এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dd | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:০০ | 122.167.2.220
  • সংবাদ প্রতিদিন কিছুতেই ধরতে পারছি না। ওরা কি আজকের এডিশন বারই করবে না ?
  • bb | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৯ | 117.195.164.238
  • পার্কস্ট্রীটের ঘটনায় মমতার চেলাদের বক্তব্য অতঃন্ত নক্কারজন্‌ক (আবাপ উবাচ)। আর ভোটের আগে যিনি সব ব্যাপারে দৌড়ে যেতেন, তার দরদ আর মিডিয়ারা কিভাবে থুতু ফেলে চাটে সেটা দেখতে হবে এখন।
  • bb | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৬ | 117.195.164.238
  • সদা খুব বেঁচেছেন ভাই। আমার অনুরোধ অটোয় এই ড্রাইভারের পাশে বসাটা এড়াবার চেষ্টা করুন। আমরা সবাই না করলে ওরাও বাধ্য হবে নিয়ম মেনে চলতে।
    ভাল থাকুন।
  • Lama | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৪ | 117.194.228.161
  • অ্যায়সাহি হোতা হ্যায়!

    নেতালোগোকি ত্বচা দেখকে পতা হি নেহি চলতা- আদমিকা হ্যায় ইয়া গিরগিটি/গন্ডারকা।

    ইহাই দস্তুর...দস্তুর! টুং টাং
  • tt | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৪৩ | 141.0.8.100
  • keu thutu chatbe na. Anadabazar er bhitarer patay arpita shubha der statement dekhun
  • aka | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৫১ | 75.76.118.96
  • এইটা হেব্বি হয়েছে। কত লোককে যে নিজের থুতু চাটতে হবে!!! দময়ন্তী সেনকে অনেক অভিনন্দন।
  • phutki | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৪৬ | 14.96.228.150
  • সদা সাহেব,আরাম করুন। নার্ভগুলোকে রেস্ট দিন। আর আজ হাত পাগুলো আস্ত আছে বলে সেলিব্রেট করে নিন।
  • byaang | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৭:৫৭ | 122.178.249.138
  • প্রথমে অভিযোগ জানাতে গেলে যে দেশের পুলিশেরা মেয়েটির অভিযোগ নিয়ে খিল্লি করে, পুলিশ কমিশনার প্রেস মিট ডেকে মেয়েটি কবে কোথায় কী করেছিল সেইসব কবর খুঁজে বার করে মূল ধর্ষণের অভিযোগ নস্যাত করে দেওয়ার চেষ্টা করে, আর যদি শেষে দোষীরা ধরা পড়েই যায়, তখন মেয়েটির প্রতি আহাউহু বেচারা রে, কী কষ্ট! ঘেন্না ধরে গেল।
    এই কারণেই সেদিন লিখেছিলাম, মেয়েটির উপর আমার কোনো সহানুভূতি নেই।
  • byaang | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৭:৪৫ | 122.178.249.138
  • হুঁ আমারও। তবে আমার কেন জানি না মনে হয়, যেসব মেয়েকে এই ঘটনার সম্মুখীন হতে হয়, তাদের নিয়ে এই আহা-উহু দয়া-মমতা দেখানো বন্ধ হোক এবার। ওটা আরো অসহ্য।
  • pi | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৭:৩৭ | 72.83.80.169
  • আরো বেশ কিছু কথা বেশ কিছু ভাল লাগল।
    বিশেষ করে এই অংশটা।
    'সরকারি এক মুখপাত্র বলেছিলেন, আমি নাকি এসকর্ট সার্ভিসের সঙ্গে যুক্ত। চরিত্র নিয়েও নানা কথা বলা হয়েছে। সে সবের পরোয়া করি না। আর যে সব মহিলা ঐ সার্ভিসের সঙ্গে যুক্ত, তাঁদের প্রতি আমার কোনও খারাপ মনোভাব নেই। ঐ পেশার মহিলাদের ধর্ষণের অধিকার কারও নেই।"
  • byaang | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৭:৩১ | 122.178.249.138
  • আজকের আনন্দবাজারে সবচেয়ে ভালো লাগল, মেয়েটির প্রতিক্রিয়ার শেষ লাইনটা - ""আর শেষে বলব, ধর্ষিতা হয়েছি। কিন্তু তাতে জীবনযাত্রা বদলাব না।''
  • byaang | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৬:৫৯ | 122.178.249.138
  • ঠ্যাংকিউ, কল্লোলদার থেকেই নিয়ে নেব তাহলে।
  • pi | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৬:১০ | 72.83.80.169
  • কল্লোলদার কাছে এবারের গুরু আর চটিপত্তর রয়েছে।
  • byaang | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৫:১২ | 122.167.227.134
  • আমার পাঁচটা কারাগার লাগবে, কেমন করে পাই? লুরুতে বসেই কি পেতে পারি, নাকি কোলকাতায় যেতে হবে?
  • pi | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৪:৪৬ | 72.83.80.169
  • তাইলে তো ঐ টইয়ে কি আর কী এর উত্তর দিয়ে ফেলর কথা ঃ)
  • achintyarup | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৩:৫৩ | 59.93.200.74
  • আজ দুপুর বেলা বাইরে তাকিয়ে হঠাৎ দেখি, ফাগুন করিছে হা হা। সে এক কাণ্ড। এই মাঝ রাত্তির পর্যন্ত মন থেকে সরছে না
  • Netai | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৩:০৭ | 115.241.55.27
  • দিল্লী কতো দুর!!!!
    মুঘলসরাই ইস্টিশনে দাঁড়িয়ে আছি। ট্রেন পাঁচ ঘন্টা লেট করে এলো। এই।
    বস দয়া করে নেট করতে দিল।
    কবে দিল্লী পৌঁছাবো জানিনা
  • kd | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:০৩ | 59.93.245.215
  • আরে কিকি, ভালোই তো। পুরোনো প্রবাদ আছে, ""ইসে''র স্বপ্ন দেখলে ভালো কিছু হয় (যেমন দাঁতের স্বপ্ন দেখলে খারাপ)।

    অচিরে কোন ভালো কিছু ঘটলে পত্রপাঠ জানিও (আর লটারী জিতলে কিছু গুরুভার ফান্ডে শেয়ার কোরো)।
  • sda | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৩ | 117.194.200.253
  • আজকে আর একটু হলেই নেই হয়ে যাচ্ছিলাম। অফিস থেকে ফিরছি, অটোয় পাঁচজন যাত্রী, আমি ড্রাইভারের বাঁদিকে দ্বিতীয়। সবে ন নম্বর আইল্যান্ড ছাড়িয়েছে হঠাৎ কিছু বোঝার আগেই একটা টাটা সুমো নিতান্ত পাগলা**র মতো বাঁদিক দিয়ে ওভারটেক করতে এলো, অটোর ড্রাইভার শেষ মুহূর্তে দেখতে পেয়ে ডানদিকে ঘুরিয়েছিলো, অটোর সামনের বাঁদিকের রং চটিয়ে দিয়ে ফুলস্পিডে বেরিয়ে গেল সুমোটা। অটো রাস্তার ডানদিকের খাঁজে পড়ে কাত হয়ে রইলো। আমরা কোনরকমে অটো থেকে নামতে নামতেই সুমো ভাগলবা। বাকি রাস্তাটুকু হেঁটেই ফিরলাম। পা যে অল্পস্বল্প কাঁপছিলো না হলফ করে বলা যায় না।
  • phutki | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২১ | 14.96.235.35
  • খিস্তি তো সারাজীবনে কম খেলেন না। কাজ তো কিছুই হয় নি।
  • ppn | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৯ | 122.252.231.10
  • কাল পোতিদিন কী করে নিজের থুতু নিজে চাটে দেখার ইচ্ছে রইল। ঃ)
  • kiki | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৭ | 59.93.245.145
  • আমি একটা কি সাংঘাতিক স্বপ্ন দেখে ঘেমে নেয়ে উঠে পরলাম। দেখি কিনা আমাদের খাবার টেবিলের পাশে একটা কমোড রয়েছে আর সেটা থেকে ইসে সার্ভ করা হচ্ছে। কেবল কে করছে সেটা আর মনে পরছে না কিছুতেই। মনে হচ্ছে বাকি রাতটা বমি করেই কাটিয়ে দিতে হবে।ঃ(
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৫ | 122.177.217.207
  • মাইরি মমতা নামক জীবটিকে আজ আমার খুব গুছিয়ে খিস্তি মারতে ইচ্ছে করছে। শালা বর্ন অপদার্থ।

    এবং, কুডোস টু দময়ন্তী সেন।
  • fake | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৫ | 14.98.2.185
  • আসলে উনি নিজে অনেককে ফেক সাজিয়েছিলেন তো "৩৪ বছর ধরে' তাই এই ঘটনাটিকেও এত সহজে ফেক বলে দিয়েছিলেন !
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৬ | 122.177.217.207
  • মমতাকে কিছু সেলোটেপ গিফট করলে কেমন হয়, গেট ওয়েল সুন লিখে?
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৩ | 122.177.217.207
  • ব্যস? সারা দিনমানে এইটুকু ভাট?
  • Kaju | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ২১:৪৫ | 59.93.255.222
  • এবার গুচ সার্ভার নিয়ে একটি নির্মোহ ব খোলার সময় এসেছে।

    কালকে সারাদিন ডাউন থাকায় আমার বেশ সুবিধে হয়েছিল। প্রচুর কাজ হয়ে গেল পটাপ্পট। নাহলে একটু অবসর পেলেই লিঙ্কে হাত যাবে, সেই তক্কাতক্কি, সেই একই কথার চুলচেরা ফাঁক বের করা, সেই 'আপনি ভুল বুঝছেন, আমি আসলে এই বলেছি' ক্ল্যারিফিকেশান। এরকম রোজ বেশ খানিকক্ষণ অ্যাক্সেস না থাকলে ভালো হত, মানে আমার মেশিন থেকে। ঃ)
  • kiki | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ২০:৩৭ | 59.93.198.52
  • মিঠুরা আম্রিগা ফিরে গেলো? অবিশ্যি ভালোই করবে তবে।
  • Du | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ২০:৩৫ | 117.194.198.98
  • সেটাই ভেবেছিলাম, টু লেট ঃ(। এমনিতেই আমার বর ইন্টারনেট থেকে খুঁজে আপনাদের ওখানে ফোন করেইছিল বললো।

    সরিটা তো নামের বানান ভুল দেখা দিল তই ঃ)
  • quark | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪৩ | 117.194.224.251
  • জট*
  • quark | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪২ | 117.194.224.251
  • জত খুলেছে, সব চ্যনেল দেখাচ্ছে "ধর্ষনের অভিযোগ সঠিক ছিল, দুজন গ্রেফতার"
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩৭ | 99.26.200.89
  • আগে ছিলো সিয়ার চক্রান্ত, আর এখন বাম চক্রান্ত। আগে ছিলো জনগনের সরকার আর এখন মা-মাটি-মানুষের সরকার। এখনকার সরকারের সঙ্গে আগের সরকারের বিশেষ পার্থক্য নেই। ছাতার পরিবর্তন।
  • kumu | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৯ | 122.176.32.39
  • মামু আম্রিগা চলে গ্যালো-শুনলাম।

    তখনি বলেছিলুম,শুভদিনে মামুর দাড়ি নিয়ে অত টানাটানি কোরো না।
    অ মিঠু,খুব সাবধানে থেকো,টিনটিন ও মামুকে দেখে রেখো।
    কে জানে আবার কবে দেখা হবে।
  • santanu | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৫ | 217.164.223.136
  • দু, এই যে http://www.countryroadshomestay.com
    কিন্তু তার জন্যে সরি ক্যনো?
    আর আমি আগে ভাগে সরি বলে দিলাম, দোল এ সব ভর্তি।

    পাই, আমারটা আমার ই রিয়াকসন আর সেটা দেবার অধিকার প্রশাসনের নেই। অপরাধ যদি হয়, অপরাধীকে শাস্তি দেবে পুলিশ ও আইন, যেখানে এই টুকু বললে জনতা খুস, সেখানে অনিল থেকে দিদি, আগ বাড়িয়ে অন্য কথা বলার দরকার কি কে জানে?

    লামার উদাহরনে ও আমার মনে হবে (সেটা প্রশাসনের মনে হলেও প্রকাশ করর অধিকার নাই), উরি শালা, বলছে চাকরি করে তাও ওতো কাচা টাকা ঘরে রেখেছিল ক্যনো - এতো asking fot it না হলেও inviting troubles
    ব্যাস বাপু, আর আমায় কিছু জিগেস করো না।
  • phutki | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৬ | 14.96.143.114
  • দুই নম্বর , দুই নম্বর
  • kd | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৩ | 59.93.241.252
  • ইন্দোর ছবি কোন পাতায়?
  • kd | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:২১ | 59.93.241.252
  • এই ব্যাপারে পুলিশ ও প্রশাসনের কথাবার্তা একেবারেই (BU) কন্‌ডোন করছি না। কিন্তু আসলে রিয়্যালিটি বাইট্‌স। কি হওয়া উচিত, কার কী কর্তব্য, এই সব নিয়ে কাগজে-কলমে আলোচনা খুবই ভালো, কিন্তু তাতে কি যা হয়ে চলেছে, তা পালটায়? বলে না, সাবধানের মার নেই।

    আর আম জনতার রিয়্যাকশন। গত চার বছর নিউইয়ার্সইভে পার্ক স্ট্রীটের রাস্তায় ভদ্রঘরের মেয়েদের "লিবারেটেড' নাচ পাব্লিক দেখছে আজকাল, তাতে এই রিয়্যাকশনে আমি অন্ততঃ খুব আশ্চর্য হচ্ছি না। মুশকিল হচ্ছে এরা যত তাড়াতাড়ি ""উন্নত'' হচ্ছে, বাকি সমাজ পারছে না - এখনও ওদের থেকে বড্ডো পেছিয়ে আছে।

    ডিঃ উপরিউক্ত নাচ আমি স্বচক্ষে দেখিনি, তবে ইউটিউবে দেখেছি। আর দেখেছি পাড়ার বস্তির ছেলেদের (তাদের একজনকে গুরুর কয়েকজন চেনে) রাত দশটা-এগারোটায় দল বেঁধে বড়লোক মা**দের ন্যা*** নাচ দেখতে যাওয়ার উল্লাস।
  • aranya | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৮ | 144.160.226.53
  • ভিক্টিমের চরিত্রহনন - এই একই জিনিস সিপিএম থেকে তৃণ - সব রেজিমে নেতা, পুলিশ সবাই করে যাচ্ছে। আর দিদি বিষ মদ থেকে রেপ - সর্বত্রই বাম চক্রান্ত দেখছেন .....
  • Lama | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:০০ | 117.194.226.114
  • ধরা যাক অমুকবাবু অভিযোগ করলেন যে তাঁর বাড়ি থেকে কাল রাতে কয়েকলক্ষ টাকার জিনিস ডাকাতি হয়েছে। কাগজে লেখালেখি হল।

    মুখ্যমন্ত্রী বললেন "অমুকবাবুর বাড়িতে এত টাকা কি করে এল?"

    পুলিশ বলল "অমুকবাবু ঘুষ নিতেন কিনা তদন্ত করে দেখা হচ্ছে।'

    আমি বললাম "খবর নিয়ে দেখেছি অমুকবাবু মধ্যমিকে টুকে পাস করেছেন। শুধু তাই নয়, প্রতি সপ্তহে রেসের মাঠেও যান।'

    তমুকবাবু বললেন "কুখ্যাত তোলাবাজ হাতকাটা হুলো তো অমুকবাবুর মামাতো ভাইয়ের সেজোশালার ভায়রাভাই।'

    অমুকবাবুর বাড়িতে সত্যিই ডাকাতি হয়েছে কিনা সেটা তদন্তসাপেক্ষ। কিন্তু আমরা ( মানে মুখ্যমন্ত্রী, পুলিশ, আমি ও তমুকবাবু) যা বললাম তার ভিত্তিতে এটা কি বলা চলে যে "ডাকাতির অভিযোগ মিথ্যা'? চায়ের দোকানের বা পাড়ার সেলুনের আড্ডায় বলা চলে হয়তো। কিন্তু তদন্ত শেষ হবার আগে মুখ্যমন্ত্রী বা পুলিশকর্তা বলতে পারেন কি সেটা?
  • Du | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫৭ | 117.194.192.166
  • শান
  • Du | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫৭ | 117.194.192.166
  • হচ্ছেটা কি ঃ(((
  • Du | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫৬ | 117.194.192.166
  • সরি, শান্তনুদা
  • Du | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫৬ | 117.194.192.166
  • শান্তনুদা, শান্তিনিকেতনের url টা একটু দেবেন। হয়তো দেরী হয়ে গেল, তাও।
  • phutki | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫৪ | 14.96.143.114
  • আমি ইয়াব্বড় ছবিটা দেখলাম।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:১৯ | 128.231.22.249
  • সেতো বলাই হয়ে থাকে শান্তনুদা।

    তবে, এটা বলার মানে স্বীকার করে নেওয়া, রাতে মেয়েদের একা ঘোরাঘুরি করার মত ব্যবস্থা, পরিস্থিতি নেই। সেক্ষেত্রে রাত্রে সুরক্ষা বাড়ানোটা সরকার ও প্রশাসনের দায়িত্ব ও অবশ্যপালনীয় কর্তব্যের মধ্যে পড়ে। রাত্রের কথা ভেবে বিভিন্ন এলাকায় সিকিওরড ক্যাব সিস্টেম ( যাকে ট্রেস করা যাবে) চালু করা ইত্যাদি।

    আর তদন্ত চলাকালীন এই প্রশাসনিক পক্ষ থেকে এ ধরণের মন্তব্য করা বা জবাবদিহি চাওয়া যে একেবারেই মেনে নেওয়া যায়না, সেটা মানছো তো ?
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ০৫:১৯ | 99.26.200.89
  • কোন কোন চন্ডালেরা অনলাইন "রয়্যাল বেঙ্গল রহস্য" দেখতে চায়, হাত তোলো।

    http://www.furk.net/df/41d6c8c2b881d1e8

    click play একটা ফাইল ডাউনলোড হলে সেটা কম্পুতে চালিয়ে দিন। দেখলাম। বেশ ভালই জমেছিলো।
  • achintyarup | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ০২:৪৫ | 141.0.9.241
  • শনিবার কলকাতার টাইমস অব ইণ্ডিয়াতে ইন্দো ডাগদারের তোলা ইয়াব্বড় এক খানা ছবি থাকবে
  • i | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ০০:৪৬ | 124.168.156.160
  • নিশিকান্ত কই? অ নিশি, তারে বোলে দিও, শুনেছি তার গল্প বেরিয়েছে দেশে। সে দেশ আসতে এখনও ২ সপ্তা। তারে বোলো, পড়ে জানাবো। আপাতত" অভিনন্দন জানিয়ে দিও আমার তরফ থেকে।
  • santanu | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ০০:৪৫ | 217.164.223.136
  • পাই, অপরাধীর শাস্তি ই দাবী করবো, আর তার সাথে এটাও মেয়েকে বলবো তো, অজানা অচেনা লোকের থেকে লিফ্‌ট নিও না?
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ০০:৪৪ | 128.231.22.249
  • মদন মিত্রের এই মন্তব্যটা যতবার পড়ছি, মাথা গরম হচ্ছে।

    আচ্ছা, আমাদের দেশে যৌনকর্মীরা ধর্ষণের অভিযোগ করতে পারেন ? নেওয়া হয় ?
    এই শচীনের কথা মনে পড়ে গেল।
    http://www.guruchandali.com/?portletId=20&porletPage=1&pid=wpgc:///2010/08/30/1283153600107.html

    আর মনে পড়ে গেল, লেখার এই ঘটনাটা নিয়ে কিছু লোকজনের মন্তব্য।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত