এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • S | ১৬ জানুয়ারি ২০১২ ০৭:০১ | 99.26.200.89
  • আমাকে কিন্তু কেউ রয়্যাল বেঙ্গল রহস্যের লিন্‌ক দিলো না
  • nk | ১৫ জানুয়ারি ২০১২ ২২:৩৯ | 151.141.84.194
  • ঋদ্ধি যে এরম ছুপা রুস্তুম কে জান্তো! আহা কী বর্ণনা! "হাফ পরোটা ভার্টিকালি ইলঙ্গেট করে সেন্টারে দুটো মুর্গীর ডিম বসানো মুখ।" ওফ্‌ফ্‌ফ! ঃ-)
    স্বয়ং পোমোশ্রী পোমো চূড়ামণিও আনন্দে লাফাতে লাফাতে মেঝেতে পড়ে গিয়ে গড়াগড়ি খাবেন এটা পড়ে। ঃ-) ঃ-) ঃ-)
    ঐ মিয়ানো মুড়ি পোসেনজিতের জায়্‌গায় এই ঋদ্ধিকে ঐ রাফ পুলিশ অফিসারের রোলে নামালে এই সিনেমা একটা মারকাটারি জিনিস হোতো, জ্যান্তো জিনিস হতো, আর্টিফিশিয়াল ন্যাকামো থেকে বাঁচতো।
  • Netai | ১৫ জানুয়ারি ২০১২ ২২:৩১ | 123.238.18.31
  • ফেবুতে ঐ স্তন কবিতার কমেন্টসমূহ পড়ে হাসতে হাসতে পাগল হয়ে গেলাম। ঃ))
  • Netai | ১৫ জানুয়ারি ২০১২ ২২:২০ | 123.238.18.31
  • এখন সব হিজিবিজি
  • siki | ১৫ জানুয়ারি ২০১২ ২২:১০ | 122.177.250.102
  • এখন কি হিজি হয়ে গেছিস? ঃ)
  • Netai | ১৫ জানুয়ারি ২০১২ ২১:৪৭ | 123.238.18.31
  • না। বিজি ছিলাম।
  • siki | ১৫ জানুয়ারি ২০১২ ২১:৪২ | 122.177.250.102
  • সারাসন্ধ্যে কেউ কিছু লেখে নি?
  • potke | ১৫ জানুয়ারি ২০১২ ১৮:৫৫ | 122.179.33.223
  • ধোনিবাবু কয়েছেন সিনিয়রদের "ফেস আউট" করতে হবে। নিজেকে ফেস আউট করলে কেমন হয়, ও মহায়??
  • potke | ১৫ জানুয়ারি ২০১২ ১৭:৫৬ | 122.179.33.223
  • ফুল টিম চার্চিলকে হারালাম,অসাম অসাম!

    লোন স্ট্রাইকারে কি করে খেলতে হয় ওডাফা দেখিয়ে দিল।
  • kd | ১৫ জানুয়ারি ২০১২ ১৬:১৮ | 59.93.242.76
  • হ্যাঁ, ওটার হাইলাইট্‌স দেখলুম nfl.comএ।
    আবার রোব্বার রাত জাগতে হবে। ঃ)
  • lcm | ১৫ জানুয়ারি ২০১২ ১১:৪৫ | 69.236.171.48
  • এদিকে খেলা হল বটে- শেষ চার মিনিটে চারটে টিডি।
  • kd | ১৫ জানুয়ারি ২০১২ ১১:২২ | 59.93.242.76
  • এক ধাপ ওঠা গেলো - 45-10 ঃ))))

    সেই মাঝরাতে (৬'টা) উঠে পড়েছি খেলা দেখতে। খুব ভালো দেখালো - বাফারিংএর চাকা খুব বেশী দেখি নি। আর খেলা!! জন্মজন্মান্তরেও ভুলিব না। মাঠে যাওয়া বড্ডো মিস করছি - বাড়ির পাশেই মাঠ আর আমি এই চুলোয় পড়ে। ধুস্‌!!
  • Ghanada | ১৫ জানুয়ারি ২০১২ ১০:৫৬ | 223.223.137.163
  • মাইরী! দিদির না, হেব্বী ভুগোলের জ্ঞান! বাংলাদেশ যে পাকিস্তানের বর্ডার, সেটা জান্তে পারলুম ওনার বক্তিমে থেকে!
    ওনার ভাষণের কিচুটা তুলে দিনু!
    "Bangladesh is the border of Pakistan"........
    We will do from the day one......we have the potentiality... Bengal has cheap labor....What not !!!! When I joined I see "Darjeeling was burning......."..but I do not care for all those thing........MATCH FIXING.........I will do batting for industry & agriculture.......You know Bangladesh & India , we have Ganga-Jamuna-Meghna--........Small Scale/Me...dium Scale / Big Scale ...all talents are here...case to case we will take the decision... potentially is too high ..so come invest here...within this seven moths , what we have committed , we have done more than that !!!!!! and business man - please stay in Bengal......if I murder some body , it is murder...May I ask you what is your problem? May I have Japan Embassy ? My chian friend s? USA ? are you interested ? My German friends ? Bangladesher bondhura esechen ki ? se ki ? aapnara invite koren ni ? ITC interested ? DLF esache ? Mr Jindal Kobe hobe Industry ta ? Amar to sob kore diyechi ? Ebar aapnara shuru korun !!!!

    Haat tulun ......kotojon Small Scale achen ? haat tulun!!! Kichu korchen to ?
    Health Sector : ke ke interested ?
    Education : Education Hub e ke ke interested ?
    Tea Industries : Kara kara achen ?

    http://www.youtube.com/watch?v=pJgfMVx130E
  • pi | ১৫ জানুয়ারি ২০১২ ১০:৪৭ | 72.83.83.28
  • মলয় রায়চৌধুরী জানতে চেয়েছিলে, বাইশে শ্রাবণ নিয়ে গুরুতে লোকজন কেমন ফিডব্যাক দিচ্ছে। ঐ লিঙ্কটা দিলে ঋদ্ধির রিভ্যুটা মনে হয় ওঁর পছন্দই হবে ঃ)
  • aka | ১৫ জানুয়ারি ২০১২ ১০:৪৩ | 75.76.118.96
  • তবে এখন না অনেক আগে। এখন আবার খিদে পেয়ে গেল।
  • aka | ১৫ জানুয়ারি ২০১২ ১০:৪২ | 75.76.118.96
  • পিৎজা মার্গারিটা বানালুম এবং খেলুম।
  • phutki | ১৫ জানুয়ারি ২০১২ ১০:৩৫ | 14.96.177.175
  • *জেনে
  • phutki | ১৫ জানুয়ারি ২০১২ ১০:৩৫ | 14.96.177.175
  • কেসি, রদ্দি যেনে দিই নি দাদা। দিয়ে পরে বুঝেছি । তবে বুঝলেন কিনা, দুঃখ শেয়ার হওয়াই ভাল।
    থেন্‌কুর জন্য হেঁহেঁ।
  • pi | ১৫ জানুয়ারি ২০১২ ১০:৩৩ | 72.83.83.28
  • ভায়া দার্জিলিং তো আমার বেশ বেশ ভাল লেগেহি্‌চল ।
    হ্যাঁ, দিল্লি চলো দেখতে হবে। হ্যাঁ, বিনয় পাঠক বলেই মিস করতে চাইনা।
  • sda | ১৫ জানুয়ারি ২০১২ ১০:২০ | 117.194.201.185
  • চলো দিল্লি আমার মতে তেমন জমেনি , তবে বিনয় পাঠকের কোন সিনেমাই দেখে সময় নষ্ট মনে হয় না।
  • kc | ১৫ জানুয়ারি ২০১২ ১০:২০ | 194.126.37.78
  • ফুটকিকে কী বলব বুঝতে পারছিনা। ২২শে শ্রাবণের লিংটার জন্য থেংকু নাক্ষি একটা রদ্দি সিনিমার জন্য ক্যাল। সে যাই হোক এতদিন কাটিয়ে দিয়েছিলাম, কিন্তু পরশু ফুটকি লিংটা দেওয়াতে কালকে আড়াই ঘন্টা খচ্চা করেই ফেললাম। ব্যাপক ভুলভাল সিনিমা। পোসেনজিতের রোলটায় ন্যাড়াদা আর পরমব্রতের রোলটায় আমাকে নিলে অনেক বেশী ভাল অ্যাকটিং হত। রুপঙ্করের গানটা একটু ভাল লাগল।
    শেষমেশ ফুটকি কে একটা থেঙ্কু জানিয়েই দিই।
  • phutki | ১৫ জানুয়ারি ২০১২ ১০:১৮ | 14.96.177.175
  • ভায়া দার্জিলিং দেখলাম। আর খুব খারাপ লাগল না। কেউ দেখেছেন কি? কাল সিকি চলো দিল্লি বলেছিলেন। ওটা বেশ ভাল লেগেছিল। শেষটাও ফান মুভি এন্ডিং হলে ভাল লাগত বেশি।
    পাই এর জন্য এই দুটো রেকো রাখলাম।
  • pi | ১৫ জানুয়ারি ২০১২ ১০:১৭ | 72.83.83.28
  • টই টই !
  • sda | ১৫ জানুয়ারি ২০১২ ১০:১২ | 117.194.201.185
  • প্রসেনজিৎ বার দুয়েক গান্ধর্বমত কে গন্ধর্বমত বলে গেল, তাও এমন উচ্চারণে যেন একটু আগে প্রথম বার পড়েছে , সাবধানে না বললে উচ্চারণ ঘেঁটে যেতে পারে।
  • pi | ১৫ জানুয়ারি ২০১২ ১০:১১ | 72.83.83.28
  • ঃ)
  • phutki | ১৫ জানুয়ারি ২০১২ ১০:০৭ | 14.96.177.175
  • হ্যাঁ পাই। ব্যস্ত হয়ে দেখতে হবে না। পরে সময় পেলে GK বাড়াতে দেখে নিলেই হবে । নইলে তো কনফিডেন্স নিয়ে খারাপও বলতে পারবেন না। ঃ-)
  • phutki | ১৫ জানুয়ারি ২০১২ ১০:০৫ | 14.96.177.175
  • এখনো বাইশে শ্রাবণ? তবে আকা বাবুর লিস্টটার মত আরো গোটা কয়েক।

    ৪-৫ টা খুন হওয়ার পরেও পুলিশের চর-টর নামানো হয়নি। সেটাও হবে প্রসেনজিত এলে।

    অমিও জানি, কিন্তু "ব্রাইট' পুলিশ জানেনা যে রাতে ফলো করতে বেরোলে সাদা শার্ট পরে যেতে নেই।

    প্রসেনজিত এমন কিছু অদ্ভুত খিস্তি করেনি যে মুখ চোখ কুচঁকে শুনতে হবে। অত্যন্ত সচেতন ভাবে এই ব্যাপারটা নিয়ে হাইপ করা হয়েছে।
  • pi | ১৫ জানুয়ারি ২০১২ ০৯:৫৯ | 72.83.83.28
  • অপরাজিতা তুমির গানগুলো বেশ, বেশ ভালো লাগলো।

    অনুপমের নিজের গাওয়া আমার তেমন ভালো লাগেনি। কোথাও কোথাও একটু সুর কম মনে হয়েছে।

    যাহোক, তাইলে ভাটপাতায় ২২শে শ্রাবণ আপাতত ৪-১ । অবশ্য মামুরটাকে পুরো এক ধরাও বোধহয় ঠিক হবেনা।

    তাইলে কাটিয়েই দিলুম।
  • sda | ১৫ জানুয়ারি ২০১২ ০৯:৪২ | 117.194.201.185
  • বাইশে শ্রাবণ অত্যন্ত রদ্দি সিনেমা। গোটা সিনেমায় দেখার জিনিস বলতে গৌতম ঘোষের অভিনয়। ভদ্রলোকের উপর ভয়ানক চটে ছিলাম কালবেলা দেখা ইস্তক, সেই খার কিছুটা কমলো। গানগুলো বেশ ভালো। অনুপম রায় অলরেডি ফ্রাস্ট্রু কম্পোজার হিসাবে বেশ ভালো কাজ করছেন। কিছু দিন পর জনতা মাল খাওয়ার সময় পিঙ্ক ফ্লয়েডের বদলে অনুপম রায় শুনবে।
  • aka | ১৫ জানুয়ারি ২০১২ ০৯:৩১ | 75.76.118.96
  • আর আইপিএল নামক ডাংগুলি খেলাটি উঠে গেলে বাঁচি, যদি এই ক্রিকেটাররা একটু বাঁচে, মন দিয়ে খেলে। কদ্দিন ভালো ক্রিকেট দেখি নাকো।
  • kumu | ১৫ জানুয়ারি ২০১২ ০৯:১১ | 122.161.74.30
  • কেডিদা,রাগ করি নি মোটেই।পরে কখনো ফোনে কথা হবে।
  • aka | ১৫ জানুয়ারি ২০১২ ০৯:০৯ | 75.76.118.96
  • ২২ শে শ্রাবণ - কোন একটি খুন হয়েছে গাড়ির চাকা বারবার ভিক্টিমের মাথা পিষে দিয়েছে, তার পাশে রয়েছে ""ফিরে এসো চাকা"" থেকে একটি কবিতা ঐ 'প্রকৃতপ্রস্তাব' টা। এবারে সাসপেক্ট হল হতগরিদ্র হাংরি আন্দোলনের কবি। তার কাছে গাড়ি এলো কোদ্দিয়ে? নাকি ট্যাক্সি ভাড়া করে খুন করতে বেড়িয়েছিল? কপুর সবথেকে ঠাণ্ডা মাথার শার্প পুলিশ অফিসার এতই মাথামোটা যে তার মাথায় এটা এল না।

    ঠাণ্ডা মাথার পুলিশ অফিসারের এতই ঠাণ্ডা মাথা যে সে সিসিডির ভুল বিল ঠিক করার জন্য আর একবার কার্ড সোয়াইপ করতে দিতে পারে না।

    যে প্রেমিকার কাছে হুলিয়ে খিস্তি করে সেই পোসেনজিতের খিস্তি নিতে পারে না।

    তারপর সেই ঠাণ্ডা মাথার দায়িত্বশীল পুলিশ অফিসার প্রেমিকার সাথে গাঁজা টানে। পুলিশ অফিসার? নাকি প্রেসির ছাত্র বোঝা দায়।

    সেই শার্প পুলিশ অফিসার খুনের কিনারা বলতে কিছু মুখস্ত কবিতা বোঝে।

    মানে সিরিয়াল কিলার নিয়ে বা গোয়েন্দা বা পুলিশ নিয়ে মিনিমাম কোনো হোমওয়ার্ক ছাড়া সিনেমা করতে বসলে যা হয় তাহল এই বাশ্রা। উফফ।
  • aka | ১৫ জানুয়ারি ২০১২ ০৮:৫৮ | 75.76.118.96
  • আর আমিও কলেজ স্ট্রীটে থাকি না, এককালে প্রায় থাকতাম।
  • aka | ১৫ জানুয়ারি ২০১২ ০৮:৫৮ | 75.76.118.96
  • ম্যাক্সিদিরে কি জানাব বুইতেই পারলাম না। ঃ(
  • pi | ১৫ জানুয়ারি ২০১২ ০৪:১৪ | 72.83.83.28
  • নিশি, না দেখবো তো।
    তুমি সেই গ্রহ তারার পেপারগুলো দেখলে ?
  • maximin | ১৫ জানুয়ারি ২০১২ ০১:৩৯ | 59.93.206.137
  • চতুর্থ সংখ্যার প্রিভিউ দেখে এলাম। ব্যাপক লাগল।
  • nk | ১৫ জানুয়ারি ২০১২ ০১:২৯ | 151.141.84.194
  • এই তো পাই আছে! পাই, হেইচ আই ভি নিয়ে নতুন ডিবেট শুরু হয়েছে, দেখেছ? ডুএসবার্গ বলছেন ভাইরাসটা নাকি নিরীহ, রোগের কারণ নাকি অন্য।
    এই নিয়ে দ্রি লিখতে শুরু করলে একটা বেশ আলোচনা পাওয়া যেতো,কেজানে কনস্পি ও হয়তো পাওয়া যেতো কোনো।
  • pi | ১৫ জানুয়ারি ২০১২ ০১:২১ | 72.83.83.28
  • হয়ে গেছে ! সুমিতদা প্রেস থেকে নিয়ে নেবে ! ঃ)
    পেঁচারা তালে বইমেলায় হাজির হয়ে যাবে ! ঃ)
  • nk | ১৫ জানুয়ারি ২০১২ ০১:১৮ | 151.141.84.194
  • কেডি, আরে ভালোমন্দের ঊর্ধে সিনেমাগুলো কোথায় পাবো? ঃ-)
    স্বগতঃ বাই চান্স এই লোক নিশির আইকিউ তিন ডিজিট ভাবলো নাকি কেজানে! নিশির আইকিউ ওয়ান ডিজিট।
    ঃ-)
    (আইকিউ মাপা নিয়ে আমার চিরকালই নানা প্রশ্ন দেখা দেয়, কিন্তু করতে পারি না হায়। এক সচলবন্ধু জানিয়েছিলো বারে বারে অনলাইন আইকিউ টেস্টগুলো দিতে থাকবি, দেখবি আই কিউ চচ্চড় করে বাড়ছে। ঃ-) )
  • maximin | ১৫ জানুয়ারি ২০১২ ০০:১৫ | 59.93.206.137
  • আকা আসলে আমাকে জানাবে। ডিকটেটর ব্যাপারটা নিয়ে পড়া ধরব।
  • maximin | ১৪ জানুয়ারি ২০১২ ২৩:৫৫ | 59.93.206.137
  • তাহলে এখন কী হবে?
  • pi | ১৪ জানুয়ারি ২০১২ ২৩:৪৬ | 72.83.83.28
  • কাল সকাল সাড়ে দশটার মধ্যে মুখোশ , ক্যালেন্ডার, কিছু ট্যাবলয়েড তুলতে হবে। বইমেলায় লাগবে। এদিকে তারপর প্রেস বন্ধ হয়ে যাবে ঃ(
  • maximin | ১৪ জানুয়ারি ২০১২ ২৩:৪১ | 59.93.206.137
  • কেন পাই কলেজস্ট্রীট চত্বরে, থাকেনা তবে প্রায় প্রায় যায়, এমন আছে।
  • ppn | ১৪ জানুয়ারি ২০১২ ২৩:৩৫ | 122.252.231.10
  • আরে নীনাদিকে তো হাতি দিয়ে ফুল ছুঁড়ে অভ্যর্থনা জানাতাম, এক্কেরে রাজকীয় স্টাইলে!
  • pi | ১৪ জানুয়ারি ২০১২ ২৩:৩৪ | 72.83.83.28
  • দেখে আয় ! যে রেটে থ্রেড দৌড়াচ্ছে ট্র্যাক রাখা দায়। এখন 'হাতাহাতী' হচ্ছে ঃ)
  • Netai | ১৪ জানুয়ারি ২০১২ ২৩:২৮ | 123.238.18.170
  • ঃ))
    বেশ বেশ

    সহবাগ অণ্না এইসব চলে এসেছে এতোক্ষণে?
  • pi | ১৪ জানুয়ারি ২০১২ ২৩:২৩ | 72.83.83.28
  • গুরুর গ্রুপে আবাপ নিয়ে জোর লড়ায় বেঁধে গেছে। আবাপ র লোকজন তাঁদের বানানবিধি নিয়ে মতামত দিচ্ছেন ঃ)

    এদিকে শুরু হয়েছিল, শামসের আনোয়ারের 'স্তন' কবিতটি দিয়ে।
    কিছু লোক রে রে করে ওঠেন ওটি পর্নো বলে ... আপাতত ঘাটের জল শচিন -সচিন , গান্ধী-গাঁধী , উনিশ-কুড়ি হয়ে গড়িয়েছে, হ্যাঁ, জ্যোতিষ অব্দি :P
  • Netai | ১৪ জানুয়ারি ২০১২ ২৩:২৩ | 123.238.18.170
  • আমি থাকিনা। আমি অন্য জায়গায় থাকি।
  • pi | ১৪ জানুয়ারি ২০১২ ২২:০১ | 72.83.83.28
  • ম্যাক্সিদি, আচ্ছা।

    কলেজস্ট্রীট চত্বরে কেউ থাকে ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত