবে।
  • demba ba | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:৫৯ | 121.241.218.132
  • কেসিকে দেখেই পরশুরাম "উদো" চরিত্রটি তৈরী করেছিলেন;-)
  • Netai | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:৫৮ | 121.241.98.225
  • দেদিও কেসিদাকে খোঁচা দিল!!! সাথে ব্রতীনদাকেও!!!
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:৫৮ | 59.93.200.40
  • কুমু আমার মেয়ের নাম কুমু। কুমুর ছেলের নাম অপু।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:৫৭ | 59.93.200.40
  • এইত্তো কুমু এসে গেছে। আমার ঘরভরা কুমু গোলাভরা অপু।
  • Netai | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:৫৬ | 121.241.98.225
  • ঐ দেখো।
    কুমুদি আবার কেসিদাকে খোঁচা দিল।
  • de | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:৫৬ | 180.149.51.66
  • সব হেলদি পু সি দের জন্যি বেল ফুলের মালা (রে: বোতীন), কেশরে লাগাবে :))
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:৫৫ | 59.93.200.40
  • নাঃ চশমা পালটাতেই হবে। কেসির নস্টালজি বউ। এইটা হেলদি।
  • kumu | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:৫৪ | 122.176.32.39
  • আচ্ছা,কেসি কি বৌয়ের রেফারেন্স না দিয়ে একটা কথাও কইতে পারে না?

    সত্যি,এমন পুসি দ্যাখা যায় না।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:৫২ | 59.93.200.40
  • ডোভার লেন কন্সার্ট শুরু হল ওদিকে।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:৫১ | 59.93.200.40
  • কেসি ওরে কেসি, বই মেইনটেইন করে কে? বউ?
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:৪৯ | 59.93.200.40
  • আলমারিঠাসা অতিপুরাতন বই কি পরিবেশ দূষিত করেনা?
  • kc | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:৪৭ | 194.126.37.78
  • ম্যামিদি, আমারও তাই। যৈবনে পাকড়ানো বউকে নিয়ে আমারো ক্ষুব নস্টোলজি।
  • Netai | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:৪৩ | 121.241.98.225
  • সবুজ পরিবর্তন বলতে কবি নেতাই পরিবেশ সচেতনতার কথা বলতে চেয়েছিলেন।
  • maximin | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:৪৩ | 59.93.200.40
  • নস্টালজির কথাই যখন উঠতাসে, আমার বর্তমান মুহূর্তের সমস্যার কথা কই। যৈবনে কেনা বই নিয়া কর্তার বড়ই নস্টালজি। নতুন বই রাখার জায়গা নাই কেনারও উপায় নাই তাই।
  • demba ba | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:৪৩ | 121.241.218.132
  • সম্ভবতঃ ২০০৮ থেকে। ২০০৯-এ গেছিলাম, তারপর আর যাইনি, যাবোও না। মিলনমেলা আমার পছন্দ হয়নি।
  • Netai | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:৪২ | 121.241.98.225
  • ব্রতীনদা যা তা কচ্চে। সুভাষচন্দ্র বোসের টইতে নিজের কাব্যপ্রতিভার ছাপ রেখে এলো।
  • Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:৪২ | 122.248.183.1
  • ডিডি দা সত্যি কথা।
  • Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:৪১ | 122.248.183.1
  • নেতাই, মিলন মেলায় বেশ কয়েক বছর ধরে বই মেলা হচ্ছে। পরিবর্তেন ঢের আগে থেকে।
  • Netai | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:৩৮ | 121.241.98.225
  • বইমেলা একবারই দেখেছি। যখন দেখেছিলাম তখন পুরানো যায়গাতেই মেলা হত। মেলার স্থান ইয়ে মেলা তর্ক শুরু হল অনেক পরে। আর যখন স্থান পরিবর্তন হল, তখন পরিবর্তনের ছোঁয়ায় বাঙালী সবুজ হতে শুরু করেছে। সে মেলায় আমি যাইনিকো।
  • dd | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:৩৭ | 110.234.159.216
  • গু চ শুরু হয়েছিলো সাহিত্য পত্রিকা হিসেবে। আড্ডাটা এসেছিলো পরে আর লোকজনদের বেশ হাঁকাহাঁকি করে আনতে হয়েছিলো আড্ডায়।

    এদানী আর সাহিত্য পত্রিকা নেই, নট অ্যাট অল। বরং একটা ফোরাম গোছের হয়েছে। সেটা ভালো না খারাপ ডিপেন' করছে কার কি ভালো লাগে তার উপর।

    আর এই সব ফোরামে যেমন হয়, লোকে যায় আসে। বেশ কিছু লোক অনেকদিন ধরে একসাথে আড্ডা মারলে একটা ছাপ্পা পরে যায়, তাই লোকে যাওয়া আসা করলেই ভালো।

    পুরোনো দিন কত্তো ভালো ছিলো এটা কিন্তু কিছুটা নিছক নস্টালজি র ব্যাপার, টমেটো থেকে ইশ্‌কুল মাস্টার, অল্প বয়সের সোয়াদই আলাদা,এই ধরনের। আসলে আড্ডা তখন অনেক ঘরোয়া ছিলো, অচেনা প্রায় কেউ ই ছিলো না। এখন প্রচুর নতুন মুখ।

    মানে বেটার বা ওয়ার্স কিছু না,গু চ ডিফারেন্ট হয়ে যাচ্ছে আর আমরাও আস্তে আস্তে বুরোটে* হচ্ছি।

    * মানে আমি,রঞ্জন,কেডি,ঘনাদা,ইত্যাদিরা - আমরা আর বুরোটে হচ্ছি না। ওসব বালাই আমরা বন্ধ করে দিয়েছি। বাকী সব দের কথা কইলাম।
  • BrATIN | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:৩৫ | 122.248.183.1
  • নেতাই আগেই ছিল কবি
    যখন আসে নি শ্রীমতি রুবি !! ঃ-))
  • de | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:৩০ | 180.149.51.66
  • এক্ষটেনশন -- কবিতায় কি ভুলবে ভবী? :))

    আমি মিলনমেলা দেখিইনি!
  • kumu | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:২৭ | 122.176.32.39
  • হাসিয়া ঘরেতে আসিল রুবি,
    দেখিয়া হইল নেতাই কবি।

    এই আর কি!!
  • Netai | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:২৫ | 121.241.98.225
  • কুমুদি। ঐটে কোন ইয়ে হোতো না।
    কবি নেতাই তার নিজের নামেই যথেষ্ট বিখ্যাত।
  • demba ba | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:২৫ | 121.241.218.132
  • আর বটমলাইন হল মিলনমেলা একটি অতিশয় খাজা মেলাগ্রাউন্ড। যত দিক থেকে ভাবা সম্ভব তত দিক থেকে।
  • Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:২৫ | 122.248.183.1
  • কেন কেন ? নেতাই র কবিতা কি শুধু রুবি র জন্যে অ্যাঁ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত