এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nk | ২৮ নভেম্বর ২০১১ ২৩:৩৪ | 151.141.84.194
  • না সা য়ের গপ্পো থেকে বানানো সব সিনেমাগুলোর নাম ঝটপট লিখে ফ্যালো দেখি ব্রতীন, এসে দেখে নেবো। ঃ-)
    তবে "নীলিমায় নীল" দেখেছি, তেমন জুতের লাগে নি। ঃ-(
  • Bratin | ২৮ নভেম্বর ২০১১ ২৩:৩১ | 14.96.22.2
  • নাগচম্পা নিয়ে সিনেমা হয়েছে। ' যদি জানতেম'
  • kiki | ২৮ নভেম্বর ২০১১ ২৩:৩০ | 59.93.196.33
  • এ ব্যাপারে কাকু নীরব।ঃ(

    লোকজন বোধায় ভুল ইনফরমেশন দিলো।
  • Bratin | ২৮ নভেম্বর ২০১১ ২৩:২৫ | 14.96.22.2
  • কাঁটা সিরিজ ভালো লাগে না?
  • kiki | ২৮ নভেম্বর ২০১১ ২৩:২৩ | 59.93.196.33
  • ব্যাঙ,
    ঃ)
    এই গল্পটার সিনেমাও মনে হয় হয়েছে।
  • kiki | ২৮ নভেম্বর ২০১১ ২৩:২২ | 59.93.196.33
  • হ্যাঁ।এক্কেরে ।আজ হগ্গলের অষুধ শ্যাষ।বাপরে!
  • Bratin | ২৮ নভেম্বর ২০১১ ২৩:১৭ | 14.96.22.2
  • এই মেয়ে গুলো কি খাবার সময় ওজন যন্ত্র নিয়ে যায়?
  • Bratin | ২৮ নভেম্বর ২০১১ ২৩:১৫ | 14.96.22.2
  • কিকি সপরিবারে ঠিকঠাক তো?
  • bb | ২৮ নভেম্বর ২০১১ ২২:৪৩ | 117.195.164.241
  • @Su আপনার যদি ভারতে আসার কথা থাকে তাহলে একটু দেখে কিনবেন, কারণ Cannon অনেক সময়ই Global Warranty দেয় না। আমি Cannon S2-IS কিনে ফেঁসেছিলাম। এমন একটা ইস্যূ ছিল যা USA তে replace করে দেয় Cannon free of Cost। অথচ ভারতে আমাকে ৮০০০টাকা খরচ করে বদলাতে হয়।
  • pipi | ২৮ নভেম্বর ২০১১ ২২:৪৩ | 129.74.191.152
  • মিতাদি, অভ্যু, নীনাদি, কেকে সব্বাইকে থ্যাঙ্কসগিভিংয়ের আইডিয়াগুলোর জন্য অনেক অনেক থ্যাঙ্কু। খুবই কাজে দিয়েছে।
  • pipi | ২৮ নভেম্বর ২০১১ ২২:৪২ | 129.74.191.152
  • মহান টার্কীদিবসের শেষে ২ কেজি ওজন বাড়িয়ে শেষতক ফিরেছি। এখন উপোস দিচ্ছিঃ-(
  • byaang | ২৮ নভেম্বর ২০১১ ২২:৩৯ | 122.172.251.220
  • কিকি, প্যারাবোলা স্যার আমার প্রিয় বইগুলোর একটা। নারায়ণ সান্যালের সব লেখা ভাল্লাগে না, কিন্তু এটা খুব ভালো লেগেছিল।
  • kiki | ২৮ নভেম্বর ২০১১ ২২:১৬ | 59.93.196.33
  • বোঝো! কি অনাচার। আগের পোষ্ট উড়ে গেলো দেখে আবার লিখলুম আর তিনিও এসে হাজির। ভাল্লাগেনা বাবা।
  • kiki | ২৮ নভেম্বর ২০১১ ২২:১৫ | 59.93.196.33
  • মনে করে নেই। ততক্ষন খাড়াও।
  • kiki | ২৮ নভেম্বর ২০১১ ২২:১৩ | 59.93.196.33
  • দাঁড়াও বাপু। নাহয় বোসো। মনে করে নেই আগে।
  • maximin | ২৮ নভেম্বর ২০১১ ২২:১৩ | 59.93.166.180
  • আপত্তিটা ঠিক কাকে নিয়ে? ১)বিপ পাল ২) শোভা মান্ডি ৩) দেবাশিস সামথিং ৪) প্রতিদিন পত্রিকা ৫) মমতা ব্যানার্জি?
  • kiki | ২৮ নভেম্বর ২০১১ ২২:১২ | 59.93.196.33
  • নাও ঠ্যালা। একই সময়ে তিনটে পোষ্ট ঝপাঝপ পরে গেলো। কিন্তু কুমু গপ্প শেষ করে নাই।
  • Bratin | ২৮ নভেম্বর ২০১১ ২২:১১ | 14.96.183.245
  • যা যা বলার বলে ফ্যালো। আমি ও প্রচুর বোর এত চাপ নিতে।
  • kiki | ২৮ নভেম্বর ২০১১ ২২:১০ | 59.93.196.33
  • পাড়া কেয়ং যেন থমথমে।

    ওদিকে আমি বলতে এসেছিলুম যে আমি প্যারাবোলা স্যার পড়লুম। শুরুটায় প্রায় বোর হয়ে যেতে গিয়েও পড়ে ফেললাম। উত্তাল লাগ্লো।

    আরো কতকি বলার ছিলো।
  • Bratin | ২৮ নভেম্বর ২০১১ ২২:১০ | 14.96.183.245
  • পুরো চাপ তো!!
  • maximin | ২৮ নভেম্বর ২০১১ ২২:১০ | 59.93.166.180
  • তাহলে আমাকে দিয়ে লেখালে কেন পাই?
  • prateek | ২৮ নভেম্বর ২০১১ ২১:৩৬ | 122.179.63.64
  • cnet এ রিভিউ দেখে নেন,তবে ভালৈ হবে।
  • aka | ২৮ নভেম্বর ২০১১ ২১:১২ | 168.26.215.13
  • আমি হলে নিয়ে নিতাম। যদি ৬৬% কমে পাওয়া যায়। ঃ))
  • su | ২৮ নভেম্বর ২০১১ ২০:৫৬ | 68.46.95.16
  • ঃ) নেব কি!
  • aka | ২৮ নভেম্বর ২০১১ ২০:৫১ | 168.26.215.13
  • মানে খারাপ হবার সম্ভাবনা কম। এর বেশি কিছু জানি না, ক্যানন তো, কত খারাপ হবে?
  • su | ২৮ নভেম্বর ২০১১ ২০:৫০ | 68.46.95.16
  • Canon EOS Rebel T2i EF-S Digital SLR Camera, 18 MegaPixel, with 18-55MM Lens, and Canon Pro Printer Pro9000 Mark II - Includes Complimentary Gifts প্লিজ তাড়াতাড়ি জানাবে কেউ ওর সম্পর্কে কেমন ওটা! cyber monday! 66% কম দামে পাওয়া যাচ্ছে!! ভালো কি!তাড়াতাড়ি! তাড়াতাড়ি !ঃ)
  • pi | ২৮ নভেম্বর ২০১১ ২০:১৬ | 72.83.76.29
  • এখনো তো থ্রেড স্টার্টারকেই প্রশ্ন করি নাই। তাঁর জন্যও অনেক প্রশ্ন আছে। আজ এটাতে না করলে এটা ডুববে, কাল উনি বা অর কেউ আরেকটা খুলবেন। এখানে না হলে অন্যত্র। খুলছেনও।
    লেখাটা তো কাগজে ছেপে বাড়ি বাড়ি চলেই গেছে। সেটা রিভার্স করা যাবে ? ঐ খবরটাকে ডোবানো যাবে ?
    বেটার তো হত, এই লেখাকে এন্ডর্স করে এই টই খোলার আগে এধরণের লেখাটার অভিরুচি ও এগুলো প্রকাশের ট্রেণ্ড নিয়ে প্রশ্ন তুলে টই খোলা।
    বল্লাম না, আমার কাছে এই টই শকিং না। মানে শকিং, কিন্তু নতুন করে না। আগে সিপিএম সমর্থকদের থেকে অন্যত্র এধরণের থ্রেড এত দেখেছি আর তাতে অনেক সমর্থকদের থেকে সমর্থনের যে মাত্রা দেখেছি, তার পরে আর নতুন করে শকিং কিছু না। বরং হনুদার বা অন্যদের প্রতিবাদের মত বক্তব্যের অভাবটা আগে খুব ফিল করেছি। এখন সেই হিসেবে বেটার লাগছে ঃ)
  • kc | ২৮ নভেম্বর ২০১১ ২০:১৪ | 178.61.96.29
  • সবাই মুখে বলবে টইটাকে ডোবানো হোক। কিন্তু নিজে গিয়ে একবার না একবার মুখ লাগিয়ে আসবেই। সবাঅরই নিজ নিজ ইতিহাসের কাছে ক্ষমা না পাওয়ার ভয় আছেনা?
  • dukhe | ২৮ নভেম্বর ২০১১ ২০:০১ | 122.160.114.85
  • হে পাই, ঐ টইটিকে শান্তিতে ডুবতে না দিলেই নয় ?
  • pi | ২৮ নভেম্বর ২০১১ ১৯:৪৯ | 72.83.76.29
  • না, ওটায় ভালো লাগার মত কোন এলিমেন্ট থাকতে
    পারে ভাবিনি। বা কিছু থাকলেও, মানে শেষ দিকের কিছু বিশ্লেষণ যদিও বা পড়া যায়, লেখাটার শুরুর দিকের অ্যাপ্রোচই তো তাকে একেবারে ঢেকে নেগেটিভে পাঠিয়ে দ্যায়। আমার মতে। আর টই দেখে ও আরো অনেকের সাথে কথা বলে মনে হয়েছে, সেটা তাদেরও মত। তাই খুব অবাক হয়েই প্রশ্নটা করেছি। রিভ্যু চাইনি।
    তবে, খুব অবাক হয়েছি বলবো না। লেখাটা প্রতিদিনের একটা বড় অংশের পাঠকের কাছে নিশ্চয় গ্রহণযোগ্যতা পেয়েছে। লেখাটিকে অন্যত্রও কোটেড হতে দেখেচি। আর করে ডায়রিটিকেও, যখন গণশক্তিতে বেরোচ্ছিলো, সিপিএম সমর্থকদের দ্বারা।
    তাই জানার ছিল, ডায়রিটাও ভাল লেগেছে কিনা।
  • dukhe | ২৮ নভেম্বর ২০১১ ১৯:৪৯ | 122.160.114.85
  • ঃ)
  • kc | ২৮ নভেম্বর ২০১১ ১৯:৪৮ | 178.61.96.29
  • মানে চাইতই, ""শুধু সুযোগের অপেক্ষায় ছিল''।
  • dukhe | ২৮ নভেম্বর ২০১১ ১৯:৪৩ | 122.160.114.85
  • পাই আবার ম্যাক্সিদির রিভিউ চাইছে !
  • Ho | ২৮ নভেম্বর ২০১১ ১৭:৩৭ | 121.242.160.180
  • আপিসে মানে নিচে থে' আনতে হয়। আমি অবিশ্যি খাই নাই অহনো।
  • de | ২৮ নভেম্বর ২০১১ ১৭:৩৫ | 203.199.33.2
  • আল্লাদ দেখুন ডিডিদা -- আপিসে চপমুড়ি! ক্ষী অনাছিষ্টি!
  • Bratin | ২৮ নভেম্বর ২০১১ ১৭:২৯ | 122.248.183.1
  • কেন আমাদের মেয়ে গুলো তো চাদর চাপা দিয়ে দিব্ব্যি ঘুমোয়!!
  • Ho | ২৮ নভেম্বর ২০১১ ১৭:২৫ | 121.242.160.180
  • সে তো বাড়িতে। আপিসে চপমুড়ি যাও বা জোটে, লেপমুড়ি তো ঘো--ও-ও-ও-ও-র দুরাশা।
  • Bratin | ২৮ নভেম্বর ২০১১ ১৭:২১ | 122.248.183.1
  • বললে হবে

    চপমুড়ি সাথে যেটা মেলে সেটা হল লেপমুড়ি
  • Ho | ২৮ নভেম্বর ২০১১ ১৭:১৯ | 121.242.160.180
  • সাতটায় কংকল
    এই ফাঁকে নিচে গিয়ে
    খেয়ে আয় দুটো চপমুড়ি
    চা কুড়ি
    চা কুড়ি
    চা কুড়ি
  • Bratin | ২৮ নভেম্বর ২০১১ ১৭:১৯ | 122.248.183.1
  • গরম গরম চা
    ফুঁ দিয়ে খা!!
  • Ho | ২৮ নভেম্বর ২০১১ ১৭:১০ | 121.242.160.180
  • ঘুম পেলে হাই ওঠে
    মুখে ঢুকে যাবে মশা
    মেরে দে তিনবার তুড়ি
    চা কুড়ি
    চা কুড়ি
    চা কুড়ি

    [সুরটা মা-দুলি র মত হবে, জানেন আশা করি।]
  • de | ২৮ নভেম্বর ২০১১ ১৭:০১ | 203.197.30.4
  • সিকির য্যামোন চা-কুড়ি সূত্র! এমনি ভিন্ন জনে সূত্রের প্রকারভেদ হয় -
  • de | ২৮ নভেম্বর ২০১১ ১৬:৫৯ | 203.197.30.4
  • আমি যে কতোবার তাপ্পর বল্লাম -- কুমুদি দেখতেই পেলো না :((
  • dd | ২৮ নভেম্বর ২০১১ ১৬:৫৫ | 124.247.203.12
  • কতো সুত্রই ল্যাখা হলো রে দাদারা।

    এ যে গলার শিকলি সুত্র। পকেটের ভিতোর দিয়ে মরমে পশে। এর ছাড়ান নাই।
  • Ho | ২৮ নভেম্বর ২০১১ ১৬:৫২ | 121.242.160.180
  • কিন্তু চাকুরীসূত্র কি যেমন তেমন সূত্র?

    চাকুর-ই সূত্র। অর্থাৎ কিনা, চাকু দেখিয়ে যে সূত্রে বেঁধে রাখা হয়। সে জাহাজবাঁধা দড়ির চেয়েও শক্তপোক্ত।
  • Ho | ২৮ নভেম্বর ২০১১ ১৬:৪৯ | 121.242.160.180
  • পোজেক্টারের গপ্পো অহনো শেষ হয় নাই? তাইলে কন না। কতো লোকে জিগাইলো, 'ততঃকিম্‌ ততঃকিম্‌ ততঃকিম্‌?'
  • kd | ২৮ নভেম্বর ২০১১ ১৬:৪৮ | 59.93.200.255
  • dd মাঝে মাঝে অসত্য (মহাজনেরা কখনও মিথ্যে বলেন না) বলেন। সামান্য সুতো দিয়ে ওনাকে ছেন্নাইয়ে বেঁধে রাখা হয়েছে, এ'টা কেউ বিশ্বাস করবে? আসলে ও'টা জাহাজ বাঁধা দড়ি।
  • bhut | ২৮ নভেম্বর ২০১১ ১৬:৪৭ | 122.160.159.184
  • এটা কুমুদি না।
    সবাই ঝিকির কথা শুনছে,কুমু তাই রাগমাগ করে চলে গেছে।
  • Ho | ২৮ নভেম্বর ২০১১ ১৬:৪২ | 121.242.160.180
  • এই না, কাজু না, হো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত