এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • h | ২৯ নভেম্বর ২০১১ ১৪:৩৩ | 203.99.212.53
  • eikhaane baa`mlaa aase naa. aami really sorry. dukhe eba`m kesi.
  • Ho | ২৯ নভেম্বর ২০১১ ১৪:২৮ | 121.242.160.180
  • এইত্তো, এখনো আছে।

    তবে দুখেদা বানাম্ভুল করসে। স্বঙ্কÄ নহে, স্বত্ব।
  • Ho | ২৯ নভেম্বর ২০১১ ১৪:২৭ | 121.242.160.180
  • না হল তো। খাড়াও।

    উঙ্কÄল
    ঙ্কÄ
  • Ho | ২৯ নভেম্বর ২০১১ ১৪:২৪ | 121.242.160.180
  • স্বত্ব লিখলে ঘেঁটে যাওয়া সেইসব bugগুলো এখনো রয়েছে। Maintenance team কিস্যু খ্যাল করে না। কবে থেকে বলে আসছে, ক্রমে আসিতেছে।
  • kumu | ২৯ নভেম্বর ২০১১ ১৪:১৯ | 122.160.159.184
  • দুখে,দুক্ষু করো না,দুজন সেক্রেটারী থাকতে পারে তো।
    কেসি, গান পাঠাও না কতদিন।
  • dukhe | ২৯ নভেম্বর ২০১১ ১৪:১৩ | 122.160.114.85
  • এই মরেছে ! আমি ভাবলাম আমিই মধ্যস্বঙ্কÄভোগী হব, কিন্তু কেসি ইঁট পেতে রেখেছেন !
  • kc | ২৯ নভেম্বর ২০১১ ১৪:০১ | 194.126.37.78
  • দুখে এটা কিন্তু ঠিক হলনা। হনুর স্বঘোষিত সেক্রেটারি আমি। আমার কাজ আপনি করেন কেন?
  • Ho | ২৯ নভেম্বর ২০১১ ১৩:৫৫ | 121.242.160.180
  • বিধিনিষেধ?? গুরুতে? যা প্রাণে চায় ল্যাখেন। শুধু খ্যাল রাখবেন টই যেন টইটম্বুর ন হয়ে যায়। তাহলে ওপেন আ নিউ টই উইথ আ বোধগম্য নাম।
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ১৩:৪২ | 59.93.202.202
  • টইতে কী কী লেখা অ্যালাউড সে বিষয়ে বিধিনিষেধ জারি হয়েছে কী? একটু কনফিউজড আছি।
  • kumu | ২৯ নভেম্বর ২০১১ ১৩:৩৬ | 122.160.159.184
  • ব্রতীন,স্যারের চোখে কী অপারেশন হল?এখন সুস্থ তো?
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ১৩:৩৬ | 59.93.202.202
  • বড্ড দূরে বলেই যা অসুবিধা।
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ১৩:৩৫ | 59.93.202.202
  • দিশা চিনি। ভালো জায়গাতেই করিয়েছ।
  • Bratin | ২৯ নভেম্বর ২০১১ ১৩:২৪ | 14.96.192.3
  • ভালো। দিশা। শেওড়াফুলি।
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ১৩:২০ | 59.93.202.202
  • ব্রতীন বাবা কেমন আছেন? কোথায় করালে অপারেশন?
  • Bratin | ২৯ নভেম্বর ২০১১ ১৩:১৭ | 14.96.192.3
  • বাবার চোখ অপারেশন হল। এখন বাড়ি ফিরছি।
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ১৩:১৫ | 59.93.202.202
  • রিদ্ধি দুখের কথায় কান দিও না। দুখের উদ্দেশ্য ভালো নয়।
  • ppn | ২৯ নভেম্বর ২০১১ ১৩:১৪ | 202.91.136.71
  • মিডওয়েস্টে তো বলত। থ্যাংকুর উত্তরে। ঃ)
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ১৩:১৪ | 59.93.202.202
  • না না সেটাই জানতে চাইছিলাম পড়ান কিনা। কারণ তাহলে তাঁরা বার্কলিতে থাকেন না। যস্মিন দেশে যদাচার।
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ১৩:১১ | 59.93.202.202
  • সেন একজন অ্যাকাডেমিশিয়ান দুখে।
  • kd | ২৯ নভেম্বর ২০১১ ১৩:১০ | 59.93.241.36
  • ম্যাক্সিমিন, ""মাস্টার'' বলতে ফ্যাকাল্টি মানে পড়ান মীন করেছি। এদের মধ্যে দু'তিনজন জানি ""প্রফেসর'' কিন্তু অন্যেরা কী সঠিক জানি না। সরি।
  • ridhhiman | ২৯ নভেম্বর ২০১১ ১৩:০৫ | 108.194.169.197
  • বার্ক্লি/বার্ক্লে তাও। যেটা এখনো মেনে নিতে পারিনি, পেনিস কে পিনাস বলা।ই কে আই করা , উ কে আউ করা তাও চলে। কিন্তু এটা কি , কোত্থেকে কি হয়ে গেল? কি বানান আর কি হল? আর বাইরে থেক যে এ এত্ত দাদা দিদিরা অসে, এত জ্ঞান , কুকার নিয়ে যাও, কুপন দিয়ে গ্রসারি চালাও, খুব ঠান্ডা, উলের জাঙ্গিয়া নিয়ে যাও , এইত্‌সব বাজে ভাট কিন্তু বেসিক ভুল গুলো বলবার লোক নেই। সবাই গিয়ে প্রথমবার মুর্গি হয়।
    ওদিকে আমাদের এত ফরেন ফিল্ম দেখা চন্দ্রিলো জানে না। শিলাজিতকে দিয়ে ভুল গাইয়ে দিল। অন্য শব্দটা ঠিক রেখেছে ছন্দ বানানোর জন্য।
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ১৩:০৪ | 59.93.202.202
  • অমর্ত্য সেনও হার্ভার্ডের প্রফেসর। তিনি হয়তো বার্কলে বলেন। হয়তো কেন, নিশ্চয়ই বলেন।
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ১৩:০৩ | 59.93.202.202
  • আমি আবার থ্যাঙ্ক ইউর উত্তরে বলি 'আচ্ছা।'
  • kd | ২৯ নভেম্বর ২০১১ ১৩:০৩ | 59.93.241.36
  • প্পন, না তো! মানে শীতে কাঁপা ছাড়া।
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ১৩:০২ | 59.93.202.202
  • হার্ভার্ড এম আই টির মাস্টার, এখানে মাস্টার বলতে কি হার্ভার্ড / এম আই টির প্রফেসর বলছেন? নাকি ঐ ইউনিভগুলো থেকে মাস্টারস করেছেন? (এটা এমনিই জিজ্ঞেস করলাম।)
  • kumu | ২৯ নভেম্বর ২০১১ ১২:৫৭ | 122.160.159.184
  • কেডিদা,থাংকুর জবাবে আমি তো মাই প্লেজার বলি।ওয়েলকাম-ও ঠিক আছে।
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ১২:৫৬ | 59.93.202.202
  • কেডি একজনকে কারেক্ট করে দেওয়া হয়েছিল। তারপর থেকে সে বার্কলি বলে।
  • kumu | ২৯ নভেম্বর ২০১১ ১২:৪৮ | 122.160.159.184
  • হ্যাঁ হ্যাঁ,কেচ্ছা শুনতে বেশ লাগে এই সোসিত জীবনে।

    শুরু করেন্না/করো না।
  • ppn | ২৯ নভেম্বর ২০১১ ১২:৪৬ | 216.52.215.232
  • কেডিদা, "হু হু' শোনেননি? ঃ-)

    বিলেতে (কেন্টে) লোকজন বলত চিয়ার্স।
  • kd | ২৯ নভেম্বর ২০১১ ১২:৪৪ | 59.93.241.36
  • ম্যাক্সিমিন, ও'টা বোধহয় অত কনফিডেন্টলি বলা যাবে না। আমার অভিজ্ঞতা, আমেরিকার নানান জায়গায় একই শব্দ নানাভাবে উশ্চারণ করে। আমি ওখানে বার্কলে/বার্কলি দু'ভাবেই শুনেছি উচ্চশিক্ষিতদের (হার্ভার্ড এমাইটির মাস্টার - তবে তারা ""অতি অতি'' কিনা জানি না - জানার মত বিদ্যে আমার নেই) মুখে। তেমনই আছে শিকাগো/চিকাগো, নিউঅর্লিন্স/নোঅর্লিনিইস। তারপর আছে একই বানানের দু'জায়গা হিউস্টন (শহর)/হাউস্টন (স্ট্রীট)। আর অফ্‌ন/অফ্‌টন জাতীয় কিছু।
    তারপর ""থ্যাঙ্ক উ''র উত্তরে ""উ আর ওয়েলকাম'' (দেশে দেখছি এটা বেশ চালু) ছাড়া নর্থওয়েস্টে ""উ বেট'' বা নর্থ নিউ ইংল্যান্ড ও আপস্টেট নিউইয়র্কে ""উইথ প্লেজার'' শোনা যায়।

    তবে আমি অন্ততঃ ও'দেশে কাউকে মিয়ামি বা ওহিয়ো বলতে শুনিনি। আর বিদেশী ছাড়া কাউকে ""স্টেট্‌স'' বলতেও শুনিনি।
  • dukhe | ২৯ নভেম্বর ২০১১ ১২:৩৩ | 122.160.114.85
  • কেচ্ছার মত উপাদেয় কী আছে বলুন দিকি ?
    হস্টেলে খেতে বসেছি, অতি অখদ্দে কুমড়োর ঘ্যাঁট, কী করে উদ্ধার করি ? নিতাই বলল - আয় চাট্টি কেচ্ছাকেত্তন করি । নিতাইয়ের পাড়াপ্রতিবেশীর কেচ্ছা (সত্যি না তক্ষুণি বানাল জানি না - কী-ই বা এসে যায়) শুনতে শুনতে কখন যে গলা দিয়ে নেমে গেল টেরই পেলাম না । তৃপ্তির ঢেকুর তুলে নিতাই বলল - তব্বে ?
  • de | ২৯ নভেম্বর ২০১১ ১২:২০ | 203.199.33.2
  • শুধু কেচ্ছাটই -- শুধু "সুযোগের অপেক্ষায় থাকা" --
  • dukhe | ২৯ নভেম্বর ২০১১ ১২:২০ | 122.160.114.85
  • সেন বনাম কিষেণ - নামটা জব্বর হয়েছে - আহা !
  • ridhhi | ২৯ নভেম্বর ২০১১ ১২:১৭ | 108.194.169.197
  • বিপ্লব বাবুকে সেন নিয়ে একটা প্রবন্ধ লিখতে বলুন, আমি তার রিবাটাল দেব
    টইয়ের নাম --সেন বনাম কিসেন ।
    কে কত ভ্রষ্ট সেটা তখন বোঝা যাবে।
  • ridhhi | ২৯ নভেম্বর ২০১১ ১২:১৪ | 108.194.169.197
  • আমি স্বার্থপর হলে দেখিয়ে দিতাম। জ্যাক দ্য রিপার হয়ে জেতাম , বেসিকালি যা তা করতাম । আমার ঐ বন্ধুটার মত ১৩ লাখ টাকার চাকারি করতাম কম সে কম । তা না করে কি করছি, এরোর ইম্পসিবিলিটি থিওরেম। কারণ ছোটবেলায় বাবা মা আর রবীন্দ্রনাথ শিখিয়ে ছিল -'এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে'? গড্ডালিকার গল্প। নোভেল্টি না হলে কিসের ম্যাচিওরিটি , নোবেল্টিও মিথ্যে হয়ে যায়।
  • dukhe | ২৯ নভেম্বর ২০১১ ১২:০৭ | 122.160.114.85
  • আরে খোলেন খোলেন । এসব টই আজকাল ভালো কাটছে । যাঁদের সেন বিষয়ে নেশা আছে, তাঁরা চোখ বুজে থাকবেন ।
  • kiki | ২৯ নভেম্বর ২০১১ ১২:০৬ | 59.93.160.164
  • আমার কম্পু সুপার স্লো হয়ে গেছে। মাঝে মাঝে কিসব অ্যাডস অন ডিসেবেল কত্তে বলে। করবো কি?
  • ridhhi | ২৯ নভেম্বর ২০১১ ১২:০৩ | 108.194.169.197
  • আরে দুর ভাষা টাষাই আমি রাউটেদ দের দলে । একটা দার্শনিক ছিল না, সবি মায়া বলত , সে কি জর্জ বার্ক্লি না বার্ক্লে? আমার সেটাই মনে আছে, একি স্পেলিন তো।
    আর বল্লাম তো ঐ টা পার্সোনাল হয়ে যাবে। সেনের ব্যাপারটা। তবে শন্তিনিকেতনে পৌশ উতসবে ঐ (ঐ হোতেল্টর নাম কি, সব আতেল( র যেখনে গিয়ে ওঠে? ভুলে গেছি নাম টা ) ওটার ঘরে বসে ৯০এর দশকে একজন হাপুস নয়নে কেদেছিল। সব বলেছিল। তবে পার্সোনাল ছিচকেমি হয়ে যাবে এই সব নিয়ে টই খোলা। ওতে আমি নেই।
  • dukhe | ২৯ নভেম্বর ২০১১ ১২:০২ | 122.160.114.85
  • কুমুদি, এট্টু পিছোলেই হবে । সেন বিষয়ক প্রস্তাব ।
    ম্যাক্সিদির নম্বরের হাত একেবারেই দরাজ নয় । এত কিপটে দিদিমণি হলে ছাত্রদের হাল যা হবে বোঝাই যাচ্ছে !
  • kumu | ২৯ নভেম্বর ২০১১ ১১:৫৮ | 122.160.159.184
  • সদা,সদা থাকো আনন্দে,বিয়ে করে ফ্যালো চটপট,সংসারে কোনো ভয় নাহি,নাহি।

    দুখের কি প্রস্তাব?জান্তে হলে কতটা পিছিয়ে যেতে হবে?
  • Tim | ২৯ নভেম্বর ২০১১ ১১:৪৮ | 128.173.35.215
  • আমি দুখেদার প্রস্তাব সমর্থন কল্লুম! হোক হোক!
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ১১:২৭ | 59.93.202.202
  • ঠিকাছে পাই।
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ১১:২৫ | 59.93.202.202
  • এই প্রস্তাবের জন্যে দুখে কে ১০০র মধ্যে ২ দিলাম।
  • pi | ২৯ নভেম্বর ২০১১ ১১:২৫ | 72.83.76.29
  • ম্যাক্সিদি, টইতেই লেখো না। কাল দেখে নেবো।
  • pi | ২৯ নভেম্বর ২০১১ ১১:২৫ | 72.83.76.29
  • সবই তো হ্যানোত্যানো বুঝলাম। সেই স্বার্থপরতা ইম্ম্যাচিওর কেন ?
    ম্যাচিওর হলে কি প্রতিবাদ সভায় বসে বসে আঁক কষতেন ?
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ১১:২৪ | 59.93.202.202
  • আমেরিকার অতি অতি উচ্চশিক্ষিত লোকেরা কিন্তু বার্কলিকে 'বার্কলি' বলে। বার্কলে বলে না।
  • dukhe | ২৯ নভেম্বর ২০১১ ১১:২২ | 122.160.114.85
  • এইত্তো ! সেনের কেচ্ছা নিয়ে একটা টই হবে নাকি ?
  • ridhhiman | ২৯ নভেম্বর ২০১১ ১১:২১ | 108.194.169.197
  • সিকি আমি কি একের পর এক দিল্লীর রেপ কেস গুলোর লিনক দিতে থাকব? সার্ভারি ক্রাশ করে যাবে তাহলে।
    কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী ওখানে থাকেন।
  • ridhhi | ২৯ নভেম্বর ২০১১ ১১:১৯ | 108.194.169.197
  • সেনের কীর্তিকলাপ তোমাদের জানা অনেক বাকি অছে। বার্কলে তে সবাই যখন উত্তাল তখন উনি ঘর বন্ধ করে অঁক করছিলেন। নবনীতা নিজে লিখেছে। বাকি টা একটু পার্সোনাল হয়ে যাবে। কিন্তু ওর জন্য অনেক মেয়ে কেঁদেছে।
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ১১:১৬ | 59.93.202.202
  • পাই আছ কি? স্বায়ত্বশাসন কোন অর্থে বলেছি সেটা এখানেই বলতে পারি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত