এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১৮ | 122.177.201.225
  • বরং দেশী মহাপুরুষ দিয়েই ভাবা যাক।

    গাজিয়াবাদে কুল্লে দুটি স্টেশন। বৈশালী আর কৌশাম্বি। তাদের নাম দেওয়া গেল না হয় আম্বেদকর আর কাঁসীরাম। নয়ডায় এখন বোধ হয় গোটা আষ্টেক। নেতাই, কী নাম দেওয়া যেতে পারে?
  • phutki | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১৭ | 121.241.218.132
  • লোকে এক কাপ চা-ই কেন ভাবল? এটা তো হাই টি ও হতে পারে?
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১৭ | 122.177.201.225
  • কিন্তু মার্কিন দেশে কি এত মহাপুরুষ আছেন? দিল্লিতে প্রায় সত্তরখানা মেট্রো স্টেশন।
  • ppn | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১৬ | 202.91.136.71
  • কমরেড, কলকাতা বাদ দিলে বাকি পিথিমির জন্য কবি ওই নীল-সাদা সেলামই বরাদ্দ রেখেছেন।
  • dukhe | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৯ | 122.160.114.85
  • প্রস্তাব এক - দিল্লির মেট্রো ইস্টিশনগুলির নাম মার্কিন মহাপুরুষদের নামে রাখা হোক ।
    প্রস্তাব দুই - লালের বদলে নীলসাদা সেলাম জানানো হোক ।
    এগুলি ওনার ইচ্ছা । দুখে নিমিত্ত মাত্র ।
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৬ | 122.177.201.225
  • আর আমি বিস্কুট বিশেষ খাই না। কারণ, ওটা বিষ, কূট।
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৫ | 122.177.201.225
  • প্‌প্‌ন, কবি বলেছেন, এই পিথিমীর আরেক নাম ভিয়েতনাম। ভিয়েতনাম, লালসেলাম।
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৪ | 122.177.201.225
  • দুখে, দিল্লির দরদস্তুর দেখে তো তাইই মনে হয়। রাস্তার ধারে সামান্য একপ্লেট ভেলপুরিও এখেনে নেয় তিরিশ টাকা। এগ্রোল তিরিশ টাকা, ডবোল এগ্রোল চল্লিশ ( তাই বলে একটা ডিমের দাম কিন্তু দশ টাকা নয়)।
  • Jhiki | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৪ | 219.83.85.197
  • আরে দিল্লীর চন্ডালরা নিজমুখে চা-এর সাথে টা চাইতে নজ্জা পাচ্চে, তাই তাদের হয়ে আমরা সোচ্চার।
  • dukhe | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০২ | 122.160.114.85
  • দিল্লির শোনপাপড়িওলা কি ডলারে প্রাইসিং করে ?
  • ppn | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০০ | 202.91.136.71
  • বোঝো মঃ করতে গিয়ে ঝিকিকে ভিয়েতনামে ফেলে দিয়েছে।
  • ppn | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৯ | 202.91.136.71
  • নাঃ, বড়ই ক্ষিপ্টে। ঃ(

    যে যাবেন, এক প্যাকেট বিস্কিট নিয়ে সিকিকে অফার করবেন।
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৯ | 122.177.201.225
  • সবাই শালা এমন ভাও নিচ্ছে যেন সাথে মাংসের সিঙাড়া আর চিংড়ির চপ খাওয়ালেই দলে দলে লুরু বোম্বে ভিয়েতনাম থেকে এসে টেবিল সামলাবে। ঃ)

    ডিঃ মঃ
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৮ | 122.177.201.225
  • আচ্ছা আচ্ছা, বিস্কুটও খাওয়াবো। ঃ-)

    কিন্তু প্লিজ, আর কিছু চাইবেন্না।
  • de | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৭ | 203.197.30.4
  • শুধু চা?????
  • Jhiki | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৩ | 219.83.85.197
  • হুঁ, আমি সেই ৯৯ সালের পুজোতে দিল্লীতে ১০ টাকার আলুকাবলি খেয়েছিলাম, তাতে সাত/আত টুকরো আলু, ছটা ছোলা আর চার কুচি পেঁয়াজ ছিল। সেই থেকে আমি বাইরে আলুকাবলি খাওয়াই ছেড়ে দিয়েছি!

    তবে দাম যতই হোক, সিকির শুধু চা খাওয়ানোর মানসিকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫১ | 122.177.201.225
  • আহা, ব্যান্ডেল লোকালে দেখলাম পাঁচ টাকায় এক প্যাকেট দেবুর শোনপাপড়ি বিক্কিরি হচ্ছে। ঃ) দিল্লিতে ঐ শোনপাপড়ির দাম কিছু না হোক পঞ্চাশ টাকা।
  • ppn | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৯ | 202.91.136.71
  • তাই বলে শুধু চা! এমনিতেও রাস্তার পাতি দোকানে চায়ের দাম এখন পাঁচ থেকে ছ' টাকা।

    * কলকাতার কথা হচ্ছে না
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৬ | 122.177.201.225
  • দিল্লিতে এক্কাপ চা-ই জায়গাবিশেষে দশ টাকা। তার ওপর যদি বাঙালিদের শখের বিক্কিরি করা চা হয়।

    সেদিন লাটক দেখতে গেলাম। এ-ই টুকুনি ঘুগনি, কুড়ি টাকা, দুটো পুচকি পুচকি কড়াইশুঁটির কচুরি, কুড়ি টাকা ( চারটে খেতে হল চল্লিশ টাকা দিয়ে), একটা (ভেজিটেবিল) চপ, দশ টাকা। সেই থেকে আমি বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না।
  • ppn | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪১ | 202.91.136.71
  • ক্ষী ক্ষিপ্টে! শুধু চা!!
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪০ | 122.177.201.225
  • ঃ-)

    আচ্ছা, দিল্লি বাংলা বইমেলার জন্য আপডেট। সমস্ত বই কলকাতা থেকে এসে গেছে। আজ বিকেলে আমি যাচ্ছি বইমেলায় বই দিতে।

    শনিবার আমার কিছু কাজ কম্মো আছে সকালের দিকে, সেরে বইমেলা পৌঁছতে পৌঁছতে বিকেল চারটে বাজবে। সেদিন বেলা সাড়ে বারোটা থেকে শুরু। দুপুর থেকে বিকেল পর্যন্ত একজন করসেবা দেবার লোক চাই শনিবার। যে থাকবে তাকে আমি চা খাওয়াবো।

    কাল আর পরশু উইকডে, এমনিতে কেউই যাবার নেই, কিন্তু কেউ যদি একটু হেঁহেঁ করে আপিসকে টুপিটাপা পরিয়ে চলে যেতে পারো / পারেন, খুব উপকার হয়, গুরু এবং চণ্ডালদের।
  • de | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৮ | 180.149.51.68
  • :)))))))))))))
  • Netai | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১২:২৩ | 121.241.98.225
  • একটা লোকের পোÏÒট্র ফার্ম ছিল। কিন্তু তাতে ডিম হচ্ছিল খুব কম। ওখানে মুরগি ছিল অনেকগুলো। কিন্তু মোরগ মাত্র একটা। সে মোরগটা আবার বুড়ো মোরগ। মালিক তখন ডিমের উৎপাদন বাড়ানোর জন্য নতুন একটা মোরগ নিয়ে এলো। কম বয়সী, জোয়ান মোরগ।

    জোয়ান মোরগটা এসে তো খুব র‌্যালা নিচ্ছে। বুড়ো মোরগকে বললো- আব্বে বুড়ো, তুই সাইড হয়ে যা। এই সবকটা মুরগিকে আমি একা সামলাবো। তুই বুড়ো হাবড়া হয়ে গেছিস। এদের দিকে আর নজর দিবিনা।
    বুড়ো মোরগ
    -না না। তুই পারবি না।
    -পারবোনা মানে? জানিস মালিক আমাকে হায়ার করে নিয়ে এসেছে?
    -আরে তোর মত অনেক দেখেছি। তোর আগে আরো ওরম পঁচিশটা মোরগ এসেছে। কেউ পারেনি। তোর যদি হিম্মত থাকে তো বল। রেস লাগা। একশো মিটারের দৌড় হবে। যে জিতবে সেই এখানকার রাজা।
    -ঠিক আছে, হয়ে যাক।
    বুড়ো মোরগ বললো- 'আমার শুধু একটা কন্ডিশান, আমার তো বয়েস হয়ে গেছে, তাই আমি পঁচিশ মিটার আগে থেকে দৌড় শুরু করবো।
    জোয়ান মোরগ রাজী।
    দৌড় শুরু হল। জোয়ান মোরগ যথারীতি খুব জোরে দৌড়াচ্ছে আর বুড়োটা ঠিক দৌড়তে পারছেনা। একটুক্ষণের মধ্যেই, জোয়ানটা যেই বুড়োটা ধরে ফেলেছে প্রায়, তখনি পিছন থেকে ঠাঁই করে গুলি। জোয়ান মোরগ লুটিয়ে পড়ে গেল মাটিতে গুলি খেয়ে।

    পিছনে বন্দুক হাতে মালিকটা-' হায় হায়, এই নিয়ে ছাব্বিশটা মোরগকে গুলি করে মারতে হল। যতই মোরগ আনি সবাই দেখি মুরগি গুলোর দিকে না গিয়ে মোরাগের পিছু পিছু দৌড়ায়!!!'
  • de | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১২:২১ | 180.149.51.68
  • ইকীরে, মৃ ভ জোক্স বলেচে না উপন্যাস?
  • ppn | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১২:১১ | 202.91.136.71
  • হ্যাঁ, কুমুদি, কাগজপত্তর পেয়ে গেলেই আমাকে ফোং করে দিও।
  • ppn | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১২:১০ | 202.91.136.71
  • নেতু, লিখছ? লেখা হয়ে গেলে আমি সেই বাসন মাজার গল্পটা বলব। ঃ D
  • kumu | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৮ | 122.176.32.39
  • ইকী অর্পণ,এমন কতা কইতে নাই,গল্প তো আর তোমার নয়,তোমার হলেও ত্যাজ্য কত্তুম না।
    তুমি না আমায় সে-এ-ই কাজটায় হেল্প কর্বে?
  • de | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৬ | 180.149.51.68
  • এইবার কবে দেখবো বিপপালের নামে নির্মোহ ব' শুরু হয়ে যাবে, বিবেকানন্দ,রাকৃ দিয়ে শুরু করে দারুণ ফুটেজ পেয়ে গেলেন ভদ্রলোক :))
  • Netai | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৫ | 121.241.98.225
  • বলেই দি তাহলে
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১২:০০ | 122.177.201.225
  • অপ্পনের বাড়ি যখন গেছিলাম, আমার পৈটিক অবস্থা বেশ খারাপ ছিল। ওটাকে বেঞ্চমার্ক না ধল্লেই হয় ঃ)
  • ppn | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৮ | 202.91.136.71
  • নেতাই আমার থেকে ভালো গল্প বলতে পারে। নেতাই, হয়ে যাক?
  • de | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৮ | 180.149.51.68
  • ইসে, আমারো জানার খুব ইচ্ছে হচ্ছে -- লিং নাই? বা একখান টইয়ে গিয়ে লিখে এলেই তো হয় :))
  • ppn | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৭ | 202.91.136.71
  • ডেম্বা, এটা তো একটা পুরনো স্ট্র্যাটেজি। তবে সবচেয়ে ভালো হয় আফিস বাসের পেছনে সেঁটে দিলে। সেগুলো কোন বাসস্টপেই থামে না/পাব্লিক বাসের তুলনায় কম থামে।
  • demba ba | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৭ | 121.241.218.132
  • @ দিয়ে অ্যাড্রেস করে বলো - কুমুদিকে বাদ দিয়ে। তাইলেই তো মিটে গেলো;-)
  • ppn | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৪ | 202.91.136.71
  • কুমুদি, বললে তুমি আমাকে ত্যাজ্য করবে। ঃ)
  • Jhiki | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৩ | 219.83.85.197
  • প্রেমিক কুমুদির জন্য নতুন টই খুলে দিয়েছে, কুমুদি আগে বঢ়ো।
  • Netai | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৯ | 121.241.98.225
  • মৃদুলদা পরশু এসেছিল।
    মোরগের গল্পটা তো অসইব্বো
  • kumu | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৫ | 122.176.32.39
  • অর্পণ,মৃদুল কাল এসেছিল?ইউটিউবে পাব?মোরগের গল্পটা বলো না একটু!
  • demba ba | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৪ | 121.241.218.132
  • একটা নতুন জিনিস আবিষ্কার করলাম - অফিস আসতে সময় কিছুটা হলেও কম লাগে।

    সেটা হল - রাস্তায় একটা ভলভো দেখলে তার পিছনে গাড়িটা সেঁটে দেওয়া। ভলভো রাস্তা পরিষ্কার করতে করতে যাবে - কারণ ও বাসটাকে কেউ ঘাঁটায় না - সবাই ছেড়ে দেয়, তার পিছনে দিব্যি চলে যাওয়া যায় - শুধু একেবারে সেঁটে থাকতে হবে।
  • kumu | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৪ | 122.176.32.39
  • ১।সবাই মিলে আমার হহপাপ্রের গল্পটির চোদ্দটা বাজিয়ে দিয়েচে(তখন হাতে হাতে একশো টাকার নোট থাকতো না), টইও শেষ হয়ে গেচে আর আমার মুডও চটকে গেচে।সুতরাং গল্প যে শেষ হোলো না তাতে আমার কোনোরকম দোষ নাই।

    ২।অমিতাবচ্চনের খপোর না পাওয়া অবদি কোন কাজে মন লাগচে না।
  • de | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৩ | 203.197.30.4
  • কুমুদি, অনেক থ্যাংকু! এইমাত্র দেখলাম!
  • ppn | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১১:০১ | 202.91.136.71
  • সিকি মোটেও বেশি খেতে পারে না। নিজের চক্ষে দেখা।

    বেশি না খেলে আর স্বাস্থ্যনির্মাণ হবে ক্ষী করে? হে হে হে।
  • Jhiki | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৩ | 219.83.85.197
  • আম্মো দেশে গিয়ে ফুচকা, আলু/মাংস/ডিম-এর চপ, চুরমুর, মোমো, প্রচুর সন্দেশ, শক্তিগড়ের ল্যাংচা (ওভারহাইপড), বর্ধমানের গণেশের সীতাভোগ মিহিদানা (মান পড়ে গেছে) সব খেয়েছি।
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৫ | 122.177.201.225
  • নেতাই, পরের বার থেকে আইআরসিটিসিতে টিকিট আমার বাড়ি এসে কেটে যাস। ঃ)

    আর হ্যাঁ, আম্মো ফুচকা খেয়েছি এইবারে, তবে কিনা বেশি টক খাওয়া অভ্যেস নেই।

    আমি যা খেলাম এইবারে কলকাতা গিয়ে, মাইরি জন্মে থেকে এমন খাই নি। রোব্বার রাতে আর্সালান থেকে বিরিয়ানি। সোমবার দুপুরে সুমিত ডাক্তারের জন্মদিন, সেদিন জীশানের বিরিয়ানি। রাতে বাড়ি ফিরে ভাপা পিঠে, পরদিন আমার জন্মদিন, অতএব দুপুরে মাংসভাত, রাতে বাড়ি এসে মাংসের খিচুড়ি, তারপর দিন রাতে সুমিতের বাড়িতে ইয়াব্বড়ো ইলিশ মাছ দিয়ে ভাত, তারপর দিন পাইয়ের বাড়িতে মাংসভাত। পরদিন সকালে লুচি আলুর্দম এবং মাংস।

    চলতেই পারত, কিন্তু ছুটিটা শেষ হয়ে গেল এর পরেই। তবে, স্বাস্থ্যসচেতনরা খেয়াল করবেন, লাগাতার এত খেয়েও অমই কিন্তু মোটা হই নি। ঃ)
  • ppn | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ১০:২০ | 202.91.136.71
  • আকার 9:24 AM ফার্স্ট পার্ট ঠিক বুঝি নাই।
  • ppn | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৪১ | 122.252.231.10
  • মৃদুলদার মোরগের জোকটা অসা।
  • Netai | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৩৪ | 121.241.98.225
  • *থ্যাংক্স
  • Netai | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৩১ | 121.241.98.225
  • হয়ে গেছে।
    থ্যাক্স আইয়ারসিটিসি।
  • Netai | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০৯:২৮ | 121.241.98.225
  • তৎকাল ই ট্রাই করছি। এখনো করেই যাচ্ছি।
  • aka | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০৯:২৪ | 75.76.118.96
  • তা এদ্দিন কি করে কাজ চলত?

    মৃদুল ভট্টাচার্য্য জ্জিও। কোন কথা হবে না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত