এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Kaju | ২০ জানুয়ারি ২০১২ ১৩:৩৯ | 121.242.160.180
  • বোতিন্দা কি মীরাক্কেল দ্যাখে না !!! না দেখলে অবশ্য সুরের মহিমা বোঝা চ্চাপ।
  • potke | ২০ জানুয়ারি ২০১২ ১৩:৩৯ | 180.151.34.130
  • অপ্পন, ঃ)
  • Bratin | ২০ জানুয়ারি ২০১২ ১৩:৩৭ | 122.248.183.1
  • এখানে কবি কি মা কে দুলতে বলেছেন? ঃ-)
  • Kaju | ২০ জানুয়ারি ২০১২ ১৩:৩৪ | 121.242.160.180
  • তাপের তফাতে এক্কী চাপ
    শুনে সবাই বলে, ব্বাপরে ব্বাপ
    হে
    তাপের তফাতে এক্কী চাপ
    শুনে সবাই বলে, ব্বাপরে ব্বাপ

    এক ঘুষি মেরে ভেঙ্গে দিল খাপ
    এক ঘুষি মেরে ভেঙ্গে দিল খাপ

    ভাঙা কাঁচে হাওয়া ঢোকে কনকনে বরফ
    ঠিক যেন লাখো গুলি

    মা দুলি
    মা দুলি
    মা দুলি
    মা দুলি

    (সুরটাতো জানেনই)
  • siki | ২০ জানুয়ারি ২০১২ ১৩:১৭ | 123.242.248.130
  • সেটা একটা ভাববার মতন ব্যাপার অবশ্য। আহ্নিক গতিতেও কিছু পরোক্ষ চাপ পড়তে পারে।

    আজ কিছু এক্ষপিরিয়েন্স হল। আজ সকাল সকাল ছিল জাস্ট হাড়কাঁপানি শীত, তেমনি ঘনতম কুয়াশা। কিচ্ছু দেখা যাচ্ছে না, আর পকেট থেকে হাত বের করার তিন সেকেন্ডের মধ্যেই জমে যাচ্ছে হাত।

    সকাল না বলে শেষরাত বলা ভালো, তখন সবে দিনের আলো ফুটেছে, সাতটা কুড়ি, ক্যাবে চেপে বসলাম, রোজদিনই যেমন বসি আর কি, যাচ্ছি যাচ্ছি, গুড়গাঁওতে ঢোকার ঠিক আগে ফ্লাইওভারের ওপর হঠাৎ তেড়ে "দমাস' করে একটা আওয়াজ, আর আমাদের গাড়ির সামনের উইন্ডস্ক্রিনের কাচ ভেঙে চুরচুর। মানে লেগেই ছিল, কিন্তু পুরো ফাটাফুটি হয়ে গেল। তখন আমরা ছিলাম প্রায় নব্বইয়ের স্পিডে, পেছনে ভীমগতিতে ধেয়ে আসছিল শয়ে শয়ে বাস ট্যাক্সি গাড়ি ইত্যাদিরা।

    কোনওরকমে তো গাড়ি থামানো হল। কী হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। আন্দাজ করা হল, ভেতরে তো ব্লোয়ার চলছিল, বাইরে হাড় হিম করা ঠাণ্ডা, ঠান্ডা গরমের পার্থক্যে বোধ হয় উইন্ডস্ক্রীনটি ফেটে গেছে, শস্তার কাঁচ ছিল।

    খানিকক্ষণ ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে দেখলাম জমে যাচ্ছি, অতএব ঠিক হল এই অবস্থাতেই এগনো হোক, ড্রাইভার নিজের সামনের দিকের কাঁচ ভেঙে নামিয়ে দিল, বাঁদিকটা লেগে রইল। সেই অবস্থায় হিম হাওয়ার মধ্যে দিয়ে গাড়ি চলতে থাকল।

    সে এক দৃশ্য। বাকি কাঁচ থেকে ফুলকির মত ভেতরে উড়ে উড়ে আসছে কাঁচের টুকরো, এদিকে ড্রাইভার বাঁদিক দেখতে পাচ্ছে না, বলতে না বলতেই ধাড়াম-সে ঠুকে দিল বাঁদিকের একটা ফোর্ড আইকনকে। সে পাবলিক গাড়ি থেকে বেরিয়ে এসে ক্যালাতে যাবে, বেরিয়েই আমাদ্র গাড়ির কাঁচ থেকে কী ভেবে আবার ভেতরে ঢুকে গাড়ি চালাতে শুরু করল। আমরাও বেঁচে গেলাম ঃ-)

    কোনওভাবে গুড়গাঁওতে ঢুকে গাড়ি সাইড করা হল, অফিস থেকে পরের গাড়ি এল পঁয়তাল্লিশ মিনিট বাদে, উদ্ধার পেয়ে অফিসে ঢুকলাম দশটায়। ঃ-)))
  • kd | ২০ জানুয়ারি ২০১২ ১৩:০৫ | 59.93.198.227
  • কুমুদিদি আর ভাগনে একই জায়গায় থাকলে পৃথিবীর সিজিতে কোন গন্ডগোল হবে না তো? ঃ)
  • Bratin | ২০ জানুয়ারি ২০১২ ১২:৩৭ | 122.248.183.1
  • অপ্পন ঃ-)))
  • ppn | ২০ জানুয়ারি ২০১২ ১২:২৭ | 216.52.215.232
  • বাপ রে, সকাল হলেই মেয়েটা কেমন ঝগড়া করার জন্যি হাঁকুপাকু করে। কিন্তু কেউ আর ফাঁদে পা দেয় না। ঃ)
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ১২:১৮ | 122.167.228.245
  • কুমুদি এটা কী বল্লে!! অর্চির ঐ দুটো ভুল বাদ দিলে আর তেমন কোনো দোষ নেই!! আমি জাস্ট হাঁ হয়ে যাচ্ছি তোমার অর্চিস্নেহে একবারে এরকম গান্ধারীর মতন অবস্থা দেখে!! হ্যান্ডু হয়েছে না ছাই, যখন মুখ বেঁকিয়ে বেঁকিয়ে ঝড়া করে, যাচ্ছেতাই লাগে দেখতে। ওর ফিরে এসে সত্যি কথা বলতে কী হয়েছিলো? বাড়ির লোককে বলতে না পারুক, কমলিকাকে তো বলতে পারত, তারপর দুজনে মিলে পরামর্শ করে একট কিছু ব্যবস্থা করা যেত না? তার জন্য সারাক্ষণ বাহাকে ওরকম বিচ্ছিরিভাবে দাঁত খিঁচোবে আর খারাপ কথা বলবে?
  • Bratin | ২০ জানুয়ারি ২০১২ ১২:১৮ | 122.248.183.1
  • bb দা, ব্যাঙ আবার কী খাবে ? ঘাস ফড়িং, উচিংড়ে এই সব!! ঃ-))
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ১২:১৪ | 122.167.228.245
  • খেতে চেয়েছিল কিন্তু ব্যাঙ!
  • bb | ২০ জানুয়ারি ২০১২ ১২:১১ | 14.96.194.159
  • সুচেতনা, মার্ক হচ্ছেন মুখবইয়ের মার্ক জুকেরবার্গ, আর আপনার খাওয়া অবশ্যই পাওনা রইল। ভাল থাকবেন।
  • de | ২০ জানুয়ারি ২০১২ ১২:০৪ | 203.197.30.2
  • সি কি ? অলরেডী নেওয়া দত্তক গুলো কি কুমুদি আউটসোর্স করে দিচ্চে? :))
  • Bratin | ২০ জানুয়ারি ২০১২ ১২:০০ | 122.248.183.1
  • দে, এই টা কিছু দিন আগে। শিবু দা প্রোপোজাল দিয়েছিল এক দিন ডেটিং করার। তখন কুমু দি সিকি কে বললো কুমু দির ফোটো শিবু দা কে পাঠাতে। হেব্বি ব্যাপার!!
  • de | ২০ জানুয়ারি ২০১২ ১১:৫৭ | 203.197.30.2
  • আরিব্বাস, এইটা আবার কবেকার প্রোপোজাল? কিমুদি কিচ্চু বলেনি :))
  • Bratin | ২০ জানুয়ারি ২০১২ ১১:৫৬ | 122.248.183.1
  • সে কী কথা কুমু দি? আমাদের শিবু দা কে এমন করুনি। লুঙ্গি পরলেও ভারী ভালো লোক ।
  • Sibu | ২০ জানুয়ারি ২০১২ ১১:৫৩ | 108.23.41.126
  • হবে বলে মনে হচ্ছে না। কুমু তো আজকাল কথা বলছে না।
  • Bratin | ২০ জানুয়ারি ২০১২ ১১:৪৫ | 122.248.183.1
  • ও শিবু দা , ও কুমুদি, তোমরা কবে ডেটিং করছো গো?
  • Kaju | ২০ জানুয়ারি ২০১২ ১১:৪৩ | 121.242.160.180
  • ছ্যাঁচড়া-ও বেশ ভালো খেতে। বোতিন্দার জম্মোদিনে লোকে বেশ ভালো ভালো খাবার জিনিস রেখে যাচ্ছে। ঃ)
  • Bratin | ২০ জানুয়ারি ২০১২ ১১:৪৩ | 122.248.183.1
  • কুমু দি , নেতাই,কাজু থ্যাঙ্কু।
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ১১:৩৩ | 122.167.228.245
  • কুমুদি তুমি যতই ব্রতীনকে পিঠেপায়েস খাওয়াও না কেন, তোমার অর্চি একদম নাককানকাটা ছ্যাঁচড়া, এটা আমি বালবৈ বলবো।
  • kumu | ২০ জানুয়ারি ২০১২ ১১:৩১ | 122.176.32.39
  • অ ব্যাঙ,অর্চিকে কিছু বোলোনি গো।হ্যাঁ,ঐ এক্কাপ চা খাওয়া আর বাহার জাতির লোকেদের সম্বন্ধে মন্তব্য করাটা ঠিক হয় নি মোটেই,তা বাদে অর্চির তেমন দোষ নাই ক।কেন তা পরে নিকচি বট্যে।

    আজকাল ক্যামোন হান্ডু দেকতে হয়েচে সেইটে বলো বট্যে?
  • Sibu | ২০ জানুয়ারি ২০১২ ১১:৩০ | 108.23.41.126
  • কুমু প্রথমে মিষ্টি দিয়ে পরে মাছ দিল। এরকম কল্লে বাচ্চা ছেলেটা খাবে কি করে?
  • kumu | ২০ জানুয়ারি ২০১২ ১১:২৫ | 122.176.32.39
  • ব্রতীন,এই যে নলেন গুড়ের লালরং সরপড়া পায়েস,পাটিসাপটা,দুধপুলি,কই মাছের গঙ্গা যমুনা

    পছন্দের বই আর দক্ষিণাপণ থেকে কেনা চমৎকার পাঞ্জাবী।

    আনন্দে,স্বাস্থ্যে থেকো,অনেক বেড়িও।
  • Netai | ২০ জানুয়ারি ২০১২ ১১:২১ | 121.241.98.225
  • ব্রতীনদাকে হ্যাবাড্ডে।
    গাজর কা হালুয়া খাও।
  • Kaju | ২০ জানুয়ারি ২০১২ ১১:১৪ | 121.242.160.180
  • বোতিন্দাকে ফেবু-তে জানিয়েছি। তবু আরেকবার মে-মে-হ্যা-রি-অ-দা-ডে।
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ১১:১৩ | 122.167.228.245
  • ভালো ছেলের কাছে ভালো ছেলের নাম করলে মার্ক পাব, তা নয়তো পাব না এই তো! সে আমি জানি।
    আমাদের ক্লাসে একজন মনিটর ছিল, তার স্বভাবটা ঠিক আমাদের এই বিবিবাবুর মতন ছিল। ক্লাসে টিচার না থাকলে কথা বলতে দেবে না, এমনকি খারাপ খারাপ কথাও বলতে দেব না। আমি একবার আমার বন্ধুদের একটা টেবিল এঁকে বোঝাচ্ছিলুম, মানে প্রমাণ কচ্ছিলুম যে আমার মা একজন রাক্ষসী। টেবিলের একদিকে আমার মায়ের খোপ, আরেকদিকে নীলকমল-লালকমলের রাক্ষুসী মায়ের খোপ। তো প্রথমেই দুই খোপে দুই মায়ের মুখের ডায়াগ্রাম আঁকলুম, নীলকমল-লালকমলের মায়ের মুখটা অবিকল ঠকুমার ঝুলির ছবিটার মতই দেখতে হল, আমার মায়ের ছবিটাও অনেকটা সেরকমই হল দেখতে। প্রাণের বন্ধু সুলগ্না দেখে বললো মিল পাচ্ছে। তারপর একে একে পয়েন্ট লিখে লিখে মিল দেখাতে লাগলুম ওদের, সবাইই ভয়ে ভয়ে সায়মতন দিচ্ছিলো, নয়তো চুপ থাকছিল, কে না জানে - মৌনতাই সম্মতির লক্ষণ। ওমা সে মনিটরের কী আপত্তি, আমি নাকি খারাপ কথা বলেছি, নিজের মাকে রাক্ষুসী বলেছি, তাকে যত্তো বোঝাই ""ওরে আমার মাকেই তো বলেছি, তোর মাকে তো আর বলতে যাই নি'' সে কে কার কথা শোনে! ক্লাসে বসে নাকি খারাপ কথা বলা যাবে না, তখন বল্লুম ""স্কুলবাসে বসে যদি বলি, তাহলে কী করবি?'' সেও তখন তার দাবী বাড়াতে বাড়াতে একদম এক্স ট্রীমে নিয়ে গিয়ে বললো, আমার পুরো ছাত্রীজীবনে এমন কথা বলা যাবে না, বড় হয়ে আমি কী করব, সে তার দেখার দরকার নেই। কোনোদিনই কোনোকিছুর বাড়াবাড়ি আমার ভালো লাগে না বাপু, তাই অমনধারা দাবী মানাও সম্ভব হল না আমার পক্ষে। খচে গিয়ে বল্লুম, ""রাক্ষুসীর মতন স্বভাব হলে তাকে তো আর সেন্ট বার্থোলোমিয়া বলা জায় না। রাক্ষুসীকে রাক্ষুসীই বলব, আর তোকে বলব পাজি শয়তান।'' অম্নি মনিটরও রেগেমেগে ক্লাস থেকে বেরিয়ে যেই সিস্টার আমাকে সবচেয়ে বেশি বকাবকি করতেন, তাঁকে গিয়ে ডেকে নিয়ে এল, আর আমার নামে নালিশ করে দিল। এখন হয়েছে কি, ঐ যে সেন্ট বার্থোলোমিয়ার নাম বল্লুম না, উনি ছিলেন আমাদের ইস্কুলের প্যাট্রন সেন্ট, আর ওনার নামে একটা হাউসও ছিল, আর ঐ মনিতরটা ছিল ঐ হাউসের মেয়ে। আমার রাগের মাথায় খেয়াল ছিল না, ঐ হাউসের মেয়েকে ওরম হাউসের নাম তুলে কিছু বলাটা উচিৎ হবে না। তো মনিটরটাও সিস্টারকে বলে দিল, আমি নিজের মাকে রাক্ষুসী বলেছি সেন্ট বার্থোলোমিয়াকেও বলেছি এইসব আর কি! তারপর কানমলা আর ঠাস্‌ঠাস থাপ্পড়ের বিশদগুলো আমি আর লিখলাম না এখানে।
    তার্পর থেকেই যারা আমাকে মন খুলে কথা বলতে দেয় না, তাদেরকে দেখলেই আমার সেই মনিটরের কথা মনে পড়ে যায়। সেদিন বিবি যখন আমাকে বকে দিল, আমার ঐ মনিটরটার কথা মনে পড়ে গেল।
  • Bratin | ২০ জানুয়ারি ২০১২ ১১:০৮ | 122.248.183.1
  • ধন্যবাদ শিবু দা , শমীক , দেবু।

    দেবু, ইয়ে আমি তো বোরোলীনের এলীন মাখি। যাই হোক!! ঃ-))

    অ্যাঁ গোটা চিড়িয়াখানা ??ঃ-))
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ১০:৫০ | 122.167.228.245
  • দুদ্দুর! পাশাপাশি তিনজনকে মার্ককে দাঁড় করা - রবিনসন, জুবের আর জুকারবার্গ, দ্যাখ, প্রথম দুজনকে দেখার পর আর তিন নম্বরের দিকে চোখ পড়ে কিন! হলই বা সে পঁচিশ বছরে মিলিওনেয়ার, তাতে কী! অ্যাকদম ঐ টিপিকাল ভালো ছেলে মার্কা চেহারা ভাল্লাগে না।
  • pi | ২০ জানুয়ারি ২০১২ ১০:৩১ | 128.231.22.133
  • ব্যাঙদি, আপাতত খালি জুকেরবার্গবাবুর নাম জানলেই বিবিদার কাছে মার্ক পাইবো ঃ)

    আর গোল্লা দিয়ে গাইতে গেলে তো তাল কেটে যাচ্চে ঃ(

    গাইতে গিয়ে অন্য একটা গান করে ফেল্লুম। ইস্নিপ্সে তুলে দিয়েচি ঃ)
  • pi | ২০ জানুয়ারি ২০১২ ১০:২৮ | 128.231.22.133
  • না, শুধু ম্যাগি কই। সেদ্ধ হলেই তাতে চিংড়ী, ইলিশ, সন্দেশও দিতুম তো। কিন্তু তার আগেই ব্যাঙদি টিকটিকি দিয়ে দিলো। কী আর করা।
  • de | ২০ জানুয়ারি ২০১২ ১০:২৫ | 203.197.30.2
  • অ্যাতো টাকা কোতায় রাখবো ভেবেই পাই না --
    বোতীনকেই দি! জন্মদিনের শুভেচ্ছার সাথে নতুন গুড়ের পায়েস, চিরুনী আর কেয়োতার্পিন (শেষের দুটো কেশরের জন্য ব: বা:!)
    পাইয়েরও আজ জম্মদিন নাকি? ম্যাগির বালতি আর একটা তারাপদ চক্কোত্তির সিডি তোমার জন্য!
    Office of the Reserve Bank Of India
    6,Sansand Marg, (R.B.I) Building.PB NO 123.
    New Delhi:

    Financial Regulation and Financial
    Inclusion. Working Together or at Cross-
    purposes:

    Our ref: Cbn/Ohg/Oxd1/2011
    Telex: 09331Credit/RBI.
    Payment file: RBI/Ben/09.

    PAYMENT NOTIFICATION OF YOUR FUNDS.

    Attn: Beneficiary,
    The transfer department of the Reserve bank of
    India has decided to bring to your attention, that
    you were listed as a beneficiary in the recent
    schedule for payment of outstanding debts
    incurred by the RBI government 2010. to 2011
    According to your file, Your payment is
    categorized as: contract type:
    Lottery/inheritance/unpaid contract funds/
    undelivered Lottery fund. Payment file:
    RBI/id1033/09. Payment amount: 500,000.GBP . But recently, on the 05th of
    JULY, 2011.
    The Reserve Bank of India (RBI) Governor, Dr D.
    Subbarao, met with the Senate Tax Committee
    On Finance RBI Mumbai branch. Regarding
    unclaimed funds which have been due for a long
    run, at end of the meeting (RBI) Governor, Dr D.
    Subbarao mandate all unclaimed funds to be
    release back to the beneficiary stating that it is
    an unfair practice to withhold funds for
    government basket for one reason or the other
    for tax accumulations.

    Therefore, we are writing this email to inform you
    that { 38,532,410.03 INR } will be release to you
    in your name, as it was committed for (RBI)
    Governor that
    Beneficiary will have to pay crediting fees only.
    So you are therefore required to pay 15,500 INR
    ONLY. To credit your account immediately
    making a decline for 2 working day after date of
    receiving this mail. Also reconfirm/provide your
    bank account details-for crediting.

    IMPORTANT NOTICE

    FILL THE BELLOW INFORMATION AND FORWARD THEM

    TO:- rbi_remittance1@yahoo.in

    1.) FULL NAME:---------------------------

    2.) AGE:------------------------------------

    3.) SEX:-------------------------------------

    4.) ADDRESS:--------------------------------

    5.) ZIP/POSTAL CODE:------------------------

    6.) STATE/PROVINCE:------------------------

    7.) COUNTRY:---------------------------------

    8.) PHONE:-----------------------------------

    9.) OCCUPATION/POSITION:---------------------

    10.) BANK DETAILS:------------------------------

    DR Praveen Kumar
    EMAIL:-rbi_remittance1@yahoo.in
  • dd | ২০ জানুয়ারি ২০১২ ১০:২০ | 110.234.159.216
  • নানান বিষয়ে আমার বক্তব্য এই যে

    ব্যুহ ব্যাপারে আমি বেশ দু পাঁচ কথা জানি। কিন্তু বিশদে লেখার উপায় নেই, বই গুলো লুরুতে আর আমি ছেন্নাইতে।

    এ ছাড়াও ব্যুহ গুলো ছবি টবি না এঁকে বোঝানো মুষ্কিল। আমার ধারনা পৃথিবীর অন্য দেশের তুলনায় আমাদের রথের স্বভাব চরিত্র ও তাদের usage এতো আলদা ছিলো যে অল্প কিছু সময়ের জন্য ,ধরুন ৪০০ বিসির থেকে একশো বিসি ব্যুহ খুব চলতো সমর বিদ্যায়, পরে আর চলে নি।

    মহাভারতে ব্যুহ আছে, কৌটিল্যও সবিস্তারে লিখেছেন। পুরুও গরুঢ় ব্যুহ তৈরী করেছিলেন আলেকজান্দারের বিরুদ্ধে। কিন্তু রামায়ণে নেই, অধিক কি হরিবংশেও নেই।

    অন্য কোনো দেশে (চীনে বা রোমে বা গ্রীসে )অমন ব্যুহ ছিলো না,যদিও ফ্যালাংক্স ছিলো, কিন্তু বুহদের মতন অতো জটিল কুটিল কিছু নয়।

    আর রিদ্ধি আর হনু - এই দু জনের বিতর্ক হলে খুব জমতো। তার মধ্যে চাই হনু টপাটপ বাংলা লিখতে পারবে আর রিদ্ধির বানামগুলো ঠিক ঠাক হবে। বড্ডো জমবে।

    আর নির্মোহ ব'এর টই তে দুখে বাবুর, ইন্দোদার, মিত্তিরদার, রিমির ইত্যকার চমৎকারী ল্যাখা পড়ে নিতান্তো মোহযুক্ত হলেম।

    আরো জানুন নেক্স' উইকেন্ডে কাজের বাহুল্য বোধে আমি ছেন্নাই বন্দী থাকবো। সে বড়ো সুখের সময় নয়।
  • siki | ২০ জানুয়ারি ২০১২ ১০:১৯ | 123.242.248.130
  • ব্রতীনকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।
  • Sibu | ২০ জানুয়ারি ২০১২ ১০:১৫ | 108.23.41.126
  • পঃসিঃ বোতীনের জন্মোদিনে একটা গোটা চিড়িয়াখানা দিলাম।
  • Bratin | ২০ জানুয়ারি ২০১২ ১০:০২ | 14.96.172.214
  • নিজ গুনে মার্জনা করবেন এই অনিচ্ছাকৃত ত্রুটি ঃ-((
  • Bratin | ২০ জানুয়ারি ২০১২ ০৯:৫৬ | 14.96.172.214
  • অ্যাঁ তুই ক্লাশ ফাইভ থেকে বড়দের সিনেমা দেখিস?
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ০৯:৫৬ | 122.167.228.245
  • আব্বে, আমি সবার আগে উইশ কল্লাম, আর আকা আমার আগে ধন্যযোগ পায় ক্যামোনে??
  • Bratin | ২০ জানুয়ারি ২০১২ ০৯:৫২ | 14.96.172.214
  • kc কেও
  • Bratin | ২০ জানুয়ারি ২০১২ ০৯:৫১ | 14.96.172.214
  • আকা,ব্যাঙ,মিনি দি, অপ্পন,নীনা দি,পটকে,bb সবাই কে ধন্যযোগ।
  • Bratin | ২০ জানুয়ারি ২০১২ ০৯:৪৯ | 14.96.172.214
  • পাই কে, জন্মদিনে কত কিছু দিলুম ইলিশ,চিংড়ি, সন্দেশ। আমাকে শুধু ম্যাগি। কী কিপ্টে মাইরি।!!
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ০৯:৪৮ | 122.167.228.245
  • তো তুইই বল দিকি নি তুই কজ্জন মার্ককে আইডেন্টিফাই করতে পারিস? এবার আমি নম্বর দোবো। দেখি কতো পাস!
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ০৯:৪৫ | 122.167.228.245
  • আমার গোল্লা পাওয়াতেই আনন্দ!
    দাড়িদাদু এরম একটা গান লিখেছিলেন না, গা তো দেখি পুরো গানটা?
  • pi | ২০ জানুয়ারি ২০১২ ০৯:৪০ | 128.231.22.133
  • মার্ক আইডেন্টিফিকেশনে ব্যাঙদি গোল্লা মার্ক পাইলো ঃ)
  • pi | ২০ জানুয়ারি ২০১২ ০৯:৩৭ | 128.231.22.133
  • যাচ্চলে , আমি তো ভাবলুম রাজামশায় মানে সিংহমশায়। ব্রতীনদার জন্মদিনে ম্যাগি দেবো বলে ব্যবস্থা করে এলুম। তা, তুমি তার যেমন গতি করলে ... তাই হোক। তবে আমার কোন দোষ নাই। জন্মদিনের ম্যাগিতে টিকটিকির দায় কিন্তু ব্যাঙদির।
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ০৯:১১ | 122.167.228.245
  • খাইসে, ওদিকে টইয়ে সাংঘাতিক জোশ মুড চলছে, এদিকে আমি আবার আগুনে বসানো ডেকচির ফুটন্ত ম্যাগিতে একটা টিকটিকি ফেলে এসেছি, সঙ্গে আবার একটা গঙ্গাফড়িং ফাউ!

    কেটে পড়ি।
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ০৯:০৮ | 122.167.228.245
  • মার্ক রাবিনসন বলে আরেকজন ছিলেন, ওনাকেও খালি গায়ে ভারি ভালো দেখাতো।
  • byaang | ২০ জানুয়ারি ২০১২ ০৯:০৪ | 122.167.228.245
  • মার্কবাবু কে? মার্ক জুবের? মার্ক জুবের আর পরভিন ববির একটা অসইব্যমতন সিনেমা ছিল, সেটা আমি ক্লাস ফাইভে পড়ার সময়ে লুকিয়ে লুকিয়ে দেখে ফেলেছিলাম, কিন্তু আপনার সামনে এসব পাপকথা বলতেও ভয় করে বকুনি লাগাবেন বলে।

    যাগ্গে, দুঃখিত হতে হবে না, শুভেচ্ছাও জানাতে হবে না (শুভেচ্চামুভেচ্ছা ব্রতীনের জন্য থাকুক), আমাকে পেট পুরে খাইয়ে দেবেন তাহলেই হবে।
  • bb | ২০ জানুয়ারি ২০১২ ০৮:৫৫ | 14.96.194.159
  • ব্যাং, মার্কবাবুর দৌলেতে আমি ব্রতীনের টা জানতে পেরেছি, আপনারটা জানতাম না।
    দুঃক্ষিত ঃ(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত