এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • maximin | ১৪ জানুয়ারি ২০১২ ২১:৫৪ | 59.93.206.137
  • চিরকুট আবছা মনে পড়ছে। মাই গ্‌র্‌যান্ডফাদারের আগের লাইন কী ছিল?
  • maximin | ১৪ জানুয়ারি ২০১২ ২১:৫১ | 59.93.206.137
  • হ্যাঁ কাজু পুরোটা বলো প্লীজ।
  • maximin | ১৪ জানুয়ারি ২০১২ ২১:৫০ | 59.93.206.137
  • পাই আজই যাওয়ার ইচ্ছে ছিল, ভেবেছিলাম বইমেলা হয়ে রবীন্দ্রসদন যাব। সেখানে সারারাতের কন্সার্ট আছে।
  • Kaju | ১৪ জানুয়ারি ২০১২ ১৯:৫৬ | 59.93.243.59
  • ম্যাক্ষিমিন্দি, আর কোন ডায়লগ কাপুরুষে? ওটা সেই মনে নেই? বাইরে পিকনিক করতে গেল, খাওয়ার পর ওই কথাটা বলতে বলতে বিমল গুপ্ত (হারাধন) পাথরের ওপর জ্বলন্ত সিগারেট হাতে ঘুমিয়ে পড়ল। দূরে মাধবী নদীর তীরে বসে আছে, সৌমিত্র এই ফাঁকে কথা বলতে যাবে কিনা ভাবছে, যদি বিমল জেগে ওঠে এই ভয়ে, শেষে চিরকুট লিখে ছুঁড়ে দিল।
  • pi | ১৪ জানুয়ারি ২০১২ ১৯:২২ | 72.83.83.28
  • মিনিদি বইমেলায় যাচ্ছো না ?
  • maximin | ১৪ জানুয়ারি ২০১২ ১৯:১৫ | 59.93.206.137
  • সবাই কোথায় গেল আজ। কাপুরুষের ডায়লগটা একদম মনে পড়ল না কাজু।
  • maximin | ১৪ জানুয়ারি ২০১২ ১৬:৫৮ | 59.93.206.137
  • হেল্প প্লীজ। কেউ কনভার্ট করে দেবে? পাতাটা আমি ইউনিকোডে পড়তে পারিনি। কপি করে বাংলাপ্লেন অপশনে গিয়ে সাবমিট করলাম যদি কনভার্ট হয়। জাভার সমস্যা থাকায় ডানদিকে প্রিভিউ হয়না।
  • maximin | ১৪ জানুয়ারি ২০১২ ১৬:৫৪ | 59.93.206.137
  • সআডআরণত এহ ডআডআর য়ওর ইদওবআ হব এহ আইঃপটইম দঊইআ পআলআব আরই-আরই কইর ইমআহর দইব ওজন করন, য়দ একআ পআলআ আর হব তআহইল । । । অআমরআ একঊ অনআই ডআডআর সমআডআন করইআ য়আইত সরআসর য়ওর পআওবআ য়আই নই অআমরআ এহ ওজইনর পএÉবআআইক 'কপঊআর সমঊইলন' কইর তআইত তনই ওজইনর লআল জআনআইল কপঊআরহ ঊইতআ ইমআহর অআর আর আ হআলকআ ইল ইদই সইই এআইন কক করইল একআ আআ ইদআ য়আই

    পটইম এহ আইরআআ ইমআহইরর ইটইক মইন মইন ইয় ইকআইনআ একআ ইমআহর ক করন ইয়আ ঊইতআ এ ইকমন ঊইতআ -- আর নআ হআলকআ (য়দ আন তআহইল ইকআইনআ ইমআহইরহ ঊ ইনহ -- এআও ক করইত পআইরন) অআপন ক ক করইলন তআ কপঊআরইক লইত হই নআ এআর 'আ' ইআতআমআ ইপ সমঊইলন ঊর করআর পর কপঊআর তনআর ওজনদআয়্‌ক্ষআ ন ন আই সআজইব অআপনআইক ইদআই অআপনআইক ঊডঊ জআনআইত হই ইয় অআপন য়আ ইইইন তআর ওপর নর কইর ওজইনর ক লআল হই তনআর ওজইনর পর কপঊআর অআপনআইক জআনইব ইদই অআপন ইকআন ইমআহরআইক ঊইতআ ইইইন অআর ক তআর ওজন কআই এআ করইত হই তআ নই ইদওবআ ইহআইলআ

    'আ'ইআতআমআ পইল পআলআ রআ হই পটম ওজইনর জন অআপনআর আআ ইমআহইরর অআইনর ওপর নর কইর ইয় পআলআ আর হই ইসহ পআলআব (পআলআ সমআন টআকইল ওজন দআয়্‌ক্ষর মইডর দআব) কক করন এআ এইকআইর ক হওবআ দরকআর,তআহ ঊল পআলআ ইপ টআকইল ক কইর দন এআর লআলআ কপঊআরইক জআনআন 'পটম' ইআতআমআ ইপ তন 'তব' ইআতআম অআর তব ওজইনর পআলআ নআস ইদআ য়আই অআইগর মইতআ কইর য়আন 'ততব' ইআতআম পআর পর কপঊআর অআপনআর আআ ঊইতআ ইমআহর অআর আর আ হআলকআ জআনইব ইদই য়দআহরণঃ ডরন অআপন ইইইন হআলকআ 'ক' -- তআহইল পটম ওজইনর সমব ইদইন ইয় 'ক' ইকআইনআ পআলআইতহ ইনহ অতএ পটম ওজইনর ল হই 'সমআন',অটআ অআপন মইডর দআ কক করইন; অআআর য়দ ইই টআইকন হআলকআ '' তআহইল ইদইন আদইকর পআলআব '' ইমআহর অআই,অটআ য়আনদইকর পআলআব কক করইত হই
  • phutki | ১৪ জানুয়ারি ২০১২ ১৪:৪৪ | 115.117.251.47
  • নাহ। আমার পরমব্রতকে ভাল লাগে নি। কষ্ট করে পুরুষমানুষ সাজার চেষ্টা লেগেছে। বিছানার দৃশ্যে রাইমার থেকেও পেলব।
    আর খিস্তির ব্যাপারে nkর সাথে একমত। পুরো দশ মিনিট গেলাসে ঢেলে রাখা কোলার মত, নো ঝাঁঝ।

    সংলাপে একটা পছন্দ হল। "গান্ধর্বমতে ডিভোর্স'।
  • Ishan | ১৪ জানুয়ারি ২০১২ ১৪:৩৪ | 117.194.34.40
  • কেন আমার তো পরমব্রতকে ভালই লাগল।

    আর সিনেমাটা ডায়লগের জন্য হিট। সংস্কৃতিবান বাঙালি এই প্রথম সিনেমায় বাংলা খিস্তি শুনল। (ব্যঙ্গ করে বল্লাম না)।
  • Kumu | ১৪ জানুয়ারি ২০১২ ১৪:২৭ | 203.88.22.144
  • KeDidaa,raag kari ni.pharidaabaad jachchi.chhaataar chaagree.
  • Testng | ১৪ জানুয়ারি ২০১২ ১৪:২৩ | 203.88.22.141
  • Testng | ১৪ জানুয়ারি ২০১২ ১৪:২২ | 203.88.22.141
  • siki | ১৪ জানুয়ারি ২০১২ ১৩:০৫ | 122.177.189.106
  • বাশ্রা আমারো ভুলভাল লেগেছে।
  • phutki | ১৪ জানুয়ারি ২০১২ ১২:৩১ | 14.99.60.9
  • কিন্তু আমার রাজেশ শর্মাকে বেশ লেগেছে।
  • phutki | ১৪ জানুয়ারি ২০১২ ১২:১৫ | 14.99.60.9
  • বাইশে শ্রাবণ। পাই আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন না? বলি কি, না দেখাই ভাল। সিনেমাটার ভাল হওয়ার চান্সটা একা পরমব্রতই ৩০% খেয়ে ফেলেছে। অমন ন্যাকা মৃদুস্বরে আতাক্যালানে বলতে আমি অতি ক্যাটখুকিদেরো শুনিনি। রগচটা পুলিশ নাকী!!! কেমন যেন স্ক্রিপ্ট। প্রসেনজিত আর পরমব্রত র প্রথম সংলাপ পুরো প্রেডিক্টেবল। এ সিনেমাটা সাধারণ দর্শকের ও হজম হওয়াটা একটু কষ্টকর। কী করে হিট হিট সুপারহিট হল বুঝতে কষ্ট হচ্ছে।
  • kd | ১৪ জানুয়ারি ২০১২ ১১:৪১ | 59.93.198.208
  • বুঝেছি - কুমুদিদি সত্যিই আমার ওপর রাগ করেচে। আগে রাগ করেচে কিনা জিগালুম, তারও উত্তর দিলো না। শুধরে নেবো যে, তার মৌকাও দিলে না। ঃ(

    কি আর করি! যাই, গোটাকয়েক মৌরলাভাজাই খাই।
  • kd | ১৪ জানুয়ারি ২০১২ ১১:২০ | 59.93.198.208
  • নিশি, কেন যে মরতে এই সব সিনেমা দ্যাকো, বুঝি না। এমন সিনেমা দেখবে, যা ভালো-মন্দের উর্দ্ধে। যেমন গোবিন্দর সিনেমা - আইকিউ মেরে কেটে ৫০ হ'লেই নিশ্চিন্তিমনে দ্যাকা যায়। তবে তিন-ডিজিট আইকিউ হ'লে কষ্টে-সৃষ্টে ওটা টেম্পোরারিলি দু'ডিজিট করে নিলে স্বাস্থ্যকর।
  • nk | ১৪ জানুয়ারি ২০১২ ০৪:৪৬ | 151.141.84.221
  • বাইশে শ্রাবণ চেষ্টা করছিলাম। এমন বোকা বজ্জাত হাড় ন্যাকা সিনেমাই কি আজকাল কলকাতায় বানায়? কোনো লজিক পর্যন্ত নেই, একেবারে উপরিচালাকির আঁতলামো! শেষে প্রসেনজিৎকে দিয়ে কিছু ব্যর্থ শকার্বকার, বেচারা সেগুলো বলতে গিয়েও হাল্কা সুরে বলছে! আরে খানিক মুখস্থ গালাগাল ব্যবহার করলেই কি সেটার শক্তি বোঝানো যায়?
    উফ শেষে ভবের হাটের ফার্স্ট এপিসোডে মুখপাত্র দু'জনকে, পেন্ডুলামের ঝগড়া আর ব্যাচেলরের গান শুনে মেজাজ ঠান্ডা কত্তে হোলো! ঃ-)
  • pi | ১৪ জানুয়ারি ২০১২ ০৩:১২ | 128.231.22.133
  • এই রে, কোন নামে ছিলেন ?

    S নামে আরেকজন লেখেন, তাঁর সাথে গুলিয়ে যাবেন বলে অন্য নাম নিতে বলেছিলুম।

    আমাকে ঐ সাইটে ডাইনলোড বাটন দেখাচ্ছিল, কিন্তু আমি তাতে ক্লিকাই নাই। তাই বলতে পারবোনা।
  • pi | ১৪ জানুয়ারি ২০১২ ০৩:০৯ | 128.231.22.133
  • অভ্যুর মেলা বই কি অভ্যুর ওজনকে ছাড়াতে পারলো ?
  • S | ১৪ জানুয়ারি ২০১২ ০৩:০৮ | 129.115.2.75
  • @ পাই, আমার আগে একটা নাম ছেলো, কাটিয়ে দিয়ে এই নামটা নিয়েছি। কিন্তু ঐ ডাউনলোড করার অপসানে তো কিস্‌সু নেই।
  • Abhyu | ১৪ জানুয়ারি ২০১২ ০৩:০০ | 128.192.7.51
  • বাহ সুক্কুর্বার্বিকেলেও ভাটে চাঁদের হাট?
  • Sibu | ১৪ জানুয়ারি ২০১২ ০২:৫৩ | 74.125.59.177
  • এপ্রিল ৭ ট্রিনিটি সাইট ওপেন হাউস আছে। দেখতে যাব ভাবছি।
  • Nina | ১৪ জানুয়ারি ২০১২ ০২:০৮ | 12.149.39.84
  • *একসঙ্গে
    *আসে
    উফ আর পারিনা
    HHB কি ঃ-০
  • Nina | ১৪ জানুয়ারি ২০১২ ০২:০৭ | 12.149.39.84
  • ইস বেঙিটা কত্তদিন পর এল--আর আমার মিটিন--ধ্যুস!
    এই প্পন কেন রে হাতি ভাড়া কেন করবি আমার জন্যি----আমার দাড়িয়াল এট্টুস মোটাসোটা--আবাজ দিবিনা
    যাইহোক--বেঙিটা এলে ভাটে একটা অন্য ফ্লেভার আসী--
    অরণ্যকে একসে্‌ন্‌গ এত্ত এত্ত কবিতা লিকতে আমি দেখিনি কখনও---ঃ-))))
    বোধহয় সব্বাই চলে গেল ঃ-((
  • Sibu | ১৪ জানুয়ারি ২০১২ ০২:০২ | 74.125.59.177
  • কেসি ব্যাঙের থ্রেট ফ্‌ফউউ করে উড়িয়ে দিলা, আর ব্যাং তাতে ভয় খেয়ে ঘুনু করতে গেল।

    ভাবছি গুরুতে ব্যাঙের ওষুধ বিক্কিরি করব ঃ))।
  • byaang | ১৪ জানুয়ারি ২০১২ ০১:৩৮ | 122.172.247.101
  • সব্বাইকে গুডনাইট। ঘুমোতে গেলাম।
  • byaang | ১৪ জানুয়ারি ২০১২ ০১:৩৫ | 122.172.247.101
  • অরণ্য, সে গুড়ে বালি, তিনি বলেছেন তিনি একটি কন্ডিশনেই ইবেতে আসবেন, যদি মোবার কোচও ইবেতে যান!
  • kc | ১৪ জানুয়ারি ২০১২ ০১:৩৪ | 178.61.96.29
  • শিবুদা, অ্যান্টিলুঙ্গি ফ্রন্টের আমি এক একনিষ্ঠ ক্যাডার। আর ব্যাঙের থ্রেট??? ফ্‌ফুউউ!!
  • byaang | ১৪ জানুয়ারি ২০১২ ০১:৩২ | 122.172.247.101
  • শিবুদা, ঠিক ধরেছ, শুধু কি, কেসি! রিমিকে ডেকে আনব বলায় আরেকজনও কেমন মুখে কুলুপ এঁটেছে, দেখো না! ( কান এঁটো করে হাসির স্মাইলি)
  • Sibu | ১৪ জানুয়ারি ২০১২ ০১:২৯ | 74.125.59.177
  • ব্যাঙের থ্রেট খেয়ে কেসি অ্যান্টি-লুঙ্গি কথা বলে পরিস্থিতি শান্ত করতে চাইছে।
  • aranya | ১৪ জানুয়ারি ২০১২ ০১:২৭ | 144.160.226.53
  • নৈপাল-ই আমার শেষ বেড়ানো, তাও দুবছর হয়ে গেল ঃ-( ।
    কেসি যাই বলুন না কেন , কুমু এসে ধমক না দেওয়া অব্দি লুঙ্গির প্রতি আমার আনুগত্য অবিচল।
  • aranya | ১৪ জানুয়ারি ২০১২ ০১:১৯ | 144.160.226.53
  • ব্যাঙ, এক্ষুনি যাবেন কি? এদ্দিন বাদে এলেন। আরও দুদণ্ড থাকুন। ছেলে ফুটবলেও আগ্রহী হয়েছে শুনে ভারি খুশী হলাম। শুধু ৭৫-এর পাঁচ গোলের লজ্জা এই সব বলে ব্রেন ওয়াশ করে মোবা ক্যাম্প ছাড়িয়ে ইবে-তে নিয়ে আসুন।
  • r2h | ১৪ জানুয়ারি ২০১২ ০১:১৮ | 198.175.62.19
  • লুঙ্গী তরঙ্গিত প্রতিকূল ভঙ্গীতে
    ডাক দেয় রোদজ্বলা বৈকাল
    যৈবনে শীৎকাল চৌকাঠে চিৎপুর
    ছুটি নিয়ে যদি হই নৈপাল

    (বুঝলেন্না? ছুটি নিয়ে নেপাল যেতে চাই আরকি)

    জেডি হোক জলপান
    জলধারে কলতান
    পোলাপান অসতের ভান্ড
    বসন্ত অবসান
    লবেজান পরেশান
    ছিলিমে কি ধুমকি প্রকান্ড

    (লুঙ্গী এক বিপ্লব, এক বিদ্রোহ, একটি অবস্থান, একটি বক্তব্য। লুঙ্গী লুঙ্গী লুঙ্গী।)

    ল্যাটাপ্যাটা মিছ্রি
    অতিশয় বিচ্ছ্রী
    পাপী মন খোঁজে সমশব্দ
    দেকেচো যে উপকূল
    বারানসী সমতুল
    লেখা আছে পুঁথি ভরা গাব্দা।

    (রাজ্য ক্ষুধার নয়, পেটপুরে খেয়েছি। কিন্তু খাবারের স্বাদ যথাযথ ছিলনা, তাই ছন্দ ছুটি না পেলেও ঠিকা শ্রমিক)
  • kc | ১৪ জানুয়ারি ২০১২ ০১:১৮ | 178.61.96.29
  • অরন্যদা, তথাকথিত শিক্ষিত / এলিট সমাজের এই লুঙ্গী নিয়ে আদিখ্যেতা হল জোর করে ডিক্লাসড হওয়ার এক করুণ ব্যর্থ প্রচেষ্টা। উহা পরিত্যাগ যোগ্য।
  • Sibu | ১৪ জানুয়ারি ২০১২ ০১:১৬ | 74.125.59.177
  • ভারতবর্ষ লুঙ্গীর এক নাম ...
  • byaang | ১৪ জানুয়ারি ২০১২ ০১:১৫ | 122.172.247.101
  • কেসি, জেন্ডারডিস্ক্রিমিনেটরিকথাবার্তা বলবেন না। ভুলে যাবেন না, আমি এখনো জাই নি, আরো কিছুক্ষণ আছি, এমনকি রিমিকেও ডেকে আনতে পারি।
  • aranya | ১৪ জানুয়ারি ২০১২ ০১:১৩ | 144.160.226.53
  • লুঙ্গি বোধহয় এক বিদ্রোহের নাম - এলিট সমাজের মেকী ভদ্রতার পোষাক ছিঁড়ে ঢুকে পড়া এক প্রান্তিক বিদ্রোহ।
  • achintyarup | ১৪ জানুয়ারি ২০১২ ০১:১২ | 115.111.242.10
  • টই তুলে দিয়েছি কুমুদিদি
  • kc | ১৪ জানুয়ারি ২০১২ ০১:১০ | 178.61.96.29
  • হ্যাঁ, আমিও ঠিক বুইতে পার্ছিনা। প্যান্টিতো মহিলাদের পোষাক, অন্ততপক্ষে তিতিয়ো বিস্‌সে। নাকি অ্যামেরিকায় পুরুষেরাও পরে থাকেন।!!

    আর হুস্কিলে মিছ্রি দেওয়া!! ও শুধু বাঙালরাই পারে।
  • byaang | ১৪ জানুয়ারি ২০১২ ০১:০৪ | 122.172.247.101
  • নাঃ আর এখানে থাকা যাবে না। অরণ্যর লুঙ্গি, আকা-শিবুদার কীসব বাঘছাপ আর হাতিছাপ প্যান্টি!! ঃ-O
  • Sibu | ১৪ জানুয়ারি ২০১২ ০১:০৩ | 74.125.59.177
  • জ্যাক ড্যানিয়েল প্রতীক্ষায়
    থাকলে সান, কি এসে যায়?
    আনি মানি পোলাপান,
    দুকুরবেলায় মইদ্যপান।

    -- কবি শিবু
  • aka | ১৪ জানুয়ারি ২০১২ ০১:০২ | 168.26.215.13
  • বেসিকে গণ্ডগোল। লুঙ্গি ঢুকে পড়ে না, লুঙ্গিতে ঢুকে পড়তে হয়।
  • pi | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৫৭ | 128.231.22.198
  • বালাই ছাট বালাই ছাট !
  • aranya | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৫৭ | 144.160.226.53
  • পাব্লিক পোশোংসার পরোয়া না করে (মানে আশা ছেড়ে দিয়ে) একাগ্রচিত্তে পদ্য লিখছিলুম, তার মধ্যে হঠাৎ লুঙ্গি ঢুকে পড়ল কোদ্দিয়ে কে জানে!!
  • r2h | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৫৩ | 198.175.62.19
  • মরে যাই মরে যাই
  • aranya | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৫১ | 144.160.226.53
  • সান ডাউনের অপেক্ষা,
    জ্যাক ডানিয়েল প্রতীক্ষায়
    দুঃখ ভোলার উপায় কি?
    লুঙ্গি পড়ে হুইস্কি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত