এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kiki | ২৭ নভেম্বর ২০১১ ১৯:২৫ | 59.93.209.90
  • ঐ, আবার ছড়িয়েছি।ঃ(

    লোকজন হিরন্ময় নীরবতা পালন কচ্ছে।আর পেরে উঠলাম্না।(নিজেকে নিয়ে)
  • maximin | ২৭ নভেম্বর ২০১১ ১৬:১৩ | 59.93.242.214
  • রবিবারে সব ঘুম লাগাচ্ছে নাকি?
  • kiki | ২৭ নভেম্বর ২০১১ ১৩:৫৭ | 59.94.2.206
  • একি!
    যাগ্গে সত্যের খাতিরে কয়ে যাই, আগেও কিছু অনর্থ দেখতে হয় নি বা শুনতে হয়নি। দিনকাল খারাপ। ডিঃ দেওয়া ছাড়া গতি নাই।

    কিন্তু অ্যাপোলো-র ফুল বডি টেষ্ট এর কান্ড নিয়ে দুচারখান কথা ছিলো। সে যাগ্গে।
  • kiki | ২৭ নভেম্বর ২০১১ ১২:৫৪ | 59.94.2.206
  • তবে এনিয়ে একটা ঘটনা মনে পরে গেলো। সে অনেক দিন আগের কথা। কাগজে একটা খবর বেরিয়েছিলো। এক ফিলিপিনো(?) রিক্সাওলার বউ জানতে পেরেছিলো লোকটা অন্য কোথায় কি একটা ................. তো বউটা কি করেছে, প্রচুর নেশা করিয়ে,ইসে একটু অসব্য মতো, বিশেষ একটা কিছু কুঁচ করে কেটে বেলুনে করে উড়িয়ে দিয়েছিলো। তা সেটা আমি পড়ে শুনিয়েছিলাম আর তাতে বেশ ভালো আইডিয়া এটাও জানাতে ভুলিনি। তারপর চোখের সামনে অনর্থ কিছু দেখতে হয় নি।ঃ)
  • kiki | ২৭ নভেম্বর ২০১১ ১২:৫০ | 59.94.2.206
  • অ! তাই বলো, কাল যখন রূপকথার রাজ্যে চড়ে বেড়াচ্ছিলুম তখন একজন, আড়ি করে বসে ছিলো যে , কেমন একটা ভীতু কাঁচুমাচু হয়ে এসে এরম একটা কি শোনাচ্ছিলো। আমি তখন তত খেয়ালাই নাই।আবার গা গোলাচ্ছে টোলাচ্ছে বলছিলো। এই ব্যাপার!
  • Bratin | ২৭ নভেম্বর ২০১১ ১২:২৯ | 117.194.101.151
  • কবি বলেছেন ' দুর্বৃত্তের ছলের অভাব হয় না' ঃ-))
  • byaang | ২৭ নভেম্বর ২০১১ ১২:২৩ | 122.178.234.21
  • এক্ষুনি যা ঘটে গেল, সেটা না লেখাটা সত্যগোপণ করার মতন অন্যায় হবে, তাই লিখছি।

    এতক্ষণ আমার খুব কাছের একজন পাশের ঘরে চাদরমুড়ি দিয়ে ঘুমোচ্ছিলেন। মনে আশা ছিল ঘুম থেকে উঠে গরম গরম খাবার পাবেন। এর আগে আমি ওনার ঘুমের মধ্যে যা কিছুই বলেছি, শুধিয়েছি "হুঁ, ওক্কে'' ছাড়া আর কোনো উত্তর পাই নি। তো আজকে, ফরিদার দেওয়া সংবাদটিও ওনাকে শোনাতে গেলাম। খুনের নিষ্ঠুরতায় জোর না দিয়ে, সংবাদে প্রকাশিত নীচের তলার যে লোকটি কোর্মা রান্নার গন্ধে আকৃষ্ট হয়ে নেমন্তন্ন পাওয়ার লোভ উপরে উঠে এসেছিল, তার হ্যাংলা প্রবৃত্তিটাকে হাইলাইট করে আমি হ্যা হ্যা করে হাসতে হাসতে গল্পটা শোনাচ্ছিলাম।
    কী বলব, জীবনে প্রথমবার দেখলাম ভদ্রলোক চাদর মুড়ি খুলে একদম তড়াক করে সোজা হয়ে বসলেন। আর তারপর যা বললেন, তাতে আমার কান-মন সব জুড়িয়ে গেল। খুব গম্ভীরমুখে বললেন "আজ ভজহরি মান্না থেকে খাবার নিয়ে আসি?''
    বললাম, "ওমা সে কী কথা, আমি তো এক্ষুনি রান্না চাপাতে যাচ্ছিলাম!'' ভদ্রলোক বললেন "নাঃ, নিয়েই আসি''
  • kc | ২৭ নভেম্বর ২০১১ ১২:২২ | 178.61.96.29
  • ফরিদার 11:57 AM এর গদ্যকবিতাটা খাসা হয়েছে। আমি এটা কিছুদিন ইউজ করব।
  • ppn | ২৭ নভেম্বর ২০১১ ১২:১৫ | 122.252.231.10
  • কিন্তু কোশ্নটা হল নয়দা এক্ষপ্রেসের কুকুরকে ঘি-মাখন-ভাজা চিনি কে খাইয়ে গেল!
  • byaang | ২৭ নভেম্বর ২০১১ ১১:৫৮ | 122.178.234.21
  • ঃ-)))
  • pharida | ২৭ নভেম্বর ২০১১ ১১:৫৭ | 182.68.82.126
  • সে আমি শোনাবো? শোনাতে পারব? অফিস টাইমে নয়দা এক্সপ্রেস রোডের ওপর এক ঘিয়ে ভাজা কুকুর রাস্তা পার হয় - সে প্রায় অন্ধ - হাসতে হাসতে সুন্দর দেখতে গাড়িরা হুশহাশ হাওয়া লাগিয়ে বেড়িয়ে যাচ্ছে - সেইসব গড়ির মুখ কেমন তা বলা যায়?

    সেই হাসি লিখব আমি?

    আমি সবসময়ে হাতের কাছি মোবাইল রাখি - তাতে শর্টকাট সেট করা আছে দু চারজন বন্ধুদের - বিপদ বুঝলে খবরটা তাড়াতাড়ি দেওয়া যাবে।
  • byaang | ২৭ নভেম্বর ২০১১ ১১:৪৮ | 122.178.234.21
  • কেউ ভাবে না কে বলল? ইনশিওরেন্স কোংরা ভাবে না? যাতে ভাবে তার জন্য মাসে মাসে টাকা ভরেন না?
  • byaang | ২৭ নভেম্বর ২০১১ ১১:৪৭ | 122.178.234.21
  • কীরম মুখ কীরম মুখ? শুনি শুনি?
  • pharida | ২৭ নভেম্বর ২০১১ ১১:৪৬ | 182.68.82.126
  • ব্যাঙ এর ১১।০৪ am পোস্টের লাস্ট লাইন - আর সেটা পড়ার পর কাছের একজনের মুখ - নাঃ, হিমালয়েই যেতে হবে -

    আমাদের কথা হায় কেউ ভাবে না। কেউ না। কীভাবে প্রাণ হাতে করে দুরু দুরু বুকে ঘর করে যাই !!
  • u | ২৭ নভেম্বর ২০১১ ১১:২১ | 59.164.189.210
  • "কথাকলি' কে "kathakali'-ই লেখে, কিন্তু উচ্চারণ করে কতাকলি।
  • kc | ২৭ নভেম্বর ২০১১ ১১:১১ | 178.61.96.29
  • আমার ক্ষুনও চাপ নাই। রেড মিট বাড়িতে আমিই রান্না করি। তবে কবে রেড মিট হবে সে সিদ্ধান্ত আমার হয়না।
  • byaang | ২৭ নভেম্বর ২০১১ ১১:০৭ | 122.178.234.21
  • নিশিকান্ত, তোমার প্রশ্নের উত্তর জানা নেই। এরা কীভাবে বানান লেখে নো আইডিয়া! এদের স্ক্রিপ্ট আমি পড়তে পারি না। কাউকে জিজ্ঞেস করে তোমাকে উত্তরটা জানাব।
  • ppn | ২৭ নভেম্বর ২০১১ ১১:০৬ | 112.133.206.18
  • বাড়িতে রেড মিট বন্ধ খাওয়া করতে হবেই দেখছি!
  • byaang | ২৭ নভেম্বর ২০১১ ১১:০৪ | 122.178.234.21
  • ধুস, এটা একটা আইডিয়া হল! ঘুমের ওষুধ মিশিয়ে চা বানাও রে, তারপর ঘুমিয়ে পড়লে মুখে বালিশচাপা দিয়ে তার উপর উঠে বস রে, তারপর চিরতরে অক্কা পেলে টুকরো করে কাট রে, পেঁয়াজ-রসুন অদিয়ে মশলা গরগরে করে কোর্মা রাঁধ রে, বাকি বডিটা ট্রাঙ্কে লুকাও রে! কে নেয় এত ঝামেলা! তারচেয়ে রোজের রান্নার সময়ে নিজের আর বাচ্চার ভাগ তুলে রেখে বাকিটুকু আচ্ছা করে ঘি-মাখন দিয়ে লালচে করে ভাজা চিনি দিয়ে রাঁধলেই হল। ছমাসের মধ্যে দরদরিয়ে ঘাম, বুকে ব্যথা, ইত্যাদি।।
  • pi | ২৭ নভেম্বর ২০১১ ১০:২০ | 72.83.76.29
  • এই সাবধানবাণী থাকার পরও ফরিদাদা এটা দিলে ! ঃ)

    Please don't give ideas to Indian housewives battling price hike and shortage of food to feed their children.

    তবে বাকি মন্তব্যগুলো ... ঃ)
  • Bratin | ২৭ নভেম্বর ২০১১ ০৯:৫৯ | 117.194.98.214
  • শ্রীমতি দুখে কি গুরু পড়েন? ঃ-))
  • dukhe | ২৭ নভেম্বর ২০১১ ০৮:৫৬ | 14.96.207.160
  • আঁই ব্বাপ !
    কাল গিন্নি বিরিয়ানি রাঁধলেন । অথচ আমার হাত পা এখনো আস্ত !
  • pharida | ২৭ নভেম্বর ২০১১ ০৮:৩৪ | 182.68.192.224
  • কালকের কাগজে এই হাড় হিম করা খবর দেখে এখোনো মাঝে মাঝে শিউরে উঠছি - বৌ রান্না জানে না বলে নিজে প্রবোধ দিচ্ছি কিন্তু যেই মনে পড়ছে চলিশ এখোনো পেরোয় নি- আবার গুটিয়ে যাচ্ছি -

    বাকিদের জ্ঞাতার্থে ঃ
    http://www.hindustantimes.com/world-news/Pakistan/Pakistani-woman-kills-tries-to-cook-hubby/Article1-773498.aspx
  • nk | ২৭ নভেম্বর ২০১১ ০১:০১ | 151.141.84.194
  • কেকে, আছো?
  • nk | ২৭ নভেম্বর ২০১১ ০১:০০ | 151.141.84.194
  • ব্যাং, একটা প্রশ্ন ছিলো। দক্ষিণী উচ্চারণে ত বলতে যদি লেখে th, তাহলে থ কীভাবে বোঝায়? মানে ধরো, "কথাকলি", এটা কীভাবে লেখেন ওনারা?
  • kc | ২৭ নভেম্বর ২০১১ ০০:২৬ | 178.61.96.29
  • বদামি আর কাকে বলে!! ন্যাড়াদার লিস্টিটায়, রবিশঙ্করের আর বিলায়েৎ খানের নাম খুঁজে পেলামনা। অথচ এই দুজনকে ছাড়া হিন্দুস্তানি ইনস্ট্রুমেন্টাল কবন্ধের মত।
  • g | ২৭ নভেম্বর ২০১১ ০০:২৬ | 59.164.98.209
  • আইঢাই করছে।
  • Bratin | ২৭ নভেম্বর ২০১১ ০০:১৬ | 117.194.97.18
  • কাটি। সব্বাই কে শুভ রাত্রি/দিন।
  • kc | ২৭ নভেম্বর ২০১১ ০০:১৫ | 178.61.96.29
  • মানে তুমি কি পুরো ঐ ৪৪ পাতা পিডিএফে যত আছে সব একসাথে চাইছ?
  • Bratin | ২৭ নভেম্বর ২০১১ ০০:১০ | 117.194.97.18
  • মামাদের নিজেদের পুকুরের মাছ। ওর টেস্ট যাতা। এর সাথে কাঁকড়ার ঝাল।
  • nyara | ২৭ নভেম্বর ২০১১ ০০:০৯ | 122.172.26.182
  • আগে থেকে অর্ডার-ফর্ডারের চক্কর ছাড়া আর কোথাও নেই? ওয়েবে?
  • kc | ২৭ নভেম্বর ২০১১ ০০:০৮ | 178.61.96.29
  • আগে থেকে অর্ডার দিলে ওরা আনিয়ে দ্যায়। আমি অনেকগুলো ওখানথেকেই পেয়েছি।
  • ppn | ২৭ নভেম্বর ২০১১ ০০:০৮ | 122.252.231.10
  • দই-কাতলা মাইক্রোতে স্যাটি করে হয়।
  • nyara | ২৭ নভেম্বর ২০১১ ০০:০৬ | 122.172.26.182
  • মেলডিতে ক্যাটালগ ধরে পাব? গুড তো।
  • kc | ২৭ নভেম্বর ২০১১ ০০:০৬ | 178.61.96.29
  • ন্যাড়াদা, মেলডি, গোলপার্ক।
  • ppn | ২৭ নভেম্বর ২০১১ ০০:০৫ | 122.252.231.10
  • আমার তো কাতলাই ভালো লাগে।
  • Bratin | ২৭ নভেম্বর ২০১১ ০০:০৪ | 117.194.97.18
  • দিদিমা খুব ভালো দই মাছ করতো!
  • nyara | ২৭ নভেম্বর ২০১১ ০০:০৪ | 122.172.26.182
  • কেসি, আকাশবাণীর আর্কাইভাল সিডি কোথায় পাওয়া যাবে? মিউজিক ওয়ার্ল্ড ধরণের দোকানে ছুটকো-ছাটকা পাওয়া যায়, কিন্তু ক্যাটালগ ধরে কোথাও পাওয়া যায়? বিশেষতঃ ওয়েব ওর্ডারে?

    http://www.allindiaradio.org/Akashvanisangeet/akashvanisangeet.pdf
  • kc | ২৭ নভেম্বর ২০১১ ০০:০৩ | 178.61.96.29
  • কাতলা দিয়ে।
  • Bratin | ২৭ নভেম্বর ২০১১ ০০:০২ | 117.194.97.18
  • আচ্ছা দই মাছ কি কাতলা দিয়ে ভালো হয়? নাকি রুই?
  • ppn | ২৭ নভেম্বর ২০১১ ০০:০১ | 122.252.231.10
  • পালংশাক, ফুলকপির ডালনা, মুসুর্ডাল, রাঙালুভাজা, দই-কাতলা।
  • Bratin | ২৬ নভেম্বর ২০১১ ২৩:৪৯ | 117.194.97.18
  • যাতা তো!!!

    আমাদের নিম বেগুন, কি একট শাক (টিভির দিকে চোখ তো!!), পোস্ত ভাজা আর মছের ঝোল
  • kc | ২৬ নভেম্বর ২০১১ ২৩:৪৭ | 178.61.96.29
  • বোতীন,
    উচ্ছেসেদ্ধ, পাঁঠার মাংস আলু সহ, ভাত। টোটাল স্যাটি।
  • Bratin | ২৬ নভেম্বর ২০১১ ২৩:৪১ | 117.194.97.18
  • এই যে kc, ছুটির দিনে মেনু ট বলে ফ্যালো দেখি?
  • kc | ২৬ নভেম্বর ২০১১ ২৩:৩৮ | 178.61.96.29
  • প্পন আর টিমভাইএর জন্য,
  • Bratin | ২৬ নভেম্বর ২০১১ ২৩:৩৭ | 117.194.97.18
  • মিনি দির দাবি কী?
  • maximin | ২৬ নভেম্বর ২০১১ ২৩:২০ | 59.93.193.150
  • ঐতিহ্যের কথাই যখন উঠল -- কোন মাঠে প্রথম?
  • maximin | ২৬ নভেম্বর ২০১১ ২৩:১৯ | 59.93.193.150
  • কোন মাঠে প্রথম ফুটবল খেলেছিল বাংলার মানুষ?
  • ppn | ২৬ নভেম্বর ২০১১ ২৩:১৯ | 112.133.206.18
  • থাক, থাক। ঠাকুরকে স্মরণ করে একটু উচ্ছেসেদ্দ খেয়ে আসো।
  • nyara | ২৬ নভেম্বর ২০১১ ২৩:১৭ | 122.172.26.182
  • ঐ যে ব্রতীন বলল - ঐতিহ্য।

    ভারতের স্বধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী, মাস্টারদা, ক্ষুদিরামের সঙ্গে যার নাম এক নিশ্বাসে উঠে আসে তার নাম মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। এর সবুজে যে তারুণ্য, এর মেরুনে যে ইয়ে - তার জন্যে আপামর ভারতের স্বাধীনতাকামী জনতার চোখে এই দলই একমাত্র জাতীয় দল খেতাবে পেতে পারে।

    - ভারতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, যোগেশচন্দ্র বাগল
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত