এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • bb | ২৬ নভেম্বর ২০১১ ১৭:১২ | 117.195.174.3
  • ম্যাক্সি দিদিমণি আমি কিসের উত্তর দিলাম? অজান্তে কোন ভুল করলে ক্ষমা করে দেবেন।
  • dukhe | ২৬ নভেম্বর ২০১১ ১৬:৫১ | 117.194.245.148
  • অ্যাঁ! কিষেণজি অমর রহে বলে মিছিল ! দিদি রেগে যাবে তো । শুভেন্দুর অ্যাপ্রাইজাল ঝুলল মনে হয় ।
  • maximin | ২৬ নভেম্বর ২০১১ ১৫:৫৮ | 59.93.218.236
  • উত্তর পেলাম। বিবিকে ধন্যবাদ।
  • maximin | ২৬ নভেম্বর ২০১১ ১৫:৫৬ | 59.93.218.236
  • না দেখিনি।
  • dd | ২৬ নভেম্বর ২০১১ ১৫:০৮ | 124.247.203.12
  • এ সব অ্যানলিসিস নিরপেক্ষ এবং প্রফেশনাল লোকদের হাতে ছেড়ে দেওয়াই ভালো। যদিও এরম সোনার পাথোরবাটী সহজলভ্য নয়।

    ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড আর মর্টার থেকে গোলা ছুড়লে অজস্র শ্রাপনেল ছিটিয়ে যায়,ইম্প্যাক্ত রেডীয়াসের মধ্যে থাকলে অজস্র ক্ষত হয়। যুদ্ধের মৃত সৈনিকের ছবি কখনো দেখেন নি আপনেরা? সিনেমায় নয়। অ্যাকচুয়াল।
  • maximin | ২৬ নভেম্বর ২০১১ ১৪:৪৩ | 59.93.218.236
  • মৃতদেহের ছবি প্রথমদিনই দেখেছিলাম টিভিতে। মুখে অজস্র কাটার দাগ ছিল।
  • Ishan | ২৬ নভেম্বর ২০১১ ১৪:৪২ | 117.194.36.23
  • দেখতে ভালো মানে কি? ফসসা? নাক টিকালো? লম্বা? চওড়া কাঁধ? আমি ওসবে আর নেই বাবা। পাই এখনই আমাকে তাত্বিকভাবে ধরবে। ঃ)
  • kc | ২৬ নভেম্বর ২০১১ ১৪:৪২ | 178.61.96.29
  • আমার আরেকটা খটকা আছে, মানে পাতি খটকাই আর কি! এইসব মাওবাদীরা ধরা পড়লেই দেখি পাওয়া যায়, ল্যাপটপ, লেটেস্ট মডেলের হার্ড ডিস্ক, ফ্ল্যাশ মেমরি, এসডি কার্ড, হ্যানত্যান.... কিন্তু ফোনগুলো একদম ফালতু মডেলের হয়। তা এই লোকগুলোর বেশীরভাগই আবার লেখাপড়া বিশেষ কিছু জানেনা, তা এইগুলো চালায় কারা? কেমনে? বন্দুক ফন্দুক যা পাওয়া যায় সবই এদিক ওদিক থেকে লুঠ করা, বিদেশী সাহায্যের নয় বলেই দেখি, এমনকি কুটিরশিল্পের সিঙ্গল শটারগুলোও মাওবাদীদের কাছ থেকে উদ্ধার হওয়ার ছবি দেখিনা। তা এরা বন্দুক না কিনে ল্যাপটপ কেনে কেন?
  • Ishan | ২৬ নভেম্বর ২০১১ ১৪:৩৯ | 117.194.36.23
  • ওদিকে ভারভারা রাও আর দীপিকা খানিক আগে দেহ দেখে সনাক্ত করলেন। বললেন গায়ে তিনটে বুলেটের দাগ, আর বাকি সব কাটা, ছেঁড়া, মেরে থুতনি ভেঙে দেওয়া হয়েছে। মারার আগে ভয়াবহ টর্চার হয়েছে।

    দেহ এখন ওঁদের হাতে তুলে দেওয়া হয়েছে। মেদিনীপুর শহরে "কিষেনজি অমর রহে' স্লোগান দিয়ে এক গুচ্ছ লোক মিছিল করছে। কোনো অপ্রীতিকর ঘটনা আটকানোর জন্য কাঁধে বন্দুক হাতে পাশে পাশে চলছেন অন্তত একজন জওয়ান। ভাবা যায়?

    চব্বিশ ঘন্টা তেড়ে দেখাচ্ছে ভারভারা রাওকে। আর দেখাচ্ছে মিছিলের ছবি। তারানন্দ ছি ছি করছে। ঃ)
  • ppn | ২৬ নভেম্বর ২০১১ ১৪:৩৯ | 122.252.231.10
  • কিষেণজিকে ভালো দেখতে তো হবেই। দক্ষিণের ব্রাহ্মণদের ৯৯% দেখতে ভালোই হয়।
  • maximin | ২৬ নভেম্বর ২০১১ ১৪:৩৭ | 59.93.218.236
  • খটকা লাগারই কথা।
  • maximin | ২৬ নভেম্বর ২০১১ ১৪:৩৬ | 59.93.218.236
  • জঙ্গলে বসে ভ্রু প্লাক করা হয়তো যায়, কিন্তু সুচিত্রা মাহাতোর ভ্রু প্লাক করার ইচ্ছেটাই হওয়ার কথা নয়।
  • Ishan | ২৬ নভেম্বর ২০১১ ১৪:২৭ | 117.194.36.23
  • খটকাটা কি নিয়ে সেটাও তো লিখেছিলাম। জঙ্গলে বসবাস করেন একজন মহিলা, তাঁর ঐরূপ ভুরু দেখে মনে হল এ আবার কি। জঙ্গলে আবার ফেসিয়াল করে নাকি?

    তা ব্যাং কইল, ওটা জঙ্গলে বসেও করা যায়। এমনিতেও আমি জঙ্গল বা রূপচর্চা নিয়ে বিশেষ কিছু জানিনা। মাও গেরিলারা কোথায় থাকে তাও না। ফলে ওটা আমার মনের ভ্রম হতেই পারে।

    এর বেশি কিছু না।
  • maximin | ২৬ নভেম্বর ২০১১ ১৪:২৭ | 59.93.218.236
  • যাই লাঞ্চ করি।
  • maximin | ২৬ নভেম্বর ২০১১ ১৪:২৫ | 59.93.218.236
  • প্রসঙ্গত, ধূমপান করলে কিন্তু খিদে কম পায় ফিগার ভালো থাকে।
  • maximin | ২৬ নভেম্বর ২০১১ ১৪:২৪ | 59.93.218.236
  • এত আলোচনা না করে নিজের ফিগার ভালো রাখুন গুরুগণ।
  • maximin | ২৬ নভেম্বর ২০১১ ১৪:২৩ | 59.93.218.236
  • ফিগার ইশ আমার যে কী ভালো ফিগার ছিল! গত দুবছরে মোটা হয়ে গেলাম। যাঃ।
  • maximin | ২৬ নভেম্বর ২০১১ ১৪:২১ | 59.93.218.236
  • কী আশ্চর্য খালি সুচিত্রা সুচিত্রা চলছে কিশেনজিকে তো বেশ ভালো দেখতে সেটা কেউ বলছে না কেন?
  • Ishan | ২৬ নভেম্বর ২০১১ ১৪:২১ | 117.194.36.23
  • হ্যাঁ। যা বলছিলাম। ফিগারের সংজ্ঞা, ধূমপানের কুফল প্রচার, রেডমিট না খাওয়া -- ইত্যাদি ইত্যাদি বিষয়ের সঙ্গে তিনটি জিনিস জড়িয়ে আছে।

    ১। স্বাস্থ্যবিধি/হাইজিন নামক ধারণার প্রচার ও প্রসার।
    ২। ব্যক্তির সৌন্দর্যচেতনায় সুড়সুড়ি।
    ৩। কোম্পানির নিজের মালের মার্কেটিং/প্রফিট।

    জাজমেন্ট দিতে হলে এই তিনটেকে ধরেই জাজ করতে হবে। মনে রাখতে হবে, ফিগারের সংজ্ঞা মানুষের (অন্তত পশ্চিমের মানুষের) সাধারণ স্বাস্থ্যের উন্নতি ঘটিয়েছে। এবং মানুষকে "ক্ষমতা' দিয়েছে। সৌন্দর্যের ক্ষেত্রেও তাই। এবং মজা হচ্ছে, এগুলো মোটেও ইউনিফর্ম না। ভারতের বিশষে করে সাউথের নায়িকারা এখনও অনেকেই একটু মোটা। আবার মডেলরা চিমড়ে। ফ্যাটফ্যাটে ফর্সা লোকেদের চামড়া কিকরে একটু কালো বা ব্রাউন করতে হবে সে নিয়ে পশ্চিমে বিলিয়ন ডলারের বিজনেস আছে। পৃথিবীতে সাদা আইকন আছে, কালো আইকনও আছে। আবার মাইকেল জ্যাকসন নিজের চামড়া বদলে সাদা হয়ে গেলেন। সেও আছে। এইটা একটা বহুমাত্রিক ব্যাপার।

    তবে হ্যাঁ, কোনো একটা স্পেসিফিক প্যাটার্ন যদি এমনই হয়ে যায়, যে, তাতে সাবস্ক্রাইব না করলে লোকে ঘাড় ধরে সাবস্ক্রাইব করিয়েই ছাড়া হবে, তাতে আপত্তি আছে। সেইটা জোর করা। মৌলবাদ।

    গায়ের রঙের ক্ষেত্রে, এই মৌলবাদটা এখন,মৌলবাদ হিসেবে, আমাদের মতো শহুরে উচ্চ/মধ্যবিত্তদের ক্ষেত্রে খুব চালু বলে মনে হয়না। সমাজের অন্য একটা অংশে আবার চালু আছে নির্ঘাত। এই আর কি।
  • pi | ২৬ নভেম্বর ২০১১ ১৪:১২ | 72.83.76.29
  • এইটা দেখেছিলাম মনে হয় ।

  • pi | ২৬ নভেম্বর ২০১১ ১৪:০৯ | 72.83.76.29
  • ওঃ না। রিলেটেড থেকে দেখলাম। সিরিজ বটে, তবে সবগুলো এরকম নয়।
  • pi | ২৬ নভেম্বর ২০১১ ১৪:০৬ | 72.83.76.29
  • প্‌প্‌ন, এই অ্যাডটা কি কোন সিরিজ গোছের কিছু ? দেশে থাকতে এরকমই পিয়ার প্রেশার তৈরি করনেওয়ালা এই ফরম্যাটেই আরেকটা অ্যাড দেখেছিলাম মনে হচ্ছে। ইরফান খানেরই।
  • pi | ২৬ নভেম্বর ২০১১ ১৪:০৩ | 72.83.76.29
  • খটকা তো বুঝেছি। খটকাটা ঠিক কী, সেটা নিয়ে খটকা ছিল। ছবিটাই অন্য কারুর দেখাচ্ছে, যে অলরেডি ক্যাপচারড, জাগরী বাস্কের মত কেউ, এরকম কিছু ?
  • Ishan | ২৬ নভেম্বর ২০১১ ১৪:০০ | 117.194.36.23
  • সুচিত্রা মাহাতো নিয়ে কি কইব? ছবিটা দেখে খটকা লেগেছিল। এখনও মাঝে মাঝে দেখচ্ছে স্টারানন্দে। খটকা ছাড়া বলার মতো কিছু নাই এখনও।

    অন্য বিষয়টা নিয়ে পরে লিখছি।
  • pi | ২৬ নভেম্বর ২০১১ ১৩:৪২ | 72.83.76.29
  • যাই হোক, যা নিয়ে শুরু হয়েছিল, মামুর কাছে আমার প্রশ্ন ছিল সেই সুচিত্রা মাহাতোকে নিয়ে।
  • pi | ২৬ নভেম্বর ২০১১ ১৩:৩৯ | 72.83.76.29
  • ফর্সাটাই আকর্ষণীয়। একটি বিশেষ রকম ফিগারই আকর্ষণীয়।

    এই কোনটা 'আকর্ষণীয়', তার কি কিছু অ্যাবসলিউট ও একমাত্র সংজ্ঞা সেভাবে হওয়া সম্ভব ? একেবারে 'বিশুদ্ধ' নিজস্ব ইচ্ছা, স্বাভাবিক ইচ্ছা এগুলো হওয়া সম্ভব না, আমরা কেউ ক্লোজড সিস্টেম নই, পরিবেশের সাথে ইন্টারায়াক্ট করি। কিন্তু তার পরেও প্রতিটা ইন্টারাঅকশন তো ব্যক্তি স্পেসিফিক। আর সেই মত কিছুটা অন্তত ব্যক্তি স্পেসিফিক ইচ্ছা অনিচ্ছা তৈরি হবে, এটা তো এক্সপেক্ট করাই যায়। প্রিয়া/প্রিয়, সেল্ফ... যে কোন ব্যক্তি স্পেসিফিক ইচ্ছা। আর তাহলেই একমাত্র বা কোন একটা সংজ্ঞার একাধিপত্য তো থাকতে পারেনা।
    তো সেখানে যদি একটা ইউনিফর্ম সামাজিক পিয়ার প্রেশার চলে আসে, সেটা হতে পারে কি ?
    কারুর ব্যক্তিগতভাবে কালো ভালো লাগতে পারে, কারুর ফর্সা ( সেটাও কোনোভাবে পারিপার্শ্বিক কোনকিছু থেকে কণ্ডিশনড হতে পারে।
    সাহিত্যে চম্পকবর্ণের বর্ণনা পড়ে কারুর মনে ধরলো তো শ্যাম সুন্দর কারুর কাছে)

    সেই পছন্দটা নিজের জন্য হোক ( মানে নিজেকে নিজেরা যেমন দেখতে চাই) কি পছন্দের মানুষের জন্য। কিন্তু আজ যদি বলাই হয়, আর বলা হয়ও ( আর সেটা বলছে এই দুজনের কাছের, দূরের সবাই, আর সেজন্য তারাও বলছে), ফর্সাই আকর্ষণীয়, সেটা আমার আপত্তির জায়গা। আজ অব্দি একটা পাত্র পাত্রীর বিজ্ঞাপন তো দেখলাম না, কালো মেয়ে/ছেলে চেয়েছে ! হ্যাঁ, কেউ বলতে পারে, সবাই তো আর ফর্সা চায় না। তারা তো লেখেও না। কিন্তু পছন্দের ক্রাইটেরিয়া হিসেবে ফর্সাটা উচ্চারিত হলে ( এগুলো এভাবে এই ফরে উচ্চারিত হওয়া উচিত কি উচিত না,সেটা আরেক অন্য প্রশ্ন), কালোই বা নয় কেন ?

    আর আমি তো লিখেইছিলাম, বেশিরভাগ ক্ষেত্রেই এটা খারাপ না,চাপ নিয়ে বাড়াবাড়ি, পাগলামিটা করাটা খারাপ। আর বাড়াবাড়ি চাপ এলেও খারাপ।
  • maximin | ২৬ নভেম্বর ২০১১ ১৩:৩৬ | 59.93.218.236
  • অ্যাকসেপটেড হওয়ার চেষ্টা বা ইচ্ছা, এটা বড্ড প্যাসিভ। তার চেয়ে বললেই হয় আকর্ষণ করার ইচ্ছা।
  • maximin | ২৬ নভেম্বর ২০১১ ১৩:৩২ | 59.93.218.236
  • পাই-এর কথাটা বুঝলাম না। আকর্ষিত হবার চেষ্টা? নাকি আকর্ষণ করার চেষ্টা?
  • ppn | ২৬ নভেম্বর ২০১১ ১৩:২৯ | 112.133.206.18
  • এই যে "প্রিয়র প্রেশার'।

  • maximin | ২৬ নভেম্বর ২০১১ ১৩:২১ | 59.93.218.236
  • মানে অঙ্কটা করছি ঘরে বসে। হোমোয়ার্ক নেই, এম্নিই করছি। কারো মনে হবে এর পেছনেও পিয়ার প্রেশার আছে যদিও সেটা লুকিয়ে আছে। তারপর আবার ফ্রয়েড আসবেন। মার্ক্স ও আসতে পারেন বলা যায় না।
  • maximin | ২৬ নভেম্বর ২০১১ ১৩:১৭ | 59.93.218.236
  • কিছু ডিসিপ্লিন আমরা স্বেচ্ছায় 'গ্রহণ' করি, ভালো লাগে বলে। যেমন অঙ্কের উত্তর মিললে ভালো লাগে।
  • pi | ২৬ নভেম্বর ২০১১ ১৩:১০ | 72.83.76.29
  • কিন্তু এই যে ফর্সা হওয়াটাই 'আকর্ষণীয়' সেটা পিয়ার প্রেশার ঠিক করে দেবার পর যেন তেন প্রকারেণ সেটা হয়ে আকর্ষিত হবার চেষ্টা, না অস্বাভাবিক বলছি না ( স্বাভাবিক কাকে বলবো সেটাই বলা কঠিন), কিন্তু সেটা ভাল কিছু কি ?
  • Ishan | ২৬ নভেম্বর ২০১১ ১৩:১০ | 117.194.36.23
  • না নিলেই হয়। তাতে প্রিয়া/পিয়ার ছ্যাছ্যা করবে। আর কোনো চাপ নেই।
  • maximin | ২৬ নভেম্বর ২০১১ ১৩:০৭ | 59.93.218.236
  • প্রেশার দিলেই প্রেশার নিতে হবে কেন? না নিলেই হয়?
  • Ishan | ২৬ নভেম্বর ২০১১ ১৩:০৫ | 117.194.36.23
  • নেহাৎই ডিক্টেটরদের ফতোয়া ছাড়া সমস্ত ডিসিপ্লিনই একরকম করে পিয়ার অথবা প্রিয়ার প্রেশার হয়েই আসে। যেমন, মেদহীন হওয়ার প্রেশার, কোলেস্টেরলহীন খাবারের প্রেশার, কালোদের নিগ্রো না বলার প্রেশার, ধূমপান না করার প্রেশার ইত্যাদি ইত্যাদি। যারা পিয়ার প্রেশারিত হয়, তাদেরও একটা অর্জ থাকে, আকর্ষণীয় এবং/অথবা অ্যাক্সেপ্টেড হবার আর্জ। কোনোটাই খুব অস্বাভাবিক নয়। এরকমই তো হয়।
  • pi | ২৬ নভেম্বর ২০১১ ১২:২৮ | 72.83.76.29
  • স্ট্রিক্টলি স্পিকিং, প্রিয়ার ( বা প্রিয়র) প্রেশার দ্বারা কন্ডিশনিং খারাপ এরম কোন বক্তব্য আমার নেই, সেটা ব্যক্তিগত সম্পর্কের বোঝাপড়ার ব্যাপার, খারাপ কে, কিন্তু সেই প্রেশারগুলো সমাজের পিয়ার প্রেশার দিয়ে ডিক্টেটেড হলে সেটা ভাল মনে হয়না।
  • kc | ২৬ নভেম্বর ২০১১ ১২:০৯ | 178.61.96.29
  • 'প্রিয়ার প্রেশার' জব্বর হইছে। ডিক্ষনারিতে অন্তর্ভুক্তির দাবী রাখে।
  • pi | ২৬ নভেম্বর ২০১১ ১২:০৬ | 72.83.76.29
  • ওহ ! ঃ)

    হ্যাঁ, ওটা আকাদা ভালো কইতে পারবে ;-)
  • pi | ২৬ নভেম্বর ২০১১ ১২:০৫ | 72.83.76.29
  • :D:D দার নামটা এইভাবে লিখলে ঠিক হয় ঃ)
  • Tim | ২৬ নভেম্বর ২০১১ ১২:০৪ | 24.13.11.220
  • প্রিয়ার প্রেশার? ঃ-)
  • pi | ২৬ নভেম্বর ২০১১ ১২:০২ | 72.83.76.29
  • হ্যাঁ, বাড়াবাড়ি, পাগলামির পর্যায়ে চলে না গেলে তো মন্দ না।
    সে ফিগার নিয়েই হোক কি রূপ নিয়ে।
    আর ভালো ফল টল যাই থাক না ক্যানো, এগুলো করার ইচ্ছে অনিচ্ছে আদতে খুব সাবজেক্টিভ। সেইমত যে যার যতটুকু ইচ্ছে হয়, করলে, বা র‌্যাদার, করতে দেওয়া হলে মন্দ তো কিছু না।
    খারাপ হল, প্রিয়ার প্রেশারের চোটে, কন্ডিশনিং এর ঠ্যালায় সবার মধ্যে ইচ্ছে তৈরি করে চলা, র‌্যাদার না হলে কী অনর্থ হয়ে যাবে, এই ভয় জাগিয়ে তোলা।
    সৌন্দর্যের একটা সামাজিক সংজ্ঞা তৈরি করে সেই ছাঁচে সবাইকে ফেলে দেবার চেষ্টাটা ভালো নয়।
  • k | ২৬ নভেম্বর ২০১১ ১১:৫৭ | 59.164.188.89
  • 'সেদিন একটা বিয়ের বউকে দেখলাম,এম্নি মেকাপ দিয়েছে যে মনে হচ্ছে সেরামিকের মুখোস পরে বসে আছ। চীনামাটীর পুতুল যেম্নি হয়। সে ভালো করে হাসতেও পারছে না। পাছে গাল দুটো ঝন ঝন করে ভেঙে যায়।' :D :D :D
  • kc | ২৬ নভেম্বর ২০১১ ১১:৪৮ | 178.61.96.29
  • রূপচর্চা করা ভালো স্বভাব। লোকে শরীর সচেতন হয়। গরম জলে একটু শ্যাম্পু দিয়ে পা ডুবিয়ে বসে থেকে ঘসে ঘসে ময়লা তুলে এক্টু ক্রিম মাখালে ঝরঝরে লাগে, ভাল ঘুম হয়। মুখে ভেপার নিলে আরাম লাগে। মাথায় মেহেন্দি লাগালে গরম মাথা কিছুক্ষণের জন্য ঠান্ডা থাকে। রূপচর্চা করা স্বাস্থ্যকর-নীরোগ জীবনযাপনের একটি গুরুত্বপুর্ণ ধাপ।
  • pi | ২৬ নভেম্বর ২০১১ ১১:৪১ | 72.83.76.29
  • এখানে আফ্রিকান আমেরিকানদের সাদা হবার কোন শখ নেই বলেই মনে হয়।
    ওরাঁ প্রচণ্ড (বেশি) রকমের ফ্যাশন সচেতন বলে মনে হয়েছে, কিন্তু তার মধ্যে দিয়ে নিজেদের লুক, ট্র্যাডিশনাল হেয়ার স্টাইল ইত্যাদি 'নিজস্ব' ব্যাপারগুলো খুব বেশিরকম ভাবেই ধরে রাখতে চান, এটাও মনে হয়েছে।
  • pi | ২৬ নভেম্বর ২০১১ ১১:৩৮ | 72.83.76.29
  • * 'সাবেকী' হুজুগ নিয়ে একজনের লেখা
  • pi | ২৬ নভেম্বর ২০১১ ১১:৩৭ | 72.83.76.29
  • বহুত ভালো মার্কেট ছিল ওটা।
    এই প্রসঙ্গে মনে পড়লো, এই পুরানো বাজারে আগুন লাগা আর ঐ এলাকাতে নতুন শপিং মল গজানোর কার্যকারণ সম্পর্ক নিয়ে কোন একটা লেখা পড়েছিলাম।

    ডিঃ এখানে এরকম হয়েছে, এমন কিছু বলছিনা।
  • dd | ২৬ নভেম্বর ২০১১ ১১:৩৬ | 124.247.203.12
  • হরপ্পাতে লিপস্টিক গোছের জিনিস পাওয়া গেছে,মিশরেও এই সব রং ব্যাভার করতো পিরামিদের যুগে।

    এখন একটা পোবোন্ধো লিখছি Indra: an unautorized biography"। তার জন্নে বই পত্তর ছাড়াও নেটে খুব সার্চাই। ভারতে এই ফর্সা হবার বাতিকতা প্রায় পাঁচ হাজার বছরের পুরোনো।

    যেখানে সাদা কালো দু রকমই থাকে, যেমতি লাতিন আম্রিগায়। সেখানেও কি এমন্টি আছে? এই ফসসা হবার সখ? কেউ জানে? কেউ গিয়ে থেকেছে হোথায়?
  • pi | ২৬ নভেম্বর ২০১১ ১১:৩০ | 72.83.76.29
  • তবে তাঁর কাছে এই ফস্‌সা হবার হুজুগ নিয়ে জানার ছিল। 'সাবেকী' আমলে এটা কতটা ছিল ?
  • pi | ২৬ নভেম্বর ২০১১ ১১:২৮ | 72.83.76.29
  • রূপচর্চার 'সাবেকী' হুজুগ নিয়ে নামে একজনের বেশ ইন্টারেস্টিং লেখা পড়েছিলুম গুরুতে ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত