ও হুচে সে গুড়ে স্যান্ড হ্যাজ ! কদিন আগে শান্তিনিকেতনে একজনকে --রিটায়ারড মহিলা--কি ভাবে খুন করেছে--ঐ বাড়ী রিসর্ট করার জন্য নেবে বলে--বাপরে--ঐ বেড়ানো ই ঠিক আছে রে।
hu | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৫ | 12.34.246.73
হুঁ, মনে হচ্ছে ঐ বইটাই। রবিবাসরীয়তে বেরিয়েছিল। আমার তো তারিখ মনে থাকে না। অর্পণ, খুঁজে দাও না!
ppn | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৫ | 122.252.231.10
কঙ্কল খুব বাজে জিনিস।
Nina | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৩ | 12.149.39.84
আরে টিম্ভাই আম্মো তো তাই বলছিলুম তো ঐ পুরোহিত বল্ল কঙ্খালি তলা---কঙ্কাল নয় কাঁকাল মায়ের--আমি তাই এখন খালি বলছি ঃ-((
ppn | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৩ | 122.252.231.10
হেল্পফুল লোক আছে কিনা জানি না। আমার এক কলিগ বছর খানেক হেথায় ছিল। তো, সে অ্যাকোর খপর জোগাড় করে দিতে পারে।
hu | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:২২ | 12.34.246.73
এসব জায়গায় একখানা বাড়ি করে অবসর জীবন কাটাতে হয়। ধুস! কবে যে রিটায়ার করব!
Nina | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:২২ | 12.149.39.84
হুচে রবিবাসরীয় জানিনা তবে বইটা নিয়ে হৈ চৈ--এখন পানের দোকানও ঐ বই রাখছে --হট কেক---তবে দু;খের কথা রে মনটা খারাপই হয়ে গেল---লোকে কেন শুধু কলঙ্কই খায় কে জানে ---
Tim | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:২১ | 198.82.25.6
ইয়ে নীনাদি, খালি না, কালী। কঙ্কালীতলা। ঃ-)
কংখালিতে সেরেফ কংগ্রেসের লোকজন যায়। ;-)
aka | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:২১ | 168.26.215.13
কমরেড প্পন যদি হেল্পফুল লোক থাকে যে এই বাচ্ছাগুলোকে দরকার পড়লে হেল্প করতে পারবে সেই খবর পেলে জানিও।
আর ঘরদোর নিয়ে আর কোন জিজ্ঞাসা থাকলে জানাব।
Tim | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:২০ | 198.82.25.6
স্বাধীনতাও খে নিলো?
pi | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:২০ | 128.231.22.249
ছি ছি ছি, মামু দেওয়াল লিখতে শিখতে শেখেনি !
Nina | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৯ | 12.149.39.84
ঠিক বলেছিস টিম্ভাই--কঙ্খালিতলা--মায়ের কাঁকাল পড়েছিল ওখানে--তাই ঐ নাম--বড় শান্তির জায়গা। আবার ঐ হাড়িকাঠে মাথা ঠেকাতে বলে --কিন্তু নিরিবিলি জায়গা--আর কোপাই নদীর পাড় লালমাটির পথ---সত্যি কবি র ই জায়্গা কবিতরই জায়গা লিখব রে --ভাল করে--
pi | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৯ | 128.231.22.249
এবার আমি প্রাণভরে ফুচকা খেয়ে এসেছি। সিকিতো কেবল লাস্ট বাস ট্রেন, রিক্সাওয়ালা ধরা দেখেছে, লাস্ট ফুচকাওয়ালা ধরা তো দেখে নাই! ছোট থেকে বড় হতে চাইতাম, এই একটা কারণে। ফুচকা খাওয়ার স্বাধীনতা। স্বাধীনতা এবার সুখে কচরমচর করে খেয়ে খেলুম।
Tim | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৯ | 198.82.25.6
রাস্তার বেগুনিতে অন্য মজা আছে। বেগু এত ফাইন যে বোঝাই যায়না আছে না স্রেফ বেসনের কোটিং ভেজে দিলো।
hu | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৯ | 12.34.246.73
রথী ঠাকুরের ওপর কোন বই? যেটা থেকে রবিবাসরীয় হল কদিন আগে? নাহ! কোন বইই পড়ি নি।
আকা, আমাদের একটা বড় অ্যাকাউন্ট আছে মিউনিক বেসড। পাত্তা লাগাব কিনা জানিও।
Nina | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৬ | 12.149.39.84
আমারো--কেন যে বলে বে-গুণ--
হুচে নারে চুপচাপ লিখব --গপ্পগুলো একটু সামলে বলতে হবে ---নীলাঞ্জনের নতুন বইটা পড়েছিস? রথী ঠাকুরকে নিয়ে?
nk | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৩ | 151.141.84.239
ঠিক আকা। বাড়ীর বেগুনী আর রাস্তার বেগুনীতে অনেক তফাৎ। আমার দুটোই ভাল্লাগে। ঃ-)
Lama | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৩ | 117.194.246.227
সৈকত, দুটোর যে কোনো একটা (বা দুটোই) করা যেতে পারে। আর মেসেজটা যদি অনেক লোকের জন্য একই মেসেজ হয়, তাহলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজের স্টেটাসে লিখে দেওয়া। এই যেমন "যাঁরা আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।' এক ঢিলে অনেক পাখি- ল্যাঠা চুকে গেল।
hu | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৩ | 12.34.246.73
নীনাদি, শান্তিনিকেতন টই খোলো তাহলে?
hu | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:১২ | 12.34.246.73
রাস্তার বেগুনির জুতোর শুকতলার মত মোটা খোলস আমার কক্ষনো পছন্দ নয়। সেজন্যই আমার বাড়ির বেগুনি বেশি ভালো লাগে।
Nina | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:১১ | 12.149.39.84
হা হা হা হা ঃ-) চপ্পলের সোল
aka | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:১০ | 168.26.215.13
বাড়ির বেগুনী কক্ষনো চপ্পলের সোলের মতন দেখতে হয় না।
Nina | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:০৯ | 12.149.39.84
শান্তিনিকেতনের গপ্প গুছিয়ে লিখতেই হবে--নানারকম গল্প শুনে এলুম তো--খুব খুব ইন্টারেস্টিং--এবা একেবরে ভেতরএর সব ঘর খুলে দেখা হল ---অর পোচ্চুর ভেতেরের গপ্পও ঃ-))
nk | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:০৭ | 151.141.84.239
হ্যাঁ হ্যাঁ শান্তিনিকেতনের গপ্পো হোক।
nk | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:০৭ | 151.141.84.239
ফুলকপির সিঙারাও ভাজে মিষ্টির দোকানেই। তবে আলুচ্চপ আর বেগুনী রাস্তার পাশের খোলা দোকানে। বাড়ীতে গেলে বাড়িতেই বেগুনী ভেজে খাই মুড়ি দিয়ে। ঃ-)
শুধু সেই যে মিষ্টিবালারা আনত মিষ্টি চিত্রকুট --ঝাঁকায় অরে আর সে দেখিনা ঃ-( সুরেশ থেকে একজন খাওয়ালেন পরম পাতুড়ি--কি ভাল মিষ্টি --আর বলরামের নতুন গুড়ের নরম পাক--ভেতরে নলেন গুড় ভর্তী --আহা অমৃত!
Ishan | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:০২ | 117.194.37.76
আচ্ছ ফেসবুকে আমার ওয়ালে কেউ লিখলে তাকে উত্তর দেব কিকরে? আমার ওয়ালেই লিখে? নাকি তার ওয়ালে গিয়ে লিখে আসব?
nk | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:০২ | 151.141.84.239
মানে দানাদার সন্দেশ ল্যাংচা মিহিদানা সীতাভোগ দই এসব তো মিষ্টির দোকানের, এগুলো রাস্তার পাশের খাবার না।
nk | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:০১ | 151.141.84.239
মিষ্টির দোকান তো! ওগুলো রাস্তার খাবার না।
Nina | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ০০:০০ | 12.149.39.84
আরে হুচে তোকে অ্যাত্তবড় পোস্টালাম--স্বপ্নে দেখলি আমায়--শাড়ীটা কি সুন্দর বল--এইসব বলে তা খুড়োর কল খেয়ে ফেল্ল সেই পোস্ত ঃ-০
Tim | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৯ | 198.82.25.6
আরে আমারও ফুচকার জন্যই আপশোষ!
খেলাম চাইনিজ কিসব। মাছ, মাংসই মেইনলি, আর হাক্কা নুডল। সে ভারি ভিড়, লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলো।
hu | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৮ | 12.34.246.73
তবেই বোঝো! টিম নাকি কিছুই খায়নি।
Nina | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৮ | 12.149.39.84
আকার সঙ্গে ১০০% একমত--বিরিয়ানি কলকাতায় বেস্ট--শুধু হায়দ্রাবাদের নিজামি ছাড়া--- আর এবারে আম্মো রেটে রাস্তার খাবার খেয়েছি--শক্তিগড়ের ল্যাংচা--শান্তিনিকেতনের ফুলকপির সিঙ্গাড়া শালপাতায়--বেগুনি--আর কল্কাতায় লেকের ধারে ফুচকা আলুকাবলী আর দেদার মিষ্টি--দানাদার থেকে মন্ডা
aka | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৭ | 168.26.215.13
এবারে গিয়ে আমিনিয়া আর সাব্বিরে খাবই খাব। কদ্দিন খাই না।
hu | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৬ | 12.34.246.73
সে তো নীনাদিও আমাকে দেখেও দেখল না। তা বলে কি রাগ করেছি! টিম, বার্বিকিউতে কি খেলি? আমি এবারে ফুচকাটা পর্যন্ত খেতে পারি নি। রোজই বাড়িতে খেয়েছি। কিন্তু হেঁচে কেশে এমন একসা যে মিষ্টি দই ও খাওয়া হল না। আমার দুঃখ কোথায় রাখি!
Tim | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৬ | 198.82.25.6
ও হ্যাঁ আমিনিয়া হয়েছে বাড়ির কাছে একটা, সেখানে খেয়েছি। আর কলেজ স্ট্রিটে গেছিলাম যেদিন, দিলখুশায় খেলাম। মোটের ওপর এই। রাস্তার খাবার খাওয়া হলোনি এবার। জালিম সময়।
nk | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৫ | 151.141.84.239
তবেই বোঝা নিনা। ভাগ্যিস আমার সঙ্গে তোমার দেখা হয় নি, হাড়বদমাশ কড়কড়ে কটকটে কুচকুচে শূর্পনখা কাকে বলে বুঝতে, আরে ব্যালেন্স তো করতে হবে নাকি? একটা ভালো একটা পাজি দিয়ে ব্যালেন্স করেন তিনি, আহুরা মাজদা আর আহরিমানের গপ্পো পড়ো নাই??? ঃ-)
aka | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৪ | 168.26.215.13
হ্যাঁ আর সত্যি বলতে কি দেশের ঐ নাম করা রেঁস্তোরা আর ভালো লাগে না। বিস্বাদ লাগে। আমি খাই রাস্তার খাবার আর এন্তার বিরিয়ানি। কলকাতার বিরিয়ানি বেস্ট।
nk | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫১ | 151.141.84.239
আরে দেশে গেলে আমি বাড়ীর খাওয়া আর বিকালে ফুচকাওলা ঘুগনিওলা আলুকাবলিওলা ডেকে খাওয়া ছাড়া আর কিছু খাই না। প্রবাসে তো রেস্তোরা তেই নিত্যি যেতে হয়, বাড়ী গেলেও রেস্তোরা গিয়ে কী লাভ? ঃ-)
nk | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৯ | 151.141.84.239
হ্যাঁ, নিনা, বাংলাদেশ বেড়ানো আমার কেবল ওদের থেকে শুনে শুনে আর পড়ে পড়ে দেখতে হলো। যারে কয় মানসভ্রমণ। ঃ-)
Tim | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৯ | 198.82.25.6
হুঁ কিন্তু বাড়ির খাওয়া আর কল্কে পেলো কই? সবাও তো ভমা আর ও ক্যাল্কাটা কয়। আমি ওসবে যাই নাই।
Nina | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৮ | 12.149.39.84
সেকি রে তিম্ভাই দেশে গেলে কি তুই মিল্খা সিং হয়ে যাস?
nk | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৭ | 151.141.84.239
বহুদিন ম্যাক্সিমিন কে দেখি না! তাই মিনিমা ম্যাক্সিমাও বিশেষ বুঝতে পারি না। কী হোলো ওনার?
Nina | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৬ | 12.149.39.84
নিশি অনেক গপ্প হল--ওর বাংলাদেশ বেড়াবার গল্প--তোমর যাওয়াটা ফস্কে গেল--ওর ভ্রমণ কাহিনীর কথা ইত্যাদি প্রভৃতি---ও যে ভেজিটেরিয়ন তা কে জানত---খুব ভাল ছেলে
nk | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৬ | 151.141.84.239
সে কী টিম? বাড়িতে খাও নি??? ডাল ভাত মাছভাজা?
Tim | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৫ | 198.82.25.6
দেশে কি খেলাম? একবার মাত্র একটা রেস্তোরায় খেয়েছিলাম। বার্বিকিউ।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন