এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • keu na | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১২:২৬ | 116.193.131.237
  • দুখের জন্যে, ইস্যুগুলোঃ (1) concrete measures to contain price rise

    (2) concrete measures for linkage of employment protection with the concession/incentive package offered to the entrepreneurs

    (3) Strict enforcement of all basic labour laws without any exception or exemption and stringent punitive measures for violation of labour laws

    (4) universal social security cover for the unorganised sector workers without any restriction and creation of a National Social Security Fund with adequate resources in line with the recommendation of NCEUS and Parliamentary Standing Committee on Labour and

    (5) Stoppage of disinvestment in central and state profit-making PSUs, the Central Trade Unions also demand immediate action by the Govt of India to ensure:-

    1) No Contractorisation of work of permanent/perennial nature and payment of wages and benefits to the contract workers at the same rate as available to the regular workers of the industry/establishment

    2) Amendment of Minimum Wages Act to ensure universal coverage irrespective of the schedules and fixation of statutory minimum wage at not less than Rs 10,000/-.

    3) Remove all ceilings on payment and eligibility of Bonus, Provident Fund; Increase the quantum of gratuity.

    4) Assured Pension for all

    5) Compulsory registration of trade unions within a period of 45 days and immediate ratification of the ILO Conventions nos 87 and 98
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৫ | 14.99.209.199
  • ISI তে ২৫ পয়সার পাশাপশি ২ টাকা দিয়েও চা পাওয়া যায়। কালকে জানতে পেরে বড় আশা করে খেলাম। ও হরি সেই ২৫ পয়সা চায়ের ই স্বাদ । তবে একটা কথা এটা দিদি আসার আগেই হয়েছে ( খোঁজ নিয়ে এসেছি!!)
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৯ | 14.99.209.199
  • ২৫৩/২ ইন ৪৪ ওভার।
  • dukhe | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৮ | 117.194.231.82
  • সে কী ! এখনো ডিক্লেয়ার করেনি ?
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৬ | 14.99.209.199
  • তোমার বললে বিশ্বাস করবে না ভারতবর্ষ শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটের পতন ঘটিয়েছে। ঃ-))
  • dukhe | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪১ | 117.194.231.82
  • বাজারপত্তর খুলেছে । বাসটাস চলছে শুনলাম । কে আর মোড়ে গিয়ে দেখে ? ছুটির দিন । সবই ভালো, শুধু শনিবার যদি অফিসটা না রাখত, ইস্যুগুলোকে (কেউ কি জানে সেগুলো কী ?) সর্বাঙ্গীন সমর্থন দিতে পারতাম ।
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪০ | 14.99.209.199
  • স্টারানন্দ দেখছিলাম। জঘন্য অবস্থা।
  • kc | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৩ | 194.126.37.78
  • *ফিরে
  • kc | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১১:২২ | 194.126.37.78
  • দুদি, দোলের সময় শান্তিনিকেতন গেলে আপনার আশাভঙ্গ হবে। আবার অ্যামেরিকা ফিতে যেতেও ইচ্ছে করবে। মামী যেরম কইল, ওইরকম একহপ্তা পরে গেলে ওখানেই থেকে যেতে ইচ্ছে করবে। এবার আপনার ইচ্ছা। ঃ-)
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৭ | 14.96.129.106
  • এয়ারটেলের ডেটাকার্ডের ব্যান্ডউইড্‌থ তো ভালো নয়। কদিন আগেও ২৫৬ না ৫১২ কত যেন ছিলো।
  • dd | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৭ | 110.234.159.216
  • লুরুতে ইশকুল কালেজ সবই খোলা।খালি আমাদের গলিতে কয়েকটা দোকানকে বন্ধ করে দিয়েছে কিছু ছেলে। আমাদের গলিটা পাঁড় বিজেপি। ১০০%। ঠিক জানি না বিজেপি এই বন্ধের সমর্থক কিনা।

    আর মান্দ্রাজে কোনো হেলদোল নেই। লোকে বোধয় জানেও না। ফেকটরী খুব চলছে।

    খবর তো শুধু কলকেতায়। প্লেন উড়ছে? ট্রেন চলছে? বাস নাচছে? আইনী ও বেআইনী অটোরা? রাইটার্সের আগুনখেকোরা?
  • dondobayosh | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৯ | 108.218.136.234
  • ওদিকে ভদি আবার কুচো চিংড়ি খেয়ে পেট গরম করেছে।
    ওরে বাল, কবে আর হাল-চাল শিখবে? এটার নাম গুরু। সাত লাখের ৬ লাখ এখন এটা পড়েই বীচি চুল্কোচ্ছে। বাকি এক লাখ সিপিএম, ইচ্ছে থাকেলেও রিসোর্স নেই । সাব্জেক্টিব আর অব্জেক্তিভ কন্ডিশনের বাওয়াল। পুরনো আমলের কমিউনিস্টরা বুঝিয়ে দেবে। তাই রেট বুঝে।
    গ্রে হাউন্ডের ওপর থেকে লিখছি। হাওয়া ফুরফুরে বাট চিলি। ড্রাইভার বেগম জন্সনের বোন। হাইলি ওর বাপের কোন ক্রীতদাস রক্ষিতার প্রোডাক্ট। দিদির রং পাইনি, কিন্তু সাইজ আর পাদ দেখে আই-ডি করলুম। জামায়বাবু জামায়বাবু করে পাগল। আমার জন্য আবার স্মাল সাইজের একটা নর্থ-শোর জ্যাকেট কিনে পরিয়ে দিয়েছে। একেই বলে বাঁড়া শালীর প্রেম।
    হ্যালৌইনের জন্য একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সের প্লান এঁটেছি, চোক্তার,জাপাতিস্টা, ফ্যাতারু, আই-আর-এ, শিলাজিত, আই-সি, ওপাস-দেই সবাই ইনভাইটেড। ওপার থেকে স্কাইপে ছত্রধর আর বাকুনিন। ওনারারি গেস্ট ও এক্সিকিউটিভ ডিশিসন মেকার- কবির সুমন। এখানে চলে আয়। তার আগে মায়ান ক্যালেন্ডার টা একটু ভাল করে স্টাডি করে নে দেখি।
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৮ | 122.177.217.207
  • এয়াট্টেল নাও, নির্ঝঞ্ঝাট জীবন। ওয়াই ফাই ইজ হাই ফাই।
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৬ | 14.96.129.106
  • এই নিয়ে চারবার ডিসকানেক্ট হল।
  • de | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৬ | 180.149.51.68
  • টেস্ট -- থ্রেটনিং
  • de | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৫ | 180.149.51.68
  • আপিসে ঢোকার মুখে দেখলাম জনা কুড়ি লোক লাল পতাকা নিয়ে "একদিনকা পগার ছোড় দো -- জিনাবৌদ" ই: বলচে আর তাদের পাশ কাটিয়ে জনস্রোত আপিসে ঢুকছে, পাশে একখান পুলুশ ভ্যান, তাতে দুটো রোগামতো পুলুশ বসে বসে পান-পরাগ খাচ্ছে। দোকানপাট খোলা, রাস্তায় অটো একটু কম, একটু ফাঁকামতো তাই রাস্তাটা!

    কলকাতা-বাসী হলে সিওর আজ আপিসে যেতাম না, অন্য কিছু না হলেও ঐ সার্ভিস-ব্রেকের থ্রেটনিং দেওয়ার জন্যই যেতাম না!
  • Du | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪২ | 117.194.209.35
  • কেউ কি জানো শান্তিনিকেতনে দোলের টাইমটেবলটা ? কখন কি হয়?
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৯ | 14.99.120.232
  • স্টারানন্দের সাংবাদিকেরা তো যা তা খিস্তি মারছে!
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৯ | 14.99.209.199
  • ভালো ছেলে অরি ও এই বাজারে কেমন পলেটিক্যালি কারেক্ট থাকার চেষ্টা করছে ঃ-))
  • Netai | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৬ | 122.177.182.89
  • আমি তো স্টারানন্দই দেখছি।
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৬ | 14.99.209.199
  • না আমি ফোটন দিয়ে শুধু ব্রাউজ করি। সিনেমা টিনেমা বউ bsnl দিয়ে ডাউনলোডায়।
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৫ | 14.99.120.232
  • তবে স্টারানন্দকে ক্যালালে যে আনন্দ হয় না তা বলবো না;-)
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩২ | 14.99.120.232
  • ২৪ ঘন্টাকে কেলিয়েছে শুনলাম তো। স্টারানন্দকেও?
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩১ | 14.99.120.232
  • হতে পারে, ছুটির দিন।
  • Netai | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩০ | 122.177.182.89
  • বাঘাযতীনে সিপিয়েমের অফিসে ভাঙচুর। অভিযোগ তৃনমুলের দিকে। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত স্টার আনন্দ।
  • Du | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৮ | 117.194.209.35
  • আমার তো bsnl ব্রডব্যান্ড, তাতেই। ফোটন + এও তাই হয় আমারও।
  • Du | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৭ | 117.194.209.35
  • কোন দিন করছো তার ওপর ডিপেন্ড করে বোধ হয়। আমি তো শুক্রবারে ssh করে অন্য মেশিনেও কাজ করতে পারি না। কি প্রেস করার এক/দুই সেকেন্ড পরে লেটার্গুলো আসে। দেখো আজ সবাই সিনেমা নামাচ্ছে ঃ)
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৬ | 14.99.209.199
  • ভ্যাট। আমি সবসময় ও টাই ব্যবহার করি। ভালো ই কাজ করে তো !!
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৩ | 14.99.120.232
  • ফোটন+ এক্কেরে যাতা। কোনো কনসিস্টেন্সি নেই। সেদিন ছয় ঘন্টায় ন-খানা সিনেমা নেমে গেলো, আজ তিনবার করে ডিসকানেক্ট হচ্ছে, আর নয়তো লুকিং আপ করে ঘুরে চলেছে।
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৮ | 14.99.209.199
  • ও অপ্পন , এক দিনের জন্যে হোটেল সীগাল এ বুকিং করেছি। তার পরে দেখা যাবে।
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১০:১১ | 14.99.193.134
  • ওই ট্রেন থেকে নামিয়ে নিয়ে ধর্ষন।
  • ppn | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫৭ | 202.91.136.3
  • কাটোয়ার কোন ঘটনাটা?
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৪৮ | 122.177.217.207
  • ওটা মমতা না বল্লেও জানতাম ঃ-)
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৪৬ | 14.99.193.134
  • কাটোয়ার ঘটনা সাজানো, সিপিএমের চক্রান্ত - মমতা।
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৪৫ | 128.231.22.249
  • এখানে ওদের কিছু ট্রেইলর আর কয়েকটা মুভি আছে ঃ

    http://www.youtube.com/anamitra007
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৪৫ | 122.177.217.207
  • শৌভ এদের সাথেই।

    হ্যাঁ, দিল্লিতে শুনেছি অটোরিক্সা বন্ধ রেখেছে।

    তবে এখানে গাজিয়াবাদে সবই চলছে। অটো, রিক্সা সবই। ভোটও চলছে। আর দিল্লি মেট্রো তো চলছেই নাকের ডগা দিয়ে।
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৪২ | 128.231.22.249
  • শৌভ তো এদের সাথেই।
  • m | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৩৮ | 50.82.180.165
  • অটো নাকি চলছে আর প্রচুর রিক্সাও- পাড়া টাড়া রোজকার মতই সরগরম।দোকান বাজার ও খোলা- শুনশান পথ ঘাটে ক্রিকেট আর ফুটবল খেলার আমোদ নাকি এখনো মেলে নিঃ)
  • Netai | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৩৬ | 122.177.182.89
  • আমাদের কবি সৌভ কমপক্ষে একটি এরম নো বাজেট ফিল্মের ডিরেক্টর
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৩৬ | 128.231.22.249
  • সিকি, ibn তো বলছে, দিল্লিতেও বনধ কিছুটা হয়েছে।
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:২৮ | 122.177.217.207
  • রেলশিল্প হাওড়ার দিকে এখনও চালু। শ্যালদা সাউথে প্যান্টোগ্রাফে কলাপাতা ফেলে দিয়েছে। সাউথ বন্ধ। মেট্রোশিল্প চলছে। ট্যাক্সিশিল্প চলছে না। সরকারি বাসশিল্প চলছে, তবে সংখ্যায় কম।
  • m | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:২৩ | 50.82.180.165
  • রেল,বিমান এরাও কি চলছে?
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:২৩ | 128.231.22.249
  • অরণ্যদা, অনমিত্রদের কাজ নিয়ে জানতে চেয়েছিলেন না ?

    আজ মিড ডে তে ওদের কাজ নিয়ে কিছুটা বেরিয়েছে ঃ

    A bunch of Kolkata-based popular
    writers, who write for independent
    magazines, formed a group back in
    2008 to make what they call No
    ... Budget films. The first film they
    ... made was on a budget of Rs 600 and
    it was well received in Kolkata. In
    2010, they started to make a DVD of
    five films and sell it in local markets.
    Their first BYOFF participation was
    in 2011 and this year they were back
    with a fresh set of films. ?BYOFF is
    the perfect platform for us, in fact it?s
    the only place we can show our films
    because we make films in different
    formats and with whatever
    equipment we can lay our hands on.
    No other festival would accept that,?
    says Anamitra Roy, a founder
    member of Little Fish Eat Big Fish.
    Roy next plans to begin the One
    Rupee Film Project, where he will
    approach people for donations as
    small as a rupee and make a film with
    the collected money.
    All three seasons of their films can be
    purchased from
    (search for NO Budget films)
    Little fish eat big fish"
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:২১ | 14.99.193.134
  • রাস্তাঘাটের খবর বলেছে - অনেক বাস, লোক অল্প। দোকান টোকান আটটার সময়ে যা দেখলাম প্রায় বন্ধই।
  • m | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:১৯ | 50.82.180.165
  • কোলকাতার খবরে কি বলছে?দোকান বাজার খোলা?
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:১৫ | 14.99.193.134
  • বারো তারিখ একটা সাবমিশন ডেডলাইন আছে, সেই জন্যে সকাল সকাল কাজ নিয়ে বসতে হল। দেখি একটু বেলা হলে ছবি তুলতে বেরোতে পারি কিনা।
  • ppn | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:১৪ | 112.133.206.22
  • আমি অফিস গেলাম। দেখি বাইরে কী অবস্থা। অটো না চললে অনেকেরই কপালে দুক্কু হ্যাজ।
  • Netai | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:১৪ | 122.177.182.89
  • আজ নয়ডায় ভোট। অফিস বন্ধ।
    অনেকদিন পরে খেলা দেখবো বলে বসেছি।
    আজও মনোজ তিওয়ারী নেই দলে।
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:১৩ | 122.177.217.207
  • বৈপ্লবিক বন্‌ধ দীর্ঘজীবি হোক।

    সরকারি কর্মচারীরা অনেকেই কাল রাতে থেকে গেছে আপিসে, যতটা না স্বেচ্ছায়, তার চেয়ে বেশি সার্ভিস ব্রেকের হুড়কো খেয়ে। অনেকদিন বাদে সবাই মিলে একসাথে অফিসে রাত্রিযাপন, যেমন হয়, চাঁদা তুলে খাবার জিনিস নিয়ে এসে অফিসে অফিসে রাতে ফিস্ট হয়েছে।

    এবার দেখুন তারানন্দের ক্যামেরা দিয়ে --

    কর্মীরা প্রচণ্ড উদ্দীপনার মধ্যে দিয়ে রাত কাটানোর প্রস্তুতি নিয়েছেন। রাতের জন্য রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। ভাত, ডিমের ঝোল, আর চাটনি। (ক্যামেরা খাদ্য ভবনের ঘরে ঢুকে দেখাল, কীভাবে যেন হারমোনিয়াম আর তবলা জোগাড় করে কিছু মানুষ একসাথে গণসঙ্গীত ইত্যাদি গাইতে শুরু করেছেন, বাকিরা আলুর খোসা ছাড়াচ্ছেন আর মাথা নাড়াচ্ছেন)।

    এবার চব্বিশ ঘন্টার ক্যামেরা দিয়ে --

    বন্‌ধ ব্যর্থ করার উল্লাসে কর্মীরা বাইরে থেকে আনা করিয়েছেন হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি আর মাংস। মুখ্যমন্ত্রী স্বাধীন বাংলার ইতিহাসে প্রথম রাইটার্স বিল্ডিংকে কর্মীদের রাত্রিবাসের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, সেখানে কর্মীরা আক্ষরিক অর্থে রান্নাবান্না আর গান-চেঁচামেচিতে "মোচ্ছব' জমিয়েছেন। দেখে মনে হচ্ছে, বনধের বিরোধিতা নয়, রাতভর সরকারি অফিসে পিকনিক করাটাই তাঁদের মুখ্য অ্যাজেন্ডা।

    যেটা কেউ কইলেন্না --

    সরকারি আপিসের মধ্যে অতগুলো গ্যাস সিলিন্ডার কেং কয়ে এল। কী কী সেফটি মেজার নেওয়া হয়েছে এ ব্যাপারে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত