জ্জয় গুরু। দিল্লি বইমেলায় আমরা স্টল পেতে চলেছি। নেহাত বসার লোক পাওয়া যাচ্ছে না বলে কাল থেকে স্টলে বসতে পারছি না।
হ্যায় কোই দিল্লিবালা, যে কাল পরশু স্টলে বসতে পারবে(ন)? খুব উপকার হয় তা হলে।
Du | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৩ | 117.194.198.54
ঃ) প্লাস ছড়ার গুঁতো চারদিকে
'এসেছে সরস খুশির পরশ লাগলো সবার ঘরে - '
'এসেছে বৃষ্টি হবে নতুন সৃষ্টি'
আর এদিকে এমন চুরি শুরু হয়েছে মহাকরনে যে মন্ত্রীদের ঘরেও সিসিটিভি লাগাতে হচ্ছে।
quark | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ২০:৩৫ | 14.139.199.1
অ্যাকচুয়ালি ওটা ফণিমনসা নয়, ওতে তিনটে আলো আছে যাকে বলে "মা, মাটি, মানুষ" ।
Du | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ২০:০৫ | 117.194.198.54
ভেঙে
Du | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ২০:০৪ | 117.194.198.54
এদিকে 'দেউলিয়া' রাজ্যে ব্রেন দিয়ে রেলিঙোয়ালা ডিভাইডার ভে'মে নতুন কিছু তৈরী হচ্ছে , ফুটপাথ ভে'মে পোতা হচ্ছে পুরোনো ল্যাম্পপোস্টের পাশে নতুন ফনীমনসা ল্যাম্পপোস্ট।
Netai | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪৩ | 121.241.98.225
বাকিটা ঘরে গিয়ে। বাবাই
Netai | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪২ | 121.241.98.225
ভুল হয়ে গেছে। বিজয় নয়। ওটা ভিজে হবে।
Netai | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪২ | 121.241.98.225
এরপরে অনেকদিন কেটে গেছে। ভিজে এখন আর সেই ছোট ভিজে নেই। জোয়ান হয়ে গেছে। খুব সুন্দর দেখতে হয়েছে। এখন সে নিয়ম করে ব্যায়াম করে। ডন বৈঠক দেয় দুশটা করে, প্রতিদিন, সকাল আর বিকাল। কিন্তু কাঞ্চার প্রতি তার ছোটবেলার সেই রাগটা তখনো যায়নি। কাঞ্চাকে হারানোর জন্য সে হাত মিলিয়েছে মুম্বাই শহরের আরেকজন দুষ্টু লোক রউফ লালার সাথে। রউফ লালা ছোট ছোট মেয়েদের ধরে বিক্রি করে দেয়। সেই রউফ লালার সাথে সাথে ঘোরার জন্য ভিজের মা ভিজের সাথে থাকতো না। ছোট বেলাকার সেই সময় থেকেই ভিজের বোনকে নিয়ে ভিজের মা আলাদা থাকতো। ভিজের খুব কষ্ট হতো ওর মা আর বোনের জন্য। কিন্তু সে কি করবে। কাঞ্চাকে হারানোর জন্য যে রউফকে দরকার হবে এটা সে বুঝতে পেরে গেছিলো।
ppn | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪০ | 204.138.240.254
প্রুফ দেখা হয়নি ঠিক করে।
একবার বিজয় তো আরেকবার ভিজে।
aka | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৯ | 168.26.215.13
আরে তারপরে কি হল? কতক্ষণ ধরে কাঁদবে?
Netai | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৫৮ | 121.241.98.225
ছোট্ট রাজপুত্র ভিজের খুব কষ্ট হল। অনেক কাঁদলো। আর কাঞ্চার উপর খুব রাগ হল তার ভালোমানুষ বাবাকে মেরে ফেলেছে বলে। এই ঘটনার পর ভিজে তার মায়ের সাথে মান্ডোবা গ্রাম ছেড়ে মুম্বাই শহরে চলে আসতে বাধ্য হল। সে আর রাজপুত্র রইলোনা। হয়ে গেল সাধারন কুলি মজুর। কিন্তু সে মনে মনে পুষে রাখলো কাঞ্চার প্রতি গভীর প্রতিহিংসা আর মান্ডোবা রাজ্য ফিরে পাওয়ার বাসনা।
মুম্বাই শহরে এসে ভিজে একদিন ওর মায়ের হাত ধরে হাঁটতে হাঁটতে হটাৎ করে ওর মা অসুস্থ হয়ে পড়লো। ভিজে তো কিছুই বুঝতে পারেনি কি হল। কিন্তু রাস্তার আসেপাশের মেয়েরা সব জানতো। ওরা অনেক শাড়ী দিয়ে ওর মাকে ঘিরে ভীতর থেকে বিজয়ের জন্য বার করে আনলো একটা ছোট বাচ্চা। কি সুন্দর ফুটফুটে বাচ্চা, একদম পুতুলের মত। সেই বাচ্চাটা যখন বিজয়ের কোলে শুয়ে ইঁয়াও ইঁয়াও করে কাঁদছিল তখন বিজয়ের আনন্দে কান্না পেয়ে গেলো। সবাই ওকে বললো- এই ছেলে, এটা তোর বোন।
kumu | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪৩ | 122.176.32.39
কুমুদি পরে লিখবে,যখন সেই ইয়ে ভাবটা ফিরে আসবে।ততক্ষণ যুবসমাজ লিখুক।
pi | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১৫ | 72.83.80.169
নেত্য, চলুক , চলুক !
কাজুকে বরম ততক্ষণ ললিপপ আর এইটা দিয়ে একটু চুপ করে বসিয়ে রাখা হউক।
Kaju | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০৭ | 121.242.160.180
দে-দি, কোথায় লিখব? কুমুদি তো শেষ করেনি এখনো।
Kaju | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০৫ | 121.242.160.180
আচ্ছা !! নাচগান না তার শিশুপাঠ্য বন্ননা? পারবে না সেটাই বলো, হ্যাঃ। শিশুদের কি শুধু শিক্ষা আর উপদেশ দিতে হয়? বড়দের যে কে শিক্ষা দেয় তার ঠিক নেই !
de | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০৪ | 180.149.51.67
কাজুর হহ্পাপ্রে শুনতে চাই!
নেত্য, ক্যারি অন, তবে কিনা এটা ঠিক কত ছোট বাচ্ছাদের জন্য, কাজুর মতো? :))
Netai | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৫৮ | 121.241.98.225
একটা লোক পড়ে পড়ে মার খাচ্ছে আর কাজুর চাই নাচগান!!!!! দেশের যুবসমাজ উচ্ছন্নে গেলো।
Kaju | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৪৯ | 121.242.160.180
নেত্য কি ঠিক করেছে নেত্য নিয়ে লিখবে না? কাল থেকে বলে যাচ্ছি, ইয়ার্কি হচ্ছে? সংক্ষেপেও তো নেই। এবার ১০-এ ০.০০০০০১।
Netai | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৪৩ | 121.241.98.225
ছোটদে জন্য অগ্নিপথের রিভিউ 14 Feb 2012 -- 05:57 PM এর পর-
তারপর সেই রাজ্যে একজন খুব দুষ্টু আর ভীষণ বদ লোক এলো। দৈত্যদের মত চেহারা। তার নাম কাঞ্চা চীনা। সে ছিল খুব নৃশংস প্রকৃতির। মদ গাঁজা খেত। জুয়া খেলতো। আর কাঞ্চার গায়ে ছিল খুব শক্তি। সেই মান্ডোবা দেশে সবাই এমন সুখে শান্তিতে আছে দেখে কাঞ্চার হিংসে হল। তখন সে করলো কি, লোকেদের ঠকিয়ে ওদের সব নোনা জমি হাতিয়ে নেবার ফন্দি আঁটলো। রাজা দীননাথ চৌহান, যে কিনা খুব ভালো মানুষ, সে তো এরকম হতে দিতে পরেনা। দীননাথ কাঞ্চাকে খুব বোঝালো যাতে সে আর একদম দুষ্টুমি না করে। কিন্তু কাঞ্চা তো খুব বাজে লোক। তাই সে উল্টে দীননাথকেই ফাঁসিয়ে দিলো। কাঞ্চা একটা বাচ্চা মেয়েকে রাতের বেলায় স্কুলঘরে ডেকে নিয়ে এসে তাকে বলাৎকার করে খুন করে দিল। দোষ চাপালো দীননাথের ঘাড়ে। বেচারা দীননাথ। তার তো আর সৈন্যসামন্ত ছিল না, সম্বল ছিল শুধু মানুষের ভালোবাসা। সেই মানুষেরা সবাই ভুল বুঝলো। কেউ দীননাথের পাশে দাঁড়ালোনা। কাঞ্চা সুযোগ বুঝে দীননাথ কে খুব মারলো। ধাঁই ধাঁই করে। রক্তে মাখামাখি দীননাথকে কাঞ্চা ঝুলিয়ে দিল গাছে। আর রাজপুত্র ভিজে দীননাথ চৌহান? সে জানে তার বাবাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু খুব ছোট ছিল বলে তার সব শক্তি দিয়েও সে তার বাবা কে রক্ষা করতে পারলোনা। দীননাথ চৌহান মারা গেল।
de | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৩৯ | 180.149.51.67
ডিডিদা, থ্যাংকু,থ্যাংকু! বাংলা ভাষাটা যে কতো ইন্টেলিজেন্স আর যত্ন নিয়ে লেখা যায় স্যার তেকোনার লেখা তার আরেকটা উদাহরণ!
Kaju | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৩৮ | 121.242.160.180
তেকোনা-দি কি এটার সম্পাদক নাকি? মনে হল দেখে।
dd | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৩১ | 110.234.159.216
ebongonline'এ ঘুড়ে এসো হে দে। হোথায় স্যার তেকোনারে সিংহাসনে বসে থাকতে দেখবে।
de | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২০ | 180.149.51.67
আচ্ছা, তেকোনার লেখাগুলো নিয়ে কি কোন চটি বেরিয়েছে কখনো -- এতো ভালো রোম্যান্টিক লেখা, আমি লাঞ্চ করতে করতে আরো একবার পড়ে এলাম সেই বিভাসের লেখা! ইস! তেকোনা আর লেখে না :((((((((
সাড়ে তিন আর চার নংএ আছে বাড়ী ফিরে আপডেট লিখতে হবে। অলস চন্ডালেরা সে সব পড়তে ভালোবাসে। এবং, ঘন ঘন ছবি তুলতে হবে, ইশপেসালি খাওয়া দাওয়ার, তারপরে সেটি সহজ বোধ্য স্থানে আপলোড করতে হবে।
ব্যাস। আর কিছু না।
siki | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৭ | 122.177.201.225
কাজ ঠিক এই দুটোই। তিন্নংয়ে বলা যায় বেশ একটু হাঁকাহাঁকি করে সুর টেনে ছড়া কেটে লোক জমিয়ে বইপত্তরের পুশ সেলিং।
তবে মেলা শেষ হয় রাত আটটায়। কাজেই বেশিক্ষণ লেবার দিতে হবে না আপনাকে ঃ-)
demba ba | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৬ | 121.241.218.132
কেউ এদের প্লাগ অ্যাণ্ড প্লে শেখায় নাই।
de | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৫ | 180.149.51.68
কুমুদির কাজ ঐ চা-টা, কচুরী, সন্দেশ ই: কিনেকেটে এনে বেচাকেনায় গতি আনা আর সিকিকে ম:সা: দেওয়া :))
de | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৩ | 180.149.51.68
সিকি, মনোরেল সবে তৈরী হচ্ছে! রাস্তাঘাট খুবলে-খাবলে একাকার, আমাদের বাড়ীর খুব কাছে স্টেশন হবে, রাস্তায় বেরোলে ধূলো-কাদার চোটে কলকাতার পাতাল-রেল তৈরীর সময় মনে পড়ে যাচ্ছে!
kumu | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০২ | 122.176.32.39
চা-টা চাই না।সিকি বলে দাও চট করে- ধরো আমি কোনদিন সাড়ে সাতটা নাগাদ গিয়ে হাজির হলাম,তখন ঐ টেবিলে আমার কী কাজ? ১। বই বিক্কিরী ২।হিসেব রাখা(খাতা??) ৩।???
Netai | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৯ | 121.241.98.225
ভিসির দেওয়া জোকসটা আগেও পড়েছিলাম। একঘর।
phutki | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৬ | 121.241.218.132
Boss says to secretary: For a week, we will go abroad, so make arrangements. Secretary makes a call 2 her Husband: For a week my boss and I will be going abroad, so look after yourself. Husband makes call to secret lover: My wife is going abroad for a week, so let?s spend the week together. Secret lover makes a call to a little boy whom she is giving private lessons: I have to work for a week, so you need not come for class Little boy makes call to his grandfather: Grandpa, for a week, I don?t have classes ?coz my teacher is busy. Let?s spend the week together. Grandpa ( d boss ) makes a call to his Secretary: This week I am spending time with my grandson. We can?t attend the meeting any longer. Secretary makes a call to her husband: My boss has some personal matters to attend to, so our trip is cancelled. Husband makes a call to secret lover: We cannot spend this week together; my wife has cancelled her trip. Secret lover makes a call to little boy whom she is giving private lessons: This week we will have classes as usual. Little boy makes a call to his grandfather: Grandpa, my teacher said this week I have to attend class. Sorry I can?t keep you company. Grandpa makes a call to his secretary: Don?t worry, this week we will attend that meeting, so make arrangements.
নেতাইবাবু;-)
Netai | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৭ | 121.241.98.225
ডিডিদা ঃ)))))
Netai | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৬ | 121.241.98.225
মানে আমি রবিবার ফিরতে পারলে ঐদিন দুপুর থেকে বইমেলায় থাকতে পারবো।
dd | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৫ | 110.234.159.216
আবার সদ্য নতুন বউকে এখন থেকেই বস বলে ডাকতে শুরু করে দিয়েছে। বাব্বারেঃ ব্বাবা।
Netai | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৩ | 121.241.98.225
ঃ)) বসের সাথে যাচ্ছি। হানিমুন না।
de | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪২ | 203.197.30.4
নজ্দ্দদ্দিয়েন্না! :))
demba ba | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩৫ | 121.241.218.132
এত জলদি সেকেন্ড হানিমুন? ধন্য ভ্যালেন্টাইন।
Netai | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩৫ | 121.241.98.225
আমি কাল বিকেল থেকে থাকছিনা। রেনুকুট যাচ্ছি। ফিরবো রবিবার বিকেলে।
demba ba | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩০ | 121.241.218.132
লোকে মাইরি মিউচুয়াল ফ্রেন্ডস কাউন্ট দেখে ফেবু-তে রিকোয়েস্ট পাঠায় - প্রায় কাউকেই আমি চিনি না। কি মুশকিলঃ-(
কলেজের প্রোফেসর (মানে আমাদের পড়িয়েছিলেন) ফেবু-তে রিকোয়েস্ট পাঠালে কী করা উচিত?
de | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:২৯ | 203.197.30.4
বম্বেতে এগরোল পঞ্চাশ করে নেয়! বাকীগুলো আরো বেশী -- যদিও এখেনে মেট্রো নাই!
demba ba | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:২৭ | 121.241.218.132
কালকে প্রথম চাক্ষুষ শহিদ ভগৎ সিংহ জলাধার দেখলাম - মানে নাম পরিবর্তনের পরে।
আর কবি *মিস্টি বিস্কূট* খেতে বারণ করেছেন।
তার ওপর কারা যেন একটা অ্যাড দিচ্ছে - "বিস্কিটের প্যাকের চেয়ে সিক্স প্যাকের দিকে নজর দেবো'
ppn | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:২৩ | 202.91.136.71
ওরে ফাগোল, হাইটি মানে চা-টা বোঝায়!!
de | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:২৩ | 203.197.30.4
আর যা-ই হোক, একটার নাম নির্মোহ ব বা বিপ্পালের নামে অবশ্যই হোক!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন