এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ppn | ২৯ নভেম্বর ২০১১ ২৩:০৯ | 112.133.206.18
  • ১১ঃ০২ টা না?
  • Bratin | ২৯ নভেম্বর ২০১১ ২৩:০৮ | 14.99.2.105
  • না।
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ২৩:০৮ | 59.93.196.212
  • সিকি কি চ্যাটার্জি?
  • ppn | ২৯ নভেম্বর ২০১১ ২৩:০৬ | 112.133.206.18
  • অদ্বিতীয়?
  • Bratin | ২৯ নভেম্বর ২০১১ ২৩:০৬ | 14.99.2.105
  • একটি গল্পে অজিত কে ঘটনাস্থলে পাঠিয়ে শুধু মুখে শুনে আর একটা প্রশ্ন করে রহস্যের সমাধান করেন। কোন গল্প?
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ২৩:০৪ | 59.93.196.212
  • .
  • Bratin | ২৯ নভেম্বর ২০১১ ২৩:০৪ | 14.99.2.105
  • ইয়েস। শেষের টা?
  • ppn | ২৯ নভেম্বর ২০১১ ২৩:০২ | 112.133.206.18
  • বিঃ বঃ।
  • Bratin | ২৯ নভেম্বর ২০১১ ২৩:০২ | 14.99.2.105
  • **** ***** থুতনি নেড়ে বললো ' তোমারাও কম যাও না' ঃ কোন গল্প?
  • Bratin | ২৯ নভেম্বর ২০১১ ২৩:০১ | 14.99.2.105
  • আরেক টা সোজা প্রশ্ন শরদিন্দু র অসমাপ্ত ব্যোমকেশ গল্পের নাম?
  • Bratin | ২৯ নভেম্বর ২০১১ ২২:৫৯ | 14.99.2.105
  • গ্রেট!!ঃ-)
  • ppn | ২৯ নভেম্বর ২০১১ ২২:৫৮ | 112.133.206.18
  • দুর্গরহস্য।
  • Bratin | ২৯ নভেম্বর ২০১১ ২২:৫৭ | 14.99.2.105
  • 'ওদিকেও সোনা।।' কোন গল্প?
  • Bratin | ২৯ নভেম্বর ২০১১ ২২:৫৬ | 14.99.2.105
  • ঠিকঠাক।
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ২২:৫৫ | 59.93.196.212
  • ব্রতীন তোমার বাবা এখন কেমন আছেন?
  • Bratin | ২৯ নভেম্বর ২০১১ ২২:৪৯ | 14.99.2.105
  • কিকি চাপ তো!!
  • Bratin | ২৯ নভেম্বর ২০১১ ২২:৪৩ | 14.99.2.105
  • কেঁদে ককিয়ে ভারতবর্ষ জিতলো!!
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ২২:৩৮ | 59.93.192.194
  • গল্প শুনে কেউ হাসেও নি। শিখে রাখলাম এরম গল্প জোগাড় হলেও কক্ষোনো বলব না। অরসিকেষু রসস্য ..
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ২২:৩৫ | 59.93.192.194
  • কিকিকেও কনগ্‌র্‌যাটস। এরম অবস্থাতেও হেসেছে বলে।
  • Tim | ২৯ নভেম্বর ২০১১ ২২:৩৩ | 198.82.29.235
  • রাজদীপকে অনেক অভিনন্দন। সক্কলে সুস্থ ও ভালো থাকুক।
  • ppn | ২৯ নভেম্বর ২০১১ ২২:১৪ | 112.133.206.22
  • আর কমঃ রাজদীপকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
  • ppn | ২৯ নভেম্বর ২০১১ ২২:১৩ | 112.133.206.22
  • সদা শুভজ। ঃ)
  • sda | ২৯ নভেম্বর ২০১১ ২১:৪১ | 117.194.195.76
  • সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। ঃ) জয়গ্গুরু !
  • pi | ২৯ নভেম্বর ২০১১ ২১:৩০ | 128.231.22.133
  • রাজদীপকে কনগ্র্যা ঃ)
  • siki | ২৯ নভেম্বর ২০১১ ২১:০১ | 122.177.251.103
  • রাজদীপ আজ সকালে একটি কুচি বাচ্চার বাবা হয়েছে। বাচ্চা এবং মা দুজনেই সুস্থ।

    রাজদীপকে বিগ কনগ্র্যা ঃ-)))))))
  • pipi | ২৯ নভেম্বর ২০১১ ২০:৩৬ | 129.74.191.152
  • উফ! লোকে কি করে বাচ্চা মানুষ করে? এক পুঁচকে পাগের ডগিসিটিং কত্তে গিয়ে আমার কালঘাম ছুটে গেল। রাতে একফোঁটা ঘুম নাই, দিনে শান্তি নাই!
  • kiki | ২৯ নভেম্বর ২০১১ ২০:১১ | 59.93.199.66
  • হ্যাঁ , আমারো এটা হচ্ছে। আর সেই বিপের বিতর্কিত টই তো এখন ও খুলতেই পাল্লাম্না।
  • kiki | ২৯ নভেম্বর ২০১১ ২০:১০ | 59.93.199.66
  • হুঁ।

    তো সে সেই চেকাপের নাম শুনে হড়হড়িয়ে কিসব বলে গেলো। (দুব্বল চিত্তে যা হয় আর কি)

    তা অন্যান্য টেষ্ট নিয়ে কিছু তেমন তার আপত্তি নেই। এমনকি সে যে অত ঘেন্না পিত্তি ওলা মানুষ তার অ্যা কালেক্ট করা নিয়েও তত চাপ হয়নি। কিন্তু সেই প্যাকেজে নাকি দুটো অদ্ভুত কেস নিয়ে তার বিস্তর আপত্তি।

    একঃ

    একজায়গায় তাকে ঢুকিয়েই বলেছে প্যান্টু খুলে ফেলতে।তারপর ইসেতে জ্যাম মাখানোর মত কিসব লাগিয়েই আঙুল...........

    তা আমি বললাম আঙুল ই তো,অন্য কিছু তো না। বলে আরে আমাকে উল্টে শুতে বলে কি অত্যাচার, খালি আঙুল হলে তো হতো।পুরো হাত ঢুকিয়ে দিলো।তাও গলা পর্যন্ত্য।কতক্ষন আর ভদ্র ভাবে থাকা যায়। বলছিলো নাকি কি খুঁজে পাচ্ছে না। তা বেচারা নাকি বলেছিলো ফিসটুলা অপারেশনের সময় ঘ্যাঁচাৎ করে অনেককিছু বাদ দিয়ে দিয়েছে। খুঁজে পাবেন্না। শোনেইনি।আর ঐ অত্যাচারের পরেও নাকি লিখে দিয়েছে টেষ্ট ইনকমপ্লিট।(খিঁক)

    তারপর লোয়ার অ্যাবডোমেনে আÒট্রা সোনো করতে হয়েছে। সে নাকি এক কচি মেয়ে ডাক্তারনী করেছিলো। সেও কিসব জেলি ভুলভাল জায়গায় লাগিয়ে অস্বস্তির চোটে কানে মোবাইল নিয়ে কথা বলতে বলতে ভুলভাল জায়গার চাদ্দিকেই সেই যন্ত্র দিয়ে বুলিয়ে ই চলেছে ।চলেছেই চলেছে। আর বেচারী মানকে নাকি দাঁতে দাঁত চেপে নিঃশ্বাস চেপে কিছুকে বলে চলেছে ওরে থাম! চুপ করে বোস! তারপর কাজ সেরে ই ডাক্তারনি বলেছে ব্যাস উঠে পরুন। তখন জেলি মাখা অবস্থায় তার কিছু হয়ে গেছে এইরম ঘিনঘিনে অবস্থায় হ্যানস্থার চুড়ান্ত।

    আর এ হেন অবস্থার কথা শুনে ঐ যে আমার কিছুতেই সিরিয়াস হওয়া হয় না, তাই হেসে গড়াতে গড়াতে বলেই ফেলেছিলাম , একিরে! তোকেতো পুরো বলৎকার করে দিয়েছে। সেই থেকেই আমার সাথে কথা বন্ধ করে দিয়েছিলো।

    জনগনের সার্থে বলে গেলুম।
  • aka | ২৯ নভেম্বর ২০১১ ২০:০৫ | 168.26.215.13
  • মার শালা বোম সার্ভারে। কত কি জ্ঞানগর্ভ পোস্ট লিখলাম তা কালের অতলে তলিয়ে গেল?
  • siki | ২৯ নভেম্বর ২০১১ ১৯:৪৭ | 122.177.251.103
  • ইয়াহো বা ইয়াহু ছিল সেই বুনো লোকগুলোর ডাক, যারা সেই আশ্চর্য দ্বীপে ঘোড়াদের দাস ছিল। গালিভার্স ট্রাভেলস দ্রষ্টব্য। সেই মানুষগুলোকেও ইয়াহু বলে রেফার করা হত, আর তারা পরস্পরকে ইয়াহু বলেই ডাকাডাকি করত।

    দে, না না, ক্লাস থ্রি কেন হবে। NSO তো ক্লাস ওয়ান থেকেই শুরু হয়।

    আকা, NSO হল গিয়ে ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড। ঘাবড়ে যেও না, এ হল আমাদের যুগের সেই সায়েন্স ট্যালেন্টের ছোট্ট কুচি বাচ্চা সংস্করণ।

    রোববার মেয়ের গানের ক্লাস হয়, আর কোনও ক্লাস হয় বলে তো জানি না!
  • kumu | ২৯ নভেম্বর ২০১১ ১৯:৪৭ | 122.160.159.184
  • বাড়ী যাই,বিরস দিন,বেকার কাজ--------
  • kc | ২৯ নভেম্বর ২০১১ ১৯:৪২ | 178.61.96.29
  • বম্মর লিচ্চয়ই হাতের জল শুকোচ্ছেনা। তাই এখনও লেখা শুরু করেনি। ও বম্ম, হল? ঃ-)
  • aka | ২৯ নভেম্বর ২০১১ ১৯:৩২ | 168.26.215.13
  • অনেকক্ষণ ধরে লিখতে হচ্ছে, নিশ্চয়ই প্রচণ্ড দুঃখের কথা।
  • kc | ২৯ নভেম্বর ২০১১ ১৯:২০ | 178.61.96.29
  • দুঃখের ক্ষী কতা? না শোনা অবধি আমার পেট আইঢাই কত্তে শুরু করল। বম্ম একটু হাত চালিয়ে।
  • Ishan | ২৯ নভেম্বর ২০১১ ১৯:২০ | 117.194.38.240
  • কিসের অ্যাড অন? ফাফর? নির্দ্বিধায় ডিসেবল করে দাও। তারপর আর ফিরেও তাকিওনা। ঃ)
  • kiki | ২৯ নভেম্বর ২০১১ ১৯:১৬ | 59.93.199.66
  • হুম্ম! অ্যাডস অন ডিসেবেল কল্লে ঝামেলায় পরবো কিনা। ক্ষেউ বলেনি।ঃ(
  • kiki | ২৯ নভেম্বর ২০১১ ১৯:১৫ | 59.93.199.66
  • এদিকে যেটা বলার জন্য হেদিয়ে মরছি,ছড়ানোর ভয়ে সেটাও বলতে পাচ্ছি না। কিন্তু বলেই ফেলি।

    তো পরের ছেলেটা (সৌজন্যে পাল্লিন, বাপরে আজকাল এত ডিঃ দিতে হয়!) এই কদিন আগে হাতের জল শোকানোর সময় পাচ্ছিলো না। সে এক কেলো! প্রায় শেষে কাপড়ে চোপড়ে অবস্থা। তাও ফার্মার লোকগুনোর পাকামোর অন্ত নেই। শেষে সেদিন সকালবেলায় ছেলে স্কুল যাবার আগে বলে গেলো বাবাকে মেয়েদের ডায়োপার পরিয়ে দাও, (একবার তার অমন কাপড়ে চোপড়ে অবস্থার সময় কিছু টেষ্ট না কি কারনে বাড়ী থেকে বের কর্তে হয়েছিলো, তখন অমন এক ব্যবস্থা করে দিয়েছিলাম, হতভাগা ছেলে ভোলেনি।তার শোধ তুলে নিয়ে গেলো।) এমনকি সেদিন খাবার টেবিলে বললো এবার কিছু ডায়োপার কিনে রেখো। কার যে কখন দরকার লাগে।

    তা সেই মুহুর্তে আরেকজন গর্জে পর্যন্ত্য উঠলোনা। সেই মওকায় আমিও বলে ফেললাম অনেকদিন তো হলো।এবার আবার চেকাপ গুলো করে নে। অ্যাপোলো তো বেশ ভালো প্যাকেজ দিয়ে ছিলো। লাষ্ট দুবছর ধরে বলছি। কিন্তু সে একবার সেই প্যাকেজ নিয়ে কি কারনে যেন আর যেতে চায় না। তো এহেন দুব্বল মুহুর্তে তার দুঃখের কথা উজার করে দিলো।
  • Ishan | ২৯ নভেম্বর ২০১১ ১৯:১২ | 117.194.38.240
  • কী জান্তে চেয়েছিলে? মৃতকে বাঁচানোর প্রকৌশল? আকাশে ওড়ার রহস্য?
  • aka | ২৯ নভেম্বর ২০১১ ১৯:১২ | 168.26.215.13
  • দে/সিকি, রোব্বারে রোব্বারে কী কী পরীক্ষা থাকে? NSO র পরীক্ষাই বা কী?
  • kiki | ২৯ নভেম্বর ২০১১ ১৯:০৫ | 59.93.199.66
  • কুমু এখনো শেষ করে নি....... এদিকে আমি এক গলা কৌতুহল নিয়ে আঁই ঢাই করে মচ্ছি। কি বাজে!

    এদিকে আমি একটা জরুরী জিনিস জান্তে চেয়েছিলুম , কেউ কেমন পাত্তা দিলো না সেটা দেখে নিলাম।
  • Bratin | ২৯ নভেম্বর ২০১১ ১৮:৩৫ | 14.99.39.205
  • মিনি দি একটু সেন্টু খেয়েছে মনে হচ্ছে।

    আমাদের একটা পেপার ছিল Industrial Economics দীপঙ্কর কুন্ডু পড়িয়েছিলেন। ISI র ফান্ডা অনুযায়ী ১২০ নম্বরের প্রশ্ন ছিল। তুষার পেয়েছিল ৯৭। আমি ৯৩।
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ১৮:১৯ | 59.93.192.194
  • অপর্ণা এখনও কী যে সুন্দর দেখতে।
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ১৮:১৮ | 59.93.192.194
  • নতুন একটা পত্রিকা বেরোচ্ছে। টাউন হলে অনুষ্ঠান।
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ১৮:১৭ | 59.93.192.194
  • এদিকে তো যা-তা হচ্ছে। অপর্ণা সেন দিদিকে একেবারে আদর করে দিলেন। মুখে মিষ্টি হাসি।
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ১৮:১৪ | 59.93.192.194
  • খুশি হলাম খুবই।
  • q | ২৯ নভেম্বর ২০১১ ১৮:০৯ | 121.241.218.142
  • হয়তো;-)
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ১৮:০৮ | 59.93.192.194
  • কিউ, তাহলে তো আমার সঙ্গে বিরোধ নেই।
  • q | ২৯ নভেম্বর ২০১১ ১৮:০৫ | 121.241.218.142
  • ধরে নিন আমি সেই ডিএসএফের একজন। এখনও সেই কথাগুলোই বলছি।
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ১৮:০৩ | 59.93.192.194
  • ইকনমেট্রিক্সের চাইতে ওপেন ইকনমি ম্যাক্রোতে বেশি নম্বর উঠলে বলবেই। তো ব্রতীন চলো সাহিত্য হোক।
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ১৮:০১ | 59.93.192.194
  • কত আর দিয়েছিলাম? বেশি না ৯০।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত