কাব্লিদা ভেগাস গ্রাম নয়, বোল্ডার সিটি মানে ভেগাসের মফস্বলে। (কারেক্টেড)
nk | ০২ ডিসেম্বর ২০১১ ০১:১০ | 151.141.84.194
আমি এগবার একটা সিন্থেটিক গ্রাম দেখেছিলাম। ইসকনের হরেকৃষ্ণ টেম্পল ছিলো সেখানে। কলাবাগান ছিলো, বেলফুলের গাছ ছিলো। রবিবারে গেছিলাম, আমাদের বেশ ভালো প্রসাদও খাইয়েছিলো, মাইকে কীর্তনও শুনিয়েছিলো। ঃ-)
Paramita | ০২ ডিসেম্বর ২০১১ ০১:০৭ | 198.95.226.40
কল করে পলিসি নং দিয়ে দ্যাখো যে তোমার কভারেজ আছে কিনা। 1-800-776-4737
kd | ০২ ডিসেম্বর ২০১১ ০১:০৭ | 59.93.210.42
আকা, ভেগাসে গেরাম কোথায়? ওঃ বুঝেচি, ভেতো বাঙালি, সিন্থেটিক গ্রাম দেখে ভেবেচে আসল! ছ্যা ছ্যা!!
aka | ০২ ডিসেম্বর ২০১১ ০১:০৫ | 168.26.215.13
কল প্রোগ্রেসিভ। মনে হয় সম্ভব।
pipi | ০২ ডিসেম্বর ২০১১ ০১:০৩ | 129.74.191.152
হ্যাঁ, সেল ফোন নেটওয়ার্ক বা নেট কানেকশনের কথা উঠলে অতি বালের জায়গা মানে আমি যেখানে থাকি মিডওয়েস্টের সেই পুঁচকে গেরামে। আর টায়ার চেঞ্জ বল বা মেডিক্যাল - এ ব্যাপারে ঐ আকা যা বলল - আমি এদেশে নতুন, কিছুই প্রায় জানি না এখনো। জানলে হয়তো এতটা নাকের জলে চোখের জলে হতে হত না। তায় আপনা হাথ জগন্নাথ ছাড়া আমার অন্য উপায় নাই। কাজেই সব মিলিয়ে....... তাও তো এই চণ্ডালেরা আছেন তাই টিঁকে আছে। মিতাদি, অভ্যু আর গুরুর পাতার লোকজনেরা না থাকলে সত্যি হাঁড়ির হাল হত।
যাকগে, আরেকটাই প্রশ্ন করি। আমার ইন্স্যুরেন্স প্রোগ্রেসিভ। তাদের রোডসাইড অ্যাসিস্টেন্স আছে। তাতে করে কি ফ্রি টোইং সম্ভব?
Paramita | ০২ ডিসেম্বর ২০১১ ০১:০২ | 198.95.226.40
গাড়ি কিনলে AAA নেওয়া উচিত এটা প্রায় অবশ্যম্ভাবী। প্রচন্ড কস্ট এফেক্টিভ। বন্যা-বাড়ি-গাড়ি সবের ইনশিওরেন্স সস্তা পড়ে, বেড়াতে গেলে ছাড়, ভালো হোটেলে ছাড়, এইভাবে গাড়ি নিয়ে স্ট্র্যান্ডেড হলে দুরন্ত সার্ভিস, আর কিছু না হোক্ ফ্রী ম্যাপ আর ট্যুরবুকেই পয়সা উশুল।
aka | ০২ ডিসেম্বর ২০১১ ০১:০২ | 168.26.215.13
আরে তাইলেও টায়ার ঠিক করতেই হবে । নইলে জাঙ্ক ইয়ার্ডে গাড়ি ফেলতে গেলে বেশি টাকা দিতে হবে মনে হয়।
I | ০২ ডিসেম্বর ২০১১ ০১:০০ | 14.99.87.45
ওরে ঝিল , পেলিয়ে আয় রে, পেলিয়ে আয়। দেশের পিপি দেশে ফিরে আয়।
aka | ০২ ডিসেম্বর ২০১১ ০০:৫৪ | 168.26.215.13
পিপি AAA কে ফোন করে বলো মেম্বারশিপ নেবে এবং এই ঘটনা ঘটেছে ওরা সার্ভিস দেবে কিনা। AAA মেম্বার্শিপ বেশ শস্তা। মনে হয় মেম্বারশিপ নিলে ওটা এটাও করবে।
aka | ০২ ডিসেম্বর ২০১১ ০০:৫১ | 168.26.215.13
আবার, বলেইছি সব জায়গার রুল অফ দা গেম আছে। এখানে রুল অফ দা গেম হল একটা AAA মেম্বারশিপ। ব্যপক। কোথায় লাস ভেগাসের প্রত্যন্ত গেরামে ঠিক ১০ মিনিটে পৌঁছে গিয়েছিল।
kc | ০২ ডিসেম্বর ২০১১ ০০:৫০ | 178.61.96.29
যে দেশে সামান্য গাড়ির টায়ার ঠিক করার জন্য সাধারণ লোকের এরকম নাকের জলে চোখের জলে অবস্থা হয়, সেই বালের দেশে থাকিনা। আমার এই লেখা কার জন্য তা লিচ্চয়ই বলে দিতে হবেনা। ঃ-)
ডিঃমঃ
nk | ০২ ডিসেম্বর ২০১১ ০০:৫০ | 151.141.84.194
"ওয়া" কে "বা" বলে না হিন্দিতে? ঃ-)
Tim | ০২ ডিসেম্বর ২০১১ ০০:৪৬ | 198.82.23.118
না না, মাওবাদী নেই বলে এরম অবস্থা।
kc | ০২ ডিসেম্বর ২০১১ ০০:৪৫ | 178.61.96.29
হুঁ। বুঝেছি, ওয়ালমার্ট আছে বলেই এইরকম অবস্থা।
Tim | ০২ ডিসেম্বর ২০১১ ০০:৪৫ | 198.82.23.118
গাড়ি নিয়ে চাপ হলে বালের জায়গাও বলা যায়। ;-)
pi | ০২ ডিসেম্বর ২০১১ ০০:৪৩ | 72.83.76.29
আমি বাপু কিছু বলবো না ঃ)
ppn | ০২ ডিসেম্বর ২০১১ ০০:৪১ | 122.252.231.10
ধুর বলে না, উইয়ার্ড।
kc | ০২ ডিসেম্বর ২০১১ ০০:৩৬ | 178.61.96.29
অ্যামেরিকা এত ধুর জায়গা নাকি?
Tim | ০২ ডিসেম্বর ২০১১ ০০:২৯ | 198.82.23.118
মেইল দ্যাখ শিগ্গির।
pipi | ০২ ডিসেম্বর ২০১১ ০০:২৯ | 129.74.191.152
আমায় ফোনাস না, আমি যতক্ষণ ল্যাবে থাকি সাধের এটিঅ্যাণ্ডটি চক্ষু মুদে নিদ্রা যান। ভয়েস মেসেজ রাখলে সেটা ধরে নে কাল সকালে পাব।
অভ্যু, স্যামস কেলাবের টায়ার সার্ভিসে ফোং করে থকে গেলাম। কেউ একজন ফোং তুলে বলে কানেক্ট করছি ধরুন, সেই ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে বাত হয়ে গেলঃ-( দেখি, আরেকবার টেরাই করে। AAA মেম্বারশিপ ওলা এক বন্দুককে পাওয়া গেল কিন্তু সে বলল AAA নাকি মেম্বারের গাড়ি ছাড়া অন্যের গাড়ি টো করবে না। মানে, আমার গাড়িটাকে তার নিজের গাড়ি বলে চালাতে সে রাজি নয় আর কি।
কাবলিদা, আমি এখন আর রাস্তায় নেই। মানে ছিলাম কিন্তু উপায় না দেখে টুকটুক করে চালিয়ে ল্যাব চলে এসেছি (সরি, মিতাদি রাগ কর না, অন্য উপায় ছিল না)। কিন্তু এইবারে কি করব বুঝছি না।
Tim | ০২ ডিসেম্বর ২০১১ ০০:২১ | 198.82.23.118
সেরে যাক , সব সেরে যাক!
আমার কেয়ং যেন বৈরাগ্য এসেচে। দুতিন কোটি টাকা থাকলে সন্নেসি হয়ে যেতাম। ঃ-(
I | ০২ ডিসেম্বর ২০১১ ০০:১৮ | 14.99.87.45
না সেরে উপায় আছে হে টিমু !
I | ০২ ডিসেম্বর ২০১১ ০০:১৭ | 14.99.87.45
ভ্যাট, আমার ফোন চব্বিশ ঘন্টা ড্যাবড্যাব করে চেয়ে থাকে। এখনো আছে। ফোন বন্ধ করার সুখ কি আর আমার আছে ভাইটি ! এই যা ঃ , মামীকে ভাই বলে ফেল্লাম।
ভয়ের গপ্পের আসল ওস্তাদ হল গে টিম আর ব্যাং। নিজে মুখে তো আর বলতে পারে না, তাই টিম আমাকে খোঁচাচ্ছে।
I | ০২ ডিসেম্বর ২০১১ ০০:০৯ | 14.99.87.45
কেন র্যা ? এখন বলব কেন রে ? এখন কি পাই এয়েচে? নাকি পামিতাদি ঘুরঘুর কচ্চে ! তারা হল গে এইসব গপ্পের কনোয়্সর !
phutki | ০২ ডিসেম্বর ২০১১ ০০:০৭ | 14.96.205.24
হোক হোক। ভয়ের গপ্পই হোক।
ppn | ০২ ডিসেম্বর ২০১১ ০০:০৫ | 122.252.231.10
?????
I | ০২ ডিসেম্বর ২০১১ ০০:০৫ | 14.99.87.45
ফুটকি কী ভালো কী ভালো !
Tim | ০২ ডিসেম্বর ২০১১ ০০:০৪ | 198.82.23.118
চারদিক থমথমে হয়ে গ্যাছে। আর কিছু নাহোক, ইন্দোদা চাট্টি ভয়ের গল্প বলতে পারে তো!
Tim | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:৫৭ | 198.82.23.118
হ্যাঁ অকশন শেষ হলে বোলো। (তারপর ন্যাড়াদাকে অপহরণের একটা সুপুরি দেবো)
phutki | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:৫৭ | 14.96.205.24
আমি নেব আই(I) কে পুষ্যি। খাবেন, দাবেন, নেট করবেন। শুধু লেখাগুলো সবর আগে আমি পড়ব।
nyara | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:৫০ | 203.83.248.37
আমি একজন পোষ্য নেব ভাবছি। পজিশন অকশন হবে। বিড করতে থাক। রিজার্ভ প্রাইস পাঁচ কোটি।
Tim | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:৪৯ | 198.82.23.118
আমি একটা নটারি পেলেই এইদন্ডে নিয়ে নিতাম। কিন্তু সেও কি আর কপালে আছে! আকাদা যদি হীরেটা পরে তো আশা আছে।
I | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:৪৫ | 14.99.87.45
উফ্ফ্! দুনিয়াদারি আর ভাল্লাগে না দাদা। কেউ কি আমারে পুষ্যিও নিতে পারে না? চাট্টি খাবোদাবো, নেট করবো, বই পড়বো ! ডাগদারী করতে হবে না !
nk | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:১০ | 151.141.84.194
মানে শেষ দুটো পর্ব পড়িনি, আগেরগুলো পড়েছি আর তাই জানি, না পড়েই বলা যায় কী অসাধারণ জিনিস রয়েছে অপেক্ষায়। ভালো থেকো।
nk | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:০৯ | 151.141.84.194
বড়াই, আমি এখনো পড়িনি সে রতনমাণিক ছটা এখনো পাই নি। আগেই জানিয়ে গেলাম ধন্যবাদ।
I | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:০৭ | 14.99.87.45
ফুটকি, ধন্যবাদ। আপনার বাবাকে আমার প্রণাম জানাবেন।
Tim | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:০২ | 198.82.23.118
S আপনার লিংকটা মুখবইতে শেয়ার করলাম। থ্যাঙ্কু। লজ্জাটা যত বেশি দেওয়া যায় ততই ভালো। যদিও এতে খুব একটা কাজ হবার কথা না। সবই ভোলাটাইল।
phutki | ০১ ডিসেম্বর ২০১১ ২২:৫৪ | 14.96.205.24
টইতে লিখলাম না। ইন্দ্রনীল , আমার বাবা ওপার বাংলায় যান নি। কিন্তু বাড়ির লোকজনের কাছ থেকে ওপার বাংলা তাঁর স্মৃতিতে । বাবা তাঁর না দেখা দেশের জন্য চোখের জল ফেলেন আপনার লেখা পড়ে। আজ এই লেখা শেষ হল ..। আপনি ভাল থাকবেন।
prateek | ০১ ডিসেম্বর ২০১১ ২২:৫৩ | 122.179.83.228
দাসমুন্সী,প্রফুল প্যাটেলদের জমানায় এই হবে!
prateek | ০১ ডিসেম্বর ২০১১ ২২:৫১ | 122.179.83.228
ব্যাং যদিও আমারে জিগাই নাই, তবু কই if your son finds the format of the exam interesting, let him take it. It's good for his self-esteem.
পিপি, নিজে একা একা একদম চেষ্টা কোরো না। প্লীজ! জানলে সহজ, না জানলে একেবারেই সহজ নয়। AAA না থাকলে জাস্ট করুণ মুখে দাঁড়িয়ে থাকো গাড়ির হুড খুলে (নির্জন জায়গা হ'লে একেবারেই না) - কেউ না কেউ দাঁড়িয়ে হেল্প করে দেবে (আমাকেই করেছে, আর তুমি তো মেয়ে, ""অসহায়'')। নয়তো একটু পরে এসে পুলিসই হাত লাগাবে (যদ্দুর জানি, ইন্ডিয়ানার পুলিস খুব ভালো)। গাড়ির স্পেয়ার টায়ার যদি ডোনাট হয়, তাহ'লে ওটাতে শ'খানেক মাইল চালানো যায় - তাই রেগুলার টায়ার লাগাতে হবে। আগে দেখো, পুরোনোটা সারানো যায় কি না (মোস্ট ওফ দ্য টাইম যায়), নাহ'লে নতুন টায়ার কেনো। যদি পেছনের টায়ারটা রিপ্লেস করতে হয়, তাহ'লে নতুন টায়ারটা সেই সাইডের সামনে লাগিয়ে সামনের টায়ারটা পেছনে লাগাও (তুমি মানে যেখানে টায়ার কিনবে, তারা)। তারপর সামনে চাকাগুলো ডাইনামিক ব্যালেন্স করিয়ে নাও (যা ছ'মাস অন্তর এমনিতেই করা উচিৎ)। নতুন কিছু বলছি না, গ্যারাজও এই বলবে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন