এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • maximin | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২১:১৬ | 59.93.210.165
  • আর হ্যাঁ কবিতাটা খুব সুন্দর লাগল।
  • maximin | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২১:১০ | 59.93.210.165
  • বাড়ির বর্ণনা লেখার হাতটিও কাজুর অসাধারন। :P

    না কুমু রসাতলের ওয়েবসাইট নেই। ফেবুতে গ্রুপ আছে।
  • Kaju | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২০:০৪ | 121.242.160.180
  • 'মুর্খ বড়, সামাজিক নয়'-এর দুর্বল অনুকরণ মাত্র।

    হায়, নিজেরগুলোর জন্যেও যদি কোনোদিন এমন শুনতে পেতাম !
  • kumu | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২০:০০ | 122.176.32.39
  • সত্যের পথে দাঁড়িয়ে কইচি কাজু,আমি ভাবনু ওটি টইএর পোস্ট,ভুলে এখানে এসে গেছে।

    এবং,অসাধারণ লেগেছে।
  • Kaju | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫৩ | 121.242.160.180
  • কেন এসব লিখছি বলুন তো কুমুদি? ক্ষোভে। আমার অমন একখানা বিদগ্‌ধ জীবনের জ্বাজ্জল্যমান অভিজ্ঞতা নিয়ে ওই কটা লাইন কবতে-র (প্যারোডি) বানালাম, আপনি ফিরেও দেখলেন না। অন্য কেউ না দেখুক, কিন্তু তাই বলে আপনিও...
  • kumu | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫২ | 122.176.32.39
  • ম্যামি,রসাতলের কি ওয়েবসাইট আছে?
  • kumu | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫০ | 122.176.32.39
  • ঝুল,আর্শোলা সব সাফ করে নেয়া হবে,টিক্টিকিদের মেরে ফেলা হবে হার্পিক দিয়ে।
  • Kaju | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪২ | 121.242.160.180
  • বাড়ির বর্ণনায় সংযোজন -

    দেয়ালে ১০০ বছরের জমা ঝুল, তার ভেতর দিয়ে আরশোলা খেয়ে খেয়ে মোটা হওয়া পেটমোটা অজস্র কালচে ধূসর প্রায়-কুমীর টিকটিকি হেঁটে বেড়ায়। কেউ রান্না করতে আগুন জ্বাললেই তারা ঝাঁপ দেয় দেয়াল থেকে রন্ধনরত ব্যক্তির দিকে। আগুন তারা সহ্য করতে পারে না। এ বাড়ির মালকিন মিসেস হিউস্টন অগ্নিদগ্‌ধা হয়েই মারা গেছিলেন কিনা !
  • kumu | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪১ | 122.176.32.39
  • জান্তাম,আগেই বলিচি কিনা নেত্যর ওপরে ভরসা করা আর ঠ্যাংভাঙা চেয়ারে এক্কাপ চা নিয়ে বসা ----

    আর নেত্য হানিমুনে বদ্দি গেল কেন?সেকেনে তো লোকে প্ল্যান্টে যায়!!রুবিটাকে সরল পেয়ে---
  • maximin | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪০ | 59.93.210.165
  • নিশীথে মনে করেই বলেছিলাম কাজু।
  • maximin | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৯ | 59.93.210.165
  • এই তো স্পিরিট! কিয়ের আবার মেমভূত কে ভয় করবে?
  • Kaju | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৬ | 121.242.160.180
  • মণিহারা তো।

    এছাড়া নিশীথে তেও ওইরকমই অনেকটা - 'ও কে, ও কে গো...?'
  • maximin | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৫ | 59.93.210.165
  • জন্মদিন কাল গেছে, ৫-ই। দেখা হলে এমনিই খাওয়াব খনে।
  • kumu | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৩ | 122.176.32.39
  • রে রে কাজু,কুমুদিদি টিকটিকি ছাড়া কারেও ডরায় না।ডাস্ট অ্যালার্জি আছে বটে,তবে সামলে নোব।
  • maximin | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৩ | 59.93.210.165
  • অট্টহাসি হাহাহাহাহা হাসতে হাসতে দূর থেকে দূরে চলে যাওয়া রবির কোন গল্পে ছিল নেত্য?
  • aka | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩০ | 168.26.215.13
  • ম্যাক্সিদির জন্মদিন নাকি? হ্যাবাডে ম্যাক্সিদি, দেখা হলে খাইয়ে দিয়েন। ঃ)
  • Kaju | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩০ | 121.242.160.180
  • ধুলো না থাকলে ভৌতিক পরিবেশ জমবে কী করে? ধুলোয় পায়ের ছাপ এগিয়ে চলবে, কিন্তু কাউকে দেখা যাবে না !
  • maximin | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:২৮ | 59.93.210.165
  • মেম ভূত আসুক কিন্তু করিডোরে নো ধুলো।
  • Kaju | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:২৫ | 121.242.160.180
  • আর সেরকম বাড়িতে যেন কুমুদি একটা গোটা পূর্ণিমার রাত্রি আটকা পড়ে ! সুইসাইড করা মেমভূত যেন জ্যোৎস্নায় উড়ে উড়ে আসে আর নেয়ারছেঁড়া ইজিচেয়ারের হাতল নাড়িয়ে দিয়ে বিকট শব্দে হাসতে হাসতে চলে যায় সাতপুরু ধুলোজমা করিডোর দিয়ে।
  • maximin | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:২৪ | 59.93.210.165
  • ওমা কী মজা নলেনগুড়ের পায়েস আমি বড়ই ভালোবাসি। ব্রতীন, নেত্য, কিকি, কুমু থ্যাঙ্ক ইউ। এমা নেত্য তাইলে আমি ভুল বলেছি, তোমায় কোনও প্রশ্ন করিনি। যাক আপাতত পায়েস খাই।
  • Du | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১৯ | 117.194.193.205
  • ডোরেমনটা অসহ্য লাগে। ভাগ্যবশতঃ আমার ছেলেরও কিন্তু ছোট বাচ্চাদের বড়ই পছন্দের ঃ(
  • kumu | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১৭ | 122.176.32.39
  • পুরোনো বাড়ীর প্ল্যানও ভাল।
    ফায়ারপেলেস আর বহু পুরনো সিন্দুক,সুইসাইড করা মেমভূত -এই সকল যেন অতিঅবিশ্যি থাকে।
  • aka | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১৭ | 168.26.215.13
  • যেখানেই হোক, আমাকে কিড়ায়ায় বছরে হপ্তা খানেক থাকতে দিলেই চলবে।
  • stoic | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১৪ | 160.103.2.224
  • ঃ-)
    ফোকাস পাল্টানো তো যায়ই, তবে কিনা উটি তে কফি এস্টেটে কলোনিয়াল বাগানবাড়ি অ্যাফোর্ড করতে পারব না স্যার।
    ঃ-(
  • ppn | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০৪ | 112.133.206.22
  • মানে, ফোকাসটা ওই দিকে চেঞ্জ হলে জানিও।
  • ppn | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০৩ | 112.133.206.22
  • স্টৈক/ডেম্বা - ফোকাসটা উটি/কুর্গের দিকে কোন কফি এস্টেটের কলোনিয়াল বাগানবাড়ি হলে জানিও। আমি ব্যবস্থাপনা করে দিয়ে চাট্টি কমিশন আদায় করব আর কী!
  • Kaju | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০১ | 121.242.160.180
  • অকাজের ধাড়ি, ভালো ডেভেলপার নয়
    ----------------------------------------------
    ঘরে ফিরে মনে হয়
    বড় বেশী কোড লেখা হল?
    ডিবাগিং, এরর সিমুলেশন
    ক্লান্ত লাগে খুব?
    মনে হয় ক্ষয়ে যাওয়া চোখ দুটো
    জলে ভেজা রুমাল চেপে
    নীলকুঠুরিতে বসে থাকি?

    যদি তাই হয়, তবে ফিরে এসো
    ছাতার চাগরি খানিক ক্ষান্তি দাও
    কী-বা আসে যায়?

    লোকে বলবে অকাজের ধাড়ি
    লোকে বলবে ভালো ডেভেলপার নয়।
  • stoic | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০১ | 160.103.2.224
  • সাউন্ডস গুড। ঃ-)
    তবে জমি কিনে লগ কেবিন বানানো আমার দ্বারা হবে না। আমাকে আরো শর্টকাট রাস্তা দেখতে হবে। যেমন কুমায়ুন রিজিয়নে কোনো পুরোনো কলোনিয়াল বাগানবাড়ি টাইপ। তারপর সেটা মেরামত/রেনোভেট করে নেওয়া যেতে পারে। তবে ঐ স্যাটেলাইট অ্যান্টেনা টা আমারও লাগবে।
    ঃ-)
  • ppn | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০০ | 112.133.206.22
  • ক্যাঁ ক্যাঁ ঘ্যাঁ ঘ্যাঁ প্রসঙ্গে - পরশুরামের মতন মাঝে মাঝে ইচ্ছা জাগে পৃথিবীটাকে ডোরেমনশূন্য করে দেবার জন্য।
  • kumu | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪৯ | 122.176.32.39
  • ন্না,ন্না আমরা খুব একটা আওয়াজ করবুনি,আমরাও তো নিজ্জনে থাগতে যাবো।
  • demba ba | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪৬ | 121.241.218.132
  • আমি বলে জনমনিষ্যি এড়িয়ে থাকবো বলে ওখানে প্ল্যান করছি - সেখানে ব্যাটেলিয়ন এলে ফের তো সেই ক্যাঁ ক্যাঁ ঘ্যাঁ ঘ্যাঁ;-)
  • kumu | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪১ | 122.176.32.39
  • বলছিলাম ,মানে এই ইয়ে,ছোটমতন আরেকটা লগ বানিয়ে রাখো না ক্যানো!এই কুমু,ব্যাং,মিঠু,মিতা,শ্রাবণী,কিকি,নীনা,পাই,ম্যামি,ছোটাই ইত্যাদিরা মাজেমদ্যে গিয়ে থাকত।
  • kumu | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৩৬ | 122.176.32.39
  • নেত্যর ওপরে ভরসা তেমন নাই,তবে বলছে যখন,তখন হয়তো আজই ম্যামির জন্মদিন।

    ম্যামি,অনেক,অনেক অনেক আদর,ভালবাসা,শুভেচ্ছা,নলেন গুড়ের পায়েস,লীলা মজুমদারের বই।
    অনেক আনন্দ নিয়ে এই উঙ্কÄল দিনটি বহু বার ফিরে ফিরে আসুক।
  • kiki | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৩১ | 59.93.194.190
  • ম্যামিদি,
    হ্যাবাড্ডে।
  • demba ba | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৩১ | 121.241.218.132
  • ওরে বাবা, কত পেন্ডিং প্রশ্ন।

    সেইটা পুরো ফাইনালাইজ হয় নাই। ভিশন স্টেজে আছে। গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের কাছে এক ফালি জমির খোঁজ করবো - সেখেনে একটা লগ কেবিন (স্যাটেলাইট অ্যান্টেনা সহ)। হপ্তায় একদিন গঙ্গোত্রী আসবো বাজার করতে, বাকি সময় ঘুরে বেড়াবো - কেদারতাল, তপোবন এই সব জায়গাগুলোতে। জমিটা যোগাড় করতে যেটুকু ইনভেস্টমেন্ট লাগে আর কী।
  • kiki | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৩০ | 59.93.194.190
  • কাব্লিদা,
    ঃ)

    থেঙ্কু।
  • demba ba | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২৮ | 121.241.218.132
  • ওওওওওওও।

    তা সে খচে গেলো কেন আমি জানবো কী করে? কথা হচ্ছিলো লোকে পড়াতে যায় না কেন সেই নিয়ে। তো আমি বল্লুম একটা বড় কারণ পয়সাকড়ি। ভালো দিলেই যায়। এই আমিই যাই। তখন আমায় জিগ্গেস করলো ইন্ডাস্ট্রীতে কেমন দেয় - আমি বল্লুম। আর কিছু বলেনি। আর আমি তো ওখান থেকে চলে গেছি। তারপর আমার এক জুনিয়র কলীগকে ধরে গুচ্ছের রাগারাগি - ওরা অ্যাকাডেমিক্সে এসে কী করবে? ইন্ডাস্ট্রীতে থেকে তো শেষ হয়ে গেছে। ওর কোনো সম্মান আছে? আমার কত সম্মান...ইত্যাদি। আমি পরে সেই ছেলেটার কাছে শুনলুম।
  • stoic | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২৬ | 160.103.2.224
  • সেই হিমালায়ান রিটায়ারমেন্ট প্ল্যানের ডিটেইলস চেয়েছিলাম, ডেম্বা বাবুর সেই ব্যাপরেও কোন উচ্চবাচ্য নেই।
  • Netai | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২৬ | 121.241.98.225
  • এইও
    আজ মিনিদির জন্মদিন???
    হ্যাপ্পি বার্থডে মিনিদি। ঃ))
  • Netai | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২৫ | 121.241.98.225
  • ছিল ছিল।
    আপুনি জান্তি পারেননি।

    সেই যে বলেছ্যালেন রিসার্চ স্কলারদের বেশী তন্‌খা দেওয়া নিয়ে?
  • demba ba | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২২ | 121.241.218.132
  • এরকম আবার কোনো প্রশ্ন ছিলো নাকি?
  • demba ba | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২২ | 121.241.218.132
  • বাকি কিছু হোক না হোক, ইস্ট-ওয়েস্ট আর সেক্টর ফাইভ-গড়িয়া - এই দুটো হয়ে যাক। তবে সে কি আর আমার হিমালয়ে যাওয়ার আগে হবে?
  • Netai | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২০ | 121.241.98.225
  • একুত্রিশে তো মিনিদির কোন পোষ্ট খুঁজিয়া পাইলাম না।

    এমনিতে তো ভাট নজরে নজরেই রাখি। এমনকি এও মনে করতে পারছি ডেম্বাবুকে শুধানো প্রশ্ন-যদুপুরের লোক তাই শুনে রেগে গেলো কেন?
  • ppn | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১৮ | 112.133.206.22
  • এইখানে পিক আওয়ার্সে ঘন্টায় ওই মোটামুটি পনেরো-কুড়ি কিমি যাওয়া যায়। তবে ফ্লাইওভার ইত্যাদি এসে কয়েক জায়গার বটলনেক তো বেশ কমেছে।

    আর মেট্রো পুরোপুরি চালু হওয়ার সময় আমি বোধহয় রিটায়ার করে যাব। ঃ(
  • Netai | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১৭ | 121.241.98.225
  • হ্যাঁ
    ইতি মধুচন্দ্রিমা গত ওং নমোঃ
    ঃ))
  • phutki | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১৬ | 121.241.218.132
  • তাহলে একটু দেরীতে নেতাইবাবু মধুচন্দ্রিমা সেরেই ফেললেন।
  • Netai | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১৩ | 121.241.98.225
  • মিনিদি,
    আমি দেখিনি।
    ২৬-শে জানুয়ারী ঐ টাইমটায় আমি বেড়ু বেড়ু করছিলাম। সিমলা বদ্যি এইসব ঘুরেছি। ঐ সময়ের সব ভাট পড়া হয়ে ওঠেনি।

    আগের মঙ্গলবারেই কি শুধিয়েছিলে? তাইলে খুঁজে নিচ্ছি।
  • maximin | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০৬ | 59.93.210.165
  • হ্যাঁ নেত্য মাঝখানে একদিন এসেছিলাম কি যেন শুধিয়েছিলাম। সেটা সেই যেদিন বইমেলা গেলাম তার মানে মঙ্গলবার। তবে ইম্পর্ট্যান্ট কিছুনা।
  • maximin | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০৩ | 59.93.210.165
  • লুরুর যা জ্যাম, সে আমি একবার গিয়েই টের পেয়েছি ভালোমতন। আর সাধারণ লুরুবাসীরা সবাই তা নিয়ে বলাবলি করে। কলকাতায় কেউ এসব কমপ্লেইন করেনা। অবশ্য এমনও হতে পারে কলকাতাবাসী সহনশীল, লুরুবাসীদের কিছুতেই তৃপ্তি হয়না।
  • kd | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০২ | 59.93.206.222
  • কিকি, আমি রা কাড়িনি বলে কিছু করিনি তা না। আসলে বই-ম্যাগ সব তো আমার বাড়িতেই থাকে - আমি সব চটিগুলোই সরিয়ে রেখেছিলুম তোমার পোস্ট পড়েই। ল্যাদ খেয়ে আর এখানে লেখা হয়ে ওঠেনি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত