এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ২৪ নভেম্বর ২০১১ ২২:১৭ | 117.194.100.121
  • ইয়েতি, এখানে বর্তমানের খবর কেউ বিশ্বাস করে না। ঃ-))
  • Abhyu | ২৪ নভেম্বর ২০১১ ২২:১৫ | 173.200.128.42
  • আজ একজন বাঙালীর বাড়িতে রাতে নেমন্ত। টার্কির বদলে মুর্গী হবে।
  • Ishan | ২৪ নভেম্বর ২০১১ ২২:১৪ | 117.194.37.67
  • যৌথবাহিনী প্রত্যাহার তো মমতার দাবী।

    "এনকাউন্টার করে দেওয়া হয়েছে' -- এই সন্দেহ আসছে এই কারণেই, যে, একটিই দেহ পাওয়া গেছে। সেটি কিষেণজির। যদিও কিষেণজির নাকি গুচ্ছ দেহরক্ষী। তারা নাকি গুলি চালিয়ে যুদ্ধও করেছিল। ইত্যাদি। (ডিঃ সবই টিভিতে দেখা)।
  • yeti | ২৪ নভেম্বর ২০১১ ২২:১১ | 173.200.128.42
  • হ্যাঁ ছাং খেয়ে ঘুমিয়ে পড়ি। আর টেনিদা বলেই গেছে আমি বাংলায় কথা বলি।
  • amit | ২৪ নভেম্বর ২০১১ ২২:১০ | 18.60.12.108
  • ওসামাকে মেরে না ফেলে ধরা যাক আমেরিকা লুকিয়ে রেখেছে, তাতে আমেরিকার কি লাভ? সেইটা আগে বলো।
  • siki | ২৪ নভেম্বর ২০১১ ২২:১০ | 122.177.206.241
  • ইয়েতি কি ছাং খাও?
  • yeti | ২৪ নভেম্বর ২০১১ ২২:০৭ | 173.200.128.42
  • ইয়েতি বরফের দেশে থাকে। দুদিন আগেই বর্তমানে বেরিয়েছিল।
  • siki | ২৪ নভেম্বর ২০১১ ২২:০৬ | 122.177.206.241
  • কেন অমিত? ওবামা ওসামাকে আদৌ লুকিয়ে রেখেছে না মেরে ফেলেছে, কোনও মিডিয়া কি জানতে পেরেছে আজও? সাত মাস তো হয়ে গেল!
  • Yeti | ২৪ নভেম্বর ২০১১ ২২:০৬ | 173.200.128.42
  • ইয়ে না, ইয়েতি। আমাকে ভয় পান না আপনি?
  • o | ২৪ নভেম্বর ২০১১ ২১:৫৫ | 14.99.175.108
  • এপিডিআর এইবার নিষিদ্ধ হল বলে
  • m | ২৪ নভেম্বর ২০১১ ২১:৪৩ | 117.194.37.67
  • তাই নাকি ইয়ে! তুমি কোথায় থাকো?
  • m | ২৪ নভেম্বর ২০১১ ২১:৪২ | 117.194.37.67
  • আবার নাকি গুলির লড়াই শুরু হয়েছে!
  • Yeti | ২৪ নভেম্বর ২০১১ ২১:৩৫ | 173.200.128.42
  • মিঠুদি তোমার পুরোনো পাড়ায় এখন একটু ঠাণ্ডা আর ঝলমলে রোদ্দুর। বরপ হয় তো পরের হপ্তায় পড়বে - এখন না।
  • amit | ২৪ নভেম্বর ২০১১ ২১:২২ | 18.60.12.108
  • আমার একটা কথা মনে হচ্ছে। কিষেণজী যে কাছাকাছিই আছেন সেটা বিদ্বজনেদের/ APDR/আরো যা যা নাম আছে কি জানা ছিল? যার জন্য পশ্চিমবঙ্গে যৌথবাহিনী এর অভিযান কে পিছিয়ে দেওয়ার/আটকে রাখার চেষ্টা চলছিল। নাকি এটা নেহাত ই কাকতালীয়?
  • ppn | ২৪ নভেম্বর ২০১১ ২১:১৯ | 202.91.136.71
  • মাওবাদীরা যখন রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তখন এই পরিণতি অপ্রত্যাশিত ছিল না। তাই নিয়ে আমার আপত্তির কিছুই নেই। কিন্তু "এনকাউন্টার' করে মারলে অবশ্যই আছে।

    তারও আগে জানতে চাই এনকাউন্টার বলে এইটাকে মনে হচ্ছে কেন? এইটা তো আজাদের মত ঘটনা না, যেইখানে আলোচনার নাম করে এনে মেরে ফেলা হল।
  • amit | ২৪ নভেম্বর ২০১১ ২১:১৯ | 18.60.12.108
  • বেশ, কিন্তু তাতে বাহিনী তথা সরকারের কি লাভ? এই মিডিয়াময় যুগে কতদিন লুকিয়ে রাখবে?
  • o | ২৪ নভেম্বর ২০১১ ২১:১৬ | 14.99.175.108
  • t , শুধু উনি কেন ? আরো অনেকেই তো দেখতে চেয়ে দেখেও ফেললেন
    তাদের কি হবে এইবার? সবার জন্যই কাউন্টার?
  • siki | ২৪ নভেম্বর ২০১১ ২১:১৫ | 122.177.206.241
  • দাবি জানানোর জন্য একটা প্রমাণের দরকার হয়। হতেই পারে কিষেণজি এনকাউন্টারে আহত অবস্থায় এখন বাহিনীর হাতে অন্য কোথাও শিফটেড। মাওবাদীরা জানবে কী করে কিষেণজি জীবিত না মৃত?

    আমি তো সরকারের লাভের কথাই বলছি। মাওবাদীদের লাভ নিয়ে কে মাথা ঘামিয়েছে?
  • amit | ২৪ নভেম্বর ২০১১ ২১:০৪ | 18.60.12.108
  • তাতে সরকারের লাভ হতে পারে, মাওবাদী দের লাভ কি? যদি এমন হয় যে সরকার বলছে মারা গেছে, কিন্ত মৃত শরীর পাওয়া যায় নি আর মাওবাদীরা মারা যাওয়া টাকে চেপে রেখে লার্জার দ্যান লাইফ ইমেজ তৈরি করে রাখার চেষ্টা করচে তাহলেও না হয় হত। মাওবাদীরা কি এখনও দাবী জানিয়েছে যে তিনি মারা যান নি?
  • t | ২৪ নভেম্বর ২০১১ ২১:০৩ | 59.164.99.62
  • মমতাকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিল।
  • siki | ২৪ নভেম্বর ২০১১ ২০:৫৯ | 122.177.206.241
  • সেটাই লাগছে, ওসামা বিন টাইপের কেস নয় তো? কেউ মৃতদেহ দেখতে পাবে না, কিষেণজি গামছা ঢাকা অরণ্যদেব হয়েই রইলেন, রটিয়ে দেওয়া হল এনকাউন্টারে নিহত।

    খুব অচেনা ট্যাকটিকস নয় আজকের দুনিয়ায় ঃ-)
  • siki | ২৪ নভেম্বর ২০১১ ২০:৫৮ | 122.177.206.241
  • এদিকে শারদ পাওয়ারের ঘটনার পরে আন্না হাজারের প্রাথমিক প্রতিক্রিয়াঃ মাত্র একটা থাপ্পড় মেরেছে?

    ঃ-)
  • amit | ২৪ নভেম্বর ২০১১ ২০:৫৪ | 18.60.12.108
  • ধরে রাখলে আবার বন্দী মুক্তির দাবী ও তো উঠতে পারত, তাই না?
  • siki | ২৪ নভেম্বর ২০১১ ২০:৫২ | 122.177.206.241
  • মেয়ে পড়াশোনা কচ্ছে, তাই টিভি দেখতে পাচ্ছি না ঃ( কিন্তু দুটো কোশ্নো আছে।

    ১। ডেডবডি কি দেখিয়েছে? নাকি ওসামা বিন স্টাইলে মৃত্যু ঘোষণা?

    ২। বহু বহু নিরপরাধ লোকের মৃত্যুর কারণ কিষেণজি খুন হওয়াতে আমি একটুও দুঃখ পাই নি, ফ্র্যাঙ্কলি। কিন্তু এনকাউন্টারে ওকে মেরে ঠিক কী লাভ হল? সরকার বা যৌথবাহিনীর? বাঁচিয়ে রেখে একটু দলাই মলাই করলে যৌথবাহিনীর পক্ষে পরের কাজগুলো সুবিধের হয়ে যেত না কি? এনকাউন্টার তত্বে আমার সন্দেহ আছে।
  • I | ২৪ নভেম্বর ২০১১ ২০:৪৩ | 14.96.3.190
  • মামু, মেল ভেজে দিয়েছি।
  • Bratin | ২৪ নভেম্বর ২০১১ ২০:৪৩ | 117.194.100.121
  • আচ্ছা। কোথায় তো একটা থামতে হবে। আর এদের আত্ম-সমর্পনের অনেক সুযোগ দেওয়া হয়েছিল।
  • maximin | ২৪ নভেম্বর ২০১১ ২০:৪০ | 59.93.240.228
  • হ্যাঁ ব্রতীন আমি তো দুঃখই পেলাম।
  • o | ২৪ নভেম্বর ২০১১ ২০:১৩ | 14.99.175.108
  • তবে আজ সকলকে ছাপিয়ে যাচ্ছেন মাননীয় "সর্বঘট" অভিরূপ সরকার

    এই ভদ্র(!) লোক নাকি আবার অধ্যাপক কিসের ? হয়তো মানুষ নিকেশ বিদ্যার
  • o | ২৪ নভেম্বর ২০১১ ২০:০৪ | 14.99.175.108
  • দুঃখু আর কি ! আজ বাদে কাল নয় , আজই যুদ্ধু হচ্ছে এ তো বড় ব্যাপার হে !!

    যা দেবী ইত্যাদি ইত্যাদি
  • Bratin | ২৪ নভেম্বর ২০১১ ১৯:৫৭ | 117.194.100.121
  • SMS বলি বুইলে kc । মানে ৯৫%। জ্জিও!! ঃ-))
  • Bratin | ২৪ নভেম্বর ২০১১ ১৯:৫৭ | 117.194.100.121
  • মানে উনি মারা যেতে কি আমরা দুঃখিত?
  • o | ২৪ নভেম্বর ২০১১ ১৯:৫৪ | 14.99.175.108
  • নন্দীগ্রামের কায়দায় জঙ্গলমহলের সমস্ত চেকপোষ্টে মিডিয়ার প্রবেশ আটকানো হয়েছে, শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে আছে স্টার আনন্দ!

    অনেক আগে থেকেই প্ল্যান করা অপারেশন মনে হয়

    মদনের কথাবার্তা আর চ্যানেল ১০ এ বাকিদের কথা একটাই 'হাল্লা চলেছে যুদ্ধে"
  • Bratin | ২৪ নভেম্বর ২০১১ ১৯:৫৩ | 117.194.100.121
  • সে তো সিপিএম নেতা রাও পারে। যাই হোক।
  • Ishan | ২৪ নভেম্বর ২০১১ ১৯:৪১ | 117.194.37.67
  • এপিডিআর এর দেবপ্রসাদ বাবু। বিচার বিভাগীয় তদন্ত চাইলেন।

    বামফ্রন্টের অশোকবাবুও সন্দেহ প্রকাশ করলেন।
  • pi | ২৪ নভেম্বর ২০১১ ১৯:৩৫ | 72.83.76.29
  • লোকের কোন কথা ? একটু ডিটেইল্‌স দাও।
  • Ishan | ২৪ নভেম্বর ২০১১ ১৯:৩০ | 117.194.37.67
  • মদন মিত্তিরকে নেওয়া যাচ্ছে না জাস্ট।

    টিভিতে লোকের কথা শুনে মনে হচ্ছে সন্দেহ আছে এনকাউন্টার "করে দেওয়া' হয়েছে কিনা।
  • byaang | ২৪ নভেম্বর ২০১১ ১৯:৩০ | 122.172.225.146
  • দু ঃ-))))
  • Du | ২৪ নভেম্বর ২০১১ ১৯:২৯ | 117.194.206.198
  • 'শ্রীচৈতন্যর মত হাত বাড়িয়ে এদের পাওয়া যায় না '- তৃণরা তো সংলাপ সাপ্লাই করেই টালিগঞ্জের ব্যাবসা বাড়িয়ে দিতে পারে।
  • Du | ২৪ নভেম্বর ২০১১ ১৯:২৬ | 117.194.206.198
  • স্টার আনন্দতে মদন মিত্র বলছে - অশোকবাবু আর সূর্য্যকান্ত মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন, তারা তো কিষেণজী মারা গেলে দুঃখ পাবেনই।
  • Ishan | ২৪ নভেম্বর ২০১১ ১৯:২২ | 117.194.37.67
  • সূর্যকান্ত মিশ্রর বক্তব্য খুব ভালো লাগল। "এটা উল্লাসের সময় নয়। ওঁর অনুগামীদের এবং পরিবার-পরিজনদের সমবেদনা জানাই।' ইত্যাদি।
  • Ishan | ২৪ নভেম্বর ২০১১ ১৯:০৬ | 117.194.37.67
  • সুচিত্রা মাহাতোও আহত। সোর্স চব্বিশ ঘন্টা।
  • prateek | ২৪ নভেম্বর ২০১১ ১৮:৪২ | 122.179.44.200
  • আমার শাউড়িমার রিটায়ারমেন্ট আসন্ন(আধা সরকারী স্কুল),সর্কারবাহাদুর থেকে জানানো হয়েছে যে পিফ,পেনসন কিছু দেয়া যাবেনা, এক বছর পরে দেয়া হবে। এরকমি কি হয় নাকি?
  • m | ২৪ নভেম্বর ২০১১ ১৮:২৯ | 117.194.37.67
  • সিআরপিএফ এইমাত্র সরকারিভাবে জানিয়ে দিলো কিষেণজী নিহত।
  • byaang | ২৪ নভেম্বর ২০১১ ১৮:২৮ | 122.172.225.146
  • আহা, নির্মল আনন্দ!! এমনকি সিকিউরিটির লোকটাও দাঁত বার করে হাসছে।



  • pi | ২৪ নভেম্বর ২০১১ ১৮:২৫ | 72.83.76.29
  • সরকারই অপারেশন বাড়িয়েছিল।
  • m | ২৪ নভেম্বর ২০১১ ১৮:২৩ | 117.194.37.67
  • চ্যানেলে চ্যানেলে শুনে মনে হচ্ছে কিষেণজী ই গোয়েন্দা দীপক- রতনের বদলে সঙ্গী সুচিত্রা।
  • pi | ২৪ নভেম্বর ২০১১ ১৮:২৩ | 72.83.76.29
  • ibn এ কি সেই কন্টেকস্টেই দিয়েছিল ? হঠাৎ দুমদাম কাল কিষেণজীর বাঁচা মরা নিয়ে লেখা, কাকতালীয়ও হতে পারে।

    তবে যৌথ বাহিনী অপারেশন জোরদার করছিল বোঝাই যাচ্ছে। মমতার গলার জোরও ঐ জন্য বাড়ছিল। এক মাসের শান্তি প্রস্তাবে ( এমনকি ক'দিন আগে পাঠানো চিঠিও) সরকারের কোনোরকম সাড়া না দেওয়া, সবই তার লক্ষণ।
  • byaang | ২৪ নভেম্বর ২০১১ ১৮:২১ | 122.172.225.146
  • কুমুদি জ্বর সেরেছে, তবে ব্যাকপেনে কাবু হয়ে আছি।
  • byaang | ২৪ নভেম্বর ২০১১ ১৮:২০ | 122.172.225.146
  • দিপু আছিস নাকি? ফেবুতে হরবিন্দার সিং ফ্যান ক্লাব জাতীয় কিছু খুঁজে পেলে বলিস তো? নাম লেখাব। লোকটা নাকি কৃপাণও বার করেছিল ""চীর দুঙ্গা'' বলে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত