এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • potke | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৬ | 180.151.34.130
  • ম, আমারে ঈশেন চেনে
  • byaang | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৬ | 122.167.228.147
  • আমি একজনকে চিনি, সে আমাকে তার পঁচিশে বলেছিল, সে নাকি পঁয়ত্রিশে রিটায়ার করবে। এখন তার চল্লিশ। পাঁয়ত্রিশে রিটায়ারমেন্টের কথা ছিল বললে তার মুখটা ক্যামোন ছোট্টো এইটুক মতন হয়ে যায়।
  • kc | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৪ | 178.61.96.29
  • অরিজিৎ খুব খুঁতখুঁতে। একশোটা দেখেও একটা পছন্দ হলনা?
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৪ | 72.83.80.169
  • নিজের বাড়ি, ফ্ল্যাট না থাকলে কী হয় ? লোকে এসবের জন্য এত কষ্ট করে মরে কেন ?
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৩ | 202.91.136.71
  • পঞ্চাশে রিটায়ার করার প্ল্যান আমারো ছিল। এ জেবনে আর হলো না।
  • AS | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৩ | 175.136.194.130
  • ঠাস ঠাস! দ্রুম দ্রাম!
  • demba ba | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৩ | 121.241.218.132
  • হুঁ, সত্যি। প্লাস/মাইনাস ১০।
  • m | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪০ | 50.82.180.165
  • অরি, তুমি একশো ফ্ল্যাট দেখেছো?সত্যি?
  • AS | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৯ | 175.136.194.130
  • হুঁ ২০১০ এ গড়িয়া নাকতলায় একখান কিনিছি - ১৭ লাখ ছিল তখন - এখন সেটাই ৩০ লাখের কাছাকাছি!

    লেখা আসছে না ক্যান???? এই নিয়ে তিনবার পোস্ট কর্ছি! ধুত্তোর!
  • m | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৯ | 50.82.180.165
  • বারাসাতে ফ্ল্যাটের দাম আঠারো লাখটাকা থেকে শুরু- যে কোনো স্টেশান থেকে ৩-৫ কিমি দূরে জায়গার দাম ৫-৬ লাখ কাঠা। ২৫ লাখ এখন বেশ সস্তা বলেই তো মনে হয়।
  • byaang | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৮ | 122.167.228.147
  • আকা আছিস? এই দ্যাখ পামিতাদের আপিসের সামনের ফুটপাথ।
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৭ | 128.173.39.112
  • আকা ঘুমোলো পাড়া জুরোলো (ছন্দের খাতিরে দাটা কাটায়ে দিলাম)

    যাই পিপিটি বানাই। ঃ-(
  • d | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৬ | 14.99.182.93
  • #যারা
    ## গঙ্গার
  • aka | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৫ | 75.76.118.96
  • প্রশ্ন হল জারা কোন্ননগরে থাকলে ভীর কোথায় থাকবে? আপনারা ভাবুন, আমি চল্লুম, গুন্নাইট।
  • demba ba | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৩ | 121.241.218.132
  • হ। নয় নয় করে শ খানেক ফ্ল্যাট দেখে তিনখানা চপ্পল নষ্ট হয়েছে। শেষে এখন হাতে হ্যারিকেন। পঞ্চাশে রিটায়ার করার প্ল্যান শিকেয়।
  • d | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৩ | 14.99.182.93
  • ঈপ্সিতা নিশ্চয় জানে না, উত্তরপাড়া আর কোন্নগরের মাঝামাঝি গঙ্গার ধারে মার্লিন গ্রুপ কতগুলো ইঁটের খাঁচা বানাচ্ছে। এইটুকু পুঁচকি পুঁচকি ঘর, সবচেয়ে বড় কথা পুরোটাই কেমন ঘুপচিমত। তাই নাকি আঠেরো লাখ। এদিকে জিটিরোডের যা অবস্থা, ওখানে জারা থাকবে তাদের কলকাতা যাওয়া আসা করতে যা তা অবস্থা হবে।
    সেরেফ 'গাঙ্গার ধারে' এই ছুতোয় অমন দাম।
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩১ | 128.173.39.112
  • ভুক্তভোগী মাত্রেই জানে ( যেমন কিনা ডেম্বাদা আর আমি)।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩০ | 72.83.80.169
  • শস্তার ক্ষীঃ অবস্তা ! ঃ((
  • demba ba | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৯ | 121.241.218.132
  • হ্যা হ্যা পঁচিশ (লাখেই) আজকাল খুউউউউব শস্তা। দক্ষিণ কলকাতায় এখন সাড়ে চার থেকে সাত (হাজার পার স্কোয়্যার ফিট) অবধি চলছে। তাও সুপার বিল্ট। ১৪০০ স্কোয়্যার ফিটের ফ্ল্যাটে আসলে জায়গা বড়জোর হাজার।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৫ | 72.83.80.169
  • সিকি, হুঁ, উঃ ভারতের বসন্তটার জন্যই ঐ বিদিকিচ্ছিরি শীত ঘ্রীশ্মকে ক্ষমা ঘেন্না করে দেওয়া যায়।
    দেশে অমন বসন্ত আগে দেখিনি। কানপুরের ক্যাম্পাসে বোগেনভেলিআ হত। গুণে দেখেছিলাম এক রানীরই ন'টা শেড। আরো কত্ত যে ফুল। আর কত্ত রঙ।হোলির দিন তো মনে হচ্ছিল, গাছে গাচেও কেউ পিচকিরি উপুড় করে দিয়ে গেছে। আর তেমনি সব পাগলা কোকিল ছিল। ময়ূরের সাথে তার কী বোচিত্র সিম্ফনি !
  • d | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৪ | 14.99.143.190
  • হুঁ ডেম্বা ঠিক বলেছে, গ্রীন ফিল্ড না কি যেন, ওর ছবিগুলো তো বেশ বটেই, ওদের কনসেপ্টটাও আমার ভালই লেগেছিল।
  • siki | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:২১ | 155.136.80.36
  • এক শীতকালে শনিবার দুপুরে খেয়ে দেয়ে বেরিয়েছিলাম রোদ পোয়াতে। বাড়ির পাশেই একটা হাউসিং তৈরি হচ্ছিল। ভাবলাম, আমাদের বাড়িটা তো অনেক পুরনো হয়ে গেছে, ওটা বেচে এখানে একটা কিনেফেললে কেমন হয়?

    গিয়ে দাম জিজ্ঞেস করলাম। বলল, টেরেসওলা বাড়ি রয়েছে, ৮৮ লাখ টাকা দাম। ঘাবড়ে গিয়ে পালিয়ে এলাম। আমার বাড়িকে দুবার বেচলে বোধ হয় ঐরকম টাকা উঠবে, কে জানে!
  • m | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:২০ | 50.82.180.165
  • পালালাম কইঃ( রোজ বইমেলা গেলাম,কোমর, পায়ের ব্যাদনা এখনো মরে নি। তারপরেই তো যেতে হবে ডাক এসে গেলো- একবিন্দু সময় মিললো না।ফিরে দেখবো দাম আরো বেড়ে গেছেঃ( তাই বারুইপুর ই সই- এখনো ধরাছোঁয়ার মধ্যে।
  • phutki | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৯ | 121.241.218.132
  • বারুইপুর যাবে সবাই?! আমার যৌবনের উপবন, যা কিনা বার্ধক্যের বারাণসীও হতে পারে! আমি তো আজ ই আপিস সেরে বারুইপুর এই যাব ঃ-)।
  • m | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৭ | 50.82.180.165
  • অরি, বাড়ির পাশে সঞ্জীবা গার্ডেন দেখে এলাম- বেশি না,৮৮ লাখ থেকে শুরু;)তাও সে আবার পঞ্চায়েত আর নিউটাউন এরিয়ার বাইরে।
  • kc | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৬ | 178.61.96.29
  • বৈদিকগ্রামে খুব দাম।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৬ | 72.83.80.169
  • লাখ ? সেটা বেশি নয় ? :o

    নাঃ,কাজাতে যাই। আজ মেলার মেলা কাজ বাকি ঃ(
  • siki | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৫ | 155.136.80.36
  • আমি আসলে জীবনে প্রথম কোনও জায়গায় একসাথে এতদিন থাকলাম। ন'বছর। এর আগে কোথাও একটানা ন'বছর থাকি নি। সবচেয়ে বেশিদিন থেকেছি হুগলিতে, ছ বছর। এখন কেমন মায়া পড়ে গেছে শহরটার ওপর। হুগলিকে তেমন নিজের বলে আর মনে হয় না।

    সবচেয়ে বড় কথা, শহরটা এভারচেঞ্জিং। রোজই কিছু না কিছু পরিবর্তন হয়ে চলেছে। কখনও পুরনো হয় না। অনেক রকমের রং আছে। প্রমিনেন্ট শরৎ আর বসন্ত আছে, রিয়েলি এনজয়েবল। শীতটাও মন্দ নয়।
  • d | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৫ | 14.99.143.190
  • বৈদিক্‌গ্‌রাম তো এমনিতে খুবই বেশ। বাকীরা এলেই হয়ে যায় আর কি। (মিঠু কেমন ফসকে পালিয়ে গেল ঃ-( )
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৪ | 128.173.39.112
  • না খড়টড়ও দিতে পারে। বেছাবার জন্য।
  • aka | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৩ | 75.76.118.96
  • পঁচিশে মনে হয় শুধু খানিক ভ্যালি দেবে।
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৩ | 128.173.39.112
  • বাড়িটা ভাঙলেই জমি হবে। ফ্ল্যাট হয়ে যাচ্ছেতাই হয়েছে একটা।
  • siki | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৩ | 155.136.80.36
  • ঃ-( বারুইপুর সম্পক্কে আমি নির্মোহ ব। যদিও যাই নি কখনো।
  • kc | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:১২ | 178.61.96.29
  • ইয়ে, বারুইপুরের প্ল্যানটায় আমারেও ইনক্লুড করবেন মহায়রা।
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:১২ | 128.173.39.112
  • আকাদা,
    ঃ-)
  • demba ba | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:১১ | 121.241.218.132
  • তা মামী বৈদিক ভিলেজে যাও না কেনে? আর সোনারপুরের ওই গ্রীন ভ্যালি না গ্রীন ফিল্ডটা কিন্তু সিরিয়াসলি বল্লুম - খুব সুন্দর ছবিগুলো দিয়েছে, দামও বেশি নয়। পঁচিশ থেকে শুরু।
  • m | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:১১ | 50.82.180.165
  • অরি, আমাদের ২ বিঘের জন্যে পেয়ারা,লিচু বেঁচে থাকবে বলছো- তাইলে থাক। গ্রীন ভ্যালি তে তো দশটা লোক সামনে পেছনে বাসা বানিয়ে থাকতে পারবে নাঃ(

    তিমি, ঐরম কাঁদো কাঁদো স্বরে বাড়ি ভাঙার কথা কও কেন? এখানের কেউ ই ফ্ল্যাটবাড়ি চায় না।
  • d | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:১১ | 14.99.143.190
  • আরে হ্যাঁ গুরগাঁওতেও একটা বৈদিক গ্রাম নাকি বানিয়েছে একই বিল্ডার।
  • aka | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৯ | 75.76.118.96
  • আব্বেঃ শ্যামনগর আর হালিশহর এক নয়। শ্যামনগরে জয়দেব ঘোষের বাগান আছে। হেরিটেজ ভুলবেন না, স্কিলকে খাটো করবেন না।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৮ | 72.83.80.169
  • উটা ? ইউটা নয় ? শিওর ? ঃ)
  • d | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৮ | 14.99.143.190
  • নাঃ গোলাপ। কিন্তু ঐদিকের মাটিতে সার দিয়ে দিয়ে এমন হাল হয়েছে যে অনেক অনেক গাদা গাদা সার না দিলে কিচ্ছুটি হয় না। ঐজন্য তো হালিশহর না শ্যামনগর কোথায় একটা কেঁচো সেন্টার থেকে লোনে কেঁচো এনে কেউ কেউ চেষ্টা করছে। মুশকিল হল এক্ষেত্রে জমিটা অন্তত দুই বছর কেঁচোদের হাতে ফেলে রাখতে হয়। তো, সেইসময়টা চাষী পরিবার খাবেটা কি?
    কেঁচোর সুদের হারও বেশ চড়া। দুটো কেঁচো লোন নিলে আটটা কেঁচো ফেরত দিতে হয়।

    হুঁ খোঁজ করে দেখতে পারি।
  • aka | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৮ | 75.76.118.96
  • টিম গানটা শুনলুম, যাই শুতে যাই, কি বলো? ঃ)
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৮ | 128.173.39.112
  • উটা মিস গ্যাছে
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৭ | 72.83.80.169
  • নাম হবে, নিউ গুরগাঁও।
  • m | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৭ | 50.82.180.165
  • একটা ছোট বাড়ি- তিনকামরার- সামনে একফালি বাগান- গেটেড কমিউনিটি। বারান্দার পাশে আমগাছে উঠে যাওয়া বাগানবিলাস- আর কি চাই!
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৬ | 72.83.80.169
  • যাঃ, আমি তো ভেবেছিলাম, বৈদিক গ্রামে গুরুগ্রাম হবে।
  • kiki | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৬ | 59.93.212.29
  • কেন কেন! জোকা নয় কেন তবে! ভেবে দেখো। ডায়মন্ড হারবার বেশ কাছে। আইডিয়াটা দেবার জন্য আমার কিছু প্রাপ্য হয় এটা মাথায় রাখলেই চলবে। এদিকে মেট্রো আর ইষ্টার্ন বাইপাশ ও ধেয়ে এলো বলে।
  • Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৪ | 198.95.226.40
  • যেখানেই হোক, কে কার পিতিবেশী হবে স্পেকুলেট করা যাক।
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৪ | 128.173.39.112
  • হ্যাঁ মামী, আমাদেরটাই ভেঙে দাও। পিলিজ। কি জ্বালাতন যে হয়েছে ঐ বাড়িটা!
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৪ | 112.133.206.22
  • মামী কি আমার হয়ে ফাইনান্স করে দেবে? রিটায়ারমেন্টের পরে পয়সাকড়ি এলে শোধ দিয়ে দেব।

    ইন দ্যাট কেস আমিও রাজি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত