এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৪৪ | 122.172.247.101
  • সে তো আমি আগেও হতাম, এখনো হই। তবে মাঝে মাঝে বিচ্যুত না হতে হেব্বি ভালো লাগে, তাই আজ টইতে লিখতেই হল।
  • pi | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৪৪ | 128.231.22.198
  • কলিদিই একমাত্র নখ্‌খী মেয়ে।
  • Achintyarup | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৪২ | 115.111.248.134
  • সত্যের পথ থেকে বিচ্যুত হওয়া খুব ভাল, আমি রোজ হই
  • byaang | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৪১ | 122.172.247.101
  • আমি মোটেই চুপ মারি নি। ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান টা আমাকে বলা হল কিনা, সেই নিয়ে সন্দেহে ছিলাম। আর ওদিকে আবার সত্যের পথ থেকে বিচ্যুত হতে পারি না বলে ছাত্ররাজনীতির টইতেও লিখতে হচ্ছে। কী জ্বালা!
  • kk | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৩৮ | 76.114.73.71
  • চুপ মারিনি, আমি অনুবাদ কচ্ছি ঃ)।
  • Sibu | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৩৬ | 74.125.59.177
  • ঘ্যানঘ্যানের ফল কি?
    মিছরির জল? না হুইস্কি?

    -- কবি শিবু।
  • achintyarup | ১৪ জানুয়ারি ২০১২ ০০:২৮ | 115.111.248.134
  • ঘ্যানঘ্যান-এ অমার অধিকার, তার ফলে অধিকার নাই। ঘ্যানঘ্যান
  • Sibu | ১৪ জানুয়ারি ২০১২ ০০:২৮ | 74.125.59.177
  • মিছরির জলে হুইস্কি? এর পর কবে কবে বলবে কাঁচকলার ঝোলে ইলিশ। হুঃ।
  • achintyarup | ১৪ জানুয়ারি ২০১২ ০০:২৫ | 115.111.248.6
  • মিইরির জল? ভাল ভাল। একটু হুইস্কি মিশিয়ে
  • aranya | ১৪ জানুয়ারি ২০১২ ০০:২৪ | 144.160.226.53
  • এই যে অচিন্ত্য,
    ঘ্যান ঘ্যান করেন তো
    কেন সেটা বলবেন
    তবেই তো পাইবেন
    পাব্লিক আহা উহু
    শেষ পর্যন্ত।
  • aka | ১৪ জানুয়ারি ২০১২ ০০:২৩ | 168.26.215.13
  • অচিন্টিকে একটু মিছরির জল দাও বা একটা বাতাসা।
  • pi | ১৪ জানুয়ারি ২০১২ ০০:২২ | 128.231.22.198
  • সেটাও দেখলাম।
  • pi | ১৪ জানুয়ারি ২০১২ ০০:২২ | 128.231.22.198
  • হ্যাঁ, সেটাও।
  • achintyarup | ১৪ জানুয়ারি ২০১২ ০০:২০ | 115.111.248.6
  • দেকলে, সবাই কেমন চুম্মেরে গেল?
  • achintyarup | ১৪ জানুয়ারি ২০১২ ০০:১৪ | 115.111.248.134
  • হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই
  • pi | ১৪ জানুয়ারি ২০১২ ০০:১৩ | 128.231.22.198
  • কেকেদি, হ্যাঁ, সেটাই।
  • achintyarup | ১৪ জানুয়ারি ২০১২ ০০:১৩ | 115.111.248.134
  • ঘ্যানঘ্যানঘ্যানঘ্যানঘ্যান
  • byaang | ১৪ জানুয়ারি ২০১২ ০০:০৮ | 122.172.247.101
  • কেকে, এখনো হাতে পাই নি, শুধু দেখেছি। তাই জানি না কী কী আছে। শুনেছি কিছু ননফিক্‌শনাল লেখাও আছে। কোলকাতায় গেলে হাতে পাব।
  • kc | ১৪ জানুয়ারি ২০১২ ০০:০৬ | 178.61.96.29
  • বেঙি, গরু হারালে অমনই হয় মা।
  • siki | ১৪ জানুয়ারি ২০১২ ০০:০৩ | 122.177.189.106
  • এমন ডিস্ক্রিমিনেশনের পোতিবাদ জানিয়ে, ব্যাঙের ল্যাজে ছুঁচোবাজি লাগিয়ে দিয়ে, আমি ঘুমোতে গেলাম।

    হেপ্পি উইকেন্ড।
  • byaang | ১৪ জানুয়ারি ২০১২ ০০:০২ | 122.172.247.101
  • আমি চোখে অ্যামোন একটা ফিল্টার লাগিয়ে নিয়েছি, আকা, কেসি, শিবুদার বিশেষ বিশেষ পোস্টগুলো দেখতেই পাচ্ছি না।
  • kk | ১৪ জানুয়ারি ২০১২ ০০:০১ | 76.114.73.71
  • বাঃ ব্যাঙ। এতে কোন কোন গল্প আছে?
  • siki | ১৪ জানুয়ারি ২০১২ ০০:০০ | 122.177.189.106
  • প্পন, লাস্ট সীন দেখছি, মন্দ লাগছে না তো!

    কেশী, বীরবলের গপ্পো তো? ঃ-)
  • byaang | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৫৭ | 122.172.247.101
  • কেকে, অরণ্য দুজনকেই থ্যাংকিউ।
    অরণ্য, ছেলে ক্রিকেট তো খেলেছেই, ইদানিং কোলকাতার ফুটবলেও খুব ইন্টারেস্ট। খেলে বাড়ি ফিরে আগে নেট খুলে আই লিগের ওঠাপড়া দেখে নেন, তবে স্নান করতে যান। মা-বাবার মুখে চুনকালি দিয়ে তিনি মোহনবাগানি হয়েছেন। তবে এর সঙ্গে আরো যোগ হয়েছে গানের গুঁতো, সৌজন্যে আমাদের আকামামা। আকামামার দেওয়া পাফ দা ম্যাজিক ড্র্যাগনের লিংক থেকে শুরু হয়েছে ওনার ইউটিউবে গান শোনা, এখন কোথায় কোথায় ডানা মেলেছেন, তা আমারো জানা নেই।

    কেকে, লীলা মজুমদার ৫নংও বেরিয়ে গেছে, গোলাপি মলাট।
  • aranya | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৫৭ | 144.160.226.53
  • কবি শ্রীকান্ত
    হলে বেশ জমত,
    তবে অরণ্য
    সেও অনন্য।
  • byaang | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৫২ | 122.172.247.101
  • ইয়ে আগের পোস্টের সিনেমাগুলো সব হলে গিয়ে। রং মিলান্তি টা অবিশ্যি ইউটিউব। আরো যা এই হপ্তায় ইউটিউবে দেখেছি -
    033
    আর হ্যালো কোলকাতা। মানে 033 একটা সিনেমা আর হ্যালো কোলকাতা টা আরেকটা সিনেমা, দুটৈ খুব খারাপ। শুধু 033র শেষে উপলের গাওয়া ঠিকানাবিহীন একটা বাড়ি গানটা শুনেই মনটা কেমন জানি একটা টাইপ হয়ে গেল।
  • nk | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৫২ | 151.141.84.194
  • শেষে "কবি শ্রীকান্ত" হলে জমতো। ঃ-)
  • aranya | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৪৮ | 144.160.226.53
  • বিভীষণ নিপীড়ণ
    পছন্দ নয় আজ -
    বন্ধুত্বের দিন,
    ছাড়ো ছাড়ো রণসাজ।
    ভারতীয় বাচ্চারা
    বই পড়ে ক্লান্ত,
    মাঠের সবুজে নয়
    খেলে হোক শ্রান্ত।

    -কবি নেতাইয়ের অনুপ্রেরণায় কবি অরণ্য
  • byaang | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৪৮ | 122.172.247.101
  • আমিও আমার ডিসেম্বর শেষ সপ্তাহ-জানুয়ারির প্রথম সপ্তাহর সিনেমা দেখার আপডেট দিয়ে দিই।
    গোঁসাইবাগানের ভূত (অখাদ্য)
    ডার্টি পিক্‌চার (পয়সা উসুল)
    রয়াল বেঙ্গল রহস্য (পয়সা উসুল)
    ডন টু (পুরো পয়সা উসুল হয় নি)
    রং মিলান্তি (ওক্কে টাইমপাস)
    এমাসের শেষে কোলকাতা গিয়ে দেখব, বেডরুম, অপরাজিতা তুমি।
    কাল দেখব আর্থার ক্রিসমাস, পরশু শার্লক।
  • kk | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৪৫ | 76.114.73.71
  • আমার মনে হয় কমেডির সংজ্ঞাটাই অনেকের ঠিকাঠাক জানা নেই। এই যেমন সেদিন 50/50 দেখলাম। সিনেমাটা ভালো লাগলো। কিন্তু কোন অ্যাংগ্‌ল থেকে যে এটাকে কমেডি বলছে তাইই ভেবে পেলাম না!
  • kc | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৪৫ | 178.61.96.29
  • হাই বেঙি।

    আকার 11:33 PMএর গপ্পটার একটা অসভ্য ভারশান আমার কাছে ছিল।
  • byaang | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৪৩ | 122.172.247.101
  • আব্বে সিকি, আগে আমার পোস্টটা ভালো করে পড়। তারপর তোর মগজের গোড়ায় গরম সেঁক দে। বল্লাম না, আগে থেকে জানা ছিল না ওটা ওড়িয়া রেস্টুরেন্ট। খেতে ঢুকে পড়ার পর জানলাম তো।
  • ppn | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৪৩ | 112.133.206.18
  • সেকেন্ড হাফটা ঝুল।
  • siki | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৪২ | 122.177.189.106
  • এখন দেখছি -- চলো দিল্লি। লারা দত্ত আর বিনয় পাঠক। উত্তাল সিনেমা।

    জি সিনেমায় হচ্ছে।
  • pi | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৪০ | 128.231.22.64
  • হ্যাঁ। আমার পুরোটা দেখতেও ইচ্ছে করলো না। অ্যাকচুয়ালি বেশ রাগই হচ্ছিলো। করণ জোহর , যশ চোপড়ারা তাও ঠিক আছে, মধুর ভান্ডারকরের হাত থেকে কমেডির জন্য গে দের এরকম পোট্রেয়াল আশা করিনি।
    সেজন্যই তোমাকে জিগাচ্ছিলুম।
  • kk | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৩৮ | 76.114.73.71
  • দেখেছি পাই। মধুর ভান্ডারকারের তো? আমার খুব ভালো লাগেনি। কমেডি সবাই বানাতে পারেনা ব'লে মনে হয়েছে।
  • pi | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৩৬ | 128.231.22.64
  • কলিদি, দিল তো বাচ্চা হ্যায় জী দেখেছো ?
  • siki | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৩৬ | 122.177.189.106
  • ব্যাঙের হাঁটুতে বুদ্ধি কম। ওড়িয়া রেস্টুতে খেতে যাবার আগে আমার বা অপ্পনের থেকে কনসাল্টেশন নেওয়া উচিত ছিল। কাজের কাজ কিছু নেই কেবল বিভীষণদাকে নিপীড়ন করার চেষ্টা।
  • Sibu | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৩৬ | 74.125.59.177
  • এই অ্যাবস্কন্ড করার লিং-টা থেকে আমার একটা সন্দ হচ্ছে। মানে ব্যাং-কে অনেকদিন গুরুতে দেখি নি তো। B-)
  • aranya | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৩৪ | 144.160.226.53
  • হাতি বড় ভাল দেখতে, ইন ফ্যাক্ট পশু মহলে খারাপ দেখতে কি কেউ আছে?
    ব্যাং, বেল্কাম ব্যাক। ছেলে এই শীতে চুটিয়ে ক্রিকেট খেলছে তো?
  • kk | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৩৪ | 76.114.73.71
  • ব্যাঙ, ওয়েলকাম ব্যাক।
  • Netai | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৩৩ | 123.238.18.170
  • মব্যার বক্তিমো পেয়েছি। ঃ))
  • aka | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৩৩ | 168.26.215.13
  • ব্যাঙ এখন কনসালটেন্ট হয়ে গেছে।

    এর সাথে গপ্পোটাও শুনতে হবে।

    এক খামারে নতুন এক গরুকে আটক করা হয়েছে। এদ্দিন সে বনে জঙ্গলে ঘুরে বেড়াত এখন থেকে মালিকের হয়ে দুধ দেবে। কিন্তু তার তখন রক্ত গরম এই বন্দী হয়ে থাকতে ভালো লাগে নি। তাই সে বেড়া ডিঙিয়ে পালানোর চেষ্টা করছে। সেই দেখে একটু অভিজ্ঞমতন দেখতে অন্য একটি গরু বলল। হচ্ছে না লাফানোর সময়ে পিঠটা ৪৬ ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকবে, সামনের পা মুড়ে থাকবে আর বেড়ার ঠিক ৪ গজ দুর থেকে লাফ দিতে হবে। তা উদীয়মান গরুর তো হেবি জ্বলেছে। সে বলল তা এতই যখন জানো তুমি পালাও না কেন? অভিজ্ঞ গরু বলল গত ৫ বছর চেষ্টা করেছি পারি নি, তাই আমি এখন কনসালটেন্ট হয়ে গেছি।
  • Sibu | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:২৯ | 74.125.59.177
  • বোনেদের উচিৎ সব সময় বৌদিদের এগেনস্টে দাদাদের সাপোর্টানো, সে হলই না হয় পাড়ার দাদা। ঃ(
  • byaang | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:২৮ | 122.172.247.101
  • দু ঃ-) পয়েন্ট। তবে শুধু পোষা কুকুর-বেড়ালই না, ঈদের আগে ছাগল আর ভেড়াগুলো-ও হেব্বি মোটা হয়ে যায়, ভালো করে নজর করে দেখো?
  • pi | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:২৮ | 128.231.22.64
  • মোটা কী দিয়ে ঠিক হবে ? বি এম আই না বডি ফ্যাট % ?
  • byaang | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:২৭ | 122.172.247.101
  • শিবুদা , তোমার ঘরে বুঝি আমাদের বৌদিটি নেই? তিনি বুঝি আমার কেউ হন না? HHB B-)
  • Du | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:২৫ | 117.194.197.218
  • ব্যাং, কিছু পোষা কুকুর এবং বেড়াল ছাড়া পৃথিবীর কোন জন্তুই কি মোটা? নাকি তাদের শরীরের শেপটাই ওরকম? মানে আফ্রিকানদের ময়লা বলা যা, হাতিকে মোটা বলাও তা - নয় কি?
  • byaang | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:২৫ | 122.172.247.101
  • এব্বাবা, দলমা পাহাড় থেকে ওটার নাম দলমা, তাও জানিস নে!! আমার অবিশ্যি প্রথম প্রথম দলমা নামটা গুলিয়ে যেত আর আমি ""কাজিরাঙ্গা বলে একটা নতুন দোকান হয়েছে, চল ওখানে খেতে যাই'' বলে বিভীষণকে লোভ দেখানোর চেষ্টা করতুম। তারপর খেতে যেদিন ফাইনালি গেলুম, ভিতরে ঢুকে পড়ার পর জানলুম ওটা ওড়িয়া রেস্টুরেন্ট। তখনও মনে বল আর লোভ ছিল, তাই উইশফুল থিংকিং করলুম, কোলকাতার সব ভালো রাঁধুনিরাই উড়িষ্যা থেকে আসে, এদের খাবার ভালো হবেই। তার্পর খাবারগুলো মুখে দিয়ে কী হল, কত্তো গালাগালি করলুম, সে লিখে শুক্কুরের রাত্তিরকে কলুষিত করতে পারি না।
  • Sibu | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:২৪ | 74.125.59.177
  • প্পন, পোজেক্ট গুছিয়ে এনেছি, আর সক্কাল সক্কাল হেইচআরের ঘর থেকে টি-শার্ট, ইয়ো-ইয়ো এই সব ঝাড়া হয়েছে। তাই মন ভাল।

    বেঙী, বোনটি, গরম তেল ইত্যাদি বরদের ওপর ঢালতে হয়। দাদাদের কি এসব বলতে আছে? ছিঃ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত