উরেবাবা! এ কি সত্যি নাকি? হিলটন ইসলাম গ্রহণ করেছেন?
Tim | ২৩ নভেম্বর ২০১১ ২২:৫৩ | 24.13.11.220
ইপ্পি, একটা জরুরি মেইল আছে। দেখো।
Tim | ২৩ নভেম্বর ২০১১ ২২:৪৮ | 24.13.11.220
কেউ দেশের একজন মেডিকেল রেডিওলজিস্টের খোঁজ দিতে পারো? আমার এক বন্ধুর মায়ের অবস্থা ক্রিটিকাল। খুব উপকার হয়।
pi | ২৩ নভেম্বর ২০১১ ২২:৩৯ | 72.83.76.29
যাই হোক, এক পিস দিয়ে যাই।
"যুক্তরাষ্ট্রের সাড়া জাগানো অভিনেত্রী প্যারিস হুইটনি হিলটন শান্তির ধর্ম ইসলাম গ্র...হণ করেছেন। তার মুখপাত্র আয়ান ব্রিঙ্কহাম সিবিএস নিউজকে একথা জানিয়েছেন। ব্রিঙ্কহাম বলেছেন,তিনি বেশ কিছুদিন থেকে ইসলাম গ্রহণের কথা চিন্তাভাবনা করছিলেন। বিশেষ করে ২০০৪ সালে সেঞ্চুরি রিজিওনাল ডিটেনশন সেন্টারে অবস্থানের সময় ইসলামে দীক্ষিত হওয়ার স্বপ্ন দেখতে থাকেন। ঐ ডিটেনশন সেন্টারে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত লোকের সংস্পর্শে এসে ইসলাম সম্পর্কে ধারণা লাভ করেন। ইসলাম গ্রহণের মধ্য দিয়ে তিনি তাঁর অতীতের ক্লেদাক্ত জীবন থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেন। জেদ্দায় একটি ইসলামী শিক্ষাকেন্দ্র থেকে তিনি বলেন, আমি জীবনের পরিপূর্ণ শান্তি খুঁজে পেয়েছি। আগে আমি একটি নষ্টা মেয়ে হিসেবে পরিচিত ছিলাম। সে অবস্থার এখন পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
মিস হিলটন আগামী সপ্তাহে লস এঞ্জেলসে ফিরে গিয়ে বেভারলি হিলের মধ্যভাগে একটি ইসলামী শিক্ষাকেন্দ্র চালুর পরিকল্পনা করছেন। তার নামও পরিবর্তন করে তিনি তাহিরা রাখতে চান। তার এই স্কুল তিনি বহু তারকাখ্যাতিসম্পন্ন ব্যক্তিকে ধর্মীয় শিক্ষাদানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান। উল্লেখ্য, প্যারিস হিলটন বিশ্বখ্যাত হিলটন হোটেলের প্রতিষ্ঠাতা কনারাড হিলটনের প্রপৌত্রী। শোবিজ জগতের সুপার স্টার, স্বপ্নলোকের বাসিন্দা ও পৃথিবীর কোটি মানুষের হৃদয় কাঁপানো এই তারকার এমন ঐতিহাসিক সিদ্ধান্ত বর্তমান প্রজন্মের চিন্তার জগতে ঝড় তোলার সম্ভাবনা সৃষ্টি করেছে। গত বছরের শেষের দিকে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশবিজ্ঞানী নভোচারী সুনীতা উইলিয়াম সদলবলে ইসলাম গ্রহণ করে বিজ্ঞানীদের দৃষ্টি খুলে দেয়ারও চেষ্টা করেছেন।
পশ্চিমা দুনিয়ায় ইসলাম একটি বিকাশমান ও নন্দিত জীবনব্যবস্থা হিসেবে আত্মপ্রকাশের খবর একেবারে নতুন না হলেও সম্প্রতি পাশ্চাত্যের খ্যাতিমান বেশ কয়েকজন ব্যক্তিত্বের ইসলাম গ্রহণ গোটা বিশ্বের নজর কেড়েছে। বিখ্যাত পপস্টার মাইকেল জ্যাকসনের রহস্যাবৃত মৃত্যুর পর তার মুসলিম পরিচয় নিয়ে পক্ষে-বিপক্ষে প্রচার-প্রোপাগাণ্ডা ও বিচিত্র তথ্য ছড়ানো হয়েছে। অনেকের মতে, তার ইসলাম গ্রহণের খবরটিকে পশ্চিমা মিডিয়া এবং সরকারগুলো প্রকাশ হতে দেয়নি এবং তিনি নিজেও এ ব্যাপারে প্রচণ্ড চাপে ছিলেন।
আফগানিস্তানের তালেবানদের হাতে বন্দি হয়ে ইসলামের প্রকৃত সৌন্দর্য ও মাহাত্ম্যে বিমুগ্ধ ব্রিটিশ নারী সাংবাদিক র্যাডল তো তার ইসলাম গ্রহণের কথা গোটা দুনিয়ার সামনে সগর্বে ঘোষণা দিয়েছেন। আরেকজন বিখ্যাত নারী সাংবাদিক সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শ্যালিকার ইসলাম গ্রহণের খবর পুরো পশ্চিমা বিশ্বকে অবাক করেছে। সাড়া জাগানো মার্কিন অভিনেত্রী প্যারিস হিলটন মুক্তির এই মিছিলে সংযোজিত সাম্প্রতিক সময়ের সর্বশেষ নাম।
যারা ইসলামকে সেকেলে, ব্যক্তি-স্বাধীনতা, আধুনিকতা, মানবাধিকার ও প্রগতির প্রতিবন্ধকরূপে চিত্রিত করার পণ্ডশ্রমে সময় ব্যয় করেন উল্লিখিত ব্যক্তিদের ইসলাম গ্রহণে ক্ষণিকের জন্য হলেও আশা করি তারা লজ্জায় মুখ লুকাবেন। গড্ডালিকা প্রবাহে চিন্তার ডিঙ্গি ভাসিয়ে না দিয়ে স্থির হয়ে ভাবতে বসবেন। এক সময়ের হার্টথ্রব নায়িকা, গ্লামার গার্ল এবং বিখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব যখন ইসলামের শালীন পোশাক তথা বোরকা বা হিজাব পরিহিতা হিসেবে নিজেকে সগৌরবে উপস্থাপন করেন, তখন আধুনিকতা ও নান্দনিকতার নামে অবাধ যৌনতাবাদীদের চেহারায় কালো মেঘের ছায়া নামে। আত্মমর্যাদাবোধসম্পন্ন, সচেতন, শিক্ষিতা নারী সমাজ এতে খুঁজে পান জীবনে চলার আলোকিত পথ, নতুন উদ্যম, বিশ্বাসদীপ্ত প্রেরণা। প্রবল আত্মবিশ্বাসে উচ্চারণ করেন-আমি মুসলিম, ইসলাম আমার স্বপ্নের ঠিকানা। অবস্থাদৃষ্টে এটা অনুমিত হওয়া স্বাভাবিক যে, ফ্যাশনের নামে স্বল্পবসন আর শিল্পের নামে নারীর পণ্যায়নসহ অবাধ ভোগের কৌশলগুলোকে হালাল করার জন্য যারা এতদিন নারীসমাজকে বিভ্রান্ত করেছেন; তাদের জগত ছোটো হয়ে আসছে। কারণ নারীরা জাগছে এবং খুঁজে নিচ্ছে নিজেদের নিরাপত্তা, মর্যাদা, স্বকীয়তা ও স্বাধীনতার ঠিকানা ইসলাম।"
r2h | ২৩ নভেম্বর ২০১১ ২২:৩৭ | 198.175.62.19
তাতে তো আবার ইংরেজি লেখা এতো বড় হয়ে যায় যে কিছুই আর পাতায় আঁটেনা।
pi | ২৩ নভেম্বর ২০১১ ২২:৩৭ | 72.83.76.29
হ্যাঁ, ফেসবুকের গ্রুপের সমস্যা তো এটাই। কোনো স্পেসিফিক আলোচনার লিংক ই দেওয়া যায় না, কিছু গোছানো থাকেনা। প্রচুর পোস্ট পড়লে আগের সব তলিয়ে যায়।
pi | ২৩ নভেম্বর ২০১১ ২২:৩৬ | 72.83.76.29
ctrl ++
Du | ২৩ নভেম্বর ২০১১ ২২:৩৬ | 117.194.202.41
সরি, সরি ওফ্হ এপিক লেভেলে ছড়িয়ে দিলাম। উনি অঞ্জনা বসু, কে যেন ভুলভাল ইনফো দিল আমায় আর আমিও যেমন গালিযোগ্য এসে সেটাই বলে দিলাম।
r2h | ২৩ নভেম্বর ২০১১ ২২:৩৫ | 198.175.62.19
হুঁ, ফেসবুকে কেমন ঘেঁটে যায়, আর বাংলা লেখা গুলো এমন ছোট আসে যে কিছু দেখতেই পাইনা। কিন্তু নানান রকম খোরাক চলে বুঝতে পারি।
siki | ২৩ নভেম্বর ২০১১ ২২:২৮ | 122.177.206.241
ধুর, আমি ঐ পাতাটায় গেলে ঘেঁটে যাই, কিছুই খুঁজে পাই না। আমি ফেসবুক স্যাভি নই। কোন লেখা, আমি কিছুই বুঝতে পারছি না।
siki | ২৩ নভেম্বর ২০১১ ২২:২৮ | 122.177.206.241
ও হ্যাঁ, দু-কে --
গা-ও-তে কৌশিক সেনের বউ অপরাজিতা ঘোষ দাশ ছিল না। ওটা অন্য কেউ, তার নামও অপরাজিতা কিনা জানি না। তবে ঘোষ দাশ অন্য লোক।
pi | ২৩ নভেম্বর ২০১১ ২২:২৬ | 72.83.76.29
আরে গ্রুপে গেলেই দেখতে পাবে। ডিটেইল আর কী দেবো ! ক'দিন আগে হিন্দুত্ববাদীদের সার্কাস চললো, এখন ইসলামী ধর্মপ্রচারকরা শো দিচ্ছেন ঃ) তবে প্রতিটা লেখা কিছু খোরাক বটে।লোকে চাটছেও তেমনি। কিন্তু তাতেও কোন হেলদোল নাই ঃ(
প্যারিস হিলটন থেকে এখন অবশ্যি আবার গান্ধী চলে এসেছেন ঃ)
kiki | ২৩ নভেম্বর ২০১১ ২২:২১ | 59.93.196.61
কুমু, পরশু থেকে পেটের অস্বস্তি শুরু হয়েছিলো।কাল সকালে নিজেই সেকনিল খেলো, কি মেট্রোজিলে অ্যালার্জি না কি বলে। তারপর বিকেল থেকে সারারাত হাত শুকোনোর সময় পায় নি বেচারা।
আজ সকালে ডক্টর দেখলেন। কিন্তু এখন ও কমেনি। সময়ের গ্যাপটা শুধু বেড়েছে। আর বিকেল থেকে ছেলের জ্বর।বাড়ী পুরো হাসপাতাল হয়ে গেছে।ঃ(
siki | ২৩ নভেম্বর ২০১১ ২২:১৮ | 122.177.206.241
মেলে ডিটেল পাঠাও ঃ)
pi | ২৩ নভেম্বর ২০১১ ২২:১৩ | 72.83.76.29
সিকি,পারলে ফে বু র গ্রুপটাতে একবার ঢুঁ মেরে এসো। আমাদের আশেপাশে শয়তানের নিয়ত 'চাপাচুপি দেওয়া উপস্থিতি' থেকে এখন আলোচনা ইসলাম ও প্যারিস হিলটনে দাঁড়িয়েছে। এই নির্মল আনন্দ থেকে নিজেকে বঞ্চিত কোরো না ঃ)
আমি হিসেব করে দেখলাম, নেত্যর বিয়ে-বৌভাতে না থাকতে পারি, তবে নেত্যর অষ্টমঙ্গলায় আমার উপস্থিত থাকার হাইচান্স। তখনই মেয়েটাকে সংসারের দস্তুর ঠিকমতন শিখিয়ে দিতে হবে। আর আমি ছাড়া নারীকল্যাণের জন্য আর কেই বা এগিয়ে আসবে! অবিশ্যি নেত্য বৌ নিয়ে দিল্লি পৌঁছলেই কুমুদিই নেত্যর বৌকে বাকিটুকু শিখিয়ে পড়িয়ে নেওয়ার দায়িত্ব নিয়ে নেবে, সে আমি খুব জানি।
pi | ২৩ নভেম্বর ২০১১ ২১:৪৭ | 72.83.76.29
মনে থাকার দরকারই তো নেই !
itwofs guruchandali লিখে জমা দিতেই কাকু এটা ধরিয়ে দিলেন ঃ)
কাল সন্ধ্যেবেলায় আমার থেকে থেকে খালি খালি ""আজ আমাদের ব্ন্য়াড়াপোড়া, কাল আমাদের দোল, পুন্নিমেতে চাঁদ উঠেছে, বল হরি বোল'' কবিতাটা মনে পড়ছিল। আর খুব অসোয়াস্তি হচ্ছিল, একিরে ভাই, নভেম্বর পোয়াতে চলল, হিম পড়ছে রাতের দিকে এখন এই অসময়ে এই কবিতাটা মনে আসছে কেন খালি খালি!আজ গুরু পড়ে বুঝলাম, কেন ওটা মনে হচ্ছিল। কাল তো নেত্যর ফুলশয্যে ছিল!
pi | ২৩ নভেম্বর ২০১১ ২১:৪৫ | 72.83.76.29
*একটাই রেফারেন্স।
siki | ২৩ নভেম্বর ২০১১ ২১:৪০ | 122.177.206.241
না, শুধু আর ডি নয়, আমার টইটা চাই। কারুর মনে নেই?
byaang | ২৩ নভেম্বর ২০১১ ২১:৩৯ | 122.167.215.219
ঃ-))))
pi | ২৩ নভেম্বর ২০১১ ২১:৩৮ | 72.83.76.29
আমাদের শেখানো হয়, যতটা সম্ভব প্রাইমারি সোর্স কোট করিবে ঃ)
নইলে তো পেপারে কেবল রিভ্যু কে কোট করে দিলেই হত। কিম্বা আমার এক বন্ধু যা করেছিল। একই রেফারেন্স। ।
byaang | ২৩ নভেম্বর ২০১১ ২১:৩২ | 122.167.215.219
ছিছিছি টইয়ের নাম মনে রাখতে পারে না! সেটা স্বীকার না করে গুগলসার্চ করে অন্য সাইটের লিং দেয়!! হ্যা হ্যা হ্যা।
এদিকে আকা আবার আমাকে দেখেই গাঢাকা দিয়েছে! আসুক একবার। বের করছি আমার নামে বদনাম করে বেড়ানো!!
siki | ২৩ নভেম্বর ২০১১ ২১:২৩ | 122.177.206.241
একটা টই খোলা হয়েছিল, কোন গান কোথা থেকে অনুপ্রাণিত এইসব নিয়ে। তাতে আরডির বিভিন্ন গানের অরিজিনাল সোর্সের একটালিস্টি দেওয়া হয়েছিল।
টইটার নাম কী ছিল?
byaang | ২৩ নভেম্বর ২০১১ ২১:২২ | 122.167.215.219
নাঃ দেখছি হুতোকে একটা সোনাবাঁধানোহুঁকো দিতেই হবে।
r2h | ২৩ নভেম্বর ২০১১ ২১:১৯ | 198.175.62.19
এদিকে আমি একটা আত্মজীবনী টাইপ লেখা লিখছি। তো নাম হতে তো এখনো একটু দেরী আছে, তোমরা কিনা চেনা লোক, তাই একটু পড়তে দিই। যদিও এটা ভীষন সিরিয়াস লেখা, তোমরা হয়তো সম্যক বুঝতে পারবেনা, কিন্তু তবু, চেনা লোক বলে কথা। এমনিতে ধরো, এটা ঐ পর্বে পর্বে কবিতা বা এইরকম কোথাও যাওয়া উচিত ছিল, কিন্তু আমার কিনা যশের প্রতি এইটুকুনিও লোভ নেই, তাই তোমাদের পড়তে দিলাম।
আমি একটা পদ্য লিখতে পারি, যেমন আরশোলা নিয়ে কিংবা গড়ভুতুয়া নিয়ে নৈমিত্তিক ঝগড়াঝাঁটি কিংবা টালোমলো হুইস্কিধারে কিংবা খুব শীত করলে তাও একটা পদ্য লেখা যায়। অথবা যেমন ট্যাংরামাছের ঝোলকে যদি খুব মিস করে বেয়াকুল জিহ্বা, কিংবা যাদপ্পুরের চাখানার ওমলেট খেতে চাই, পদ্য একটা লেখাই যায় তো এরকমভাবে অপেক্ষা করতে হয়। ওমলেট কিংবা ট্যাংরামাছ যেন ইশবগুল, আর আরেকটু কঠিন বিশাদ হলে ক্যাস্টরয়েল। তো, যত বেশী জোলাপ, তত গভীর পদ্য। যেমন কিনা প্রেম খুব ভালো কাজ দেয়। অথবা যেমন গান। 'ভালোবাসা দাঁড়িন ছিল মাথার সিথেনে' শুনে খুব ভাব চলে এলো। তো একটা পদ্য লেখা যায়। আবার পদ্যাটা হয়তো খুব একটা ভালো হলো না, সেটা নিয়ে কতটা দুঃখ হবে তার ওপর নির্ভর করে আরেকটা পদ্য হবে কিনা। এদিকে, লোকে প্রশংসা করে ফেলে যদি, তবে ফুর্তি হতে পারে। কিন্তু সেটা এত বেশী নয় যে তাতে আরেকটা পদ্য হবে। এদিকে আমার পদ্য আবার একটু দুঃখ প্রধান। তো ঘেঁটে গেল কিনা বলুন? দুঃখ কমে গেলে পদ্য হবে কোদ্দিয়ে? আবার, প্রশংসা যদি কেউ নাই করে, তবে আর পদ্য লিখে লাভ কি? পয়সা তো আর কেউ দিচ্ছেনা। তো এইসব।
siki | ২৩ নভেম্বর ২০১১ ২১:১৯ | 122.177.206.241
হুতোকে আমি নাইটhoot উপাধি দিলাম।
pi | ২৩ নভেম্বর ২০১১ ২১:১৬ | 72.83.76.29
হুতো, একঘর !
byaang | ২৩ নভেম্বর ২০১১ ২১:১৬ | 122.167.215.219
হ্যাঁ, আমিও লিস্টিতে কাটাকুটিটা হোয়াইটনার দিয়ে মুছে দিলুম। লাল স্কেচপেন দিয়ে নামটা আবার স্পষ্ট করে লিখে নিলুম। ভাবছি বোনাসটাও দুই কপি কিনব নাকি এবার!
byaang | ২৩ নভেম্বর ২০১১ ২১:১৫ | 122.167.215.219
জানি জানি, অনেক কিসু তো নাইই, এমনকি ঈশ্বরপৃথিবীভালোবাসাও নাই।
Tim | ২৩ নভেম্বর ২০১১ ২১:১৪ | 24.13.11.220
আমি দায়িত্বে থাকলে হুতোদারে আজ নোবেল দিতুম।
Tim | ২৩ নভেম্বর ২০১১ ২১:১৩ | 24.13.11.220
উঁহু থাকেনা। বেশিরভাগ খন্ড আউট অফ প্রিন্ট। বিশটা মনে হয় আছে। বাজারে একটা ছোট সংস্করণ আছে, সেটায় অনেক কিসুই নাই।
byaang | ২৩ নভেম্বর ২০১১ ২১:১৩ | 122.167.215.219
ছ্যাঃ ইবই নিয়ে আবার হার্ডকপিওয়ালাদের কাছে বড়াই করতে আসে! তিমি আর বলিস না, হুতো কষ্ট পাচ্ছে। যদি বা এতদিনের উপোস ভেঙ্গে আজ এসেছিল, ওকে এইভাবে তাড়িয়ে কি ঠিক কল্লাম!! ঃ-(
r2h | ২৩ নভেম্বর ২০১১ ২১:১১ | 198.175.62.19
যাদপ্পুর বলতেই সেই কালজয়ী কবিতা মনে পড়ে গেল- 'মাছের বাজার হলো সারা/ যাবো যাদবপুর' এদিকে যাদবপুর অঞ্চলে জয়ী বলে এক বালিকাকে আমি চিনতাম। যাদবপুর হচ্ছে সেই জনস্থানমধ্যবর্তীপ্রস্রবনগিরি যাহার শিখারদেশে নবজলধরপটল সতত সঞ্চরমান ইত্যাদি। এইবার কেমন বৈরাগ্য চলে আসছে। বইপত্র পড়ে কিছু হবে না, এজগতে হায় সেই বেশী চায় যার আছে ভুরিভুরি তোমাদের আছে আনন্দমেলা আমার রয়েছে ভুঁড়ি চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে নারানের ঠেক ছিল ঢাকুরিয়া হ্রদে কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু আশিবিষে দংশেনি যারে গড়িয়াহাটের কলেজস্ট্রীটের পুরানো কিতাবে বহিতেছে ঘাড়ে কি হবে জীবনে লিখে এই কাব্য এই হাতছানি সেইতো আপিস যাবো সেইতো কিবোর্ড চেপে লিখে যাবো হাউ টু পুল দা ড্যাম ঘানি।
pi | ২৩ নভেম্বর ২০১১ ২১:১১ | 72.83.76.29
আমার কাছে ই-বই শিব্রাম ঃ) ই-বই সন্দীপন ইত্যাদি ইত্যাদি ঃ)
byaang | ২৩ নভেম্বর ২০১১ ২১:১১ | 122.167.215.219
রচনাবলী লেকে হামসে পাঙ্গা নহিন লেনে কা। কেউ একজন সবকটা কুন্তলীন সমগ্র জোগাড় করে দেখাক দিকি নি? আর নবপত্রা শিব্রাম সব্বার ঘরে একসেট করে থাকে।
byaang | ২৩ নভেম্বর ২০১১ ২১:০৯ | 122.167.215.219
ওদিকে আবার কোলকাতার বাড়িভর্তি রোব্বারগুলো সংখ্যা নাম্বার ওয়ান থেকে শুরু করে সিলেবাস সংখ্যা অব্দি সবগুলো।
Tim | ২৩ নভেম্বর ২০১১ ২১:০৯ | 24.13.11.220
তাও তো নবপত্রর শিবরাম রচনাবলীর কথা কেউ জানেনা। আমার কিনা মনটা নরম, তাই।
byaang | ২৩ নভেম্বর ২০১১ ২১:০৮ | 122.167.215.219
এদিকে আবার পুরো কোলকাতায় আমার রাজত্বি। শুধু যাদপ্পুরে কন্সে®¾ট্রট করলে চলে নাকি! হাতিবাগানে আছে আমার কানাইদা পুরনো ইন্দ্রজাল কমিকসগুলো নিয়ে। পার কমিক্স পাঁচটাকা। সল্লেকের সিএমার্কেটে পুরনো মিশা। পার বই পঁচিশ টাকা। সল্লেকের করুণাময়ীর উল্টোদিকে পুরনো কিশোর জ্ঞানবিজ্ঞান আর কিশোরমন। পার বই দশ। কলেজস্ট্রীট আর গড়িয়াহাটের কথা আর কীইবা লিখি! নিজের মুখে বলতে নিজেরই লজ্জা করে।
pi | ২৩ নভেম্বর ২০১১ ২১:০৪ | 72.83.76.29
হুঁ। উত্তরিয়েছি।
byaang | ২৩ নভেম্বর ২০১১ ২১:০৩ | 122.167.215.219
হিহিহি আমিও তো সুবর্ণরেখার থেকে ফোন পাই পুরনো বাঁধানো বসুমতী, শনিবারের চিঠির জন্য। আর ফোন পাওয়ার মাসখানেকের মধ্যেই সেগুলো হাতে পেয়ে যাই, সেইসব গোপন খবরগুলো প্রকাশ করে কত আর অভিশাপ কুড়োবো! তাই এসব বলি না।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন