এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ০১ ডিসেম্বর ২০১১ ০৩:১৫ | 128.231.22.133
  • কিন্তু আমি এখন আর নেই।
  • pi | ০১ ডিসেম্বর ২০১১ ০৩:১২ | 128.231.22.133
  • হ্যাঁ, টইতে নিজ দায়িত্বে যা ইচ্ছা দেওয়া যায়।
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ০৩:১০ | 59.93.193.211
  • পাবলিশড লেখা কি টইতে দেওয়া যায়?
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ০৩:০৯ | 59.93.193.211
  • পাই আছো? একটা কথা জানতে চাই।
  • nk | ০১ ডিসেম্বর ২০১১ ০৩:০৮ | 151.141.84.194
  • নিশি আবার থাকবে কোথায়? নিশুতিপুরে থাকে। ঃ-)
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ০৩:০৮ | 59.93.193.211
  • এখানে তো রাত তিনটে।
  • nk | ০১ ডিসেম্বর ২০১১ ০৩:০৭ | 151.141.84.194
  • তবে আগে অরিজিৎ স্যান ব্ল্যাংক অক্ষ যোষিতা বোধি বাপ্পা ওরা যখন আসতো তখন রাজনীতির আলোচনা ও অনেক ব্যালেন্সড হতো, বেশ মনোজ্ঞ হতো। ওরা তো আসেন না আর। ঃ-(

    রাজনীতি তার মতন থাক, অন্য কিছু আলোচনায় তো অসুবিধা নেই ম্যাক্সিদি। কফি হাউসে কাব্যকবিতা কাহিনি কি ভ্রমণ কি দর্শন আলোচনাও তো কম হয় নি। ঃ-)
  • pi | ০১ ডিসেম্বর ২০১১ ০৩:০৭ | 128.231.22.133
  • ছোটবেলার গপ্পো লিখলে পারো তো !
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ০৩:০৭ | 59.93.193.211
  • নিশি থাকেন কোথায়?
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ০৩:০৪ | 59.93.193.211
  • আর যাব না রাজনীতি টইতে।
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ০৩:০২ | 59.93.193.211
  • কিন্তু আমার এসবে মাথা ঘামানোর ইচ্ছে হয়নি। ছোটবেলায় ওভারডোজ হয়েছিল।
  • nk | ০১ ডিসেম্বর ২০১১ ০৩:০০ | 151.141.84.194
  • ম্যাক্সিদি, গুরুতে এম্ফাসিস হোলো রাজনীতি। বাই ডিফল্ট রাজনীতি থাকবেই, বাকী সব আস্তে আস্তে প্রয়োজন বা সিচুয়েশন অনুসারে আসে। ঃ-)
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ০২:৫৮ | 59.93.193.211
  • গুরুতে এসে রাজনীতির তর্কের ফাঁদেই পড়ে গেলাম। গল্পের বই পড়া আর হচ্ছেইনা। ঘুম টুমও উঠে গেল মাঝখান থেকে।
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ০২:৫৫ | 59.93.193.211
  • ঠিক যেন নদীর পাশে দাঁড়িয়ে থাকা অশ্বত্থ গাছ, মানুষেরা হাসতে হাসতে কাঁদতে কাঁদতে ভালোবাসতে বাসতে রাগ করতে করতে তার পাশ দিয়ে বয়ে চলে যাচ্ছে জন্ম উৎস থেকে মরণমোহনার দিকে।

    কলম অক্ষয় হোক নিশি।
  • nk | ০১ ডিসেম্বর ২০১১ ০২:৫২ | 151.141.84.194
  • আরে আমার এরকম একটা ইন্টান্যাশনাল ট্রান্সপোর্ট কোং খোলার ইচ্ছে ছিলো। শাঁ করে উঠে গিয়ে রেফ ফ্রেমের বাইরে স্থির হয়ে যাবে যান, নীচে পৃথিবী বোঁ করে ঘুরে যাবে, যেখানে টার্গেট সেখানে শাঁ করে নেমে আসলেই হবে। কম ফুয়েলে দ্রুত ট্রাভেল। ঃ-)
  • Tim | ০১ ডিসেম্বর ২০১১ ০২:৪৮ | 198.82.20.127
  • আরে না না, খুব সায়েন্টিফিক ব্যাপার। জানলা দিয়ে লাফিয়ে স্থির হয়ে গ্যালো শূন্যে। আর ওদিকে পিথিবি তো ঘুচ্চে। যেই একপাক ঘুরে নিউ ইয়র্ক এসে গ্যাছে অমনি টুপ করে নেমে এলো।
  • nk | ০১ ডিসেম্বর ২০১১ ০২:৪০ | 151.141.84.194
  • সাউথ ইন্ডিয়া থেকে নিউ ইয়র্ক এক লাফে? কোন্‌ সিনেমা টিম? ঃ-)
    (এ যে হনুমানের কেস! এক লাফে কৈলাশ চলে গেল বিশল্যকরণী আনতে-সেইরকম ইয়ে ব্যাপার! ঃ-) )
  • Tim | ০১ ডিসেম্বর ২০১১ ০২:৩৩ | 198.82.20.127
  • রবিন উইলিয়াম্‌স কে আমার ভাল্লাগেনা। বড়ো উচ্চকিত।
  • nk | ০১ ডিসেম্বর ২০১১ ০২:২৭ | 151.141.84.194
  • কেকে, বাইসেন্টেনিয়ালের মূল কাহিনিটা সিনেমার থেকে অনেক বেশী ভালো লেগেছিলো আমার, কেমন একটা কালস্রোতের ব্যাপার যেন ছোঁয়া যায় সেখানে, ছোট্টো ছোট্টো লিটল মিস রা বড়ো হয়ে যায় বুড়ো হয়ে যায় কিন্তু
    রোবট থেকে যায় একইরকম, সে একে একে বদলাতে থাকে তার চেহারা, অঙ্গপ্রত্যঙ্গ, কিন্তু সেই যে সেই মনটা লিটল মিসকে কাঠের খেলনা বানিয়ে দিতো-সেই মনটা একই থেকে যায়। ঠিক যেন নদীর পাশে দাঁড়িয়ে থাকা অশ্বত্থ গাছ, মানুষেরা হাসতে হাসতে কাঁদতে কাঁদতে ভালোবাসতে বাসতে রাগ করতে করতে তার পাশ দিয়ে বয়ে চলে যাচ্ছে জন্ম উৎস থেকে মরণমোহনার দিকে।
    বোঝাতে পারছি না, অবশ্য অ্যাসিমভের মুনশিয়ানা বোঝাতে পারবো এত জোর তো নেই ও।
  • Tim | ০১ ডিসেম্বর ২০১১ ০২:২৩ | 198.82.20.127
  • রজনীকান্তের একটা সিনেমার গল্পই শুনেছি। ঠিক সিনেমা না, সত্যি ঘটনা জানা নেই। সাউথ ইন্ডিয়ার বাড়ির জানলা দিয়ে লাফিয়ে নিউ ইয়র্ক চলে যাওয়া ছিলো সেখানে।
  • Tim | ০১ ডিসেম্বর ২০১১ ০২:২১ | 198.82.20.127
  • আমি তো দুইখান লার্স ভন ত্রায়ার এনে রেখেছি। তবে ওভারডোজ হয়ে গেলে কি হবে ভেবে একটা ত্রুফোর সোজা সরল সিনিমাও এনে রাখলাম। বিষম খেলে ঐটে চালাবো।
  • nk | ০১ ডিসেম্বর ২০১১ ০২:২০ | 151.141.84.194
  • হেই টিম, রজনীকান্তের সিনেমাটার নাম কী? সেই যে রোবট বানাতো আর নাচতো একটা লোক?
  • kk | ০১ ডিসেম্বর ২০১১ ০২:১৯ | 76.114.73.71
  • আমার আবার বাইসেন্টিনিয়াল ম্যান ভালো লাগেনি। বড্ড টেনেছে মনে হয়েছে।
  • nk | ০১ ডিসেম্বর ২০১১ ০২:১৮ | 151.141.84.194
  • আই রোবট দেখেছি, কিন্তু এত স্পীডে মারামারি চললো যে দেখতে না দেখতেই সব ফুরুৎ! ঃ-)
    তবে বাইসেন্টিনিয়াল ম্যান ভালো লাগলো। সময় ছিলো না বলে শেষ দিকে খানিক স্কিপিয়ে দেখলাম, তবু চমৎকার! ঃ-০
  • Tim | ০১ ডিসেম্বর ২০১১ ০২:১৪ | 198.82.20.127
  • হিন্দিতেও করতে গেছিলো, কিন্তু সেটা ঐরাবৎ হয়ে হাতির সিনেমা হয়ে গ্যালো বলে রিলিজ করেনি।
  • Tim | ০১ ডিসেম্বর ২০১১ ০২:১৩ | 198.82.20.127
  • আই রোবোট দেখো। রোবোটের হদ্দমুদ্দ।
  • nk | ০১ ডিসেম্বর ২০১১ ০২:১২ | 151.141.84.194
  • হিন্দি ই বা কম যায় কীসে টিম? কী একটা হিন্দি রোবটের সিনেমা দেখছিলাম, বাপরে কী হুড়ুঅম্‌ধাড়াম! একটা লোক আবার রোবট স্টাইলে নেচে গেল। ঃ-)
  • kk | ০১ ডিসেম্বর ২০১১ ০১:৫৯ | 76.114.73.71
  • নাঃ, পড়িনি।
  • Tim | ০১ ডিসেম্বর ২০১১ ০১:৫৮ | 198.82.20.127
  • আরে ডন পার্ট টু হচ্চে! জান্তামি না। ট্রেলার দেখে তো আমি ইম্প্রেসড। ভাষা হিন্দি নাহলে হলিউডি মুভি ভাবতুম। ঃ-)
  • nk | ০১ ডিসেম্বর ২০১১ ০১:৫৩ | 151.141.84.194
  • কেকে, কয়েকজন যুবক মিলে একটা ছোটো কারখানা বানিয়েছে, সেটা এতো ছোটো মাত্র কয়েকজন কর্মী, তাই আইনে সেটাকে কারখানা বলাই যায় না। এদিকে সেটার জন্য পরিবেশদুষণ হয়, তাই কীসব জটিলতা দেখা দিয়েছিলো, তিন অংশীদারের মধ্যে একজন বেশ ভালো ছেলে,তার কীযেন অসুখ হয়েছে,কিন্তু সে বলে না। এদিকে দরিদ্র কর্মীর যাতে হেল্‌থ হ্যাজার্ড না হয় সেইজন্য সে স্টেপ নিতে চায়, অংশীদারেরা দেয় না--এইধরনের গল্প।
    আরেকবার পড়তে খুব ইচ্ছে করে। আশা করছি শীঘ্র কোথাও উঠে পড়বে। এটার বই হয়েছিলো বলে শুনেছি।
  • kk | ০১ ডিসেম্বর ২০১১ ০১:৩০ | 76.114.73.71
  • শেষ রূপকথা? নামটা চেনা চেনা লাগছে। কিন্তু আর কিছু মনে নেই তো! কি গল্প একটু বলো তো।
  • nk | ০১ ডিসেম্বর ২০১১ ০১:২৭ | 151.141.84.194
  • এই তো কেকে রয়েছেন আজ। কতদিন ধরে জিগ্গেস করবো ভাবি, হয়ে ওঠে না।
    কেকে, "শেষ রূপকথা" বলে কোনো কাহিনির কথা মনে পড়ছে? সম্ভবত উপন্যাস। কোনো একবার কোনো পুজোসংখ্যায় বেরিয়েছিলো, কোন ম্যাগাজিন সেটা খেয়াল হয় না, তবে দেশ বা শুকতারা না।
  • Tim | ০১ ডিসেম্বর ২০১১ ০১:২৫ | 198.82.20.127
  • হুতোদা কি হিসেবের খাতায় লিখলো এটা? গোলা হয়েছে।
  • kk | ০১ ডিসেম্বর ২০১১ ০১:২০ | 76.114.73.71
  • ব্যোমকেশ ও বরদা তো গোয়েন্দা গল্পই। আরেম আগেই ঠিক উত্তর দিয়ে দিয়েছেন, প্রিয় চরিত্র। তাই আর ওটা রিপিট করিনি।
  • nk | ০১ ডিসেম্বর ২০১১ ০১:১৮ | 151.141.84.194
  • ব্যোমকেশ ও বরদা।
  • Lama | ০১ ডিসেম্বর ২০১১ ০১:০৪ | 117.194.228.21
  • হুম....কাজের সময় কবিতা- অনেকটা সাধক রামপ্রসাদ কাটিং
  • r2h | ০১ ডিসেম্বর ২০১১ ০০:৫৯ | 198.175.62.19
  • জ্বলে পিত্ত প্রখর বড় খিস্তি মুখর
    আর চিত্ত আঁচড় ঘষে দেওয়ালে নখর
    বড় মিষ্ট সভায় দারু চিনির দ্বীপে
    পোড়া উদর গুলায় সুধীজন সমীপে
    যদি ইয়াক ইয়াক বমনোদ্রেকে লোক
    বলে পাঁশ ছাই ধুর তবে তাই নয় হোক
    তবে আসমানে মেঘ আর ফুলশাখে দোল
    আর সমস্কিতের ঢাক মাংসের ঝোল
    ঘাড়ে ট্যালকম আড় চোখে খমক জমক
    গিলা লম্বশাটে গাঁটে গোপন চমক
    এই বোতলে বোতল শিশি পারফ্যুমারীর
    হোক আদম হবার নীল ছবি সুমারী
    হোক কার তাতে কি ঘৃত পান্তা ভাতে
    শুধু মিষ্ট বড়ই এই ভোজসভাতে
    কিছু ক্লিষ্ট এবং কবি গাম্বাট ঘোর
    কবি লোকাল এবং তার রসবোধে চোর
    তার মদে পড়ে মাছি তার সিনেমাতে কাঁচি
    তার ভীড় ট্রামে হাঁচি তার নোংরা ঘামাচি
    তার বেনাবনে দোলে চারু চন্দ্রানী পার্ল
    তার চল্লিশে ছানি আধো চিয়ারিও গার্ল
    এই চারু সভাতে বড় মিষ্ট এবং বড়
    পিঠোপিঠি গুণিজন নিকাশে দড়
    যদি বেগ চেপে যায় যদি জলে ওঠে ঝাঁট
    যদি ইয়াক ইয়াক যদি চুকে বুকে পাট
    যদি কুহুতে কেকায় বোঁজে বায়সের স্বর
    তবে কার তাতে কী, শুধু লুঙ্গীমুখর
    এই গহন দিনে লোকে লম্বশাটে বলে মধুময় দিন
    কবি পীড়ের কৃপায়, পীড় খুবি ক্ষমাহীন
  • kk | ০১ ডিসেম্বর ২০১১ ০০:৪০ | 76.114.73.71
  • সত্যান্বেষী তিন নম্বর গল্প। প্রথম দুটো হলো পথের কাঁটা আর সীমন্ত হীরা। কি ঠিক আছে?
  • Lama | ০১ ডিসেম্বর ২০১১ ০০:৩৮ | 117.194.228.21
  • টিগিডিগিঢিশ...টিগিডিগিঢিশ
  • Lama | ০১ ডিসেম্বর ২০১১ ০০:৩৮ | 117.194.228.21
  • ইয়া...হু
  • Lama | ০১ ডিসেম্বর ২০১১ ০০:৩৭ | 117.194.228.21
  • ইয়া...হু
  • RM | ০১ ডিসেম্বর ২০১১ ০০:৩২ | 205.155.225.1
  • প্রিয় চরিত্র? মানে সেই যেটায় লেখক নিজের প্রিয় চরিত্র ভাবতে বসেছেন
  • Tim | ০১ ডিসেম্বর ২০১১ ০০:২২ | 198.82.20.127
  • হ্যাঁ ভুল উত্তর দেওয়ার প্রাইজ কি জান্তে চাই।
  • nyara | ০১ ডিসেম্বর ২০১১ ০০:২১ | 122.172.160.101
  • গোয়েন্দা গল্প ছাড়াও শরদিন্দুর আরেকটা গল্পে ব্যোমকেশ আছেন। কোন গপ্প?
  • nyara | ০১ ডিসেম্বর ২০১১ ০০:১৯ | 122.172.160.101
  • সত্যান্বেষী প্রকাশকাল হিসেবে ব্যোমকেশের কত নম্বর গল্প?
  • aka | ০১ ডিসেম্বর ২০১১ ০০:১৯ | 168.26.215.13
  • আমিও পারি। বলে বলে ভুল উত্তর। মাক্কালি।
  • kk | ০১ ডিসেম্বর ২০১১ ০০:১৬ | 76.114.73.71
  • ব্রতীন কোথায় গেল রে? ব্যোমকেশ নিয়ে কি কুইজ করবে করো, আমি সব প্রশ্নের ঠিক উত্তর দেবো, হ্যাঁঃ ঃ)।
  • pi | ০১ ডিসেম্বর ২০১১ ০০:১১ | 128.231.22.133
  • আকাদা, ওখানে না লিখে অন্য টইতে লেখো।
  • pi | ০১ ডিসেম্বর ২০১১ ০০:০৪ | 128.231.22.133
  • horoscope এর টই ভোগে গেছে। পোস্ট করলেও দেখা যাচ্ছে না।
  • nk | ০১ ডিসেম্বর ২০১১ ০০:০৪ | 151.141.84.194
  • ডিডির "পিতা হো পিতা, অহো" বাংলায় "বাপ রে বাপ, উফ" শুনে হাসতে হাসতে এমন অবস্থা হয়েছে যে লোকে তাকাচ্ছে! ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত