শান্তনুদা এ শুধু প্রতিদিনের কথা নয়। বহুলোকই এই কথা মনে করে। তবে সংবাদ পত্র হিসেবে আর একটু ম্যাচিওরিটি আশা করাই যায়। প্রতিদিন একটি অসহ্য পত্রিকায় পরিণত হয়েছে। উঠল বলে, কেলানোর দরকার নেই।
কোলকাতার মতো জায়গায় সাইকেল এর ব্যবহারে উৎসাহ দেওয়া উচিত। দিনে ৪-৫ কিলোমিটার সাইকেল চালালে লাইফস্টাইল রিলেটেড অসুখবিসুখ পালাতে পথ পাবে না , আর ট্রাফিক জ্যামেরও ভয় নেই।
ppn | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪২ | 122.252.231.10
বিষ্টিবাদলা না হলে আর ছানাপোনা নিয়ে বের না হলে টু-হুইলারের বিকল্প নাই গো। প্রায় বছর ছয় হল প্রিয় মোটর সাইকেলটিকে বেচে দিয়েছি কিন্তু আজকাল ট্রাফিকে ফেঁসে যেতে যেতে প্রায়ই মনে হয় আরেকটা বিকল্প থাকলে ভালো হত। এদিকে উঃপ্রঃ নির্বাচনও শেষ হতে চলল, শুঃবাঃরা আবার তেলের দাম বাড়ালেন বলে।
sda | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৭ | 117.194.200.253
অর্পনদা, টু হুইলার ভালো অপশন। আমিও গত বছর থেকে ভাবছি, ল্যাদের বশে যোগাড়যন্তর করে ওঠা হচ্ছে না। আকাদার শেয়ার ট্যাক্সির যুগ আর নাইকো , সেক্টর ৫ থেকে ট্যাক্সি পাওয়া আর ভগবানকে পাওয়া এখন এক। একদিন ভাবছি হাতে সময় নিয়ে এক ট্যাক্সিওয়ালাকে বলবো , দাদা আপনি যেখানে যাবেন চলুন , আমি দেখতে চাই আপনারা ঠিক কোথায় যান। যেখানেই যাবো বলি , তিনি রিফিউজ করবেনই। ঈশ্বরের এক আজব সৃষ্টি- কোলকাতার ট্যাক্সি।
sda | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৮ | 117.194.200.253
ইয়েলো রোজ অফ টেক্সাস অসা মিউজিক।
aka | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ২২:০৮ | 75.76.118.96
কুইজটা ঝাড়লাম ফেবু থেকে। ;)
aka | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ২২:০৮ | 75.76.118.96
SS ঃ))
a | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩০ | 65.204.229.11
এই ত্তো, আপনারা দিদির কিসুই বোঝেননি!!
"রেড লাইটে" রবীন্দ্রসঙ্গীত জিনিসটা ওনার প্রস্টিটুটদের প্রতি সহানুভূতিরই প্রকাশ ছিল, ঐ মধ্যমেধা এক্ষিকুটিভরা ছড়িয়ে দিয়েছে।
Kaju | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ২১:১৫ | 59.93.242.160
এইমাত্র একটা টেলিফিল্ম দেখে এসে বসলাম - সুপ্রিয়া দেবীর 'মনোরমা'। ঠিক যেন শঙ্খ ঘোষের কবিতা পড়ার এফেক্ট পেলাম। ভেতরটা একেই সবকিছু নিয়ে ক্ষোভে বারুদ হয়ে আছে, এটাও যেন সেই একই কথা বলল -
'মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও'
SS | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ২১:০৯ | 99.120.125.223
তেরা মুঝসে হ্যায় পহলে কা নাতা কোই
ঃ)
aka | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ২০:৩৯ | 75.76.118.96
এটার হিন্দিটা কেউ?
ppn | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ২০:০২ | 122.252.231.10
সদার সাথে একমত। প্রবলেমটা আসলে ল্যাক অফ অপশনস।
সদাকে একটা টু-হুইলার কেনার কথা ভেবে দেখতে বললাম। বাঙালি মায়েরা ইন জেনেরাল এই নিয়ে প্রবল আপত্তি জানান (বাৎসল্যজনিত কারণে) কিন্তু ভেবে দেখলে বাকি অপশনগুলোর তুলনায় এমন কিছু হ্যাজার্ডাস নয়।
aka | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪৭ | 75.76.118.96
পার্ক স্ট্রীটের এই কেসটায় অনেক কিছু নতুন করে দেখতে পেলাম। প্রথম এবং সবথেকে স্ট্রাইকিং হল প্রস্টিটিউটদের প্রতি কর্তাব্যক্তিদের মনোভাব। খুব ভদ্র ভাষায় বললে জাজমেন্টাল এবং সেই জাজমেন্ট তৈরি হয়েছে নিজেদের কোর ভ্যালুজ থেকে। বলাই বাহুল্য এগুলো ইন্ডিকেশন যে এনাদের কাছ থেকে রেড লাইটে রবীন্দ্র সংগীত বাজানোর মতন বালখিল্যতা ছাড়া আর কিছু এক্সপেক্ট করা যায় না। বহু কচলিত একটা শব্দ - মধ্যমেধা। আসলে মনে হয় নিম্নমেধা বললে ভালো হয়। বাঞ্চ অফ ইডিয়টস।
aka | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৩৯ | 75.76.118.96
প্রবেলমটা আসলে কলকাতার ওপর অমানুষিক চাপের। পঃবঃয়ের একমাত্র শহর কলকাতা। যতক্ষণ না কলকাতার স্যাটেলাইট সিটি তৈরি হবে ততদিন কলকাতা কেন্দ্রিক জীবন ও তদজনিত সমস্যা কোনটাই সলভ করা যাবে না। এর মধ্যে সরকারী হাসপাতাল থেকে পাব্লিক ট্রান্সপোর্টের সমস্যা সবই আছে।
সদা, ট্যাক্সি চড়লে ভালো। কয়েকজন কলিগ শেয়ার করলে অটোর থেকে খুব বেশি পড়ে না। অনেককাল আগে আমরা ট্যাক্সি চড়েই সেক্টর ফাইভ থেকে উল্টোডাঙা আসতাম।
e | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫৪ | 59.164.189.170
সদার শেষের পোস্টে লাইক।
sda | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩৮ | 117.194.200.253
যখন অফিস থেকে ফিরি , করুনাময়ীতে অটোর লাইনের সাইজ দেখলে ভয় করে। অটোতে তিনজনের বেশী না তুললে তো লোকজনের বাড়ি ফিরতে মাঝরাত হয়ে যাবে, বাড়তি ভাড়া নাহয় ছেড়েই দিলাম। প্রবলেমটা আসলে পাবলিক ট্রান্সপোর্টের। সেক্টর ফাইভে চাগ্রী করেন , এ দিকে গাড়ি নাই - এরকম হলে এই ভাবেই মরে-বেঁচে যাতায়াত করতে হবে। বাসে তো হয় ওঠা যায় না, আর উঠলে নামা মুশকিল। ঃ(
kd | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২৪ | 59.93.197.161
আরে দূর বিবি, আমি কি আজকের কথা বলছি নাকি? এখন তো আমায় লোকে হাত ধরে হাঁটায়, গাড়িতে ওঠায় নামায়। ঃ(
হাজরা আর গোলপার্কে অটোয় ওঠার জন্যে যা লাইন দেখেছি, পুলিশে সামনে বসা বন্ধ করলে পাব্লিকই রায়ট বাঁধিয়ে দেবে।
এখন (শুনেছি) বৈধ অটোর থেকে অবৈধ অটোর সংখ্যা বেশী। ওগুলোকে বৈধ করে আরও এন্তার লাইসেন্স দিয়ে দিলে আপনাআপনি এই প্রবলেম চলে যাবে। উপায় থাকলে কেই বা লাইফ রিস্ক করে!
lcm | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১৩ | 69.236.174.254
ভেগাস-এ একটি রেস্টুরেন্ট, হার্ট অ্যাটাক গ্রিল। এখানকার খাবারের যেমন সাইজ তেমন নাম, যেমন, বাইপাস বার্গার - এর কোনো কোনো একটা ডিসে ৮,০০০ ক্যালোরি সমৃদ্ধ খাবার আছে। ৩৫০ পাউন্ডের বেশী ওজনের কাস্টমারদের খাবার ফ্রি। এখানে ট্রিপ্ল বাইপাস বার্গার খেতে খেতে একজনের প্রায় হার্ট অ্যাটাক হয় - ইনি সার্থক করেছেন রেস্তোঁরার নাম।
Facebook এ ব্যাঙ্গালোরের ট্রাফিক পুলিশের একটা সাইট আছে। সেখানে সাধারণ নাগরিক ট্রাফিক আইনভঙ্গের ছবি তারিখ ও সময়সহ তুলে দিচ্ছে আর পুলিশ তার ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছে। আমার মনে হয় এই ভাবেই আস্তে আস্তে বদলটা আসবে, যেখানে আমরাই অনুঘটক হব, বসে থাকব না প্রশাসন কিছু করে না বলে। আমাদের হায়েদ্রাবাদেও কিন্তু এই ব্যাপারটা এত ভাল নেই যদিও তাদের মুখবইয়ের পাতা আছে।
ppn | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪০ | 122.252.231.10
অন্যান্য শহরে কিন্তু "জনসচেতনতা' তৈরি হচ্ছে। তবে কলকাতা তো বরাবরই স্টেটাস কোর দুর্জয় ঘাঁটি।
bb দা, অটোর ব্যাপার টা জনচেতনতা না এলে শুধু রুল করে কিছু করা যাবে না।
bb | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৫ | 117.195.164.238
@Kd আমাদের এই হায়েদ্রাবাদে আমি চেষ্টা করে অটোতে পিছনে বসেই গিয়েছি। অসুবিধা হয়েছে কিন্তু প্রতিবাদটা করেছি।আপনার বয়েসে একদমই এরকম ভাবে যাওয়া উচিত নয় -অনুরোধ এই রকম ভাবে যাবেন না।
কোলকাতা পুলিশের ভুমিকা ভাল লাগল কেসটা শেষ করায়। বাম আমলের শেষের দিকে অনিয়মই নিয়ম হয়ে গিয়েছিল- নোবেল চুরির সমাধান না হওয়াটা খুব দুঃখজনক ঃ(।
kiki | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০১ | 59.93.210.63
আমি আসলেই সবাই পালায়। ক্ষী অবস্থা!
kiki | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৩ | 59.93.210.63
ইসে, পুলিশ কিন্তু কাজ করছে। এ ব্যাপারে সন্দ নাই। আমি বেশ কয়েকবার দেখলুম। এই কালি পুজোর সময় বিরাট মোচ্ছোব চলছিলো , তাতে আমাদের জানলা তাক করে চোঙ ফিট করা হয়েছিলো। আমি পুলুশে ফোনিয়েছিলুম। তো তারা আবার আমায় ফোনিয়েছিলো। কিন্তু আমি ই পিছিয়ে গেলুম বাড়ীর প্রেসারে।
kiki | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫০ | 59.93.210.63
অ! কাব্লিদাকে, দিন তো খুব খারাপ শুরু হলো।ঃ( ভেবেছিলুম আজ লটারির টিকেট কাটতে যাবো গুরুর নামে। বুইতে পাচ্ছিনা কি করবো?
kd | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৪ | 59.93.197.161
কাজু, ওই বলে না, আশায় বাঁচে চাষা। খুব ক্ষীণ হ'লেও আশা হয় যে একটু পরিবর্ত্তন হয়েছে - পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পেরেছে - মমতা আর তার সাঙ্গোপাঙ্গোদের থোঁতা মুখ ভোঁতা করে দিয়েছে। এমনিভাবে যদি কাজ করতে দেওয়া হয় (মানে তিরস্কারের জায়গায় দময়ন্তী ও তাঁর সহযোগী কর্মীদের পুরস্কৃত করা হয়), আস্তে আস্তে বাকী পুলিশেরাও এগিয়ে আসবে, আগের মতো কিছু করার আগে নেতাদের পারমিশনের অপেক্ষা করবে না।
বিইং সেড দ্যাট, এটাও জানি এই যে বদমাইশগুলোর পেছনে কোন নেতা থাকলে পুলিশের বাপেরও কিছু করার থাকতো না।
fake | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:২৩ | 14.98.4.40
শুনতে অবাক লাগলেও বেশির ভাগ লোকজনের মতামত এরকম নয় । দুটো পাড়ার লোক রকে বসে কি বলল তা দিয়ে সংখ্যাগরিষ্ঠ মতামত তৈরি হয় না
kd | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:২২ | 59.93.197.161
বিবি, কিসুই হবে না। কপু বেহালা এরিয়ায় গিয়ে অটো-তে পাঁচজন বসা বন্ধ করে দিলো। সঙ্গে সঙ্গে ভাড়া আট টাকা থেকে দশটাকা হয়ে গেলো (ইউনিয়নের পাবলিশ্ড লিস্টে কিন্তু পালটায় নি)। এখন লোকে সামনে না বসলে ভাড়া আবার বেড়ে যাবে। আর কলকাতার লোকে যে এক-দু'টাকা বাঁচানোর জন্যে যা করে, এই ""পাব্লিক'' প্রটেস্ট বেশীদিন টিঁকবে না।
ইন্সিডেন্টালি, আমি সামনে ড্রাইভারের বাঁদিকে বসে হাওয়া খেতে খেতে বিড়ি ফুঁকতে ফুঁকতে যেতে বড়ই পছন্দ করি - অবিস্যি আমি আমার প্রাণটাকে এমন কিছু দামী মনে করি না (প্লাস আমার কুষ্ঠিতে ""অটোতে মৃত্যু'' নেই)। ঃ)
kiki | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:১৮ | 59.93.210.63
পাইয়ের এগারো সাতান্নকে ক দিয়ে গেলাম। এই ড্যাশের সমাজের মনোভাব কিছুতেই চেঞ্জ হবার নয়। ভেঙ্গে চুড়ে সব শেষ করে দিলে যদি আবার নতুন করে সব কিছু ঠিক করে শুরু করা যায়।
Kaju | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৯ | 59.93.197.67
আবার এই নিয়ে ফুট কাটতে এলাম।
দময়ন্তী সেন নিজে দায়িত্ব নিয়ে এবং মমতার তুঘলকি মতামতকে সত্যি প্রমাণ করার জন্যে কমিশনারের আপত্তি সঙ্কেÄও যেভাবে এর সুরাহা করলেন মাত্র ১২ দিনের মধ্যে, তাতে মানুষের আস্থা আবার কিছুটা ফেরত আসবে প্রশাসনের ওপর। মহিলা যে নামগুলো বলেছিলেন, সেই নামে আসল লোক আছে, কিন্তু তারা যে আদপেই জড়িত নয়, সেই জট ছাড়িয়ে আসল কালপ্রিটরা যে তাদের নাম ভাঁড়িয়েছে, সেই সত্য উদ্ঘাটন করা, সব থেকে বড় চ্যালেঞ্জ এটাই। বিশেষতঃ যেখানে নাইট ক্লাবের সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হয়েছে। যদি পার্কিং লটের সিসিটিভি ফুটেজ না থাকত, তাহলে এই সামান্যতম ক্লু-ও পাওয়া যেত না। যেভাবে এত ধোঁয়াশার ভেতর থেকে আসল অপরাধীদের শনাক্ত করা গেল, তাতে শ্রীমতী সেনকে 'লেডি ফেলুদা' বলে অভিনন্দিত করতে ইচ্ছে করছে।
মমতা একজন মুখ্যমন্ত্রী হয়ে আর কত এমন দায়িত্বজ্ঞানহীন মতামত দেবেন? হয়ত পূর্বাপর বাম জমানার অজস্র অন্যায়ের হোতাদের মত এই সুমিত-রুমন-নাসিররাও এত বড় কান্ড ঘটিয়ে সবার নাকের ডগা দিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াত, আর প্রশাসনকে ধোঁকা দেবার পক্ষে যথেষ্ট ধূর্ত বলে মনে করত নিজেদের। তাদের দেখাদেখি আরো নতুন বিষাক্ত কীটের উদ্ভব হত। যদিও এতেও যা তারা দমবে বলে মনে হয় না। ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে অনেকে 'প্রতীকী শাস্তি' 'প্রতীকী শাস্তি' করে বাজার গরম করেছিলেন। তার পরেও কি সমাজে এমন ঘটনা কমেছে?
যদি সমসাময়িক বা অতীতের এই একই অপরাধের সমস্ত কান্ডারীদের একই দশা করা যেত, যদি প্রতিটা পুলিশকর্মী এর কণামাত্র সুবিচার করতে পারত নিজের উর্দির প্রতি, যদি প্রতিটা মানুষকে ফিরিয়ে দেয়া যেত তার সুস্থ স্বাধীনভাবে নিরাপদ জীবনযাত্রার অধিকার, যদি...
pi | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৭ | 72.83.80.169
রাজোনৈতিক দল আর নেতাদের শুধু দোষ দিয়ে কী হবে, বেশিরভাগ লোকজনের মনোভাবই তো প্রায় তাই।
fake | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৫ | 14.98.4.40
সেটা ঠিক
সে তো এবারেও দেখা গেল বিরোধী দলগুলিও এই নিয়ে কোন ক্ষোভ-বিক্ষোভ সেভাবে তৎপরতার সঙ্গে জানাল না। সিপিএম একদিন সেলিমকে দিয়ে প্রেস বিবৃতি জানিয়ে দিল , ব্যাস এর বেশি আর কিছুই নয় ! বাম শরিক , সুসি, কং, বিজেপি সবাই চুপ
d | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৮ | 14.99.172.185
এই ভদ্রমহিলার সাথে মুখতারি মাঈ'এর কোথাও একটা মিল পাই আমি। বোধহয় ফাইটিং স্পিরিটটায়। নাহলে পরিবেশ পরিস্থিতি সবই তো আলাদা।
d | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪১ | 14.99.172.185
বললামই তো প্রতিদিনের 'অক্ষরশ্রমিক/'। কথা হল 'রেপ' শব্দটা তো এইভাবেই আমাদের সমাজে ট্রীটেড হয়। অনিল বিশ্বাস, শ্যামলী গুপ্ত, বিমান বোস কেউ কোনোকালে নিজেদের ডেরোগেটরি মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন!! বাম, ডান, মধ্য কেউ না , জাস্ট কেউ না।
ব্যাঙের 'সহানুভুতি' প্রসঙ্গে স্নিগ্ধা'র একটা গল্প মনে পড়ল। দুপুরে খুঁজে লিঙ্ক দিয়ে যাব।
আমি গত দুদিন ২৪ ঘন্টায় এই ভদ্রমহিলার সাক্ষাৎকার দেখেছি টানা। আমার মতে এই সাক্ষাৎকারগুলো যতটা সম্ভব ছড়িয়ে দেওয়া উচিৎ।
http://epratidin.in/Details.aspx?id=6941&boxid=288656 এই যে সেই লাইন - ""ঐ মহিলা প্রথম থেকেই নির্দোষ তিন যুবল লভি গিদয়ানি, আজাহার ও সারাফত আলির বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ আনছিলেন এদিন অন্য দুই যুবক গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে তা স্পষ্ট হয়ে উঠল।''
fake | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:২২ | 14.98.4.40
প্রতিদিনের প্রতিবেদকের আর কি দোষ ? মাইনে তো পেতে হবে। তো বাকি যেসব আঁতেলচুড়ামণিরা প্রতিদিনের সঙ্গে যুক্ত তারাও কি এর প্রতিবাদে পয়হা ছেড়ে দেবেন নাকি !
দ, অমি শেষ অব্দি পড়ার দুঃসাহস করেছিলাম। মহিলা মিথ্যে নাম বলেছেন সেটা এখন প্রমাণিত জাতীয় একটা লাইন। জাতীয় এই জন্য লিখলাম যে রাগে মাথা গরম হয়ে যাওয়ায় ওয়ার্ড বাই ওয়ার্ড আর কোট করতে পারলাম না।
d | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:১১ | 14.99.172.185
সংবাদ প্রতিদিন প্রথম পাতায় ছোট্ট করে হেডিং দিয়েছে 'পার্কস্ট্রীট কান্ডে গ্রেপ্তার তিন'। প্রতিদিনের অক্ষরশ্রমিক প্রতিবেদনটা শুরু করেছেন ' তদন্তে "ধর্ষণ" এখনও পর্যন্ত প্রমাণ না হলেও ....' মাথা ঠান্ডা রেখে বাকীটা পড়ে উঠতে পারি নি এখনও।
এই যারা ধরা পড়েছে, তারা লাল, সবুজ, গেরুয়া এমনকি নীল-সাদা ছাতাও মনে হয় ব্যবহার করে না। করলে এই কেস নির্ঘাৎ অন্যরকম হত। হতই হত।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন